এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • বাম-বুজি-রূপকথাঃ প্রাণের আরাম

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    নাটক | ০৬ মে ২০১৪ | ৪২৩৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 122.79.37.47 | ২৭ মে ২০১৪ ২০:৫৩639494
  • এবার ভোটে একটা জিনিস পরিস্কার, সংখ্যালঘু ভোটের বৃহৎ অংশ গেছে মমতার ঝুলিতে। অনেক সংখ্যালঘু যারা হয়ত সি পি এম কে ভোট দিয়ে এসেছেন এতকাল; তারাও ঢেলে তিনমূল কে ভোট দিয়েছেন।সুতরাং তারা নিশ্চয় তিনমূল কে বি জে পি র প্রধান প্রতিদ্বন্দী মনে করেন বলেই ভোট দিয়েছেন। তারা নিশ্চয় বোকা নন। তাহলেই বুঝে দেখুন বঙ্গে বি জে পি র আসল প্রতিদ্বন্দী করা।
  • তাপস দাশ | ২৭ মে ২০১৪ ২১:০৩639495
  • ধুর । যারা সিপিএমকে ভোট দেয়নি তারা ছাগল । একদম রাজনৈতিক জ্ঞান নেই আমনাদের ।
  • PT | 213.110.243.23 | ২৭ মে ২০১৪ ২১:১৪639496
  • এইতো মমতার ঢাল এসে গেছে!!
  • sm | 122.79.37.47 | ২৭ মে ২০১৪ ২১:২৬639497
  • আচ্ছা PT , দু এক টা শরিক দল এই বাজারে মমতার সঙ্গে যোগ দিলে,তারা বিচক্ষনতার পরিচয় দেবে না ছাগল বলে গন্য হবে।
  • - | 109.133.152.163 | ২৭ মে ২০১৪ ২১:৫৫639498
  • পিটি 02:09 PM, অমা, তত্ত্ব ভুল হবে কেন? বালাই ষাট!
    আপনার অবসার্ভেশন থেকে কল্লোলের তত্ত্ব ভুল এই কথা প্রমাণিত হয় না; আপনার পর্যবেক্ষণ থেকে সিদ্ধান্ত হয় মোদী ঠগ নন।
    বুঝলেন?
  • - | 109.133.152.163 | ২৭ মে ২০১৪ ২১:৫৮639499
  • বাদ্যও, এই ছাগোলের আধিক্য দেখে গুরুতে প্রকাশিত ছাগোল চাষ সংক্রান্ত লেখাটি মিস করছি। কোনও সহিরিদয় সেই টইটি খুঁজে দিতে পারেন?
  • তাপস দাশ | ২৭ মে ২০১৪ ২২:০৬639500
  • আয়নার সামনে দাঁড়ানো সার্থক হয়েছে ! নিজেকে মমতার ঢাল বলে চিনতে পেরে গেছেন
  • | 60.82.180.165 | ২৭ মে ২০১৪ ২২:৩৩639501
  • আচ্ছা দশটি' ইয়ে' পাথরে খোদাই হয়ে গেছে? সবাই ওনাকে বিরক্ত করে নিশ্চয় কাজে বাধা সৃষ্টি করছে?
    ভাল্লাগে নাঃ((
  • ঈশান | ২৭ মে ২০১৪ ২২:৫৫639502
  • কে যেন চাইছিলেন?

    "...
    ভারতের কয়েকটি সেরা জাতের ছাগলের বিবরণ
    ১) ব্লাক বেঙ্গল গোট- কালো রংয়ের এই ছাগল পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র দেখা যায়। কালো রং সাদা ও বাদামী, খয়েরী ও সাদা রংয়ের বেঙ্গল গোট দেখা যায়।
    এই ছাগলগুলি আকারে ছোট প্রকৃতির। গড়ে ২ - ৩টি বাচ্চা একসাথে দিতে পারে এবং ১ বার বাচ্চা দেওয়ার খুব কম সময়ের মধ্যে (আট মাস অন্তর) আর একবার বাচ্চা দেয় অর্থাত ২ বছরে ৩ বার বাচ্চা দেয়। ১২ - ১৪ মাসের মধ্যে এরা বাচ্চা দেয়। এরা প্রতিদিন গড়ে ৪০০ গ্রাম দুধ দেয়। নাম মাত্র দানা-ভূষি খেয়ে এরা ৬ মাসে প্রায় ৮ কেজি ওজন হয়। তবে পূর্ণবয়স্ক পুরুষ ছাগলের ওজন ৩০ কেজি ও স্ত্রী ছাগলের ওজন ২০ কেজি হয়।
    ২) যমুনাপুরী- এই জাতের ছাগল উত্তরপ্রদেশের যমুনা, গঙ্গা ও চম্বল নদীর মধ্যবর্তী এটোয়া জেলায় এবং আগ্রা ও মথুরা জেলায় দেখা যায়। এই ছাগলের আকার-আকৃতি বেশ বড় ধরনের। এরা মাংস ও দুধ উভয়ের জন্য ব্যবহৃত হয়। সংকরায়নের কাজে অন্যান্য দেশী জাতের সহিত এদের মিলন করানো হয়। পূর্ণবয়স্ক পুরুষ ছাগল ওজনে ৫০ - ৬০ কেজি ও স্ত্রী ছাগল ৪০ - ৫০ কেজি হয়। প্রতিদিন প্রায় ১ । ৫ কেজি থেকে ৩ কেজি পর্যন্ত দুধ দেয়। ঐ দুধে প্রায় ৪ - ৫ ভাগ ফ্যাট থাকে। এরা বছরে একবার বাচ্চা দেয় এবং ১টিই বাচ্চা দেয়।
    ৩) বারবারি- ভারতে উত্তর প্রদেশের এটোয়া, আগ্রা, মথুরা প্রভৃতি স্থানে দেখা যায়। মাঝারি আকৃতির এই ছাগলগুলির রং সাদা ও হরিণের মতো দেহে ছোপ ছোপ দাগ থাকে।
    পাগুলি ছোট প্রকৃতির। পরিপূর্ণ পুং ছাগলের ওজন ২৫ - ৩০ কেজি ও স্ত্রী ছাগলের ওজন ৩৫ - ৪০ কেজি। ১২ থেকে ১৫ মাসের মধ্যে এরা দুবার বাচ্চা দিতে পারে এবং একসাথে দুটি বাচ্চা দেয়। দিনে সাধারণতঃ । ৮ কেজি থেকে ১ । ৩ কেজি দুধ দেয়। দুধে ফ্যাটের পরিমাণ প্রায় ৫ ভাগ।
    ৪) বিটল- এই জাতের ছাগল পাঞ্জাব ও হরিয়ানায় দেখা যায়। এরা কালো, সাদা, লালচে বাদামী ও এদের মিশ্রণে হতে পারে। পূর্ণ বয়স্ক পুং ছাগলের ওজন ৫০ - ৬০ কেজি ও স্ত্রী ছাগলের ওজন ৪০ -৫০ কেজি হয়। এরা সাধারণতঃ একসাথে একটি বাচ্চা দেয় তবে অনেক সময় দুটি বাচ্চাও দেয়। দিনে প্রায় ১ । ৫ - ২ কেজি দুধ দেয়।
    ..."
  • Ranjan Roy | ২৭ মে ২০১৪ ২৩:০১639504
  • ঈশান,
    যমুনাপুরী নয়, যমনাপারী। অর্থাৎ, যমুনার পারে যাদের বাস, যেমন সরযূপারী ব্রাহ্মণ-- যাদের আদি বাসস্থান সরযূর ওপারে।
    আমি ব্ল্যাক-বেঙ্গাল ছাগল।
  • সিকি | ২৭ মে ২০১৪ ২৩:০৭639505
  • হ্যাঁ, আমি যেরকম যমনাপারী। ছাগল কিনা সেটা অবশ্য বিতর্কিত বিষয়।
  • | 60.82.180.165 | ২৭ মে ২০১৪ ২৩:৩৩639506
  • যাক বাবা, ভোট না দিয়ে মনুষ্যজন্ম অনেক কষ্টে পিত্তিরক্ষা কত্তে পেরেছে!
  • তাপস দাশ | ২৭ মে ২০১৪ ২৩:৩৭639507
  • তালিকা অসম্পূর্ণ । বাঁকরো জিলা সহ আরও বিভিন্ন স্থান ও স্পেস অনুল্লিখিত ।
  • - | 109.133.152.163 | ২৮ মে ২০১৪ ০১:৫৭639508
  • ঈশান ১০টা ৫৫, খুব খুশী হয়েছি। ধন্যবাদ। এই লেখাটা পড়লেই মন অনেক্খানি ভালো হয়ে যায় ঃ-)
  • :-I | 69.93.241.69 | ২৮ মে ২০১৪ ০২:৫২639509
  • মুশকিল কি হইলো জানেন কত্তা....
    ব্যোমকেশবাবু গোলাপ কোলোনী নামের চিড়িয়াখানাডার পাশ দিয়া ছাগল কলোনী করার কতা ক্যাবল কইসিলেন, হ্যারা তো ব্যাবাকে কোমর বাইন্ধা শ্যাষম্যাশ হীরক রানীর কোলোনীডারে ছাগল কোলোনী বানাইয়া ছাড়লো।
    - মুশকিল মিঞা উবাচ।
  • ঈশান | ২৮ মে ২০১৪ ০৩:০৫639510
  • "...
    ছাগলের ঘরের নির্দিষ্ট বৈশিষ্ট্য-

    ১) ঘরের মেঝে- ভুমি থেকে মেঝের উচ্চতা ৩ ফুটের বেশী হবে। মেঝে শুকনো থাকবে। সিমেন্টের মেঝে হলে ভাল হয়। তবে মাটির হলে বালি-মাটির ভাল।
    সাধারণভাবে ৭ দিন থেকে ৩ মাস বয়সের প্রতিটি ছাগলের বাচ্চার জন্য ৩ - ৫ বর্গফুট জায়গা দরকার এবং এক একটি শেডে বা ঘরে প্রায় ২০ থেকে ২৫টি বাচ্চা রাখা যায়। আবার ৩ মাস থেকে ৬ মাস বয়সের প্রতিটি ছাগলের জন্য ৫ থেকে ৬ বর্গফুট মেঝে প্রয়োজন সঙ্গে একটি ব্যায়ামের বা শরীর চর্চার জায়গা রাখা দরকার। ৫ মাস থেকে ১২ মাস বয়সের ছাগলের জন্য প্রয়োজন ৮ বর্গফুট করে জায়গা। পূর্ণবয়স্ক প্রতিটি ছাগলের জন্য জাত ও দেহের ওজন অনুসারে ৬ - ১২ বর্গফুট মেঝের জায়গা প্রয়োজন। ব্লাক বেঙ্গল গোটের ক্ষেত্রে ৬ - ৭ বর্গফুট জায়গা হলে চলে কিন্তু যমুনাপুরী জাতের ছাগলের ক্ষেত্রে ঐ জায়গার পরিমাণ ১০ - ১২ বর্গফুট দরকার।
    গাভীন হলে স্ত্রী ছাগলকে আলাদা রাখার দরকার এবং ঐ সময় থেকে বাচ্চারা দুধ ছাড়ার আগে পর্যন্ত মা ও বাচ্চার একসাথে থাকার জন্য প্রায় ১৬ বর্গফুট জায়গা দরকার।
    প্রজননের কাজে ব্যবহৃত পুরুষ ছাগলের জন্য ও প্রায় ১৬ - ২০ বর্গফুট জায়গা প্রয়োজন এবং একটি ঘরে একটি পুরুষ ছাগল রাখা প্রয়োজন।
    ২) ঘরের দেওয়াল ও ছাদ- ছাগলের ঘরের উচ্চতা ৬ ফুট হওয়া প্রয়োজন।
    ৩) বাসস্থানে জলের ও খাবারের জায়গা- ঘরের মধ্যে সিমেন্টের তৈরী জলের ও খাবারের পাত্রের ব্যবস্থা করলে জল ও খাদ্যের অপচয় কম হয়। তবে মজবুত ও টেকসই জলের বা খাবারের পাত্রের ব্যবহারও করা হয়। প্রতি ছাগলের জন্য জায়গা দরকার ৩০ - ৪০ সেমি।
    ৪) ছাগলের ব্যায়ামের জায়গা- ১০০ থেকে ১২৫টি ছাগলের জন্য ৬০ ফুট লম্বা ও ৪০ ফুট চওড়া ব্যায়ামের বা চরার জায়গার প্রয়োজন।

    ..."
  • laala soyeTaara | 78.65.169.66 | ২৮ মে ২০১৪ ০৫:২৭639511
  • পশ্চিমবঙ্গ ও ভারতে বামপন্থার ও মানুষের সমস্ত সমস্যার জন্য ঈশান ও গুরু দায়ী।
  • লাল সোয়েটার | 78.65.169.66 | ২৮ মে ২০১৪ ০৫:২৯639512
  • আর রাজ্যসরকারের ও মার্কিন সাম্রাজ্যবাদের সমস্ত সিদ্ধান্তের দায় গুরু-র। আমাদের কোনো ভুল হয় না, হবে না।
  • :-I | 69.93.241.69 | ২৮ মে ২০১৪ ১২:৪৪639513
  • Date:28 May 2014 -- 03:05 AM-র পোস্টিং-এ দেওয়া বিভিন্ন গোত্রীয় ছাগলের বাসভূমির একটা আর্কিটেক্‌চারাল স্কেচ দরকার। জরুরী ভিত্তিতে।
    তার সঙ্গে এই স্পিসির-ই পাঁঠা, খাসি, ইত্যাদি প্রত্যেক জাতি, উপজাতির জন্য অনুরূপ বর্ণনা ও স্কেচ চাই।
    নিতান্তই সম্ভব না হলে ওয়েবসাইট দিলেও চলবে।
    আরেকটা জরুরী প্রশ্ন (এটা মোদীভাইও নিশ্চয়ই জানতে আগ্রহী, কে জানে, জানেনও হয়তো), গান্ধী কোন জাতির ছাগলের দুধ খেতেন?
  • সিকি | 135.19.34.86 | ২৮ মে ২০১৪ ১৩:৫৬639515
  • গুজরাতি ছাগলই হবে।
  • jhiki | 190.214.232.78 | ২৮ মে ২০১৪ ১৪:৪২639516
  • সাথে নিয়ে ঘুরতেন?
  • কল্লোল | ২৮ মে ২০১৪ ১৫:৪২639517
  • না বোধ হয়। উনি যখন যেখানে থাকতেন, সেখানকার ছাগল দুইয়ে নিতেন।
  • jhiki | 212.67.46.2 | ২৮ মে ২০১৪ ১৬:০৮639518
  • সিকি যে বলল উনি খালি গুজরাটি ছাগলের দুধ খেতেন, সর্বত্র সে ছাগল পাওয়া যেত?
  • সিকি | 135.19.34.86 | ২৮ মে ২০১৪ ১৬:২৫639519
  • অত কী জানি? গুজরাতের লোক ছিলেন, গুজরাতে আশ্রম ছিল, তখন নিশ্চয়ই গুজরাতি ছাগলের দুধ খেতেন। বাইরে বেরিয়ে কী খেতেন জানা নেই। বেলেঘাটায় তো অনশন করেছিলেন বলে শুনেছি।
  • | 60.82.180.165 | ২৮ মে ২০১৪ ১৭:২৮639520
  • যেখানে থাকতেন, সেখানকার ছাগল দুইয়ে নিতেন!! ছাগল জগতেও উনিএত সুপরিচিত ছিলেন!! শুনেছি গরু-ছাগলের সামনে অচেনা লোক বালতি কি ঘটি হাতে গেলে দুধের বদলে ঢুঁসো দেয়!!
  • - | 109.133.152.163 | ২৮ মে ২০১৪ ১৮:২৪639521
  • ম, এ ছাগোল সে ছাগোল না। এঁয়ারা প্রতীকী ছাগোল ঃ-)
  • - | 109.133.152.163 | ২৮ মে ২০১৪ ১৮:২৬639522
  • কিন্তু, গুরুর ইউএস্পি ছিল গোরু; কালে কালে ছাগোল যে কখোন গোরুকে রিপ্লেস করে দিলে, জানতেই পারলেম না!
    ওবিশ্যি প্যাঁচা যখন শুয়ার দিয়ে রিপ্লেস হল তখন খ্যাল করিচি!
  • Ranjan Roy | ২৮ মে ২০১৪ ১৯:৩০639523
  • সে কি! কবে? আমি তো শিবাংশুর দেওয়া সুন্দর প্যাঁচামুর্তি যত্ন করে সাজিয়ে রেখেছি।
  • Ranjan Roy | ২৮ মে ২০১৪ ১৯:৩৫639524
  • মাইরি! ৮০র দশকের গোড়ায় আদিবাসী গাঁয়ে ছাগল ফাইনান্স করেছি--ওইসব ব্ল্যাক বেংগাল, যমনাপারি ইত্যাদি। ৯টি ছাগলের পেছনে একটি পাঁঠা ইত্যাদি। তার কত হ্যাপা! আজকেই "ছত্তিশগড়ের আঁকিবুকি" টই খুঁজবো। তারপর ছাগলের অসইব্য মত গল্প লিখবো।
    এই মোদি-দিদি-দাদায় বোর হয়ে গেছি---- কাটলাম।
  • PT | 213.110.243.21 | ২৮ মে ২০১৪ ১৯:৪১639526
  • তাই বলে ছাগলের পেরাইভেট লাইপের গপ্প? ছ্যা, ছ্যা....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন