এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | 131.242.160.210 | ১২ আগস্ট ২০১৪ ১৫:০৬644668
  • তিন নম্বরটা যেটায় লাল মুখুজ্যের লেখাটা আছে ৭৪ এম্বি সাইজ। মার্জ করতে গিয়ে ওটাই ঝাড় করছে। সাইজের লিমিট আছে মার্জারের।
  • ঐশিক | 127.218.17.62 | ১২ আগস্ট ২০১৪ ১৫:১৩644669
  • আমারও ওখেনেই বড্ড ব্যাদনা
  • | ১২ আগস্ট ২০১৪ ১৯:৪৭644670
  • এইটা এখানে সেঁটে দিই।

    তা, এটা পড়তে পড়তেই ২০০৪ সালের বালায় বৈ-বাবু যখন প্রথম নবারুণের উল্লেখ করেন, তখন একখানি যা প্রতিক্রিয়া তথা উত্তর তথা মিষ্টি মোড়কে গালি এসেছিল না --- সেইটে মনে পড়ে আবার ফ্যাকফ্যাকিয়ে হাসি পেয়ে গেল।

  • /\ | 127.194.208.102 | ১২ আগস্ট ২০১৪ ২৩:৩৬644671
  • http://laljiperdiary.com/%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A3/

    নবারুণ-স্মরণ
    ঃঃ নবারুণ নেই তবে যুদ্ধ পরিস্থিতি জারি আছে ঃঃ
    নবারুণ ভট্টাচার্য

    মৃত্যু একটা চূড়া বা বর্ডারের নাম। অলিখিত ঘোষণা যেন এরপর আর কোনো স্টপেজ নাই। যা আছে তার নাম মহাকাল। ধূ ধূ কালাকাললুপ্ত অসীম এক নীল চরাচর মনে হয়। আর এই যাত্রা দেহাতীত। সুতীব্র কোনো আত্মার দিকে আত্মারই সাথে যেন। আবার মৃত্যু অপার বেদনারও। এই শেষের পর আর কেউ শারীরিক নন। নবারুণও আর বাস্তবিক নন। বেসিক্যালি ৩১ জুলাইয়ের পর। এরপর শুধুই প্ল্যানচেট অথবা পিউ কাঁহা পিউ কাঁহা হতে পারে। কিংবা হতে পারে ক্যাট, ব্যাট, ওয়াটার, ডগ, ফিশ! ক্যাট, ব্যাট, ওয়াটার, ডগ, ফিশ!

    ০২

    বাংলাসাহিত্যের সশস্ত্র ও বিপজ্জনক যোদ্ধার ‍নাম নবারুণ ভট্রাচার্য। তাঁর পক্ষ ও বিপক্ষ খুব স্পষ্ট ও মীমাংসিত। তাঁর রিভলভার রাষ্ট্রযন্ত্রের কোন অঙ্গ বরাবর তাক করা আছে তাও অজানা নয় মোটেই। নবারুণ আপনি হয়ত নেই। কিন্তু যুদ্ধ পরিস্থিতি আছে। প্রতিরোধও আছে।

    ০৩

    নবারুণ আপনার মহাপ্রয়াণের পর স্রেফ প্ল্যানচেটের উদ্দেশ্য নিয়েই সমবেত হয়েছি আমরা। জানি দেখা হবে। ফের দেখা হবে। ফের দেখা হবে। শেষ ড্র এর সময়। কাউন্টার অ্যাটাকের মুহূর্তে!

    তার আগে আমাদের সমবেত স্যালুট গ্রহণ করুন ওস্তাদ। প্রতিবিপ্লব দীর্ঘজীবী হবে নিশ্চয়ই।

    ভূমিকা ঃঃ লাল জীপ
    এই সংখ্যার কিউরেটর ঃঃ

    । শিবু কুমার শীল । ইমরান ফিরদাউস । বিজয় আহমেদ । অর্পণ দেব ।

    …………………………………………………………………

    পাঠক্রম
    ট্রিবিউট টু নবারুণ / ফেসবুক থেকে
    নবারুণ ভট্টাচার্য ফিচারিং ঋত্বিক কুমার ঘটক / ভূমিকা- গদ্য ও শ্রুতিলিখনঃ ইমরান ফিরদাউস
    অসন্তোষের ব্যকরণে গড়া তার মন / ফারুক ওয়াসিফ
    ওস্তাদের জন্যে গান / বিজয় আহমেদ
    প্রতিবিপ্লবীর জন্যে শোকগাঁথা / সৈকত দে
    ফ্যাঁৎ ফ্যাঁৎ সাঁই সাঁই করে উড়ছে হারবার্ট / ফায়হাম ইবনে শরীফ
    পুনঃপাঠ
    সুমনের গান বিষয়ে নবারুণের কথাবার্তাঃঃফ্যাতাড়ু ও কমরেড সুমন/সাক্ষাৎকারকঃঃ মানস ঘোষ ও সুমিত দাস
    …………………………………………………………………………………………………

    কভারঃ শিবু কুমার শীল

    ………………………………

    গুরু থেকে এরকম একটা নবারুণ স্মরণ সংখ্যা হয় না বুলবুলভাজায় অন্তত? একান্তই যদি একটা গুরুচন্ডা৯ সংখ্যা না করা যায়। লেখার লোক এতই কম পড়িয়াছে?
  • i | 147.157.8.253 | ১৩ আগস্ট ২০১৪ ০৫:৩৯644672
  • ২০০৫ এ যখন প্রবাসীর পত্র লিখতাম, একটি পর্বে হার্বার্ট এসেছিলেন । এখানে টুকে দিতে দ্বিধা হচ্ছে। তবু,....এখানেই থাকঃ

    স্মারক অথবা-

    ইদানীং পোস্টারে ছয়লাপ পাড়া। ল্যাম্পপোস্টে সাঁটা, উঁচু দেওয়ালে টাঙানো অথবা ফুটপাথে ইষৎ হেলিয়ে দাঁড় করানো চড়া হলুদের ওপর কালো মোটা হরফে লেখা পোস্টার -সেভ আওয়ার অ্যানজ্যাক হেরিটেজ বা সেভ গ্রেথওয়েট অথবা রাইট মরিস ইমিডিয়েটলি কিংবা স্টপ মরিস সেলিং আওয়ার অ্যানজ্যাক হেরিটেজ ।। এইসব।
    মরিস নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার।

    লেখার সঙ্গে কোথাও একটি ম্যাপ বা পুরোনো বিশাল বাড়ির ছবি, কোথাও বা একটি অতি প্রাচীন সিপিয়া রঙের গ্রুপ ছবি-সৈনিকের বেশে, নার্সের পোশাকে নারী, পুরুষ-পরিচ্ছদ, কেশবিন্যাস সবই বেশ প্রাচীনকালের অন্তত একশো বছরের পুরোনো তো বটেই।

    'শ পুরতে আর সামান্যই বাকি। প্রথম বিশ্বযুদ্ধের শুরু। অস্ট্রেলিয়া একটি ফেডের‌্যাল কমনওয়েলথ সেই সময় -- বয়স বছর পনেরো। নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার সেনা মিলে তৈরি হল অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড আর্মি কর্পোরেশন বা অ্যানজ্যাক - মিত্রশক্তির নৌবাহিনীর অবাধ প্রবেশের জন্য অ্যানজ্যাক আক্রমণ করল গ্যালিপলি পেনিনসুলা। উনিশশো পনেরোয়। প্রায় আট হাজার অস্ট্রেলিয়ান সেনা নিহত আর আহতের সংখ্যা অগণন।সেই সময় নর্থ সিডনি অঞ্চলের জনৈক স্যার থমাস ডিবস নিউ সাউথ ওয়েলসকে দান করলেন তাঁর বিশাল ভিক্টোরিয়ান ম্যানসন "গ্রেথোয়েট', আহত অ্যানজ্যাক সেনাদের শুশ্রুষার জন্য। উনিশশো ষোলো থেকে উনিশশো আশি রেডক্রস ব্যবহার করে গ্রেথওয়েটকে। আশি থেকে স্বাস্থ্য দফতর দায়িত্ব নেয় এই বাড়ির একটি নার্সিং হোম চালু করে।

    এখন এই বিশাল বাড়ি, সংলগ্ন বাগান ব্যবহারের অযোগ্য সর্বতোভাবে স্বাস্থ্যদফতর চাইছে গ্রেথওয়েট বিক্রি করে দিতে, চাইছে ম্যানসনটি ভেঙে গড়ে উঠুক একটি কারপার্ক, কিছু টাউনহাউস। এর আগেও, চুরানব্বই নাগাদ, সরকার একই প্রস্তাব এনেছিল কিন্তু জনমত ছিল এবারের মতোই অর্থাৎ প্রস্তাবের বিপক্ষে। সেই সময় এলেকশনের মুখে তাই বিক্রির প্রস্তাবে ধামাচাপা পড়ে। এখন আবার উদ্যোগী হয়েছে গভর্নমেন্ট। তবে, এই সময়, শুধু প্রতিবাদ নয়, নর্থ সিডনি কাউন্সিল এবারে সরকারের থেকে বাড়িটি কিনতে চেয়েছে -রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাউন্সিলের। একটি হেরিটেজ পার্ক গড়ে তুলবে কাউন্সিল, ম্যানসনটি অটুট রেখে। হলদে কালো পোস্টারগুলির পশ্চাৎপট এইটুকুই।

    এই বিকেলে স্যান্ডস্টোনের এই ভিক্টোরিয়ান ম্যানসনটির সামনে এসে দাঁড়াই। পোস্টারের ম্যাপ দেখে পৌঁছে গেছি। প্যাসিফিক হাইওয়ের মতো অতি ব্যস্ত রাস্তা থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ অথচ নাগরিক কোলাহল ফেলে আসছি রাস্তার মুখের পাবটিতে। প্রাচীন বাড়ি, প্রাচীন দুয়ার, অজস্র পাখি ডাকছে- কুলায় ফেরা পাখি সব, সূর্য অস্তগামী। হাল্কা হিমভাব।
    প্রবল অযত্নের চিহ্ন সর্বত্র। আগাছা, বিষাক্ত ঝোপ-ঝাড়, কুকুরের বর্জ্য, বিয়ারের ক্যান, প্লাস্টিক ইতস্তত -ভারী ট্রাকের টায়ারের দাগ ঘাসে। দুটি অতি প্রাচীন ডুমুর গাছ। তিনতলা প্রাসাদোপম বাড়িটির জীর্ণ অতি জীর্ণ দশা। প্রাচীন উদ্যানটিতে দাঁড়িয়ে মনে পড়ল একটি ঘটনা।

    এই যুদ্ধস্মারক সংরক্ষণ নিয়ে ভারী গন্ডগোলে পড়ি একবার। সেদিন বাড়িতেই ছিলাম। একাই। দুপুরের দিকে জানলা দিয়ে হঠাৎ দেখি অ্যাম্বুলেন্স, দমকল, পুলিশের গাড়ি - কার কি হল ভাবতে ভাবতেই দরজায় করাঘাত। সিনেমায় যেমন দেখি তেমনই সপ্রতিভ ভঙ্গিতে আইডেন্টিটি কার্ড দেখান তরুণ পুলিশ অফিসারটি - "যে অবস্থায় আছেন, সেই অবস্থায় বাইরে বেরিয়ে আসুন, নীচের স্টোরেজে গুটিকয়েক গ্রেনেড পাওয়া গেছে।' অগত্যা পাসপোর্ট আর ল্যাপটপটি হাতে, চটি পরেই সটান বাইরে। জানা গেল, আমারই ওপরতলার বাসিন্দার কিছু জিনিসপত্র রাখা ছিল স্টোরেজে - বৃদ্ধ মারা গেছেন বহু বছর, বৃদ্ধাও অসুস্থ নার্সিংহোমে। তাঁদের পুত্রটি এসে স্টোরেজ পরিষ্কার করতে গিয়ে গ্রেনেডগুলি দেখে ও তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। অফিসার নাম-ধাম খাতায় লিখে কাছের থানায় কফি খাওয়ার আমন্ত্রণ জানালেন। বাঘে ছুঁলে আঠারো ঘা, থানায় কফি খেলে কত -- এরকম কোনও কাল্পনিক মানসাঙ্ক কষে অকুস্থলেই দাঁড়িয়ে থাকি আমি। অতঃপর বম্ব স্কোয়াড আসে। জানা যায়, এই গ্রেনেড বিশ্বযুদ্ধের সময়ের - বৃদ্ধ ছিলেন সৈনিক, তিনি নাকি গ্রেনেডগুলি স্মারক হিসাবে তুলে রেখেছিলেন সযত্নে। পুলিশের মত সেরকমই। সত্যি কথা সঙ্গে নিয়ে বৃদ্ধ স্বর্গে গেছেন বহুদিন, বৃদ্ধাও অসুস্থ। অতএব ।।।

    এই জীর্ণ ম্যানসন, প্রাচীন বৃক্ষদ্বয়, সিপিয়া রং-এর গ্রুপ ছবিটি, গ্রেনেডসমূহ যুদ্ধস্মারক সংরক্ষণের একটি কোলাজ হতে পারত। আদ্যন্ত। অথচ, সেদিন, শেষ বিকেলে, সেই ডুমুর গাছের তলায় কোলাজের এই ফ্রেমটিতে ঢুকে পড়ে আরও একজন। পাঁচ ফুট ছয় ইঞ্চি। ফর্সা। চোখা, সাহেবি গড়ন ।।।হারবার্ট। হারবার্ট সরকার।
    মুহূর্তে, প্রাচীন গাছটি শমীবৃক্ষে রূপান্তরিত হয়ে যায়। আয়ুধসকল অপেক্ষায় থাকে।
  • hzbz | 28.238.2.85 | ১৩ আগস্ট ২০১৪ ০৭:৪৬644673
  • আপনি তো বেশ লেখেন। এইসময়ের লেখাটা খুব বাজে। তিনকোনার ওটা কি লেখা না আতলামির বাজে চেষ্টা?
  • তাপস | 122.79.37.197 | ১৩ আগস্ট ২০১৪ ১৬:৫৮644674
  • রোবু লিখল না? সদা লিখলেন না?
  • | ১৩ আগস্ট ২০১৪ ১৮:৪০644675
  • আমি কি এখানে একবার সদাকে ডাকবো?
  • /\ | 127.194.192.234 | ১৩ আগস্ট ২০১৪ ২৩:১৪644676
  • http://www.galpopath.com/2014/08/blog-post_42.html

    গল্পপাঠ শ্রাবণ ১৪২১ সংখ্যা

    গেল মাসে চলে গেলেন নর্ডম গর্ডিমা। তিনি আফ্রিকার কালো মানুষদের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। তাঁর গল্প পৃথিবীর যেকোনো জাতিগত নিপীড়িনের বিপক্ষে কাজ করবে। তাঁর একটি গল্প পড়ুন--মার্জনা। অনুবাদ করেছেন রওশন জামিল।

    অক্টোবরের প্রথম দিনে চলে গেলেন কবি, গল্পকার, ঔপন্যাসিক নবারুণ ভট্টাচার্য। প্রান্তিক মানুষদের জন্য তিনি প্রতিটি অক্ষর লিখেছিলেন। এদিক থেকে নবারুণ ছিলেন নিঃসঙ্গ এক লেখন-ভূমির নির্মাতা। তাঁর হারবার্ট, কাঙাল মালসাট, মসলিয়াম নিয়ে তাঁর জীবিতকালে লেখালেখির জগতে তুমুল হৈচৈ ফেলে দিয়েছিল।
    নবারুণের তিনটি গল্প, দুটি সাক্ষাৎকার, স্মরণ এবং তাঁর লেখালেখি নিয়ে নিকট আলোচনা প্রকাশিত হল।
    আগামী সংখ্যায় নবারুণ ভট্টাচার্যকে নতুন করে খোঁজার চেষ্টা করা হবে।

    নবারুণ-পাঠ |
    ১. নবারুণ ভট্টাচার্যের গল্প : ৪+১ http://www.galpopath.com/2014/08/blog-post_53.html
    ২। নবারুণ ভট্টাচার্যের গল্প ঃ ফ্যাতাড়ু http://www.galpopath.com/2014/08/blog-post_88.html
    ৩। নবারুণ ভট্টাচার্যের গল্প--টয় http://www.galpopath.com/2014/04/blog-post_348.html

    নবারুণ ভট্টাচার্য ় মৃত্যু উপত্যকায় সব হিসেব মেলে না http://www.galpopath.com/2014/08/blog-post_20.html
    সাক্ষাৎকার ঃ নবারুণ ভট্টাচার্য--লেখালেখি করে উপার্জন করি না http://www.galpopath.com/2014/08/blog-post_87.html

    নবারুণ ঃঃ নিপীড়িতের সাহিত্যের অগ্রপথিক http://www.galpopath.com/2014/08/blog-post_36.html
    স্বপ্নময় চক্রবর্তী ঃ কে কী বলল তাতে অবশ্য নবারুণের http://www.galpopath.com/2014/08/blog-post_95.html
    রমিত দে ় নবারুণ ভট্টাচার্যের সাহিত্য নির্যাস ও অস্তিবাদ http://www.galpopath.com/2014/08/blog-post_18.html
    ইমতিয়ার শামীম ঃ নবারুণ ঃ মৃত্যু উপত্যকা থেকে স্মৃতিউপত্যকায় http://www.galpopath.com/2014/08/blog-post_3.html

    অর্ক চট্টোপাধ্যায়ের নবারুণ স্মরণঃ বিষণ্নতা, দহন এবং দ্রোহপরিস্থিতি http://www.galpopath.com/search/label/%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%20%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F

    অদিতি ফাল্গুনী ় নবারুণ ভট্টাচার্যের অনাথ ‘হারবার্ট’ যদি জন্মাতো বাংলাদেশে…ঃ http://www.galpopath.com/2014/08/blog-post_94.html
    গৌতম গুহ রায় ঃ বিকল্প গদ্য আখ্যানের অনন্য স্থপতি http://www.galpopath.com/2014/08/blog-post_30.html
    সুমন সাজ্জাদ ঃ ফ্লবের, ফ্যাতাড়ু ও আহাম্মকের অভিধান http://www.galpopath.com/2014/08/blog-post_46.html

    অগ্নি রায় ় নবারুণ ভট্টাচার্য- বাক্য মধ্যবর্তী নীরবতা http://www.galpopath.com/2014/08/blog-post_4.html
    নীহারুল ইসলাম ় স্মরণ ঃ আমাদের নবারুণদা http://www.galpopath.com/2014/08/blog-post_80.html

    নবারুণের কয়েকটি বইয়ের পিডিএফ ়
    উপন্যাস-- হারবার্ট
    উপন্যাস সমগ্র
    নবারুণ ভট্টাচার্যের ছোটো গল্প
    অন্য গল্প ঃ পৃথিবীর শেষ কমিউনিস্ট
    এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
  • শ্রী সদা | 212.142.95.14 | ১৪ আগস্ট ২০১৪ ০০:২০644678
  • এই উইকেন্ডে পাক্কা লিখবো। কাজের চাপে চেপ্টে আছি।
  • a x | 138.249.1.198 | ১৪ আগস্ট ২০১৪ ০০:৩৫644679
  • নর্ডম গর্ডিমা লিখেছে কেন?!
  • h | 127.194.230.138 | ১৪ আগস্ট ২০১৪ ০৮:১৪644680
  • সোমনাথ মাইরি, তোকে অনেক ধন্যবাদ। এই কম্পিলেশন এর জন্য, স্বপ্নময় চক্রবর্তীর লেখাটা যে কি ভালো লাগলো না, বলে বোঝাতে পারবো না, গল্পপাঠ বলে কোনো সাইট আছে জানতাম না, সুন্দর লাগলো। আমার এম্নিতে স্বপ্নময় চক্রবর্তীর লেখা ভালো লাগে না খুব একটা। কিন্তু কোরকে বেরোনো একটা লেখা, ওঁর ঠাম্মার মুখের ভাষার উপরে আর এই টা, কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না, নানা কারণে ক্ষিপ্ত হয়ে ছিলাম সকাল টা, মনটা একদম ভালো হয়ে গেল। হোয়াট ল্যাঙ্গোএজ ক্যান ডু টু ইউ, আনবিলিভেবল।
  • Ishan | 183.17.193.253 | ১৪ আগস্ট ২০১৪ ০৮:৫৬644681
  • নবারুণের লেখালিখি নিয়ে অনেকগুলো লেখা পড়লাম। আবাপর "ব্যর্থ প্রতিষ্ঠানবিরোধী" তকমা থেকে স্বপ্নময়ের "নবারুণের তাতে ছেঁড়া যায়" জাতীয় তীব্র উচ্চারণ পর্যন্ত। সবই বড়ো আবেগ গদগদ লাগল, এমনকি আবাপর সম্পাদকীয়টা অবধি, মাইরি বলছি। এ নিয়ে একটা প্রবন্ধ কিংবা ক্যারিকেচার কিছু একটা নামালেই নবারুণের প্রতি যথাযোগ্য শ্রদ্ধার্ঘ্য নিবেদন হত, কিন্তু নানা কারণে মন চঞ্চল থাকায় তা আর হচ্ছেনা। আমার মণিমুক্তো টুকটাকরা টইই পাক।

    কথা হচ্ছে, নবারুণের লেখার স্টাইল হেব্বি। ২০০৮-৯ পর্যন্ত পেলেই গপগপিয়ে পড়ে ফেলেছি। তারপর চোখ মেলে দেখেছি, ফ্যাতাড়ুরা একটি ফেনোমেনন হয়ে উঠছে। ফ্যাত ফ্যাত সাঁই সাঁই নামে চন্দ্রবিন্দু তো একটা গানই বার করে ফেলল। সেটা সুমন নটকে ব্যবহার করলেন, খানিক লোকের মুখে মুখে ফিরল। অর্কুট বা ফেসবুকে নতুন লব্জ চালু হয়ে গেল, ফ্যাতাড়ু অ্যাটাক। মুখ লুকিয়ে খিস্তি করা ফ্যাশান হল। আশঙ্কায় ছিলাম, যে, এর পরে লোকে চুপি-চুপি বিপক্ষ পার্টির নেতার দরজায় হেগে দিয়ে এসে, তার নাম দেবে পলিটিক্স। সেরকম কেউ করেছে বলে শুনিনি, কিন্তু করতেই পারত। র‌্যাডিকালস্য র‌্যাডিকালরা ওই দিকেই এগোচ্ছিলেন।

    সে যাইহোক, বেশি হ্যাজাবনা, ঘুমোতে হবে, তাই পয়েন্টে আসি। হ্যাজানোর কিছু নেইও, এসব অনেকেই লিখেছেন, নবারুণ প্রসঙ্গে সব ছাপিয়ে ফ্যাতাড়ু আর খিস্তি-খাস্তার উপাখ্যান উঠে আসা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ বা দুঃখ। সেসব ঠিকই আছে, পয়েন্টটা হল, যেটা এই লেখার মোদ্দা বক্তব্য, এই হুজুগের দায় শুধু জনতার নয়। এই ট্রেন্ডটিকে নবারুণ সযত্নে লালন করে বড়ো করেছেন, সে দায় তাঁর উপরেও বর্তায়।

    কিরকম? হারবার্ট থেকে কাঙাল মালসাট পর্যন্ত দেখুন। অসম্ভব ভালো প্রকাশভঙ্গী, কাঁপিয়ে দেবার মতো ভাষা, কিন্তু দর্শনটি কী? একটিই দর্শন, যে, আগুন চেপে রাখা যায় না। আজকের মতো আপনি ধামাচাপা দিলেন যে বিদ্রোহকে, সে দশ বিশ বছর পরেই হোক(হারবার্ট) বা দুই/দুশো মাইল দূরেই হোক (ফ্যাতাড়ু) বিস্ফোরণ ঘটাবেই। এবং তখন উড়ে যাবে শৌখিন ফিল-গুড ভাবের সকল "চুদুরবুদুর"। ওই হারবাট থেকে কাঙাল মালসাট, পুরোটাই, পুরো যাত্রাপথটাই, দর্শনগতভাবে এই বিস্ফোরণের পথনির্দেশ।

    দর্শনগতভাবে দেখলে, এটা কিছুটা নকশালপনা, কিন্তু পথনির্দেশছাড়া। কঠিন করে বললে বলা যায়, নকশালপন্থার উত্তরাধুনিক ঘরাণার পুনর্জাগরণের চেষ্টা। যেখানে বিপ্লব আছে, কিন্তু কোনো লক্ষ্য নাই। বাণী বসুও গর্ভধারিণী নামক একটি উপন্যাসে অনুরূপ একটি প্রচেষ্টা করেছিলেন, দর্শনগতভাবে, এটা তার চেয়ে আলাদা কিছু না। বলাবাহুল্য, এটা দর্শনগত সাযুজ্যের কথা, লেখার ভঙ্গীর একেবারেই না।

    কথা হচ্ছে, সবার ফ্যাতাড়ু ফ্যাতাড়ু করে লাফাচ্ছে, কেউ ভিতরে ঢুকলনা, এটা একেবারেই ঠিক লাগেনা আমার। নবারুণ খুব সচেতনভাবে, এটা প্রোজেক্ট করেছেন, কারণ এটা তাঁর রাজনীতির অংশ। ফ্যাতাড়ুদের একটার পর একটা গল্প ছাপা হয়েছে স্রেফ এই দর্শনের প্রসারে। এমনকি যত্ন করে আলাদা করে পুরন্দর ভাটের কবিতাগুলি ছাপা হয়েছে। যার এক ও একমাত্র কারণ হতে পারে, ফ্যাতাড়ুপনার রাজনৈতিক দর্শনের প্রচার ও প্রসার।

    অতএব, আমার প্রতিপাদ্যে চলে আসা যাক। এই শোকের সময়েও, এইটুকু মনে রাখা কর্তব্য বলে মনে করছি, ফ্যাতাড়ুসর্বস্বতার পিছনে নবারুণের দায় একটুও কম না। এটা সমালোচকরা মনে রাখলে ভালো হয়। নয়তো এটা স্রেফ পুজো আচ্চায় দাঁড়িয়ে যাচ্ছে।

    একটু হার্শই হল। নবারুণের লেখার স্টাইলের আমি প্রবল ভক্ত, সেটা বলে দেওয়া উচিত বলেই মনে করছি। কিন্তু তাঁর রাজনৈতিক দর্শনেরও বিরোধী। সেও ঠিক। এই বাজারে এসব লেখা চাপ, সে বিলক্ষণ টের পেয়েছি, কারণ ফ্যাতাড়ুপনা সর্বত্র। এ কোনো আপতিক ঘটনা নয়, যে, কদিন আগে এই লেখাটা হাফ লেখার পরই আমার ক্রোম ক্র্যাশ করেছিল। :-)এবার কী হয় দেখা যাক।
  • phaltu | 118.36.241.24 | ১৪ আগস্ট ২০১৪ ১০:০৬644682
  • ইয়ে, গর্ভধারিণী সমরেশ মজুম -এর না? নাকি অস্টম গর্ভ -র কথা হচ্চে?
  • T | 90.13.211.110 | ১৪ আগস্ট ২০১৪ ১০:৫৫644683
  • পথ নির্দেশ করতেই বা হবে কেন? করতে চেয়েছেনও নাকি? পুরোটাই এলোমেলো অবস্থা চলবে। 'ফ্যাতাড়ুসর্বস্বতা' চলবে। লোকে আঁচড়াবে কামড়াবে নেড়ে ঘেঁটে দেখবে, ম্যাজিকের মতো নিত্যনতুন মানে বার করবে, এইভাবে একটা ঝড় তৈরী হবে। এরপর বিভিন্ন পড়ে থাকা কলকব্জা সেই ঝোড়ো হাওয়ায় এলোমেলো ভাবে পাক খেয়ে ঠিকঠাক খাপে বসে একখানা গাড়ি তৈরী হবে। আদপেই তা হবে কি? হওয়ার সম্ভাবনা বা কত? এ দর্শনের পেছনে র‍্যাশনালিটি কি? নবারুণের বয়ে গ্যাছে ভাবতে, তিনি ঝড় তৈরী করতে চেয়েছেন। ক্যাওটিক ব্যাপার স্যাপারের মধ্যে দিয়ে বিপ্লব নিজেই তার পথ খুঁজে নেবে। তার জন্য দরকার প্রাথমিক নর্মালাইজেশন। সেটা ঐ গু মুত ছুঁড়ে হেগে টেগে যা হোক ভাবে করার চেষ্টা হল।
  • lcm | 118.91.116.131 | ১৪ আগস্ট ২০১৪ ১১:০৭644684
  • "... তিনি ঝড় তৈরী করতে চেয়েছেন..." --- ঝড় উঠেছে নাকি। কোথায়?
  • lcm | 118.91.116.131 | ১৪ আগস্ট ২০১৪ ১১:১১644685
  • /\ এর লিংকগুলো আর h এর কমেন্ট দেখে - গল্পপাঠ সাইট-টা দেখলাম, কয়েকটা লেখা পড়্লাম। এটি দেখলাম কুলদার সাইট, বেশ ভালো।
  • T | 90.13.211.110 | ১৪ আগস্ট ২০১৪ ১১:২৩644686
  • বাংলা না বুঝলে কিস্যু করার নেই।
  • lcm | 118.91.116.131 | ১৪ আগস্ট ২০১৪ ১১:৩৮644687
  • না, না, বুঝেছি - ঝড় তৈরী করতে চেয়েছিলেন।
    আমি জিগ্গেস করছি, সত্যিই ঝোড়ো কিছু হয়েছে কি না।
    কলকাতায় সুমন মুখার্জির কাঙাল মালশাট সিনেমাটি দেখে এসে এক নবারুণ-এর লেখার ভক্ত বলেছিল - নবারুণের লেখা যাদের নিয়ে তাদের কেউ ওর লেখা পড়েও না, গপ্পো নিয়ে তৈরী সিনেমা বা নাটকও দেখে না। লোকটার লেখার মূল্যায়ণ হল না, শুধু খিস্তি আর পুরন্দর ভাট রয়ে গেল - এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না.... এই সব বলে খুব আক্ষেপ করেছিল।
    তো আমি বলেছিলাম, হয়ত মৃত্যুর পরে হবে।
  • T | 90.13.211.110 | ১৪ আগস্ট ২০১৪ ১১:৪৬644689
  • সে আমি জানি না। অলরেডী হয়ে চলে গেল নাকি তাও জানি না। হয়তো পরে হবে। তা সে আজ না হোক কাল হবে, কাল না হলে পরশু। না হতেও পারে। প্রয়াসটা ডকুমেন্টেড হল। অবশ্য এসব আমার মনে হয়। আমি আর কতটুকুই বা বুঝি।
  • de | 69.185.236.52 | ১৪ আগস্ট ২০১৪ ১২:৪৬644690
  • গর্ভধারিণী - সমরেশ মজুমদারই তো, ওতে কোন দর্শনই কি আছে? একটা সিম্পল গপ্পো কেবল!

    লেখালেখিতে দর্শন থাকতেই কি হবে?
  • de | 69.185.236.52 | ১৪ আগস্ট ২০১৪ ১২:৪৭644691
  • গল্পপাঠ সাইটটা কি ভালো!!!
  • h | 213.99.211.18 | ১৪ আগস্ট ২০১৪ ১৩:১৯644692
  • ধোপার খাতা তেও দর্শন থাকে।
  • | ১৪ আগস্ট ২০১৪ ১৩:৩৩644693
  • এতদ্বারা কি তুমি ধোপার খাতারে একটু হেয় করলা?
  • T | 90.13.211.110 | ১৪ আগস্ট ২০১৪ ১৩:৪২644694
  • বলরাম হাড়ির প্রবন্ধে হানুদার লেখার রেফারেন্স আছে। এই দেখলাম।
  • Ishan | 214.54.36.245 | ১৪ আগস্ট ২০১৪ ২০:৪৬644695
  • উফ, এসব রেফারেন্স যে কেন দিতে যাই, মনে হচ্ছে ছড়িয়েছি। গর্ভধারিণী বলে যে উপন্যাসটি রেফার করেছি, তাতে চাট্টি ছেলেমেয়ে যুদ্ধ ঘোষণা করেছিল। তারা একটা রিসর্টে হামলা চালিয়েছিল। আরও কী কী সব করেছিল। শেষেমেশ পাহাড়ে চলে গেল।

    এবার, এটা গর্ভধারিণী হতেও পারে, নাও পারে।
  • Pi | 192.66.60.244 | ১৪ আগস্ট ২০১৪ ২১:১১644696
  • এটাই।এই নিয়ে আগে ভাটেও কথা হয়েছিল
  • Ekak | 24.99.129.186 | ১৪ আগস্ট ২০১৪ ২১:৪৪644697
  • ঈশানের সংক্ষিপ্ত বক্তব্য একটা জায়গা ভাল্লাগলো। নবারুনকে স্যানিটাইস করার প্রচেষ্টা ভালো লাগেনি আমারও । লেখক সব্শুধ্ধু থাকুন । হস্তিদর্শন তো আদতে দর্শন । কে কতটা অন্ধ সময় বলবে ।
  • h | 127.194.254.202 | ১৪ আগস্ট ২০১৪ ২২:৩৮644698
  • স্যানিটাইজ করার প্রচেষ্টা টা কে করলো? একটা তালিকা পাওয়া যাবে?
  • h | 127.194.254.202 | ১৪ আগস্ট ২০১৪ ২২:৪০644700
  • না করিনি, তবে দর্শন কে হেয় করা র কি আছে সেটা বোঝার চেষ্টা করছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন