এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সদ্যগঠিত বিজেপি সরকারের অর্থনৈতিক নীতি এবং সেই সংক্রান্ত পদক্ষেপের সুফল কুফল

    pinaki
    অন্যান্য | ০৮ জুন ২০১৪ | ২৮০৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.23 | ০২ জানুয়ারি ২০১৫ ২২:৫০643130
  • "কিন্তু দেখুন, মমতার থেকে মেধা, সবাই চারশো একর নিয়ে তর্ক করে গেলেন।"
    সেই সময়ে প্রিয় দাশমুন্সি কলকাতা থেকে দুরত্বের ভিত্তিতে কম্পেনসেশনের পরিমাণ ঠিক করার একটা প্রস্তাব দিয়েছিলেন। তাতে চাষীরা আরো বেশী টাকা পেত।

    কিন্তু সেই সময়ে রামধনু জোটের আসল উদ্দেশ্য ছিল একটাই। যেকোন ভাবে বামেদের ক্ষমতা থেকে তাড়ানো আর তিনোদের ক্ষমতায় বসানো।
  • ranjan roy | 24.99.165.178 | ০২ জানুয়ারি ২০১৫ ২৩:৩৩643131
  • সেকি! আপনি ত্রিকালজ্ঞ দেখছি!
    ১৯৬৬র খাদ্য আন্দোলনে সিপিএম লোক ক্ষ্যাপালো। রেলস্টেশনে একের পর এক আগুন লাগানো হল। জনগণের ট্যাক্সোর পয়সায় কেনা ট্রামবাসে আগুন লাগানো হল। আনন্দবাজারের ভ্যান পুড়িয়ে গরীব হকার মারা হল।
    পুলিশ-মিলিটারির গুলিতে ক্লাস ফাইভের বাচ্চা থেকে শুরু করে বেশ কিছু লোক মরল।
    তখনো উদ্দেশ্য একটাই ছিল--লোক ক্ষেপিয়ে ক্ষমতা দখল করা।
    সব রাজনৈতিক দল একই উদ্দেশ্যে লোক ক্ষ্যাপায়। ইতিহাস সাক্ষী।ঃ

    ১৯৬৭তে প্রথম যুক্তফ্রন্ট সরকারের সময় "ঘেরাও" শব্দটির আবির্ভাব হল। মনুমেন্ট ময়দানের জনসভায় মহম্মদ ইসমাইল খুব মজা করে বললেন -- আজকাল কারখানা মালিকেরা ভয় পাচ্ছে; স্বপ্নের মধ্যে কেঁপে উঠছে -- ঘেরাও হয়ে গিছি রে বাবা!
    জঙ্গী ট্রেড ইউনিয়নের নামে তখন হয়েছিল --"আইনের শাসন"। যার রেশ সেদিন অব্দি রয়ে গেছল।
    আইনের শাসনের শেষ উদাহরণ--"লালা, বাংলা ছেড়ে পালা!"
    এখন ভূতের মুখে রামনাম!
    বা ঠ্যালার নাম বাবাজি! আজ বুর্জোয়া আইনাআদালতের শরনাপন্ন ।
    সাতশো চুহা খা কর বিল্লি হজ করনে চলি!!!
  • sm | 233.223.159.253 | ০২ জানুয়ারি ২০১৫ ২৩:৪০643132
  • আচ্ছা সরকার জমি অধিগ্রহণ করে, জমির সঙ্গে যুক্ত মালিক ও অন্যান্য কর্মীদের ক্ষতিপূরণ ছাড়াও, সম পরিমান জমি তো অন্যত্র দিতে পারে(অবশ্যই কিনে নিয়ে)।
    এসব দাবি দাওয়া আসলে দেখবেন সরকার ও শিল্পপতি দুজনেই সিন থেকে হাওয়া হয়ে গেছে।
    সরকারের টাকা নেই এমন নয়। কারণ অনেক প্রকল্পেই সরকার শয়ে শয়ে কোটি টাকা নাম মাত্র সুদে ধার দেয় বা পরিকাঠামোর নাম করে ব্যয় করে।
    গত বছর গাড়ি শিল্পের মন্দার জন্য সরকার এক্সাইজ ডিউটি তুলে দিয়েছিল। এতে নিশ্চয় সরকারের কর বাবদ বেশ কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
    ধরা যাক ৬ পার্সেন্ট হারে কর মুকুব করা হয়েছিল। কিন্তু কোম্পানি গুলো কি সম পরিমান ছাড় ক্রেতা দের দিয়েছিল? বরং তারা দাম বাড়িয়ে ক্রেতাদের খুব কম টাকা লাভ করতে দিয়েছিল। সরকার তো বলতে পারত তোমরা ৩ পার্সেন্ট দাম কমাও তাহলে আমরা ৩ পার্সেন্ট কর ছাড় দেব।এসব ই মায়ার খেলা।
    নতুন বিলে তো বোধ হয় জমির মালিক ছাড়া, জমির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির ই ক্ষতিপূরণের ব্যাপার নেই।
  • PT | 213.110.246.23 | ০২ জানুয়ারি ২০১৫ ২৩:৪৩643133
  • যত ঐসব ১৯৬৭-র বিকৃত অর্ধ ইতিহাস দেখাবেন তত বিজেপির হাত শক্ত করবেন।
  • sm | 233.223.159.253 | ০২ জানুয়ারি ২০১৫ ২৩:৫৫643134
  • বি জে পি র হাত শক্ত করলে কি অসুবিধে ? ওরা তো অচ্ছুত নয়, রীতিমত সংবিধান স্বীকৃত দল! এই রকম কথা আপনি ই অন্য দল সম্মন্ধে বলেছিলেন; প্রসঙ্গান্তরে।
  • SC | 34.3.17.255 | ০৩ জানুয়ারি ২০১৫ ০০:০০643135
  • ভারী মজার জায়গা! পি টি নিজের দলের বিরুদ্ধে গিয়েও বিজেপির জমি হরপ নীতিকে সমর্থন জানিয়ে বিজেপিকে দুর্বল করে দিচ্ছে।
    আর রঞ্জনদা ইতিহাস স্মরণ করিয়ে বিজেপির হাত শক্ত করে দিচ্ছে।
  • ranjan roy | 24.99.165.178 | ০৩ জানুয়ারি ২০১৫ ০০:০৫643136
  • অর্ধ ইতিহাস? পুরো ইতিহাসই শোনান না! তখন আপনার বয়স কত ছিল?
  • s | 117.131.42.250 | ০৩ জানুয়ারি ২০১৫ ০০:০৭643137
  • অত্যন্ত শুভ উদ্দেশ্য। আরও দশ বছর আগে থেকেই এই উদ্দেশ্য হওয়া উচিৎ ছিল।

    আসলে সিপিয়ুম প্রোবোল কনফুসড। জোর গলায় চেঁচিয়ে বলতেও পারছে না, জমি নেব বেশ করব, টাকা নিয়ে ফুটে যা।
  • PT | 213.110.243.22 | ০৩ জানুয়ারি ২০১৫ ০৮:১৪643140
  • SC
    "পি টি নিজের দলের বিরুদ্ধে গিয়েও ..."
    এই দেগে দেওয়াটা বন্ধ করুন আর না হলে সততার সঙ্গে নিজের পছন্দের দলের নামটি বলুন। সাইড লাইনের বাইরে বসে "চোখে আঙুল দাদা" হওয়া বাঙালীর একটি প্রিয় পাস টাইম। কিন্তু এই অস্থির সময়ে সেই হবি-র প্যাকটিশ চালিয়ে যাওয়া বেশ বিপজ্জনক।

    RR
    ১৯৬৬ ও ১৯৬৭-র ঘটনা যারা সেই সময়ের আর্থ-সামাজিক প্রেক্ষাপট চাড়া আলোচনা করে তারা ইতিহাসকে বিকৃতি-ই করে। শুধু তাই নয়, ঐ সময়ের আন্দোলনের জন্য দিল্লী থেকে চাণক্য কিংবা মুম্বাই থেকে মেধাকে আমদানি করতে হয়্নি। আবাপ কিংবা যুগান্তরের সমর্থনের-ও দরকার হয়নি। সব চাইতে বড় কথা কোন ধান্দাবাজ রাজনৈতিক নেতা-নেত্রী সেই আন্দোলনকে ব্যবহার করে ক্ষমতায় যায়নি-আর ক্ষমতায় যাওয়ার কিছুদেনের মধ্যে কোটি কোটি টাকা তছরুপের মধ্যে জড়িয়েও পড়েনি।

    অর্ধ ইতিহাসের ও বিকৃতির ভূত ঘাড়ে চাপলে নামানো তার থেকে মুক্তি পাওয়া অসম্ভব।
    "আইনের শাসনের শেষ উদাহরণ--"লালা, বাংলা ছেড়ে পালা!""-র যিনি বলেছিলেন তিনি যতদুর জানি আইনের শাসন মেনে আদালতে ক্ষমা চেয়েছিলে। কিন্তু আপনারা তো বিধানসভা লন্ডভন্ড করা একটা দলের ক্ষমতারোহনের জন্য প্রাণপাত করলেন। বিমান বাবুর মুন্ডুপাত করছেন কিন্তু আয়নায় নিজের মুখ দেখা বন্ধ করেছেন নাকি গত সাড়ে তিন বছর ধরে?

    অন্ধ সিপিএম বিরোধীতা ছাড়ুন। এই জাতীয় তথ্য বিকৃতি ও মিথ্যের পাহাড়কে সমর্থন করে তিনোদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিলেন। আর এখন ঐ একই লাইন ধরে আপনি ও আপনার মত মানুষেরা পব-তে বিজেপির হাত শক্ত করছেন।
  • Ekak | 24.96.118.38 | ০৩ জানুয়ারি ২০১৫ ০৯:৩০643141
  • কেন ? বিজেপির হাত শক্ত হলে অসুবইধে কোথায় খোলসা করে বলুন তো ? বিজেপি প্রপার্টি রাইটস সমর্থন করেনআ ,সিপিএম ও করেনআ । দুটোই বিশাক্ত সেনট্রালভ্প্ল্যানআর । পেচুন এ লাথি মারলে দুটোরই মারা উচিত । দুটোই সোশালিস্ট । তফাৎ টা কী খারাপের দিক দিয়ে ? বরনগ বিজেপি সেনত্রালে আছে ,ওয়েল ফানডেড । ধর্মনইরপেক্ষতার ঢপের বাদ্যিবাদবাদিয়ে পরিস্কার করে লিখুন তো রেগুলেটরি গভর্নএনস এর দৃষ্টি তে বিজেপি কেন বেটার অপশন নয় !!! পাতার পর পাতা এই সোশালিস্ট ভার্সাস সোশালিস্ট হুলো বেড়ালের ঝগড়া করে কী প্রমান করতে চান ? কীসে আলাদা ? এক ঘ্যানঘ্যান চলেছে তো চলেছেই । অবশ্য উত্তর না দেবআর সহজ রাস্তা খোলাই আছে । "অধিগ্রহণ" এর কথা এনে মিলিজুলি ট্রল করা । শালা আমার জমি আমি ঠিক করব কাকে কত দামে বেচবো সেটুকু বোঝার সেন্স নেই স্তেতিস্ট ডাকাতিকে সমর্থন করার জন্যে একটা ল্যাওরা কাটিং শব্দ জুড়েছে ডিক্সনআরি তে "অধিগ্রহণ " !!!! বেশ করবে লোকজন বিজেপির হাত শক্ত করবে ।
    স্লেভারি যখন ভবিষ্যত তখন অশক্ত ছ্যাঁচরা প্রভুর চে ক্ষমতাবান প্রভু ভালো ।
  • PT | 213.110.243.22 | ০৩ জানুয়ারি ২০১৫ ০৯:৩৩643142
  • ঘ্যানঘ্যানানি আপনিও তো কম কিছু করছেন না। ব্যক্তি আক্রমণ ছেড়ে জমি না নিলে শিল্প কি করে হবে সেটা বুঝান। আর জমি নেওয়ার শ্রেষ্ঠ পদ্ধতিটি কি সেটাও বুঝান।
  • একক | 24.99.207.208 | ০৩ জানুয়ারি ২০১৫ ০৯:৪৯643143
  • "জমি নেওয়া" আবার কী ? সরকার কী ব্যবসায়ী না জমির দালাল ? জমির মার্কেট রেটে যার ব্যবসা করা দরকার জমি কিনবে । প্রপার্টি রাইট তো সেটাই বলে । শিল্পের জন্যে জমি দরকার তার সঙ্গে সরকারের জমি দালালির কোনো সম্পর্কই নেই । কালেক্টর থেকে আমলাদের পয়সা খাওয়ার কল একটা । আমার জমি আমি কাকে কত দামে বেচব তা সরকার বলার কে ? আজ যদি সরকার কম দাম দেয় আর আমি মামলা করি তার বিচার কে করব এ ? সেই সরকার ? মান এ যার যুদিশিয়ারী সেই ক্রেতা !!!! এর চে অন্যায় কিছু হয় ? ? প্রাইভেট হাজারবার আমাকে ঠকাতে চেষ্টা করতে পারে ।প্রাইভেট এর বিরুদ্ধেও মামলা করতে পারি । কিন্তু যদি সরকার এর ডিরেক্ট স্টেক ন আ থাকে সেক্ষেত্রে সেই আইন এর একটা মানে আছে।মামলার ফল আমার পক্ষে আসতেও পারে। ।সরকার পার্টি হয়ে গেলে তো আইন জাস্ট প্রহসন !! নজের ইচ্ছেমতো আইন বদলাবে সে যে পার্টি হোক ন আ কেন । এই সামান্য ব্যাপারটা বুঝতে এত কিসের সমস্যা ?
  • একক | 24.99.207.208 | ০৩ জানুয়ারি ২০১৫ ০৯:৫৭643144
  • আর আপন ই বারবার স্মরণ করিয়ে দেন আপনি সিপুএম সমর্থক নন । ঈদিকে সিপুএম এ দুটো কাঁচা দিলেই এতো ব্যক্তি আক্রমন মনে হয় কেন ? অবস্থান ক্লিয়ার করুন । আমি এনটি সশালিস্ম । ফার রাইট । কোনো ব্যক্তির ব্যাপারে কিছু বলার নেই কিনতু অষ্টপ্রহর সোশালিস্ট দের এই এনটি প্রপার্টি রাইট স্ট্যানড লুকিয়ে ভন্ডামি দেখলে বলবই । এরা আগে খোলাখুলি এগেইনস্টে ছিল । সেটা তবউ অনএস্ট স্ট্যনড , এখন এই বগোল চেপে নাচ টা জাস্ট অসঝ্য !
  • dc | 213.171.245.229 | ০৩ জানুয়ারি ২০১৫ ১০:৪৩643145
  • এককের পোস্ট দুটোর সাথে অনেকটাই একমত কারন আমারও মতে সরকারের কাজ সরকার চালানো, ব্যবসা করা না। এই যে মোদী কয়েকদিন আগে বললো রেল আমার জীবনের অংশ তাই রেলকে প্রাইভেট পারিচালনায় দেবনা, এটা শুনে অবাক হয়ে গেলাম। একটা লোকের জীবনের অংশ বলে একটা ইনএফিশিয়েন্ট ব্যব্স্থা চলতে থাকবে, এর থেকে আশ্চর্য্যের আর কিছু আছে? আর এই লোকটার থেকে বড়ো মেগালোম্যানিয়াক আর কেউ আছে?

    কাজেই আমার মতে শিল্পের জন্য জমি দরকার হলে অবশ্যই শিল্পপতিকেই সেই জমি যোগাড় করতে হবে। সরকারের বা কোর্টের শুধু এটা দেখা উচিত যে লেনদেন ঠিকমতো হচ্ছে কিনা। তবে এটার একটা স্কেল আছে। আল্ট্রা মেগা প্রোজেক্টগুলোতে বোধায় সরকারের সাহায্য ছাড়া জমি নেওয়া সম্ভব না। এই ধরনের প্রোজেক্টেও যাতে জমি মালিকের সাথে শিল্পপতির ডাইরেক্ট লেনদেন হয় সেটা দেখা উচিত, তবে যদ্দিন সেটা না হচ্ছে তদ্দিন বোধায় সরকারকে মেডিয়েটর হিসেবে থাকতে হবে।
  • PT | 213.110.243.22 | ০৩ জানুয়ারি ২০১৫ ১০:৪৮643146
  • বুঝলাম যে আপনি ফার রাইট।
    তাহলে জমি কেনা-বেচায় ভারতের মত দেশে সরকারের নাক গলানো কেন প্রয়োজন সেটা আপনি আপনার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানের জন্য বুঝবেন না। তাই আপনাকে বোঝানো-ও সম্ভব নয়। এই আলোচনাটা তাই আপনার ঘ্যানঘ্যানে মনে হতে বাধ্য।

    "আমার জমি আমি কাকে কত দামে বেচব তা সরকার বলার কে ? আজ যদি সরকার কম দাম দেয় আর আমি মামলা করি তার বিচার কে করব এ ? সেই সরকার ?"
    ফার রাইট কি ভাবে রেড ইন্ডিয়ানদের কাছ থেকে জমি নিয়েছিল সেটা ইতিহাসে আছে। সরকার নাক গলালে তারা বেঁচে যেত। সরকার তবু মন্দের ভাল। সরকার না থাকলে জমি হাঙ্গরেরা চাষীকে পেঁদিয়ে বৃন্দাবন দেখাবে। সরকারের বিরুদ্ধে কিছু করা যায় বলেই সিঙ্গুর-নন্দীগ্রামের কারণে সরকারকে উৎখাত করা গেছে।

    আর সরকারের কাছে কেউ সরকারের বিরুদ্ধে মামলা করেনা। করে আদালতে-সেটি যদি একেবারেই কাজ না করত তাহলে কানী মোজি, জয়ললিতা বা মদন জেলে দিন কাটাত না।
  • PM | 11.39.63.152 | ০৩ জানুয়ারি ২০১৫ ১০:৫০643147
  • সিঙ্গুরে সর্বশেষ জমীর দর ছিলো ১৮ লাখ টাকা একর। তার সাথে ১০০ একর কোপেরেটিভ কে দেওয়ার প্রদ্তাব ছিলো। এটা তখনকার বাজার দরের থেকে অনেক বেশী ছিলো। Kইন্তো তখন বিপ্লবীদের লক্ষ ক্ষতিপুরন্পুরন বা চাষীদের সুবিধা করা ছিলো না। রোজেক্ট টাকে আট্কানো ই ছিলো মোক্ষয়
  • pintu | 127.194.205.215 | ০৩ জানুয়ারি ২০১৫ ১১:০০643148
  • এই মার্কেট আর মার্কেট প্রাইস ব্যাপার দুটো কি?
  • pM | 11.39.63.152 | ০৩ জানুয়ারি ২০১৫ ১১:০৯643149
  • ঐ সময় জতো জমি ঐ অন্চলে বিক্রি হয়েছে (নির্দিষ্ট সময়ে ব্যক্তিগত উধ্যোগে) তার গর
  • ranjan roy | 24.99.112.24 | ০৩ জানুয়ারি ২০১৫ ১১:১৯643151
  • পিটি,
    আপনি এই টইয়ে একটাই মহত উদ্দেশ্য সাধন করছেন--সবাইকে বলা যে সিপিএম বিরোধিতা ছাড়ুন। সব বক্তব্যের শেষে একই ধুয়ো!
    কিন্তু আপনাকে সিপিএম এর সমর্থক বললে কি চিল চিৎকার--অ্যাই দেগে দেওয়া বন্ধ করুন!
    অথ্চ অনায়াসে বারম্বার আপনি সিপিএম এর সমালোচকদের তিনোসমর্থক বলে গাল পাড়তে দেগে দিতে দ্বিধা করেন না।
    এখানে ইস্যু নিয়ে ডিসকাস করা হয়।
    আপনি অসুবিধেয় পড়লেই ইতিহাসের বিকৃত ব্যাখ্যা, অর্ধসত্য এসব বড় বড় ডায়লাগ বাজিতে চলে যান অথবা "প্রিয়নেত্রী" কে কাঁধে করে ক্ষমতায় বসানো গোছের দেগে দেওয়ায় মেতে ওঠেন।

    আপনাকে দুটো অনুরোধঃ
    ১) অন্যদের বলার আগে আপনি আপনার প্রিয়দলের নাম ঘোষণা করুন। আপনি আচরি ধর্ম!
    ২) কোন ঘটনার তাৎপর্য্য বিচারের আগে ফ্যাক্ট নিয়ে নিজের মাপদন্ড ঠিক করুন।
    যেমন জন-আন্দোলন যদি আপনার ভাষায় "লোকক্ষ্যাপানো" এবং আইনের শাসনের পরিপন্থী হয় তাহলে সিপিএম এর খাদ্য আন্দোলনে ট্রাম-বাস পোড়ানো, রেল স্টেশনে আগুন দেওয়া কেনাইনের শাসনের পরিপন্থী নয়?
    যদি আপনার কথাকে ন্যায্য ধরি তো কোন আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিতেই এগুলোকে আইনী শাসনের বিরোধী "লোক-ক্ষ্যাপানো" ছাড়া কিছু বলা যায় না, জাস্টিফাই করা যায় না।
    আপনিদেগে দেওয়ার আগে এগুলো জাস্টিফাই করে দেখান! কাউকে অতিবাম-চরম দক্ষিণপন্থী এইসব দেগে না দিয়ে তথ্য-যুক্তি দিয়ে নির্দিষ্ট ইস্যু নিয়ে কথা বলুন।

    ৩) আর বিমানবাবু আইনের শাসন মেনে ক্ষমাভিক্ষা করেছিলেন? এর চেয়ে সত্যের বিকৃতি কিছু হয় না। আইনের শাসন মানলে এভাবে তুইতোকারি করে বিচারপতিকে সম্বোধন করতেন না।
    উনি ক্ষমা চেয়েছেন আদালতের মানহানির নোটিস পেয়ে! নইলে জেলে যেতেন।
    তাহলে বলতে হয় মদন মিত্রও আইনের শাসন মেনে জেলে গেছেন বা বিচারপতিকে আইনের শাসন মেনে বলেছেন--এক টাকাও খেয়ে থাকলে ফাঁসি দিন!
    দুটোই হাস্যকর। নিজের তথ্য-বিকৃতি গুলো দেখুন।
    আর বলুন-বাম আন্দোলনে ট্রাম-বাস-রেলস্টেশনে আগুন এ গুলো ইতিহাসের বিকৃতি?
  • pintu | 127.194.205.215 | ০৩ জানুয়ারি ২০১৫ ১১:৩৫643152
  • একক মনে হয় মার্কেট বলতে অন্য কিছু বোঝাচ্ছেন। হিস্টোরিক প্রাইস বোঝালে তো সরকার সেই দাম দিক তাই বলতেন।
  • PT | 213.110.243.22 | ০৩ জানুয়ারি ২০১৫ ১১:৪০643153
  • "সবাইকে বলা যে সিপিএম বিরোধিতা ছাড়ুন। "
    অর্ধ ইতিহাসের চর্চা চলছেই। আমি বলছি সিপিএম বিরোধীতা করতে গিয়ে তিনোদের রাস্তা করে দিয়েছেন আর বিজেপির পথ প্রশস্ত করছেন। সেটা ছাড়ুন। আর সিঙ্গুর-নন্দীগ্রামের ইতিহাস বলে যে "সিপিএম বিরোধিতা" মানে বিজেপি থেকে অতিবদ অতিবামের জোট। কাজেই এখানে কার কি অবস্থান সেটা খোলসা হওয়া দরকার। ঐ একজন যেমন জানালেন যে তিনি ফার রাইট!!

    "কোন ঘটনার তাৎপর্য্য বিচারের আগে ফ্যাক্ট নিয়ে নিজের মাপদন্ড ঠিক করুন।"
    আপনার কাছে যাহা ১৩ তাহাই ১৭। কাজেই কে কাকে মাপদন্ড ঠিক করতে বলছে?

    "অন্যদের বলার আগে আপনি আপনার প্রিয়দলের নাম ঘোষণা করুন। আপনি আচরি ধর্ম!"
    আমার প্রিয় দল সকল প্রকারের বামেদের একটা জোট যারা কাক আর ময়ুরপুচ্ছধারী কাকেদের মধ্যে ফারাক করতে জানে। আর আমি "সিপিএম"-এর চাইতে "বাম" শব্দটি অনেক বেশী ব্যবহার করেছি।

    "উনি ক্ষমা চেয়েছেন আদালতের মানহানির নোটিস পেয়ে! নইলে জেলে যেতেন।"
    ঠিক! এটাকেই আইনের শাসন বলে। দোষ করেছিলেন বলে আদালত কানমোলা দিয়েছে।
    "তাহলে বলতে হয় মদন মিত্রও আইনের শাসন মেনে জেলে গেছেন বা বিচারপতিকে আইনের শাসন মেনে বলেছেন--এক টাকাও খেয়ে থাকলে ফাঁসি দিন!"
    এইটা বিকৃত তুলনার একটা টাটকা নমুনা। শাস্তি হওয়ার পরে তুলনা টানবেন।

    "আর বলুন-বাম আন্দোলনে ট্রাম-বাস-রেলস্টেশনে আগুন এ গুলো ইতিহাসের বিকৃতি?"
    প্রেক্ষিত ছাড়া উল্লেখ হলে অবশ্যই বিকৃতি। আর এইসব আলোচনায় সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে বিভিন্ন জনের তেভাগা, কাকদ্বীপ এমনকি মাতঙ্গিনী হাজরা বা স্পার্টাকুসের তুলনা টানায় খুব শঙ্কিত বোধ করেছি। কাজেই সিঙ্গুর-নন্দীগ্রামের-বিশেষতঃ নন্দীগ্রামের অতিবামেদের অতিবদামির প্রসঙ্গে ষাটের দশকের তুলনা টানাকেও ইতিহাসের বিকৃতি বলে মনে করি।
  • ranjan roy | 24.99.112.24 | ০৩ জানুয়ারি ২০১৫ ১১:৪২643154
  • পিন্টু ঠিকই বলেছেন।
    একক হিস্টোরিক প্রাইস নয়, কোন নির্দিষ্ট সময়ে ক্রেতা-বিক্রেতার দরাদরিতে যা নির্ধারিত হবে (সাপ্লাই-ডিমান্ড দড়ি কষাকষি) তাই।
  • ranjan roy | 24.99.112.24 | ০৩ জানুয়ারি ২০১৫ ১১:৫০643155
  • পিটি,
    ফের প্রেক্ষিত বদলে দিচ্ছেন?
    কথা হচ্ছিল আইনের শাসন আর আন্দোলনের আইনি পদ্ধতি নিয়ে।
    [দয়া করে সিপিএম এর বা বামজোটের ক্ষমতায় আসার আগে আন্দোলনকে তেভাগা-তেলেঙ্গানা-কাকদ্বীপ-স্পার্টাকুস( যীশুর জন্মেরও আগে) এর সঙ্গে মেলাবেন না।]
    স্বাধীন গনতান্ত্রিক ভারতবর্ষে একটি বিরোধীদল ন্যায্য দাবী আদায়ের জন্যেও যদি জনতাকে জড়ো করে ট্রাম-বাস-রেল এ আগুন লাগায় তাহলে সেটা পদ্ধতি হিসেবে কতটা গ্রহণ যোগ্য? বা আইনী?
    --কোন আর্থ সামাজিক পরিপ্রেক্ষিতে সেটা সমর্থনযোগ্য?
    আপনি পূর্ণ ইতিহাস বলুন না! কে বারণ করেছে? খালি অন্যের বক্তব্যকে দেগে দিয়ে এড়িয়ে যাবেন সেটা ধম্মে সইবে?
  • ranjan roy | 24.99.112.24 | ০৩ জানুয়ারি ২০১৫ ১১:৫৩643156
  • আর বিমানবাবুর ক্ষমাচাওয়া আইনের শাসন? ঘুড়ায় হাসব। যদি উনি নিজের বক্তব্যে অটল থেকে আইনের দেওয়া শাস্তি স্বীকার করে নিতেন ( যেমন অরুন্ধতী রায় ক্ষমা না চেয়ে জেলে যাওয়াই শ্রেয় মনে করেছিলেন) তবে বুঝতাম। এতে দেখা গেল যে উনি অপারগ হয়ে ক্ষমা চেয়েছেন। যা বলেছেন সেই বিশ্বাসের ভূমিটাই নড়বড়ে।
  • PT | 213.110.243.22 | ০৩ জানুয়ারি ২০১৫ ১২:১১643157
  • অমি আপনার মত চট-জলদি ঐতিহাসিক নই। তাই তেভাগা কিংবা ষাটের দশকের আন্দোলন ইত্যাদি নিয়ে একলাইন লিখে দেব এমন বুদ্ধি বা সাহস কোনটাই নেই।

    কিন্তু সিঙ্গুর-নন্দীগ্রাম প্রসঙ্গে যেহেতু এত কথার অবতারনা তাই অনুরোধ যে সিঙ্গুর-নন্দীগ্রামের চর্চা আলাদা করে হোক। কারণ, সিঙ্গুরে শুধু জমি নেওয়া হয়নি। তার সঙ্গে কম্পেনশেসন দেওয়ার চর্চাও জারী ছিল। ন্যানো-বিরোধীদের ধান্দাটা যেহেতু "অন্যকিছু" ছিল তাই টাকার পরিমাণ নিয়ে আলোচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এসবই করা হয়েছিল বাম সরকারকে উৎখাত করার জন্য। চাষীর উপকারের জন্য নয়। তাই সিঙ্গুর, আন্দোলনের নামে একটি ইউনিক বোকা বানানোর উদাহরণ।

    আর নন্দীগ্রামে যেহেতু জমি নেওয়াই হয়নি তাই ওখানকার ঘটনাকে অতিবামেদের তিনোর সঙ্গে হাত মিলিয়ে অতিবদামো আখ্যা দেওয়ার বাইরে আর অন্য কিছু ভাবা উচিৎ নয়।

    কাজেই এই প্রসঙ্গে ষাটের দশকের আলোচনা এক্কেবারে বাদ। তবে আপনার অন্ধ সিপিএম বিরোধীতা থেকে উত্তরণ ঘটানোর ক্ষমতা আমার নেই। কিন্তু যত এইসব, এইভাবে লিখতে থাকবেন ততই বিজেপিকে (চান বা না চান) পব-তে শক্তিশালী করবেন।
  • cm | 122.79.37.37 | ০৩ জানুয়ারি ২০১৫ ১২:৪৩643158
  • অঙ্কের খাতাতেই সাপ্লাই ডিমান্ডের দড়ি কষাকষিতে দাম ঠিক হয়। আর ঢ্যাঁড়শের দামও ওভাবে ঠিক হওয়ার ক্ষীণ অ
  • cm | 122.79.37.37 | ০৩ জানুয়ারি ২০১৫ ১২:৪৬643159
  • ক্ষীণ সম্ভাবনা আছে কিন্তু ঐ পর্য্যন্তই।
  • pintu | 127.194.199.204 | ০৩ জানুয়ারি ২০১৫ ১৩:১৫643160
  • কিন্তু ফর কষাকষি করে দাম ঠিক হলে ভাল কি হবে? এই যে জিনিষের দাম রোজ বাড়ছে, সেটা তো এই ভাবেই ঠিক হয়। না কি?
  • ranjan roy | 24.96.78.50 | ০৩ জানুয়ারি ২০১৫ ২৩:২২643162
  • আপনি চট-জলদি ইতিহাস চর্চায় অপারগ, কিন্তু অন্যের মতকে চত-জলদি অর্ধ বা বিকৃত ইতিহাস বলে দেগে দিতে তৎপর। নাঃ, কিছু না বলাই ভাল। ফ্যাক্ট নিয়ে কথা বলার জায়গায় ব্যঙ্গ, রেটোরিকেই আপনার উৎসাহ।
    আপনার অন্ধ সিপিএম ভক্তিও প্রশসংসনীয়।
    সিপিএম নামক সর্ববৃহৎ বামদলটিকে এক্কেবারে নার্সারি স্কুলের বাচ্চা করে রেখে দিয়েছেন! ওরা একেবারে দুধুভাতু!কোন ভুল করে না। ৩৪ বছর পর শুধু গদি নয়, বিরোধীদলের নেতৃত্বও প্রায় হারাচ্ছে গ্তার জন্যে তারা কোনমতেই দায়ী নয়, কোন দোষই করে নি। এর জন্যেও গুরুর পাতায় কিছু অতিবাম বদ বুকনি ঝাড়লে তাদের গদি টলোমলো--বিজেপি নামক জুজু বা বর্গী এসে যাবে।

    একেবারে রবীন্দ্রনাথের " শিশু"র মা!
    "খোকারে তোর চক্ষে কেন জল?
    কে তোরে আজ কী বলেছে বল!
    খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে খুঁড়ে এলে,
    তাই কি বলে লক্ষ্মীছাড়া ছেলে"?

    নিশ্চিত জানুন--আমি যদি"অর্ধ-ইতিহাস" নিয়ে চুপ করেও যাই আপনার মত লোকনাথবাবার ভক্তমার্কা সমর্থকরাই সিপিএমকে ডুবিয়ে বিজেপি আনছেন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন