এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • বাম-বুজি-রূপকথাঃ প্রাণের আরাম

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    নাটক | ০৬ মে ২০১৪ | ৪২৭৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 24.139.199.12 | ০৮ মে ২০১৪ ১৫:১৩639618
  • s এর Date:08 May 2014 -- 06:20 AM এর লিংএর ছবি দেখে মনে হ'ল অ্যাদ্দিনে একটা বড় কোশ্চেন কমন পড়েছে
  • pharida | 52.104.26.34 | ০৮ মে ২০১৪ ১৫:১৪639619
  • সব ফেলুদাই কি বামপন্থী?
  • b | 135.20.82.164 | ০৮ মে ২০১৪ ১৫:৩৫639620
  • j
    "বামেরা প্রচার করতে গেলেই বহু জায়গায় তিনোরা ঠ্যাং ভেঙে দিচ্ছে"
    "বহু জায়গায় বাম কর্মীরা মার সহ্য করতে না পেরে বিজেপি হয়ে যাচ্ছে"

    বেশ তো। তবে বামফ্রন্টের প্রথম সারির নেতারা কেন সেই জায়গায় যাচ্ছেন না, কেন মাটি আঁকড়ে পড়ে থাকছেন না, কেন শুধু শুধু নির্বাচন কমিশনের কা্ছে নালিশ করেই ক্ষান্ত থাকছেন?

    আজ যদি একজন আহত কর্মীর কাছে সূর্য্যকান্ত মিশ্র গিয়ে দাঁড়ান, গিয়ে বলেন এর সুবিচার না পেলে আমি নড়ব না, দরকার হলে লোকজন নিয়ে থানায় যাবেন, তবে সেই কর্মীর মনোবল বাড়বে না? মমতা কিন্তু নন্দীগ্রাম এপিসোডে নিষেধজ্ঞা উপেক্ষা করে সেভাবে গিয়েই নিজের টি আর পি বাড়িয়ে নিয়েছিলেন।

    হয়ত বলবেন, এ তো একটা ঘটনা। আরো কত ঘটনা হচ্ছে! কিন্তু কথা হচ্ছে, এক জায়গায় একটু শক্ত মেরুদন্ড দেখালে দ্বিতীয় জায়গায় মার দেবার আগে, একবারের বদলে শালারা দু বার ভাববে না?
  • sm | 122.79.37.44 | ০৮ মে ২০১৪ ১৫:৩৭639621
  • বামেরা অখুশি কেন খুশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা তো শর্ত টার্ম গোল।বি জে পি তো বেশ কিছু কেন্দ্রতে, দ্বিতীয় পার্টি হবে; ভবিষ্যতে প্রধান বিরোধী দল ও হবে । তখন বাম দল গুলোর কি হবে ভেবে দেখেছেন কমরেড? মনে রাখুন, জাতীয় কংগ্রেস এর দুরবস্থা। শোনা যাচ্ছে মোদীর সভায় যারা ভিড় করছে তারা অধিকাংশ বাম পন্থী ফ্লোটিং ভোটার।
  • pi | 24.139.209.3 | ০৮ মে ২০১৪ ১৯:০৪639622
  • ও না, মতুয়াদের নাগরিকত্ব দেবার কথা বলেছেন।
  • PT | 213.110.246.230 | ০৮ মে ২০১৪ ১৯:১৪639623
  • "আজ যদি একজন আহত কর্মীর কাছে সূর্য্যকান্ত মিশ্র গিয়ে দাঁড়ান, গিয়ে বলেন এর সুবিচার না পেলে আমি নড়ব না, দরকার হলে লোকজন নিয়ে থানায় যাবেন"

    মমতার মত র‌্যাবেল রাউসার হতে বলছেন?
    তাহলে কোন ধর্ষিতাকে নিয়ে নবান্নর করডোরে বসে ধর্ণা থেকে শুরু করা যাক-তারপরে শেষ পাতে বিধানসভা লন্ডভন্ড।
  • cm | 127.247.114.204 | ০৮ মে ২০১৪ ১৯:২৫639624
  • বামেদের দায়িত্ব পাড়ার পার্টি অফিসে গিয়ে বলে এলে হয় না? অবশ্য পাড়ায় অন্য রকম পরিচিতির কারণে অসুবিধে থাকতে পারে।

    কি কোয়ার্কবাবু এবারে ঠিক হয়েছে? নয়ত এই কনটেন্টই মোলায়েমভাবে কি করে বলব বলে দেবেন।
  • b | 24.139.196.6 | ০৮ মে ২০১৪ ১৯:৩১639625
  • পিটিকে,
    "মমতার মত র‌্যাবেল রাউসার হতে বলছেন?"
    হ্যাঁ, দরকার পড়লে তাই।
  • Ranjan Roy | ০৯ মে ২০১৪ ২১:১৪639205
  • পিটি,
    রাস্তায় নেমে আন্দোলন করলে, অবরোধ করলে র‌্যাবল রাউজার? এ কি বলছেন? অর্ধশতক ধরে তো বাম আন্দোলন সেটাকেই বৈধ মেনেছে। আমি আজও মানি। কালকে নিউ মার্কেটে মেয়েটিকে এক হকার চড় মারল-- পুলিশ পাত্তা দিল না। তোলা পায় যে! যেই জনা পঞ্চাশ দোকানদার অবরোধ-প্রদর্শন করল-- গাড়ি গাড়ি পুলিশ এল, হকার অ্যারেস্ট হল।
    মমতার কনটেন্টটা র‌্যাবল রাউজিং; পদ্ধতি ট্র্যাডিশনাল বামেদের। বামেরা কি আজ রাস্তায় নেমে আন্দোলনের ঠেকেদারি তিনোদের হাতে ছেড়ে দেবে?
    এইতো গত বছর কেরালায় বামেরা কং সরকারের সেক্রেটারিয়েট অবরোধ করল পথে বসে-- মুখ্যমন্ত্রী সমঝোতা করলেন।
    বঙ্গের কমুনিস্টরা বোধহয় এখন আগে ভদ্রলোক পরে বাম!
    আর বিজেপি ঠেকাতে বাম? তিনরাজ্যের উদাহরণ দিচ্ছিলেন?
    দেখুন, দাঙ্গা কম হয়েছে বঙ্গে নয় , কেরালায়। যেখানে নিরবচ্ছিন্ন বামের জায়গায় রুটি বদলানোর তত্ত্বই চলছে।
    এখানে যারা যারা রুটি পাল্টানো নিয়ে হাসছিলেন তাঁরা খেয়াল করে দেখুন-- একটি মাত্র রাজ্যে মোদিলহর সত্ত্বেও কোন সিট হয়তো বিজেপি পাবে না, ওয়ান-টু- ওয়ান ফাইট হচ্ছে, তাহল কেরালা। যেখানে বামেরা একচেটিয়া রাজত্ব করে নি। যেখান থেকে রুটি-পাল্টানো তত্ত্বের জন্ম!ঃ))))
  • SC | 160.212.79.6 | ০৯ মে ২০১৪ ২১:২৪639206
  • রঞ্জন দা কে অনেকগুলো ক।
    একদম। বামেদের আজকের এই পরিনতি ভদ্রলোকেদের আধিপত্যের ফলেই।
  • robu | 122.79.36.14 | ০৯ মে ২০১৪ ২১:৪১639207
  • ত্রিপুরা ধরলেই আর খাটছে না। তবে প্রথম ৩ প্যারাতে ক।
  • pi | 24.139.209.3 | ০৯ মে ২০১৪ ২১:৪৫639208
  • ত্রিপুরা নিয়ে এখানে এসে থেকে অনেক কিছুই শুনছি।
  • robu | 122.79.39.29 | ০৯ মে ২০১৪ ২২:২৩639209
  • বিজেপি?
  • Ranjan Roy | ০৯ মে ২০১৪ ২৩:২৩639210
  • রোবু,
    ত্রিপুরা আইসোলেটেড ছোট আদিবাসী প্রধান রাজ্য। বস্তার দিয়ে যেমন বৃহত্তর ভারতে মাওবাদীর সাফল্য/ঔচিত্য প্রমাণ হয় না, তেমনি ত্রিপুরা নিয়ে সিপিএম এর।
  • Arpan | 125.118.170.17 | ০৯ মে ২০১৪ ২৩:৩৪639212
  • আউটলুক কি অ্যান্টি মোদি? সবচেয়ে কম প্রোজেকশন দিয়েছে এই বাজারে!

    http://www.outlookindia.com/article.aspx?290587

    পঃবঙ্গে শূন্যই দেখাচ্ছে।
  • PT | 213.110.247.221 | ০৯ মে ২০১৪ ২৩:৩৪639211
  • RR
    রাজনীতিহীন দাপাদাপিকে আমি র‌্যাবল রাউজার আখ্যা দিই। তার মধ্যে ধর্ষিতাকে নিয়ে রাইটার্সে বসে পড়া থেকে বিধান সভা লন্ডভন্ড সবই আসে। এমনকি ঐ ২৭-দিনের দুর্গাপুর এক্স্প্রেসওয়ে অবরোধও করার আছে। আর রাজনীতি বলে কিস্যু ছিল না বলেই মাত্র তিন বছরের মধ্যে তথাকথিত রাজনীতির লুম্পেন চরিত্র প্রকাশ পেয়ে গিয়েছে।

    সিপিআই থেকে নকশাল-সকল বামেদের অতীতের রাস্তায় নামা আর ৩/৪ বছর আগের তিনোদের রাস্তায় নামার মধ্যে আসমান-জমিন ফারাক আছে।

    কেরালা ও রুটি তত্বটি ভ্রান্তিমূলক। ওখানে কংগ্রেস ভেঙ্গে তিনো জাতীয় কিছুর জম্ম হয়নি। এখানেও শুধু কংগ্রেস থাকলে বিজেপি ঢুকতে পারত না। তিনোদের তৈরি করা মারাঠা ডিচ দিয়েই বর্গী বিজেপি বঙ্গে ঢুকেছে-সেটাকে ধামা-চাপা দেওয়ার কোনই উপায় নেই।

    "দেখুন, দাঙ্গা কম হয়েছে বঙ্গে নয় , কেরালায়।"
    কেরালা কি দুটো ভাগ হয়েছিল নাকি?
  • robu | 122.79.39.29 | ০৯ মে ২০১৪ ২৩:৩৫639213
  • আমিতো অপ্রমাণ করতে চেয়েছিলাম ঃ-)
  • Arpan | 125.118.170.17 | ০৯ মে ২০১৪ ২৩:৩৮639214
  • রঞ্জনদা, এইবার কিন্তু তিরুঅনন্তপুরম সিটটি বিজেপি জিতে নিতে পারে বলে বাজারে জোর খবর চলছে। কাসর্গোড়েও জোর ফাইট দেবে।

    আর এবিভিপি আর এসেফাইয়ের মধ্যে কেলাকেলি ওখানে নিত্য ঘটনা - আমার কেরলের সহকর্মীর থেকে প্রায়ই শুনি। সেও বাম মনোভাবাপন্ন।

    কাজেই কেরালা নিয়েও খুব একটা আত্মতুষ্টির জায়গা নেই। তবে শ্রাবণী বা প্রগতিদি ভালো বলতে পারবেন এই নিয়ে।
  • Ranjan Roy | ০৯ মে ২০১৪ ২৩:৫৬639216
  • পিটি,
    খেয়াল করুন, মমতার আন্দোলনের কনটেন্ট অবশ্যই র‌্যাবল রাউজার বলে আমি বলেছি, ফর্মটা বামেদের (সবরকম), আপনি খেয়াল করেন্নি।
    গুজরাতে , মহারাষ্ট্রে, অন্ধ্রে ,মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে কংগ্রেস অক্ষুণ্ণ আছে, কোন মমতা নেই।
    তাহলে ?
    আর এই বললেন বঙ্গে বামশক্তির জন্যে এতদিন বিজেপি জমি পায় নি, তাহলে আজ জমি পেলে সেটা বামেদের শক্তিক্ষয়ের ইঙ্গিত নয়? কি যে বলেন?
  • Ranjan Roy | ১০ মে ২০১৪ ০০:০০639217
  • আর রাজনীতিহীন মানে কি? সবারই নিজের মত করে একতা রাজনীতি আছে। শুধু আপনার-আমারই রাজনীতি? মম-নমোর নেই? আছে , বিভিন্ন শেডের দক্ষিণপন্থী রাজনীতি, তার নির্দিষ্ট ক্লাস বেস ও আছে।
    সেই রাজনীতি আপনার আমার পছন্দ নয়, তাতে কি?
  • PT | 213.110.247.221 | ১০ মে ২০১৪ ০০:২১639218
  • "গুজরাতে , মহারাষ্ট্রে, অন্ধ্রে ,মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে কংগ্রেস অক্ষুণ্ণ আছে, ....
    কিন্তু আসল জিনিস- অর্থাৎ বাম নাই!!

    আর তিনোর কোন রাজনীতি নাই।
    কংগ্রেসের ভেতরে ক্ষমতা দখল করতে না পারার কারণে তিনোর জন্ম হয়। কোন রাজনৈতিক উদ্দেশ্যে তিনোর জন্ম হয়নি।
  • ... | 177.124.124.21 | ১০ মে ২০১৪ ০০:২৯639219
  • আচ্ছা ঠিক কোন রাজনৈতিক উদ্দেশ্য বাকি দল গুলোর কাজকর্মের ভেতর দেখা জাচ্ছে ?
  • SC | 160.212.30.51 | ১০ মে ২০১৪ ০২:৩২639220
  • "রাজনৈতিক উদ্দেশ্য" কথাটার মানে কি?
    ভ্যালিড রাজনৈতিক উদ্দেশ্যর কয়েকটা উদা: পাওয়া যাবে?
  • SC | 160.212.30.51 | ১০ মে ২০১৪ ০২:৪০639221
  • ধর্ষনকারীর পক্ষে দাঁড়ানো "রাজনীতিহীন দাপাদাপি"।
    দারুন তো!
    "রাজনৈতিক দাপাদাপি" টা কি?

    একজন ধর্ষনকারীর পক্ষে দাঁড়ানোর আগেও যদি তত্ব দেখতে হয়, ওরকম তত্বের রাজনীতি আর নাই বা করলেন!

    এইরকম সব হাফ বেকড তত্ব খাঁড়া করে, নিজেদের কে মরালী সুপেরিয়র মনে করতে করতে জিনিসটা আজ এখানে ঠেকেছে।

    যে রাজনীতি আর উদ্দেশ্য দিয়ে সিঙ্গেল ডিজিটে সিট পাচ্ছেন, সেগুলো নিয়ে বরং ভাবনাচিন্তা করুন।
    জনগনের থেকে rejected হয়ে ঠান্ডা ঘরে বসে, "আমাদের তো লেনিনের ছাপ মারা সুগভীর রাজনৈতিক উদ্দেশ্য আছে" তত্বকথা আউরালে ইতিহাসের আস্তাকুঁড়ে স্থান হবে।
  • T | 24.139.128.15 | ১০ মে ২০১৪ ০২:৪৯639222
  • PT | 213.110.247.221 | ১০ মে ২০১৪ ০৮:১৫639223
  • "ভ্যালিড রাজনৈতিক উদ্দেশ্যর কয়েকটা উদাঃ পাওয়া যাবে?"

    যাবেঃ
    বাংলাদেশী নিয়ে মোদী যা বলছেন সেটা বিজেপির জন্মলগ্ন থেকে রাজনৈতিক স্ট্যান্ড-সংখ্যালঘু ঠ্যঙাও!!

    "একজন ধর্ষনকারীর পক্ষে দাঁড়ানোর আগেও যদি তত্ব দেখতে হয়...."

    তত্ব নেই বলেই বিরোধী নেত্রী থাকা কালীন এক ধর্ষিতাকে নিয়ে হল্লা মাচান আর মন্ত্রী হয়ে আরেক ধর্ষিতার বক্তব্যকে সাজানো ঘটনা আখ্যা দেন।

    As Mamata hit the headlines with the Writers’ episode, Dipali silently gave birth to a baby girl in an ashram at Dhapa, where the city’s garbage is dumped, off EM bypass.

    Dipali was forgotten by Mamata and her aides.

    http://www.telegraphindia.com/1090530/jsp/bengal/story_11040324.jsp

    কে "সিঙ্গেল ডিজিটে সিট" পাবে সেসব নিয়ে দুশ্চিন্তা না করে আপনার নেত্রীকে বলুন দীপালীর জন্য একটু অশ্রুমোচন করতে।

    আবার বলিঃ কোন রাজনৈতিক উদ্দেশ্যে তিনোর জন্ম হয়নি। সেইজন্যেই জন্মলগ্ন থেকেই ধান্ধাবাজী, মিথ্যা আর ভন্ডামিই সম্বল।
  • cm | 233.235.92.158 | ১০ মে ২০১৪ ০৮:৩৮639224
  • তা বললে হবে না সিপিএম বাংলাও মনে হয় তুলে দিয়েছিল তাই সমাসে অসুবিধে হচ্ছে।
  • lcm | 118.91.116.131 | ১০ মে ২০১৪ ০৮:৪৫639225
  • সব পার্টির একটাই তো রাজনৈতিক উদ্দেশ্য, ভোটে জিতে ক্ষমতায় আসা। হেরে গেলে পরের বারের জন্য অপেক্ষা, নেক্স্‌ট ট্রাই।
    এ আর এমন কঠিন কি...
  • cm | 233.235.92.158 | ১০ মে ২০১৪ ০৮:৫১639227
  • কেমিকাল হাব আর উৎসব শিল্প বাদ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন