এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৮১৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 34.3.17.255 | ০৭ জানুয়ারি ২০১৫ ০৫:৪৯643230
  • টাটা নিজের সুবিধেমতো চেয়েছে। সরকার তা বলে 'টাটার কাছে নিশ্চয় ডেটা আছে' বলে সঙ্গে সঙ্গে ঘাড় নাড়বে?
    কাছা খুলে হটাথ করে পুঁজিবাদী হতে গেলে যা হয়, স্তালিন ভগবান থেকে একদম টাটা ভগবান। নতুন পুঁজিবাদী তো, 'trying too hard ' শিল্পবান্ধব হওয়ার জন্য, সেইটাই হচ্ছে কেস।
  • PT | 213.110.246.23 | ০৭ জানুয়ারি ২০১৫ ০৭:৫৪643231
  • "সাহস থাকলে প্রস্তাবটা গ্রহন করে, দিনক্ষন ঠিক করে এককের সাথে পব'র ল্যান্ড রেকর্ড অফিসে যাও।"
    আমার এতে সাহস দেখানোর কি আছে? তোমরা যারা টাটাকে ভাগিয়েছ তারাই বরং দল বেঁধে ল্যান্ড রেকর্ড আপিসে যাও ঐসব ডেটার সন্ধানে। পারলে মেধাদিদিকেও সঙ্গে নিও। আগামী দশ বছর সিঙ্গুরের চাষীর গলা জড়িয়ে অশ্রু বিসর্জনের জন্য পোচুর মেটেরিয়াল পাবে। আর সেসব ডেটা দেখে আমি মুখ চুণ করে বসে থাকব কথা দিচ্ছি।

    ঠিক, টাটা "ছাগল নয়"। সেইজন্যেই ""এই টাটা কে ই যদি জিগানো হয় বাপু ওই জমিটা কেন ? সেইটা নয় কেন ডেটা দিয়ে দেখাও দেখি ? জাস্ট পারবেনা " বক্তব্যটিকে সংক্ষেপে "টাটারা কিছুই জানেনা সব শাঁওলী জানে" বলে ভাবসংক্ষেপ করেছি। আবার লিখি, টাটা কোং গাড়ী ও কারখানার-আর এখন যোগ করি জমি বাছাই- এসব বিষয়ে বিশেষ কিছু জানে না এমন ধারণা বেশ কিছু দিন ধরে চালু হয়েছে বুদ্ধিমান অধ্যুষিত পব-তে। অনেকে সেই বোঝা যে এখনো বয়ে বেড়াচ্ছে সেটা বুঝতে পারছি।

    "ধরায় যারা অলস
    তারা কেবল বোঝার ভার
    পথিক তুমি পরিশ্রমী
    লও এ সোনার কলস
    কঠিন শ্রমের এই তো পুরস্কার!!"

    এখানে "অলস"-এর মানে বেশী বুদ্ধিমান। ঐজন্যে সব ইন্ভেস্টমেন্ট পব-র বাইরে চলে যাচ্ছে।
  • কল্লোল | 111.63.210.115 | ০৭ জানুয়ারি ২০১৫ ১২:২৪643232
  • পিটি।
    হুম। বোঝা গেলো।
    যে তথ্য জানা টাটারও অসাধ্য সেটা আমরা গিয়ে জেনে আসবো। তথ্য জানাটা টাটারও অসাধ্য কি না, সেটা নিয়ে একক "কথা হাওয়ায়" ভাসিয়েছে কি না, তার বিবাদভঞ্জন করতেই একক তোমায় প্রস্তাব দিয়েছিলো। তুমি ভয় পেয়েছো। গেলেই প্রমান হয়ে যাবে তুমিই আসলে হাওয়ায় কথা ভাসাচ্ছো।

    একক পষ্টো করে লিখেছে কারন বলতে না পারাটা টাটার "দোষ" নয়, কারন সরকার সেই ধরনের ব্যবস্থাই রাখেনি। বাম-ডান-ড্ডান কোন সরকারই রাখে নি।

    তুমি নিজের চোখে আঙ্গুল দিয়ে প্রমান করে দিচ্ছো তুমি তোমার ভাষ্যেই "অলস"।
  • sm | 233.223.154.223 | ০৭ জানুয়ারি ২০১৫ ১৩:০১643234
  • শিল্পপতিদের আরো কিছু টাকার দরকার !সরকার কে কেমন করে দুইবে তার প্রস্তাব।
  • চান্দুমিঞা | 116.208.83.226 | ০৭ জানুয়ারি ২০১৫ ১৩:৩৪643235
  • পরিষ্কার করে বুঝেনি এই ল্যান্ড রেকর্ডের সমস্যা কি শুধু পবয়? আর ও জিনিস সোজা করার খরচ কে করবে? আমার অত পয়সা নেই আর ওতে কোন উৎসাহ নেই। সরকার বাহাদুরের কাছে অন্য জরুরী দাবী ও আছে। তাই পয়সা বেশি হলে আগে সেগুলো মেটাতে বলব।পেরাইভেট বাবুরা নিজেরাই করে নিননা ।
  • Du | 230.225.0.38 | ০৭ জানুয়ারি ২০১৫ ১৩:৪৭643236
  • একক টোকেন বিরোধিতা নিয়েও কিছু বলেছিল। আশা করি সেটা জাস্ট বাস্পীভূত হয়ে যায়নি।
  • PT | 213.110.243.23 | ০৭ জানুয়ারি ২০১৫ ১৪:০৮643237
  • কল্লোলদা

    সাম্প্রতিক কালে তোমার বাংলা আর তার থেকেও বড় কথা তোমার পোস্টিং-এর মর্মার্থ উদ্ধার করা বেশ কঠিন হয়ে উঠেছে।

    আমি প্রকৃত অর্থে অলস তাই অত খেটে ল্যান্ড রেকর্ড জোগাড় করতে পারব না। ওসব পন্ডিতদের কাজ। তবে তোমার বক্তব্য "তুমি তোমার ভাষ্যেই "অলস""-এর সম্পুর্ণ বিরোধীতা করছি। আমি সত্যি-ই খুব কম বুদ্ধিমান। সেইজন্যেই সিঙ্গুরে ন্যানোর কারখানা ও নন্দীগ্রামে কেমিকাল হাব চেয়েছি।

    তবে আমার মত কম বুদ্ধিমান যদি পব-তে সংখ্যায় বেশী হত তাহলে পব-র একটু হলেও উপকার হত।
  • কল্লোল | 125.242.153.207 | ০৭ জানুয়ারি ২০১৫ ১৫:৫৩643238
  • পিটি। আবারও এসব উদুকেলে তক্কো ও কথাবত্তা কয়ে নিজেরে আরও (তোমার ভাষ্যানুযায়ী) "অলস" প্রমান করতেছো।
    তো কর। করতে থাকো।
  • PT | 213.110.243.23 | ০৭ জানুয়ারি ২০১৫ ১৮:৫৭643240
  • কল্লোলদা, তুমি ও তোমার মত পন্ডিতেরা বিকৃত তাত্বিকতার চর্চা করে গত কয়েক বছরে পব-র যা সব্বোনাশ করেছ তা নিয়ে প্রকৃত অর্থেই "উদুকেলে তক্কো ও কথাবত্তা" জারি থাকবে।
  • PM | 233.223.159.253 | ০৭ জানুয়ারি ২০১৫ ২০:৪৩643241
  • সিঙ্গুরে আন্দোলন করার সময় কি জমি রেকর্ড ঘেঁটে ডেটা পাবলিশ করা হয়েছিলো? যাস্ট কিউরিআস
  • dd | 132.172.104.18 | ০৭ জানুয়ারি ২০১৫ ২১:০৮643242
  • অ্যাকচুয়ালি আমার কোনো বক্তব্য নেই।

    কিন্তু পর পর পাচটা টইতে পোস্ট করবো বলে এটায় লিখলেম। রাগারাগির কি আছে ?
  • raan roynj | 24.99.130.70 | ০৭ জানুয়ারি ২০১৫ ২২:২৯643243
  • পিটি উবাচঃ
    "কল্লোলদা, তুমি ও তোমার মত পন্ডিতেরা বিকৃত তাত্বিকতার চর্চা করে গত কয়েক বছরে পব-র যা সব্বোনাশ করেছ তা নিয়ে প্রকৃত অর্থেই "উদুকেলে তক্কো ও কথাবত্তা" জারি থাকবে।"

    -- সেকি! ৩৪ বছরের জনগণতান্ত্রিক শাসনের ভিত্তি এত নড়বড়ে যে কল্লোলের মত দু-চারটে বিকৃত তাত্ত্বিকতার চর্চায় কুপোকাত!
    সিপিএম এর এত বড় অপমান!!! আত্মঘাতী গোল!
  • PM | 53.251.89.251 | ০৭ জানুয়ারি ২০১৫ ২৩:০২643244
  • রানবাবু, সিপিএম ৩৪ বছর পরে ক্ষমতা থেকে যাওয়াটা বেশী আশ্চর্য ব্যাপার না প্যাথোলোজিকাল বাম বিরোধীদের মুখে ছাই দিয়ে ৩৪ বচ্ছর ক্ষমতায় থাকাটা বেশী আশ্চর্যের সেটাই বুঝে উঠতে পারছি না ঃ)।

    বদলে যাকে আনলেন তারা তো তিন বছরেই জেলে যাবার লইন দিচ্ছেন , তাতেও তো প্যথোলোজিকাল বাম বিরোধীদের লজ্জিত হবার নাম গন্ধ নেই ঃ)।
  • Arpan | 125.118.78.231 | ০৭ জানুয়ারি ২০১৫ ২৩:৪৯643245
  • এই গানটা বুঝি সিপিয়েমের জন্যই তৈরী হয়েছে!

  • PT | 213.110.243.23 | ০৭ জানুয়ারি ২০১৫ ২৩:৫৪643246
  • যারা তিনোদের তোল্লাই দিয়ে ক্ষমতারোহনে সাহায্য তারা মনে হচ্ছে এখনো তাদের কৃতকর্মের বিপদটা বুঝে উঠতে পারেনি। তাদের প্যাথোলজিকাল বাম বিরোধিতার মাধ্যমে এবার তারা বিজেপির পথ প্রশস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে।
  • ranjan roy | 24.99.130.70 | ০৮ জানুয়ারি ২০১৫ ০০:০০643247
  • সিপিএম এর সমর্থনের নামে সিপিএমকে কত দুর্বল আর অপদার্থ করে দেখাচ্ছেন সেটা এখনো বুঝতে পারেন নি? বুঝতে পারলে নিজেই লজ্জায় মুখ ঢাকবেন।
  • PT | 213.110.243.23 | ০৮ জানুয়ারি ২০১৫ ০০:০৬643248
  • ঐ দেখুন, লিখছি "বাম" আর আপনি পড়ছেন "সিপিএম"। অন্ধ ঘৃণা কিভাবে আপনার বিচারবোধকে আচ্ছন্ন করেছে তা কি বুঝতে পারছেন?
  • ranjan roy | 24.99.130.70 | ০৮ জানুয়ারি ২০১৫ ০০:২১643249
  • কোন অন্ধ ঘৃণা-ফিনা নয়। সুচিন্তিত বাস্তব ছবি।
    সিপিএমকে বাদ দিয়ে বঙ্গে অন্য কথিত বাম দলগুলোর সাংগঠনিক শক্তি ও জনভিত্তি কতটুকু? সিপিএম কে বাদ দিয়ে এরা শুধু নিজের জোরে কত আসন পাবে? কেন সেমান্টিক নিয়ে সময় নষ্ট করে নিজেকে চোখ ঠারছেন?
  • PT | 213.110.243.23 | ০৮ জানুয়ারি ২০১৫ ০০:২৯643251
  • যাচ্চলে।
    সিপিএম যথেষ্ট বাম নয় বলেই তো নাকি অতিবদ অতিবামেরা তিনোর সঙ্গে বিপ্লব করতে গিয়েছিল। তাদের সেই বিপ্লবকে তখন প্রাণ খুলে সমর্থনও করেছিলেন। আর সিপিএম আদৌ বাম নয় বলে বিভিন্ন টইতে পোস্টিং-এর অঝোর ধারার সময়ে মৌনও থেকেছেন। এখন কি বিজেপির বাড়-বাড়ন্ত দেখে সেই সিপিএমকেই বাম বলতে ইচ্ছে জাগছে?
  • ranjan roy | 24.99.130.70 | ০৮ জানুয়ারি ২০১৫ ০০:৩৯643252
  • কী যে বলেন! বিজেপি অর নো বিজেপি, সিপিএম যে একনম্বর সরকারী বাম সে নিয়ে কখনো কোন সন্দেহ আছে?
    আর আমি অরিন্দম শীল বা অবোধ সরকার নই যে দিদিকে নিও-বাম বলব!
    তাইতো আপনার পোস্টে সিপিএমকে কল্লোলের মত বদদের ফুঁয়ে ক্ষমতার তখত-এ-তাউস থেকে উড়ে গেছে --এমন কথা দেখলে খুব দুঃখ হয়, অপমানও হয়।
  • lcm | 146.152.142.61 | ০৮ জানুয়ারি ২০১৫ ০১:০৮643253
  • 'অতিবদ অতিবামেরা তিনোর সঙ্গে...'
    এই 'অতিবদ' টার্মটার ব্যবহার করা কি খুব দরকার? কারো কাছে তৃণমূল অতিবদ, কারো কাছে সিপিএম , কারো কাছে কংগ্রেস, কারো কাছে বিজেপি, কারো কাছে সবাই।
  • jenegan | 122.79.37.161 | ০৮ জানুয়ারি ২০১৫ ০১:১৫643254
  • কারো কাছে নাহ বলবো না
  • s | 117.131.42.250 | ০৮ জানুয়ারি ২০১৫ ০১:২৬643255
  • রূপা গাঙ্গুলি বিজেপি যোগ দিলেন। যতদুর জানতাম রূপা বাম সমর্থক। তাহলে আরও এক বাম রাম হয়ে গেল।
  • adhuli | 190.148.69.210 | ০৮ জানুয়ারি ২০১৫ ০৪:৫২643256
  • এ তো শুধু ট্রেলার চলছে, আসল সিনেমা শুরু হবে ২০১৫-র মাঝামাঝি থেকে। বাম-এরা তো রাম হবেই, তিনোদের ঢল নামবে রামের শরণ নিতে। এখন তো মুকুল-কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মার্কেট-এ, এদিকে মদন জেলের মন্দির সাজাচ্ছে। তলে তলে সব জল মেপে যাচ্ছে, যত ভোট কাছে আসবে, তত মাপামাপি ছেড়ে ঝাপাঝাপি শুরু হবে। শেষে দিদি নিজেই না রামের শরণ নেয়। জয় মোদী, মেলাবেন তিনি মেলাবেন।
  • cm | 127.247.114.87 | ০৮ জানুয়ারি ২০১৫ ০৬:২৯643257
  • "তাদের প্যাথোলজিকাল বাম বিরোধিতার মাধ্যমে এবার তারা বিজেপির পথ প্রশস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে।"

    বিজেপির পথ প্রশস্ত করাই যে উদ্দেশ্য নয় সে বিষয়ে সুনিশ্চিত হওয়ার কারণ কি? সেই "অতিবুদ্ধিমান" (মোটেই "অতিবদ" নয়) কাঠুরে যখন যেই ডালে সে বসেছিল, সেই ডালটি কাটছিল, সে তার লাভই দেখেছিল। ডালটি কাটলে কি হবে তা বোঝেনি সেটা আলাদা কথা।
  • cm | 127.247.114.87 | ০৮ জানুয়ারি ২০১৫ ০৬:৩২643258
  • "যতদুর জানতাম রূপা বাম সমর্থক।" একদম বাজে কথা, উনি বরাবর জানি বিজেপি। এই সব কে কি হবে তার হিসেব না করে বিজেপির নীতি নিয়ে প্রচার চালালে ভাল হত।
  • PT | 213.110.246.23 | ০৮ জানুয়ারি ২০১৫ ০৮:৫২643260
  • "তাইতো আপনার পোস্টে সিপিএমকে কল্লোলের মত বদদের ফুঁয়ে ক্ষমতার তখত-এ-তাউস থেকে উড়ে গেছে --এমন কথা দেখলে খুব দুঃখ হয়, অপমানও হয়।"

    এদের ফুঁয়ে ক্ষমতা বদল হওয়ার চাইতেও বড় কথা ২০০৭-২০১১-র মধ্যে এদের রাজনৈতিক অবস্থান পব-র রাজনৈতিক পরিবেশটাকেই নষ্ট করে দিয়েছে।
  • সিকি | 135.19.34.86 | ০৮ জানুয়ারি ২০১৫ ১১:২৩643262
  • (আরে) পড়িয়া কালের ফেরে ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন