এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • বাম-বুজি-রূপকথাঃ প্রাণের আরাম

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    নাটক | ০৬ মে ২০১৪ | ৪২৩৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.23 | ২২ মে ২০১৪ ১৭:৫৩639361
  • বামেদের পরাজয়ে যতই আনন্দে থাকুন, রাজনীতিহীন রাজনীতি করলে কোন ফাঁক দিয়ে বিজেপির মত দল ঢুকে পরে তা বোঝা কঠিন। এবারে পার্লামেন্টে মোদী, অমিত শাহ, আদবাণী, সুষমা ইত্যাদির মত ডাকসাঁইটে হিন্দুত্ববাদী নেতাদের সঙ্গে কেমন তক্কে নামেন, সন্ধ্যা, মুনমুন, তাপস, দেব, শতাব্দী, তাপস পাল ইত্যাদিরা সেটাই দেখার। আশা করি পার্লামেন্টে এঁরা বাংলার মুখ উজ্জ্বল করবেন।
  • de | 190.149.51.68 | ২২ মে ২০১৪ ১৮:২০639362
  • কংগ্রেসঃ মনমোহন = বাম ঃ পোকাশ কারাত

    দায়িত্ব নিয়ে দলটাকে ডুবিয়ে দিলে গেলো!
  • cm | 127.247.114.95 | ২২ মে ২০১৪ ১৮:২৭639363
  • বঃ স্ট্যাটিস্টিক্স ছাড়াই বাল্ক সম্পোক্কে মন্তব্য চলছে। তক্কো করলেই হল।
  • ranjan roy | 24.99.72.209 | ২২ মে ২০১৪ ২১:১৪639364
  • সুচপুর গণহত্যা মামলাঃ
    -------------------------
    সন ২০০০ এর ২৭ জুলাই বীরভূমের নানুর ব্লকের সুচপুর গাঁয়ে ১১ জন তৃণমূল সমর্থক ক্ষেতমজুর হত্যায় ১১/১১/২০১০ তারিখে নিম্ন আদালত ৪৪জন সিপিএম নেতা- কর্মীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। এর বিরুদ্ধে সিপিএম হাইকোর্টে গেলে হাইকোর্ট ১৯ জনকে খালাস দেয়। কিন্তু বাকি ২৫ জনের সাজা বহাল রাখে। এর মধ্যে সিপিএম এর দাপুটে নেতা নানুর জোনাল কমিটির সদস্য নিত্যনারায়ণ চট্টোপাধ্যায়ও হাইকোর্টের বিচারে দোষী সাব্যস্ত।
    সিপিএম এখন সুপ্রীম কোর্টে যাবে।
    ঘটনা হল অপরাধ,চার্জশীট, নিম্ন-আদালতে সাজা সবই বাম আমলে হয়েছে। কাজেই এর মধ্যে বাম-বিরোধী চক্রান্ত খুঁজে পাওয়া একটু কঠিন। কারণ তখন পুলিশ-প্রশাসন সবই বাম সরকারের অঙ্গ ছিল।
  • ranjan roy | 24.99.72.209 | ২২ মে ২০১৪ ২১:২৪639365
  • প্রসেনজিত বসুর বিশ্লেষণঃ

    ক) ২০১৪ সালে তিনো ও বামেদের প্রাপ্ত ভোটের তফাৎ প্রায় ১০%, অর্থাৎ প্রায় ৫১ লক্ষ ভোট। সিপিএম সরকারিভাবে রিগিং এর অভিযোগ করেছে ৩২০০ বুথের বিষয়ে। যদি ধরে নেওয়া হয় বুথপ্রতি গড় ভোটারের সংখ্যা ১০০০ ও ৫০% রিগিং হয়েছে, তাতে প্রাপ্ত ভোটের তফাৎ আরও ১৬ লক্ষ কমে। তবুও তিনো-বাম ভোটের তফাৎ ৩৫ লক্ষ ভোট বা ৭%।
    খ)কাজেই এসব খোঁড়া অজুহাত দেওয়ার বদলে ভাবা দরকার কেন বামেদের ভোট দ্রুত ১০% কমল ও বিজেপির ভোট তিনবছরে ৪% থেকে বেড়ে ১৭% হল।
  • pinaki | 93.180.243.109 | ২২ মে ২০১৪ ২১:৪৩639366
  • প্রসেনজিৎ বসু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুদ্ধ এন্ড কোং কে দায়ী করেছেন - সিপিএমের মধ্যের দক্ষিণপন্থী লবি। সঠিকভাবেই করেছেন। বুদ্ধ, ইয়েচুরি, বিজয়ন এরকম লোকজনেদের নিয়ে একটা বড় অংশ বেরিয়ে কংগ্রেসে মিশে গেলে পারে। তবে যদি এই দলটা আবার বামপন্থায় ফেরে।
  • No One | 192.66.40.46 | ২২ মে ২০১৪ ২১:৪৫639367
  • আসলে এই নির্বাচন পুরোটাই হয়েছে কর্পরেট এর নিয়ন্ত্রণে। ওসব হাওয়া টাওয়া কিছুই নয়, মোদি বা বিজেপি যে ভোট পেয়েছে তা আসলে সুচতুর প্রচার আর ব্র্যান্ডিং এর ফল। বহু আগে থেকে ওরা প্রচার করেছে। লোককে বুঝিয়েছে যে মোদি এলে উন্নয়ন হবে। আর লোকে ভোট দিয়েছে। অপর দিকে আমাদের বামপন্থিদের প্রচার করতে বা বিজ্ঞাপন দিতে বারণ করেছিল। তাই আমরা ভোট পাইনি।
  • ranjan roy | 24.99.72.209 | ২২ মে ২০১৪ ২২:১৩639368
  • বেশ কিছু সত্যের আভাস পেলাম।
    তবে এটাও সত্যি বামেরা প্রচারে শুধু মোদির দাঙ্গা নিয়ে কথা বলেছেন, যেগুলো নতুন প্রজন্মের কাছে ঠোঙা। বলা উচিত ছিল গুজরাত মডেলের ফাঁকিগুলো নিয়ে তথ্য দিয়ে। সেগুলোর হোমওয়ার্ক করলেন না।
    আর মোদি টানলেন বামেদের হিন্দু ভোট এবং তিনোবিরোধী ভোট। মমতা মোদির কোমরে দড়ি পরানোর কথা বলে টানলেন মুসলিম ভোট। বামেদের রইলো ৩০% কমিটেড ভোট।
  • π | ২২ মে ২০১৪ ২২:৩৭639369
  • আগের ভোটগুলোতে শুনেছিলাম, গুজরাত দাঙ্গা নিয়ে অডিও ভিশ্যুয়াল দেখানো হত, জায়গায় জায়গায়। এবারেও দেখানো হয়েছিল ?
  • PT | 213.110.247.221 | ২২ মে ২০১৪ ২২:৩৯639371
  • প্রসেনজিত রাস্তায় নেমে লোকেদের বামমার্গী করার চেষ্টা করলে দেশের অরেকটু বেশী উপকার হত। বাকি যারা অনেক ভাষণ মেরেছিল, যেমন পুততুন্ড দম্পতি, সৈফুদ্দিন, দীপঙ্কর ভট্টাচার্য আর সুসিরা সব তো সব লেজ গুটিয়ে হাওয়া। অন্যদিকে কিষেণজি কোতল হওয়ার পর থেকে আদিবাসীদের জন্যে কেঁদে-ককিয়ে শ` চারেক লাশ নামানো বিপ্লবীরা আতসবাজীর মত মিলিয়ে গেছে। মাতঙ্গিনী আর সদ্য জামিন পাওয়া অভিজিৎ নাকি চুটিয়ে সংসার করছে বলে গুজব রটেছে। এখন হাতের সামনে শুধু বুদ্ধ নামক বেঁড়ে ব্যাটা আছে-ওটাকেই ধর!!
  • ranjan roy | 24.99.72.209 | ২২ মে ২০১৪ ২২:৪৬639373
  • নেতাই,
    এত কাঁচা কথা কেউ বলে নি। অর্থাৎ বাম নেতারা বিজেপি বা তিনোকে ভোট দিতে বলেছে।ঃ))))
    ব্যাপারটা এত সরলীকৃত আদৌ নয়।
    যা হয়েছে তা হল বঙ্গে বাম নেতারা মধ্যবিত্তের উন্নয়নের আশায় বিজেপির দিকে ঝোঁকার ব্যাপারটা বুঝতেই পারেন নি। তাই তাদের প্রচারের বর্শামুখ বিজেপির দিকে আদৌ ছিল না। সেই পুরনো দাঙ্গাবাজ মোদি ছাড়া কোন নতুন ক্যাম্পেন ছিল না। অথচ মোদীর প্রচার ছিল করাপশান ও উন্নয়ন প্রশ্নে কংগ্রেসের ব্যর্থতা ও গুজরাত মডেলের কথিত সাফল্য নিয়ে। এ নিয়ে বামেদের আজ অবদি কোন তথ্যমূলক প্রচার পুস্তিকা নেই। আজ নেতারা বলছেন
    ১) মোদি বিপদের গভীরতা ওঁরা বুঝতে পারেন নি, তাই ক্যাডারদের সতর্ক করতে পারেন নি। ২) অফিশিয়ালি স্বীকার করছেন যে বিজেপি তিনোদের ভোট বেশি কাটবে সেই ভরসায় ছিলেন। ফলে আজ ভুগছেন।৩ ) আর লোকসভা ভোট অখিল ভারতীয় ইস্যু। এই বিপদ সেই পরিপ্রেক্ষিতে না দেখলে দিল্লি-কোলকাতা দু'জায়গায় ভুগতে হবে। আজ দল অখিল ভারতীয় তকমা হারাচ্ছে।
    আমি দেখছি গাঁয়ের দিকে বামকর্মীরা দেখছেন যে তিনো আক্রমণ /সন্ত্রাসের মোকাবিলা করতে দলের সংগঠন অপারগ। তাই কিছু লোক তিনোর মোকাবিলা করতেও গৈরিক হচ্ছে।
    দেখুন, তিনো বিধায়িকা ভোটে নিজে সন্ত্রাস করে আজও গ্রেফতার হন নি। এ নিয়ে বিজেপি সংগঠন পথে নেমেছে। প্রশাসনের সামনে অবরোধ/ কার্টুন সবরকম পন্থা নিয়েছে। সিপিএম বেশি সাফার করেছে। অথচ এ নিয়ে কোন আন্দোলনের কথা নেই। পিটির মত সমর্থকরা এগুলোকে র‌্যাবল রাউজিং বলেন।
    তাহলে শুধু বাণী দিয়ে সংগঠন ধরে রাখা যাবে?
    তাই বিক্ষোভ।
  • pinaki | 93.180.243.109 | ২২ মে ২০১৪ ২২:৪৬639372
  • গুজবে নামটাও ঠিকঠাক বলতে পারে নি। পিটিদা আপনার এই গুজবের সোর্সটাকে এবার তাড়ান। ঃ-) আগেও একবার ছড়িয়েছিলেন আপনার সোর্সের কথায় ভরসা করে।
  • PT | 213.110.247.221 | ২২ মে ২০১৪ ২২:৪৭639374
  • গুজব যেগুলো নয় সেগুলো দেখতে পেলেন না বুঝি?
  • π | ২২ মে ২০১৪ ২২:৪৮639376
  • নতুন প্রজন্মের কাছে ঠোঙা হয়ে গেছে বলেই সেটাকে নতুন করে মনে করিয়ে দেওয়া খুব প্রয়োজনীয় নয় কি ? যদিও সেটা করা হয়েছিল কিনা বা হলেও কতটা, জানিনা।
  • r2h | 172.136.192.1 | ২২ মে ২০১৪ ২২:৪৮639375
  • আগেকার দিনে স্নেহপ্রবণ অভিভাবক থাকতেন। তাঁরা, বাড়ির ছেলে রাখাল পরীক্ষায় ফেলে করলে শুধু পাশের বাড়ির যেদো আর বদের হাঁড়ি মাস্টারদের দোষ ধরে নিন্দে মন্দ করতেন। আর রাখাল পড়াশুনো না করে তাইরেনাইরে করে ঘুরে বেড়িয়ে পরের বছর আবার ফেলে করতো।
  • PT | 213.110.247.221 | ২২ মে ২০১৪ ২২:৪৯639378
  • পথে নামলেই যদি সব হত তাহলে কিষেণজী পব-র মুখ্যমন্ত্রী হতেন এতদিনে।
  • pinaki | 93.180.243.109 | ২২ মে ২০১৪ ২২:৪৯639377
  • রঞ্জনদা, এই প্রসঙ্গে প্রসেনজিৎ বোসের ব্যাখ্যা হল - বুদ্ধ কোন মুখে গুজরাত মডেল নিয়ে বলবেন, তিনি নিজেই তো গুজরাত মডেলের শিল্পায়নের প্রশংসা করেছেন এতদিন।
  • PT | 213.110.247.221 | ২২ মে ২০১৪ ২২:৫২639379
  • আর রাখাল যখন বছরের পর বছর ভাল রেজাল্ট করে পাশ করত তখন প্রতিবেশীরা নিজেদের ফেল্টুস সন্তানদের পিঠ বাঁচানোর জন্য বারান্দায় দাঁড়িয়ে সমস্বরে চ্যাঁচাত যে রাখাল খালি টুকে টুকে পাশ করে!!
  • ranjan roy | 24.99.72.209 | ২২ মে ২০১৪ ২২:৫৩639380
  • কোথা নামলে সব হত, তাই শুনি?
  • PT | 213.110.247.221 | ২২ মে ২০১৪ ২২:৫৫639382
  • কি করলে কি হত সেতো আপনি আর পোসেনজিৎ সব চাইতে ভাল জানেন। আপনারাই বলুন। পোসেনজিৎ শেষ কবে পব-মুখো হয়েছিল কে জানে!!
  • rabaahuta | 172.136.192.1 | ২২ মে ২০১৪ ২২:৫৯639383
  • পিটিদার Date:22 May 2014 -- 10:52 PM ঃ)

    এরকম হতো তা অবশ্য অস্বীকার করতে পারি নাঃ) মানে এখনো হয়, যেমন এটা পড়ে আমার খালি ত্রিপুরার কথা মনে হচ্ছেঃ)
  • cm | 37.59.69.197 | ২২ মে ২০১৪ ২৩:০০639384
  • আমি বিজেপিকে ভোট দিতে বলেছি। এখন কিছু কাল সাইড লাইনে বসে মজা দেখা যেতে পারে।
  • PT | 213.110.247.221 | ২২ মে ২০১৪ ২৩:০১639385
  • ত্রিপুরায় ক্ষমতা থেকে যেতে দিন, তখন দেখবেন যে এখন যারা পিঠ চাপরাচ্ছে মাণিকের তারাই বলবে ও তো রিগিং করে ক্ষমতায় ছিল।
  • ranjan roy | 24.99.72.209 | ২২ মে ২০১৪ ২৩:০২639386
  • চালিয়ে যান! চালিয়ে যান! আগেও যখন অশোক মিত্র সাবধান করেছিলেন তখনো বক্তব্য ছিল এই আশির কোঠার অসুস্থ মানুষ কবে শেষ মিছিলে হেঁটেছেন?
    যদি আমি ও প্রসেনজিতই জানি তাহলে শুনুন খানিক।ঃ))
    আর সুচপুর গণহত্যা নিয়ে কিছু বলুন!
    আচ্ছা, কমরেড কারাত শেষ কবে কোলকাতা এসেছিলেন-- সেই ইলেক্শনের সময় একবার? মোদি কয়বার?
  • PT | 213.110.247.221 | ২২ মে ২০১৪ ২৩:০৭639387
  • আলুর দোকান থেকে গুরুং-এর বাড়ি সব জায়গাতে একটা মানুষ ঘুরে বেড়িয়ে সব সমস্যার সমাধানের চেষ্টা করলে আলুর দামও কমে না আর গুরুংকেও সমঝে রাখা যায় না। মমতাকে দেখে আপনারা আউলিয়ে গেছেন। কল্কাতায় এলেও কারাত এই সমাঢি আটকাতে পারতেন না কেননা বাম দল ব্যক্তিকেন্দ্রিক হয়না।
  • PT | 213.110.247.221 | ২২ মে ২০১৪ ২৩:০৮639388
  • সমাঢি=সমাধি
  • ranjan roy | 24.99.72.209 | ২২ মে ২০১৪ ২৩:১৯639389
  • " মা গো! কেন যে এতসব কথা!" ( সমরেশ বসুর উপন্যাস থেকে)।
    সত্যি, কেউ কিছু করতে পারতেন ন! যা হবার তা হবেই!
    করপোরেশন/ ২০১৬? দুক্খূ আছে কপালে।
  • cm | 37.59.69.197 | ২২ মে ২০১৪ ২৩:১৯639390
  • দেখাযাক না বাম ছাড়া কদিন। প্রাসঙ্গিক হলে ছাই থেকে আবার জন্মাবে। ও, বলে দেওয়া ভাল আমি বাম বলতে আসলে সিপিএম বোঝাচ্ছি ।
  • PT | 213.110.247.221 | ২২ মে ২০১৪ ২৩:২৬639391
  • ঠিক আমারও তাই মত। মানুষ যদি বামেদের দরকার নেই মনে করে তাহলে এভাবেই চলুক।
    অন্যদিকে "ভোটার কখনো ভুল করেনা" তত্বে বিশ্বাসী মানুষেরা দ্বিচারিতা ছেড়ে মোদীকে জয়যুক্ত করার জন্য ভোটারদের অভিনন্দন জানান। আর সে সাহস না থাকলে প্যানপ্যানানি বন্ধ করুন।
  • ranjan roy | 24.99.72.209 | ২২ মে ২০১৪ ২৩:৪৪639393
  • পিটি,
    যদি ভোটার কখনো ভুল করে না এই জাতীয় কথা হত তাহলে কোন রাজনৈতিক দলেরই দরকার পড়ত না। অবশ্যি আপনি সব সময় অতি সরলীকরণে বিশ্বাস করেন, যেমন সিপিএম এর সমালোচনাএ। করলেই মমতাকে সমর্থন করা হয়--সিপিএম কখনো ভুল করে না-- যেটা হবার তাইহয়-- বুজির জন্যে মমতা এল-- মমতার জন্যে মোদি এল ইত্যাদি।

    কিন্তু ভোটাররা একটা মেসেজ দেয়। সবসময়। দল সেটা বুঝে রণনীতি ঠিক করে। বঙ্গেও তাই হয়েছে।
    স্পষ্টতঃই বঙ্গে মেরুকরণ হয়েছে। নতুন প্রজন্মের বড় অংশ দাঙ্গাবাজ মোদিকে ভুলে গুজরাত মডেলের কথিত সাফল্যে আগ্রহী-- এ নিয়ে বামেদের প্রচার যথেষ্ট নয়।
    আর মোদির হুংকার ও মমতার মোদিকে কোমরে দড়ি বেঁধে এবং হরিদাস পাল রেটোরিক মুসলিম ভোটারদের বামের থেকে সরিয়ে নিয়েছে। এখন গ্রামে সংগঠন সাধারণ ক্যাডারদের রক্ষা করতে অপর্যাপ্ত।
    তাই বিমুখ।
    মার্ক্সবাদ শেখায় ঘটনার মূল কারণ ভেতরে খুঁজতে, বাহ্যিক কারণগুলো অনুঘটক মাত্র। মাও যেমন বলেছেন-- ডিমে তা দিলে ছানা বেরোবে, পাথরে দিলে নয়। কাজেই এমন পরাজয় ও শক্তিক্ষয়ের আভ্যন্তরীণ কারণ খুঁজতে হবে। অন্য অনুঘতকগুলোকে গাল পাড়লে শুধু আত্মতৃপ্তি নয়, আত্মবিলুপ্তিও ঘটতে পারে। আর কিছুই বলার নেই।
    সি এম,
    সুচপুর গণহত্যা নিয়ে কোন মন্তব্য?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন