এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • বাম-বুজি-রূপকথাঃ প্রাণের আরাম

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    নাটক | ০৬ মে ২০১৪ | ৪২৭৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | 127.194.71.64 | ০৭ মে ২০১৪ ১০:৫৪639437
  • সিওর, কেউ বলেন নি?
  • নেতাই | 131.241.98.225 | ০৭ মে ২০১৪ ১০:৫৫639448
  • সিপিয়েম বলবেনা কেন বলছে।
    আজকের আবাপ থেকে-----------
    http://tinyurl.com/lgcpawe
    ভোটের দিন করণীয় বিষয় নিয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি, এ দিন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব ছিলেন বুদ্ধদেববাবু। অসমের প্রসঙ্গ টেনে তাঁর অভিযোগ, মোদী সেখানে বক্তৃতা করে আসার পরেই, জাতিদাঙ্গা শুরু হয়। বুদ্ধবাবুর কথায়, “ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা হওয়ার পরই নানা জায়গায় দাঙ্গা বেঁধে গিয়েছে। উনি ভয়ঙ্কর মানুষ। খুব বড় বিপদ আসছে। আপনার বিজেপি থেকে দূরে থাকুন।”
  • cb | 127.194.71.64 | ০৭ মে ২০১৪ ১০:৫৭639459
  • অবশ্য হরিদাস পাল টাল শুনতে চাইলে নাও পেতে পারেন
  • j | 230.227.106.153 | ০৭ মে ২০১৪ ১১:০০639470
  • কারুর সমর্থকের বাড়িতে অন্য একটি দলের কেউ আগুন লাগালে, বিধায়ককে পিটিয়ে থেৎলে মারলে , বুথে বসার জন্য কান কেটে নিলে - সেই বিশেষ শাসক দলটির বিরুদ্ধে বেশি চেঁচামিচি করাটাই স্বাভাবিক নয় কি ? কোনও ব্যক্তির বাড়িতে হলে তিনি কি করেন ?? তৃতীয় কোনো সূত্র ধরেন?

    যাকগে এইটা একটু পড়ে নেওয়া যেতে পারে... বুজ্জোয়া কাগজের লিং

    http://www.anandabazar.com/state/%E0%A6%A4-%E0%A6%A3-%E0%A6%A1%E0%A6%AC-%E0%A6%B9%E0%A6%B2-%E0%A6%B0-%E0%A6%96-%E0%A6%A6-%E0%A7%9C-%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B9-%E0%A6%AC-%E0%A6%A8-%E0%A6%AC-%E0%A6%A6-%E0%A6%A7-%E0%A6%B0-1.28460

    ""ভোটের দিন করণীয় বিষয় নিয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি, এ দিন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব ছিলেন বুদ্ধদেববাবু। অসমের প্রসঙ্গ টেনে তাঁর অভিযোগ, মোদী সেখানে বক্তৃতা করে আসার পরেই, জাতিদাঙ্গা শুরু হয়। বুদ্ধবাবুর কথায়, “ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা হওয়ার পরই নানা জায়গায় দাঙ্গা বেঁধে গিয়েছে। উনি ভয়ঙ্কর মানুষ। খুব বড় বিপদ আসছে। আপনার বিজেপি থেকে দূরে থাকুন।”"
  • SC | 34.3.22.185 | ০৭ মে ২০১৪ ১১:৩৬639492
  • আচ্ছা।দেখতে পাইনি ওনার কথাটা।
  • Ranjan Roy | ০৭ মে ২০১৪ ১৪:১২639503
  • পাল্টায়, পরিস্থিতি পাল্টায়। আসল হল ক্ষমতার সাথে থাকা। রাজনীতি হল সমস্ত রকম সম্ভাবনার খেলার।

    তাই কখনো বিজেপি কে ঠেকাতে কং এর সাথে জোট; আবার কং কে ঠেকাতে বিজেপির সাথে জোট। সব সত্যি। যখন যা করি সবই উচিত বলেই করি।

    নইলে কোন কমিউনিস্ট পার্টি এইসব পাতি জোট-টোট না করে দুপক্ষের বিরুদ্ধেই খালি প্রচার করে যেত। ফল দেখে জোট বানানোর কথা বলত না। পাঁচ বছরে খালি আগামী নির্বাচনের দিকে তাকিয়ে সেই ভিত্তিক কর্মসূচী না নিয়ে নিজেদের রাজনীতির ভিত্তিতে বিরোধী আসনে বসত।
    আর পিটি, তিনো ও কং তো আমার সাথে আলোচনা করে সমঝোতা করেনি। কে না জানে তিনো কং এর বি-টিম। এজেন্ডায় কোন মৌলিক তফাত নেই। দিদি উঠেছেন কং এর যুব নেতৃ হিসেবে। আজও তিনোদের নামে কং কথাটা মুছে যায় নি, পতাকার রংয়েও না।

    কিন্তু সেই পুরনো প্রশ্ন আবার ফিরে আসবে। Jকেও শুধাই।
    সিপি আইকে তো দিল্লি থেকে এলো গাই বলে দিলেন।
    রাশ্ট্রপতি ইলেকশানের সময় পিটি কথিত সাম্রাজ্যবাদের দালাল নিও-লিবারাল ইকনমির মুখ পোনোবদাকে বামেদের পুরনো ট্র্যাডিশন ভেঙে সিপিএম এর ভোট দেওয়াকে সমর্থন করলেন কি করে? সিপিআই কিন্তু বাম পরম্পরা মেনে বিরত থেকে ছিল।
    আর পরে মমতাও সিপিএম এর বাধ্য ছাত্রীর মত একই কাজ করলেন!
    রাষ্ট্রীয় স্তরে মমতা সিপিএম এর রিটেইল এ এফ ডি আই বিরোধিতা, রাজ্যের পাওনা নিয়ে লড়াই, ভাড়া বৃদ্ধির বিরোধিতা শ্লোগান নিয়ে নিয়েছেন। এবার সিপিএম মমতার থেকে শিল্পের জন্যে সবার সাথে আলোচনা না করে কৃষিজমি নেওয়া নয়---- গ্রহণ করেছেন।
    গরজ বড় বালাই!
    "মেঘে দেয় না পানি,
    কী করি গো নানী,
    ক্ষেত হইল ফুটিফাটা গো,
    বড় দায়ে ঠেকাইছে আল্লা!"
  • PT | 213.110.247.221 | ০৭ মে ২০১৪ ১৪:২৪639514
  • সিপিএম তো আমার সাথে কথা বলেও বিজেপি বা কং-এর সঙ্গে জোট করেনি।
  • নেতাই | 131.241.98.225 | ০৭ মে ২০১৪ ১৪:২৭639525
  • আমার সাথে বলেছে কিনা আপাতত ডিসক্লোজ করছিনা।
  • Ranjan Roy | ০৭ মে ২০১৪ ১৪:৪০639537
  • PT,
    না, সত্যি দেখতে না চাইলে সিপিএম এর মোদীবিরোধী স্পীচ চোখে পড়ে না।
    দিল্লি থেকে কারাতবাবুর মোদিবিরোধী স্পীচ দেখিয়ে কি হবে?
    এখানে ইস্যু তো বঙ্গে মোদি যে একের পর এক হেট-স্পীচ দিচ্ছেন, নওযোয়ানদের চাকরি ও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, গুজরাত মডেলের সাফল্য ও ৩৪ বছরের বাম শাসনের কথিত ব্যর্থতা নিয়ে বলছেন তার্বদলে দেখালেন কুল্যে বুদ্ধবাবুর ওই একটা দাঙ্গাবিরোধী কথা?
    দূর! দূর! পাব্লিক ও আর খাচ্ছে না।
    মোদির দেখানো উন্নয়নের স্বপ্ন আর গুজরাত মডেলের কথিত সাফল্য কে তুলোধোনা করে ভেতরের তূলো বের করে সিপিএম এর বঙ্গে কোন স্পীচ দেখান দিকি!
    না কি যা শত্রু পরে পরে ভেবে বেশি উচ্চগ্রামে মোদি বিরোধিতা না করাই বঙ্গে কাম্য?
    আসানসোলে বংশগোপাল বা পাশের জেলায় বাসুদেব কাটাকুটির ফলে বেরিয়ে যাবেন?
    আজ মোদি কোলকাতায় সভা করছেন আর কেন্দ্রীয় কমিশনকে শাসিয়ে রেখেছেন যাতে আজ পর্যাপ্ত নজরদারি থাকে। মোদিবিরোধী হয়েও ওর রনকৌশলের তারিফ না করেপারছি না। আদ্দেক বিগ কর্পোরেট ও পুলিশ-প্রশাসন দিল্লিতে ধরে নিয়েছে যে রাহুল নয় মোদি জুনে গদিতে বসবেন। তাই কেন্দ্রীয় কমিশন আগের থেকে একতু বেশি কাজ দেখাবে।
    কিন্তু সিপিএম এর কোন বড় কেন্দ্রীয় নেতা কি আজ কোলকাতায় সভা করতে পারতেন না?
    প্রাণপণে চাইব দিল্লির গদিতে ওই সুচতুর অভিনেতা মোদি যেন বসতে না পারেন! ও ভয়ংকর। মমতা ওর সামনে কিছু না। কারণ উনি বড়বোলা, যা ভাবেন মুখে বলে ফেলেন, ভীষণ প্রেডিক্টেবল।
    কিন্তু মোদি?
    সেই জীবনানন্দের সুবিনয় মুস্তফী কবিতার মত এমন হাল করবে যে ওর রাজত্বে ইঁদুর পেটে খিল ধরিয়ে হাসতে হাসতে বেড়ালের পেটে ঢুকে যাবে।
    নমুনা আজই দেখুন, যে মেয়েটির গোপন নজরদারির জন্যে সুপ্রীম কোর্টে কেস করা হয়েছে, সেই মেয়েটি ও তার বাবা সুপ্রীম কোর্ট আবেদন দিয়েছে সেই কেস এর বিরোধিতা করে আর মোদিকে ধন্যবাদ দিয়েছে 'তার ভালোর জন্যে তাকে না জানিয়ে গোপন নজরদারি চালানোর জন্যে'।
    ওর রাজত্বে আর মৌসুমী-টুম্পা বা সাগর ঘোষের ছেলেদের খুঁজে পাওয়া যাবে না। পাওয়া গেলেও জানা যাবে যে নিহত/হতরা দেশের শত্রু ছিলেন।
    গুজরাতের মানবাধিকার ল'ইয়ার ও মোদির বিরুদ্ধে বয়ান দেওয়া পুলিশ অফিসারের কি হাল করেছে দেখুন!
  • Ranjan Roy | ০৭ মে ২০১৪ ১৪:৪২639548
  • আর সিপিএম এর নতুন 'সংশোধিত" কৃষিজমি নীতি? ওটা কার সঙ্গে আলোচনা করে? মমতার সঙ্গে?
  • নেতাই | 131.241.98.225 | ০৭ মে ২০১৪ ১৪:৪৬639559
  • রীতিমত চোখ বন্ধ করে না রাখলে সিপিএম এর মোদীবিরোধী স্পীচ না দেখতে পাওয়া কষ্টকর। সিপিয়েমের জন্য পবতে সবচে বড় থ্রেড দিদি। তারপর মোদী। স্পীচ এর রেশিও ও মোটামুটি ঐ অনুপাতেই পাবেন।
  • নেতাই | 131.241.98.225 | ০৭ মে ২০১৪ ১৪:৫৩639565
  • আর ভোট শেষ হলে যদি ভাগ্য সহায় হয় তাহলে বিজেপি ও তিনমুলের পরস্পর বিরোধিতার আসল রূপ দেখতে পাবেন। অধীর চৌধুরি যা অভিযোগ করেছেন সেটা ঠিক রিউমার লাগছেনা।
  • Ranjan Roy | ০৭ মে ২০১৪ ১৪:৫৪639566
  • নেতাই এর সঙ্গে পূর্ণ সহমত।এটা নিয়েই তো কথা!
    ভোটটা বিধানসভার নয়, লোকসভার।
    তাই এই কন্টেকস্টে মোদি প্রধান শত্রু হওয়া উচিত।
    অবশ্যই এটা আমার ব্যক্তিগত অবসার্ভেশন। খালি নিজের ঘরের দিকে তাকিয়ে থাকলে বিপদ আছে। কারণ সিপিএম কোন সপা-বসপা- লালুর মত স্থানীয় দল নয়, সর্বভারতীয় দল। লোকসভা ইলেক্শনে প্রেক্ষিত্টা সর্বভারতীয় হওয়া উচিত,বিধানসভায় রাজ্যস্তরের।

    ঠিক যেমন ভাবে সেদিন এক মোহনবাগানে সই করা ফুটবলারকে ইস্টবেঙ্গল তাঁবু থেকে ছিনিয়ে আনতে তিনো ও সিপিএম এর নেতাদ্বয় একসঙ্গে কাজ করেছেন, সঠিক পদক্ষেপ!ঃ)))
  • নেতাই | 131.241.98.225 | ০৭ মে ২০১৪ ১৪:৫৬639567
  • লিং দিয়ে যাই-

    “গত দু’তিন মাস ধরে রাজ্যসভার তৃণমূলের দু’জন প্রভাবশালী সাংসদ ঘনঘন রাজনাথের বাড়িতে যান। আমি রাজনাথের বাসভবনের সিসি টিভির ফুটেজ দেখার চ্যালেঞ্জ জানাচ্ছি। বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি, ক্ষমতায় এলে সারদা কাণ্ড নিয়ে ইডি এবং সিবিআই তদন্ত হবে না বলে ওই বৈঠকে বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”

    http://tinyurl.com/owmwunv
  • নেতাই | 131.241.98.225 | ০৭ মে ২০১৪ ১৫:০৪639568
  • মোদি আর দিদির নাটক এমন মাত্রায় চলে গেছে যে এখন কারুর পক্ষেই ফোকাস কাড়া মুসকিল। দিদিকে ছাপিয়ে মোদি বিরোধী হতে গেলে প্রচন্ড সাব অল্টার্ন (ঠিক লিখলাম?) হতে হবে। সিপিয়েম এই চ্যালেন্জ নেয়নি মনেহয়।
  • PT | 213.110.247.221 | ০৭ মে ২০১৪ ১৫:১৪639569
  • 'পাব্লিক ও আর খাচ্ছে না"
    পাব্লিক বহু দিন থেকেই মোদীর স্পীচ খাবে বলে রেডি হয়ে আছে। কথা হচ্ছে যে তারা দিদির স্পিচ খায় কিনা। আর দিদি বাংলা মডেল বলে যা খাওয়ানোর চেষ্টা করছেন সেটা এখনো বামেদের রেখে যাওয়া পব।

    "তার্বদলে দেখালেন কুল্যে বুদ্ধবাবুর ওই একটা দাঙ্গাবিরোধী কথা"
    আপনি দেখেন কি করে? মিডিয়া যা দেখায়। এখন মোদী-দিদি আকচা-আকচি খিস্তা-খিস্তি হট কেকের মত বিক্কিরি হচ্ছে। ওখানে রাজনীতির কোন স্থান নেই। তাই বামেদের আপাততঃ দেখতেও পাবেন না।

    "না কি যা শত্রু পরে পরে ভেবে বেশি উচ্চগ্রামে মোদি বিরোধিতা না করাই বঙ্গে কাম্য?"
    এটা একটা স্ট্র্যাটেজি হতেই পারে। ষাঁড়ের শত্রু বাঘে খেলে ষাঁড়ের আপত্তির কি কারণ থাকতে পারে? তবে বামেরা এ নিয়ে আমার সঙ্গে অলোচনা করেনি।

    মোদীর প্রতি আমার কোন ভক্তি-শ্রদ্ধা নেই। তবে আমার মতে বিজেপি ছিল তাই মোদী আছে। সেকারণে "মোদীর উত্থান অশনি সংকেত" বলে বিশেষ মনে করিনা। তাই ফাটা রেকর্ডের মত বলি যে যারা মমতাকে তোল্লাই দিয়ে লালবাড়িতে পাঠিয়েছিল তাদের তখন বোঝা উচিৎ ছিল যে মমতার কাটা মারাঠা ডিচ দিয়ে বিজেপির বর্গী বাহিনী বাংলায় ঢুকবে। তবে মমতার স্ক্যানারে সম্ভব্তঃ মোদী ছিলেন না-ছিলেন আদবানী। তাই মমতার পক্ষে লড়াইটা গোলমেলে হয়ে দাঁড়িয়েছে।

    আর পকাবুরা তো রাজনীতির ব্যাপারে চিরবালখিল্য- তাই তাদের হাতে আপাতত হ্যারিকেন আর বামেরা কেন "যথেষ্ট" মোদী-নিন্দে করছে না তাই নিয়ে ছিদ্রানুসন্ধান ছাড়া আর কিছুই করার নেই।
  • Ranjan Roy | ০৭ মে ২০১৪ ১৫:২৬639570
  • পকাবুরা তো বালখিল্য, কিন্তু জ্ঞানবৃদ্ধ এতদিনের সিপিএম কি করিয়া কালিদাস হইল?
    সেই আমার বন্ধুপত্নীর দাম্পত্য কলহের উক্তি মনে পড়িল--
    "এতই তোর বুদ্ধি হলে,
    আজ কেন তোর ক্যাঁতা বগলে?"

    যাহা হউক , ১৬ তারিখের পর কথা হইবে। তাই কাটিলাম। এখন ইহা লইয়া আমাদের বাকযুদ্ধ কালক্ষয় মাত্র। কারণ ইহা স্পষ্ট হইল যে কং-তিনো-মাকু-নকু-মাও কেহ আমাদের ( রন-পিটি-নেতাইদের) সঙ্গে কোন আলোচনা করিয়া সিদ্ধান্ত নেয় নাই।
    আফশোস! আফশোস!
    না হইলে আজ এই দিন দেখিতে হয়!
  • Du | 230.225.0.38 | ০৭ মে ২০১৪ ১৫:২৭639571
  • রুটির কী হবে?
  • PT | 213.110.247.221 | ০৭ মে ২০১৪ ১৫:৩৭639573
  • দ্যাক কান্ড। যকন বলেচিনু দিদিকে তোল্লাই দিওনি-পিচু, পিচু বগ্গী আসবে, ত্যাকন তো কতা শোননি বাপু!! ত্যাকন কি বুদ্দি ক্যাঁতায় মুড়ে রেকেছিলে নাকি?

    তবে ঐতিহাসিক সত্য এটাই, যে যে তিন রাজ্যে বামেরা ছিল/আছে সেখানে বিজেপি পায়ের ডগাটিও ছোঁয়াতে পারেনি। কাজেই বামেদের বিজেপি-বিরোধীতা তর্কাতীত।
  • de | 69.185.236.53 | ০৭ মে ২০১৪ ১৫:৫১639574
  • রুটি আর রুটি নাই - হয়েচে পাঁপড়!
  • j | 230.227.106.153 | ০৭ মে ২০১৪ ১৬:০৬639575
  • মোদীতে আপত্তি অথচ রুটি পাল্টানো চাই ই চাই

    হাস্যকর হয়ে যাচ্ছে না !!
  • PT | 213.110.247.221 | ০৭ মে ২০১৪ ১৬:১২639576
  • রুটিও নাই পাঁপড়ও নাই।
    মোদীকে দেখে এখন বোধহয় ৫ বছর পরপর রুটি পাল্টানোর তত্বটাকেই কবর দেওয়া হয়েছে!!
  • Ranjan Roy | ০৭ মে ২০১৪ ১৯:৪২639577
  • ১৬ তারিখের পরঃ))))))
  • Ranjan Roy | ০৭ মে ২০১৪ ১৯:৫৮639578
  • রুটির তত্ত্ব আদৌ বাতিল নয়। বিধানসভায় অব্শ্যই রুটি। পাল্টে দাও, যে আসে আসুক।
    কিন্তু এত লোকসভা , কমরেড। এটাই তো বলছিলাম। বাঙালী বড় চিত্র দেখে না।

    রোজ খাই রুটি। বিয়েবাড়িতে তো পোলাও-রাধাবল্লভী খাবো না কি?
    নজর ছোটো করবেন না কমরেড।

    কিন্তু বুজিদের দিকে তাকিয়ে আঙুল মতকালে হাতে হ্যারিকেন।
    দলে দলে বামবুজিরা এখন সবুজ রুমাল গলায় বাঁধছেন।
    সংগঠন কই?
    বীরভূমের যে মনিরুল এতদিন ইলেক্শানে বামেদের সম্পদ , তিনিই এখন পোবোল প্রতাপ তিনো। ঘাঁত-ঘোত সব জানা। অনিল বসুর গোটা টিমটাই এবার আরামবাগে তিনোর জয় নিশ্চিত করতে লেগে গেছে। ভাঙ্গরের রেজ্জাক দল ছেড়েছেন। কিন্তু ওনার ঘনিষ্টটি সুগতকে জেতাবার জন্যে কাজ করছে।
    মেদিনীপুরে লক্ষ্মন বাহিনী বাদ দিয়ে শুধু দীপক বাহিনী দিয়ে হবে?না কি কেন্দ্রীয় বাহিনীর নাম জপলে কাজ হবে?
  • রোবু | 213.132.214.155 | ০৭ মে ২০১৪ ২০:০৪639579
  • নেতাইকে, আর পিটিদার কিছু কিছু পোস্টে ক দিয়ে গেলাম।
    হ্যা, তিনোদের মত উচ্চগ্রামে (হরিদাসপাল টাল সমেত) প্রতিবাদ সিপিয়েম করতে পারছে না। পারবেও না। তো, তিনোরা সেই জোরেই ৪২-০ করবে। কিন্তু প্রতিদিনই পার্টির থেকে মোদির বিরোধিতা করা হচ্ছে। সত্যিই চোখ কান বন্ধ করে না থাকলে মিস করা মুশকিল :-)

    এবার ঘটনা হচ্ছে, দাবিটা কি? সিপিয়েম মোদী বিরোধিতা করে যাবে উচ্চগ্রামে আর তিনোরা চৌত্রিশ এর ভয় দেখিয়ে যাবে, লোকসভা ভোটেও? সেবেলা?

    আর আসে পাশে তিনোদের যা বক্তৃতা শুনলাম সবই তো কর্পোরেশন ইলেকশন এর। সেবেলা?

    নাকি এটা লীলা/ বিলা- র কেস?
  • রোবু | 213.132.214.155 | ০৭ মে ২০১৪ ২০:০৬639580
  • এইটা হেবি হয়েছে।
    ***********************************
    Name: Ranjan Roy

    IP Address : 24.96.118.105 (*) Date:07 May 2014 -- 07:58 PM

    রুটির তত্ত্ব আদৌ বাতিল নয়। বিধানসভায় অব্শ্যই রুটি। পাল্টে দাও, যে আসে আসুক।
    কিন্তু এত লোকসভা , কমরেড। এটাই তো বলছিলাম। বাঙালী বড় চিত্র দেখে না।
    ************************************

    রঞ্জনদা নিজেই আরেকবার পড়ে দেখে টেখে নিন কী লিখলেন :-)
  • SC | 160.212.78.146 | ০৭ মে ২০১৪ ২০:১২639581
  • মোদিকে আলাদা করে অশনি সংকেত মনে করেন না।
    একই কোনো দাঁড়িদাদার থিওরি?
    দুর্দান্ত! আশা করি পাঁচ বছর বাদে ঐতিহাসিক ভুল বলে আরেকটা পুস্তিকা ছাপতে হবে না।

    মাথার উপরে যখন মোদির খাঁড়া, তখন ওইসব উদ্ভট থিওরি আউড়ে, আর গরুর রচনা মমতা মমতা করে
    নিজেদেরই পায়ে কুড়ুল মারছেন বামেরা।
  • Ranjan Roy | ০৭ মে ২০১৪ ২০:২২639582
  • হে হে, পিচু পিচু কেন? হাত ধরে বর্গিকে সামনের সারিতে কারা এনেছিল? ওভারকনফিডেন্স?

    যে তিন রাজ্যে বাম ছিল বিজেপি পাত্তা পায় নি! কি কতা!
    বাকি যে রাজ্য গুলোতে বিজেপি ছিল সেখানে বামেরা দাঁত ফোটাতে পারেনি সেটা ভুলে গেলে চলবে?
    ভারতবর্ষে কি খালি তিনটে রাজ্য? বল্লুম যে বাঙালী ঘরের কোন্দল নিয়ে ব্যস্ত? বৃহত্তর ছবি দেখে না!

    on a serious noteঃ
    ৮৯-৯০র কথা হবে। পার্টির থেকে সিনিয়র এম পি কমঃ সমর মুখার্জি ( আপামর সবার কাছে শ্রদ্ধেয় সমরদা) তখন মধ্যপ্রদেশের দায়িত্বে। সিটুর পুরনো নেতা। নিয়মিত আসতেন ছত্তিশগড়ের (তৎকালীন দঃ পূঃ মধ্যপ্রদেশ) রায়পুর, ভিলাই , কোরবা ও বিলাসপুরে।
    বিহিপ তখন মাথা তুলছে। শাখার সদস্য সংখ্যা ও সকালের প্যারেড বেড়ে চলেছে। রামমন্দির নিয়ে লিফলেট বিলি হচ্ছে। পাবলিক ডোমেন এ তর্ক শুরু হয়েছে।

    একটি সম্মেলনের আগে একটা ঘরোয়া বৈঠকে বললাম( আমি তখন ট্রেড ইউনিয়ন কাউন্সিলের সক্রিয় সদস্য) যে এই ধার্মিক ও সাম্প্রদায়িক উন্মাদনার বিরুদ্ধে এখন থেকেই পার্টির থিংক ট্যাংক থেকে প্রচারের লাইন ঠিক করে কাজ শুরু করা দরকার। নইলে বিপদ আছে।
    উনি বললেন-- আরে এসব নিয়ে সিরিয়াসলি মাথা ঘামাবার দরকার নেই, ভয় পেয়ো না। শ্রমিক শ্রেণী এসবে বিভ্রান্ত হয় না। এরা কিছুই করতে পারবে না। শ্রমিকরা সংগঠিত প্রতিরোধ করে তুলবে।
    (আমি হরিদাস পাল আওয়াজ খেলাম।)
    তারপর কী হইল জানে শ্যামলাল!
    আজ সমরদা নেই। ওনার কথা মনে পড়ছে। অকৃতদার, নিরভিমানী সাদাসিধে জীবন যাপনে অভ্যস্ত, শেষ জীবনে একা।

    আমি সিরিয়াসলি একটা কথা বলছি। এই জমানায় যদি গোটা তিন বা চার সিট কমল পায় তবে ওরা দ্বিগুণ উৎসাহে ২০১৬তে ঝাঁপাবে। আর ব্যাপারটা শুধু সিট পাওয়া নয়। তখন বঙ্গে সিপিএম এর সাংগঠনিক খালি স্থানে ওরা ঢুকবে, সেটাই চিন্তার বিষয়।
    কারন আমি ব্যক্তিগত স্তরে জানি-- এবার কমল শুধু ঘাসফুলের নয় অনেক বামভোটও কাটবে।ঃ(((
    অনেক বামপরিবারের ছেলেরা এবার মোদিকে দেবে। গুজরাতের অন্ধকার দিক ওদের চোখে পড়ে না। আর কথিত ভালো দিক নিয়ে ওদের আদ্দেক দেখে বা জেনে রোমান্টিক কল্পনা। ঃ(((

    হ্যাঁ,আমি ভয় পাচ্ছি।
  • PT | 213.110.246.230 | ০৭ মে ২০১৪ ২০:২৪639584
  • সেই কব্বে লিকেছিনু কম্রেড, যে বাংলা থেকে রাজনীতি বিদেয় নিয়েছে। তখন অবিশ্যি আপ্নেরা "যে আসে আসুক সিপিএম যাক" তত্ব নামক আপিমে মজে ছিলেন। আর সংখ্যাতত্ব দিয়ে গুজরাট বাংলার চাইতে কত বেশী ভাল সেটা প্রমাণে সচেষ্ট ছিলেন।

    এখন কোথায় গেল জঙ্গলমহলের সেইসব শ`'চারেক লাশ নামিয়ে দেওয়া মাওবাদীরা আর মাওব্যথীরা? মোদীকে দেখে দুপায়ের ফাঁকে লেজ গুটিয়ে সব উধাও নাকি দেশ থেকে? মোদীর দাঁতে রক্ত আর মাথায় শিং লাগানো ছবি নিয়ে পকাবুদের দু এক পিস মিছিল নামবে না রাস্তায়? নাকি মোদী ঝড়ে তারাও হাওয়া?

    সত্যিঃ "বাঙালী বড় চিত্র দেখে না!" অন্ততঃ গত ৩/৪ বছরে তো অবশ্যই দেখতে চায়নি। আর দেখেনি বলেই মোদীর বঙ্গে আগমনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন