এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৮১৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 122.79.39.141 | ০৪ জানুয়ারি ২০১৫ ০৭:০৩643163
  • বলছি কি, এত তর্ক না করে রঞ্জনদা আর পিটিদা ভোট কোথায় দেবেন বললেই তো চলে। আমি দেব বামফ্রন্টে আমার ধারণা পিটিদাও তাই। এ প্রশ্নের উত্তর পেলেই তো সহজে গোল মেটে।

    আর ইতিহাসচর্চা ইত্যাদি সত্যিই গোলমেলে। গরীবের দেশে জনতার সম্পত্তি নষ্ট যেই করুক ভুল। হল। হীরকের টই এ দেববাবুও দেখলাম পিটিদার প্রশ্ন আবার করেছেন। সেটার উত্তর দেওয়ার কথাও ভাবতে পারেন।
  • pi | 192.66.18.182 | ০৪ জানুয়ারি ২০১৫ ০৭:৫৯643164
  • কমপেনসেশনের কথাই যখন এলো, আর এসবও (' 'সিঙ্গুরে সর্বশেষ জমীর দর ছিলো ১৮ লাখ টাকা একর। তার সাথে ১০০ একর কোপেরেটিভ কে দেওয়ার প্রদ্তাব ছিলো। এটা তখনকার বাজার দরের থেকে অনেক বেশী ছিলো। '' লেখা হল, তখন এটাও থাক।

    The West Bengal government's new compensation package for “unwilling” farmers in Singur, 40km from Kolkata, might have been praised by Tata Motors, but those involved in land transactions in the area find the offer inadequate.

    The move to offer 50 per cent cash more assistance to land-losers in lieu of the land acquired for the small car project will not be enough for farmers to buy land anywhere nearby, especially close to the highway.

    Only farmland deep in the interior may be available at the offered price.

    According to Amar Ghosh, a property dealer who facilitated sale of about 150 acres near the Nano factory site in Singur over the last one year, the compensation offered by the government will only enable farmers buy land 10-12km away from Singur.

    It would be impossible for any farmer to commute that distance to his field daily, he pointed out.

    "While the existing cost of land in Singur is Rs 50-60 lakh per acre, the government's offer of nearly Rs 16 lakh per acre, will not buy any sizable land on higway anywhere near," said Ghosh.
  • cm | 122.79.38.137 | ০৪ জানুয়ারি ২০১৫ ০৮:২৮643165
  • প্রশ্ন যখন পাচ্ছে তখন করেই ফেলি, ঘোষ মশাই ঠিক কোন গোত্রের জমি কেনা বেচা করেন জানা যাবে? নইলে ওনার বক্তব্যের কোন মানে পাচ্ছিনা। চাষের জমির কেনা বেচা মারফত হস্তান্তর ঐ স্কেলে হয়না মনে হয়।
  • dc | 125.187.45.194 | ০৪ জানুয়ারি ২০১৫ ১৯:৪২643167
  • "The West Bengal government's new compensation package for “unwilling” farmers in Singur, 40km from Kolkata, might have been praised by Tata Motors, but those involved in land transactions in the area find the offer inadequate.

    The move to offer 50 per cent cash more assistance to land-losers in lieu of the land acquired for the small car project will not be enough for farmers to buy land anywhere nearby, especially close to the highway."

    এখানটা পড়ে আবার মনে হলো, আন্দোলনটা যদি ঠিকমতো হতো! তাহলে সিঙ্গুরের চাষীদেরও আজকের অবস্থা হতো না, কারখানাটাও হয়ে যেত। মমতা থেকে মেধা, সবাই মিলে যদি কম্পেনসেশনের অংক নিয়ে দর কষাকষি করতো, তাহলে হয়তো টাকার অংকটাও ষোল থেকে চল্লিশ, কোন একটা ফিগারে গিয়ে সেটল হতো। সেটা না করে চারশো না দুশো না একশো কি একটা উদ্ভট জমির পরিমান নিয়ে আন্দোলন হলো। চাষীরা আর তাদের যারা মুর্গি করছিল তারা যদি বলতো, আমাদের জমির পরিমান নিয়ে মাথাব্যথা নেই, তোমরা একর প্রতি পঁচাত্তর লাখ দাও, কারখানা বানাও। তারপর নেগোশিয়েশন শুরু হতো।
  • ?? | 59.207.231.109 | ০৪ জানুয়ারি ২০১৫ ২১:৪০643168
  • এই মরসুমী পলিটিশিয়ান আর মাসুম, মাতঙ্গিনী টাইপের লোকেদের রাজনীতি নির্ভর করে এই ক্ষতিপূরণ নিয়ে গোলযোগ বাঁধিয়ে। যদি চাষীরা সঠিক দাবি করেন এবং তাই নিয়ে ঠিকঠাক আলোচনা হয় তাহলে এই হরিদাস পালেদের জায়গা থাকে না - তাই এরা এর সমাধান চায় না।
  • !! | 93.180.243.109 | ০৪ জানুয়ারি ২০১৫ ২২:১৭643169
  • ক্ষী অ্যানালিসিস রে ভাই! চাবুক। বাংলার ঘরে ঘরে এরকম বাঘের বাচ্চা চাই। যারা কাজে না বড় হয়ে কথায় বড় হবে আর মুখে বিশ্ব মারবে। তখন দেখবো ঐ মরশুমি পলিটিশিয়ানগুলো কোথায় পালায়।
  • PT | 213.110.243.21 | ০৫ জানুয়ারি ২০১৫ ২৩:৫৭643170
  • "While the existing cost of land in Singur is Rs 50-60 lakh per acre, the government's offer of nearly Rs 16 lakh per acre, will not buy any sizable land on higway anywhere near," said Ghosh.

    এসব বুদ্ধি কি এতদিনে গজাচ্ছে?
    তখনই তো আন্দোলনটা "একর প্রতি ৬০ লাখ দিতে হবে" বলে হতে পারত। সেসব না বলে ৪০০ একরের ভাঁওতা দেওয়া হল কেন আর তাই নিয়েই বা অতিবদ অতিবাম আর বুজীরা তিনোদের সঙ্গে তাথৈ নেত্য করে ন্যানোকে আটকালো কেন?
  • sm | 233.223.154.223 | ০৬ জানুয়ারি ২০১৫ ০৮:১৫643171
  • আন্দোলন বলুন বা গন্ডগোল বলুন, সেটা চলেছিল বত্সরাধিক কাল ধরে। এর মধ্যে শাসক দল এর পক্ষ থেকে , কেন ষাট লাখ টাকা একর প্রতি বা অনিচ্ছুক জমিদাতাদের সমপরিমান জমি অন্য কোনো মৌজায় দেওয়ার প্রস্তাব দেওয়া হলো না?
  • dc | 125.187.38.94 | ০৬ জানুয়ারি ২০১৫ ০৮:৫৫643173
  • তার কারন বোধায়, যে জমি কেনে সে যতোটা সম্ভব কম দামে কিনতে চায়। আর যে জমি বিক্রি করে, সে যতোটা সম্ভব বেশী দামে বিক্রি করতে চায়। দুপক্ষ নেগোশিয়েট করে ফাইনাল প্রাইস সেটল হয়।
  • PT | 213.110.246.22 | ০৬ জানুয়ারি ২০১৫ ০৯:০১643174
  • সরকার হঠাৎ ৬০ লাখের প্রস্তাব দেবে কেন? কে এক্জন অমর ঘোষ বলেছে বলে? তার চাইতে ও বড় কথা গোলমাল যারা পাকাচ্ছিল তারা ৬ বা ৬০ কোন সংখ্যাতেই রাজী হত না। সে জন্যেই একটা মিথ্যে ৪০০ একরের ধুয়ো তুলে কারখানা আটকেছিল। এই সামান্য রাজনীতিটা না বুঝলে তক্ক করা বৃথা!!

    তবে জমির দাম এমনিতে অত ছিল না। সেটার কারণ ঐ কারখানাইঃ Thanks to the plant, though, land price escalation had been steep in Singur, having risen more than four times in 30 months.

    আর ঐ উল্লেখিত খবরের আরো আদ্দেক চেপে যাওয়া হয়েছে যেখানে আরেক কোন ঘোষ ঠিক উল্টো কথা বলছেঃ
    However, farmers in the potato-growing region of Barddhaman, 100km from Kolkata, felt the compensation offered by the government was 'lucrative'.

    Paresh Nath Ghosh, a potato farmer from Barddhaman, said, "The government's offer for farmers in Singur is attractive."
    http://specials.rediff.com/money/2008/sep/16tata.htm
  • dc | 125.187.38.94 | ০৬ জানুয়ারি ২০১৫ ০৯:০৫643175
  • "তার চাইতে ও বড় কথা গোলমাল যারা পাকাচ্ছিল তারা ৬ বা ৬০ কোন সংখ্যাতেই রাজী হত না। সে জন্যেই একটা মিথ্যে ৪০০ একরের ধুয়ো তুলে কারখানা আটকেছিল। "

    একমত।
  • dc | 125.187.38.94 | ০৬ জানুয়ারি ২০১৫ ০৯:১৬643176
  • অমর ঘোষ জমির দামের একটা হিসেব দিয়েছেন, তবে এখানে আরেকরকম হিসেব আছেঃ

    Land prices in Singur, which had risen to as much as 30 lakh a bigha (a bigha is 1333.33 square metres in Bengal; three bighas make a football field), have fallen to around 6-7 lakh now. The Tata project had drawn in scores of investors and small businessmen who had hoped the Nano factory would change the face of Singur. But since the exit of Tata Motors, these businesses have been shuttered and there's very little activity in Singur.

    http://articles.economictimes.indiatimes.com/2011-10-24/news/30316507_1_singur-nano-factory-tata-project

    যাই হোক, অমর ঘোষের হিসেবটা হয়তো আপার লিমিট ছিল। মেধা, মমতা আর অন্যরা এই হিসেবটা নিয়েই নাহয় নেগোসিয়েশন শুরু করতেন। নাকি ওনাদের ভয় ছিল যে নেগোসিয়েশনের শেষে সরকার কোন একটা মাঝামাঝি ফিগার মেনে নিলে আন্দোলন ভেস্তে যাবে?
  • sm | 233.223.154.223 | ০৬ জানুয়ারি ২০১৫ ০৯:৩৩643177
  • আচ্ছা শালবনী তে তো কেউ বাঁধা দিতে আসে নি। তাহলে সেখানে প্রজেক্ট কেন হচ্ছে না?
    এটা তো ন্যানোর চেয়ে বড় প্রজেক্ট; তাহলে এই প্রকল্প নিয়ে এত বাইট কেন খরচা হচ্ছে না?
    ন্যানো হয়নি বলে তো এত বুজিদের উপর শাপ শাপান্ত চলছে, এখানে তো সেই রকম বর্ষণ দেখছি না?

    dc কে প্রশ্ন, তামিলনাডু তে অধিগ্রহণ করলে গড়ে কত টাকা দেওয়া হয়?হরিয়ানা তে শুনেছিলাম প্রায় এক কোটি একর প্রতি কমপেনসেশন দেওয়া হয়।পিটির লিঙ্কেই আছে বর্ধমানে হাই ওয়ের ধারে দর ২৫ লক্ষ টাকা।যেখানে গ্রাম সুদ্ধু লোকের জীবিকা চলে যাচ্ছে; সেখানে কমপেনসেশন তো আরো বেশি হওয়া বাঞ্চনীয়।
    সরকার তো ধূর্ত ব্যবসায়ী নয়। তার উদ্দেশ্য গরিব মানুষ কে সুযোগ সুবিধে দেওয়া। কয়েক হাজার টাকায় কাটা প্রতি অধিগ্রহণ করে কয়েক লক্ষ টাকায় নিউ টাউন, রাজার হাটে জমি বিক্রি করলে, জমি দাতার ভালো লাগার কথা নয়।
    পরিবর্তে কয়েকশ কোটি টাকা সল্প সুদে শিল্পপতি কে টাকা ধার দিলে, আরও খারাপ হয় ব্যাপার টা।
    সম্প্রতি জমি অধিগ্রহণ আইনে তো জমির মালিক ছাড়া অন্য ব্যক্তিদের কম্পেন্সেসনের উল্লেখ ই নেই।এই নিয়েই বা কি মত সেটা জানাতে পারেন?
  • কল্লোল | 125.242.176.85 | ০৬ জানুয়ারি ২০১৫ ১০:১০643178
  • ওদিকে বলবে শিল্প চলনো সরকারের কাজ নয়। ইস্কুল চালানো সরকারের কাজ নয়। মানুষের জন্য রোজগারের ব্যবস্থা করা সরকারের কাজ নয়। বাস-ট্রাম-ট্রেন-বিমান চালানো সরকারের কাজ নয়। সরকারের কাজ শিল্পের জন্য জমি জোগাড় করা আর লোক পেটানো। তা, সাধারণ মানুষকে খাওয়া পরার, পড়াশোনার ভার কার? তারা ভোটে দাঁড়ালেই পারে।
  • sm | 233.223.154.223 | ০৬ জানুয়ারি ২০১৫ ১০:২৬643179
  • সরকারের কাজ শিট জব করা, আবার কি!এয়ারপোর্ট এর জমি অধিগ্রহণ করুক, এয়ারপোর্ট বানিয়ে দিক, আমি শিল্প পতি ব্যাঙ্কের ঋণ নিয়ে কালী প্লেন চালাব। তারপর একজন ৭ হাজার কোটি, আরেকজন ২ হাজার কোটির ফর্দ ধরিয়ে দেবেন আর সরকার এক এক করে, টাকার যোগান দেবেন।
    শিল্প পতিরা সরকারী হাসপাতাল অধিগ্রহণ করে, ব্যবসা করবে না। কিন্তু সরকার বিনামূল্যে জমি দিলে কোটি কোটি টাকার পকেট ফাঁক করার ব্যবসা করবে আর একটি ও ফ্রি বেড রাখবেনা;১৫ শতাংশ ফ্রি বেড রাখার প্রতিশ্রুতি দেবার পরেও।
    সরকার বন্ধ কারখানা গুলো কে অধিগ্রহণ করলে তো পারে? কোন আইনে আটকে জানিনা বাবা! এই সব আইনের এমেন্ডমেন্ট হয়না কেন?
    আজকেই কাগজে আছে , কেন্দ্র সম্ভবত ডানলপ কে নিতে পারবেনা বলছে।লোকসান হবে।
    জমি অধিগ্রহনের আইনের তো নিয়মিত সংশোধন করা হচ্ছে।
  • lcm | 118.91.116.131 | ০৬ জানুয়ারি ২০১৫ ১০:৩৪643180
  • ভারতের মতন মিক্স্‌ড ইকনমির দেশে এটা জটিল ব্যাপার।

    ক্যাপিটালিস্ট দেশ হলে, জমি বিক্রেতা প্রাইভেট, ক্রেতা কোম্পানীও প্রাইভেট, যাও নিজেরা দাম ঠিক করে জমি কেনা বেচা করো। দামে না পোষালে বা জায়গা পছন্দ না হলে অন্য জায়গা দেখো।

    চীন হলে সবই সরকারের সম্পত্তি, যখন ইচ্ছে হবে সরকার জমি নেবে, দামও সরকারই ঠিক করবে, টোটাল গভর্নমেন্ট কন্ট্রোল।

    ভারতে প্রাইভেট থাকবে সরকারও থাকবে - এক জটিল ব্যাপার।
  • কল্লোল | 125.242.176.85 | ০৬ জানুয়ারি ২০১৫ ১০:৫৪643181
  • এসএম কে ক। ডানলপ কি হলো? ছাবরিয়ারা চুরি করে ছিবড়ে করে দিলো। তারপর রুইয়ারা জমি নিয়ে রিয়েল এস্টেটের তালে আছে। বাম-তৃণ এখন বিজেপি আগে কংগ্রেস সকলেই মোজা ছিঁড়েছে, কিন্তু মালিকপক্ষকে কারখানা চালাতে বাধ্য করতে পারে নি। শুধু সাধারন মানুষের মাথায় ডান্ডা মেরে জমি নিলেই হবে?? মালিকের কান ধরে কারখানা চালাতে বলার মুরোদ আছে কারও? জিন্দালেরা কেমন বলে দিলো "হব্বে না"। ব্যাস খেল খতম-পয়সা হজম। জমি ফেরৎ দিলাম। ঐ কংক্রিট ঢালা জমি নিয়ে কে কি করবে? মোজার চাষ?
    ভাত দেবার কেউ নয় কিল মারার গোঁসাই।
  • Du | 230.225.0.38 | ০৬ জানুয়ারি ২০১৫ ১১:৫৩643182
  • sm এককালে আপনি যা চাইছেন , একসময় ভারতটা সেই ধরনেরই ছিল। তাই সরকারী মহলে দরবার করে হলদিয়া পেট্রো আনানো যেত। যে সময়টা আপনি যা চাইছেন না সেইসবই আইন করে হতে লাগলো, সরকার হাত ধুতে শুরু করলো সব কিছু থেকে সেই সময় কেরল আর পঃবঃ কিছু এম পি পাঠিয়ে বাধা দেবার চেষ্টা করেছিল বটে। তারা সংখ্যায় কমই ছিল চিরদিন কারন তাদের মতন ভাবনা চিন্তার লোকেরাও এই পথে নীতি নির্ধারনের কথা ভাবে নি।
    দেশ হিসেবে এই ব্যবস্থা আমরা মেনে নিয়েছি।
    এখন তো কোমর জল। গলা জলও বলা যায়। সাঁতরানোর চেষ্টা করাই ভাল নয় কি?
  • lcm | 118.91.116.131 | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:০৫643184
  • গলা জল কেনো? ১৯৯১-এর থেকে তো বেটার হয়েছে। তাই তো বলে।
  • lcm | 118.91.116.131 | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:১৩643185
  • Du | 230.225.0.38 | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:২০643187
  • সাঁতরালে আর গলা জল হবে কেন? যারা এই ব্যবস্থাটা পছন্দ করছেনা তার কথা বলছি। মানে আন্দোলন করে ইন্ডাস্ট্রী কে ভাগানো যায়, সরকারী হস্তক্ষেপে জমি ফেরতও হয়তো নেওয়া যাবে কিন্তু আন্দোলন করে ইন্ডাস্ট্রী করানো যায় কি কোম্পানিদের দিয়ে? সরকার নিজে করবে এই অবস্থাটাই কি অল্টারনেটিভ নয়? যেটা কিনা দেশ রিজেক্ট করেছে ৯১ থেকে লাগাতার।
  • lcm | 118.91.116.131 | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:৩৬643188
  • পাবলিক গভর্নমেন্ট নিয়ে আসবে প্রফিট ড্রিভেন প্রাইভেট ইন্ডাস্ট্রিকে - এই জায়গাটাতে কনফিউশনের সুযোগ ছিল।

    হাসপাতাল, রেললাইন, হাইওয়ে...-এসবের জন্য সরকার জমি নেবে, এটা এক জিনিস, এর সঙ্গে জনগণ পরিচিত ছিল... কিন্তু, টাটা গাড়ী বানিয়ে "প্রফিট" করবে তার জন্য সরকার (তাও আবার কমুনিস্ট সরকার) জমি নেবে - এটার সঙ্গে অন্তত পশ্চিমবঙ্গের জনগণের তেমন পরিচয় ছিল না। এতে করে অনেক লোকের চাকরি হবে, লং রানে মানুষ উপকৃত হবে - সেটা বোঝানো লেফ্‌ট গভর্নমেন্টের পক্ষে টাফ ছিল। পুরো ১৮০ ডিগ্রি টার্নের জন্য যে প্রস্তুতি দরকার ছিল সেটা বোধহয় ছিল না।
  • dc | 125.187.39.132 | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:৪২643189
  • " কে প্রশ্ন, তামিলনাডু তে অধিগ্রহণ করলে গড়ে কত টাকা দেওয়া হয়?হরিয়ানা তে শুনেছিলাম প্রায় এক কোটি একর প্রতি কমপেনসেশন দেওয়া হয়।পিটির লিঙ্কেই আছে বর্ধমানে হাই ওয়ের ধারে দর ২৫ লক্ষ টাকা।যেখানে গ্রাম সুদ্ধু লোকের জীবিকা চলে যাচ্ছে; সেখানে কমপেনসেশন তো আরো বেশি হওয়া বাঞ্চনীয়।"

    লাস্ট লাইনের সাথে একমত, কম্পেন্সেশন যতোটা সম্ভব বেশী দেওয়া যায় ততো ভালো। শুধু জমি মালিকদের না, যারা ইনডাইরেক্টলি জড়িত তাদেরও কোন ফর্মে কমপেনসেশন দেওয়া উচিত - হয় টাকা দিয়ে, নাতো কাজ দিয়ে, নাতো ছোট কোন দোকানের টাকা দিয়ে। মুশকিল হলো, সিঙ্গুর আন্দোলন টাকার আন্দোলন ছিলনা, জমির আন্দোলন ছিল। কেউ বলেনি চাষীদের আধ কোটি টাকা করে দাও, তরপর কারখানা বানাও। সবাই বলে গেছে, চারশো একর ফেরত দাও, তারপর কারখানা বানাও। কারনটা হয়তো এইজন্য যে চারশো একর জমি ফেরত দেওয়া অবাস্তব দাবী, কিন্তু আধ কোটির দাবী করলে সরকার হয়তো নেগোশিয়েট করতো, হয়তো টাটাদেরও ইনভল্ভ করতো, হয়তো ফাইনালি তিরিশ লাখ বা চল্লিশ লাখ বা কিছু একটা ফিগারে সেটল হতো। এই সেটলমেন্ট হয়ে গেলে আন্দোলনকারীদের অসুবিধে হতো বলেই হয়তো এই দিকে কেউ যায়নি।

    তামিল নাড়ুতে বা হরিয়ানায় জমির মূল্য কতো দেয় সেটা জানিনা। হয়তো নেগোসিয়েশন চলে, লাস্ট অবধি কিছু একটা সেটলমেন্ট নিশচয়ই হয় কারন প্রোজেক্টটা আটকে যায় না।

    আর সরকারের মধ্যস্ততা না থাকলেই ভালো, এটা আগেও বলেছি। সরকারের ধূর্ত ব্যবসায়ী কেন, কোনরকম ব্যবসায়ী হওয়ারই দরকার নেই। তবে খুব বড়ো প্রোজেক্টে হয়তো সরকারের ইনভল্ভমেন্টও দরকার হয় (আমার মতে না হলেই ভালো, আবার জনিয়ে দিলাম)।
  • lcm | 118.91.116.131 | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:৪৪643190
  • অল্টারনেটিভ বলতে - আগে জমি কিনে নিয়ে, সম্পূর্ণ পসেশন নিয়ে, তারপর প্রাইভেট ইন্ডাস্ট্রি ডাকুক সরকার।
    সেকেন্ড অল্টারনেটিভ - টাটা নিজেই চাষীদের সঙ্গে দরাদরি করে জমি কিনুক, ডাইরেক্ট ট্রানস্যাক্শন হোক, সরকার অরবিট্রেটর থাকুক।
  • lcm | 118.91.116.131 | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:৪৭643191
  • সরকারি হস্তক্ষেপ অবশ্যই দরকার, কিন্তু সেটা রেগুলেশন ইম্প্লিমেন্টেশন নিয়ে। বেসিক্যালি, যেভাবে অন্য রাজ্যে হচ্ছে তেমনই আর কি।
  • dc | 125.187.39.132 | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:৫১643193
  • "সরকারি হস্তক্ষেপ অবশ্যই দরকার, কিন্তু সেটা রেগুলেশন ইম্প্লিমেন্টেশন নিয়ে। বেসিক্যালি, যেভাবে অন্য রাজ্যে হচ্ছে তেমনই আর কি।"

    একমত।
  • dc | 125.187.39.132 | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:৫১643192
  • lcmএর সেকেন্ড অল্টারনেটিভ আমার কাছে প্রেফারেবল।

    তবে ফার্স্ট অলটারনেটিভ নিতে গেলে পবতে যেটা হলো, প্রচুর লোক জমিদাতাদের মধ্যে জড়ো হয়ে তাদের ভুল বোঝাতে শুরু করলো। যারা জমি বিক্রি করছেন, তাদের মধ্যে একটা ভয় থাকেই - ন্যায্য মূল্য পেলাম কিনা, জমি বিক্রি করে দিলে কি করব, খাব কি, ইত্যাদি। তো এদেরকে মেধা থেকে মমতা আরো বেশী ভুল বুঝিয়েছে, এদের এই ভয়টাকে নিজেদের স্বার্থে এক্সপ্লয়েট করেছে। এটা না করে যদি জমিদাতাদের বলা হয় যে আমরা তোমাদের পাশেই আছি, তোমরা যাতে আরো বেশী টাকা আদায় করতে পারো সেটা নিশ্চিত করবো, তাহলে লং টার্মে সবার লাভ।
  • একক | 24.96.107.83 | ০৬ জানুয়ারি ২০১৫ ১২:৫৫643195
  • ওরকম রাতারাতি একটা দেশ সোশালিস্ট সিস্টেমের ঘোলা জল থেকে উঠে দাঁড়ায় না । একটা সময় লাগে মার্কেট সিস্টেম গড়ে উঠতে । আর যদি আমেরিকার সঙ্গে তুলনা করতে হয় (না করাই ভালো ) তাহলে আমাদের দেশে এখনো সরকার চাইলে কাজ করার সুযোগ অনেক বেশি । মুশকিল হলো সরকার-বিরোধী-অযোগ্য শিল্পপতি দের ত্রিপাক্ষিক নেক্সাস । একটা চূড়ান্ত ক্যাতাস্ত্রফ না হলে এই নেক্সাস ভাঙবে না ।

    জমি বিক্রি বা হস্তান্তরে সরকারের কাজ দালালি করা নয় । "ইনফ্রা " তৈরী করা বলে একটা কথা খুব চলছে বাজারে । ওটার মানে যে যার সুবিধেমত করে যাতে লুটপাট করা যায় । কিসের ইনফ্রা ? পাঁচিল বানানো ? দামড়া বিল্ডিং বানিয়ে দেওয়া ? ফ্যাক্টরি শেড ? না ,তাও নয় । ইনফ্রা মানে প্রসেস ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ।

    কথায় কথায় বিদেশের দিকে না তাকিয়ে দেখুন ভারতেই সরকারের কাছে কী বিপুল পরিমান ডেটা অলরেডি আছে । এতো বড় দেশে সেই টডরমল এর সময় থেকে জমি দাগ খতিয়ান সংক্রান্ত কাজে যে পরিমান রিসোর্স ও অর্থ ব্যয় হয়েছে এরকম আর কটা দেশে হয়েছে এবং পেপার ডকুমেন্ট আছে তা বলতে পারেন ? হিউজ ডেটা । এই পুরো ডেটা সরকার যক্ষের মত আগলে বসে থাকে ।

    আজকে যদি সরকার চায় তাহলে উইদিন ভেরি শর্ট পিরিয়ড ল্যান্ড রেজিস্ট্রেশন ডেটা এবং জিআইএস এনালিস্ট দের একত্র করে অনলাইন ডেটা ব্যান্ক বানাতে পারে যেখানে প্রতিনিয়ত শেয়ার বাজারের মত জমির দাম ওঠাপড়া -কোন কোন প্যারামিটার এর ভিত্তিতে দাম বাড়ছে-কমছে সব জানতে পারবেন । আস্কিং প্রাইস -বেস্ট অফার - মার্কেট প্রাইস দেখানো যাবে । যে কোনো প্রান্তে বসে একজন ফার্মার হন বা ইন্দাস্ত্রিয়ালিস্ট জানতে পারবেন কোথায় , হাইওয়ে থেকে কত দুরে, ওয়াটার রিসোর্সএর কত কাছে ,কিরকম ওয়েদারএ ম্যাক্সিমাম ল্যান্ড এভেইলেবল । সব অপটিমাম ক্যালকুলেশন করা যাবে । সেইভাবেই ইনভেস্টমেন্ট অফার আসবে । যিনি জমি বেচছেন এবং যিনি কিনছেন দুজনেই লাভবান হবেন । ইনফ্রা বানানো মানে খাম্বা বানানো হলো কবে থেকে ?!!

    আজ যারা শিল্পপতি দের হয়ে গলা ফাটিয়ে প্রগ্রেসিভ হচ্ছেন তাঁরা কোনদিন ভেবেছেন যে এই টাটা কে ই যদি জিগানো হয় বাপু ওই জমিটা কেন ? সেইটা নয় কেন ডেটা দিয়ে দেখাও দেখি ? জাস্ট পারবেনা । কোনো ম্যাসিভ ডেটা ব্যান্ক বেসড এনালিতিক্স নেই । এড হক যেটা বেস্ট মনে হয়েছে নিয়েছে ।কিছু পেটোয়া সংস্থা আছে ।

    সবচে বিরক্তিকর এবং ফ্রাস্ত্রেতিং লাগে এইটাই । আমি ফার রাইট সেই জায়গা আঁকড়ে বসে থাকলে বলতুম সেন্ট্রাল ডেটা ব্যান্ক ও মানিনা । সেটা তো বলছিনা । এত এত বচ্ছর ধরে পাবলিকের টাকার শ্রাদ্ধ করে সরকার যে বিপুল রিসোর্স র মডে ফেলে রেখেছে সেটাকেই এক্সিসিবল করার কথা বলছি । শুধু জমি ? আরও হাজারো ডেটা আছে সরকারের গুদামে যা দিয়ে এ ক্লাস প্রসেস ইনফ্রাস্ট্রাকচার বানানো যায় । বানাবেনা । বানালে যে দালালি খাওয়া যাবে না । সব ওপেন হয়ে যাবে । মানুষ জানতে পারবে কিসের ভ্যালু কী ? আর বিরোধীরা এদেশে জাস্ট সরকারের বি টিম । আরটিআই আরটিআই করে চেঁচাচ্ছে । আমাশার রুগী রানীমার কেকের ভাগ খাবো । হজম করার মডেল টা কী ? একটা শালা কে দেখলুম না অল্টারনেটিভ মডেল প্রপোস করে অন দ্য টেবল কথা শুরু করতে ।

    উই আর ব্যাড সিটিজেনস । ফাকিং ব্যাড । কী চাইতে হবে তাই জানিনা । শুধু কয়লাখনির অন্ধকার খোঁদলে কালো বেড়াল দের কামড়াকামড়ি ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন