এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • বাম-বুজি-রূপকথাঃ প্রাণের আরাম

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    নাটক | ০৬ মে ২০১৪ | ৪২৩৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ২৫ মে ২০১৪ ১১:৩৫639428
  • মোদীর শপথের দিন পাল্টা শপথ নিন।
    https://www.facebook.com/events/761441590563061/?
    ২৬ মে ১৪, কলকাতা, কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির তলায়। বিকাল ৫টা।
    যারা কলকাতায় বা তার আশেপাশে আছো চলে এসো।
  • PT | 213.110.247.221 | ২৫ মে ২০১৪ ১২:০০639429
  • "এতো গান্ডুমীতে পোস্টডক"
    কল্লোলদা বোধহয় নিজের যুক্তিতে আর নিজেকেও convince করে উঠতে পারছে না-তাই এবার খিস্তির আশ্রয়। অবিশ্যি দিদি তো রাস্তা দেখিয়েছে এই লাইনে-তাই দিদির ভাইদেরও সেই শেষ পর্যন্ত খিস্তিই আশ্রয়!!
  • s | 182.0.249.87 | ২৫ মে ২০১৪ ১২:০৩639430
  • পিটিদা অশোকবাবুর লেখাটা পড়লেন? পোকাশবাবু আর রামবাবু কি এইবার সরবেন?
  • PT | 213.110.247.221 | ২৫ মে ২০১৪ ১২:০৫639431
  • তাতে লাভ হবে কিছু?
  • s | 182.0.249.87 | ২৫ মে ২০১৪ ১২:১৩639432
  • ক্ষতি তো নেই। দেখুন না রীতব্রত, সুভাসিনী আলি, রিঙ্কু নস্কর, নন্দিনী মুখার্জ্জীর মত মুখগুলোর হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে।
  • SC | 34.3.22.185 | ২৫ মে ২০১৪ ১২:১৬639433
  • পি টি দাকে একটু হেল্প করি। প্রকাশ কারাত জেলে গিয়েছিলেন ইমার্জেন্সির সময়ে।
  • কল্লোল | ২৫ মে ২০১৪ ১২:২২639434
  • না না। লাভ হবে পাঁচিল-তেঁতুলে।
  • q | 127.194.236.24 | ২৫ মে ২০১৪ ১২:২৩639435
  • ঋত? এস খেয়াল করে দেখবেন একটু - ঋত/শতরূপদের মত একে ওকে ধরে ওঠা লোকগুলোর ওপরেই সাধারণ কর্মিরা বেশি ক্ষুব্ধ
  • ভগবান | 60.117.34.198 | ২৫ মে ২০১৪ ১২:২৫639436
  • ভগবান | 60.117.34.198 | ২৫ মে ২০১৪ ১২:২৭639438
  • যারা জনগণকে কথায় কথায় ছাগল বলে, তাদেরকে তো লোকে গান্ডু বলবে - এতে আর ্ত অবাক হওয়ার কি আছে।
  • PT | 213.110.247.221 | ২৫ মে ২০১৪ ১২:৩০639439
  • কে যেন বামেদের আওয়াজ দিচ্ছিলেন যে বামেদের আন্দোলন নাকি বাসের পেছনের দরজা দিয়ে উঠে সামনের দরজা দিয়ে নেমে যাওয়ার সামিল। তাই জানতে চাইলাম যে প্রসেনজিৎ বা শুভ্রনীল কবে জেলে যাবে? তাতেও দেখছি দাদার চটে সবুজ!!

    এখন কথা হচ্ছে যে যাদের নিজেদের বাম আন্দোলনকে কোন দিকে প্রসারিত করার বিন্দুমাত্র ক্ষমতা নেই তারা খামোকা বৈপ্লবিক কথাবার্তা বলে কেন? এই পীযুষ দাশগুপ্ত, শচীন সেন, সৈফুদ্দিন, পুততুন্ড, রেজ্জাক, প্রসেনজিত, শুভনীল-তালিকা তো লম্বাই-তারা কেউ মাটিতে দাঁড়িয়ে লড়াই করে একটা সমান্তরাল সংগঠন করে দেখাক না। কে তাদের আটকাচ্ছে?

    অন্যদিকে অতিবাম, সুসি তারা তো গত ৩০-৪০ বছর ধরে শুধু সিপিএমের পিণ্ডি চটকেই গেল। তারপরে দিদির আঁচল-আর কিষেণজীর বিপ্লব শেষ। ওদিকে সুসিরাও প্রায় dx/dt করে ক্ষীয়মাণ হয়ে আসছে। আজকাল আর আদিবাসীদের জন্য কান্নাকাটিও বিশেষ শুনি না। কি জানি তারা বোধহয় আজকাল রোজ কবজি ডুবিয়ে মাংসভাত খায়!!

    আর এসব অবস্থার ব্যাখ্যা চাইলে দিদির লাইন ধরে রকমারি খিস্তি......
  • কল্লোল | ২৫ মে ২০১৪ ১২:৩৩639440
  • আহা আজকাল আজকালও লিখছে -
    "কর্পোরেশন নির্বাচন থেকে পশ্চিমবঙ্গে বি জে পি-র চাপ আরও বাড়বে৷‌ কংগ্রেস জাতীয় দল বলে এ-রাজ্যে মার খেলেও অন্য রাজ্য থেকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে৷‌ এখন তৃণমূল-সি পি এমের সমান বিপদ৷‌ জাতীয় স্তরে বি জে পি পেয়েছে ৩১ শতাংশ ভোট৷‌ কংগ্রেসের হাতে ১৯।৩ শতাংশ৷‌ জাতীয় দল হতে হলে ৬ শতাংশ ভোট পাওয়াটা জরুরি৷‌ তৃণমূলের দখলে মাত্র ৩।৮ শতাংশ৷‌ সি পি এম ৩।৩ শতাংশের ওপরে উঠতে পারেনি৷‌ এই মুহূর্তে দুটো দলকেই আঞ্চলিক দলের তকমা পরে থাকতে হচ্ছে৷‌ বি জে পি কেন্দ্রীয় শাসকদল হিসেবে এই দুটো দলকেই নিশ্চিহ্ন করতে চাইবে৷‌ এই মুহূর্তে সি পি এম আর তৃণমূল তাদের অহি-নকুল সম্পর্ক ত্যাগ করে কাছাকাছি এলে ভাল করবে৷‌ রাজনীতিতে চিরম্তন শত্রু বা মিত্র বলে কেউ নেই৷‌ তা ছাড়া, মমতা ব্যানার্জির অ্যাপ্রোচটা অনেকটা কমিউনিস্টদের মতো৷‌ বামপম্হীদের সঙ্গে মানিয়ে নেওয়াতে অসুবিধে হওয়ার কথা নয়৷‌ এটা না করলে বাংলার রাজনীতি বাঙালির নাগালের বাইরে চলে যাবে৷‌"
    http://www.aajkaal.net/25-05-2014/cat/6/post%20editorial/
    মেলাবেন তিনি মেলাবেন।
  • PT | 213.110.247.221 | ২৫ মে ২০১৪ ১২:৪৬639441
  • রাজনীতিতে চিরম্তন শত্রু বা মিত্র বলে কেউ নেই

    আরেঃ, বামেরা বিজেপিকে আটকানোর জন্য কং-এর সঙ্গে গিয়ে ছিল বলে এখানে অতিবিপ্লবীরা বামেদের আওয়াজ দিয়েছিল না?

    আমার যুক্তি তো বলে বামেরা এখুনি কং-এর সঙ্গে জোট বাঁধুক। তাহলে পবতে আপাততঃ তিনোকে সামালে রাখা যাবে আর ভবিষ্যতে দিল্লীতে বিজেপি বিরোধীতার রাস্তাও খোলা যাবে। ডাকাতের দল বলে কং আর চোরের দল তিনোর মধ্যে এখন আর ফারাক করার কোন মানে হয়না।
  • bhombal | 104.242.252.41 | ২৫ মে ২০১৪ ১৩:০৩639442
  • যারা গাধা বলে তাদের কি প্রতিবিধান?
  • সিদ্ধার্থ | 116.51.183.120 | ২৫ মে ২০১৪ ১৪:১৪639443
  • শুভ্রনীল না রে বাবা, শুভনীল।

    পার্টি প্যারানইয়াতে ভুগছে। সিম্পল। নাহলে আর্টিকল লেখার অপরাধে কাউকে তাড়ায় না।

    প্রসেনজিত বোসের কেসটা আলাদা ছিল। আমার ব্য্ক্তিগতভাবে মনে হয়েছিল পার্টি ঠিক ডিসিসন নিয়েছে যদিও এখন সন্দেহ লাগছে । কিন্তু এবার জাস্ট বাজে বাওয়াল দিল। এই ধরণের গান্ডুমি জাস্ট অসহ্য।
  • সিদ্ধার্থ | 116.51.183.120 | ২৫ মে ২০১৪ ১৪:১৯639444
  • তবে এখানে কে একজন নক্সালদের নিয়ে কি একটা বলেচেন দেখলাম। নক্সালরাও এই বাজারে আঁটি বাঁধছে। লিবারেশনের ভোটের রেজাল্ট দেখুন। আগের থেকে ড্রাস্টিক কমেছে পার্সেন্টেজ।.

    সিপিএম দুর্বল হলে নক্সালদের আনন্দ পাবার কিছু নেই। যতই গাল দিক না কেন, ঐ লাল পতাকাটা এখনও টিমটিম করে সিপিএম এর হাতেই জ্বলছে। আজ যদি সিপিএম মুছে যায় গঅটা ভারত থেকে বাম স্বর জাস্ট হাওয়া হয়ে যাবে। নক্সালরা তাদের ১১০% তাত্বিক বিশুদ্ধতা নিয়ে জাস্ট ছিঁড়বে, যেমন গত চল্লিশ বছর ছিঁড়েছে। ..
  • তাপস দাশ | ২৫ মে ২০১৪ ১৬:৪৩639445
  • গান্ডু শব্দ প্রয়োগ নিয়ে আপত্তি জানালাম । জনগণকে গাধা বলা রাজনৈতিক দেউলিয়াপনা - আর এখানে যে ভাবে গান্ডু বলা হয়েছে, সেটা রুচির বিষয় ।
    ব্যক্তিগতভাবে দুটিই পরিহার্য বলে মনে করি । আবার সিদ্ধার্থ ও কল্লোলদার প্রয়োগের মধ্যেও তফাৎ আছে । সিদ্ধার্থ একটা অবস্থানের প্রতি নিজের মনোভাব জানিয়েছে, কল্লোলদাও হয়ত তাই - তবে একজন ব্যক্তির পোস্টের দিকে যে নজরটান ছিল সেটাও স্পষ্ট ।

    আমার অমূল্য মত নিয়ে সময় নষ্ট করার দরকার নেই ।
  • কল্লোল | ২৫ মে ২০১৪ ২২:০৬639446
  • আমার কিছু অন্য রকম মনে হয়। বাম আজ ক্ষয়িষ্ণু শক্তি সারা পৃথিবীতেই। নতুন রাস্তা দেখানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে বাম। তাই অন্য কোন মত, অন্য কোন চিন্তা তার খোঁজে থাকি। আসবেই সে আসবেই। একদিন পূঁজি আর বাজারের কারাগার ভাঙ্গতে সে চিন্তা আসবেই।
    হ্যাঁ, আমি মনে করি নক্সালরাও বামই। তার বেশী কিছু না।
  • সিদ্ধার্থ | 116.51.183.120 | ২৬ মে ২০১৪ ০০:০২639447
  • কিন্তু যতদিন না আসে? হাতের কাচে যা অপশন আছে তা নিয়েই তো চলতে হবে !

    তুমি আশা রাখঅ একদিন বিরিয়ানি খাবে। তার জন্য যা যা করার সেসব নাহয় করলে। কিন্তু বর্তমানে বিরিয়ানি খেতে পারছ না বলে তো আর না খেয়ে থাকবে না। নিজের সীমীত ক্ষমতা দিয়ে সবচেয়ে ভাল চাল সবচেয়ে পুশ্টিকর ডালটাই খাবে। ....
  • lcm | 118.91.116.131 | ২৬ মে ২০১৪ ০০:১৯639449
  • নকশালরা বিরিয়ানি! বড়জোর মুসুরডাল/ভাত ।
    গত পঞ্চাশ বছরে পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতিতে সবচেয়ে ক্ষতি করেছে নকশালরা, ছাত্র রাজনীতির মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে, নকশাল পরবর্তী ছাত্র আন্দোলন হয়ে গেছে পলিটিক্যাল পার্টির ধামাধরা।
    মেইনস্ট্রিম বিগ পার্টির ছত্রছায়ার বাইরে কিছু স্টুডেন্ট মুভমেন্ট বরং দিল্লীতে হয়েছে ইদানীংকালে।
  • কল্লোল | ২৬ মে ২০১৪ ০৫:৫৭639450
  • লসাগু। নকশালদের মূল্যায়নে একমত।
    শুধু দুটো কথা। ছাত্র আন্দোলনে দুটো উল্লেখযোগ্য নাম যাদবপুরের ডিএসএফ আর প্রেসির আইসি - কোন বড় পার্টির ছত্রছায়ায় নয়, কিন্তু বাম।
    দিল্লীতে কি জেএনইউয়ের কথা হচ্ছে? সেখানেও কিন্তু বড় পার্টির ছাতা ছাড়াই বাম।
    আর এই বামেরা কিন্তু একরঙ্গা নয়, রামধনু।

    সিদ্ধার্থ।
    ছাই ফেলতে ভাঙ্গা কুলো বলে বটে, বা নেই মামার চাইতে কাণা মামা, কিন্তু তাতে কাজ হয় না বরং অকাজই হয়।

    আজ বড় বামেরা ক্ষমতায় নেই। এবারের ভোটে এই শোচনীয় হাল। তারপরও নেতৃত্বের এই মনোভাব - বিরোধীতা শুনতেই রাজি নয়। হারের কারন খতিয়ে দেখার বদলে বাহানাবাজি।
    এদের নতুনভাবে ভাবার ক্ষমতা চলে গেছে।
    আপ হয়তো একটা শুরু। খুবই অগোছালো, খুবই অপরিপক্ক। দল হিসাবে আপ হয়তো আর বছর দুয়েকের মধ্যে মুছে যাবে। কিন্তু আপ একটা ধারা শুরু করে দিয়ে গেলো, যেখানে সাধারণ মানুষ প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নিচ্ছে - অন্য বড় দলের কাছে হাত না পেতে। আমি আশা রাখি মানুষ এভাবেই হোঁচট খেতে খেতেই মানুষ ক্ষমতার সাথে বোঝাপড়া করতে শিখবে।
  • aka | 34.96.239.132 | ২৬ মে ২০১৪ ০৬:২৩639451
  • আইসি বাম হল কবে থেকে?
  • কল্লোল | ২৬ মে ২০১৪ ০৬:২৯639452
  • যবে থেকে তৈরী হলো।
    যে সব বাম ছাত্ররা প্রতিষ্ঠিত বামেদের সাথে থাকতে চায় নি। তখন প্রতিষ্ঠিত বামেদের মধ্যে নকশালেরাও পড়ে।

    ডিএসএফ-এর ক্ষেত্রে অবশ্য তা বলা যাবে না। সেখানে মূলতঃ নানান ধারার নকশালেরা ও নানান অনকশাল কিন্তু প্রতিষ্ঠিত বাম নয়, তারাও ছিলো।
  • aka | 34.96.239.132 | ২৬ মে ২০১৪ ০৬:৩৪639453
  • আইসি কিছু লিবারাল ছাত্রদের তৈরি প্রেসি ভিত্তিক রাজনীতি। তাদের বাম বলা যায় কি করে কে জানে।

    বাম রাজনীতির ডেফিনিশন কি?
  • aka | 34.96.239.132 | ২৬ মে ২০১৪ ০৬:৩৮639454
  • আইসি কলেজের বাইরের রাজনীতি নিয়ে কোনদিনও মাথা ঘামায় নি। অ্যান্টি এসএফাই। পিসিএসের সাথে জোট করে এসএফাইকে আটকানোর চেষ্টা করত। দ্যটস অল অ্যাবাউট দেয়ার রাজনীতি।
  • কল্লোল | ২৬ মে ২০১৪ ০৭:০৫639455
  • আইসি কোন মোনোলিথি বাম ছিলো না। সেটা আগেই বলেছি। আমার সাথে আইসির যোগাযোগ ৯০ থেকে। আইসির অনেকেই সেই সময়কার কৃষক বন্দীমুক্তি আন্দোলনে খুব সক্রিয় ছিলো। নদীয়াতে নকশাল দমনের নামে প্রচুর নিরপরাধ কৃষককে নকশাল নাম দিয়ে ধরা হয়েছিলো। তখন সেখানকার নকশাল গোষ্ঠীর নেতা ছিলেন আজিজুল হক।
    আমরা একসাথে ৯০-৯৩এ বহু কাজকম্মো করেছি। ওদের সাথে ঐ সময়েই আমরা ৯০ থেকে ৯২ তিন বছর পরপর প্রতিবাদী ও লোকগান নামে অনুষ্ঠান করেছি।
    মার্কসবাদের সংকট নিয়ে একটা Study class ৯০ থেকে নিয়মিত চলতো তাতে আইসির অনেকেই আসতো।
    সোভিয়েৎ রাশিয়া ভঙ্গার পর, কলেজ স্ট্রিটে AVP লেনিনের কুশপুত্তলিকা পোড়ায়। তাদের সক্রিয়ভাবে বাধা একমাত্র আইসিই দিয়েছিলো।

    বাম রাজনীতির সংজ্ঞা - যারা পুঁজি ও বাজারের বিরোধীতা করে। মনে করে পুঁজি ও বাজারের বাইরেও একটা রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি হয় যা মানবকল্যানকারী।
  • কল্লোল | ২৬ মে ২০১৪ ০৭:০৮639456
  • পিসিএস বা ডিএসএফের সাথে জোট না করেই আইসি ৯০ থেকে ৯৩ প্রেসিতে ইউনিয়ান গড়েছে। তখন প্রেসিতে এসএফাই বলে কিছু ছিলো না। ৯৪তে সম্ভবতঃ আইসি হেরে যায় পিসিএসের কাছে।
  • কল্লোল | ২৬ মে ২০১৪ ০৭:১৬639457
  • আইসির যাদের সাথে আজও যোগাযোগ আছে।
    শাস্বত ঘোষ, দীনবন্ধু মিত্র, শীর্ষ রায়, রার্জষি দাশগুপ্ত, প্রীতম চক্রবর্তি, অরুন্ধতী ঘোষ। গুরুতে একজন আছে স্টোয়িক নামে লেখে। এরাই জতুগৃহের পাখী নমে গানের দল তৈরী করে। খাদ্য আন্দোলন নিয়ে অর্জুন সেন নামে যে গানটি আজও প্রেসিতে গাওয়া হয়, সেটি এই দলের তৈরী। কথা রাজর্ষি, সুর জোন বায়েজের প্রিজন ট্রিলজি।
  • aka | 34.96.239.132 | ২৬ মে ২০১৪ ০৭:৩৩639458
  • আইসির কয়েকজন ব্যক্তিগত ভাবে কিছু করলে সেটার কোন একটি সংগঠনের রাজনীতি হয়ে যায় না। যাক মূল আলোচনার সাথে এর কোন যোগাযোগ নেই। চলুক।
  • কল্লোল | ২৬ মে ২০১৪ ০৮:০০639460
  • আইসি যেহেতু কোন মোনোলিথিক সংগঠন নয়, তাই আইসি হিসাবে কোন আন্দোলনে অংশ নেওয়াতে স্বভাবিকভাবেই অসুবিধা ছিলো।
    আর সেটাই আমার কাছে খুব জরুরী বলে মনে হয়। আইসির নেতা হিসাবে যারা ছিলো তারা অন্যদের ভাবনাকে জায়গা দিয়েছে। এটা একটা বাম দলে ভাবা যায় না। একটা ছাত্র বা শ্রমিক সংগঠনে নানান মতের মানুষ থাকবে। তাদের চিন্তাকে জায়গা দেওয়া একটা বড় চ্যালেঞ্জ, যা বড় দলগুলোর সংগঠন নিতে ব্যর্থ হয়েছে বারবার। সম্প্রতি জেএনইউতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মতবিরোধে গোটা জেএনইউ এসএফাই কেই খারিজ করে দেওয়া হলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন