এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটাঃ সহজ ও দুষ্পাচ্য রান্নার রেসিপিসমূহ

    Abhyuday
    অন্যান্য | ২৪ জুন ২০১৪ | ২৮২৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.141.85.8 | ১৮ ডিসেম্বর ২০২০ ০২:০৪733386
  • ফুলকপির ঝোল। জীবরামের গল্পে ছিল। ঃ-)

  • s | 100.36.157.137 | ১৮ ডিসেম্বর ২০২০ ০২:০৫733387
  • এই টইটা দারুণ তো। সময় নিয়ে সবটা পড়তে হবে।

  • &/ | 151.141.85.8 | ১৮ ডিসেম্বর ২০২০ ০২:০৬733388
  • আর "সুপুরীতে ঢুকেছিল" মানে সিনেমাহলে ঢুকেছিল। কিন্তু সিনেমাহল কি খুব সু(সুন্দর) পুরী?

  • syandi | 2a01:c22:d4a7:c100:747b:8f43:9af8:3d44 | ১৮ ডিসেম্বর ২০২০ ০২:১৯733389
  • ওহ, কপি মানে বাঁদর। সেই অৰ্থে কপির ঝোল মানে  বাঁদরের ঝোল। কিন্তু গল্পটা মনে নেই একেবারেই। হয়ত পড়িনি আদৌ। 

  • &/ | 151.141.85.8 | ১৮ ডিসেম্বর ২০২০ ০২:২২733390
  • এই ধরণের অনেকগুলো গল্পই লিখেছেন লেখক, তাঁর সৃষ্ট অনন্য এক চরিত্র জীবরামকে নিয়ে। তারই কোনো একটাতে-

  • Abhyu | 47.39.151.164 | ৩০ জানুয়ারি ২০২১ ২০:২০733602
  • ##########################
    #                                               #
    ##########################

    কে কে খেতে চান?
    https://www.fried-green-tomatoes.com/


    ##########################
    #                                               #
    ##########################
     

  • Abhyu | 47.39.151.164 | ০৪ এপ্রিল ২০২১ ২৩:৪৭733899
  • তাজা মুরগী ভাজা মুরগী
    ====================

    গোটা ধনে - ২ চামচ
    লেমন জেস্ট - একটা মাঝারি সাইজের লেবুর
    ড্রাই টাইম লীভস - এক চামচ
    ড্রাই অরিগ্যানো লীভস - এক চামচ
    গোলমরিচ - ১৫টা
    বীচি ফেলা শুকনো লঙ্কা - দুটো
    চাইনীজ পেপারকর্ণ - ১০টা
    রসুন - বড় পাঁচ-ছয় কোয়া আন্দাজমতো
    এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল - ছয় চামচ
    লেবুর রস - একটা বড় লেবু অর্ধেকটা
    বোনলেস চিকেন থাই - ২ পাউণ্ড
    নুন আন্দাজমতো

    চাইনীজ পেপারকর্ণ বলতে সেজুয়ান https://en.wikipedia.org/wiki/Sichuan_pepper । একটু প্রসেস করতে হবে। আগে একটু রোস্ট করে নিয়ে তারপরে ভিতরের কালো বীজটা ফেলে দিতে হবে। এটা স্ট্যাণ্ডার্ড প্রসেস।

    গোটা ধনে, অনেকটা লেমন জেস্ট, ড্রাই টাইম লীভস, শুকনো লঙ্কা, গোলমরিচ আর চাইনীজ পেপারকর্ণ - সব একসাথে খলনোড়ায় পিষে নাও। তারপরে গ্রেটেড রসুন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নাও। নুন দাও। বেশ সময় দিয়ে এই ম্যারিনেডটা বানাতে হবে।

    বোনলেস স্কিনলেস চিকেন থাই সরু লম্বা করে কেটে নাও। তারপরে ম্যারিনেড মিশিয়ে ক্লিংর‌্যাপে ঢেকে আট থেকে আটচল্লিশ ঘন্টা ফ্রিজে রেখে দাও।

    আমাদের একটা কাস্ট আয়রনের গ্রিলিং প্যান আছে। তাতে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে গরম করে তার উপরে ঐ ম্যারিনেটেড চিকেন দিয়ে ভেজে নিই। আলাদা করে তেল লাগবে না। আর এই গ্রিলিং প্যানেই সুন্দর কালো কালো দাগ হয়ে যাবে।

    মুরগী ভাজা হয়ে গেলে ঐ পাত্রেই দুটো অন দ্য ভাইন টম্যাটো গ্রিল করে নাও। এর সাথে পট্যাটো ওয়েজ দিয়ে গরমাগরম খাই। পট্যাটো ওয়েজ বানানোর অন্য রেসিপি, সে পরে একদিন হবে। শুধু বলে রাখি, ওভেনে ঢোকানোর আগে আলুটাকে নুন জলে পার বয়েল করে নিতে হবে।

    আমাদের গ্রিলিং প্যান এই রকম দেখতে


     

  • kk | 97.91.195.43 | ০৫ এপ্রিল ২০২১ ০০:০০733901
  • বাঃ, এই তো। থ্যাংকু অভ্যু। হ্যাঁ ৎসাজিকি সসের আইডিয়াটা খুব ভালো। খুব লাগসই। আমি করে তোমাকে জানাবো।

  • Abhyu | 47.39.151.164 | ০৫ এপ্রিল ২০২১ ০১:৪৮733904
  • **গোটা ধনে, লেমন জেস্ট, ড্রাই টাইম লীভস, অরিগ্যানো লীভস, শুকনো লঙ্কা, গোলমরিচ আর চাইনীজ পেপারকর্ণ - সব একসাথে খলনোড়ায় পিষে নাও।


    (অরিগ্যানো লীভস বাদ গিয়েছিল)

  • dc | 122.174.152.3 | ০৫ এপ্রিল ২০২১ ১৬:৪০733911
  • আমি একটা শ্নিটজেল রেসিপি দিই, আমার আর বৌএর যৌথ রিসার্চের ফল। চিকেন বা বিফ শ্নিটজেন দুইই বানানো যেতে পারে, তবে দুটোকেই পিটিয়ে রোগা করতে হবে। 


    প্রথমে চিকেন ব্রেস্ট বা বিফের লিন কাট কিনে আনুন। মাংসটাকে যতোটা সম্ভব স্প্রেড করে ওপরে একটা বাটার পেপার দিয়ে মুড়ে নিন। এবার নোড়া বা কোন ভারি বাটি দিয়ে দমাদ্দম পিটতে থাকুন। যার ওপর যতো রাগ আছে সব ঝেড়ে ফেলুন। পিটতে পিটতে যেন মাংসটা ৪-৫ মিলিমিটার সরু আর বেশ ছড়ানো একটা স্লাইস হয়ে যায়। মানে ৪-৫ মিমি সরু আর ৫-৬ ইঞ্চি ডায়ামিটারের একটা সরু গোলমতো স্লাইস। এর থেকে বেশী মোটা হলে ঠিকমতো ভাজা হবে না। আর খেয়াল রাখবেন যেন ধারটা বেশী মোটা আর মাঝখানটা বেশী সরু না হয়ে যায়, তার জন্য একটু বড়ো বাটি দিয়ে পিটতে পারলে ভালো। 


    স্লাইসগুলো পাশাপাশি রেখে পেপার ন্যাপকিন দিয়ে মুছে নিন, তারপর ওগুলোর ওপরে বেশ খানিকটা নুন ছড়িয়ে দিন। স্লাইসগুলো উল্টে অন্যদিকটাতেও নুন ছড়িয়ে দিন। একটা কাপড় দিয়ে ঢেকে ফ্রিজে ১-২ ঘন্টা রেখে দিন। তারপর ফ্রিজ থেকে বার করুন, দেখবেন একটু জলজল হয়ে গেছে। কাপড়টা দিয়ে ভালো করে স্লাইসগুলো মুছে নিন, জল যেন না থাকে। এটা হলো ড্রাই ব্রাইনিং, এতে মাংসটা মুচমুচে খেতে হবে। ১৫ মিনিট মতো রাখুন, যতক্ষন না রুম টেম্পারেচারে চলে আসে। 


    এবার পাশাপাশি তিনটে ট্রে রাখুন আর একটা প্লেটে মাংসের স্লাইসগুলো রাখুন। প্রথম ট্রেতে ময়দার বেড বানিয়ে নিন, দ্বিতীয় ট্রেতে ৪-5 টা ডিম ফেটিয়ে নিন। তৃতীয় ট্রেতে জাপানি প্যানকো (বা ব্রেডক্রাম্ব) অনেকটা ছড়িয়ে নিন, তার সাথে এক বা দুরকম চিজ ফাইন গ্রেট করে ভালো করে মিশিয়ে দিন (পারমেসান হলে ভালো, নাহলে যেকোন শক্ত চিজ)। আর খানিকটা প্যাপ্রিকা মিশিয়ে নিন (অপশনাল)। 


    মাংসের স্লাইস নিয়ে প্রথেম ট্রেতে ময়দার বেডে রাখুন, ভালো করে দুপিঠে ময়দা লাগিয়ে নিন। বাড়তি ময়দা ঝেড়ে নিয়ে দ্বিতীয় ট্রেতে ডিমের মধ্যে চুবিয়ে দিন। অল্প একটুক্ষন রাখুন, ডিমটা যেন পুরো মাংসটায় সোক করে (ক্রিস্পি খেতে হবে)। স্লাইসটা তুলে তৃতীয় ট্রেতে প্যানকো আর চিজ মিক্সে দিয়ে দিন। ভালো করে দুদিকে মেখে নিন, দুতিনবার এদিক ওদিক করে পুরোটা ক্রাম্ব দিয়ে ভর্তি করে নিন। 


    এবার অভ্যুবাবু ওপরে যেমন ছবি দিয়েছেন ঠিক ওরকম একটা কাস্ট আয়রন প্যানে ১-২ ইঞ্চি ডিপ করে তেল দিয়ে ফুটিয়ে নিন (স্লাইসগুলো যখন প্রায় রুম টেম্পারেচারে চলে এসেছে তখনই তেল ফুটাতে দিয়ে দিন)। একটা স্লাইস আলতো করে ধরে তেলের মধ্যে চুবিয়ে দিন। একটু পর স্লাইসটা উল্টে নিন, আর সাথে সাথে ব্রেস করতে থাকুন। মোটামুটি ৬-৭ মিনিট পর স্লাইসটা তুলে ফেলুন, পরের স্লাইসটা তেলে ছেড়ে দিন। 


    সবকটা স্লাইস ভাজা হয়ে গেলে ওভেন প্রিহিট করুন (২৫০ ডিগ্রি, ১০ মিনিট। বেকিং ট্রেতে অল্প তেল স্প্রে করুন, আর কয়েকটা বাঁধাকপির পাতা বা লেটুস পাতা দিয়ে একটা বেড বানিয়ে নিন। স্লাইসগুলো বেডের ওপর রেখে ওভেনে ঢুকিয়ে দিন, ২৫০ ডিগ্রিতে ৭-৮ মিনিট বেক করুন। 


    শ্নিটজেল রেডি।   


    গার্নিশ নানারকম ভাবে করা যেতে পারে, তবে লেবুর টুকরো অবশ্যই দেবেন। এছাড়া আমি পেঁয়াজের রিং কেটে নি আর একটু কাসুন্দি, টমেটো সস, আর মেয়ো দিয়ে একটা ডিপ বানিয়ে নি। 


      

  • dc | 122.174.152.3 | ০৫ এপ্রিল ২০২১ ১৬:৪৩733912
  • ওভেনে দিতে না চাইলে পুরোটাই তেলে ভেজে নিতে পারেন, তবে সাবধানে, নাহলে বাইরেটা পুড়ে যেতে পারে বা ভেতরটা কাঁচা থাঅকতে পারে। আমরা প্রথমবার পুরোটাই তেলে ভেজেছিলাম, কিন্তু তাতে বাইরেটা একটু পুড়ে গেছিল। পরেরবার কিছুটা তেলে ভেজে কিছুটা ওভেনে বানিয়েছিলাম, তাতে একদম ইউনিফর্ম রান্না হয়েছিল। 

  • kk | 97.91.195.43 | ১০ এপ্রিল ২০২১ ০৮:৪২733953
  • অভ্যু,
    আমি তোমার রেসিপি মত আজ টোফু গ্রীল করেছিলাম। বাড়তি ম্যারিনেডে মাশরুম ভিজিয়ে রেখে আভেনে রোস্ট করলাম। আর আলু ওয়েজ করিনি, এমনি গার্লিক-রোজমেরি দিয়ে রোস্ট করেছিলাম। সেইসাথে ওরেগানো দিয়ে গ্রীন বীনও করেছি। আর ৎসাজিকি স্যসটায় একটু স্মোকড প্যাপরিকা দিয়ে বানিয়েছিলাম। অত্যন্ত উপাদেয় ডিনার হলো। গ্রীক ডাইনার স্টাইল প্লেট। ছবি দিলাম। থ্যাংকিউ সো মাচ!! এই রেসিপিটা অতি অবশ্যই কীপার।

  • Abhyu | 47.39.151.164 | ১০ এপ্রিল ২০২১ ০৮:৫৫733954
  • আহা!

  • Abhyu | 198.137.20.25 | ০২ জুলাই ২০২১ ০০:৪৪734690
  • কারো যদি লাগে তো তুলে দিলাম। আরো টই আছে
     

  • kk | 68.184.245.97 | ০২ জুলাই ২০২১ ০১:১৭734691
  • অভ্যু এখানে টুকে ​​​​​​​দিলাম ​​​​​​​নাও --


    ফোজ্জি,
     তুমি মাশরুম দিয়ে তো রিসোত্তো বানাওই তাই বেসিক রেসিপি, টেকনিক এগুলো আর লিখছিনা। আমি দু তিনটে ভেরিয়েশন করি। সেগুলো বলি।

    ১) স্প্রিং ভেজিটেবল রিসোত্তো -- এতে অ্যাস্পারাগাস দেড় ইঞ্চি মত মাপে কেটে নাও, মটরশুঁটি নাও আধ কাপ মত আর বেবি স্পিন্যাচ ১ কাপ। অলিভ অয়েল বা মাখনে সামান্য রসুন কুচি ভেজে নিয়ে অ্যাস্পারাগাস আর মটরশুঁটি দাও। একটু নেড়েচেড়ে ৩ টেবলস্পুন মত ব্রথ বা জল বা হোয়াইট ওয়াইন দাও। পাত্রটা ঢাকা দিয়ে ৩-৪ মিনিট সীমারে রাখো। দেখবে সব্জিগুলো ডান হবে কিন্তু তখনো একটু কচকচে থাকবে। ঢাকনা খুলে বেবি স্পিন্যাচ গুলোও এখন মিশিয়ে দাও। নুন গোলমরিচ দিয়ে সীজন করে সরিয়ে রাখো। এবার তুমি রিসোত্তো যেমন বানাচ্ছো তেমনি স্টক, চাল ইত্যাদি দিয়ে করতে থাকো। মোটামুটি চাল ৩/৪ ভাগ সেদ্ধ হয়ে এলে এই সব্জি গুলো মিশিয়ে দাও। শেষে ওপরে পেকোরিনো রোমানো চীজ আর পাইন নাটস ছড়িয়ে দাও। খাবার আগে ওপরে দু তিন ডলপ পেস্টো দিয়ে পরিবেশন করো।

    ২) এটাও স্প্রিং ভেজিটেবলসেরই আরেকটা ভার্শন। এতে জুকিনি হাফ মুন শেপে কেটে নাও, একটা ফেনেল বাল্ব সরু সরু ফালি করে নাও, আর মটরশুঁটি এতেও ঐ আগের মত। অলিভ অয়েল গরম করে ১/২ টিস্পুন মত মৌরীদানা আর খানিকটা রেড পেপার ফ্লেক্স দাও। এতে ঐ সব্জিগুলো দিয়ে স্যতে করে নাও। ডান হবে, কিন্তু বাদামী হবেনা,কেমন? এগুলো তুলে রাখো। আর ঐ আগের রেসিপির মতই শেষের দিকে রিসোত্তোতে এদের মেশাবে। সেই সময়েই ১ টেবলস্পুন মতো খুব সরু করে কাটা পুদিনা পাতা দিও। এই সময় ২ টেবলস্পুন মাসকারপোনে চীজ মিশিয়ে দিলে খুব ভালো হয়।

    ৩) টমেটো বেসিল -- এটা একটু আনইউজুয়াল। কিন্তু ভালোই হয়। এক কাপ মত চেরী টমেটো এক টেবলস্পুন অলিভ অয়েল আর আধ টেবলস্পুন বালসামিক ভিনিগার দিয়ে টস করে নাও। ওর সাথে ১ টেবলস্পুন রসুনকুচিও মেশাও। এবারে বেকিং ট্রে বা কুকিশীটে ছড়িয়ে চারশো ডিগ্রী ফারেনহাইটে ১৫ মিনিট রোস্ট করে নাও। রিসোত্তো যখন পুরো তৈরী হয়ে যাবে তখন এটা মেশাও। ফ্রেশ বেসিল মিহি কুচি করে মেশাও আর অনেকখানি পারমাজান চীজ দিও।

    এই হলো ব্যপার।

  • Abhyu | 47.39.151.164 | ০২ জুলাই ২০২১ ০৩:৪৯734693
  • বেসিক রেসিপি টেকনিক এইগুলো লিখতে আজ্ঞা হয়।

  • kk | 68.184.245.97 | ০২ জুলাই ২০২১ ০৬:১২734695
  • হেথায় অতি প্রাঞ্জল ভাবে লেখা ও দেখানো আছে -- https://tasty.co/recipe/mushroom-risotto
    আমি লিখলে যা হবে তার থেকে ঢের ভালো :-))

  • Jaydip Jana | ০২ জুলাই ২০২১ ১৫:৩৫734698
  • এই টই টা বেশ অন্যরকম, পড়ে আনন্দ পেলুম 

  • Jaydip Jana | ০২ জুলাই ২০২১ ১৫:৪৫734699
  • ভর্তা হলো smashed আসলে যা ভাতের হাড়িতে দিয়ে ভাপানো হয়। আগে হাঁড়ির মধ্যে টিফিনকৌটো র মধ্যে দিযে ভাঁপানোর চল ছিলো কিনা ।...তাই 

  • kk | 68.184.245.97 | ১৮ সেপ্টেম্বর ২০২১ ০২:৩৯734934
  • অভ্যুর কথা মত আমি এই মিষ্টি আলুর স্যালাডের রেসিপি দিচ্ছি।

    একটা বড় মিষ্টি আলু নাও। ১০-১২ আউন্স ওজন হবে। এখানে অ্যামেরিকার কমলা মত সুইট পটেটোর কথা বলছি, ভারতের সাদা শাঁসের রাঙা আলু দিয়ে আমি কখনো করিনি। খোসা ছাড়িয়ে আধ ইঞ্চি মত থিকনেসের চাকতি চাকতি শেপ করে আলুটা কাটো। সামান্য অলিভ অয়েল (বা স্প্রে), নুন, গোলমরিচ দিয়ে টস করে নাও। এবার ৪০০ ডিগ্রী ফারেনহাইটে ২৫ মিনিট রোস্ট করে নাও। সামান্য বাদামী রং ধরবে।

    এই স্যালাডের ড্রেসিং এর জন্য রোস্টেড রসুন চাই। সেটা আমরা এই আলুর সাথেই রোস্ট করে নেবো। একটা বড় আস্ত রসুনের বাল্বের শিকড়ের দিকটা কোয়ার্টার ইঞ্চি মত কেটে বাদ দিতে হয়। এবার ওর ওপরে আধ চামচ অলিভ অয়েল ঢেলে পুরো বাল্বটা ফয়েল দিয়ে মুড়ে নাও। এবার আলুর সাথেই একেও আভেনে পুরে দাও। এটা পুরো রোস্ট হতে ৩০ মিনিট মত লাগবে। এখানে বলে রাখি কোথাও কোথাও রোস্টেড গার্লিক কিনতেও পাওয়া যায় (যেমন Amore ব্র‌্যান্ডের রোস্টেড গার্লিক পেস্ট), তো সেও ব্যবহার করা যেতে পারে।

    আলু ও রসুন বার করে অল্প ঠান্ডা করে নাও। এবার একটা ছোট প্যানে ১ চা চামচ অলিভ অয়েল মাঝারি আঁচে গরম করো। এতে এক চা চামচ মিসো পেস্ট দাও। আমি মিসো পেস্ট ইউজ করেছি কিন্তু কেউ ইচ্ছে হলে অ্যাঞ্চোভি দিতে পারেন। এটার উদ্দেশ্য হলো উমামি স্বাদ আনা। অ্যাঞ্চোভি ইউজ করলে দুটো অয়েল প্যাকড অ্যাঞ্চোভি দিতে হবে। এক মিনিট মত এটা নেড়ে চেড়ে আঁচ বন্ধ করে দাও। বেশ পেস্ট মত হবে জিনিষটা।

    এবার রোস্ট করা রসুনের কোয়াগুলো চিপে শাঁসটা বার করে একটা বাটিতে রাখো। কাঁটা দিয়ে একটু ম্যাশ করে পেস্ট মত করে নিতে হবে। কেনা রসুন ইউজ করলে এক টেবলস্পুন নিয়ে বাটিতে রাখো। একটা বড় লেমন (লাইম হলে হবেনা) এর খোসাটা কুরিয়ে ঐ বাটিতে দাও। লেবুর রসও দাও এক টেবলস্পুন। এর মধ্যে ঐ মিসো বা অ্যাঞ্চোভি দাও। যতখানি চাও লাল চিলি ফ্লেক্স দাও। ভালো করে মেশাও। এবারে চেখে দেখে দরকার হলে আরেকটু নুন দাও (আমি দিইনি)। স্যালাডের পাত্রে আলুর চাকতি গুলো রাখো। এক টেবলস্পুন খুব মিহি করে কুচানো লাল পেয়াঁজের কুচি দাও। এবার ওপরে এই ড্রেসিং ঢেলে দাও। হাল্কা হাতে টস করে নাও।
  • Abhyu | 47.39.151.164 | ১৮ সেপ্টেম্বর ২০২১ ০৪:৪২734935
  • বেশ বেশ, থ্যাংকু। এখানে অ্যাঞ্চোভি পেস্ট কিনতে পাওয়া যায়। আমি নারকেল আর অ্যাঞ্চোভি পেস্ট দিয়ে মাশরুম বানাতাম।
  • Abhyu | 47.39.151.164 | ২১ সেপ্টেম্বর ২০২১ ০৭:৪৭734984
    • kk | 97.91.195.43 | ১২ জুন ২০২১ ২৩:২৯481859
    • অ্যাকর্ন স্কোয়াশ রোস্ট করে, ওর সাথেই মোটা চাকা করে আদা কেটে সেটাও রোস্ট করে স্যুপ? আমি কোকোনাট মিল্ক দিই। তুমি হেভী ক্রীমই দিতে পারো। তবে এটা গরমের দিনে তত ভালো যাবে কিনা সেটা একটা কথা। ভারতীয় স্বাদের মধ্যে একটা হয় তেলে পাঁচফোড়ন দিয়ে, পেয়াঁজ কুচি ভেজে তারপর স্কোয়াশের টুকরো দিয়ে নেড়েচেড়ে, খুব অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করা। পরে জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে নামাও। কাঁচালংকার কুচিও দিতে হয়। রুটি দিয়ে, পরোটা দিয়েও ভালো লাগে।

  • dc | 122.174.121.255 | ২১ সেপ্টেম্বর ২০২১ ০৮:৪৮734985
  •  এর রেসিপি পড়ে বেশ ভালো মনে হলো, এই উইকেন্ডে ট্রাই করবো। তবে মিসো পেস্ট নেই, আনাতে হবে। এই গোটা রসুন রোস্ট করে খেতে আমার খুব ভাল্লাগে। আমার স্ত্রী একটা চিকেন ডিশ বানায়, তার মধ্যে গোটা রসুন রোস্ট থাকে। রুটি বা পাউরুটি দিয়ে খেতে ব্যাপক লাগে। 
  • dc | 122.174.121.255 | ২১ সেপ্টেম্বর ২০২১ ০৮:৪৯734986
  • kk এর রেসিপি 
  • Abhyu | 47.39.151.164 | ০৩ অক্টোবর ২০২১ ২২:০৫735014
  • মাশরুমের প্যাকেট
    -------------------
    ২৫ গ্রাম শুকনো নারকেল কোরাকে চার চামচ গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখো। বড়ো এক কোয়া রসুন গ্রেট করে নাও। দু চামচ ফ্রেশলি স্কুইজড লেবুর রসে মিশিয়ে দাও। খুব সরু সরু করে কাটা (আমি কাঁচি দিয়ে কাটি!) একটা বড়ো কাঁচা লঙ্কা মিশিয়ে দাও। এবার নারকেল আর আধ চামচ অ্যাঞ্চোভি পেস্ট, আধ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর নুন - সব একসাথে ভালো করে মিশিয়ে দাও। এবার আট অউন্ন্স বাটন মাশরুমকে (কেকের কথামতো) ময়েস্ট পেপার টাওয়েল দিয়ে মুছে কুচি করে কেটে নাও। এবারে একটা মিক্সিং বোলে সব ভালো করে মিশিয়ে নাও। অ্যালুমিনিয়াম ফয়েলের ছোটো ছোটো প্যাকেটে মুড়ে সাড়ে তিনশ ডিগ্রীতে আধঘন্টা বেক করে নাও।
  • kk | 68.184.245.97 | ২২ অক্টোবর ২০২১ ০৫:৪১735058
  • 'দেবীজি কি দাল' অথবা মটর ডালের খাজা (মডিফায়েড)
    -----------------------------------------------------------------------
    এক কাপ মটরডাল ধুয়ে ভিজিয়ে রাখো। হামানদিস্তায় ১ চা চামচ গোটা ধনে থেঁতো করে আধ ভাঙা মত করে নাও। কড়াইয়ে তেল গরম করে দুটো তেজপাতা, ঐ থেঁতো ধনে, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দাও। মা এখানে আধ চামচ গোটা জিরে দেন, আমি দিইনা। এতে ডাল দিয়ে, আধ চা চামচ হলুদ আর এক চিমটি হিং দিয়ে একটু কষে নাও। এবার জল দিয়ে, ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসাও। ডাল আধসেদ্ধ হয়ে এলে এক টেবলস্পুন আদাবাটা, একটু কোর্স গোলমরিচ গুঁড়ো  আর আধ চা চামচ ধনেগুঁড়ো মেশাও। আন্দাজ মত নুন দাও, অল্প চিনি (আধ চামচ মত) দাও। আর দাও আধ কাপ দুধ, গোটা কতক কাঁচলংকা চেরা। নেড়েচেড়ে ঢাকা দিয়ে আরো সেদ্ধ করো। ডাল পুরো সেদ্ধ হয়ে বেশ ঘন হয়ে যাবে। বেশি টলটলে থাকবেনা, একটু শুকনো মতই হবে। ঐ জন্যই নাকি 'খাজা' নাম। এবার আধ চামচ ঘি (অথবা হ্যাবানেরো স্যস) দিয়ে নামাও।

    ঐ ডালফেলার ভিডিওতে দেখলাম ভদ্রলোক ডাল ভেজানো জলটাই  দিলেন। এটা আমি কখনো করবো না। কারণ ৫-৬ ঘন্টা যেকোনো ডাল (বা চাল বা রাজমা জাতীয় বীনস) ভিজিয়ে রাখলে তার সমস্ত ফাইটিক অ্যাসিড বেরিয়ে ঐ জলে মিশে থাকে। সেটা খাওয়া মোটেই ভালো না। ঐ জল ফেলে, আবার ডালটা ফ্রেশ জলে ধুয়ে নিয়ে দিতে হয়।

    আমার সবুজ মটরডালের রেসিপিতে যদি আগ্রহ থাকে তো এইখানে সেটা আছে -- https://www.fried-green-tomatoes.com/post/curried-split-pea-stew
  • dc | 2401:4900:6287:2363:745a:d146:8f9b:29ad | ০৯ জুলাই ২০২৩ ১১:৪১740316
  • আজকাল য়ুটুবে সারা পৃথিবীর নানান রান্নার চ্যানেল দেখতে বেশ ভাল্লাগে। আগে য়ুরোপিয়ান বা আমেরিকান খাবারের চ্যানেল বেশী ছিল, কিন্তু এখন অথেন্টিক চীনে, জাপানি, ইরানিয়ান, রাশিয়ান ইত্যাদি নানারকম চ্যানেলে ছেয়ে গেছে। আরেকটা ব্যাপার ভাল্লাগে, সেটা হলো এই নানান দেশের রান্নার ইনগ্রেডিয়েন্ট আমাদের দেশেও পাওয়া যায়। চেন্নাইতে নীলগিরি বা নাটস অ্যান্ড স্পাইসেস এ গেলে কতোরকম দেশের খাবার যে পাওয়া যায়, তার কোন ঠিক নেই। ইটালিয়ান ড্রেসিং আর ব্রুশেটা বিস্কুট থেকে শুরু করে জাপানি প্যানকো, তার পাশে শ্রীরাচা, আর নানারকম চিজ তো আছেই। এই না ​​​​​​​হলে ​​​​​​​সাপ্লাই ​​​​​​​চেন! 
     
    যাই হোক, একটা য়ুটুব ভিডিওর থেকে অনুপ্রাণিত হয়ে সানডে ব্রাঞ্চ বানালামঃ গোচুজং চিকেন নুডলস। 
     
    উপকরনঃ 
    গোচুজাং পেস্ট (এটা নীলগিরি থেকে কিনেছি, টাব পাওয়া যায়)
    সয় সস 
    সেসমি অয়েল
    রাইস ওয়াইন (বা ভিনিগার)
    চিলি অয়েল 
    দু প্যাকেট উডন নুডল 
    খান দুয়েক চিকেন ব্রেস্ট বা আড়াইশো গ্রাম বোনলেস চিকেন 
    মন মতো সবজি (চীনে ক্যাবেজ বা লেটুস, হলদে সবুজ লাল ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন ইত্যাদি)
    চিলি ফ্লেকস 
    আদা 
    রসুন 
     
    কিভাবে বানাবেনঃ 
    সবজি গুলো ডাইস করে নিন। গার্লিক আর জিঞ্জার থিনলি স্লাইস করে নিন। প্যাকেট থেকে নুডল বার করে পাত্রে জল দিয়ে দশ মিনিট মতো সিদ্ধ করে নিন। নুডলটা জল ঝরিয়ে রেখে দিন, আর সেদ্ধ জলটা একটা বাটিতে ঢেলে রাখুন। 
     
    চিকেন ব্রেস্ট বা বোনলেস চিকেন কিউব করে নিন, সবকটা টুকরোয় হাল্কা করে (ময়দা + অল্প লাল লংকা গুঁড়ো) মাখিয়ে নিন। একটা কড়াইতে তেল দিয়ে চিকেনগুলো ক্রিস্পি করে ভেজে একটা পাত্রে রাখুন। চাইলে ভাজা চিকেনগুলোতে হাল্কা করে সেসমি সিড ছড়িয়ে দিতে পারেন। 
     
    একটা বাটিতে তিন-চার চামচ গোচুজাং পেস্ট নিন, তারপর এক-দেড় চামচ করে সয় সস, সেসমি অয়েল, রাইস ওয়াইন আর চিলি অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। 
     
    একটা কড়াইতে অল্প খানিকটা তেল দিয়ে হাল্কা গরম করে নিন, তারপর কুচনো আদা আর রসুন দিয়ে খানিকক্ষন নেড়ে নিন। কয়েক মিনিট পর ক্যাবেজ, ক্যাপসিকাম ইত্যাদি দিন, আবার খানিকক্ষন নেড়ে নিন, তারপর পেস্ট টা দিয়ে পুরো সবজিটা ভালো করে মেখে নিন। দু চামচ সেসমি সিড দিয়ে দিন। মিনিট দুয়েক পর সেদ্ধ নুডল দিয়ে নাড়তে থাকুন, প্রয়োজনে সেদ্ধ জল কয়েক হাতা দিন যাতে নুডলটা একদম ড্রাই না হয়ে যায়। একটু পর চিকেনের টুকরোগুলো দিয়ে দিন, আবার পুরোটা ভালো করে নেড়ে নিন। থিনলি স্লাইসড স্প্রিং অনিয়ন আর চিলি ফ্লেকস ছড়িয়ে দিন, এক বা দুমিনিট পর নামিয়ে নিন। গোচুজাং চিকেন নুডল রেডি।  
  • dc | 2401:4900:6287:2363:745a:d146:8f9b:29ad | ০৯ জুলাই ২০২৩ ১১:৪৭740317
  • তারপর পেস্ট টা দিয়ে পুরো সবজিটা ভালো করে মেখে নিন - এখানে পেস্ট মানে তিন নং ধাপের পুরো মিশ্রনটা।  
  • dc | 2401:4900:2320:6ede:35ce:15cf:7977:fa7b | ৩০ জুলাই ২০২৩ ১৪:৩০740446
  • রোববারের সকালবেলা ব্রেকফাস্ট করুন স্ক্র‌্যাম্বলড এগস অন টোস্ট দিয়ে, তার সাথে গ্রিলড টমেটো, পটেটো ওয়েজ ইত্যাদি। 
     
    উপকরণঃ 
    কয়েকটা নিম পাতা 
    ৪-৫ টা ডিম 
    বাটার 
    ক্রিম চিজ 
    ডিল 
    পাউরুটি (সবচাইতে ভালো হয় যদি ব্যাগেট যোগাড় করতে পারেন, নাহলে এমনি পাউরুটি হলেও চলবে। বেকারিতে  ব্যাগেট পেতে পারেন) 
    অলিভ অয়েল 
    চিলি ফ্লেকস 
     
    কিভাবে বানাবেনঃ 
     
    সক্কালবেলা উঠে কয়েকটা নিম পাতা বেশ করে চিবিয়ে ফেলে দিন। ওটা অ্যাপেটাইজারের কাজ করবে। নটা নাগাদ ব্রেকফাস্টের আয়োজন শুরু করুন। একটা ননস্টিক প্যান মিডিয়াম আঁচে বসিয়ে দিন, তারপর একটা বাটিতে ৪-৫ টা ডিম ভালো করে ফেটিয়ে নিন। দুটো স্লাইস বাটার দিন, তারপর পুরোটা প্যানে ঢেলে দিন। একটা কাঠের স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকুন। মহামতি গর্ডন র‌্যামসের পরামর্শ ফলো করে এক মিনিট আঁচের ওপর প্যানটা রেখে স্প্যাচুলা নাড়ুন, এক মিনিট প্যানটা পাশে নামিয়ে নাড়ুন, আবার দুয়েক মিনিট আঁচের ওপর নিয়ে গিয়ে নাড়ুন। এরকম কয়েক বার করার পর খানিকটা ক্রিম চিজ অ্যাড করুন, আর নাড়তে থাকুন। অল্প নুন আর খানিকটা গোলমরিচ দিয়ে দিন। মোটামুটি পাঁচ ছ মিনিট পর একদম স্মুথ একটা মিক্সচার তৈরি হবে, তখন গ্যাস অফ করে দিন। 
     
    এবার ব্যাগেটটা স্লাইস করে কুড়কুড়ে করে টোস্ট করুন। টোস্টারেও করতে পারেন, নাহলে আরেকটা প্যানে অল্প একটু বাটার গলিয়ে তার ওপর ব্যাগেটের স্লাইসগুলো দিয়ে দিন, দুপিঠ টোস করে নিন। 
     
    আলাদা করে টমেটো গ্রিল করে নিন, পটেটো ওয়েজ বা বেকড পটেটো বানিয়ে নিন। এবার প্লেটিং। 
     
    একটা করে ব্যাগেটের বা পাউরুটির স্লাইস নিন, একটা ক্রিম চিজের লেয়ার বানিয়ে নিন, তার ওপর বেশ খানিকটা স্ক্র‌্যাম্বলড এগ দিন। আধ চামচ অলিভ অয়েল ছড়িয়ে দিন, তার ওপর চপড ডিল আর অল্প একটু চিলি ফ্লেকস দিয়ে দিন। প্লেটে তিনটে ব্যাগেট রাখুন, পাশে দিন কয়েকটা গ্রিলড টমেটো আর বেকড পটেটো। দুতিনটে ওয়ালনাটও রাখতে পারেন। গ্লাসে জুস ঢেলে নিন, আর কাপে কফি। ব্রেকফাস্ট রেডি। 
  • &/ | 151.141.85.8 | ০৩ আগস্ট ২০২৩ ০২:৫৬740466
  • ডিসি, ঈশ, কী ভালো! বিশেষ করে প্লেট সাজানোটা। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন