এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৮১৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 125.187.39.132 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৩:০৪643196
  • এককের লাস্ট পোস্টের সাথে অনেকটাই একমত ঃ-)

    তবে টাটারা একেবারে কোন কারন ছাড়া, কোন সার্ভে না করেই সিঙ্গুরে কারখানা বানাতে চেয়েছিল, এ ব্যাপারে আপনি শিওর কি? আমি যতোটুকু জানি শুধু টাটা কেন, যেকোন বড়ো প্রোজেক্টে জায়গা বাছা হয় বেশ লম্বা একটা সার্ভে প্রসেসএর পরে। এই প্রসেসটার ৫০ শতাংশ হয়তো আরবিট্রারি হতেও পারে, তবে ৫০ শতাংশ মোটামুটিভাবে মেথডিকাল। সিঙ্গুরে ওই জায়গা গাড়ী বানানোর জন্য প্রেফারেবল মনে হয়েছিল বলেই হয়তো টাটারা ওটা নিতে চেয়েছিল। অবশ্যই এটা আমার অনুমান, অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা টাটারাই ভালো বলতে পারবে।

    "আজ যারা শিল্পপতি দের হয়ে গলা ফাটিয়ে প্রগ্রেসিভ হচ্ছেন তাঁরা কোনদিন ভেবেছেন যে এই টাটা কে ই যদি জিগানো হয় বাপু ওই জমিটা কেন ? সেইটা নয় কেন ডেটা দিয়ে দেখাও দেখি ? জাস্ট পারবেনা ।"

    এটা বোধায় ভুল বললেন। আমার মনে হয় অন্তত দুতিনটে কারন দেখাতে পারবে। মানে শুধু টাটা না, যেকোন বড়ো প্রোজেক্টেই সাইট সিলেক্শনের অন্তত দুতিনটে কারন আপনাকে দেখাতে পারবে।
  • lcm | 118.91.116.131 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৩:০৫643197
  • প্রথম অপশনটা খারাপ না। সরকার ঠিকই এগোচ্ছিল। পুরো ৯০০ একরের অফিসিয়াল মালিকানা হাতে আসার আগেই কাজ শুরু করে দিয়ে একটা টেকনিক্যাল ভুল করেছিল।
  • একক | 24.96.107.83 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৩:১৪643198
  • ডিসি

    টাটা ছাগল নয় । কিন্তু এদেশে রিসোর্স আর প্রসেস ম্যানেজমেন্ট প্রচন্ড খারাপ । টাটা চাইলেও এক লহমায় সারা রাজ্যে অল্টারনেটিভ এন্ড অপটিমাম ল্যান্ড রেকর্ড এক্সেস করতে পারেনা । এই চূড়ান্ত খারাপ অবস্থায় যা পারে সেটাই এরা করে । সরকারী সংস্থা + বেসরকারী মিলে যে অফারগুলো অলরেডি আছে সেটাই এনালিসিস করে । "কারণ দেখানো " মানে আমি বলতে চাইছি একটা আধুনিক সিস্টেম যেখানে অন্ স্ক্রিন আপনি আপনার রিকয়ার্দ প্যারামিটার দিলে সারা রাজ্যে এরকম কত অল্টারনেটিভ আছে ক্লাস্টার দেখিয়ে দেবে । এটা হাইলি সম্ভব । পুরো ডেটা নিয়ে যক্ষ হয়ে বসে আছে সরকার । ই গভর্নেন্স এর নামে একটা মান্ধাতার ঢপবাজি চলছে পেটোয়া সংস্থা দের দিয়ে । দোষ টাটার নয় ক্রেতা হিসেবে । তাদের কাছে যেটুকু তথ্য সেভাবে চলে । ধরুন আমার একশ একর জমি দরকার । আমি তো পিছিয়ে গিয়ে এই সিস্টেম টা হোক তবে জমি নেবো বলবনা । কিন্তু সিস্টেম না হলে যা চলছে তাই চলবে এটাই ঘটনা ।
  • PT | 213.110.243.22 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৩:৪০643199
  • "এই টাটা কে ই যদি জিগানো হয় বাপু ওই জমিটা কেন ? সেইটা নয় কেন ডেটা দিয়ে দেখাও দেখি ? জাস্ট পারবেনা । "

    সত্যি? বলেছে সেকথা?
  • Ekak | 24.96.107.83 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৩:৫০643200
  • konodn land record office giye extensive data cheye dekhechhen ? Tata jodi bolto sara rajye-r jomir ডিজিটাল details daao aami nijer moto analytic chaliye nebo । kothay peten data ?

    maya hoy ,janen to । just maya hoy apnader dekhe।
  • dc | 125.187.39.132 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:০৩643201
  • একক, লাস্ট পোস্টে যেরকম বলেছেন সেরকম হলে তো সত্যিই ভালো হয়। এরকম আইটি প্রোজেক্ট একটা ইম্প্লিমেন্ট করলে হয়তো হবেও। তবে এক্সিসটিং যে সিস্টেম আছে সেটাতেও মোটামুটি একটা প্রসেস ফলো করেই সাইট সিলেকশন করা হয়। সেই প্রসেসটা পুরোপুরি ব্লাইন্ড বা আরবিট্রারি না। আর ক্ষমতায় আসার জন্য বা পাবলিসিটি পাওয়ার জন্য ইচ্ছে করে ভুল বুঝিয়ে আন্দোলন না করলে তো প্রোজেক্ট হচ্ছেও, নানান রাজ্যেই হচ্ছে। তবে অবশ্যই আপনার সিস্টেমটা ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করা উচিত। তার কাজ এখন থেকেই শুরু করা উচিত।
  • একক | 24.96.107.83 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:১০643202
  • ডিসি
    আমি তো নতুন কিছু বলছিনা । এরকম প্রস্তাব আগেও এসেছে । সমস্ত প্রজেক্ট সরকারী লাল ফিতের তলায় চাপা পরে যায়। আমি একটু হার্শ্লি রিয়েক্ট করি বলে অনেকের গায়ে ফোস্কা পরে কিন্তু ঘটনা হচ্ছে খুব ছোটো জায়গা থেকে ঘষে উঠেছি তো , চিরকাল আইটি কুলির জীবন ছিলনা । সরকারী দপ্তরের সঙ্গে কাজ করতে গিয়ে জাস্ট হেজে গেছি । আগের দিনে তবু ভাবতাম ঠিকাছে চলো শিক্ষিত লোকজন প্রস্তাব দিলে একদিন পরিস্থিতি পাল্টাবে । তারপর দেখলুম ব্যাপারটার সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই । শিক্ষিত রা ভুলেও প্রসেস প্রবলেম কে প্রশ্ন করেননা । দূর থেকে টোকেন বিরোধিতায় ব্যস্ত নইলে পা চাটায় । দুটোই অসহ্য ।
  • dc | 125.187.39.132 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৬643203
  • একক, একদম একমত ঃ-) এই সরকারী দপ্তরগুলোর সাথে ডিল করা মানে নরকযন্ত্রনা ভোগ করা। কবে যে এইসব বিভিন্ন দপতরের কাজ আউটসোর্স করে আরেকটু এফিসিয়েন্ট প্রসেস আনবে কে জানে!

    তবে খুব বেশী ট্রান্সপারেন্ট প্রসেস আশা করবেন না, কারন আমাদের দেশের পলিটিশিয়ানরা হতে দেবেনা। শিল্পপতি যদি ডেটাব্যাংক থেকে পছন্দমতো জমি বেছে নিতে পারে আর জমির মালিকরা যদি ইচ্ছেমতো জমি বিক্রি করতে পারে তাহলে দালাল পলিটিশিয়ানগুলো খাবে কি? কার মাথায় কাঁঠাল ভাঙ্গবে?
  • dc | 125.187.39.132 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:১৯643204
  • হাতে গরম একটা উদাহরন কয়েকদিন আগেই পোস্ট করেছিলাম। রেলকে প্রাইভেটাইজ করা হবেনা, কেন? কারন রেল নাকি একটা লোকের জীবনের অংশ। সেই লোকটা কে, না সে আমাদের প্রধানমন্ত্রী। ভাবুন, একটা লোক ভাবে রেল তার জীবনের অংশ, তাই সারা দেশ একটা ইনেফিসিয়েন্ট সিস্টেমের বোঝা বয়ে চলবে।
  • PT | 213.110.246.25 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:৪২643207
  • আপনিই কি "konodn land record office giye extensive data cheye" দেখে তারপরে 12:55 PM-র মন্তব্যটি করেছেন?
    হাওয়ায় ভাসিয়ে দেওয়া এমন অনেক গপ্প ছাড়া হয়েছে আগেও!
  • একক | 24.96.122.69 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:৪৬643208
  • রাতারাতি সব প্রাইভেট হোক এরকম দাবি করছিনা । সেটা হলে এই অযোগ্য সরকারী প্রসেস ই চলবে ,জাস্ট মালিকানা প্রাইভেট। সেটা হয়ে লাভ নেই । ভুটান খুব ছোটো দেশ হওয়ায় সামনে থেকে মনার্কি ব্রেক করে দিমক্রাসী আসার প্রসেস দেখেছিলুম । ভোট হলেই গণতন্ত্র হয় এমন নয় তো । একটা লম্বা প্রসেস হ্যান্ড ওভার থাকে । সোশালিস্ট সেন্ট্রাল প্রসেস থেকে প্রাইভেট হওয়াও সেরকম । বারবার যখন বলছি সরকারের কাজ ব্যবসা করা নয় তার কারণ এটাই । সরকার এবার প্রসেস ইনফ্রাস্ট্রাকচার দেখুক । সর্বর্ত্র আউটসোর্স করার দরকার নেই । মার্কেট কনফ্লিক্ট তৈরী করুক । এই আমলা রাজ হটিয়ে সংশ্লিষ্ট সাবজেক্টে এক্স্পেরিয়েন্স্দ লোকদের চাকরি দিক । আমাদের বিরোধিতা গুলো সেই রাস্তাতেই হাঁটুক । সিরিয়াসলি স্পিকিং ইন্ডিয়া তে বসে লেফট + রাইট কোনো ইকনমি নিয়েই তত্ব দেওয়া বৃথা । এটা ক্লাস ওয়ানের ছানা কে পার্টিকল ফিসিক্স পড়াবার মত বাতুলতা । সোশালিস্ট রা যদি সেন্ট্রাল প্ল্যানিং এর স্বার্থ দেখেই প্রসেস ইনফ্রা তে জোর দেয় , পরবর্তী তে সেটা থেকেই মার্কেট আসবে ।

    আর এটা না করলে যেটা হবে তা হলো মার্কেট এনার্কি থ্রু অপটিমাম করাপশন । তখন হাপুস কেঁদেও পথ পাবেননা সোশু রা ।
  • একক | 24.96.122.69 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৪:৫৬643209
  • পিটি

    হ্যা , ল্যান্ড রেকর্ড অফিসে নিয়মিত গেছি । আপনি যাবেন আমার সঙ্গে ? পব তে কবে যাচ্ছেন ,চলুন যাই :) আই এম গেম ।

    একটা কথা কান খুলে শুনুন দাদা , ওই যে সিপুএম এর করাপশন নিয়ে toi খুলেছিলুম ওটা নিজে চোখে দেখেই । কাওকে "সমর্থন" করে ভাট মারাতে আসিনা এখানে । মুশকিল কী জানেন ,এখানে বেশিরভাগ মানুষ কৃতী ছাত্র , প্রফেসর ,চাকুরিজীবি । জীবনে পশ্চিমবঙ্গের কোনো সরকারী দপ্তরের ভেতরে গিয়ে ধুলো ঝেড়ে , ল্যাদখোর অফিসার দের রিকোয়েস্ট করে , হাত জোর করে কাজ করাবার দরকার পড়েনি । সেই চোখেই দেখেন তাঁরা । হলদিয়া থেকে বিটুমেন বের করতে কতগুলো টেবিলে মাথা কুটতে হয় জানি । আপনার এত আগ্রহ থাকলে ওপেন অফার রইলো আবার চলুন । সবাইকে আবাপ মুখস্ত করা আঁতেল ভাববেন না । ভুল করবেন । প্রচুর ঘা খেয়ে ব্যবসা থেকে সরে আবার চাগরি তে ফিরতে হয়েছে । কোনদিন কোনো দাদা ধরিনি ,আর পার্টির তোষামুদে দেখলেই সার্টিফিকেট নির্বিশেষে খিস্তেছি । কে হাওয়ায় ভাসাচ্ছে নিরাপদে বসে আর কে দেখে শুনে বলছে বুঝতে হলে ওপেন অফার রইলো ,চলুন ।
  • একক | 24.96.122.69 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:২৩643210
  • ব্যবসার বাইরের একটা অভিজ্ঞতা বলি ।

    ২০০২ সালের বন্যা । আমাদের আরকেএম ইউনিট দত্তফুলিয়া তে বেস ক্যাম্প করে ইছামতী নদীর ধার ধরে সমস্ত বন্যা কবলিত এলাকায় কাজ করছে । ভাঙ্গা ডিঙ্গি নৌকো সম্বল । এত জল যে ম্যাপ দেখে কোনো হদিস পাচ্ছিনা । মহারাজ চিঠি লিখে দিলেন রাইটার্সে চলে যা । সরকারী বোট দরকার । রাইটার্সে গিয়ে শুনি রিপোর্ট' আছে ওই এলাকায় রিলিফ ওয়ার্ক হয়ে গেছে । ফুল্লি কভার্ড ! ঈদিকে কোনো রিলিফ হয়নি । মাথায় হাত । ছবি তুলে তুলে এলবাম বানালো স্টুডেন্ট রা । আমি এবং বসু বিজ্ঞানের এক বন্ধু মিলে গিয়ে পড়লুম দ্বিবেদির কাছে । দ্বিবেদী স্যার তখন দক্ষিন ২৪ এর ডিএম । প্রথমে বিশাল হম্বিতম্বি ,জ্ঞানের কথা সরকারকে সীমিত রিসোর্স দিয়ে সবাইকেই দেখতে হয় । ওই সমস্ত পঞ্চায়েতে রিলিফ চলে গেছে । আবার বোট কেন ? ঠান্ডা মাথায় (মহারাজ বলে দিয়েছিলেন : তুই শালা মাথা গরম করবিনা , স্যার স্যার করবি । যে ঠাকুরের যা ফুল ইত্যাদি ) এলবাম খুলে , আরও ডেটা দিয়ে দেখালুম কিছুই কাজ হয়নি । পঞ্চায়েত সব গাপ করেছে । আমরা আপনার কাছে রিলিফ চাইতেও আসিনি । একটা বোট ধার দিন । অনেক ঘ্যানানোর পর রাজি হলেন এবং বললেন "ইট উইল টেক সাম টাইম "। ওনার নিজের দপ্তর নিয়ে নিজেরই কনফিডেন্স নেই !

    সেই কাগজ চালাচালি চলতে থাকলো । মীহ্নয়ায়ল জাপান থেকে আমাদের দুটো বড় বোট ডোনেট করলো । এই হচ্ছে সাধের পঞ্চায়েত । বন্যাকবলিত দের রিলিফ মেরে দিয়ে মিথ্যে রিপোর্ট বানাতে সিদ্ধহস্ত । "বিচ্ছিন্ন" ঘটনা । তাই তো ? :) এদের খেস্তাবো না তো কী পুজো করব !
  • একক | 24.96.122.69 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৫:২৮643211
  • ২০০০ সাল হবে । সে বছরটা মনে থাকবে । মাঠের পর মাঠ পচে যাওয়া ধানগাছ । কালো তেতো চাল খাচ্ছে মানুষ ।
  • sch | 192.71.182.106 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:১৩643212
  • একক ভূটানে কিন্তু এখনো দেমোক্রেসি আসে নি সেই সেন্সে। এখনো সব হোটেলে রাজার বাণী রাজার ফটো। এখনো রাজার ভাই সব ভালো কন্সট্রাকশান অর্ডারগুলো পায়। রাস্তার মাঝখান দিয়ে সে গাড়ি চালিয়ে গেলে লোকে সরে দাঁড়ায়। ডেমোক্রেসি অনেক অনেক বছরের সাধনার ফল - একজম্মে সে জিনিস দেখে যাওয়া যায় না
  • একক | 24.96.122.69 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:১৬643213
  • মিনিমাম আরও দশ বচ্ছর লাগবে । কিন্তু ফুল মনার্কির টাইম টা দেখেছি । সেই সময় থেকে অনেক পার্থক্য কম সময়ে এচিভ করেছে । টিপিকাল রাজতন্ত্র ছিলো !
  • ?? | 59.207.199.116 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৬:৫৯643214
  • DC পিএফ এর গল্পটা সব বুঝে বলছেন তো, নাকি পরের হাতের তামুক খাচ্ছেন?
    যারা কম মাইনে পায় তাদের সামাজিক নিরাপত্তার জন্য সরকার এই নিয়মটা করেছে, যাতে বাধ্যতামূলক ভাবে তাদের সঞ্চয় হয় এবং একটি নির্দিষ্ট সময়ের আগে তাতে হাত না দিতে পারে। আর কোম্পানীগুলিকে বাধ্য করা হয় এই সমমূল্যের টাকা জমা দিতে এবং মেয়াদ শেষে এই টাকাটা ইনক্যাম ট্যাক্স ছাড়া পাওয়া। এটা খুবই ভাল, কিন্তু একটি লবি এই কোম্পানীদের টাকা দেওয়া চায় না তাই এই রুলকে তুলতে চাই্ছে - কিন্তু এটা হলে গরীবদের ক্ষতিই হবে।
    আপনি শিওর এটা ভাল? একজন সিকিঊরিটি গার্ড যিনি সারদায় টাকা রেখে হারিয়েছেন তিনি নিজে নিজে কোথায় টাকা রাখা ভাল বুঝতে পারবেন, না সরকার 8.75% দিচ্ছেন সেটা ভাল- আপনার কি মত?
  • সিকি | 131.241.127.1 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৭:১৮643215
  • আমার পয়েনটা খোলসা করে দিই, আমি পিএফ বাবদ টাকা কেটে আলাদা জমা রাখার পক্ষে। এই সিস্টেমটা অত্যন্ত ভালো সিস্টেম এবং একে কোনওভাবে বন্ধ করার চেষ্টা আমি সাপোর্ট করি না।
  • dc | 213.171.245.164 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৭:৫৫643218
  • ??, PF এর ব্যাপারটা অপশনাল করার কথা বলা হয়েছে। তিনটে ইস্যু তোলা হয়েছে, যার মধ্যে প্রথম হলো - PFএর টাকা কাটা যাবে কিনা সেটা এমপ্লয়ী নিজে স্বাধীনভাবে ঠিক করুক।

    আমি যেমন একেবারেই PF স্কিমে থাকতে চাইনা। আমি মনে করিনা যে আমার টাকা কোথায় খাটাবো সে ব্যাপারে সরকার আমার থেকে বেটার সিদ্ধান্ত নিতে পারে। আমার মতো লোকেদের প্রথম ইস্যুঅতে সুবিধে হবে কারন আমরা অপ্ট আউট করবো। আবার যারা PFএ থাকতে চান তারা থাকতে পারবেন। এই চয়েস দেওয়াটা খুব গুরুত্ত্বপূর্ণ, নাহলে আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যাচ্ছে।
  • cm | 127.247.114.171 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৮:১৩643219
  • শিক্ষিত রা ভুলেও প্রসেস প্রবলেম কে প্রশ্ন করেননা । দূর থেকে টোকেন বিরোধিতায় ব্যস্ত নইলে পা চাটায় । দুটোই অসহ্য ।"

    শিক্ষিতের ডেপিনিশন পেলেই পরের প্রশ্ন করতে পারি। আর লজিকাল কোয়ান্টিফায়ার গুলো থাকলে মানে বুঝতে পারি নইলে কনফ্যুশনের চূড়ান্ত।
  • PT | 213.110.243.22 | ০৬ জানুয়ারি ২০১৫ ১৮:৩৩643220
  • "হ্যা , ল্যান্ড রেকর্ড অফিসে নিয়মিত গেছি "
    উত্তম! এবার তাহলে আপনি সিঙ্গুর সংক্রান্ত কাগজ-পত্র দেখে আমাদের জানান যে টাটারা কিসের উত্তর দিতে পারবে বা পারবে না।
  • ?? | 59.207.199.116 | ০৬ জানুয়ারি ২০১৫ ২০:৪৪643221
  • DC আপনি তাহলে লেখাটা পড়েন নি। ওখানে বলা হয়েছে কম মাইনের লোকেদের জন্য এটা করা হোক। আর বিতর্কের সপক্ষে বলা হয়েছে তাদের ক্ষেত্রে এই বাধ্যতামূলক সঞ্চয়ের পরিমাণ বেশী আর বেশী মাইনের লোকেদের পক্ষে এটা কম ইত্যাদি ।
    টিম লিজ একটি অস্থায়ী কর্মীদের জন্য সংস্থা তারা আপাততঃ এই সিকিউরিটি থেকে শুরু করে সেক্রেটারী বা অফিসের সাধারণ কাজের জন্য যে অদক্ষঃ শ্রমিক লাগে তাদের সংস্থান দেয়। আর এই শ্রেনীর লোকেদের জন্যই এটা সব্চেয়ে দরকার।
    আপনার ব্যক্তি স্বাধীনতার ধারণাটি ভুল তাই এই নিয়ে বিতর্কে গেলাম না।
  • কল্লোল | 125.242.154.247 | ০৬ জানুয়ারি ২০১৫ ২০:৪৫643222
  • ডিসি। চয়েস তো আছে। আমি তো আমর দোকানে ভবিষ্যনিধিতে নাই। কোংপানীর দেয় ভাগটিও আমার সিটিসিতে যোগ করে দিয়েছে। তাতে ট্যাক্সো কাটে। কিন্তু সে তো আমার সমস্যা।

    পিটি।
    "উত্তম! এবার তাহলে আপনি সিঙ্গুর সংক্রান্ত কাগজ-পত্র দেখে আমাদের জানান যে টাটারা কিসের উত্তর দিতে পারবে বা পারবে না।"
    এটা বেশ উদুখেলের মতো তক্কো হয়ে গেলো।

    টাটারা কি কখনো সরকারিভাবে কোথাও বলেছে কেন সিঙ্গুরই?
  • Arpan | 125.118.23.176 | ০৬ জানুয়ারি ২০১৫ ২০:৫৭643223
  • পিএফ বাধ্যতামূলক ভাবে থাকুক। সব মুক্ত ইকোনমির দেশেই মিনিমাম কিছু সোশাল বেনিফিট থাকে। তারা কেন রাখে? (প্রশ্নটা ডিসিকে)
  • ranjan roy | 24.99.78.56 | ০৬ জানুয়ারি ২০১৫ ২২:৩৪643224
  • ডিসি,
    আম্রিগাতে সোশ্যাল সিকিউরিটি ও এডুকেশন সেস (এমনকি যার বাচ্চা পড়ছে না তারও দেয়) নিয়ে কী বক্তব্য? ব্যক্তিস্বাধীনতা অ্যাংগেল থেকে?

    একক,
    বল্লেই হল। যখন ২০০২ এর সরকারি রেকর্ড বলছে রিলিফ হয়ে গেছে, মানে হয়ে গেছে। ওসব স্টুডেন্টদের ফোটো অ্যালবাম এভিডেন্স চলবে না। ওসব যাদবপুরি স্টাইল। আপনার উচিত ছিল সুপ্রীম কোর্টে যাওয়া, সে হিম্মত নেই, গুরুতে কথা হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন।
    সুপ্রীম কোর্ট যদি রায় দেয় যে ২০০২ সালে ইছমতীর ধারে রিলিফ হয় নি, তবে মানবো। নইলে নয়।
  • PT | 213.110.243.22 | ০৬ জানুয়ারি ২০১৫ ২৩:২৭643225
  • "এটা বেশ উদুখেলের মতো তক্কো হয়ে গেলো। টাটারা কি কখনো সরকারিভাবে কোথাও বলেছে কেন সিঙ্গুরই?"

    নাঃ, কল্লোলদা ঠিক করে পড়ছে না।
    প্রথমতঃ আমি একটি মন্তব্যের প্রেক্ষিতে আমার যা বলার বলেছি। সেই বাক্যটি নিম্নরূপঃ "আজ যারা শিল্পপতি দের হয়ে গলা ফাটিয়ে প্রগ্রেসিভ হচ্ছেন তাঁরা কোনদিন ভেবেছেন যে এই টাটা কে ই যদি জিগানো হয় বাপু ওই জমিটা কেন ? সেইটা নয় কেন ডেটা দিয়ে দেখাও দেখি ? জাস্ট পারবেনা ।"

    কথা হচ্ছে গাড়ী ও কারখানার বিষয়ে "টাটারা কিছুই জানেনা সব শাঁওলী জানে" এমন ধারণা বেশ কিছু দিন ধরে চালু হয়েছে পব-তে। অনেকে সেই বোঝা যে এখনো বয়ে বেড়াচ্ছে সেটা বুঝতে পারছি। কথা হচ্ছে যে টাটারা সরকারি ভাবে "টাটা কেন হেথায়" নিয়ে প্রকাশ্যে কখনো কিছু বলে কিনা জানা নেই। কিন্তু কম্নে জানা গেল যে টাটাদের কাছে সিঙ্গুর প্রসঙ্গে কোন "ডাটা" ছিল না-সেরেফ ধপাস করে সিঙ্গুরের মাঠে ধেবড়ে বসে গেল?

    "উদুখেলের মতো তক্কো" কারা করছে তা তুমিই বল!!
  • lcm | 138.32.84.27 | ০৭ জানুয়ারি ২০১৫ ০২:৪৩643227
  • "উদুখেল" - শব্দটি প্রথম শুনলাম
  • কল্লোল | 125.242.180.33 | ০৭ জানুয়ারি ২০১৫ ০৫:৪০643229
  • পিটি।
    একক কোথা লিখেছে - "কথা হচ্ছে গাড়ী ও কারখানার বিষয়ে "টাটারা কিছুই জানেনা সব শাঁওলী জানে"
    বরং ও তো লিখলো -
    ১) টাটা ছাগল নয় । কিন্তু এদেশে রিসোর্স আর প্রসেস ম্যানেজমেন্ট প্রচন্ড খারাপ । টাটা চাইলেও এক লহমায় সারা রাজ্যে অল্টারনেটিভ এন্ড অপটিমাম ল্যান্ড রেকর্ড এক্সেস করতে পারেনা । এই চূড়ান্ত খারাপ অবস্থায় যা পারে সেটাই এরা করে । সরকারী সংস্থা + বেসরকারী মিলে যে অফারগুলো অলরেডি আছে সেটাই এনালিসিস করে । "কারণ দেখানো " মানে আমি বলতে চাইছি একটা আধুনিক সিস্টেম যেখানে অন্ স্ক্রিন আপনি আপনার রিকয়ার্দ প্যারামিটার দিলে সারা রাজ্যে এরকম কত অল্টারনেটিভ আছে ক্লাস্টার দেখিয়ে দেবে । এটা হাইলি সম্ভব । পুরো ডেটা নিয়ে যক্ষ হয়ে বসে আছে সরকার । ই গভর্নেন্স এর নামে একটা মান্ধাতার ঢপবাজি চলছে পেটোয়া সংস্থা দের দিয়ে । দোষ টাটার নয় ক্রেতা হিসেবে । তাদের কাছে যেটুকু তথ্য সেভাবে চলে । "
    আরও লিখেছিলো -
    ২)"কথায় কথায় বিদেশের দিকে না তাকিয়ে দেখুন ভারতেই সরকারের কাছে কী বিপুল পরিমান ডেটা অলরেডি আছে । এতো বড় দেশে সেই টডরমল এর সময় থেকে জমি দাগ খতিয়ান সংক্রান্ত কাজে যে পরিমান রিসোর্স ও অর্থ ব্যয় হয়েছে এরকম আর কটা দেশে হয়েছে এবং পেপার ডকুমেন্ট আছে তা বলতে পারেন ? হিউজ ডেটা । এই পুরো ডেটা সরকার যক্ষের মত আগলে বসে থাকে ।"
    অথচ তুমি লিখলে -
    ১) আপনিই কি "konodn land record office giye extensive data cheye" দেখে তারপরে 12:55 PM-র মন্তব্যটি করেছেন?
    হাওয়ায় ভাসিয়ে দেওয়া এমন অনেক গপ্প ছাড়া হয়েছে আগেও!

    ঘুরিয়ে একককে মিথ্যাবাদী বললে।

    ততে একক লিখলো -
    ৩) "পিটি
    হ্যা , ল্যান্ড রেকর্ড অফিসে নিয়মিত গেছি । আপনি যাবেন আমার সঙ্গে ? পব তে কবে যাচ্ছেন ,চলুন যাই ঃ) আই এম গেম ।"

    তুমি দেখলে বিপদ, তাই প্রস্তাবটি গ্রহন করার ধারেকাছ দিয়েও গেলে না। আর লিখলে -
    ২) "উত্তম! এবার তাহলে আপনি সিঙ্গুর সংক্রান্ত কাগজ-পত্র দেখে আমাদের জানান যে টাটারা কিসের উত্তর দিতে পারবে বা পারবে না।"

    সাহস থাকলে প্রস্তাবটা গ্রহন করে, দিনক্ষন ঠিক করে এককের সাথে পব'র ল্যান্ড রেকর্ড অফিসে যাও।

    একেই বলে উদুকেলে (উদুখেলে নয় - আমার ভুল) তক্কো।

    লসাগু। উদুকেলে তক্কো মানে উদোর কালের তক্কো। ঐ যে বলে না "বাপকেলে সম্পত্তি"! তেমনই উদুকেলে তক্কো।
    উদো কে? হযবরল দ্রষ্টব্য। সেখানেই তার যুক্তি-তক্কো-গপ্পো পাওয়া যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন