এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • বাম-বুজি-রূপকথাঃ প্রাণের আরাম

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    নাটক | ০৬ মে ২০১৪ | ৪২৩৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.230 | ২৬ মে ২০১৪ ০৮:১৮639461
  • "...বা নেই মামার চাইতে কাণা মামা, কিন্তু তাতে কাজ হয় না বরং অকাজই হয়"

    মামা কাণা ছিল বলে খান্ডান্নি (=আধাফ্যাসিস্ট) মাসীকে ডেকে আনা হয়েছে!!
  • কল্লোল | ২৬ মে ২০১৪ ১১:৫৬639462
  • হ্যাঁ। বটেই তো। তবে কানা মাসী নয়। তাই লোকে আস্থা রেখেছে। এখনো রাখছে। কানা মামাদের ওপর আস্থা রাখছে না। বরং মাসীকে বার্তা দিয়ে রেখেছে। বেগড়বাই কল্লে নতুন মামা আসছে।
  • তাপস | 233.29.202.169 | ২৬ মে ২০১৪ ১২:০২639463
  • প্রেসির আইসি - র আগে ছিল পিসিএসএ । পিসিএসে থাকাকলীন আইসি তৈরি হয় । প্রথমবার কিম্বা প্রথম দুবার আই সি আর পিসিএস এ আলাদা ভাবে লড়ে । পিসিএসের বক্তব্য ছিল আই সি অপ্পুর্চুনিস্ট । পরে পিসি এস এ আর আই সি মিলে যায় ।
    ৮০ পরবর্তী ছাত্র আন্দোলনের ডকুমেন্টেশনের প্রয়োজন বার বার অনুভূত হয় ।
  • PT | 213.110.243.21 | ২৬ মে ২০১৪ ১৯:১০639464
  • "বরং মাসীকে বার্তা দিয়ে রেখেছে। বেগড়বাই কল্লে নতুন মামা আসছে"

    আর নতুন মামাকে ঝুলি ভরিয়ে এমপি দিয়ে কি বার্তা দিল? মামাকে ক্ষমা করে দিয়েছে?
  • কল্লোল | ২৬ মে ২০১৪ ১৯:৫২639465
  • সে তো তুমি লিখেই দিয়েছো।
    Name: PT Date:25 May 2014 -- 12:46 PM
    আমার যুক্তি তো বলে বামেরা এখুনি কং-এর সঙ্গে জোট বাঁধুক। তাহলে পবতে আপাততঃ তিনোকে সামালে রাখা যাবে (খুব সন্দো আছে - আমার মন্তব্য) আর ভবিষ্যতে দিল্লীতে বিজেপি বিরোধীতার রাস্তাও খোলা যাবে। ডাকাতের দল বলে কং আর চোরের দল তিনোর মধ্যে এখন আর ফারাক করার কোন মানে হয়না। (শেষ লাইনটায় তলদাগ ও মোটা হরফ - আমার)
    মেলাবেন তিনি মেলাবেন।
    শেষ লাইনের এই সহজ সত্যটা সিপিএম বুঝলে হয়।

    আর নতুন মামাকে জনগন বার্তা দিয়ে রেখেছে - ঝুলি ভরে দিয়েছি, করে দেখাও।
  • PT | 213.110.246.230 | ২৬ মে ২০১৪ ২১:৪৩639467
  • "ঝুলি ভরে দিয়েছি, করে দেখাও"
    তাহলে মোদী নিশ্চয় গুজরাটে করে দেখিয়েছে? যা তুমি মোট্টেই মানতে চাও না? নাকি গোলপোস্ট সরাচ্ছ?

    "ডাকাতের দল বলে কং আর চোরের দল তিনোর মধ্যে এখন আর ফারাক করার কোন মানে হয়না"
    তোমার প্রিয় মুখ্যমন্ত্রী তো ডাকাতের দলের হাত ধরেই ক্ষমতায় এল। তখন তোমার বিশেষ হেলদোল দেখিনি তো?
  • কল্লোল | ২৬ মে ২০১৪ ২২:০৫639468
  • তা, আমি তো আর সিপিএমকে উপদেশ দেই নি। ওটা তো তোমার দেওয়া উপদেশ - সিপিএমকে। আমি এর মধ্যে আসছি কোথায়??? এই যে এখানে Name: PT Date:25 May 2014 -- 12:46 PM
    আইপিও তো তোমারই দেখাচ্ছে - IP Address : 213.110.247.221 (*)
    "ডাকাতের দল বলে কং আর চোরের দল তিনোর মধ্যে এখন আর ফারাক করার কোন মানে হয়না"

    মেলাবেন তিনি মেলাবেন।

    গুজরাটে মোদী যা করেছে তার চেয়ে অনেক বেশী মিথ্যে ঢাক পিটিয়েছে - সিপিএমএর নির্বাচনী পুস্তিকা গুজরাটের "উন্নয়ন" নিয়ে।

    তারপরও লোকে (শুধু গুজরাট নয়) ঠেলে ভোট দিয়েছে। কোন শরীক ব্যাগড়া দেবে না - করে দেখাও। সিম্পুল।
  • PT | 213.110.246.230 | ২৬ মে ২০১৪ ২২:৪৮639469
  • গোলপোস্ট সরতে সরতে পাগলা গারদের সামনে চলে এসেছ। "যে আসে আসুক সিপিএম যাক"-এর তালিকাতে ডাকাতের দল কংগ্রেস ছিল না বুঝি? যখন এইসব তাত্বিকতা হচ্ছিল তখন তিনোর সঙ্গে কং-এর দহরম-মহরম চলছিল না? ভাবের ঘরে আর তো পুকুর নয় প্রশান্ত মহাসাগর চুরি হচ্ছে আজকাল!

    "গুজরাটে মোদী যা করেছে তার চেয়ে অনেক বেশী মিথ্যে ঢাক পিটিয়েছে "
    মোদীর জয় নিয়ে ব্যাখ্যাগুলো সিম্পুল হতে হতে হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে। আর মোদীর মিথ্যে কথা কারা বিশ্বাস করেছে? জনগণ। যারা মিথ্যে কথা বিশ্বাস করে তাদের কি বলা যেতে পারে-তোমার ভাষাতেই বল।

    কথামালার গল্পে কার পিঠের ওপরে চড়ে কুয়ো থেকে ওপরে উঠে এসেছিল শেয়াল? পব-র ক্ষেত্রে দুটো শেয়াল। ২০১১-তে একটা আর ২০১৪-তে আরেকটা। তাহলে কুয়োর মধ্যে দুবারে কি পড়ে থাকল?
  • Arpan | 125.118.41.203 | ২৬ মে ২০১৪ ২২:৫৪639471
  • ছাগল?

    (গল্পটা জানি না)
  • কল্লোল | ২৬ মে ২০১৪ ২৩:০৩639472
  • একিরে ভাই। নিজের কথা নিজেই মানছে না।
    তৃণ চোর, কং ডাকাত এসব তো তুমিই বল্লে ভাই। আমি কোথায় বল্লাম। তোমায় উদ্ধৃত করেছি মাত্র Name: PT Date:25 May 2014 -- 12:46 PM
    IP Address : 213.110.247.221 (*) এই টইয়ের এই পাতাতেই (১২)আছে। একটু উপরে।
    তুমি তো সিপিএমকে উপদেশ দিলে এখন কংগ্রেসের হাত ধরতে হবে - এক্ষুনি। আর কং ডাকাত বা তৃণ চোর বলে ফারাক করার কোন মনে হয় না।
    আহা লজ্জা পাচ্ছ কেন। আজ নাহলে কাল মমতার হাত ধরতে হবেই। যেমনটা প্রণববাবুর বেলা ধরলে। ঠিক তেমনটা করেই। সেই কথাটাই বেরিয়ে এসেছে তোমার কিবোর্ড থেকে।
    মমতাকে বাঁশ দিতে গিয়ে বিজেপিকে পবয়ে তোল্লাই দেবে। নাকি বিজেপিকে রুখতে মমতার হাত শক্ত করবে। সেটা তোমার ব্যাপার। কি অবস্থা না?

    মিথ্যা কথায় কেউ বিশ্বাস করলে তাকে/তাদের লোকে সাধাসিধা ভালো মানুষ বলে। দশচক্র দেখেছো? শম্ভুবাবুর অভিনয়। গাধা বা ছাগল বলে না। আমার ভাষাতেই বল্লাম।
  • PT | 213.110.246.230 | ২৬ মে ২০১৪ ২৩:০৫639473
  • Arpan | 125.118.49.181 | ২৬ মে ২০১৪ ২৩:২১639474
  • যাক, আন্দাজে ঠিকই মিলিয়েছি। ঃ))
  • কল্লোল | ২৬ মে ২০১৪ ২৩:২৪639475
  • ছাগলটি সাধাসিধা ভালো মানুষ ছিলো। সে সাদা মনে বিশ্বাস করেছিলো। আবার ৫ বছর বাদে শিয়াল ডাকবে তখন সে আর বিশ্বাস করবে না। যেমন পবয়ে সাদাসিদা মানুষেরা শিয়ালদের আর বিশ্বাস করছে না।
    সিম্পুল।

    তা কোনটা ঠিক কল্লে? অন্য টইতে তো দেখলাম সিএম বিজেপিকে ভোট দেবে বলছে। তাতে মমতার হাত নরম আর কার যেন হাত শক্ত হবে।
    তুমিও কি এবার বিজেপিতে???
  • PT | 213.110.246.230 | ২৭ মে ২০১৪ ০৭:৫২639476
  • এই "সাধাসিধা" ব্যাখ্যাটা ১৯১৪-তে চলত ২০১৪-তে সম্পুর্ণ বাতিল।
  • ঈশান | ২৭ মে ২০১৪ ০৮:১৬639477
  • পিটিবাবু বলেছিলেন কংগ্রেসের সঙ্গে সিপিএমকে হাত মেলাতে। তাহলেই এবার কেন্দ্রীয় সরকার তৈরি হয়ে যেত। :-)
  • PT | 213.110.246.230 | ২৭ মে ২০১৪ ০৮:৩১639478
  • আমি আর নতুন কি বললাম।
    কং-এর সঙ্গে হাত মিলিয়েই তো আপনার দিদি পব-তে সরকার গড়লেন আর আপনারা "তুমি কিছুই মনে করোনা কেউ যদি কিছু বলে" গাইতে গাইতে গদগদ হয়ে সেই সরকারকে খসড়া-টসড়া কিসব পাঠালেন!!
  • ঈশান | ২৭ মে ২০১৪ ০৮:৩৪639479
  • "আমার" দিদি তো কেন্দ্রে কিছু করতে পারনা। আর "আপনার" প্রকাশদা কংগ্রেসের সঙ্গে থেকেও পরমানু না কী বলে হাতের লক্ষী পায়ে ঠেলল। পুরো যুবসমাজ উচ্ছন্নে গেল। প্রকাশদাকে কিছু বলুন।
  • PT | 213.110.246.230 | ২৭ মে ২০১৪ ০৮:৪৯639480
  • সেকি!
    দিদি বললেনঃ
    প্রধানমন্ত্রী হবেন....
    নির্ণায়ক শক্তি হবেন....
    তৃতীয় বৃহত্তম দল হবেন....
    আমরা তো আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু কোথা হইতে কি হইয়া গেল!!।
  • কল্লোল | ২৭ মে ২০১৪ ০৯:১৫639482
  • পিটি।
    "এই "সাধাসিধা" ব্যাখ্যাটা ১৯১৪-তে চলত ২০১৪-তে সম্পুর্ণ বাতিল।"
    এটা তোমার মত। আমার মত এটা এখনো চলে। খুব ভালো ভাবেই চলে। পবয়ে দেখতেই পাচ্ছ। সাধাসিধে ভালোমানুষেরা আর প্রথম সিয়ালটিকে কিছুতেই বিশ্বাস করছে না। দ্বিতীয় তিয়ালটিকে এখনো বিশ্বাস করে। কিন্তু প্রথম সিয়ালটির আচরণে কিঞ্চিত সন্দেহে, তাই একটি তৃতীয় বিয়ালের আবির্ভাব ঘটেছে।

    আসলে পঞ্চতন্ত্রের গল্প্টা কিঞ্চিত বড়।
    সিয়াল তো চলে গেলো। ছাগল কুঁয়োয় পড়ে কাঁদে। এমন সময় এক বাঁদর সেখানে হাজির। সব শুনে সে বল্লো, দাঁড়াও ব্যবস্থা করছি। এই বলে সে কোথা থেকে একটা দড়ি জোগাড় করলো। বাঁদর স্বভাবতঃ লাফঝাঁপে পটু। তাই সে তরতর করে কুঁয়োর গায়ে গজানো গাছটাছ ধরে নীচে নেমে এলো। ছাগলটিকে ভালো করে বুকপিঠ দিয়ে দাড়িতে বাঁধলো। তারপর আবার উপরে উঠে কপিকল দিয়ে ছাগলকে টেনে তুললো। কিন্তু সে আর দড়ি ছাড়ে না। ছাগলও ভাবে, যাগ্গে প্রাণ তো বেঁচেছে। ওদিকে হয়েছে কি, ছাগলটি দড়ি বাঁধা অবস্থাতেই চরতে চরতে একদিন সেই সিয়ালের দেখা পেলো। সিয়াল তো ছাগল দেখে অবাক। খুব ভয়ও পেলো। ভয়ের চোটে দিগ্বিদিক জ্ঞানহারা হয়ে দৌড়তে গিয়ে আবার সেই কুঁয়োয় পড়ে গেলো।
    এবার সে যতোই কাঁদে কেউ আর আসে না। আসবে কি! সক্কলে তো পঞ্চতন্ত্র পড়ে ফেলেছে।
    সিয়াল কঁদেই চলে। তার কান্না শুনে দুটো ছোট ছোট সিয়ালও এসে পড়ে কুঁয়োর পাড়ে। তরাও বা কি করবে। তারাও কেঁদেই চলে।

    সিক্ষা - ভালোমানুষ এক ঠগের কাছে একবারই ঠকে।
  • Du | 230.225.0.38 | ২৭ মে ২০১৪ ১০:১৭639483
  • কে একবার ঠকলো জানলে বোঝা যাবে গল্পের ভালোমানুষ কে ঠগই বা কে?
  • PT | 213.110.243.21 | ২৭ মে ২০১৪ ১৪:০৯639485
  • "ভালোমানুষ এক ঠগের কাছে একবারই ঠকে"
    মোদীকে কতবার ভোট দিয়ে ক্ষমতায় ফেরৎ পাঠিয়েছে গুজরাটের মানুষ? তার পরেও ঝুলি ভরিয়ে দিয়েছে দিল্লীর জন্য ভোটেও। এটা তোমার তত্বকে ভুল প্রমাণ করছে।
  • কল্লোল | ২৭ মে ২০১৪ ১৫:২৮639486
  • সে তো, নানান খুচখাচ ঠকে যাবার পরও, পাড়ায় পাড়ায় কমরেড প্রোমোটারদের রমরমার পরও ভালোমানুষেরা কাদের যেন ভোটে ঝুলি ভবে জিতিয়ে দিতো এই ২০১১র আগে পর্যন্ত।
    সেই যে ওরা ৩৫ আমরা ২৩৫ না কি যেন অমর বাণী? তেমন তো হয়ই।
    তবে একবার বুঝে গেলে আর মুখ ফেরায় না। সে তো দেখাই যাচ্ছে।

    কিন্তু সমস্যাটার সমাধান হলো?
    কার হাত? তৃণর না বিজেপির, ধরবে তুমি?
    আবার বলে বোসো না সিপিএমের হাত। সে এখন জগন্নাথ হয়ে গেছে।

    সিএম যেমন পোষ্কার বলে দিয়েছে এর পর বিজেপিকে ভোট দেবে।
  • :-I | 69.93.198.49 | ২৭ মে ২০১৪ ১৫:২৯639487
  • নাঃ, শমীক মুখোপাধ্যায়ের দেওয়া বিশেষণটাই ঠিক। তবে ল্যাম্পপোস্টও অ্যাতো যখন তখন কথা পাল্টানো প্রেক্ষিত বদলানো সুবিধেবাদী হয় না। এক্কেরে ছাপমারা সিপিএম।
  • কল্লোল | ২৭ মে ২০১৪ ১৫:৫২639488
  • এট্টা ছোট্ট জোড়। ল্যাম্পোস্টটি ডিস্কো। ঝিগঝ্যাগ আলো রং পাল্টায়।
  • PT | 213.110.243.21 | ২৭ মে ২০১৪ ১৮:২৯639489
  • কল্লোলদা
    তুমি তোমার ঐতিহাসিক সিপিএম বিরোধীতা নিয়ে আনন্দে থাক আর নিজেকে প্রবোধ দিতে থাক যে গুজরাটে মোদীর বারংবার জেতাটাও এমনকি "খুচখাচ ঠকে" যাওয়র কেস।

    আর আমি তিনোর হাতই ধরিনি তাই বিজেপির হাত ধরার প্রশ্নই ওঠেনা। কিন্তু তুমি এবং তোমার মত অনেকেই মমতার মাধ্যমে বিজেপির হাত ধরে পব-তে তাদের উত্থানে সাহায্য করেছ। কাজেই তোমাদের অবস্থানকে আমি চিরকালই সন্দেহের চোখে দেখব।
  • cm | 233.233.125.6 | ২৭ মে ২০১৪ ১৮:৪৭639490
  • তা কল্লোলদা নিজে কাকে দেবেন সেটাও বলুন। নইলে জানবার রাইট চলে যাবে যে।
  • cm | 233.233.125.6 | ২৭ মে ২০১৪ ১৮:৪৯639491
  • বিভ্রান্ত জনতার দোদুল্যমানতা আবার অবস্থান হয় নাকি!
  • ঈশান | ২৭ মে ২০১৪ ২০:৪১639493
  • মমতা বিজেপির বিরুদ্ধে ভোট লড়লেন্না এবার? বাবুল টাউব কাকে গারদে পোরারও নাকি চেষ্টা কল্লেন?

    নাকি সবই ভুল জানি? :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন