এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেমিনিজম না স্ববিরোধিতা ?

    bip
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৪ | ১১২৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 78.33.140.55 | ১২ আগস্ট ২০১৪ ১৫:৩৯645252
  • বিপের ভুল ধরলে বিপ আক্রান্ত বোধ করতে থাকে ।
    >>
    গ্রামারে ভুল, বানানে ভুল -এসব স্যোশাল মিডিয়াতে চলে না স্যার। আমি কি এসব বই হিসাবে প্রকাশনার দিকে এগোচ্ছি? শ্রেফ আলোচনা। অফটপিক এই ধরনের মাস্টার মশাই গিরি রীতিমত বিরক্তিকর ছাড়া কিছু না। আর বিপন্নবোধ কিসে করব? এটা কি আমার জীবিকা? না আমি লেখক হিসাবে প্রতিষ্টা চাইছি? কি হারানোর ভয়? এদের অনেক আগে থেকে ক্রমাগত বাংলায় লিখে চলেছি-সেই ২০০৩ সাল থেকে। যে মিডিয়ামেই লিখি না কেন, যেখানেই লিখি না কেন, আমার লেখার ওপর কত কমেন্ট আসে, আর কজন পড়ে বা শেয়ার করে, তার সংখ্যাতত্ব নিলেই পরিস্কার হবে, আমার বিপন্ন বোধ করার কিছুই নেই। আমার লেখাতে খিস্তি মারলে ভালোই ত- পড়ে পজিটিভ বা নেগেটিভ রিয়াকশন হবে এটাই কাম্য। নেগেটিভ রিয়াকশনে আপত্তি নেই-বানান তুললে মাইরী আমার মেজাজ খারাপ হয়। শালা বাংলাতে আমি চিরকাল কাঁচা। মাধ্যমিকে একটা সাবজেক্টেই লেটার পাই নি ( সেটা ৮৯ সাল)-সেটা বাংলা। সেই ছোটবেলা থেকে মা থেকে শিক্ষক শিক্ষিকারা আমার বাংলা ঠিক করার চেষ্টা করছেন। আমার বাংলার অবস্থা খারাপ , লেখায় বানান এবং ব্যাকারনের মলমূত্র-এটা ছোটবেলা থেকে এত শুনে আসছি-কোনদিন ভাবিনি বাংলাতে লিখব এবং সেই লেখা কিছু লোক পড়বে। যে ভাষাতেই লিখি, যে বানানেই লিখি, লোকে পড়েছে, রিয়াক্ট করছে-এই যথেষ্ঠ। বাংলাতে আমার যা ক্যালি-তার থেকে পাঠকদের কাছ থেকে অনেক বেশী পেয়েছি। পিউরিস্ট পাঠকরা আমার টার্গেট অডিয়েন্স না-আমি ফেসবুক জেনেরেশনের জন্যই লিখি।

    এখানে আমি খুব সহজ একটা প্রশ্ন রেখেছিলাম। ফেমিনিস্ট দৃষ্টিতে নারীর নগ্নতা কাম্য না বর্জনীয়? এটা গুরুত্বপূর্ন টপিক। কারন মানুষের নির্মান যৌনতাতে। সেখানে সমতা না এলে কিসের লিঙ্গ সাম্য? এই প্রশ্ন তোলা কি সারমন? হাস্যকর!
  • bip | 78.33.140.55 | ১২ আগস্ট ২০১৪ ১৫:৩৯645251
  • বিপের ভুল ধরলে বিপ আক্রান্ত বোধ করতে থাকে ।
    >>
    গ্রামারে ভুল, বানানে ভুল -এসব স্যোশাল মিডিয়াতে চলে না স্যার। আমি কি এসব বই হিসাবে প্রকাশনার দিকে এগোচ্ছি? শ্রেফ আলোচনা। অফটপিক এই ধরনের মাস্টার মশাই গিরি রীতিমত বিরক্তিকর ছাড়া কিছু না। আর বিপন্নবোধ কিসে করব? এটা কি আমার জীবিকা? না আমি লেখক হিসাবে প্রতিষ্টা চাইছি? কি হারানোর ভয়? এদের অনেক আগে থেকে ক্রমাগত বাংলায় লিখে চলেছি-সেই ২০০৩ সাল থেকে। যে মিডিয়ামেই লিখি না কেন, যেখানেই লিখি না কেন, আমার লেখার ওপর কত কমেন্ট আসে, আর কজন পড়ে বা শেয়ার করে, তার সংখ্যাতত্ব নিলেই পরিস্কার হবে, আমার বিপন্ন বোধ করার কিছুই নেই। আমার লেখাতে খিস্তি মারলে ভালোই ত- পড়ে পজিটিভ বা নেগেটিভ রিয়াকশন হবে এটাই কাম্য। নেগেটিভ রিয়াকশনে আপত্তি নেই-বানান তুললে মাইরী আমার মেজাজ খারাপ হয়। শালা বাংলাতে আমি চিরকাল কাঁচা। মাধ্যমিকে একটা সাবজেক্টেই লেটার পাই নি ( সেটা ৮৯ সাল)-সেটা বাংলা। সেই ছোটবেলা থেকে মা থেকে শিক্ষক শিক্ষিকারা আমার বাংলা ঠিক করার চেষ্টা করছেন। আমার বাংলার অবস্থা খারাপ , লেখায় বানান এবং ব্যাকারনের মলমূত্র-এটা ছোটবেলা থেকে এত শুনে আসছি-কোনদিন ভাবিনি বাংলাতে লিখব এবং সেই লেখা কিছু লোক পড়বে। যে ভাষাতেই লিখি, যে বানানেই লিখি, লোকে পড়েছে, রিয়াক্ট করছে-এই যথেষ্ঠ। বাংলাতে আমার যা ক্যালি-তার থেকে পাঠকদের কাছ থেকে অনেক বেশী পেয়েছি। পিউরিস্ট পাঠকরা আমার টার্গেট অডিয়েন্স না-আমি ফেসবুক জেনেরেশনের জন্যই লিখি।

    এখানে আমি খুব সহজ একটা প্রশ্ন রেখেছিলাম। ফেমিনিস্ট দৃষ্টিতে নারীর নগ্নতা কাম্য না বর্জনীয়? এটা গুরুত্বপূর্ন টপিক। কারন মানুষের নির্মান যৌনতাতে। সেখানে সমতা না এলে কিসের লিঙ্গ সাম্য? এই প্রশ্ন তোলা কি সারমন? হাস্যকর!
  • robu | 122.79.37.248 | ১২ আগস্ট ২০১৪ ১৫:৪৯645253
  • "যে মিডিয়ামেই লিখি না কেন, যেখানেই লিখি না কেন, আমার লেখার ওপর কত কমেন্ট আসে, আর কজন পড়ে বা শেয়ার করে, তার সংখ্যাতত্ব নিলেই পরিস্কার হবে" - এই হচ্ছে আসল কথা, এখানথেকেই বিপন্নতাবোধের শুরু।
  • bip bip bip | 24.96.79.68 | ১২ আগস্ট ২০১৪ ১৭:২২645254
  • বিপ খুব কষ্ট পেয়েছেন। উন এবার অনার বায়োডাটা পোস্ট করছেন।। আহা রে। উত্তেজনায় দু দুবার পোস্ট করে ফেলেছেন। বিপ আজ বিপন্ন।।। (কান্না)।।
  • সিকি | ১২ আগস্ট ২০১৪ ১৭:৪২645255
  • বিপ -

    ১। গুরু সোশাল মিডিয়া নয়। হবার চেষ্টাও করে না। :)

    ২। তুমি ২০০৩ থেকে বাংলা লিখছো। আমি ক্লাস ওয়ান থেকে। :)
  • dd | 132.183.246.82 | ১২ আগস্ট ২০১৪ ১৭:৪৭645256
  • কিন্তু তুমি যখন কেলাস ওয়ানে পড়তে,হে সিকি, সেটা কি ২০০৩'র আগে না পরে?

    সেটাই বিচার্য্য।
  • সিকি | ১২ আগস্ট ২০১৪ ১৮:৫৯645257
  • কঠিন বিচার। :)
  • - | 109.133.152.163 | ১২ আগস্ট ২০১৪ ১৯:০১645258
  • বিপের ২৯এর সঙ্গে সিকির ৫ তুলনা ধরলে -- হবে না?
    ক্কী আশ্চর্য্য! ২৯ আর ৫ মিলে ঠিক ৩৪!!
    এই জন্যিই টইটার এই অবোস্তা ঃ-)
  • সিকি | ১২ আগস্ট ২০১৪ ২১:১৪645259
  • এটাও হতে পারে - বিপ ২০০৩ সালে ক্লাস ওয়ানে পড়ত। সেক্ষেত্রে খানিক ডিসকউন্ট দেওয়া যেতেই পারে।
  • b | 24.139.196.6 | ১২ আগস্ট ২০১৪ ২১:৪৩645261
  • সিকি, ক্লাস ওয়ান থেকে? ছ্যা ছ্যা, আমার তো হাতেখড়ি-ই বাঙলায় হয়েছিলো।
  • সিকি | ১২ আগস্ট ২০১৪ ২১:৫৭645262
  • ওই আর কি ...
  • - | 109.133.152.163 | ১৩ আগস্ট ২০১৪ ০৫:২৩645263
  • নাঃ, বিপ নিজেই ৩টে ৩৯এর লিখেছেন '৮৯-তে মাধ্যমিক স্তরে চিলেন। তাইলে ২০০৩-এ ক্লাস ওয়ান হওয়া টেকনিক্যালি একটু টাফ ঃ-)
  • বিপ | 78.33.140.55 | ১৩ আগস্ট ২০১৪ ০৬:৪৭645264
  • গুরু স্যোশাল মিডিয়া নয়? মেইন স্ট্রিম মিডিয়া না? তাহলে কি হেগো মিডিয়া? সিকির কি সব তাজ্জব দাবী!!

    আরে বাপ মানুষের ইচ্ছামাত্রই বায়োলজিক্যাল। এই যে কাম নাই তাই পায়ে পা লাগিয়ে ঝগড়া করার তাল এইসব পাবলিকের-সেটাও
    বেল্টের তলায় বায়োলজিক্যাল সুড়সুরি। মানুষের সব কামনাই যৌনকামনা। চেতনে, অবচেতনে,ঘুরিয়ে, পেঁচিয়ে। আমি কখনোই অস্বীকার করিনা
    আমার কোন কাজের পেছনে এই সুড়সুরি নেই-অবশ্যই আছে-কারন আমি বায়োলজির বাইরে কেও নই। সমস্যা অন্যদের নিয়ে-যারা নিজেদের ইচ্ছার
    যৌনতার ডাইমেনশনটা বুঝতে পারে না। ফলে কখনো ঝগড়ার তাল-কখনো প্যান্ট খুলে পাছা দেখাবে-কখনো হোলিয়ার দ্যান দাও সারমন। এসবই যে বেল্টের তলা
    হইতে উদ্ভত কে বোঝাইবে?

    আর বিপন্নতাবোধ? জীবনে টাকা এবং নারীর সমাগম কম হলে বায়োলজিক্যাল কারনেই বিপন্নতাবোধ আসতে পারে। লেখা নিয়ে কে কি বললো তাতে কি যায় আসে? একটা চিন্তা, একটা ধারনাকে ছবিতে ধরতে লেখা। তা কারুর ভয়াল ভয়, কারুর হাঁসি পায়-কি ছেঁড়া যায় ভাই? মেয়েরা পাত্তা না দিলে বিপন্নতাবোধ আসাটাই স্বাভাবিক। কিন্ত গুরুতে মেয়েরাত আসেই না। এটাত ষাঁড়েদের গুতানোর মাঠ।
  • rivu | 140.203.154.17 | ১৩ আগস্ট ২০১৪ ০৭:০৪645265
  • থ্রেডেরতো ভাই হয়েই গেছে, তাও লিখে যাই। কিছুদিন আগে আমার এক ভয়ানক উচ্চশিক্ষিতা বান্ধবীর সাথে কথা হচ্ছিল। সে বললে তার ইচ্ছে তার বর তার চেয়ে বেটার হোক, আয়াকাদেমিকালি (ফিনান্সিয়ালির কথা আসেনি কারণ এখনো সে পড়াশুনোর মধ্যে)। কারণ জিজ্ঞেস করলাম, বললে, ও চায় যে ওর পার্টনার ওকে চ্যালেঞ্জ করুক। সে খুবই ভালো কথা, কিন্তু, এই মেয়েটিকে আমি বহুদিন ধরে চিনি, ভয়ানক কম্পিটিটিভ, হারতে মোটেই ভালবাসেনা। তো আমি বললাম যে তুই তোর চেয়েও বেশি বুদ্ধিমান, বেশি কয়ালিফায়েদ ছেলে চাইছিস, তুই তো সব চ্যালেঞ্জেই হারবি। অন্য কোনো ছেলের কাছে হারতে পারবিনা, বরের কাছে হারতে কেন খারাপ লাগবেনা? কারণ আমি ছেলে হিসেবে জানি, আমার তো বন্ধু/শত্রু নির্বিশেষে যে কোনো কম্পিটিসনেই হারতে খারাপ লাগবে, নিজের স্ত্রীর কাছেও। এইখানেই ব্যাপারটা ঘেঁটে গেল, কাঁবা ও সানি নিয়ে আলুচানা হলো, সঠিক উত্তর পাওয়া গেলোনা।

    তো আমি বেশ অবাক হলাম, কারণ আমার মনে পড়ল, বেশ কিছুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়ার ইন্তার্ভিউতেও একই জিনিস পড়েছিলাম, উনিও বেটার আর্নিং হাজব্যান্ড চান। এই ব্যাপারটা কি জেনেরিক? বেশীর ভাগ স্বনির্ভর মেয়েই (স্বনির্ভর এ জন্যেই বললাম যে দুর্ভাগ্যজনক হলেও ওটা না হলে হাজব্যান্ড চুজ করার অপশন কম মেয়েরই থাকে) কি এমন কাউকে চায়, যে তার চেয়ে বেটার (যেকোনো এসপেক্ট এই বেটার হতে পারে, টাকাপয়সা, শিক্ষাদীক্ষা, দর্শনীয়তা )? আর ছেলেরা?
  • রিভু | 78.33.140.55 | ১৩ আগস্ট ২০১৪ ০৭:১৩645266
  • মেয়েরা তাদের থেকে বেশী রোজগেরে বর চাই -কারনটা সেই কম্পটিটিভ পজিশনিং। যদি কোন মেয়ের বর তার থেকে কমা হয়, সেই মেয়েটি সম্মন্ধে সমাজ ভাববে, মেয়েটির নারীত্ব কিছু কম-তাই বেটার ছেলে তুলতে পারে নি। নারীত্বর আপাত সংকট। যে পুরুষ সুন্দরী জোটাতে পেরেছে সমাজ তাকে ক্যালিবান ভাবে তা সেই পুরুষটি গৃহে যতই ক্যালানি খান না কেন। মেয়েদের ক্ষেত্রে ইস্যুটা কমপ্লেক্স-এখানে তার বরের চেহারা, রোজগার, বিদ্যা অনেক কিছু দিয়েই বিচার হয়। আর এই ফাঁদে পড়ে অনেক উচ্চশিক্ষিত সুন্দরী মেয়ের বিয়ে করা হয়ে ওঠে না। এমনটা কতই দেখলাম।
  • বিপ | 78.33.140.55 | ১৩ আগস্ট ২০১৪ ০৭:১৪645267
  • সরি, আগেরটা আমার পোষ্ট-রিভুকে এড্রেস করতে গিয়ে, ভুল নামে পোষ্ট হয়েছে/
  • siki | 132.177.242.71 | ১৩ আগস্ট ২০১৪ ০৭:২৬645268
  • যত পড়ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি।
  • rivu | 140.203.154.17 | ১৩ আগস্ট ২০১৪ ০৭:২৭645269
  • নাহ, বোঝাতে পারিনি মনে হয়। পুরুষের জন্যে যে আর্গুমেন্ট দিচ্ছি আমরা, তাতে মেয়েটির টয় বয় চাওয়ার কথা ছিল, বেটার কোয়ালিফিকেশন এর ছেলে নয়। আর "মেয়েটি সম্মন্ধে সমাজ ভাববে, মেয়েটির নারীত্ব কিছু কম-তাই বেটার ছেলে তুলতে পারে নি" এই লাইনটার সঙ্গে এক্কেবারেই সহমত নই। আমি কিন্তু খুব শিক্ষিত উদারমনস্ক গুরুচন্ডালী করা সমাজের কথা বলছি। সেই সমাজে মেয়েদের কুর্নিশ করা হয় কম্প্রমায়িস না করার জন্যে।

    আমি জানতে চাইছি, এই সমাজের মেয়েদের মধ্যেও কি "বেটার" জীবনসঙ্গী চুজ করার ইচ্ছে আছে? আর ছেলেদের নিজেদের থেকে কম কোয়ালিফিয়েদ মেয়ে?
  • siki | 132.177.242.71 | ১৩ আগস্ট ২০১৪ ০৭:৩১645270
  • ঋভু লড়ে যাও। বেস্ট অফ লাক। আমরা তোমার পেছনেই আছি।
  • bip | 78.33.140.55 | ১৩ আগস্ট ২০১৪ ১৫:২২645272
  • সেই সমাজে মেয়েদের কুর্নিশ করা হয় কম্প্রমায়িস না করার জন্যে।
    >>
    সেরকম সমাজ কল্পনা। বাস্তবে আছে কি? সব মা, মেয়েদের পরামর্শ দেয় মানিয়ে চলতে। কম্প্রোমাইজ সবাইকেই সবকিছুতেই করতে হয়। নইলে চলায় অসম্ভব। এই যে ধর
    লেখালেখি না করে, মানে ওই কবিতা উপন্যাস লেখা বা পড়া ছেড়ে পেটের দায়ে কাজ করতে হয়-সেটা কম্প্রোমাইজ না? অনেক কবিই সেটা করে না-তারা তাই কবি-আর আমি ইঞ্জিনিয়ার। লেখক নই। যে মেয়ে বা ছেলে সিঙ্গল আছে সেটা মোটেও আনকম্প্রোমাইজেশনের উদাহরন না-সেটা শ্রেফ স্টুপিডিটি। আমার দৃষ্টিতে। অবশ্যই পরম দৃষ্টিতে না-কারন জীবনের পরম উদ্দেশ্য বলে কিছু নেই।
  • তাপস | 122.79.37.197 | ১৩ আগস্ট ২০১৪ ১৫:৫৪645273
  • "কিন্ত গুরুতে মেয়েরাত আসেই না। এটাত ষাঁড়েদের গুতানোর মাঠ।"
    শো মি ওয়ান গুড রিজন, যার জন্যে একে খিস্তোব না l
  • bip bip bip | 24.99.37.76 | ১৩ আগস্ট ২০১৪ ১৬:৩৮645274
  • তাপস
    কেউ গুড রিজন না দেখালে খিস্তানো শুরু করি?
  • তাপস | 122.79.37.197 | ১৩ আগস্ট ২০১৪ ১৬:৪৩645275
  • আমি নিজে পারি ।
  • Ekak | 24.99.169.92 | ১৩ আগস্ট ২০১৪ ১৬:৪৪645276
  • কাটিয়ে দিননা । আপনারাই বারংবার বিপের লেখাকে ঠেলে তুলবেন আপনারাই আবার খেস্তাবেন এই স্যাদিস্তিক বাঁদর নাচ টা না দেখলেই নয় ।
  • bip bip bip | 24.99.37.76 | ১৩ আগস্ট ২০১৪ ১৬:৪৭645277
  • এটি অতি অখাদ্য, পচা, বাসি, গন্ধওয়ালা মাল। একা গোটা টা খেলে পেট খারাপ করবে। সবাই মিলে ভাগ করে খেলে সামান্য অপাচ্য ভাগ যে টুকু থাকবে, সেটা সকালে বেরিয়েও যাবে, শরীরে কোনো চাপ পরবে না।
  • সিকি | ১৩ আগস্ট ২০১৪ ১৮:৫৬645278
  • আই টু রেস্ট মাই কেস।
  • bip | 78.33.140.55 | ১৩ আগস্ট ২০১৪ ১৯:৫৬645279
  • First they ignore you, then they laugh at you, then they fight you, then you win.

    Mahatma Gandhi
  • সিকি | ১৩ আগস্ট ২০১৪ ২০:১১645280
  • নাথুরাম গডসে কে কে হতে চান, চলে আসুন। এই সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না।
  • rivu | 140.203.154.17 | ১৩ আগস্ট ২০১৪ ২৩:৫০645283
  • "সেরকম সমাজ কল্পনা। বাস্তবে আছে কি? সব মা, মেয়েদের পরামর্শ দেয় মানিয়ে চলতে। কম্প্রোমাইজ সবাইকেই সবকিছুতেই করতে হয়।"

    আপনি কম্প্রোমাইজটা বড্ড জেনেরালইজ করছেন। জীবিকা ইত্যাদি ক্ষেত্রে কম্প্রোমাইজ সকলেই করে, ছেলে মেয়ে নির্বিশেষে। কিন্তু কথা হচ্ছে বর/বউ পছন্দ করা নিয়ে। অন্তত আমার দেখা স্বনির্ভর মেয়েরা আজকের সমাজে বয়ফ্রেন্ড/ বর চুজ করার ক্ষেত্রে বাবা মার মতামত নিয়ে খুব একটা বিচলিত নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন