এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • বাম-বুজি-রূপকথাঃ প্রাণের আরাম

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    নাটক | ০৬ মে ২০১৪ | ৪২৩৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | 122.79.36.88 | ১৮ মে ২০১৪ ২১:২৮639328
  • সেইভাবে দেখতে গেলে তো কারুরই কম্পেন্সেশন পাওয়া উচিত না।
    অনেক এজেন্ট প্রাণভয়ে ঘটিবাটি বেচে কিছু দেনা শোধ করেছেন। কম্পেন্সেশন দেওয়া হলে এরা বাদ যাবেন কেন?
  • cm | 37.59.136.63 | ১৮ মে ২০১৪ ২১:২৯639329
  • সরকারের কাউকেই কমপেনসেশন দেওয়ার কথা নয়।
  • এমেম | 127.194.253.138 | ১৮ মে ২০১৪ ২১:৪৩639330
  • তাহলে এত তর্ক কিসের সিএম?
  • এমেম | 127.194.253.138 | ১৮ মে ২০১৪ ২১:৪৭639331
  • s
    ৪০% কমিশন কে পেয়েছে? বুঝলাম না।
  • এমেম | 127.194.253.138 | ১৮ মে ২০১৪ ২১:৫৭639332
  • তারপরে বলুন তারচেয়ে এক পার্সেন্ট বেশি কেন বিশ্বাসযোগ্য নয়?
    ----------------------------------------
    যে প্ল্যানে ১৫ % বলা হচ্ছে সে প্ল্যানে টাকা রাখতেই পারি, ধরে নেব যে ১৫-র চেয়ে কম পাওয়ার সম্ভাবনা ৯০%। যে প্ল্যানে ১৬% বলা হচ্ছে তাতেও টাকা রাখতে পারি, ধরে নেব যে ১৬র চেয়ে কম হওয়ার সম্ভাবনা ৯৮% ইত্যাদি।
  • cm | 233.187.114.33 | ১৮ মে ২০১৪ ২২:০২639333
  • তক্কোতো কোন কাজ নেই বলে।
  • s | 182.0.249.87 | ১৮ মে ২০১৪ ২২:০৭639334
  • এমেমঃ ৪০% কমিশন পেয়েছে এজেন্টরা। সেরকমই তো পড়েছিলাম। ২৫০০ র মধ্যে ৮০০ কোটি টাকা এজেন্টদের কমিশন দিতে খরচা হয়েছে। আমানতকারীরা সারদা থেকে পেয়েছে আন্দাজ ৫০০ কোটি টাকা। মানে যত টাকা ফেরৎ দেওয়া হয়েছে তার ১৬০% টাকা খরচ হয়েছে এজেন্টদের কমিশন দিতে।
  • এমেম | 127.194.253.138 | ১৮ মে ২০১৪ ২২:১৫639335
  • আচ্ছা।
  • এমেম | 127.194.253.138 | ১৮ মে ২০১৪ ২২:২৩639336
  • আার এরা গিয়ে অফার দিয়েছে বছরে ৪০% সুদ।
  • ranjan roy | 24.99.226.201 | ১৯ মে ২০১৪ ০৮:৪০639338
  • রোবু,
    আমি ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি-- এমেম একদম ঠিক বলেছেন।
    ২০১২ সাল। একটি (মুর্শিদাবাদ বেসড্‌) ছোট সারদার কর্মি-সংগঠনের বৈঠকে HR/ Communication skill ) এই সব নিয়ে একটা ডেমো দিতে বোকারো গিয়েছিলাম। শুনেছিলাম ওরা এনজিও। গিয়ে কথা বলে বুঝে গেলাম যে স্কুল-হাসপাতাল-রিসর্ট সব ফক্কিকারি-- আসলে ওই পঞ্জি স্কিম।
    এজেন্টরা ৪০% কমিশন পায়। ফলে দুবছরের মাথায় টাটা-সিয়েরা কিনেছে, বেশ গর্বিত।
    যখন আমার ডেমোর পরে চা-খেতে খেতে জিগ্যেস করলাম-- ১০০ টাকায় ৪০ টাকা তোমরা নিয়ে কোম্পানিকে ৬০ টাকা দিচ্ছ, তাহলে কোন মন্ত্রবলে কোন বিজনেসে বিনিয়োগ করে কোম্পানি নিজেদের ওভারহেড কস্ট কেটে নর্মাল প্রফিট রেখে আমানতকারীদের মাসে ২০% ফেরত দেবে। যদি ১০ টাকা ওভারহেড ও ১০ টাকা প্রফিট ধরি -- তাহলেও ৬০টাকা খাটিয়ে মাসে ৪০ টাকা কামাতে হবে। অর্থাৎ, মাসিক ৬৬% প্রফিট। ?????
    ওরা একতু অস্বস্তিতে পড়ল-- বলল যে আমাদের তো কোন অসুবিধে হচ্ছে না। ওসব মালিকেরা ভাববেন। মালিকেরা আমাকে মিষ্টি হেসে প্রশংসা করে ফেরত গাড়িতে তুলে দিল। আমি ফীজ নেই নি, কিন্তু যাতায়াতের ভাড়া নিয়েছি।
    আসল কথাটা হল-- এজেন্টরা ভালো কামিয়েছে। ওরা জানে এর মধ্যে কোন দু'নম্বরি আছে। কিন্তু এ নিয়ে সরকার কিছু বলছে না, কোর্ট কিছু বলছে -- তবে কোম্পানির উকিল ওসব দেখবে।
    ওদের কোনো লস হয় নি। এখন আমানতকারীদের সঙ্গে না থকলে ওরা মার খাবে। ওদের ক্ষতিপূরণ দেবার প্রশ্ন নেই। ওরা আদৌ মাইনেয় কাজ করে না, কমিশনে করে। বারুইপুরের সেই অটো চালকের কথা মনে কর যে সরদার এজেন্ত হয়ে বাড়ি-গাড়ি করে বাথরুমেও এসি লাগিয়েছে।
    অর্থনীতির বিচারে ওরা কোন বিনিয়োগ করে নি। বরং ধান্দাবাজ স্কীমের হয়ে জনতাকে প্রতারণা করতে এরাই সারদার মত সংগঠনের আসল হাত-পা।
  • sm | 122.79.38.120 | ১৯ মে ২০১৪ ১১:২৫639339
  • আইন বা রেগুলেশন একটা আছে বোধ হয়। ১২ পার্সেন্ট এর অধিক সুদ দেওয়া যায়না। রঞ্জন বাবু বলুন তো এই ব্যাপারে একটু পরিস্কার করে।
    সত্যই কি এমনি আইন আছে? শ্রীরাম ট্রান্সপোর্ট, ও আরো অনেক সংস্থা এই রেট্ এই সুদ দেয়।
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১২:০৮639340
  • আমি খুব ভালো জানিনে। আগে ব্যাংকের জমার ওপর সুদ সরকার নিয়ন্ত্রিত ছিল, মানে রিজার্ভ ব্যাংক ঠিক করে দিত। এখন শুধু সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে এটা হয়। টার্ম ডিপোজিটে সমস্ত ব্যাংকের স্বাধীনতা আছে সুদের হার ঠিক করার। কিন্তু সেটা করতে গেলে ব্যাংকের নিজেদের কিছু ইকনমিক ক্যালকুলেশন করতে হয়।
    কারণ বেশি সুদের লোভ দেখিয়ে বেশি আমানত জোগাড় করে ফেলে যদি ঠিক মত বিনিয়োগ না করা যায় তাহলে বিরাট লস হবে।
    ধরুন,
    বাজারে যা কম্পিটিশন তাতে ১২র বেশি সুদে লোন দিলে আপনি খদ্দের পাবেন না।ধরুন, আপনার ওভার হেড ১%, লাভ চান ২%, ট্রান্জাক্শন কস্ট ১%। তাহলে আপনি আমানতকারীকে ৮% এর বেশি অফার করতে পারবেন না। কারণ আপনার ফিনানশিয়াল মার্জিন ( উপরের উদাহরণে) কম করে ৪% হওয়া দরকার। এটা খুব সিম্প্লিস্টিক উদাহরণ-- বোঝাবার জন্যে। আরও অনেক ফ্যাক্টর আছে। যেমন জমারাশির কত প্রতিশত আরবিআই নির্দেশ অনুসারে CRR/SLR)খাতে জমা রাখতে হবে, তাতে বাস্তবিক লোনেবল ফান্ড কতটা হবে ইত্যাদি।
    কিন্তু যারা শিডিউল্ড ব্যাংক নয়, তারা হল নন-ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। তাদের জন্যে স্পেসিফিক গাইড লাইন আছে। যা খুশি করতে পারে না।
    আবার সারদা/টারদা না এনবিএফসি না ব্যাংক। চালায় পঞ্জি স্কিম দেখায় এনবিএফসি। এখানেই সেবির দায়িত্ব। তাই ইডি সেবিকেও ;লাইনে দাঁড় করাচ্ছে।
  • ranjan roy | 24.99.212.54 | ১৯ মে ২০১৪ ১২:১৩639341
  • চিট ফান্ডেরও নিয়ম আছে। কেরালা এবং কিছু জায়গায় আইন মেনে বহু চিট ফান্ড চলছে।।
    তাতে হয়ত ১২% এর বেশি দেয়া যায় না। এগুলো আর বি আই ঠিক করে। কারণ, বাজারে গড় সুদের হারের থেকে উদ্ভট রকম কিছু করলে বাজারে অ্যানার্কি হবে।
  • sm | 122.79.38.120 | ১৯ মে ২০১৪ ১২:৩০639342
  • ধন্যবাদ,আমার প্রশ্ন টা একটু অন্য রকম ছিল।কোনো কোম্পানি তার ফিক্সড দেপসিট স্কিম এ বোধ হয় ১২ পার্সেন্ট এর বেশি দিতে পারে না।
    তাহলে তারা বেশি রিটার্ন দেয় কেমন করে। এক শেয়ার বিক্রি করতে পারে, যেখানে দিভিদেন্দ আনলিমিটেড হতে পারে। এটা পুরোপুরি সেবী দেখভাল করে।
    কিন্তু চিট ফান্ড গুলো একটা মাঝামাঝি অবস্থান নেয়। তারা বিভিন্ন স্কিম যেমন হোটেল, রিসোর্ট, রিয়েল এস্টেট এর নাম করে টাকা তোলে। গ্যারান্টি দেয় ২০-৩০ পার্সেন্ট এর মত রিটার্ন দেবে। কিন্তু শেয়ার ইসু করে না। এই জালিয়াতি টা কে ধরবে? কেনই বা সেবী এত পরে ফিল্ডে নামল?

    আর একটা প্রশ্ন নতুন সরকার বাজেট কবে পেশ করবে? বি জে পি র এজেন্ডায় আছে ব্যাঙ্ক এর ফিক্সড দেপসিট থেকে করমুক্ত করে হবে। তাহলে তো সোনায় সোহাগা। এটা কি সম্ভব হবে? আপনার কিমত?
  • ranjan roy | 24.99.44.8 | ১৯ মে ২০১৪ ১৩:৩২639343
  • আপনি ঠিক বলেছেন। সেবির আওতায় এগুলো আসে। কোন কোং ফান্ড রেইজ করতে গিয়ে এফডিতে যা ব্যাজ দেবে তার রেগুলেশন সেবি করবে। এটা সময় ও মার্কেট বুঝে ঠিক করে, এখন হয়ত ১২%, জানিনা।
    কিন্তু সারদাকে সেবির অনেক আগেই আটকানো উচিত ছিল। হয়ত সুদীপ্ত উচ্চ স্তরে কিছু পহাঅ খরচ করে প্রসেসটা বিলম্বিত করেছেন। তাইতো ইডি সেবিকেও ছাড়ছে না। মানে কোন কোন অফিসাররা ইত্যাদি।
  • ranjan roy | 24.99.44.8 | ১৯ মে ২০১৪ ১৩:৩৩639344
  • পুরোপুরি করমুক্ত করা সম্ভব মনে হয় না। হয়ত উর্ধসীমা বাড়বে।
  • এমেম | 127.194.254.238 | ১৯ মে ২০১৪ ১৩:৪০639345
  • 'তাহলেও ৬০টাকা খাটিয়ে মাসে ৪০ টাকা কামাতে হবে। অর্থাৎ, মাসিক ৬৬% প্রফিট। ?????'

    গুছিয়ে বলেছ রঞ্জন। একটা কুর্নিশ দিলাম।
  • quark | 24.139.199.12 | ১৯ মে ২০১৪ ১৪:০৫639346
  • "এজেন্টরা ৪০% কমিশন পায়। ফলে দুবছরের মাথায় টাটা-সিয়েরা কিনেছে, বেশ গর্বিত।"

    এরা বোধহয় এজেন্ট পিরামিডের ওপরতলার লোকেরা। সারদা/রোজ ভ্যালি ইত্যাদির অনেক এজেন্ট দেখেছি, এরা ৪০% কমিশন পায় কিম্বা টাটা সিয়েরা গাড়ি কিনেছে বলে দেখিও নি, শুনিও নি।
  • robu | 122.79.36.74 | ২০ মে ২০১৪ ২০:৩৪639347
  • আমিও।
  • cm | 233.187.51.128 | ২০ মে ২০১৪ ২১:১০639349
  • এযাবৎ ওরকম এজেন্ট কজন পাওয়া গেছে? দেখুন বাল্ক নিয়ে ভাবতে হলে স্ট্যাটিস্টিকালি না ভাবলে চলবেনা।
  • ranjan roy | 24.99.231.103 | ২১ মে ২০১৪ ০০:১৪639350
  • অবশ্যই এরা একটু ওপরের দিকের। কিন্তু বারুইপুরের সম্ভবতঃ বাপি নামের ছেলেটিকে নিয়ে গত বছর যখন হইচই হল, ছবি বেরুল-- সেটা মনে পড়ছে। ওই যখন সিপিএম থেকে বারুইপুরের পার্টি নেতাকে বিতাড়িত করা হল?
    ছেলেটি বারুইপুরে অটো চালাত। ২০১৩ তে ও টালির ঘরের জায়গায় দোতলা বাড়ি করল, তাতে বাথরুমেতে এসি!! মনে পড়ছে? গোটা কয়েক গাড়ির মালিক। তার একটা আবার থানাকে দিয়ে রেখেছিল। সেটার ছবি পেপারে বেরিয়ে যাওয়ায় থানা গাড়িটিকে চালান করে দেয়।
    এহ বাহ্য!
    ৩৬ গড় হাইকোর্টে একটি মামলা চলাকালীন আসামীর উকিল বললেন-- হুজুর, আমার মক্কেল বড় গরীব।
    জজ বল্লেন-- লার্নেড ফ্রেন্ড কি বলতে চান ইন্ডিয়ান পেনাল কোডে গরীব ও বড়লোকের জন্যে আলাদা প্রভিশন আছে?

    এটাই আসল কথা!
    সারদা যা করেছে তা মূলতঃ ক্রিমিনাল অফেন্স
    এর আওতায় পড়ে।
    সেখানে যারা তার অ্যাক্সেসরি বা সহযোগী তারা আদৌ দয়ার পাত্র নয়।
    টাটা সিয়েরা কিনেছে বা কেনেনি সেটা বিবেচ্য নয়। ১০০ টকা আমানতকারীকে টুপি পরিয়ে ১২০ টাকা ফেরত দেবার অসম্ভব লোভ দেখিয়ে নিজেরা ৪০ টাকা পকেটে পুরেছে নিয়মিত।
    আজ রোজগার গেছে, লোকে কলার চেপে বলছে-- কি রে শ্লা! তখন যে বড় বড় কথা বলে আমার পয়সা নিয়ে নিলি! বললি আমি তো আছি-- কোন ভয় নেই। এখন দে, টাকা ফেরত দে!
    ফলে এনারা প্রোটেকশন চাইছেন,-- এদেরকে ক্ষতিপূরণ? কিসের ক্ষতি? তাহলে শেয়ার বাজারে বা ঘোড়দৌড়ে ফাটকা খেলে হারলেও ক্ষতিপূরণ দিতে হবে।
    যারা ভন্ড সন্ন্যাসীর আশ্রমে ভুলিয়ে ভালিয়ে মেয়ে এনে গুরুজির সেবায় লাগায় তারা নিজেরা তো মেয়েটিকে ভোগ করেনি-- এই অজুহাতে ক্ষমা পাবে?
    মনে রাখবেন-- এই সব প্রান্তিক এলাকার আমানতকারীরা সুদীপ্ত সেনকে চেনে না, দেখেনি। এজেন্টদের চেনে, বিশ্বাস করে। এদের ভুজুং-ভাজুং -বড়মানুষদের ছবি দেখানোতেই টোপ গিলেছে।
  • ranjan roy | 24.99.231.103 | ২১ মে ২০১৪ ০০:১৭639351
  • সি এম,
    আমার আগের পোস্ট দেখুন। কজন সিয়েরা কিনেছে এই সংখ্যাতত্ত্ব অপ্রাসংগিক। আপনারা (রোবু সহ) ৪০% কমিশনের এজেন্ট তো দেখেছেন? তাই যথেষ্ট।
  • ranjan roy | 24.99.231.103 | ২১ মে ২০১৪ ০১:০৬639352
  • কমরেড কারাতের উদ্দেশে
    ---------------------------------
    চতুর্দিকে ষড়যন্ত্র, ফিস্‌ফাস্‌, সাম্রাজ্যবাদের কালো হাত,
    তুমি ছাড়া কে ঠেকাবে --হে কমরেড প্রকাশ কারাত!
    ক্ষমতার মদগর্বী, অশিব শক্তির আজ শুনি পদচাপ,
    তবু তুমি স্থিতপ্রজ্ঞ, স্মিত মুখ, মোর মাই-বাপ!
    ছাপ্পান্ন ইঞ্চির বুক ? পুরুষের কথা থাক, নেই কোন নারী;
    একথা জেনেছ তাই, তুমি কভু রাখনিক দাড়ি।
    তুমি জান বহ্বারম্ভ, বাকতাল্লা একদিন যাবে ভেসে বারাণসী জলে,
    সেইদিন জনগণ তোমারে বরিবে বুঝি এ'কলির যুগদ্রষ্টা বলে।
    বিশ্বাসে অটল তুমি, উচ্চ মেধা, ক্ষুরধার
    নিবাত নিষ্কম্প দীপশিখা,
    আমরা আশায় আছি -- একদিন দেখবই
    তোমার কপালে জয়টিকা।
    গোপালন ভবনেতে তুমি থাক সমাসীন,
    লয়ে সে পেটেন্ট মুচকি হাসি,
    আমার ভেঙেছে ঘর, দলছুট, পথভ্রষ্ট,
    তবু তোমাকেই ভালবাসি।
    এ ভীষণ দুর্দিনে একটু আমাকে দেখ,
    একটু পিঠেতে রাখ হাত,
    সবুজ-গেরুয়া-খাকি? আরে রামোঃ শুধু তুমি,
    ---আমাদের কমরেড কারাত।
  • PT | 213.110.247.221 | ২১ মে ২০১৪ ০৮:২৪639353
  • যে বামেরা কয়েক`শ লাশ নামিয়ে মোদীর বন্ধু তিনোদের ক্ষমতায় যেতে সাহায্য করেছিল তাদের নিয়ে দু-এক পিস পদ্য লিখুন কমরেড!
  • ranjan roy | 24.99.211.116 | ২২ মে ২০১৪ ০৯:৫২639354
  • এই ইলেক্শনে কারা মোদির ভোট বাড়ার ভরসায় ছিল সেটা বুঝতে সিপিএম এর কোলকাতায় নিজস্ব বিশ্লেষণ দেখুন কমরেড! আর কারা আজ দলে দলে গৈরিক পতাকা তলে চলে?
  • নেতাই | 131.241.98.225 | ২২ মে ২০১৪ ১০:০৫639355
  • কোলকাতার নিজস্ব কী বিশ্লেষন?
    সিপিয়েম ভোটে জেতার জন্য লোককে বিজেপি কে ভোট দিতে বলেছে? বামেরা কি নিজেদের জন্য প্রচার করেনি?
    অনেকেই ভেবেছিল বিজেপি বেশী কাটবে আর বেশী ভোট কাটলে বামেদের সুবিধা হতে পারে। কারন বাম ভোট বিজেপি তে যাবেনা। এই ভাবনা ভুল ছিল। বাম ভোট বিজেপি তে গেছে।
    আর যদি ধরে নি বামেরা মমতা স্তুতি আর মোদী তুলোধুনো করার স্ট্রাটেজী নিতো তাইলে যারা বিজেপি কে ভোট দিয়েছে তারা বিজেপির বদলে ছুটে ছুটে এসে সিপিয়েম কে ভোট দিত? দাবি কী?
  • নেতাই | 131.241.98.225 | ২২ মে ২০১৪ ১০:০৭639356
  • সিপিয়েম ভোট ধরে রাখতে পারছেনা। বামেদের অনেকেই এখন বিজেপি তে ভিড়ছে। এ অন্য অনেক কারনে হতে পারে। কিন্তু সিপিয়েম বিজেপি কে কম আক্রমন করার কারনে এটা ভাবা নিশ্চিৎ ভুল।
  • নেতাই | 131.241.98.225 | ২২ মে ২০১৪ ১০:১৩639357
  • এক জায়গায় পড়েছিলাম বামেরা তলায় তলায় তিনোদের ভোট দিতে বলেছিল। এক জায়গায় পড়েছিলাম বিজেপিকে ভোট দিতে বলেছিল। দুটোই ঢপ লেগেছে। যেখানে বাম প্রার্থী নেই সেখানে অন্য কোন দলকে ভোট দিতে হবে তাই নিয়ে নির্দেশ থাকতে পারে। কিন্তু যেখানে প্রার্থী আছে সেখানে এরকম হয়?
    ভীতরের খবর জানিনা। তাই এসব ঢপ বললাম।
  • sm | 122.79.38.26 | ২২ মে ২০১৪ ১৬:০২639358
  • বামেরা কি করেছে তা তারাই বলতে পারবেন। তবে একটা কথা ঠিক এবার ভোটে মমতা স্ট্রাটেজি তে বামেদের গুনে গুনে গোল দিয়েছে। কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছেন।
    প্রথমত বামেদের কিছু শক্ত ঘাটিতে তারকা প্রার্থী দিয়ে বিপক্ষের স্ট্রাটেজি পুরো ওলট পালট করে দিয়েছিলেন। শুধু ভাবুন মুন মুন সেন, ভার্সাস বাসুদেববাবু,দেব বনাম প্রবোধ পান্ড এইসব।
    তারপরে নির্বাচন কমিশন এবার খুব কড়া, মমতা কে টাইট দেবে, এই নিয়ে খুব কদিন উচ্ছাস হলো, কিন্তু তিনমূলের বিরুদ্ধে যে প্রচার চলছিল, তার থেকে ফোকাস সরে গেল ।
    লক্ষ্য করুন শেষ দুই পর্যায়ের ভোটের আগে অনুপ্রবেশ নিয়ে মোদী মন্তব্য করে; তিনো আর বাম দুজনের হাতেই লাড্ডু তুলে দিলেন।
    বামেরা লাদ্দুর সদ্ব্যবহার না করে আশ্চর্য জনক ভাবে নীরব ছিল। ক্ষীন কন্ঠে দু একটা মিউ মিউ শোনা গিয়েছিল মাত্র।
    মমতা কিন্তু ফুলটস তা সপাটে স্ট্রেট ব্যাটে খেললেন। যা কিছু গলা চড়ালেন মোদীর বিরুদ্ধে। মনে হচ্ছিল তখন দুটো দল লড়ছে, তিনোমূল আর বি জে পি। সি পি এম আবার ফোকাস থেকে সরে গেল। এই সময়ই ফিস ফিস ক্যাম্পেন শুরু হলো, ভোট টা আমাদের না দিলে, জোড়াফুল এর বদলে পদ্মফুল পায়।
    রেসাল্ট ষোলো তারিখে দেখতেই পেলেন।
  • sm | 122.79.38.26 | ২২ মে ২০১৪ ১৬:১০639360
  • ভুল লিখলাম, দেবের জায়গায় সন্ধ্যা রায় হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন