এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • বাম-বুজি-রূপকথাঃ প্রাণের আরাম

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    নাটক | ০৬ মে ২০১৪ | ৪২৭৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ০৭ মে ২০১৪ ২০:২৬639585
  • রোবু,
    আমি পড়েই শেষ পোস্ট লিখেছি।
    ১৬ তারিখের আগে একটাও লিখব না। তখন যদি মনে হয় খামোকা ভয় পেয়ে ছিলাম-- মাথা চুলকে কিন্তু- কিন্তু করে ফিরে আসবো।
    তার আগে হবে অলস কল্পনা আর সময় নষ্ট, শুধু আমার জন্যে।ঃ)))
    তাই টা-টা!
    আপনারা চালিয়ে যান।
  • PT | 213.110.246.230 | ০৭ মে ২০১৪ ২০:৩৫639586
  • "মোদিকে আলাদা করে অশনি সংকেত মনে করেন না... দুর্দান্ত! আশা করি পাঁচ বছর বাদে ঐতিহাসিক ভুল বলে আরেকটা পুস্তিকা ছাপতে হবে না।"

    যিনি মোদী জেতার পরে ফুল পাঠিয়েছিলেন তারে জিগান। তেনার মুখ থেকে ভুলের জন্য ক্ষমাপ্রার্থনাটা আগে শোনা দরকার।
  • Du | 127.194.209.59 | ০৭ মে ২০১৪ ২০:৫৬639587
  • modeeke legitimise karaa haye gechhe takhan i. piTir 8.22 ekadam right on.
  • সিদ্ধার্থ | 116.51.191.235 | ০৭ মে ২০১৪ ২৩:৩১639588
  • আমি পার্সোনালি কংগ্রেসের সাথে জোট করে সরকার গড়ার পক্ষে।

    মমতা ফমতা মোদীর তুলনায় কোনো বিপদ-ই নয়।
  • সিদ্ধার্থ | 116.51.191.235 | ০৭ মে ২০১৪ ২৩:৩৫639589
  • যদি কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করে সরকার গড়ার সুযোগ থাকে, সেই ডাক ইগনোর করা ৯৬ সালের থেকে অনেক বড় ঐতিহাসিক ভুল হবে।

    জনগণ সবসময় কল দেয়না। কিন্তু যখন দেয়, পার্টি তাতে সাড়া না দিলে তার দাম সামনের অনেক বছর চোকাতে হবে।
  • Arpan | 125.118.104.109 | ০৮ মে ২০১৪ ০০:৫৬639590
  • ৫, ৭, ১০।

    এইসব নাম্বার হাওয়ায় উড়ছে। বিকেলে চায়ের ঠেকে। কুশীলব সব সফোরা। বিজেপি এবার পঃবঙ্গে কতগুলো পাবে সেই নিয়ে জোর তক্কো। সেই তক্কে বিহার, গুজরাত, ইউপি, অন্ধ্র এমনকী বাঙালিও আছে। যতবার মোদি এই রাজ্যে প্রচারে আসছেন, তত লাফিয়ে লাফিয়ে প্রোজেকশন বাড়ছে।

    বাঙালি সফো আবার তিনটে শিওর সিট দেখতে পাচ্ছেন, কিন্তু তার মধ্যে আবার দার্জিলিং আসে না। কারণ তিনি এবার বঙ্গদেশে নমোফুল ফুটতে দেখতে চান, কিন্তু বাংলা ভাগ হয়ে যাক সেটা চান না।

    এই কমরেড এতদিন ন্যানোর দুঃখে প্রায়ই কান্নাকাটি করতেন। বুদ্ধবাবুর সমর্থক।

    এই তো চলছে কালীদা!
  • SC | 160.212.78.160 | ০৮ মে ২০১৪ ০২:২৩639591
  • ৪২ দেখলেই পারে।
    বি জে পি একটাই সিট পেতে পারে, দার্জিলিং।
    আসানসোলে একটা চান্স আছে, বাবুল সুপ্রিয় এই সেলিব্রিটি রাজনীতিবিদ দের মধ্যে সবচেয়ে ভালো বুঝেছে রাজনীতির মাঠ আর প্রচুর খেটেছে।
    এর বাইরে বি জে পি কে নিয়ে স্বপ্ন না দেখাই ভালো।
    বাপ্পিদাও খিস্তিকল্যান কে ভোট কেটে কিস্তি দিতে পারবেন বলে মনে হয় না।
    তবে বি জে পি ভোট এর % বাড়াবে, সেই নিয়ে সন্দেহ নেই।
  • SC | 160.212.78.160 | ০৮ মে ২০১৪ ০২:২৫639592
  • অবশ্য মোদী হাওয়াতে সব লজিক ভেঙ্গে চুরমার হয়ে যেতে পারে। :(
    আগের থেকে ডি: ক্লে: দিয়ে রাখলাম।
  • pinaki | 93.180.243.109 | ০৮ মে ২০১৪ ০৩:৪৩639593
  • গত ১৫ বছরের মধ্যে এবারেই প্রথম একটা ভোট হচ্ছে যেটায় এমনকি পশ্চিমবঙ্গেও ভোটের হাওয়া নিয়ে আমি মতামত দেওয়ার কোনো কনফিডেন্সই পাচ্ছি না। পুরো ডিসকানেক্টেড ফীলিং হচ্ছে। কোনো ধারণাই করতে পারছি না পশ্চিমবঙ্গে তিনোমূলের সত্যি কতটা ক্ষয় হল, বামেরা কতটা শক্তি বাড়াল, বিজেপির হাওয়া কেমন, আপ আদৌ কোনো দাগ কাটবে কিনা ইত্যাদি ইত্যাদি।
  • Ekak | 24.99.83.107 | ০৮ মে ২০১৪ ০৩:৫১639595
  • পশ্চিমবঙ্গের খবর সিওর নই । তবে বিজেপির আরবান ভোট এর ব্যাপারে মন বলছে রেসাল্ট হিসেবের সঙ্গে মিলবে না । মদিপন্থী আরবান রা অনেকেই ভোটার না বা ভোট দেয়নি এবং প্রচারের লম্ফ ঝম্প লোক দেখানো যতটা সেই পরিমান সাপোর্ট আর্বানে আদৌ আছে কিনা সন্দেহ আছে । তবে জাঠ ল্যান্ডে বিজেপি ভালো লুটবে । সাউথ এ দলিত -ক্রিশ্চান -লোকাল পলিটিক্স চিরকাল মেইন রোল প্লে করে ।কাজেই সেখানে আগের চে বাড়লেও বিশাল কিছু পাবে বলে মনে হয়না । সোজা কোথায় মোদী হাওয়া কে একটু কন্সার্ভেতিভ্লি দেখছি ।
  • s | 182.0.249.87 | ০৮ মে ২০১৪ ০৬:২০639596
  • PT উবাচঃ

    - মোদীর দাঁতে রক্ত আর মাথায় শিং লাগানো ছবি নিয়ে পকাবুদের দু এক পিস মিছিল নামবে না রাস্তায়? নাকি মোদী ঝড়ে তারাও হাওয়া?

    হ্যাঁ মিছিল নেমেছে। এবং আশ্চর্য ভাবে বেশীর্ভাগ 'নিরপেক্ষ' সংবাদপত্র তা কভার করে নি।
    http://epratidin.in/Details.aspx?id=18480&boxid=14173234
    ভাল বুজীদের মিছিল এখনও নামেনি।

    - যে তিন রাজ্যে বাম ছিল বিজেপি পাত্তা পায় নি।

    বিজেপির ভোটের হার
    রাজ্য / ২০০৪/ ১৯৯৯/ ১৯৯৮/ ১৯৯৬/ ১৯৯১

    ত্রিপুরা
    পূর্ব / ১৬।৬১/ ২৭।৭৬/ ৯।৭/ ৮।৩২/ ৩।২
    পশ্চিম/ না / না/ ৬।৮৮ / ২।৮৯/ ৪।৮১

    কেরালা
    কাসারাগদ/১২।২৪/ ১১।০২/ ১১।৯/ ১২।২৩/ ৯।৮৯
    কান্নানোর/ ৫।৪৮/ না/ ৫।২২/ ৪।০৩/ ৩।৪৫
    বাদাগারা / ৯।৮৯/ ৭।৩/ ৮।২৭/ ৬।১৫/ না
    কালিকট/ ১২।৫৩ / ১০।২/ ১০।৬৬/ ৭।৬৭/ ৫।৮৪
    মাঞ্জেরি / ৯।২৭/ না/ ৯।৮৬/ ৭।০৩/ ৭।০৬
    পোন্নাই/ ৯।৮/
    পালঘাট/ ১৮ / ১০।৯/
    ওত্তাপালাম/ ৮।৪৫/ ৯।১২
    ত্রিচুর / ১০।৪৯
    মুকুন্দপুর্রম / ৮।৬২
    আর্নাকুলম/ ৯।২১/ ১০।০১
    কোট্টাম / ৭।৫১
    মাভেলিকারা/ ১২।৮৮/ ১১।১
    আদুর/ ৯।০৪
    চিরাইন্কিল / ১০।৭৫/ ৯।৩২
    ত্রিভেন্দাম / ২৯।৮৬/ ২০।৯৩/ ১২।৩৯/ ১০।৬৩/ ১১।৩৩

    মোটামুটি দুটো রাজ্যেই বিজেপির ভোট উর্ধগামী।
    এ সব তথ্য ইলেকশন কমিশনের সাইট থেকে। ২০০৯-এর হিসাব দেওয়া নেই। নিশ্চয়ই ট্রেন্ড ফলো করে ভোট শেয়ার বাড়বে।
    কাজেই বিজেপি 'পাত্তা পায় নি' বা 'বিজেপিকে ঢুকতে দেওয়া হয় নি' এসব উক্তি 'মিথ'।
  • s | 182.0.249.87 | ০৮ মে ২০১৪ ০৬:২৬639597
  • আর গুরুর্বামেরা যতই হাঁকুক বামেরা মোদীনিন্দা করছে, সে কন্ঠ এত ক্ষীন যে শোনা যাচ্ছে না। আর মোদী নিজের বক্তৃতার ৬০% ব্যায় করছেন মমতাকে চিমটি কেটে। কালকে তো 'দিদিইইইইইইইইইইইইইইইইই' দিদিইইইইইইইইইইইইইইইই' ডাক পুরো হিট হয়ে গেছে। কালকের যতগুলো ভিডিও দেখলাম একটাতেও সিপিয়েমের কোনো উল্লেখ নেই, শুধু বুভর উল্লেখ আছে, মাদ্রাসাগুলো সন্ত্রাসের আখরা বলেছিলেন, তার।
  • PT | 213.110.247.221 | ০৮ মে ২০১৪ ০৭:২৯639598
  • "হ্যাঁ মিছিল নেমেছে।"

    ২০০৩-এ RSS 'দেশপ্রেমিক' আর ২০১৪-য় দু-এক পিস বিক্কিরি হয়ে যাওয়া বুজি রাস্তায় নামিয়ে লাটক হচ্ছে?

    Appeased RSS calls Mamata Durga

    Mamata Banerjee today appeared to shed her antipathy towards the Sangh parivar brand of politics even as a flattered RSS hailed her as Bengal’s Durga.

    The Trinamul Congress chief, who is still without a portfolio, was SEEKING THE SANGH'S SUPPORT IN HER FIGHT AGAINST COMMUNIST "TEROR". “If you (the RSS) give us just 1 per cent support, we will be able to fight red terror,” she told the assembled RSS brass, including H.V. Seshadri, Mohan Bhagwat and Madan Das Devi.

    “I have never got to meet so many RSS leaders, though I have met some individually. YOU PEOPLE ARE TRUE PATRIOTS. I know you love the country, you care for even small, remote areas of the country,” she added.

    Mamata was speaking at the release of the book, Communist Terrorism, compiled and edited by the editor of RSS mouthpiece Panchajanya, Tarun Vijay.

    The book — which she said “hum log dil se (we wholeheartedly) welcomes” — highlights the “terror” communists have unleashed in Bengal and Kerala and includes chapters on MCC militancy in Jharkhand and Nepal.

    Defence minister George Fernandes, boycotted by the Opposition in Parliament, egged her on. After releasing the book, he told Mamata to visit state capitals and educate the people about red “terror”.

    Mamata said "WE ARE WITH YOU (THE RSS) IN YOUR FIGHT AGAINST THE COMMUNISTS."

    An apparently overwhelmed Balbir Punj, BJP’s Rajya Sabha MP, said: “HAMARI PIYARI MAMATAADI, sakshaat Durga (Our sister Mamata, who is Durga herself)...” Political murders, he claimed, were limited to Bengal and Kerala where the Marxists are strong.

    The Trinamul chief attributed her entry in politics to her fight against the party that was “itna bhayankar (so terrible)”.

    “Pitai khake khake hum log yahan pahuncha (We are here after suffering their excesses). We are fed up saying that the CPM is a dangerous party. They say the CPM is a fascist party... they are fascist, opportunists, hypocrites and (practice) double standards,” she said.

    Showing some injury marks on her elbows suffered in an alleged attempt on her life, Mamata said she has more evidence to prove Marxist “terror”, such as video cassettes, photographs and documents.

    Vijay claimed that over 9,000 people died in communist violence till this June. “If you vote for the Trinamul, your hands are chopped off; a teacher was done to death inside the classroom before stunned students in Kerala,” he added.

    Taking a dig at Leftists and secularists, he said: “Some people go with candles to the Wagah border, demanding dialogue with Pakistan, but turn a blind eye to what is happening in our own country.”

    Fifty-five districts in the country, he claimed, were in the grip of red “terror”. Vijay then turned to Mamata, to “appeal to Bengal ki Durga... to speak.”
    http://defence.pk/threads/rss-people-are-true-patriots-mamata-banerjee.274743/
  • SC | 34.3.22.185 | ০৮ মে ২০১৪ ০৮:২৯639599
  • "নেপোয় মারে দই" বলে একটা প্রবাদ শুনেছিলাম।
    উপরে চোখের সামনে দেখতে পাচ্ছি।
  • নেতাই | 131.241.98.225 | ০৮ মে ২০১৪ ১০:৫১639600
  • বামেরা মৃদুই বলুক আর ফিস্তি মেরে বলুক, একটা গ্যারান্টী তো আছে যে এরা সরকার গড়তে বিজেপি কোনোরকম সাহায্য করবে। তিনোদের কিন্তু এই ব্যাপারে শেষ কথা বলার বলার জন্য ষোল তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
  • নেতাই | 131.241.98.225 | ০৮ মে ২০১৪ ১০:৫২639601
  • *করবে না
  • Arpan | 125.118.151.78 | ০৮ মে ২০১৪ ১০:৫৫639602
  • আহা, ষোল কেন। পরবর্তী সরকার গঠন অব্দি।
  • Arpan | 125.118.151.78 | ০৮ মে ২০১৪ ১০:৫৭639603
  • তবে আমার প্রেডিকশন যাবে না।

    টিএমসি আর বিজেপি - বোথ হ্যাভ বার্নড ডাউন দ্য ব্রিজ। আর এটা দুপক্ষই জানে ২০১৬-তে এর থেকেও বেশি হিংস্র লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।
  • lcm | 118.91.116.131 | ০৮ মে ২০১৪ ১০:৫৮639606
  • পচ্চিমবঙ্গে মোদি আসছে নাকি। আমি চাই তো। দেখতে চাই মোদি কত বড় রাক্ষস। গত ৫০-৬০ বছর ধরে কংরেস/সিপিএম/তিনোমুলদের ভগোমানতুল্য সরকার দেখে দেখে বোর হয়ে গেছি, রাক্ষস দেখতে চাই।
  • নেতাই | 131.241.98.225 | ০৮ মে ২০১৪ ১০:৫৮639604
  • বিজেপি বিরোধিতায় বামেরা যে অনেক বেশী কনসিস্টেন্ট এটা না মানলে কিছু করার নেই।

    অনেক জায়গাতেই বামেদের মাজা ভেঙে গেছে। সেই শূন্যস্থানে বিজেপির অনুপ্রবেশ এবারের ভোট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তবে মাইক হাতে হম্বিতম্বি করে এটা আটকানো যাবেনা। অনেক লড়াই চাই। এটা সত্যি চিন্তার বিষয়। মাইক হাতে কেন বামেরা পাড়া মাত করছেনা এই নিয়ে চিন্তা অত নেই।
  • নেতাই | 131.241.98.225 | ০৮ মে ২০১৪ ১১:০৩639607
  • প্রেডিকশন তো আমিও শুরুতে তাই করছিলাম। কিন্তু নিশ্চয়তা দিতে পারিনা। বামেদের নিয়ে যেটা দেওয়া যায়। এখন মনে হচ্ছে হিসেবে ঠিকঠাক না মিললে একটা জোট দেখতে পাওয়ার সম্ভবনা আছে। প্রকাশ্যে না হলেও তলায় তলায়। মানে সংসদে অনুপস্থিত থেকে ভোটে জিততে সাহায্য করা, এরম।
  • SC | 34.3.22.185 | ০৮ মে ২০১৪ ১১:২২639608
  • নেতাই, একদম। আমারও তাই মনেহয়।
    আজকে মোদীর স্পিচ শুনলাম। বেশ ভয় লাগলো। বাংলাদেশীদের তাড়িয়ে দেওয়া, আর বেছে বেছে মুসলিম দের যে হাউন্ড করা হবে, সেটা মোটামুটি পরিষ্কার। এগুলো শুধুমাত্র নির্বাচনের আগে গা গরম করার কথা হলে ভালো, কিন্তু যেহেতু বক্তার নাম নরেন্দ্র মোদী, আমার মনে হয় ক্ষমতায় এলে সত্যি এরকম করার চেষ্টা করতে পারেন।
    বামেরা মোদীর সাথে কোনদিন যাবেনা, সেই নিয়ে আমারও সন্দেহ নেই। কিন্তু প: ব: র সব রাজনৈতিক দলের উচিত মাইক হাতে গলা ফাটিয়ে মোদীকে আটকানো। যে ভাবে পারুন, আটকান।
  • pi | 24.139.209.3 | ০৮ মে ২০১৪ ১১:২৪639609
  • একদমই।
  • pi | 24.139.209.3 | ০৮ মে ২০১৪ ১১:৩২639610
  • মোদী নাকি মতুয়াদেরও অ-ভারতীয় বলে তাড়াবে বলেছে !
  • j | 230.227.106.153 | ০৮ মে ২০১৪ ১১:৩৬639611
  • বামেরা প্রচার করতে গেলেই বহু জায়গায় তিনোরা ঠ্যাং ভেঙে দিচ্ছে, বাড়ির মহিলাদের গায়ে হাত তুলছে আর "জনতার" দাবী হল বামেরা পাড়ায় পাড়ায় মাইক নিয়ে মমোকে কিছু না বলে শুধু অ্যান্টি নমো অ্যান্টি নমো করবে

    ভেবেছেনটা কি ? দুনিয়াটা কি সুবোধ সর্কার না মৎস্য দপ্তর
  • quark | 24.139.199.12 | ০৮ মে ২০১৪ ১২:৫৯639612
  • এই মিছিলের সময়টা কি "হরিদাস পাল" পরবর্তী?
  • sm | 122.79.37.44 | ০৮ মে ২০১৪ ১৪:৫৩639613
  • পশিমবঙ্গে বামেদের দ্বায়িত্ব অনেক বেশি। কারণ গত সব কটি নির্বাচনে ৪০ শতাংশ এর অধিক ভুত তাদের ঝুলি তে।বাম দল গুলির বড়দা, সি পিএম ক্যাডার বেসড পার্টি।গত তিন বছর তিনো সরকারের আমলেও এত লোক তাদের ভোট দিয়েছে। তাহলে পার্টি এমন মার খাওয়ার অবস্থায় কেন? লড়াই আর সংগ্রাম যাদের প্রথম আর শেষ কথা, তারা আজ এত ম্রিয়মান কেন? যে দল পরমানু চুক্তির মত একটা বিষয় নিয়ে সরকার ভেঙ্গে দিতে পারে, সে দল আজ এত হীনবল কেন, যে বি জে পি তথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সোচ্চার হতে পারছেনা। কেন সাম্প্রদায়িকতা কে প্রধান ইসু করে গণ আন্দোলন গড়ে তুলছে না। খালি ভোট কাটাকুটির অঙ্ক নিয়ে ব্যস্ত।কোনো কেন্দ্র থেকে বি জে পি লক্ষাধিক বেশিভোট কাটলে; সবচেয়ে বেশি খুশি হবে বামদল গুলি। এই সারসত্য টুকু যে শাকের আড়াল থেকে বার বার উকি মারছে কমরেড।
  • sm | 122.79.37.44 | ০৮ মে ২০১৪ ১৪:৫৯639614
  • # ভোট (ভূত নয়)
  • নেতাই | 131.241.98.225 | ০৮ মে ২০১৪ ১৫:০৬639615
  • ভোট কাটাকুটি তে জিতে গেলে বামেরা আর অখুশী হবে কেন। তবে জিতে দিদির মত মোদীর হাত ধরবেনা। মোদী সোচ্চার ঠিক ই আছে। প্রতিবাদে সাব অল্টার্ন হতে পারছেনা সত্য।
  • নেতাই | 131.241.98.225 | ০৮ মে ২০১৪ ১৫:০৯639617
  • *মোদীর বিরুদ্ধে সোচ্চার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন