এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৮০৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.98.166.106 | ১৫ জুলাই ২০১৪ ০৮:১২643030
  • আমার মনে হয় অভিজিত ব্যানার্জির "Poor Economics" বইটিতে গরীবের বেঁচে থাকার অর্থনীতির সমীক্ষাসিদ্ধ আলোচনা এই সিনড্রোমকে বোঝার ব্যাপারে কিছু পথ দেখাচ্ছে। খুব সরল ভাষায় আমার মত ম্যাংগো পাবলিকের জন্যে লেখা; অর্থনীতির জার্গন ও বাঁধাবুলি না কপচিয়ে।
  • sch | 192.71.182.106 | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০১643032
  • কিন্তু বাজারে আলুর দাম লাস্ট পাঁচ বছরের মধ্যে হায়েস্ট - আলুর দাম কি ইনফ্লেশানের মধ্যে পড়ে না?
  • jhiki | 121.94.79.160 | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৩643033
  • পঃ বঃ র বাজার তো আন্ডার দিদি'জ কন্ট্রোল!

    আলুর দাম কি সারা ভারতেই বেশী?
  • sch | 192.71.182.106 | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:১৮643034
  • আগরতলায় ৫০ টাকা কেজি ।
  • সিকি | 131.241.127.1 | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৪643035
  • দিল্লিতে তিরিশ টাকা কেজি। গতমাসেও পঁচিশ টাকা কেজিতে কিনেছি। মানে আগরতলার রেসপেক্টে দিল্লিতে আচ্ছে দিন এসেছে।
  • jhiki | 121.94.79.160 | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩০643036
  • ও, সিকি কি আলু কিনতেও দিল্লি যাও বুঝি না গুরুর লোকদের ভারতের ভূগোল সম্পর্কে অজ্ঞ মনে কর?

    আর 'দিল্লিতে তিরিশ টাকা' বলে কিছু হয়্না, লোকালিটি অনুযায়ী দাম বদলায়।
  • তাপস | 233.29.204.178 | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৩643037
  • মূল্যবৃদ্ধি ইত্যাদি পরিবেশের উপর নির্ভর করে - আর কে না জানে পরিবেশের বদল হয় না, বদলে যাই আমরা !

    অহময়ং ভো
  • সিকি | 135.19.34.86 | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৯643038
  • ঝিকি, আমার বাড়ি পূর্ব দিল্লির পিনকোড থেকে ঠিক এক কিলোমিটার দূরে। তো, দিল্লি "যাওয়া" সে অর্থে যাওয়া হয় না আমার, যেতে আসতে দৈনিকই যাওয়া-আসা হয়ে যায়। কিছু জিনিস আছে যেগুলো বর্ডার পেরোলেই পুরোপুরি পাল্টে যায়, যেমন থানা-পুলিশ, পাসপোর্ট সেবা কেন্দ্র, পাওয়ার শর্টেজ ইত্যাদি, আবার কিছু জিনিস যেগুলো দিল্লি বা গাজিয়াবাদে একই রকমের থাকে কমবেশি - যেমন অটো, দিল্লি মেট্রো, খুচরো বাজারে সব্জির দাম বা মাদার ডেয়ারির দুধ। আমি যে তল্লাটে থাকি তার একদিকে খুব সামান্য দূরে বসুন্ধরা সব্জি মন্ডী যেটা গাজিয়াবাদে, উল্টোদিকে একই দূরত্বে গাজিপুর মন্ডী যেটা দিল্লিতে। এখানে শস্তায় সব্জি পাওয়া যায় কিন্তু যে কোনও আইটেম নিতে হয় মিনিমাম "ধড়ি"-তে, মানে পাঁচ কিলো। তাই সেখানে যাই না।

    পূর্ব দিল্লির যে কোনও রিটেল সব্জিওলার কাছে, কিংবা নয়ডা গাজিয়াবাদের রিটেল সব্জিওলার কাছে আলু এই সময়ে ৩০ টাকা কিলো চলছে।

    এর পরে থাকে সাপ্তাহিক হাট। সেখানে গেলেও শস্তায় খুচরো সব্জি কেনা যায়, কিন্তু বাড়ির আশেপাশে উইকএন্ডে কোনও হাট বসে না।

    আজাদপুর মন্ডী বা অন্যান্য মন্ডীতে কত দাম তা জানি না অবশ্য, তবে দামের খুব বেশি হেরফের হয় না বলেই আমার মনে হয়।
  • dc | 11.39.62.33 | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৪643040
  • চেন্নাইতে ভেজিটেবল চেন থেকে আলু কিনলে ৪২-৪৫ টাকা কিলো। এমনি বাজার থেকে কিনলে, যেটা একটু লো কোয়ালিটি, ৩৫-৩৮ টাকা কিলো।
  • sch | 192.71.182.106 | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৭643042
  • আগরতলায় গত ডিসেম্বরে dam ৪০ এর কাছে ছিল। ইনফ্লেশান রেট ডিপেন্ড করে প্রাইস ইন্দেক্সের ওপর। ইন্ডিয়া ইউজ করে Wholesale price index - আর পৃথিবীর অন্যান্য দেশে ব্যবহার হয় consumer price index. WPI থেকে কোনোদিন ইম্প্যাক্ট অন consumer পাওয়া যায় না - এগুলো সবই পলিটিক্যাল গিমিক
    পুরনো লেখা - তাও এটা কেউ পড়ে দেখতে পারেন
    http://www.rediff.com/money/2007/jun/06mcx.htm
  • ranjan roy | 132.176.0.145 | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৫১643043
  • sch,
    অনেক ধন্যবাদ এই বেসিক সত্যি কথাটা তুলে ধরার জন্যে।
    অনেকেই (আগের সরকারের সময়েও) এই CPI এর বদলে WPI কোট করে সরকারের ইনফ্লেশন নিয়ন্ত্রণের বারফট্টাই এর ধোঁকাটি খেয়াল করেন না।
    সিকি,
    ৩০টাকা বলছ? আমি গত এক সপ্তাহের দাম, আজকেও সন্ধ্যেয় বাজার থেকে ফিরেছি, বলছিঃ
    সি আর পার্ক, মার্কেট নং-২
    ---------------------------------------
    আলু-- ৪০ টাকা; পেঁয়াজ ৫০; কুমড়ো- ৪০; পট্ল, বেগুন, ভিন্ডি, টমেটো-- সব ৬০ টাকা।আগামী সপ্তাহে পূজোর চাপে আরো বাড়বে।

    ঝিকি,
    NDTVর খবর ছাড়ুন। আপনি নিজের অনুভব বলুন। আপনার পাড়ায় খাবার জিনিসের কী দাম? মাছ-টাছ ধরছি নে।
    শুধু দুধ, ফল, তরকারি, মিষ্টি এগুলোর মধ্যে কোনটার দাম কমেছে? আর যাত্রীভাড়া? তাহলে হাতে রইল কী?
    কাল আবার ৩৬ গড়ে যাচ্ছি। ভোপাল থেকে বৌয়ের ভাই এসেছিল গত সপ্তাহে।
    একটা কাজ হয়েছে।
    তরি-তরকারি শাকসব্জীর দাম সমস্ত রাজ্যে প্রায় সমান। আগে দিল্লির দাম প্রায় ৩০ থেকে ৫০% বেশি হত।
  • jhiki | 121.94.79.160 | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ২১:০৫643044
  • আমি তো দেশে থাকিনা!!

    আর যে দেশে থাকি সেখানকার কয়েকটা প্যাকড আইটেম ছাড়া বাকী বাজারদর জানিনা।

    আর আমাকে চ্যালেঞ্জ করে কী হবে? আমি তো লিংক দিয়েছি মাত্র - যেখানে থাকিনা সেখানকার সম্বন্ধে কোন তথ্য দিইনি। NDTV ভুল তথ্য দিলে চ্যালেঞ্জ করুন।
  • ranjan roy | 132.176.163.91 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৩১643045
  • ঝিকি,
    সরি! আপনার কিছু পোস্ট পড়ে আমার ভুল ধারণা হয়েছিল যে আপনি বোধহয় দেশে থাকেন।
    না, NDTV আদৌ ভুল তথ্য দেয় নি। দিয়েছে হোলসেল প্রাইস ইনডেক্স, যার ওয়েটেড বাস্কেটে পেট্রোলের ব্যারেল এর দাম বা এই ধরণের আইটেমের ভ্যালু অনেক বেশি।
    তাতে সাধারণ মানুষের বাজারের কোন ছবি ফোটে না।
    Sch এর পোস্ট দ্রষ্টব্য।

    আবারও বলছি--ভুল বোঝার জন্যে সরি!
  • sch | 233.223.149.10 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৪643046
  • রঞ্জনদা , কোনো পার্সটিকুলার সরকার ঠিক কোট করে না বোধহয় - এ নিয়ম চলে আসছে স্বাধীনতার পর থেকে - এটা সম্ভবতঃ মিনিস্ট্রি অফ ইকনমিক্স, না স্ট্যাটিস্তিক্স ঠিক করে
    আমি খুব আবছা ভাবে জানি inflation rate 2014 september কষা হয়
    (WPI in September 2014 - WPI in September 2013)/WPI in September 2013.

    এখন WPI তে সব মিলিয়ে মনে হয় ৪৩৫ টা জিনিস থাকে বিভিন্ন বাস্কেটে ভাগ করা। ফুয়েল, ফুড আর্তিকলস, মিনারেলস...

    এবার যদি আম্মি ফুয়েল বাস্কেট নি তাতে পেত্রোল, ডিজেল দুই ই আছে। লাস্য এক মাসে পেট্রোলের দাম কিছুটা কমেছে। কাজেই WPI for fuel basket যখন ওপরের ফর্মুলায় ব্যবহার করা হয় তখন খুব সহজেই ডিজেলের দাম ৫০ পয়াসা বাড়লেও তার প্রভাব কম হবে। একই ভাবে পেঁয়াজের দাম কমে যাওয়া থেকে ফুড বাস্কেটের ইনফ্লেশান রেট কম হতে পারে। কাজেই এই হিসেবগুলো থেকে প্রমাণ হয় না সরকার খুব ভালো কাজ করেছে

    আমি ইকোনমিক্স কিছুই বুঝি না - এই সব জ্ঞানই গুগল আহরিত - কাজেই এর চেয়ে গভীরে যাওয়ার ক্ষমতা নেই। কিন্তু পাতি অঙ্ক থেকে একটা জিনিস মনে হচ্ছে - WPI 2013 (Sept) আর WPI 2014 (Sept) যদি কাছাকাছি হয় তাহলে ইনফ্লেশান রেট কমই দেখাবে। এটা একটা রিলেটিভ মেজার কিন্তু ।

    NDTV একফোঁটাও ভুল কোট করে নি - তারা একটা প্যারামিটারকে চতুর ভাবে কাজে লাগিয়েছে। এবার সেই চাতুরী আমরা ধরতে পারলে ভালো না পারলে আরো ভালো । নমো নমো করে নৃত্য করব।

    আর দেশের বাইরে যে সব ভারতীয়রা থাকেন তাদের দেশের জন্যে দুশ্চিন্তা দেখলে চোখে জল এসে যায়। সেদিন এক দীর্ঘ প্রবাসী লিখেছেন "বাঙ্গালীর চৈতন্য হোক।" - আহা কি ভাব - কি কাতর প্রার্থনা।

    তাদের অনুরোধ করি আপনারা ভালো থাকুন, ডলার, ইয়েন, ডিরহাম কামান - সুখে থাকুন - আমরা এই গলা পচা সিস্টেমে কোনো রকমে চালিয়ে নেব আর কি - আমাদের জন্যে ভাববেন না। আমরা ইনফ্লেশান বাড়া কমা সব সামলে যা হোক্ করে আপনাদের জন্যে লাল কার্পেট পেতে রাখার চেষ্টা করব
  • jhiki | 128.136.68.72 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৫৯643047
  • ওহো, আবেগ দেখে চোখে জল এসে গেল...

    যাকগে, আমি ব্যাগড়াপন্হী বা গেল গেল পন্থী বা নকারাত্মক মানসিকতার লোক নয়। গোদা ভাবে এটুকু বুঝি, পাইকারি বাজারে দাম কমলে এবং সেই দাম কমা কিছুদিন স্থায়ী হলে খুচরো বাজারেও তার প্রভাব পড়বে।

    আর হ্যাঁ, আমি খোলা গলায় বিজেপির সমর্থক। একে কেউ নমো ভজনা বললেও কিস্যুই যায় আসেনা।

    আর রঞ্জনদা, সরি বলার মত কোন ইস্যু নয় এটা, এমনিতেও আমার দেশের বাড়ীর পাড়ার বাজারের দর আপনি লিখেই দিয়েছেন ঃ)
  • jhiki | 128.136.68.72 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০৫643048
  • আর বিভিন্ন খাতে যে পরিমাণ ট্যাক্স আমরা আজ অবধি ভারত সরকারকে দিয়েছি, তা আমার দেশে থাকা বহু কাউন্টারপার্টও দেয়নি। কাজেই দেশ নিয়ে কথা বললে সম্পূর্ণ নিজের অধিকারে বলব, কারোর দয়ার দাক্ষিণ্যে নয়।
  • Ekak | 24.99.45.53 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৮643049
  • আচ্ছা , সাধারণ মানুষ ( এটা খুব নোংরা স্ত্যান্দ । গুচ্ছের তর্ক করব এবং কোনঠাসা হলেই সাঃ মাঃ বনে যাবো !! ) কি আদৌ এই মেট্রিক টন বা কিলোপ্রতি দামের ওঠা নামা তে খুব বেশি প্রভাবিত হন ? আমার অভিজ্ঞতা কিন্তু বলে যে হন না । ছোট সংসারে কয়েক কেজি চাল , আড়াইশ টমেটো , পাঁচ টাকার কাঁচালংকা আর ২০০ গ্রাম সর্ষের তেলের বোতল কিনতে গিয়ে পার্থক্য টা একচুয়ালি দু-পাঁচ টাকায় এসে ঠেকে । এটাই রিটেইল মার্কেটের একটা বৈশিষ্ট যেকারণে এখানে ধীরে ধীরে প্রাইস ইন্ক্রিস করলে বা দিক্রিস করলে বেসিকালি কারো কোনো মাথা ঘামাবার সময় থাকেনা । টের ও পায়না ।
  • sch | 192.71.182.106 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৯643051
  • একক একটু অঙ্ক করি কেমন?

    একটা তিনজনের পরিবার - সেখানে ২ কেজি আলুতে মোটামুটি দু দিন চলে। মানে মাসে ১৫ কেজি আলু। আমার নিজেকে বাজার করতে হয় সল্টলেকে। আলুর দাম ফ্রেব্রুয়ারী অব্দি ছিল ১৮ - ১৯ টাকা (চন্দ্রমুখী) আর এখন ২৮ টাকা - তার মানে মাসে ১৫০ টাকা
    (জ্যোতির দাম জানি না নিখুঁতভাবে ১২ থেকে এখন ২০ মনে হয়)

    এবার চালের দামে আসি? মাসে ৩০ কেজি মতো লাগে একটা ওইরকম ফ্যামিলির। এবার দু'টাকা বাড়লে (লাস্ত ছ মাসে তার বেশীই বেড়েছে) মাসে ৬০ টাকা। তাহলে চাল আর আলুতে ২১০ টাকা। আর তেলের দাম বেড়েছে (পাতি সর্ষের তেল) প্রায় কেজিতে পাচ টাকা - তাহলে মাসে ১০-১২ লিটার তেল লাগলে আরো ৬০ টাকা।

    তাহলে শুধু চাল, আলু আর তেলের দাম মিলিয়ে বেড়েছে ২৭০ টাকা। শাক সব্জী গম পাঁউরুটি দুধ এসব ছেড়ে দিলাম। এবার আপনার সাধারণ মানুষের মধ্যে যদি একজন রিক্সাওয়ালা, কাজের মাসি, এনারা থাকেন (মানে সল্টলেকে আমার পরিচিত কয়েকজন রিক্সাওয়ালা থাকেন যাদের পক্ষে সলটলেক ছাড়া অন্য কোথাও বাজার করা সম্ভব না। এনারা মাসে নিজদের খরচ ২০০ টাকা রাতারাতি বাড়াতে পারবেন? কি জানি

    হ্যাঁ মাসে তিন চার লাখ টাকা স্যালারি যারা পান তাদের এই সব স্পাইকে কিছু আসে যায় না - একদম ঠিক। তারা সাধারণ লোক হলে সমস্যা নেই

    আর হোলসেল মার্কেটে সাপ্লাই থাকা সত্তেও খুচরো মার্কেটে জিনিসের অভাব বা দামের বিশাল পার্থক্য এই নিয়ে ইদানিং কালে কাগজে অনেক লেখা হয়েছে। কাজেই WPI আর CPI এর মধ্যে কেন পার্থক্য সে নিয়ে আলোচনা অবান্তর।
  • সিকি | 135.19.34.86 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১১:১১643052
  • খুবই সঠিক হিসেব। চালটা একটু বেশি মনে হলেও বাকি সব ঠিকই আছে। তিনজনের সংসারে সাধারণ চাল তেল শাকসবজি কিনতে মাসে প্রকৃতপক্ষে এখন সাত আটশো টাকা বাড়তি খরচা করতে হয়। আগস্ট থেকে সেপ্টেম্বরে সবজির দাম তো কমেই নি বরং বেড়েছে।

    মে মাসেও পঁয়তাল্লিশ টাকা কিলোর চাল কিনেছি, এখন সেই চালেরই দাম পড়ছে পঞ্চাশ বাহান্ন টাকা। এর নিচের দামের চাল মুখে তোলা যায় না - সেদ্ধ হবার আগেই গলে যায়। আমাদের সাড়ে তিনজনের সংসারে মাসে ১৫-২০ কেজি চাল লাগে। আমরা মোটামুটি এক বেলা ভাত খাই। উইকেন্ডে দুবেলা।
  • সিকি | 135.19.34.86 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৩643053
  • ও হ্যাঁ, তিরিশ টাকা কিলো দরে তিন কিলো করে আলু কিনি, নব্বইয়ের জায়গায় পঁচাশি নেয়, তো সপ্তাহে আমাদের চার সাড়ে চার কিলো আলু লাগে। মাসে ষোল থেকে কুড়ি কিলো। পরশু তিন কিলো কিনেছিলাম, তার থেকে বাড়ি এসে দেখলাম এক কিলো পচা। খুবই নিম্নমানের আলু পাচ্ছি এবারে তিরিশ টাকা কিলোতে। চল্লিশ টাকা কিলোর আলুও আছে, লাল রঙের নাইলন নেটে বেঁধে বিক্রি হয়। দাম বেশি বলে কিনি না।
  • Ekak | 24.99.34.89 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৬643054
  • আমি যখন ব্যাঙ্গালোরে এসেছিলুম তখন নুন্যতম অটো ভাড়া ছিল ১৭ টাকা । তিন মাস বাদে বেড়ে হলো ২০ টাকা । তার ৬ মাস বাদে বেড়ে হলো ২৫ টাকা । দু বছরের স্প্যান । প্রথম বাড়ির কাজের মাসি নিতেন ১৬০০ টাকা একবেলা ঝাঁট দেওয়া ও এক তরকারী ভাত রান্নায় । ৩ মাস আগে যে কাজের দিদি কে ছারালুম তাঁর মাইনে ৪ হাজার ।দিনে ১ ঘন্টা কাজ ।

    মুশকিল টা অন্যত্র । বঙ্গ বাসীরা তাঁদের "গরিব " সহনাগরিক দের জন্যে ঘটি ঘটি কাঁদতে প্রস্তুত কিন্তু এখনো ১০ এর জায়গায় ১৫ টাকা রিক্সাভারা নিয়ে কোন্দল করেন । কাজের দিদি দের মাইনে বাকি মেট্রো সিটি গুলোর সংগে এট পার করার কথা ভাবেননা । অথচ , অথচ পে কমিশন ডিএ বাড়ালে মোটা টাকা কিন্তু তাঁরাও কামাচ্ছেন । এমন আদৌ নয় যে রিক্সাওয়ালা কে যিনি ২০ র্জায়্গায় পঁচিশ দিতে চাইছেন না তাঁর নিজের মাইনে আটকে আছে ।

    এসেছি যখন এট্টু ভারতীয় মাকু খেস্তাই ? সুযোগ যখন করে দিলেন :)) এই ভারতীয় রিফর্মিস্ট মাকু সম্প্রদায় একচুয়ালি নিগশিয়েতর । এরা মধ্যবিত্ত র ডি এ বাড়া নিয়ে আন্দোলন যে হারে করেছে সেই একই হারে অসংগঠিত শ্রমিক দের নিয়ে করেনি । করেনি ? না করেছে বৈকি , নিগশিয়েত করেছে । যাতে এদের অনেকটা বারে আর ওদের ছিন্তেফোন্তা । বিপ্লব দীর্ঘজীবি থাকে :) আর যখনি সমস্যা দেখা দেবে তখন আগে এন্সীয়র করো যাতে ক্রয়ক্ষমতা না বাড়িয়েও(আন্ডার লাইন ) নিম্নবিত্ত কোনমতে খেয়ে পরে বাঁচে । যেন মিছিলে হাঁটার মত শক্তি টুকু থাকে গায়ে ।
  • সিকি | 131.241.127.1 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৭643055
  • কী মুশকিল। যাদের বছর বছর ডিএ বাড়ে তাদের তো অ্যাজ সাচ অসুবিধে হয় না। সে নিয়ে তো কথা হল ওপরেই। কোশ্নোটা হচ্ছে তুমি সাধারণ মানুষ কাদের বলতে চাইছো, কাজের দিদিদের? নাকি কাজের দিদিকে যারা মাইনে দেয় তাদের?
  • Ekak | 24.99.34.89 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৪643056
  • অসংগঠিত শ্রমিক রা সবচে খারাপ আছেন পশ্চিমবঙ্গে । যাঁরা তাঁদের মাইনে দেয় তারা তো অসংগঠিত নয় । যেকোনো সেক্টরেই কাজ করুক না কেন তাদের মাইনে আগের তুলনায় বেড়েছে । সমস্যাটা প্যারিটির । জিনিসের দাম কমানোর রাজনীতি এই পরিস্থিতি তে আদৌ কার্যকর কী ? বরং মুটে-মজুর -কাজের দিদি -ছুতোর মিস্ত্রী কে বেটার পে করে তাঁদের ক্রয়ক্ষমতা বাড়ানো জরুরি ?
  • তাপস | 233.29.204.178 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৯643057
  • অসংগঠিত শ্রমিক আর সাধারণ মানুষ - এই দুটোর একটু অন্তত কাজ চালানোর মত অপারেশনাল ডেফিনেশন তৈরি করে নেওয়া হোক ।
  • Ekak | 24.99.34.89 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৮643058
  • সাধারণ মানুষ একটা ঢপের শব্দ । যে যখন সুবিধে পায় ওই জামা টা গায়ে পরে নেয় । যেহেতু শ্রম আইন / মিনিমাম ওয়েজেস এগুলো সংগঠিত শ্রম কে আওতায় এনে তৈরী তাই সংগঠিত শ্রমিক এবং অসংগঠিত শ্রমিকে ভাগ করে নিলে খানিকটা অন্তত পরিস্কার হয় । ব্যক্তিগতভাবে আমি সেন্ট্রালি প্ল্যান্দ শ্রম আইনের / মিনিমাম ওয়েজেস এগুলোর বিরোধী কিন্তু সেসব প্রসঙ্গ এনে আলোচনা জটিল করতে চাইনা ।
  • pharida | 11.39.25.159 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩৭643059
  • রোজগারের কত % নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে খরচ হয় সেটা কি ইন্ডেক্স হতে পারে?
  • তাপস | 233.29.204.178 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫৬643060
  • শতকরার হিসেবে একটা গন্ডগোল হয় । আমরা এই হিসেবটা করেছিলাম পার্টিতে লেভি দেওয়া নিয়ে তর্ক তুলতে গিয়ে । ধরুন একজন পার্টি মেম্বারের আয় মাসে ১০০০ টাকা । তাঁকে ১০ পার্সেন্ট লেভি দিতে হয় । আর একজনের আয় ১০০০০ টাকা । তাঁকেও একই পার্সেন্ট লেভি দিতে হয় । তাহলে একজন মাসে ৯০০ টাকায় নির্বাহ করেন, আর একজন ৯০০০ টাকায় । ধরা যাক প্রথম জন হোলটাইমার আর দ্বিতীয়জন শিক্ষক । তাহলে প্রথমজন সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করে যে জীবন চালাচ্ছেন, আর একজন শিক্ষক যে জীবন চালাচ্ছেন, তার মধ্যে ফারাক থেকে যাচ্ছে ।
  • তাপস | 233.29.204.178 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৮643062
  • আর নিত্যপ্রয়োজনীয় ব্যাপারটাও এরকম স্ট্রেট লাইনে হবে না । চাল নানা রকমের পাওয়া যায় - নানা দামে । যার রোজগার বেশি সে সেরকম জিনিস কেনে, তার ঐটা নিত্যপ্রয়োজনীয় । নিত্যপ্রয়োজনীয় আর লাক্সারির মধ্যে ভেদ ক্রমশ কমে আসছে । মুসুরডাল বাজারে খোলাও পাওয়া যায়, ৩ রকম দামের প্যাকেট পাওয়া যায় । হলুদ অ ব্র্যান্ড হলে বা পোস্ত, তার দাম কমে বাড়ে । পোস্ত অবশ্য নিত্যপ্রয়োজনীয় নয় । আলু, জ্যোতি চন্দ্রমুখী দু রকম তো পাওয়াই যায় । এর মধ্যে একটু সবুজ হয়ে যাওয়া জ্যোতিও আছে, সামান্য কম দামে মেলে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন