এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৮১০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 233.176.56.218 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৮:১৩643096
  • জমি সংক্রান্ত নতুন অর্ডিন্যান্সে নিশ্চয় মোদী সরকারের অনেকেই জয়জয়কার করবেন। বিশেষ করে এ পাতার অনেকেই।
  • dd | 132.172.87.112 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৮:৫৮643097
  • জয় জয় মোদী।
  • sm | 233.223.157.239 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৯:৩০643098
  • আমি হতাশ!
    একমাত্র যদি একর প্রতি এক কোটি বা তার বেশি ক্ষতি পূরণ দেয় বা জমির বদলে সমান জমি প্লাস আর্থিক সহায়তা বা চাকরি দেয়, তবেই এই আইন কার্য্যকরী বা ফলদায়ক বলব।শিল্পপতি বান্ধব সরকারের আর কি ই বা করার আছে?
  • PT | 213.110.247.221 | ০১ জানুয়ারি ২০১৫ ১৩:০২643100
  • ও সব লোক দেখানো। এরাই তো ভোটের জোগান দেয়-এদের চটালে চলবে?
  • কল্লোল | 125.242.191.191 | ০১ জানুয়ারি ২০১৫ ১৬:৫৪643101
  • যারা টাকার জোগান দেয়, তাদের চটালে আরও চলবে না।
  • cm | 122.79.37.30 | ০১ জানুয়ারি ২০১৫ ১৭:৩৪643102
  • তা ভোট কোথায় দেব? নোটায় নাকি অন্য কোথাও?
  • PM | 11.39.60.76 | ০১ জানুয়ারি ২০১৫ ১৮:২১643103
  • কল্লোলদা পোকিতো বাম বিপ্লব করতে গিয়ে ফেল মেরে এখন পোকিতো নৈরাজ্য আনার চেষ্টায় প্রাণপাত করছেন। পোকিতো নৈরাজ্যের পথে যা রক্তপাত হবে তা ৭১ এর মতো মুক্তির পথে কোল্যাটেরাল ড্যামেজ মাত্র। বিজেপির আসা , দাঙ্গা যা হবে সবই সেই সব পেয়েছির দেশে পৌছানোর জন্য ক্যাটালিস্ট মাত্র।

    ৩০ বছর বাদে কল্লোলদা স্বিকার করবেন, পোকিতো নৈরাজ্যের আইডিয়াটা ভুল ছিলো।ঃ)। সেটা অবস্য অন্য কথা
  • jenegan | 122.79.36.162 | ০১ জানুয়ারি ২০১৫ ১৮:৪৬643107
  • আসন্ন নির্বাচনে দিকে দিকে বামফ্রন্ট প্রার্থীদের জয়যুক্ত করুন। (ঠিক আছে?)
  • jenegan | 122.79.36.162 | ০১ জানুয়ারি ২০১৫ ১৮:৪৬643104
  • আসন্ন নির্বাচনে দিকে দিকে বামফ্রন্ট প্রার্থীদের জয়যুক্ত করুন। (ঠিক আছে?)
  • PM | 11.39.60.76 | ০১ জানুয়ারি ২০১৫ ১৯:২৩643108
  • এটাই আমাদের সমস্য। ঊন্নয়ন, আর আইনের শসন দাবী করুন। এটা জে বেস্ট দিতে পারবে তাদের জেতান।যদি মনে করেন বামেরা নয় অন্য কেউ সেটা বেশী ভালো পারবে, তাদের জেতান।
  • cm | 122.79.36.52 | ০১ জানুয়ারি ২০১৫ ২০:০২643109
  • সেই সবাই এজেন্ডা সামনে আনুন আর রূপায়ন কিভাবে হবে তা নিয়েও দুচার কথা বলুন।
  • কল্লোল | 125.242.180.74 | ০২ জানুয়ারি ২০১৫ ০৭:১৪643110
  • সিএম। আমি তো কবেই কয়ে দিলাম - নোটা।

    পিএম। চিন্তা পাল্টাতেই পারে। ভুল মনে হলে ভুল স্বীকার করাটাই উচিৎ।
    বিজেপির বিরুদ্ধে প্রায় চুপ থেকে গত লোকসভা নির্বাচনে বিজেপিকে তোল্লাই কে দিয়েছে? সেটা ভুলে যাওয়া হয় নি তো?
    আর বিজেপির জমি "হড়প" আইন নিয়ে পিটি তো খুশী। লিখেওছে - সিপিএমের ভোট পাওয়ার দায় আছে তাই এই জমি "হড়প" আইনের বিরুদ্ধে তৃণদের সাথে গলা মেলাচ্ছে। "ভুল স্বীকার" একপ্রকারের।
    এই জমি "হড়প" আইন নিয়ে আপনার মত জানাবেন।
  • pi | 233.176.19.105 | ০২ জানুয়ারি ২০১৫ ০৭:৩৩643111
  • যোগেন্দ্র যাদভের লেখা।

    Land Acquisition Ordinance is worse than we thought
    -----------------------------------------------------------------------
    AAP, along with many peoples movements has opposed the Ordinance to Amend the Land acquisition (RFCTLARR) Act of 2013 on the ground that it exempts most land acquisitions from Consent, Social Audit and Food Security Audit provisions.
    Now that a copy of the Ordinance is available, it is clear that the news is worse than we thought. The Govt has inserted many other amendments as well, all of them against the interests of the farmers. Some of these are:
    1. Earlier the acquisition for private purposes was limited to 'Private Companies' which are registered under the Companies Act. Now it has been extended to any 'Private Entity' that includesproptorship, partnership, NGO or any other entity.
    2. In the name of infrastructure, now the government can acquire land for private educational institutions and private hospitals as well, which were specifically excluded by the original Act (Amendment to Section 1 b (i))
    3. As reported earlier, all projects related to defence have been exempted. The crucial thing is that 'defence' has been defined now to include "any project vital to national security" and "defence production". This definition can include all kinds of infrastructural projects and privately owned projects. (Insertion of new Section 10A)
    4. Original Act gave relief to those farmers whose lands were acquired more than 5 years ago but where the process was not completed till now. They were to be given the benefit of compensation under the new Act. Now the Amendment limits this benefit to only those few cases where the delay was not due to any judicial order or pending case.(Amendment to Section 24 (2))
    5. The original stringent provision about punishment for violation of this Act by any government official has been reversed. Earlier the Head of the Department was held responsible if the violation took place with their knowledge and connivance. The Amendment removes this provision and actually provides special immunity to the Govt officials under Section 197 of CCP. There wont be any action against a Govt official fro violating this Act without sanction from the Govt. (Amendment to Section 87)
    6. The original provision of returning the land to original owner if not utilized within 5 years has been removed. Now the Govt can retain the land for longer without utilizing it, if the "period specified for the project" is longer. (Amendment to Section 101)
    7. The Govt has given itself the power of "removal of difficulty" for five years, instead of the original two years. (Amendment to Section 113)
    Basically every positive feature of the original Act (which was passed with BJP's active support) has been annulled. This Ordinance must be opposed by all those who respect democracy and who care for the farmers.
    file:///Users/yogendrayadav/Downloads/ORDINANCE%20ON%20RFCT%20LARR%202013.pdf
  • PT | 213.110.243.21 | ০২ জানুয়ারি ২০১৫ ০৯:৩৪643112
  • "আর বিজেপির জমি "হড়প" আইন নিয়ে পিটি তো খুশী। লিখেওছে - সিপিএমের ভোট পাওয়ার দায় আছে তাই এই জমি "হড়প" আইনের বিরুদ্ধে তৃণদের সাথে গলা মেলাচ্ছে। "ভুল স্বীকার" একপ্রকারের।"

    আমি এসব কোথায় লিখলাম? এখন জগতে পিট-ই একমাত্র প্রতিপক্ষ বলে মনে হচ্ছে।
  • কল্লোল | 111.63.66.189 | ০২ জানুয়ারি ২০১৫ ১১:৩০643113
  • পিটি। এটা ঠিকই লিখেছো। অন্যদের সাথে ঝগড়ায় ততো মজা নাই।
    নতুন বছরে ফাটিয়ে ঝগড়া হোক। ভালো থেকো।
  • কল্লোল | 111.63.66.189 | ০২ জানুয়ারি ২০১৫ ১১:৩৩643114
  • হ্যাঁ, একটু ভুল হয়েছে।
    পড়তে হবে -
    "আর বিজেপির জমি "হড়প" আইন নিয়ে পিটি তো খুশী। লিখেওছে - সিপিএমের ভোট পাওয়ার দায় আছে। (এই দাড়িটা দিতে ভুলে গেছি) তাই এই জমি "হড়প" আইনের বিরুদ্ধে তৃণদের সাথে গলা মেলাচ্ছে। "ভুল স্বীকার" একপ্রকারের।"
  • কল্লোল | 111.63.66.189 | ০২ জানুয়ারি ২০১৫ ১১:৩৬643115
  • নাঃ আরও একটা ছড়িয়েছি।
    পড়তে হবে -
    "আর বিজেপির জমি "হড়প" আইন নিয়ে পিটি তো খুশী। লিখেওছে - সিপিএমের ভোট পাওয়ার দায় আছে। (এই দাড়িটা দিতে ভুলে গেছি) তাই এই জমি "হড়প" আইনের বিরুদ্ধে সিপিএম (এটাও লেখা উচিৎ ছিলো - মিসটেক) তৃণদের সাথে গলা মেলাচ্ছে। "ভুল স্বীকার" একপ্রকারের।"
    ভুল স্বীকারটা সিপিয়েমের, পিটির নয়।
  • PT | 213.110.246.230 | ০২ জানুয়ারি ২০১৫ ১২:৪৬643116
  • দ্যাকো কান্ডো!!
  • PM | 11.39.61.45 | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:৫০643118
  • কল্লোলদা, জমি নিয়ে অমার মত পরিস্কার। শিল্প আর উন্নয়নের জন্য জমি দরকার। তার জন্য সরকারকে জমি অধিগ্রহন করতেই হবে।
    কিন্তু উপযুক্ত ক্ষতিপুরন দিতে হবে। ক্ষতিপুরনের সময় দীর্ঘ মেয়দি রিটর্নের কথা ভাবা উচিত।

    কিন্তু কোনো অবস্থাতেই সম্মতি ছাড়া জমি নেওয়া যাবে না, বা তাতে সরকারের কোনোভুমিকা থাকবে না, এই অবস্থানের তীব্র বিরোধি আমি। সিঙ্গুরের সময় ও আমার একি অবস্থান ছিলো, আজ ও আই অছে
  • কল্লোল | 111.63.89.219 | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৫৪643119
  • পিএম।
    ঐ যে কি বলে উপযুক্ত ক্ষতিপূরণ। কথা হলো গে উপযুক্ত মানে কি? ক্ষতিপূরণ দিচ্ছে যে তার মতে উপযুক্ত, না ক্ষতিপূরণ পাচ্ছে তার মতে উপযুক্ত?
    সব ক্ষেত্রেই ক্ষতিপূরণ প্রদানকারী যেহেতু বলশালী তাই তাদের মতে "উপযুক্ত ক্ষতিপূরণ" হলেই হয়।
    আমাদের দেশের আজকের জনসংখ্যার ৪% হলো আদিবাসী। এই জনগোষ্ঠীর ৪০% উচ্ছিন্ন। আমাদের বড় বড় বাঁধ, খনি ইত্যাদি "উন্নয়ন"এর ঠেলায় এরা এদের জীবন-জীবিকা-যাপন হারিয়েছে। "উপযুক্ত" ক্ষতিপূরণ কি পেয়েছে, তা এদের দলে দলে মাওবাদী হয়ে যাওয়া দিয়েই বোঝা যায়।

    যাগ্গে। এসব তো বহুবার বলা হয়েছে।
    এখন (এই লোকসভা নির্বাচনের আগেই) শুনছি, গুজরাটের উন্নয়ন আসলে ভাঁওতাবাজী (সিপিএমের পুস্তিকা। সম্ভবতঃ বৃন্দার সম্পাদনা)। তা, ন্যানো-ট্যানো হয়েও এই অবস্থা? তবে উন্নয়নটা হয় কিসে?
    আমি উন্নয়ন বলতে বুঝি সকল মানুষ (শুধু মধ্যবিত্ত নয়) সম্মানের সাথে বাঁচবে। সেটা হচ্ছে কোথায়?
  • dc | 125.187.45.153 | ০২ জানুয়ারি ২০১৫ ২০:২৬643121
  • * আমি PM এর সাথে একমত।
  • dc | 125.187.45.153 | ০২ জানুয়ারি ২০১৫ ২০:২৬643120
  • আমি এর সাথে একমত। যেকোন কারখানা, পাওয়ার প্ল্যান্ট বা অন্য যেকোন প্রোজেক্টের জন্য জমি নিতেই হবে। সরকারে যেই আসুক না কেন, কংগ্রেস, বিজেপি, সিপিয়েম বা যেই হোক না কেন, জমি অধিগ্রহন সমস্যার সমাধান তাদের করতেই হবে। কাজেই ক্ষতিপূরন দিয়ে যাতে জমি নেওয়া যায়, সেটাই নিশ্চিত করা উচিত। আর উপযুক্ত ক্ষতিপূরন মানে হওয়া উচিত মার্কেট প্রাইসের থেকে বেশী দাম দেওয়া, চাকরির সুযোগ দেওয়া, অন্যান্য নানা ইনসেন্টিভ দেওয়া। এগুলো সব দিয়ে জমি অধিগ্রহন করলে আমি আপত্তির কিছু দেখিনা।
  • pi | 24.139.221.129 | ০২ জানুয়ারি ২০১৫ ২১:০৬643122
  • চমৎকার। এই অপেক্ষাটাই করছিলাম। অরভিন্দ পানাগারিয়া কবে আসেন। আসছেন। নীতি আয়োগের প্রধান হয়ে। নীতি আয়োগ মানে প্ল্যানিং কমিশনের পরিবর্তে যেটা হচ্ছে।
  • ranjan roy | 24.99.165.178 | ০২ জানুয়ারি ২০১৫ ২১:০৯643123
  • ডিসিঃ
    " কাজেই ক্ষতিপূরন দিয়ে যাতে জমি নেওয়া যায়, সেটাই নিশ্চিত করা উচিত। আর উপযুক্ত ক্ষতিপূরন মানে হওয়া উচিত মার্কেট প্রাইসের থেকে বেশী দাম দেওয়া, চাকরির সুযোগ দেওয়া, অন্যান্য নানা ইনসেন্টিভ দেওয়া। এগুলো সব দিয়ে জমি অধিগ্রহন করলে আমি আপত্তির কিছু দেখিনা।"
    শুনতে অবশ্যই ভাল। কিন্তু আপনাদের দেখা বা জানা এমন কোন প্রোজেক্ট হয়েছে যাতে জমির ক্ষতিপূরণ হিসেবে " মার্কেট প্রাইসের থেকে বেশী দাম দেওয়া, চাকরির সুযোগ দেওয়া, অন্যান্য নানা ইনসেন্টিভ দেওয়া"--এগুলো হয়েছে?
    আমি যা দেখেছি-- এনটিপিসি ২১০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট ( পশ্চিম কোরবা), তাতে দর্রিখার, নগৈখার, টাঙ্গামার, অগারখার ইত্যাদি গ্রামের অধিগ্রহন। কোলমাইনস-- কুসমুন্ডা, গেবরা, বলগীখার, দীপকা প্রোজেক্ট্স। আরো কিছু। একটাতেও মার্কেট প্রাইসের নীচে ছাড়া ওপরে দাম দিতে দেখিনি।
    আমার মেয়ে ছাত্রাবস্থায় নর্মদা বাঁধ পরিযোজনায় ডুবতে থাকা হরসুদ গ্রামের পুনর্বাসন স্টাডি করতে গিয়ে একটি ডকু ফিল্ম বানায়। গোয়ায় ডকু উৎসবে দেখানো হয়। তাতে দেখা যাচ্ছে যে পুনর্বাসন নিয়ে ও ক্ষতিপূরণ নিয়ে যা যা সরকারী বিভাগ ক্লেম করছে তার অধিকাংশই মিথ্যে।
  • PT | 213.110.246.23 | ০২ জানুয়ারি ২০১৫ ২১:৫৬643124
  • ঐজন্যেই তো উল্টোপাল্টা লোক ক্ষ্যাপানোর পেছনে সময় নষ্ট না করে আইনের শাসনের দাবী জানানো দরকার। পব-তে সেই সুযোগটা এসেছিল। কিন্তু বেশী বুদ্ধিমান বাঙালী তিনোদের ক্ষমতায় পাঠানোর পেছনে সময় ব্যয় করে সেই সুযোগ হাতছাড়া করেছে।
  • dc | 125.187.45.153 | ০২ জানুয়ারি ২০১৫ ২২:১৩643125
  • "শুনতে অবশ্যই ভাল। কিন্তু আপনাদের দেখা বা জানা এমন কোন প্রোজেক্ট হয়েছে যাতে জমির ক্ষতিপূরণ হিসেবে " মার্কেট প্রাইসের থেকে বেশী দাম দেওয়া, চাকরির সুযোগ দেওয়া, অন্যান্য নানা ইনসেন্টিভ দেওয়া"--এগুলো হয়েছে?"

    আসলে আমার মনে হয় আন্দোলন হওয়া উচিত এই ফ্যাক্টরগুলো নিয়ে। যেন উপযুক্ত ক্ষতিপূরন দেওয়া হয়, চাকরি দেওয়া হয় ইত্যাদি। কিন্তু বেশীর ভাগ সময়ে আন্দোলন হয় প্রোজেক্টটাকেই বন্ধ করার জন্য। যেমন দেখুন সিঙ্গুরে বেশী ক্ষতিপূরনের দাবীতে আন্দোলন কেউ করেনি। আন্দোলন হয়েছে একটাই উদ্দেশ্য নিয়ে - প্রোজেক্টটাই যেন বন্ধ হয়। তা না হলে চারশো একর না একশো একর, এই উদ্ভট তর্কটাই আসত না। প্রোজেক্টের জন্য যা জমি লাগবে, ধরা যাক এক হাজার একর, সেই জমি নিতে গিয়ে যারা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হবেন, তাদের ক্ষতিপূরন নিয়ে তর্ক হওয়া উচিত ছিল। কিন্তু দেখুন, মমতার থেকে মেধা, সবাই চারশো একর নিয়ে তর্ক করে গেলেন। কেউ বললেন না, হাজার একরের জমির ক্ষতিগ্রস্তদের জন্য দশ লাখ বা এক কোটি করে দিতে হবে। এই তর্কটা উঠলে তাহলে নয় সরকারের সাথে নেগোসিএশন শুরু করা যেত, কিন্তু তর্কটা টাকার অংকের দিকে গেলই না।
  • ranjan roy | 24.99.165.178 | ০২ জানুয়ারি ২০১৫ ২২:১৭643126
  • তা বিজেপিতো আইনমাফিক বিল এনেছে, সিপিএম দিদির মত "উল্টোপাল্টা লোক ক্ষ্যাপানোর" খেলায় মেতেছে কেন? আইনসভায় বিরোধিতাই যথেষ্ট ছিল।ঃ)))
  • dc | 125.187.45.153 | ০২ জানুয়ারি ২০১৫ ২২:২১643127
  • সিপিয়েম কি করছে আর কেন করছে বলতে পারবোনা ঃ-)
  • PT | 213.110.246.23 | ০২ জানুয়ারি ২০১৫ ২২:২৯643129
  • সিপিএম লোক ক্ষ্যাপানোর ব্যাপারে সিঙ্গুর-নন্দীগ্রামের অতিবদ অতিবাম আর তাদের সমব্যথীদের সঙ্গে পাল্লা দিতে পারবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন