এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • বাম-বুজি-রূপকথাঃ প্রাণের আরাম

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    নাটক | ০৬ মে ২০১৪ | ৪২৩৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.247.221 | ২৩ মে ২০১৪ ০০:০৫639394
  • হঠাৎ সূচপুর কোথা থেকে এল এই বাজারে?
    ১১ জনের হত্যা হয়েছিল আর সেই হত্যায় জড়িতরা সিপিএমের সমর্থক হওয়া সত্বেও শাস্তি পেয়েছে। এর চাইতে ভাল আইনের শাসনের খবর আর কি হতে পারে? এই খবরটা আমাদের মত লোকেদের আরো জোরালো গলায় বলতে সাহায্য করবে যে বাম আমলে সিপিএমের লোকেরা দোষ করলে তাদেরও শাস্তি হত।
    আমি কি কখনো এই প্রসঙ্গে কখনো চক্রান্তের কথা বলেছি?

    আবাপ-আনন্দ জানাচ্ছে যে সিপিএম মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবে। এই নিয়ে প্রসেনজিতের কোন বাণীর অপেক্ষাতে থাকলাম।
  • s | 182.0.249.87 | ২৩ মে ২০১৪ ০৩:১৩639395
  • PT ঃ বাকি যারা অনেক ভাষণ মেরেছিল, যেমন পুততুন্ড দম্পতি, সৈফুদ্দিন, দীপঙ্কর ভট্টাচার্য আর সুসিরা সব তো সব লেজ গুটিয়ে হাওয়া।

    সমীর পুততুন্ডু এবার ডায়মন্ডহার্বার থেকে এবারে ইলেকশন লড়েছেন এবং হেরেছেন। এটা যদি ল্যাজ গুটিয়ে হাওয়া হয় তাহলে বহু ল্যাজ গুটিয়ে হাওয়া কমরেড আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে।
    সৈফুদ্দিন ভোটের আগে আলিমুদ্দিনে গিয়ে সিপিয়েমের সংগে জোট করেছেন, (পড়ুন ফিরে এসেছেন)। ভোট বিপর্যয়ের পর বলেওছেন বিজেপিকে ঠেকাতে এবার বামেদের কংগ্রেসের সঙ্গে জোট করা উচিৎ। একদম পিটিদার লাইন।
    http://bdnews24.com/world/2014/05/07/indian-left-divided-over-modi-mamata
    ইনিও ল্যাজ গুটিয়ে হাওয়া?

    দীপঙ্কর ভট্টাচার্যের পর্টি এবার ভোটে কেজরীকে সমর্থন করেছে মোদীর বিরুদ্ধে বারানসীতে প্রচার করেছে। ল্যাজ গুটিয়ে হাওয়া?
    http://www.livemint.com/Politics/jogo8gHHpvpRhWbVhpePYJ/Supporting-Kejriwal-to-defend-pluralist-legacy-Dipankar-Bha.html

    জানার কোন শেষ নাই। জেনে কথা বলা ভাল তাই।
  • PT | 213.110.247.221 | ২৩ মে ২০১৪ ০৭:২৮639396
  • ল্যাজ গুটিয়ে হাওয়া এই অর্থে যে দু একটি বাণী দেওয়া ছাড়া তাহাদের কোন অস্তিত্ব নাই। এরা সকলেই সিপিএমের "ভাল" করার কাজে ব্রতী হয়েছিল বহুদিন ধরে। সেই ব্রতে মমতার পেছনে (রাজনৈতিক) লাইন দিয়েছিলেন রামধনু জোটের অংশ হিসেবে। তাই পব-তে বিজেপির উত্থানের জন্য এরাও পরোক্ষে দায়ী। তাতে বাম আন্দোলনের কোন উপকার হয়নি আর নিজেরাও বাম আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোন দিশা দেখাতে পারেনি।

    এখন মমতা গলাধাক্কা দেওয়ার পর আবার ভেসে ওঠার চেষ্টায় আছেন-সুসিও হয়্ত আসবে কিছুদিন পরে। সফিরা কিসব দাবী করার জন্য জোট হয়নি তাই পুততুন্ড আলাদা দাঁড়িয়েছিলেন।

    দীপঙ্কর বিহারেই বিশেষ কোন অগ্রগতি করতে পারেননি আর গেছেন বারাণসীতে সিম্বলিসিমের রাজনীতি করতে। তাই ল্যাজ গুটিয়ে হাওয়া এই অর্থে যে দু একটি বাণী দেওয়া ছাড়া তাহাদের কোন অস্তিত্ব নাই।

    "The CPI(ML) and various mass organizations associated with it are playing an important role in advancing the democratic movement and upholding the revolutionary banner in a whole range of conditions and contexts."
    দীপঙ্করের এই বক্তব্য বর্তমানে কতটা শুন্যগর্ভ সেটা জানার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই।

    "Political enemies for the last 25 years, the JD-U and the RJD have joined hands.........Four members of the Congress legislature party, two independents and a CPI member have already pledged their support to the JD-U government.
    http://freepressjournal.in/lalu-nitish-join-hands/"
    এখানে CPI(ML) কি করছে?
  • সিদ্ধার্থ | 116.51.130.97 | ২৩ মে ২০১৪ ১৪:১৭639397
  • শুভনীল চৌধুরীকে পার্টি এক্সপেল করল!!!!!! পার্টিবিরোধী আর্টিকল লেখার অপরাধে!!!

    এ মাইরি ব্যান্ডপার্টি হয়ে যাচ্ছে দিন কে দিন।
  • | ২৩ মে ২০১৪ ১৪:১৯639398
  • কই কই? কী আর্টিকল? লিং দ্যান।
  • de | 190.149.51.68 | ২৩ মে ২০১৪ ১৫:১৭639399
  • ধুস! বামপন্থী সমর্থকদের জন্য পাঁচিল-তেঁতুল মডেলই ভালো! কিসু করতে তো আর পারবো না!
  • pinaki | 148.227.189.9 | ২৩ মে ২০১৪ ১৫:২৬639400
  • 'পাঁচিল-তেঁতুল' মডেলটা গোলা লাগলো। এটা এবার গুরুর ভোক্যাবে স্থান পাবে। ঃ-)
  • π | ২৪ মে ২০১৪ ০৮:৪৩639401
  • শুভনীলের চিঠিটা পড়লাম। দেবো এখানে ?
  • তাপস দাশ | ২৪ মে ২০১৪ ০৯:১৯639404
  • পাই কি লেভি দেয়? না শুধু চিঠির লিংক ?
  • cm | 127.247.114.112 | ২৪ মে ২০১৪ ০৯:৫৪639405
  • চিঠির জন্য ধন্যবাদ, শুভনীল সম্পর্কে অল্প ধারণা হল। (I’ve been the secretary of the Website Branch of the party since 2011, )। আশা রাখব উনি ময়দানে নেমে ঘাম ঝড়াবেন এবং সংগ্রাম করেই ওপরে উঠে আসবেন। পার্টির ওপর মহলকে সরে গিয়ে ওনাকে মাথায় বসাতে হবেনা। গা ঘামান দাদা, শরীর, মন ভাল থাকবে।
  • cm | 127.247.114.112 | ২৪ মে ২০১৪ ১০:০৩639406
  • আপীল ছিল এই রকম “We the undersigned activists, supporters and voters of the Left Parties in India are deeply concerned with the electoral debacle faced by the Left Front in the 2014 Loksabha elections, particularly in its erstwhile stronghold of West Bengal. The weakening of the Left at a time when the communal-fascist forces are on the rise augurs ill for the future of secular democracy in India.

    The rise of the BJP in West Bengal – a state which is known for communal peace and amity – is deeply disturbing. The BJP’s Prime Ministerial candidate’s shrill rhetoric against “infiltrators” from Bangladesh during the election campaign caused communal polarisation. The misdeeds of the corrupt and autocratic TMC government in the state have also helped the BJP.

    We firmly believe that it is only a principled Left which can effectively prevent the resistible rise of the BJP in Bengal. However, the present leadership of the largest Left party, the CPI(M), has lost all credibility among the people because of their political-tactical errors and arrogance. Even after such a comprehensive defeat, they are refusing to take responsibility.

    We appeal to the CPI(M) leadership in West Bengal to step down owning responsibility of the electoral debacle and make way for a new leadership from within the ranks, which can explore new ideas on how to take the Left movement forward. We also believe that broad-based unity of all the Left and democratic forces is the need of the hour. We appeal to the millions of leftwing activists and sympathizers in West Bengal and across the country to unite in favour of positive change and organize resistance against the rightwing onslaught.”

    নজরটান,
    "make way for a new leadership from within the ranks, which can explore new ideas on how to take the Left movement forward. "

    এই মার্কা প্রোজেক্ট প্রোপোসাল দিলেও সামারিলি রিজেক্টেড হবে।
  • | ২৪ মে ২০১৪ ১০:২৭639407
  • তাইলে খাড়াইলটা কী? লেভি দেওয়াই যথেষ্ট নয়, আরো অনেক ইফ বাট কিন্তু পরন্তু হ্যাজ।

    তা বেশ। কিন্তু এঁয়ারা যখন ফ্রীডম অব স্পীচ এর কথা বলেন, তখন একটু কেমন কেমন লাগে না? ক্ষমতার সর্বোচ্চ শিখরটিতে আরোহণের পর যেসব লোক ট্যাক্স দেয় না, মানে যাদের আয় ট্যাক্সের সীমার অনেক নীচে, তাদের কথা এই লেভিবাদীরা আদৌ শুনবে? শুনতে চাইবে?
    নাঃ আমার মনে হয় না।
  • PT | 213.110.247.221 | ২৪ মে ২০১৪ ১০:২৮639408
  • অনেকেরই রাগ যার ওপরে সেই বিমান বোস ১৯৫৮-য় ১৮ বছর বয়সে জেলে গিয়েছিলেন। সুদীপ্তর মত একটা কাঁচা ছেলেও মিছিল করতে গিয়ে মরে গেল। অশোক মিত্রের নাহয় অনেক বয়েস, প্রসেনজিৎ, শুভনীল এরা জেলে যাবে কবে বা এদের বিরুদ্ধে মামলা-টামলাই বা কবে হবে? বয়স তো পেরিয়ে যাচ্ছে!
  • তাপস দাশ | ২৪ মে ২০১৪ ১০:৪৬639409
  • তাহলে দ নিশ্চই বুঝছেন, লেভি দেওয়াই যথেষ্ট নয় - জেলেও যেতে হবে ।
  • PM | 132.167.159.209 | ২৪ মে ২০১৪ ১০:৪৮639410
  • রন্জনদা/কাল্লোলদা ভোতের আগে বলেছিলেন যেই আসুক তৃন যাক। বিজেপির এই বারবারন্তের দিনে মতামত বদলালো কিন জানতে ইচ্ছুক। এই পরিস্থিতিতে "যেই আসুক" মনে "বিজেপি আসুক" ও হতে পরে।
  • cm | 116.206.9.133 | ২৪ মে ২০১৪ ১০:৫৮639411
  • অ্যাঁ আমায় শেষে নেসেসারি আর সাফিশিয়েন্ট এর ফারাক বোঝাতে হবে!

    আশা রাখব শুভনীলবাবু হিন্দমোটরে ঝাঁপিয়ে পড়বেন। নেতা ফলে ময়দানে পার্টি অফিসে না।
  • rivu | 47.210.161.34 | ২৪ মে ২০১৪ ১১:০৪639412
  • "make way for a new leadership from within the ranks, which can explore new ideas on how to take the Left movement forward." শুভনীল বলেননি তো ওনাকেই এই নিউ লিডারশিপের মাথা করতে হবে? হিন্দমোটরে যাঁরা ঝাঁপাচ্ছেন তাঁদের তুলে আনলেই তো হয়, নতুন লোককে ঝাঁপাতে হবে কেন।
  • cm | 116.206.9.133 | ২৪ মে ২০১৪ ১১:১২639413
  • সমস্যা হল ওনার বক্তব্য আগে নতুন নেতৃত্ব আনো পরে তারা নতুন রাস্তা এক্সপ্লোর করবে। যেমতি প্রোজেক্টে বলা আগে টাকা দাও তার পরে বলব নতুন কি রাস্তা নেব। ইয়ার্কি পায়া হ্যায়?
  • সিদ্ধার্থ | 116.51.194.116 | ২৪ মে ২০১৪ ১৩:৪৯639415
  • দাবীটা কি? সকলকে রাস্তায় নেমে তিনুদের সাথে ক্যালাকেলি করতে হবে?

    শুভনীল চোদ্দ বছর ধরে পার্টি মেম্বার। যখন জেএনইউ এসএফআই সিংগুর নন্দীগ্রাম প্রশ্নে প্রায় দুভাগ হয়ে যেতে বসেছিল এই শুভনীলের মতন দু তিনজন শিল্পায়নের তত্বে বিন্দুমাত্র বিশ্বাস না রেখেও শুধু পার্টির স্বার্থে লড়ে গেছিল। ধরে রেখেছিল সংগঠনটাকে।

    বহুদিন ধরে পার্টির ভেতরে অল্টারনেটিভ শিল্পায়নের সপক্ষে লড়ে যাচ্ছ।

    গান্ডুমীতে পিএইচ্ডি না করলে এরকম কমরেডকে কোনো পার্টি তাড়ায় না। .
  • cm | 127.247.114.90 | ২৪ মে ২০১৪ ১৬:১৮639416
  • ১০ঃ২৭ এর শেষটা আগে পড়িনাই। দল আর সরকার গুলায়ে ফ্যালসেন।
  • কল্লোল | ২৫ মে ২০১৪ ১০:২৯639419
  • সিদ্ধার্থ।
    সিপিএম এর আগেও বহু মানুষকে তাড়িয়েছে, বা ছাড়তে বাধ্য করেছে যারা নিঃস্বার্থ ভাবে পার্টির জন্য লড়েছে।
    ৭৪ বা ৭৫এ "দুই পিডিজির লড়াই" পীযুষ দাশগুপ্ত-প্রমোদ দাশগুপ্ত। পীযুষকে তাড়ানো হয়েছিলো।
    শচীন সেন (বালিগঞ্জের নয় টালিগঞ্জের - উদ্বাস্তু আন্দোলনে যার হাত ধরে প্রশান্ত শুরের পার্টিতে আসা)। প্রমোটারদের পার্টিতে গুরুত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
    সৈফুদ্দিনকে কেন তাড়ালো? না, সৈফুদ্দিন কংগ্রেসের সাথে হাত মেলানোর কথা বলেছিলো। অথচ সিপিএম তাইই করলো। কোন ভুল স্বীকার নেই।
    প্রসেনজিত, শুভনীল......................... চলছেই।

    তার পর এখানে টিপ্পনিগুলো দ্যাখ -
    "প্রসেনজিৎ, শুভনীল এরা জেলে যাবে কবে বা এদের বিরুদ্ধে মামলা-টামলাই বা কবে হবে? বয়স তো পেরিয়ে যাচ্ছে!"
    "আশা রাখব শুভনীলবাবু হিন্দমোটরে ঝাঁপিয়ে পড়বেন।"

    চমৎকার। এতো গান্ডুমীতে পোস্টডক।
  • ranjan roy | 24.99.29.10 | ২৫ মে ২০১৪ ১০:৩৮639420
  • হায় পিটি! আপনে এতই সরল?
    সুচপুর কান্ডে সিপিএম আইনের শাসন বলেনি। এটাকে চক্রান্ত বলেছে, আপনি দ্খেও দেখেন নি।
    এবং সিপিএম সুপ্রিম কোর্টে যাচ্ছে। চক্রান্ত থিওরি নিয়ে,-- ওদের বক্তব্য সবাই নির্দোষ, সবাইকে ছাড়া হোক।
    সিপিএম রাজত্বে বাম সরকারের পুলিশ প্রশাসন এদের কেস দিয়েছে। তবে চক্রান্তটা ২০০০ সালে কে করল?
    সবাই বলে নিজেদের লোক নির্দোষ, তারা চক্রান্তের শিকার।
    এ ব্যাপারে দিদি-দাদা সবারই এক বক্তব্য।

    আর শুভ্রনীলের ব্য[পারে সিধু বলেই দিয়েছে।
    পার্টি ফাংশনারি শুভ্রনীল আলিমুদ্দিনের হয়ে ওয়েবসাইটের দায়িত্বে ছিলেন। তিনি যখন প্রটেস্ট করেন তখন কনটেন্ট বাদ দিয়ে ওরম্ভাবে কেন বলল? এরম ভাবে কেন বলেন নি? ক'বার জেলে বা মিছিলে গিয়েছেন? আরে কারাতবাবু-সীতারাম-বৃন্দা ক'বার জেলে গিয়েছেন?
    যাঁরা এসব কমেন্ট করছেন স্পষ্টঃই তাঁরা কমিউনিস্ট পার্টির পার্টি ফাংশনারি ও গণফ্রন্টের নেতা/কর্মীদের কাজের দায়িত্ব বা ধারা নিয়ে আদৌ অবহিত নন, গুলিয়ে ফেলেছেন।
  • cm | 116.208.126.44 | ২৫ মে ২০১৪ ১০:৩৯639421
  • ভাষাটা একটু সংযত রাখলে হয়না? নইলে লোকে শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুলবে যে।

    বাকি জনতা এ ভাষা প্রসঙ্গে কি বলেন তাও জানার ইচ্ছে রইলো।
  • ranjan roy | 24.99.29.10 | ২৫ মে ২০১৪ ১১:০২639422
  • চলে গেছে দাদা, রয়েছেন দিদি--- আসিছে ভাই,
    তিনটে রুমাল, রাখা পাট করে,-- চিন্তা নাই।
    ফেলে দিয়ে লাল, সবুজ রুমাল--- বাঁধিয়াছে বাবা,
    আমি ধীরে চলি, মেপে কথা বলি,-- নইকো হাবা।
    সবুজের দল, করে ঝলমল-- মিলনমেলায়,
    রুই -কাতলার, দেখা পাওয়া ভার,-- শিল্পখেলায়।
    তাই ভুলি মমো, করি নমো-নমো,-- শোনো হে ভাইটি,
    করি মাতামাতি, জ্বালি ঝাড়বাতি- -- আমি যে আইটি!
    আজ বাজারেতে লোকে চায় নিতে,-- মত্স্য- আমোদী,
    আমাদের ঠেক, রাজ্যাভিষেক-- নরেন্দ্র মোদী।
  • কল্লোল | ২৫ মে ২০১৪ ১১:০৪639424
  • ওরে রঞ্জন। তুই ও যেমন। কে গুলিয়ে ফেলেছে!!
    কেউ কোত্থাও গোলায় নি। সবাই যথেষ্ট ওয়াকিবহাল।
    আমার মাঝে মাঝে সন্দো হয় এই সব সমর্থক-টক রোপিত নয় তো? পার্টীটাকে গোল্লায় পাঠানোর এর চেয়ে ভালো উপাদান আর নাই।

    কারা সব শুভ্র্নীলকে উপদেশ দিচ্ছে? যাদের রাস্তায় নামতে বল্লে নানান বাহানা হাজির হয়।
    দুদ্দুর এদের সাথে তক্কো হয় না। শুধু মন্তব্য করা যেতে পরে।

    সিদ্ধার্থ বল্লে সিপিএম গান্ডূমীতে পিএইচডি। আমি বল্লুম সিপিএম গান্ডূমীতে পোস্টডক।

    প্রত্যেকবার ভোটের আগে প্রকাশ এদের কানাখানাগানাঘানা কুমীর ছানা তৃতীয় ফ্রন্ট দ্যাখায়। গোটা পাট্টি ছাগলের তৃতীয় বাচ্চার মতো তাই নিয়ে লাফায়। ভোটের পর আর খুঁজে পাওয়া যায় না। তবু - আহা ওনার কি দোষ!! বলে সকলে কেমং ফোকাস করে থাকে আবার কি বাণী দেবেন তার আশায়।
  • ranjan roy | 24.99.29.10 | ২৫ মে ২০১৪ ১১:০৪639423
  • "গান্ডুমি" অসংসদীয় শব্দ।
  • ranjan roy | 24.99.29.10 | ২৫ মে ২০১৪ ১১:০৬639427
  • সিএম,
    "বাম ছাড়া কদিন চলে?"
    --এই বিশাল ভারতবর্ষে কতগুলো রাজ্য এতদিন বাম-ছাড়া চলছে? কতগুলো অবাম রাজ্যে বামরাজ্যের লোকে পড়তে বা শিক্ষার জন্যে পাঠচ্ছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন