এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৮১০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 192.71.182.106 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৮643063
  • তথ্যের ভিত্তিতে এদেশের গড় বার্ষিক মাথাপিছু আয় ৭৫০০০ টাকার কাছে, মানে মাসে প্রায় ৬২৫০ টাকা মতো
    (http://en.wikipedia.org/wiki/Income_in_India)। যারা এই রেঞ্জে পড়েন তাদেরই ধরা যাক সাধারণ মানুষ। কিছু রিপোর্ট আবার বলছে USD 10 - 50 per day house hold income holo middle income group. সেই হিসেবে মাসিক হাউশোল্ড ইনকাম ১৮০০০ (১০ * ৩০ * ৬০) হল সাধারণ লোক (লোয়ার লিমিট টাই নিলাম)

    সেক্ষেত্রে ৩০০ টাকা মতো মুল্যবৃদ্ধি শুধু আলু, চাল আর তেলে হলে তা মাসিক আয়ের (৬২৫০ ধরলে) ৫% থেকে ১.৭% (১৮০০০ ধরলে) হয়। সেটা incremental না considerable নিজেরাই ভাবুন। মনে রাখবেন একজন রিক্সাচালক, কাজের মাসী, এদের কিন্তু ফিক্সড DA নেই
  • pharida | 11.39.25.159 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১২643064
  • তাপস, গুণগত মানের পার্থক্য আছে বৈকি, কিন্তু তা সত্ত্বেও ঐ ইন্ডেক্স অনুযায়ী ভাগ করলে ঐ স্কেলে ৮০% এ কারা আছেন আর ৫০% এ করা সেটা স্পষ্ট হয়ে যায়। এখান, এই লাক্সরি বা গুণগত ফ্যক্টর এর প্রভাব ততটা হবে কি যাতে তার ক্যটাগোরি পরিবর্তন হয়?
    এটা বড়জোর কারেকশান ফ্যাক্টর মানা যাক?
  • তাপস | 233.29.204.178 | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫০643065
  • আরে হ্যা হ্যা - আলোচনা শুরু করার জন্যে একটা পয়েন্ট লাগত - সেইটা মোটামুটি পাওয়া গেছে তো !
  • π | ১০ নভেম্বর ২০১৪ ০০:০৯643067
  • চোদ্দোই ডিসেম্বর থেকে বামেরা যে বিজেপির বিরুদ্ধে চেঁচানোর সিদ্ধান্ত নিয়েছে, সেটা তাহলে ঐতিহাসিক ভুল হতে চলেছে বলছেন ?
  • সিকি | ১০ নভেম্বর ২০১৪ ০৯:১২643070
  • প্রসঙ্গত, ডিজেলের দাম কমার পর থেকে আমাদের পাড়ায় আলুর কেজি চল্লিশ টাকা হয়ে গেছে।
  • π | ১০ নভেম্বর ২০১৪ ০৯:১২643069
  • এদিকে ওষুধের দাম ডিরেগুলেশন নীতি নিয়ে কনফ্যুসড। এই নিয়ে অনেক চেঁচামেচি হচ্ছে অথচ সেদিন সম্বিত পাত্র বললেন, এরকম কোন ডিরেগুলেশন করা হয়নি, ওষুধের দাম বাড়েওনি। কেউ আলোকপাত করতে পারেন ?
  • jhiki | 121.95.121.45 | ২৩ ডিসেম্বর ২০১৪ ২০:০৭643074
  • আরো একটা অশনি সঙ্কেতে দিয়েছিলাম, এই ওষুধ সংক্রান্তই।
  • 4z | 208.231.20.20 | ২৩ ডিসেম্বর ২০১৪ ২০:১৬643075
  • আচ্ছে দিন, আচ্ছে দিন... ছাড়ান দিন। সবই লবি বাবার কৃপা... বলুন জয় লবিবাবার জয়
  • pi | 192.66.24.73 | ২৩ ডিসেম্বর ২০১৪ ২৩:১৩643076
  • আহা কী চমৎকার অচ্ছে দিনই না আসছে।
    স্বাস্থ্যখাতে ৯৪৭ মিলিয়ন ডলার - ২০% বাজেট কাট !!!
    এমনিতেই বরাদ্দ ছিল কম, এত চেঁচামেচির পরেও এদ্দিনে কিপটের মত একটু একটু চিপে চিপে বাড়ানো হত। এই সরকার বাজেট বাড়িয়ে দেবী এমন দুরাশা খুব ছিল না, তবে ঐ ডঃ হর্ষবর্ধনের ইউনিভার্সাল হেল্থ কেয়ার নিয়ে বড় বড় বাতেলা শুনে মনে হয়েছিল, এদিকে ভুল করেও কিছু বাড়লেও বাড়তে পারে।
    কিন্তু আসল চেহারা এত তাড়াতাড়ি বেরিয়ে পড়বে ভাবিনি।
    এইভাবে কমিয়ে দেবে ?

    কী অবস্থায় সাধারণ মানুষ বাঁচছে, কত খামতি রয়ে গেছে, মানুষ তার জন্য কীভাবে ভুগছে, মরছে জাস্ট ভাবা যায় না, তার মধ্যে উল্টে এই স্টেপ ?

    গুজরাত দাঙ্গার জন্য মোদির উপর যতটা রাগ আছে, এর জন্য তার থেকে কিছু কম হচ্ছেনা। এ তো লং টার্মে লাখ লাখ মানুষ মারার বন্দোবস্ত করা হল।

    এই নিয়েও যদি কোন আন্দোলন এবার গড়ে না ওঠে তো কবে উঠবে ?
  • 4z | 208.231.20.20 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০০:২৮643077
  • আন্দোলন? আগে যে ওষুধ গিলিয়েছে সেটা হজম তো হোক!
  • pi | 24.139.221.129 | ২৬ ডিসেম্বর ২০১৪ ১৮:১৬643078
  • Even as the BJP government had announced in their manifesto that there would be more spending on health infrastructure and easy affordability of medical services to the poor, post-elections we have witnessed a complete u- turn in the government’s position. After having deregulated the price of essential drugs such as those required to treat dangerous diseases such as cancer, TB, diabetes, AIDS and heart diseases among others, the government has now ordered a near 20% cut in the healthcare budget in the 2014-15 financial year. This is when the spending on healthcare in India (1% of the GDP) is already among the lowest in the world with a very high incidence of disease and health-care related deaths, malnutrition and child mortality.

    The cut would unambiguously translate into more and more of common people being denied accessibility to basic health care, not to speak of decrease in initiatives for disease control (which reminds us that the finance ministry has also ordered a slash of 30% in its HIV/ AIDS programme, even as india has one of the largest number of HIV infected people in the world). The network of primary health centers which is already in a neglected position, would be hit hardest as a result of the cuts announced making access to even basic health care facilities even more difficult, especially in the rural areas. On the other hand it will mean increasing precariousness of employment for health professionals, leaving them with no option but to work in various private hospitals with limited infrastructure or find the money to set up their own practice. Medical education would be another casualty, becoming even more expensive than it currently is. The scenario in short would require those who can afford to go to expensive private hospitals and clinics and leave the others to die, literally.

    The cuts come in the wake of the government trying to overcome its fiscal deficit target of 4.1% GDP for 2014- 15 and is part of the larger trend of “austerity moves” taken by capitalist governments all over the world to solve the crisis that they are currently facing. It is however clear from the already low allocation of funds for sectors like public health and education, food and shelter, that these are not where the deficit is building up. Instead, it is the massive tax holidays afforded to the capitalist class and the bad loans given to the Adanis and their tribe that must be accounted and answered for. The Modi government in fact has in the name of “good governance” been introducing a host of neo-liberal reforms which pledges the state’s loyalty first and foremost to the capitalist class, always at the expense of the working and struggling common people. However, we shall not be duped by these “good” words.

    কেউ চাইলে সই করতে পারেনঃ
    https://www.change.org/p/prime-minister-of-india-withdraw-the-decision-to-cut-expenditure-on-public-health-care-immediately
  • dc | 127.213.83.216 | ২৬ ডিসেম্বর ২০১৪ ১৯:২৪643079
  • এমন কেলো, কয়েকদিন আগে এক বিজেপি সাপোর্টারের সাথে হেবি তর্ক হলো তেলের দাম কমা নিয়ে। ব্যাটা জানেনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে দেশেও দাম কমেছে। আবার বাড়লে দেশেও দাম বাড়বে। ও ভাবছিল মোদি সরকার এসে দাম কমিয়ে দিয়েছে। কি দেশে আছি মাইরি।
  • dd | 132.171.98.167 | ২৬ ডিসেম্বর ২০১৪ ২১:০৮643080
  • সে ক্ষি। আমি তো জানতেম লরেন বাবু এক হ্যাঁচকা টান দিয়ে গ্লোবালি তেলের দাম কমিয়ে দিয়েছেন। সৌদি এরাবের মুখ চুন। প্লাস পুটিন ক্ষি জানি একটা অপছন্দের কথা বলেছিলো, ব্যাস লরেন বাবু রুবলের বাবার নাম খগেন করে দিলেন।

    মার্সেও মিথেন কম পরেছে বলায় , লরেন বাবু কি একটা ব্যবস্থা করছেন। এট্টু টেইম দিন,দেখবেন।
  • dc | 213.187.246.70 | ২৬ ডিসেম্বর ২০১৪ ২১:৪২643081
  • মানে মার্সে গিয়ে নরেন বাবু একটু মিথেন গ্যাস ছেড়ে এসেছে? :p
  • pi | 192.66.19.137 | ২৭ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৩643082
  • প্রিয়স্মিতার লেখা থেকে,

    'মোদী সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপঃ

    কয়লা খনি সংক্রান্ত যে অর্ডিনান্সটি নেমে এসেছে, তার বিরুদ্ধে গোটা ভারত জুড়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা। ছত্তিসগড় বাচাও আন্দোলনের সুধা ভারদ্বাজের কথায়, এই অর্ডিনান্স প্রাইভেট সেক্টরের হাতের মুঠোয় এনে দেবে কয়লা খনিগুলোকে। পাব্লিক সেক্টরের আন্ডারটেকিংগুলো প্রভূত সমস্যায় পড়বে। শুধু তাই নয়, প্রাকৃতিক যে সম্পদ এর যোগান খুবই কম, সেই ক্ষেত্রগুলোতে প্রাইভেট কোম্পানিগুলো লাভ বাড়াবার জন্য যথেচ্ছ উত্তোলন বাড়াবে, ফলে বিপদে পড়বে দেশের মানুষদের জন্য কয়লার সংরক্ষণের প্রক্রিয়া। কয়লার বন্টন নিয়ে সিদ্ধান্ত যে পরিমাণে কেন্দ্রীভূত আকারে নেওয়া হতে চলেছে, তাতে রাজ্যের নির্বাচিত প্রতিনিধিদেরো খুব বেশী কিছু বলবার জায়গা বেচে থাকবেনা। যে অর্ডিনান্স কয়লার খনিতে বানিজ্যিক উত্তোলনের ছাড়পত্র দেয় তা দেশের মানুষের জন্য কি বিপজ্জনক তা বুঝতে সমস্যা হবার কথা নয়।

    ইনস্যুরেন্স সেক্টরে FDI ২৬% থেকে বেড়ে ৪৯% হয়েছে।

    ক্যাবিনেট সম্প্রতি একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে- রেল ব্যবস্থার পরিকাঠামোর ব্যাপারে ১০০% FDI এর প্রস্তাব। অর্থাৎ মোদী রেল বেসরকারী হচ্ছেনা বলে আপাতত গুপিটা দিলেন বটে, কিন্তু আড়ালে আবডালে রেল ব্যবস্থাতেও দিব্যি বেসরকারীকরণ ঢোকার রাস্তা তৈরী করে দেওয়া হচ্ছে। বিদেশী ফার্ম গুলো ট্রেন চালাবেনা ঠিকই, কিন্তু এই FDI এর বিল তাদের হাতে বুলেট ট্রেন সাপ্লাই থেকে রেলের নেটওয়ার্ক তৈরী- পুরোটারই সুযোগ ছাড়ছে।

    গোটা বিশ্বে ভারত স্বাস্থ্যখাতে কম ব্যয় করা দেশের লিস্টে বেশ উপরের দিকেই থাকে, বরাবর। USA ৮.৩% ব্যয় করে এবং চীন এর ব্যয় ৩%। সেখানে ভারত GDP-র ১% স্বাস্থ্যখাতে ব্যয় করে। এই অবস্থার উপর দাঁড়িয়ে মোদী সরকার স্বাস্থ্যখাতে ব্যয় ২০% কমিয়ে দিল, মানে ৯৪৮লক্ষ ডলারের কাছাকাছি টাকা আর স্বাস্থ্যে ব্যয় করা হবেনা। আর সরকারী হাসপাতালের অবস্থাও আরো খারাপ হবে, আর রমরমিয়ে ব্যবসা করবে বেসরকারী নার্সিংহোমগুলো। আর স্বাস্থ্যের অধিকার সাধারণ মানুষের হাতের আরো বাইরে। দেখালে বটে মোদী সরকার!

    নতুন অর্ডিনান্সের খবর এর মধ্যে বাতাসে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে আর এক-দু সপ্তাহের মধ্যেই জমি অধিগ্রহণ আইন সংক্রান্ত অর্ডিনান্স আসতে চলেছে। Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 কে বদলে ফেলা হবে খুব শিগগিরি। বস্তি উচ্ছেদ থেকে নিয়মগিরি পাহাড় লুঠ থেকে জল-জঙ্গল-জমির অধিকার লুঠ- সহজতর হবে এই প্রক্রিয়া।

    "আচ্ছে দিন" এসে গেছে, বোঝাই যাচ্ছে ।'
  • d | 144.159.168.72 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৩:১৮643085
  • কিন্তু রলওয়ে ইনফ্রাস্ট্রাকচার যদি বাইরের কোম্পানি দেয়, তাহলে সমস্যাটা কী এবং কতখানি? এই মুহূর্তে তো রেলের ইনফ্রাস্ট্রাকচারের বেশ বেহাল দশা।
  • kc | 204.126.37.78 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৩:৩৭643086
  • রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বাইরের যে যে কোম্পানি দেবে, এই ইনফ্রস্ট্রাকচার ব্যবহার করার সময়ও যে সব আনুসঙ্গিক যন্ত্রাংশ এসব লাগবে সেসবের যোগানদার কে হবে সেটাও সেই বাইরের কোম্পানিই বলে দেবে। এর ফলে ইন্ডিজিনিয়াস কোচ ফ্যাকরি এবং ঈঞ্জিন তৈরী করা কোম্পানিরা বেশ ভাল মতন মার খাবে। এদিকে বাইরের টাকা ছাড়া গতি নেই, আর বাইরের টাকা নিলে দেশের কোম্পানিদের বাঁশ। বেশ কঠিন অবস্থা।

    অবশ্য বাংলাদেশের পাওয়ার প্ল্যান্ট আর রেলওয়ে নেটওয়ার্ক নিয়ে এই বদমায়েশিটা ভারতও করে। বেশ ভালোভাবেই করে।
  • sch | 192.71.182.106 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৯643087
  • KC দা সব বলে দিয়েছে । ক্ক। বাঙ্গলাদেশে exim ব্যাংক এর লোনে যে বিশাল রেলের প্রজেক্ট হচ্ছে সেখানে ভারতও এই খেলা খেলছে। কন্ট্রাক্টর ইন্ডিয়ার, কন্সালটান্ট ইন্ডীয়ার, সাপ্লায়ার ইন্ডিয়ার।
  • Arpan | 233.227.134.22 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৪:২৮643088
  • কিন্তু রেলের ইনফ্রা যদি ভালো হয় আর তা যদি জিডিপি বাড়ার কাজে লাগে তাহলে বাইরের কোম্পানি নিয়ে আপত্তিটা কেন?
  • kc | 47.38.139.219 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৯643090
  • বিএইচইএল বসে যাবে। সেইল বসে যাবে। সাবস্টেশন ম্যানুফ্যাকচারারর কাজ হারাবে। এল অ্যান্ড টি আর ইরকন প্রচুর লস করবে।
  • sch | 192.71.182.106 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৯643089
  • infrastructure -এর জিনিসগুলো তো দেশের মধ্যের কোনো ম্যানুফাকচাররা তৈরী করত। তাদের মার্কেটটা যাবে আর কি
  • sch | 192.71.182.106 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৫:১৫643091
  • আর মার্কেট নেবে চাইনিজ কোম্পানিগুলো
  • sm | 233.223.154.39 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৯:৪১643092
  • চাইনিস মাল আবার বেশিদিন টেকে না!
  • b | 24.139.196.6 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৯:৫৩643093
  • কেসি, টেকনোলজি ট্রান্সফার করলে? দিশি যে লোকোমোটিভগুলো চলে, ডিজেল ও ইলেক্ট্রিক, তার প্রাথমিক মডেল ,একটাও আদতে ভারতে তৈরী নয়। বিদেশ থেকে ডিজাইন আমদানী করে/প্রোটোটাইপ এনে পরে এখানেই তৈরী তো।
  • kc | 198.71.217.154 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২০:১৩643095
  • বিদা, ওখানেই তো কবি কেঁদেছেন, টেকনোলজি ট্রান্স্ফারের চার্জ থাকে। আর সেটা হয় টেকনোলজি ইভল্ভ হওয়ার খরচ পুরিয়ে যাবার পর। তার পরেও এমন সব ভেন্ডর ঢুকিয়ে রাখে স্পেসিফিকেশনে যে স্পেয়ার বিক্কিরি করেই ব্রেক ইভেন।
    ধরুন স্টিল, এমন একটা অ্যালয় স্পেসিফিকেশনে দেবে যেটার পেটেন্ট আগামী পাঁচ বছরের জন্য লকড। এবার সেই স্টিল সেইল বা টাটাকে বানাতে হলে প্রথমেই হিউজ একটা পয়সা খ্সাতে হবে আর্সেলর মিত্তলকে। সেম থিঙ্গি গোজ ফর সুইচ গিয়ার। ঐ টাকাতেই ব্রেক ইভন।

    খুব নোংরা লাইন। এর কাছে তিণোমূলকে মনে হবে যেন টাইডে কাচা। খুব কাছ থেকে দেখে বলছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন