এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • বাম-বুজি-রূপকথাঃ প্রাণের আরাম

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    নাটক | ০৬ মে ২০১৪ | ৪২৩৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এমেম | 127.194.243.7 | ১১ মে ২০১৪ ১৩:৩৫639261
  • কাল সন্ধ্যেবেলা মমতার একটি বিশাল মিছিল হয়েছিল। মিছিল খুব ধীরগতিতে চলছিল। হিউজ টার্ন আঊট দেখে মমতা নিজেও ইম্প্রেসড।
  • এমেম | 127.194.243.7 | ১১ মে ২০১৪ ১৩:৪০639262
  • এ নিয়ে এখানকার বুজীদের কী মত?
  • PT | 213.110.247.221 | ১১ মে ২০১৪ ১৩:৫২639263
  • "আর সি পি এম দলের আইদীয়লোজি কেন বেটার একটু বুঝিয়ে বলবেন?

    "বেটার" শব্দটা অমি ব্যবহার করেছি কোথাও দেখাতে পারেন?

    "তৃনমূল কন্গ্রেস্সের কোনো ideology নেই সেই অর্থে, বরং মূল ফোকাস এর জায়গা সিপিএমের অত্যাচারের হাত থেকে মানুষ কে মুক্তি দেওয়া।"
    তাই? ভোটে জিতলে কংগ্রেস ছাড়তেন? সিপিএম খ্যাদানো যদি মূল লক্ষ্য হয় তাহলে কংগ্রেসের সঙ্গে এই তুমুল ঝগড়া কেন? কংগ্রেস তো সাদা পাতায় সই করে পব-তে সব অধিকার ছেড়েই দিয়েছিল। আর ন্যূনতম কোন তাত্বিক অবস্থান থাকলে কি কোন দল একদিকে RSS নেতাদের দেশপ্রেমিক আখ্যা দেয় আর অন্যদিকে কিষেণজীর সাহায্য নিয়ে হত্যার রাজনীতিতে পরোক্ষে মদৎ দেয়? সিপিএম খুব দুর্বল হলেও তিনি অন্য কোন শত্রু খুঁজে নেবেন। এবার যেমন শুরুতে ইলেকশন কমিশনকে পেয়েছিলেন। পরে মোদী। সার্ভাইভাল, সার্ভাইভাল....।
  • ranjan roy | 24.99.142.33 | ১১ মে ২০১৪ ১৪:১৯639264
  • মনে হয় সিপিএম নেতৃত্ব আজ পিটিজ কথা না শুনে আমাদের b এর কথা শুনে বেলঘরিয়ায় রাস্তা অবরোধে নেমেছেন; তিনোদের আক্রমণ প্রতিরোধও করেছেন।
    শেষে পুলিশ গিয়ে অবরোধ তোলে, কিন্তু কাজ হয়। ৭ জন তিনো সায়নদীপকে আক্রমণের দায়ে বন্দী হয়।
    মুর্শিদাবাদের একজায়গায় ও তাই।
    "পথে এবার নামো সাথী, নামো।"
  • এমেম | 127.194.243.7 | ১১ মে ২০১৪ ১৪:৪৫639265
  • টিভি তো দেখছেন রঞ্জন। আমানতকারীরা নিজেরাই এখন বলছেন 'এজেন্ট' রা তাদের বলেছিল সরকার আছে টাকা ফেরত পাবেই। তো এই এজেন্টদের কম্পেনসেশন দেওয়ার যুক্তি কী?

    হীরকরানী টইতে যখন বলেছিলাম এজেন্ট আর আমানতকারীকে এক করে দেখা ঠিক নয়, কেউ কেউ রিটর্ট করেছিলেন -- 'ডিভাইড এন্ড পলিসি?' আমার কিন্তু বরাবর ধারণা ছিল এজেন্টরা তৃণমূলী। যেহেতু বাম নেতারা এঞ্জেন্ট ও আমানতকারীর নাম এক সঙ্গে উচ্চারণ করছিলেন (সংখ্যা বাড়ানোর জন্য), সুতরাং আমাকে হ্যাটা করা হল।

    যে কোনও লোক এক সুরে কথা বলবে না, তাকে দমিয়ে দেবার চেষ্টাই হল বাম আইডিওলজি।
  • এমেম | 127.194.243.7 | ১১ মে ২০১৪ ১৪:৪৭639266
  • *ডিভাইড এন্ড রুল পলিসি
  • এমেম | 127.194.243.7 | ১১ মে ২০১৪ ১৪:৪৯639267
  • clannish মানসিকতা।
  • robu | 122.79.37.59 | ১১ মে ২০১৪ ১৪:৫৮639268
  • The so-called typical "attacking a straw man" implies an adversarial, polemic, or combative debate, and creates the illusion of having completely refuted or defeated an opponent's proposition by covertly replacing it with a different proposition (i.e., "stand up a straw man") and then to refute or defeat that false argument, ("knock down a straw man,") instead of the original proposition.
  • cm | 116.213.49.183 | ১১ মে ২০১৪ ১৫:১২639269
  • রোবুকে পড়া মনে করানোয় ধন্যযোগ।
  • PT | 213.110.247.221 | ১১ মে ২০১৪ ১৫:২১639271
  • "মনে হয় সিপিএম নেতৃত্ব আজ পিটিজ কথা না শুনে..."
    র‌্যাবেল রাউসার হওয়া আর আন্দোলন করার মধ্যে ফারাক নেই বুঝি?
  • এমেম | 127.194.243.7 | ১১ মে ২০১৪ ১৫:৪৬639272
  • লোকের কত পড়াশোনা। এরে কয় 'বিদ্যা'।
  • sm | 122.79.39.136 | ১১ মে ২০১৪ ১৫:৫২639273
  • আর সি পি এম দলের আইদীয়লোজি কেন বেটার একটু বুঝিয়ে বলবেন?

    "বেটার" শব্দটা অমি ব্যবহার করেছি কোথাও দেখাতে পারেন?

    -----
    বেটার বলবেন কেন, আপনি বলেছেন তিনমূলের কোনো আইদীয়লোজিই নাই । আমি তো অনেক ঢেখে চুপে বললাম।
  • robu | 122.79.37.59 | ১১ মে ২০১৪ ১৬:২৬639274
  • এমেম | 127.194.243.7 | ১১ মে ২০১৪ ১৬:৩৬639275
  • এরে তো বিদ্যা কয় না। এ হল গিয়ে ভিদিয়া। (সিএফ কাহানী)
  • PT | 213.110.247.221 | ১১ মে ২০১৪ ১৬:৩৮639276
  • "বেটার বলবেন কেন, আপনি বলেছেন তিনমূলের কোনো আইদীয়লোজিই নাই । আমি তো অনেক ঢেখে চুপে বললাম।"
    বেশ আপ্নে এট্টু তিনোর আইডিওলজি সম্পক্কে বাণী দ্যান।
  • robu | 122.79.37.59 | ১১ মে ২০১৪ ১৬:৪২639277
  • এ হল বিদ্যাহীনদের বিদ্যা। যারা ক্লাস সিক্সে এবিসিডি শিখেছে, তাদের।
  • ranjan roy | 24.99.74.131 | ১২ মে ২০১৪ ২৩:৫৯639278
  • অবশ্যই আছে, সেটা আপনিই গুলিয়ে দিতে চাইছেন।
    b যখন বললেন পথে নেমে আন্দোলনের কথা আপনিই বলে দিলেন তার মানে মমতার মত ?
    অর্থাৎ পথে নামা শুধু মমতাই জানেন!
  • ranjan roy | 24.99.74.131 | ১৩ মে ২০১৪ ০০:০৪639279
  • সরি! এর চেয়েও খারাপ কথা।
    ,b পথে নামতেও বলেন নি। শুধু বলেছিলেন আহত সিপিএম কর্মীর পাশে কেন গিয়ে সূর্য্কান্তরা দাঁড়াচ্ছেন না? তাহলে কর্মীরা মনে বল পাবে।
    আপনি 'বললেন "তার মানে র‌্যাবল রাউজার হতে বলছেন?"
    আহত কমরেডের পাশে দাঁড়ান মানে র‌্যাবল রাউজার হওয়া? b ও আপনার পোস্টগুলো পরপর দেখুন।
  • PT | 213.110.247.221 | ১৩ মে ২০১৪ ০৬:৩৮639280
  • "পথে নামা শুধু মমতাই জানেন!"
    সে ব্যাপারটা আপনারা আমার চাইতে বেশী ভাল জানেন। কেননা আপনারাই তাত্বিক তোল্লাই দিয়ে মমতাকে এদ্দুর নিয়ে এসেছেন।

    'আহত সিপিএম কর্মীর পাশে কেন গিয়ে সূর্য্কান্তরা দাঁড়াচ্ছেন না"
    দাঁড়াচ্ছেন না? কোথায় পেলেন এমন তথ্য? পাশে দাঁড়ানো আর র‌্যাবেল রাউসার হওয়ার মধ্যে বিস্তর ফারাক আছে।
  • pi | 116.212.102.40 | ১৪ মে ২০১৪ ২০:২৬639282
  • তিলোত্তমা প্রো-মোদী !!!
  • PT | 213.110.247.221 | ১৪ মে ২০১৪ ২২:২২639283
  • এবার মোদী-পন্থী বুজি?
  • quark | 24.139.199.12 | ১৫ মে ২০১৪ ১২:২৫639284
  • দুটো পুরনো পোস্টের উত্তরে -

    প্রথম :

    Name: এমেম

    IP Address : 127.194.243.7 (*) Date:11 May 2014 -- 01:35 PM

    কাল সন্ধ্যেবেলা মমতার একটি বিশাল মিছিল হয়েছিল। মিছিল খুব ধীরগতিতে চলছিল। হিউজ টার্ন আঊট দেখে মমতা নিজেও ইম্প্রেসড।

    -------------------------------------
    দক্ষিণ কলকাতায় তাঁর লাখ লাখ ভোটে জেতা এলাকায় সাথে মিঠুন চক্রবর্তিকে নিয়ে ঘুরতে হ'ল।

    দ্বিতীয় :

    Name: এমেম

    IP Address : 127.194.243.7 (*) Date:11 May 2014 -- 02:45 PM

    টিভি তো দেখছেন রঞ্জন। আমানতকারীরা নিজেরাই এখন বলছেন 'এজেন্ট' রা তাদের বলেছিল সরকার আছে টাকা ফেরত পাবেই। তো এই এজেন্টদের কম্পেনসেশন দেওয়ার যুক্তি কী?

    হীরকরানী টইতে যখন বলেছিলাম এজেন্ট আর আমানতকারীকে এক করে দেখা ঠিক নয়, কেউ কেউ রিটর্ট করেছিলেন -- 'ডিভাইড এন্ড পলিসি?' আমার কিন্তু বরাবর ধারণা ছিল এজেন্টরা তৃণমূলী। যেহেতু বাম নেতারা এঞ্জেন্ট ও আমানতকারীর নাম এক সঙ্গে উচ্চারণ করছিলেন (সংখ্যা বাড়ানোর জন্য), সুতরাং আমাকে হ্যাটা করা হল।

    যে কোনও লোক এক সুরে কথা বলবে না, তাকে দমিয়ে দেবার চেষ্টাই হল বাম আইডিওলজি।

    --------------------------------------
    সারদায় টাকা রাখা বহু মানুষই তৃণমূলকে ভোট দিয়েছিল। অন্ততঃ ২০০৯ লোকসভা আর ২০১১ বিধানসভার ফল তাই বলে। তেমনি এজেন্টরাও। এর মানে কি দাঁড়ালো এজেন্টরা সব তৃণমূল আর আমানতকারীরা নয়?
  • sm | 122.79.38.122 | ১৫ মে ২০১৪ ১৭:১২639285
  • PT , কে সি পি এম এর যা কিছু বক্ত্যব্য মিডিয়া তে দেখাচ্ছে,হয় ইয়েচুরি, নয় পকাশবাউ নয়তো বৃন্দা মাদাম; কোনো বঙ্গ সন্তান নেই কেন?
    এদের কথাবাত্রা কেমন ছাঁচে ঢালা মনে হয়। এক কোথায় বিরক্তিকর। নতুন মুখ কই?
  • j | 230.227.106.153 | ১৫ মে ২০১৪ ১৭:১৫639286
  • অ বঙ্গ সন্তানই হতেই হইব?

    ইন্ডিয়া সন্তান হলে চলবে না?
  • PT | 213.110.246.230 | ১৫ মে ২০১৪ ১৭:১৬639287
  • এই মরেচে। সিপিএমের কে বাইট দেবে সে কি আর আমার অনুমতি নিয়ে ঠিক করবে? তাহলে তো কবেই বিমান বসুকে সরিয়ে দিতাম।
  • sm | 122.79.38.122 | ১৫ মে ২০১৪ ১৭:২২639288
  • না না,বঙ্গ সন্তান হলে ভালো লাগে আর কি। ইন্ডিয়া সন্তান হলে ঘোলের স্বাদ হয়। অধীরের বক্ত্যব্য কি চিদু বাবু বললে চলে ?
  • এমেম | 127.194.253.184 | ১৫ মে ২০১৪ ১৮:১৬639289
  • কোয়ার্ক

    এর মানে কি দাঁড়ালো এজেন্টরা সব তৃণমূল আর আমানতকারীরা নয়? না তা নয়। আমানতকারীরাও তৃণমূল হতেই পারেন। আমার বক্তব্য হল, আবার বলছি, এজেন্টরা অভিজ্ঞ, এট দি ভেরি লীস্ট (least) তারা ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, মানথলি ইনকাম স্কীমের মানে জানে। জেনেশুনেই তারা অলৌকিক রেট অফ রিটার্ন প্রমিস করেছে। এদের মধ্যে কিছু জন আগে অন্য সংস্থার হয়ে এজেন্টের কাজ করেছে।
    আমানত সংগ্রহকার্যে তাদের ভূমিকা ছিল সক্রীয়।
  • quark | 24.139.199.12 | ১৫ মে ২০১৪ ১৮:৪৫639290
  • আবার বলছি, এজেন্টরা একেবারে নির্দোষ এ কথা একেবারেই বলছি না। কিন্তু তাঁরা "ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, মানথলি ইনকাম স্কীমের মানে" যতটুকু জানে সেটা ঐ এজেন্টের কাজ করবার জন্যে যেটুকু জানা দরকার ততটুকুই। তাদেরকেও মহাপুরুষদের ছবি দেখিয়ে শেখানো হয়েছে, কী কারণে ঐ অলৌকিক রিটার্ন পাওয়া সম্ভব। তারাও সেই একই মহাপুরুষদের ছবি দেখিয়ে আমানতকারীদের স্বপ্ন দেখিয়েছেন। আপনি এই এজেন্টদের কাছ থেকে দেখেছেন? আমার ধারণা দেখলে বুঝতেন তাদের আর আমানতকারীদের পড়াশোনা, চেতনা ইত্যাদির ফারাক উনিশ-বিশ।
  • এমেম | 127.194.253.184 | ১৫ মে ২০১৪ ১৯:২৮639291
  • হতে পারে। তবে সেবির ওয়ার্নিং ছিল। এজেন্টরা মহাপুরুষদের এত বিশ্বাস না করলেই পারতেন।
  • এমেম | 127.194.253.184 | ১৫ মে ২০১৪ ১৯:৩৪639293
  • মহাপুরুষরা সাধারণভাবেই অসত হন। ধর্মীয় গুরুরা তো বটেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন