এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেমিনিজম না স্ববিরোধিতা ?

    bip
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৪ | ১১২৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rivu | 140.203.154.17 | ১৩ আগস্ট ২০১৪ ২৩:৫১645284
  • ধন্যবাদ পাইদি। পড়ে দেখব।
  • সিকি | ১৪ আগস্ট ২০১৪ ০০:০১645285
  • বিপ শুধু দুনিয়া চেনে না বললে কম বলা হয়, বিপ নিজের দেশকেই চেনে না। নইলে এইসব মণিমুক্তো ছড়াতে পারত না।
  • swapan | 118.90.249.234 | ১৪ আগস্ট ২০১৪ ০৬:০১645286
  • আমার টোটাল তিনজন গুরু। বিজ্ঞানে ডিক ফাইনম্যান, সাহিত্যে নবারুন ভট্টাচার্য (সদ্যপ্রয়াত), আর সোসোলজিতে বিপ্লব পাল। এদেরকে আমি ১৯৯৭, ২০০৫ আর ২০০৮ থেকে নিয়মিত ফলো করার চেষ্টা করছি।

    ইন্টারেস্টিংলি, এই তিনজনেরি নারীবিষয়ক ফিলোসফি মোটামুটি এক। যেটা ওফ কোর্স, গুড নিউস। কারণ আমি আমার ভালবাসায় বা ফ্যানাটিসিস্মে কন্সিস্টেন্সি খুঁজি। প্রথমে, একটু আত্মকথা।

    আমি যখন ছোট ছিলাম অন্কে আটকে গেলে পিসতুতো দাদার কাছে যেতাম । অন্ক মানে, এই ধরুন, জিওমেট্রির রাইডার। দাদা সলভ করতে না পেরে বলত, "ও, এটা তো ক্যালকুলাস দিয়ে হয়ে যাবে।" আরো অনেক এক্স্ট্রা ফান্ডা দিত। সব প্রশ্নের একি উত্তর , এটা তো ক্যলকুলাস দিয়ে হবে। তখন বড়জোর বারো, ক্যালকুলাস জানব কি করে?? পিসী (অন্কের মাস্টার্স) এসে বলত "কেন এরকম করছিস, বাচ্চাটাকে করে দে না"। দাদা মাথা নেড়ে চোখ গোল গোল করে বলত "বড় হলে বুঝবি ক্যালকুলাস কাকে বলে। ডি ডিক্স ওফ সাইন এক্স =কস এক্স!! ডিডিএক্স ওপ্ফ সেক এক্স কিন্তু আবার হয়ে গেল, এই ধর, ট্যান স্কোয়ার এক্স, হু হু বাওয়া, ম্যথেমেটিক্স!! "

    তাই আমার সেভেন থেকে নাইন একটাই স্বপ্ন ছিল, ইলেভেনে উঠে ক্যালকুলাস শিখব। টেনে একটা ফালতু ব্যাথা খেলাম , মদ ধরলাম , মাধ্যমিকে ছড়ালাম। তবু, ঔ মার্কস নিয়েও সায়েন্স পড়তে পারতাম, যাস্ট মার্জিন ঘেষে। ভয়ে এগুলাম না। দাদার কথা মনে পড়ত, ক্যালকুলাস কি কঠিন।

    দুটো জিনিস আমি পরে করেছি। যাস্ট পার্সোনাল লেভেলে ঐ আনসল্ভড প্রবলেমগুলো আমি আবার টেকেল করেছি। প্রায় সব গুলো ক্যালকুলাস ছাড়া হয়। এগুলো ওপ্টিমাইজেশান প্রব্লেম। ডিফারেন্স ইকুএশান দিয়েও হয়। ক্যালকুলাসের ফার্মুলা লাগে না। যারা বলছে তাদের ম্যাথেমেটিকাল ম্যাচিওরিটীর অভাব। অগম্য কোন রহস্য নয়। কিছু বেসিক ফান্ডা জানলেই হয়।

    এতক্ষন এগুলো কেন বললাম? নারী বিষয়ক বেসিক ফান্ডা টা বিপ্লব পাল ই দিয়েছেন। বাকি এই সব হাবিজাবি, ফেমিস্নিস্ম, মার্ক্সিস্ম , মার্ক্সিস্ট ফেমিস্নিম্স, ইত্যাদি হল - ক্যলকুলাস । একটা বড় কৃত্তিম মেশিনারি যার নাইন্টি পার্সেন্ট আমার কাজে লাগে না। আজ আমি বউএর সাথে সুখে পানু দেখি, দেখতে দেখতে পরশ্পরকে চুমুও খায়। কোন বিরোধ নেই।

    ফাইনম্যান, নবারুন আর বিপ্লব আরো অনেক গভীর জায়গায় কনভার্জ করেছেন। সেগুলো নিয়ে পরে লিখছি।
  • ঘোটালা | 161.141.84.223 | ১৪ আগস্ট ২০১৪ ০৭:১৪645287
  • দুদ্দুদ্দুর! বর বউ ? পরকীয়া নিয়ে দেখতেন আর খেতেন তবে বুঝতাম!!!!
  • Ishan | 183.17.193.253 | ১৪ আগস্ট ২০১৪ ০৮:১৪645288
  • আহা স্বপন বড়ো ভালো লিখছেন। আরও লিখুন।
  • bip | 78.33.140.55 | ১৪ আগস্ট ২০১৪ ১৭:১৯645289
  • বিপ শুধু দুনিয়া চেনে না বললে কম বলা হয়, বিপ নিজের দেশকেই চেনে না। নইলে এইসব মণিমুক্তো ছড়াতে পারত না।
    >>>
    ব্যতিক্রম নিয়ম না, নিয়মের প্রমান মাত্র। আনকম্প্রোমাইজিং মেয়ে, প্রেমে হাবুডুবু খেয়ে কম কোয়ালিফিকেশনের ছেলে বিয়ে করা-এগুলো হয়-কিন্ত ব্যতিক্রম হিসাবেই হয়। আমেরিকান মেয়েরাও বেশী রোজগেরে বা বেশী কোয়ালিফিকশনের বর খোঁজে। এই জন্য পি এইচ ডি করা মেয়েদের খুব খারাপ অবস্থা-একদিকে জব মার্কেটে সমস্যা, অন্যত্র বর মার্কেটটা এত ছোট হয়ে আসে। নেহাত পি এইচ ডি করা ছেলেদের সংখ্যা মেয়েদের থেকে অনেক বেশী বলে, সমস্যাটা অতটা এক্যুট না।

    যৌনতা মানুষের প্রথম নির্মান, প্রথম পরিচয়। সেখানেই মেয়েরা যদি ছেলেদের সমান স্বাধীনতা না পায়, তাহলে নারীবাদ সোনার পাথর বাটি ছাড়া কিছু না। সেই জন্যই মেয়েরা যদ্দিন না টপলেস হয়ে পাবলিক প্লেসে ঘোরার আইনত অধিকার অর্জন না করছে-শুধু মাইনের সমতায় কিছুই হবে না। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে মেয়েরা ছেলেদের থেকে বেশী কামায়-কারন তাদের দেহের এবং সৌন্দর্য্যের দাম সেখানে বেশী। সেলসেও মেয়েরা অনেকেই বেশী কামায় কারন মেয়েদের কমিনিউকেশন ছেলেদের থেকে বেটার। মেয়েদের বেটার স্যালারি মার্কেট দেখবে। তার জন্য আন্দোলনের দরকার নেই। আন্দোলন দরকার মেয়েরা যাতে ছেলেদের সমান যৌনাচারের স্বাধীনতা পায়।
  • সিকি | 131.241.127.1 | ১৪ আগস্ট ২০১৪ ১৭:২৩645290
  • ব্যতিক্রমী মেয়ে চেনাবার দরকার হলে দেশের রেফারেন্স টানতাম না হে, মেয়ের রেফারেন্সই টানতাম। আমি মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার কথা বলছি। আমাদের দেশেই আছে। বিদেশ পর্যন্ত যাবার দরকার নেই।
  • bip | 78.33.140.55 | ১৪ আগস্ট ২০১৪ ১৮:১৯645291
  • siki
    মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা নৃতাত্ত্বিকদের কষ্ট কল্পনা। মেন আলওয়েজ রুল-

    গোলবার্গের এই বইটা পড়-এখানে সামারী আছে ঃ
    http://en.wikipedia.org/wiki/The_Inevitability_of_Patriarchy
  • সিকি | ১৪ আগস্ট ২০১৪ ২০:০৯645292
  • ঐ যে বললাম, এক জায়গা থেকে কিছু পড়বে, তারপরে নিজের মনের মাধুরী মেশাবে, সেটাই তোমার থিওরি হবে। বাকি আর কারুর কথা মানার দরকার নেই।
  • PM | 233.223.152.122 | ১৪ আগস্ট ২০১৪ ২৩:০১645294
  • শুধু গুরুতে রক্ষা নেই--শিষ্য-ও হাজির ঃ)। কিন্তু সত্যি ভালো লেখেন--গুরুর থেকে তো বটেই ঃ)। আরো লিখুন
  • বিপ | 78.33.140.55 | ১৫ আগস্ট ২০১৪ ০২:০২645295
  • সিকি
    তুমি ভুলটা আতস কাঁচ দিয়ে দেখাও। ইফ ইউ ক্যান। গোল্ডবার্গ মাতৃতান্ত্রিক সমাজের কল্পনা বাতিল করায় ফেমিনিস্টদের চক্ষুশুল।
    মাতৃতান্ত্রিক সমাজ মানে যদি হয় মায়ের পরিচয়ে ছেলে মেয়ের পরিচয়, মা, বাড়ির কত্রী। সে সমাজ ছিল, আছে। কিন্ত তার মানেই মেয়েদের সমানাধিকার
    প্রতিষ্ঠা পায় নি। পাওয়ার স্ট্রাকচারে সেই সমাজেও ছেলেরা কতৃত্ব করে-কারন পুরুষের শরীর এবং মন বায়োলজিক্যাল কারনেই ডমিন্যান্সের জন্য তৈরী।
    নইলে অন্যান্য পুরুষের সাথে ফাইট করে ভাল মেয়ে তুলবে কি করে? সবাই ত ভারতীয় সমাজে বাস করে না যেখানে বাবা মা মেয়ে ধরে এনে দেবে!!
    অন্য যেকোন সমাজেই এক পুরুষকে লড়াই করতে হয় অন্যের বিরুদ্ধে -অর্থে, সামর্থ্যে, সামাজিক অবস্থানে-পছন্দের নারীটিকে পেতে গেলে। পরে
    অবশ্য বোঝে সবই ঘুঁটের এপিঠ আর ওপিঠ-আগুন ধরালে সব ঘুঁটে থেকেই সমান ধোঁয়া ওঠে-তখন অবশ্য অনেক দেরী হয়ে গেছে।
  • bong kim | 37.1.221.105 | ১৫ আগস্ট ২০১৪ ০৫:৫৯645296
  • ডিফারেন্স একুয়েশন দিয়ে অপ্টিমাইজেশন কি করে করে?
  • SC | 34.3.22.185 | ১৫ আগস্ট ২০১৪ ০৬:২০645297
  • আপনি বিপ পালের শিষ্য ঠিকাছে, দয়া করে ডিক ফায়নমানকে এর মধ্যে টানবেন না। ডিক ফায়নমান এর বই পরেই কালকালুস পড়ার মোটিভেশন পেয়েছিলাম ছোট বয়সে। সেই feynman lectures এ একটা চ্যাপ্টার ছিল। কি নাম ভুলে গেছি। কিন্তু calculus এর ইন্ট্রো টা অসাধারণ ছিল, সেইটে মনে আছে। বলেছিলেন গ্রিক রা একটাই জিনিস করতে পারেনি, সেইটা কালকালুস। খুব কাছে অব্দি এসেছিল, কিন্তু শেষ অবধি পারেনি। তারপরে আমাদের কয়েক শতাব্দী অপেক্ষা করতে হয়েছে। মনে হয় একটা বেলুনের example ছিল।
    উনি কিন্তু আপনার থেকে একদম উল্টো মত পোষণ করতেন calculus নিয়ে। আপনি পানু দেখছেন ঠিকাছে, বিপ পাল পড়ুন, কালকালুস আর ডিক ফেয়্ন্মান এর মত বোকা জিনিসকে ক্ষ্যামা দিন স্যার। :(
  • বিপ | 78.33.140.55 | ১৫ আগস্ট ২০১৪ ০৯:৫৯645298
  • ফেইনম্যান আমার জীবনে গভীর অনুপ্রেরনা। আরো একজন আছেন-তিনি লেভ ল্যান্ডাউ। পদার্থ্য বিদ্যায় দুজনের স্টাইল এক। বেসিক থেকে শুরু কর। প্রসেসটা যেন চোখের সামনে ছবির মত ভাসে। তারপরে গনিত। তারপরে সূত্রায়ন।
  • সিকি | ১৫ আগস্ট ২০১৪ ০৯:৫৯645299
  • তুমি তো পকেটে করে গোলপোস্ট নিয়ে ঘুরছো, বিপ।

    পরে সময় করে লিখছি।
  • lcm | 118.91.116.131 | ১৫ আগস্ট ২০১৪ ১০:৫১645300
  • খাইসে, সেক্ষগুরু-শিষ্য - আর এক জোড়া রজনীশ-বিনোদখান্না নাকি!
  • dc | 52.104.61.194 | ১৫ আগস্ট ২০১৪ ১১:০০645301
  • "পরে অবশ্য বোঝে সবই ঘুঁটের এপিঠ আর ওপিঠ-আগুন ধরালে সব ঘুঁটে থেকেই সমান ধোঁয়া ওঠে-তখন অবশ্য অনেক দেরী হয়ে গেছে।"

    বিপ আপনি কোথায় থাকেন একটু বলবেন? দেখা করে পায়ের ধুলো নিয়ে আসবো :D :D
  • dc | 52.104.61.194 | ১৫ আগস্ট ২০১৪ ১১:০১645302
  • উফ আজকের ইন্ডিপেন্ডেন্স ডে সার্থক হয়ে গেল।
  • সিকি | ১৫ আগস্ট ২০১৪ ২১:০২645303
  • শোনো বিপ, তোমার সঙ্গে তো সুস্থ মাথায় তক্কো করা বৃথা। তাও কটা কথা বলি। তোমার সমস্যাটা কি, সেটা বুঝতে আমার একটু অসুবিধে হচ্ছে। কখনও মনে হচ্ছে হাইলি সেক্ষ স্টার্ভড জনতা, উপায় না দেখে মেয়েদের টপলেস হবার অধিকার নিয়ে কিম্বা মেয়ে দেখে "খাড়া" হওয়া নিয়ে লম্বাচওড়া প্রবন্ধ লিখেই চলেছো। কখনও মনে হচ্ছে হাইলি কনফিউজড জনতা, কখনও বলছো মেয়েদের সম্মান দেওয়া সমাজ কষ্টকল্পনা, আমি জোর দিয়ে "আমাদের দেশেই এমন সমাজ আছে" বলাতে তুমি সামবডি গোল্ডবার্গের নমুনা তুলে আনলে। গোল্ডবার্গ বলেছেন মাতৃতান্ত্রিক সমাজের কনসেপ্ট জাস্ট কল্পনা, অতএব তোমার মতে ওটাই সত্যি হয়ে গেল।

    সমস্যাটা কী? তুমি মেয়েদের সমান অধিকার কী সেন্সে চাইছো? গরমের দেশে টপলেস হলে মেয়েদের অধিকার সমান হয়ে যাবে? এর পরে কে চাইবে? ছেলে আর মেয়েদের একই রকম স্টাইলে ইউরিনেট করার অধিকার? ছেলেদের গর্ভধারণ করার অধিকার?

    শোনো বিপ, একটা কথা ক্লিয়ার করে দিই, যে "সমান অধিকার" নিয়ে এত কথা বলছো, সেই সমান অধিকারের কনসেপ্ট অনেকদিন আগেই বাতিল হয়ে গেছে। নারী আর পুরুষ সমান নয়, তারা আলাদা। উঁচু বা নিচু নয়, তারা জাস্ট আলাদা দুটো প্রাণী। এই জন্যেই তাদের জীবনের গল্প আলাদা হয়, তাদের পছন্দ আলাদা হয়, তাদের ড্রেসিং স্টাইল আলাদা হয়, তাদের দৈহিক শক্তি আলাদা হয়, তাদের নীড অফ প্রাইভেসি আলাদা হয়। সমান যেগুলোতে ধরা হয় তা হল কাজের ক্ষেত্রে সমান অধিকার, যেখানে দেশের থেকে মাথার শক্তি বেশি দরকার হয়। বা ঘুরিয়ে বললে জীবনের যেসব ক্ষেত্রে দৈহিক শক্তি বেশি প্রাধান্য পায় না, সেইসব ক্ষেত্রে ছেলে আর মেয়েদের সমান ধরা হয়। বা ধরার জন্য দাবিদাওয়া পেশ করা হয়।

    তুমি বরং ভেবেচিন্তে সমান অধিকারের এই অদ্ভূত কনসেপ্টটা থেকে বেরিয়ে আসবে কিনা আগে ভেবে দ্যাখো, পরের কথা পরে বলা যাবে।
  • bong kim | 37.1.221.77 | ১৬ আগস্ট ২০১৪ ০৪:১৯645305
  • আমি বিপের সাথে কোন কোন ক্ষেত্রে একমত। আসলে এ সব জিনিস স্পষ্ট করে লিখতে অস্বস্তি লাগে। লজ্জাটজ্জা নয়, দু পায়ের মাঝে দোদুল্যমান বস্তা বেঁধে না রাখলে হাঁটাচলার সময় মনে হয় অসুবিধে হবে। একইরকম যুক্তি অন্যক্ষেত্রেও প্রযোজ্য। এ নিয়ে এত আলোচনার কি আছে। নীতিগত ভাবে মেয়েদের টপলেস হওয়ার অধিকার থাকা উচিত। অবশ্য জানিনা সেটা আইনত নিষিদ্ধ কিনা। আমি ব্যক্তিগত ভাবে ভালো জামাকাপড় পড়তেই ভালোবাসি। সেটা পিওর কাঁবা। সিংহের কেশর ময়ুরের পেখম ইত্যাদি। ছেলে মেয়ে যেই হোকনা কেন পিকচার পারফেক্ট চেহারা ছাড়া আদুর গায়ে ঘুরলে চোখে অসহ্য কষ্ট হবে।
  • pi | 24.139.221.129 | ২১ আগস্ট ২০১৪ ১৬:২১645306
  • বিপদা , এটা নিয়ে তো আগে একটু ফাইট করুন ঃ)
  • বিপ | 78.33.140.55 | ২১ আগস্ট ২০১৪ ১৬:৫২645307
  • সংঘ পরিবার তাদের লাইনে কাজ করছে। ওদের আচরন সাদা কালোর মতন পরিস্কার। কিন্ত নারীবাদিদের অবস্থান হওয়া উচিত সঙ্ঘের ১৮০ ডিগ্রি বিরুদ্ধে। সেটা হচ্ছে না বলেই আমার লেখাটা। ভারতের নারীবাদিরা মোটেও কোনদিন মেয়েদের খোলামেলা পোষাকের সপক্ষে আন্দোলন করে নি। উলটে তসলিমা স্বপ্লপোষাকি মেয়েদের পুরুষতন্ত্রের জিম্মি বলেন। মেয়েরা ছেলেদের সমান যৌনজীবনের স্বাধীনতা না পেলে-কিসের লিঙ্গসাম্য-আমার জানা নেই।
  • সিকি | 131.241.127.1 | ২১ আগস্ট ২০১৪ ১৬:৫৪645308
  • ভাগ্যিস জানা নেই! :-)
  • pi | 57.29.129.194 | ১৩ মার্চ ২০১৭ ১২:৫৯645309
  • এখানেই এই নিয়ে আলোচনা হচ্ছিল না ?

    এই লেখাটা পড়লাম সম্প্রতি।

    দোপাট্টা কভারেজ
    জিনাত রেহেনা ইসলাম

    দেখলি মাদার ডেয়ারিকে? মানে? আরে! তাকা! তাকা! একদম ৬ নম্বর ফুটবল সাইজ নিয়ে ঘুরছে ওই ওই দ্যাখ মেয়েটা।এমন কখোপোকখন খুব না শোনা নয় এই দেশের নারীদের।কিশোরের দল মাঝে মাঝে মেয়েদের ব্রেষ্টের সাইজ পর্যবেক্ষন করতে কাটিয়েছে রাস্তায় ঘন্টার পর ঘন্টা।বখাটে দের জন্য খোলাছিল বিগত দিনে পুকুর যেখানে সব এজের মেয়ে না নারীদের পাওয়া সহজ নইলে তো খোলা রয়েছে নানা সাইট।

    কোনো মেয়েই তার বক্ষের রূপ,রং,চেহারা নিয়ে তেমন চর্চা করেনি যা তাকে নিয়ে সমাজ ও পুরুষ করেছে।বায়োলজিক্যাল অস্ত্বিত্বে তার অসহায়ত্ব থাকলেও এক অসীম পরিতৃপ্তি নারীর অলংকার তার ব্রেষ্ট যা একটি শিশুকে বাঁচিয়ে রাখে।বিনোদনমুল্য হয়ত আছে তবে প্রাণের কাছে সে পরাস্ত।ভাবতে অবাক লাগে ভিক্টরিয়ান যুগে বাংলায় নারীরা শাড়ীর তলায় ব্লাউজ পড়ত না।ভারতে ও চলত অনুশাসন।আপার ক্লাসের মানের প্রতীক ছিল বুক ঢাকা।আর নিম্নবর্গিয় নারীদের দেখার অধিকার পুরুষদের হাতেই রাখাই ছিল।।বৃটিশ শাসন গভীরভাবে স্থান করলে ভারতের মাটিতেও এসে যায় গোপন স্থান ঢাকার বিদেশি ভার্সন পেটীকোট,ব্লাউজ।শরীরকে শালীনভাবে ঢাকা মানে যা কিছু নিয়ে অসভ্যতা চলতে পারে সেই বডি পার্টকে ঢেকে ফেলে নিজেকে নিরাপদ বা ভালো মেয়ের শিরোপা অর্জনের জন্যই এক অলিখিত নিয়ম বা অভ্যাসের চল হয়।নইলে কাপড়ের উপর আরেকটি কাপড় চড়ানো খুব অবৈজ্ঞানিক ও আজগুবি কথা। সমাজ ও নারীরা দোপাট্টায় নীরব সায় দিয়ে তাকে এগিয়ে নিয়ে যায় কিন্তু সাধারণ অর্থে বিশেষ ধরনের কাপড় দিয়ে মাথা, পিঠ, গলা ও বুক ঢাকার কাপড়কে হিজাব বলা হয় । এই কাপড়কে দেশ ও স্হান অনুযায়ী বিভিন্ন নাম বপদলায়। বাংলাদেশে ওড়না , মালয়েশিয়া ও ইন্দোনিশিয়ায় টুডাং, ভারত ও পাকিস্তানে দোপাট্টা, উরনী ও চাদর ইত্যাদি ।আমাদের দেশে মাথা বা চুল ঢাকা বিশেষভাবে না হলেও ব্রেষ্ট ঢাকার পরম্পরা চালু আছে মানে উরনী,চাদর বা দোপাট্টা চলে।

    এই ওড়নার জীবনের মান আবার সারজীবনের সাথী।তুমি শালীন তাই তুমি ওড়নায় তুমি আশালীন তাই ওড়না তোমার ঠিক জায়গায় মানে বক্ষ ঢাকে না।মানে তুমি পুরুষকে স্তন দেখাও যা অনুচিত। এমন এক অশিক্ষিত ও অশোভন কথাকে প্রশ্রয় দেয়া এক মধ্যযুগীয় অনড় ধারনা।যার শেকড়ে হাত নারীর সতীত্ব রক্ষায় বিরাট বাঁধা।সব নারীর দুটী স্তন আছে দেহগত গঠন তাই এই অংশ কে ডাবল বা ট্রিপিল লেয়ারে ঢেকে রাখার কারন তাকে দৃষ্টির আড়ালে রাখা।নারী হবার এক প্রাথমিক শর্ত গোপন করে রাখতে হবে কাপড় জড়িয়ে এ এক আজব ,বন্য আদিম কথা।কিন্তু কেন এই ঢাকনা ?প্রথাকে প্রশ্ন করে মুষ্টিমেয় সামগ্রিক নয়।এই ওড়না ,এই আড়াল কে নারীর ভূষন বানিয়ে বাঁচে সমাজ।

    নারীর পোশাকে নারী সবচেয়ে বিজ্ঞাপিত শরীরের বিশেষ অংশের বেশী প্রদর্শনে ।ধরে নেওয়া হয় যে মডেল বা নায়িকা নিজের শরীর দেখিয়ে নিজেকে এক্সপোজ করে মানে নারীর শরীর একটি ক্যাপিটালও বটে যাকে ক্যাস করে মেয়ে সামনের উত্তরনের দড়ি ধরতে সক্ষম তার মেধা দ্বিতীয় শ্রেণির কিন্তু বডিটী ফ্যাবুলাস।সেই মেয়েকে সমাজে জনপ্রিয় করে পুরুষ কিন্তু ঘরের মেয়েটির ক্ষেত্রে সে তাকে সতী হবার ট্রেনিং দেয়।মানে তার চোখের চাহিদা ও মননে এক বিরাট দ্বন্দ্ব।সে ভোলে পর্দায় দেখা নারীটির ও একটি পরিবার আছে সে পেশার সাথে কম্প্রোমাইজ করছে মাত্র।

    ওয়ার্কিং ওম্যানদের ওড়না বহন এক বাস্তব সমস্যা।এটি সবরকমের কাজের প্রতিবন্ধক।যাতায়তের ক্ষেত্রেও বড় অসুবিধার।তবু বহন জরুরী কারন সমাজেরর চোখে বুক দেখানো মেয়ের বিবাহ বড় দুষ্কর।বয় ফ্রেন্ডের দাবী ওড়না ঠিক করে নাও ।স্বামীর ধমক বয়স এত্ত হয়ে গেল ওড়না নিতে শিখলে না ,ছেলের দাবী মা ঠিক কর ওড়না নাও।শাশুড়ির সতর্ক উচ্চারন বৌমা ওড়না নিতে ভুলোনা!বুক ঢাকা মেয়েদের সমীহ করে সমাজ কেননা সমাজের এক চরম অশ্লীল অভিমত কে সে নীরবে মানে বা অকারন প্রশ্রয় দেয়।

    নারীর স্তন থাকবে ,একটি রিপ্রোডাক্সনে সাহায্যকারী অরগ্যান ও থাকবে তাকে সব মিলিয়ে ৭-৮ মিটার কাপড় দিয়ে কভার করতে হবে আর বাকী অনারী দের জন্য রইবে মাত্র ২-৩ মিটার।শালীনতার এই চরম বোঝা বইতে অস্বীকার মানেই সে আর সাধারন নয়।এই কভারেজের কবজে নারী সম্মানিত যা সে শুধুমাত্র অন্যের সন্তোষ বিধানের নিয়মের জন্য করা যা তার যোগ্যতা বা সু্বিধা বা প্রয়োজনের সঙ্গে মেলেই না।এই স্যাক্রিফাইসকে আড়াল করে রাখে দোপাট্টা বা সেকেন্ড লেয়ার।এই আড়ালই আসলে জন্ম দেয় অশালীনতার বীজ,অসম্মানের বীজ।পদানত হবার এক আহ্বান এই উরনী,মহিমান্বিত এক স্বরূপ কে অবদমিত করার সাধনা এই ওড়না।মুক্ত মননে পদাঘাত এই সেকেন্ড লেয়ার কভারেজ।দোপাট্টার নীচে ঢেকে রাখা চাদর চড়ানো ৬ নম্বর ফুটবল সাইজের স্তন নারীর গর্ব কেননা সৃষ্টি তাকে এই রূপ দিয়েছে যা অর্পিত আর কদর্য সেই অর্জিত দৃষ্টি যা থেকে লুকাতে এই নানা মাপের কাপড় দিয়ে এই অবজেক্ট কে নানা কায়দায় আড়ালের বিধান যা আধুনিকতার পরিপন্থী

    http://annyodesh.in/article/%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C/
  • Bip | 183.67.5.178 | ১৩ মার্চ ২০১৭ ১৭:৪৩645310
  • Sadhu...She is supporting my point
  • Bip | 183.67.5.178 | ১৩ মার্চ ২০১৭ ১৭:৪৩645311
  • Sadhu...She is supporting my point
  • bip | 75.210.82.114 | ২২ সেপ্টেম্বর ২০১৭ ২১:৩১645312
  • Bumping since Puja is coming

    " নারী নিজেকে দেখাতে চাইছে। আপনি দেখুন। আপনি পুরুষবাদি এবং পুরুষালী। আর বিবেকানন্দর মতন, ইগনর করতে পারলে-আপনি নারীবাদি, মাইয়্যা!"
  • S | 184.45.155.75 | ২২ সেপ্টেম্বর ২০১৭ ২৩:১৪645313
  • মেয়েদের ৭-৮ মিটার কাপড় লাগে আর ছেলেদের ২-৩ মিটারেই হয়ে যায়, এই হিসাবটা কি করে হলো?
  • cm | 127.247.99.96 | ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০০:০৯645314
  • 1.8+1.2=3

    তবে আমি বারোহাত লম্বা ধুতি বহু খুঁজেও পাচ্ছিনা।
  • Atoz | 161.141.84.119 | ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০০:১৭645316
  • এক্স্ট্রা লম্বা আলগা কাপড় অনেকসময় বেশ কাজে লাগে নানা অবস্থা সামাল দিতে। হঠাৎ বৃষ্টি শুরু হলে মাথা ঢাকা দেওয়া, খুব রোদ্দুরেও মাথা ঢাকা দেওয়া, খুব গরমে পাখার মতন দুলিয়ে দুলিয়ে হাওয়া খাওয়া ইত্যাদি। আবার হঠাৎ কেউ পড়ে টড়ে গেলে কেটে ছড়ে গেলে প্রাথমিকভাবে ব্যান্ডেজের মতন জড়িয়ে দেওয়া কাটা জায়্গার উপরে, তাতেও কাজে লাগে। বড়ো রুমালেও এই কাজ হয়। ছোটো রুমালে ভালোভাবে হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন