এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫১১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.23 | ১২ নভেম্বর ২০১৪ ১১:৪৯653534
  • "কিন্তু রাজনীতিতে যখন কোনো দল নেমেছে, তার লাইন ঠিক না ভুল তার তো কোনো আঙ্কিক প্রমাণ হয়না, একমাত্র প্রমাণ হল, সেই লাইন দিয়ে সে কতটা জনসমর্থন জোটাতে পারছে। সেটা যদি না পারে, তো সেই রাজনৈতিক দলের লাইন "ভুল", জনগণ "ভুল" বা "ঠিক" কোনোটাই নয়।

    এটা হল রাজনীতির অ-আ-ক-খ।"

    তাই নাকি? তাহলে বামেদের "ভুল" নিয়ে মায়াপাতায় যা যা লেখা হয়েছে গত ৫/৬ বছর ধরে তা সকলই অবান্তর বাক্যবিন্যাস ছিল?
  • জটাশঙ্কর ওঝা | 99.0.152.173 | ১২ নভেম্বর ২০১৪ ১২:১১653535
  • "কিন্তু রাজনীতিতে যখন কোনো দল নেমেছে, তার লাইন ঠিক না ভুল তার তো কোনো আঙ্কিক প্রমাণ হয়না, একমাত্র প্রমাণ হল, সেই লাইন দিয়ে সে কতটা জনসমর্থন জোটাতে পারছে। "

    পড়ে ভারী আমোদ হল।
  • কল্লোল | 125.240.0.37 | ১২ নভেম্বর ২০১৪ ১২:২০653536
  • মাইরি। জসও আর পিটির ওপরের দুটো পোস্ট পড়ে টিনটিনের যমজ গোয়েন্দাদের কথা মনে পড়লোই।
    এটা এক্কেরে ঠাট্টা। এর মধ্যে আর কিছু খুঁজবেন্না।
  • Du | 230.225.0.38 | ১২ নভেম্বর ২০১৪ ১২:২৯653537
  • এই chhila সমস্যাটা

    Name: ranjan roy

    IP Address : 132.176.168.168 (*) Date:08 Nov 2014 -- 11:57 AM

    ----

    পিটি নিজের জায়গায় কনসিস্টেন্ট!
    আন্দোলনের মূল্যায়নের একটাই ইয়ার্ডস্টিকঃ
    এর অভিঘাতে কার ভোট বাড়বে আর কার ভোট কমবে!!!
  • - | 109.133.152.163 | ১২ নভেম্বর ২০১৪ ১২:৪৬653538
  • ন্যাড়া 10:59 AM, আপনার-আমার নাম সেশের ডটগুলি ডিকোড করলেই দেখতে পাবেন ঃ-)
  • dc | 11.39.63.5 | ১২ নভেম্বর ২০১৪ ১৩:০৩653539
  • আচ্ছা এই টইটার হেডিং নিয়ে কি আপনারা কোন আলোচনা করেছেন? মানে ইফ চুমু কামস তারপর কি কি আসবে? আমার জানা কোন লোককই তো শুধু চুমু দিয়ে থেকে থাকতে দেখিনি, তাই বল্লাম।
  • PT | 213.110.246.23 | ১২ নভেম্বর ২০১৪ ১৩:০৪653540
  • "কিন্তু বিমান তো গুরুয়েম পাঠশালায় পড়ে নি। ফলে কিছুতেই বুঝছে না যে সাম্প্রদায়িকতা নিয়ে চ্যাঁচালে বিজেপিকে ডেকে আনা হবে। কি আর বলবো"

    ভেবেছিলাম কিছু লিখব না-কিন্তু বেগ চেপে রাখতে পারলাম না।

    তিনোদিদির "সাম্প্রদায়ীকতাবিরোধী" চিৎকারে পব-তে বিজেপির ভোট বিপুল পড়িমাণে কমেছে বিজেপির, তাই না?
  • b | 135.20.82.164 | ১২ নভেম্বর ২০১৪ ১৩:০৭653541
  • ক্যান বুজী বি ফার বিহাইন্ড?
  • de | 69.185.236.52 | ১২ নভেম্বর ২০১৪ ১৩:০৮653542
  • এখেনে যাঁরা তক্কাচ্ছেন ষোলর ভোটে তারা ক'জন যাচ্ছেন ভোট দিতে?
  • de | 69.185.236.52 | ১২ নভেম্বর ২০১৪ ১৩:১০653544
  • শ্যাষে বুজীবসন্ত! বুজি মোটেও চুমুর থেকে ভালো কিছু নয় ঃ)
  • PT | 213.110.247.221 | ১২ নভেম্বর ২০১৪ ১৩:৫৬653545
  • "ওদিকে কাকাশ্রী (সে কি এখন বামফ্রন্টে?) কং হাত ধরা হবে কি না নিয়ে বাওয়াল দিচ্ছে"
    অন্যের মতামতকে শ্রদ্ধা করার নিদান দেওয়া হয়েছিল কিছুদিন আগে। আজকাল "বাওয়াল" শব্দটি কি শ্রদ্ধাবনত চিত্তে ব্যবহার করা হয়?
  • # | 212.79.203.43 | ১২ নভেম্বর ২০১৪ ১৪:৩৯653547
  • জটাবাবু ও পিটিবাবু স্পষ্টভাবেই জানালেন, তারা, তৃণমূল যাক, বিজেপি আসুক - এই রাজনৈতিক অবস্থান নিয়েছেন।
    ========================================
    জটাশঙ্কর ওঝা

    IP Address : 99.0.146.232 (*) Date:11 Nov 2014 -- 11:29 PM

    আমার অবস্থান একদম পরিষ্কার, যে আসে আসুক তৃণমূল যাক।

    Name: PT

    IP Address : 213.110.246.23 (*) Date:12 Nov 2014 -- 08:27 AM

    "কিন্তু "বিজেপি যেন কোনোভাবেই না আসে" মোড এ যেতে চাইছেন।"

    আপনি একটু বেশী এগিয়ে আমার মুখে কথা বসাচ্ছেন। আমার ঘোর অপছন্দের হলেও বিজেপি ক্ষমতায় আসলে আমার কোন আপত্তি নেই।
    ====================================

    সুতরাং ভবিষ্যতে এঁরা যদি আবার কখনো বিজেপি কতো খারাপ, পশ্চিমবঙ্গে বিজেপি এলে কী অশৈরণ হবে, যারা বিজেপিকে ভোট দেয় তারা গাধা - এই মোড এ আলাপ করতে চান, জনতা এই পোস্ট এর টাইম স্ট্যাম্প মনে রাখবেন ও মনে করিয়ে দেবেন আশা রাখি।

    =====================================

    আবার স্পষ্ট হয়ে গেল, সিপিএম এর রাজনৈতিক সিদ্ধান্ত তথা পার্টি লাইনে এঁদের (জটা-পিটি) বিশ্বাস নেই। স্বয়ং সিপিএম পার্টি শীর্ষ-নেতৃত্ব যখন সর্বশক্তি দিয়ে সাম্প্রদায়িক শক্তি হিসেবে বিজেপির পশ্চিমবঙ্গে প্রবেশ আটকাতে কর্মসূচী নিচ্ছেন ও আন্দোলনের রূপরেখা ছকছেন তথা "তৃণমূল থাক, বিজেপি আটকাও" মোডে অপারেট করছেন (মমতার সঙ্গে কাটলেট মিটিং এর কথা মনে আছে নিশ্চয়ই) তখন এঁদের প্রো-বিজেপি অবস্থান এঁদের (জটা-পিটি) পার্টি-লাইন-চ্যুতির প্রকট প্রমাণ দেয়। ভবিষ্যতে সিপিএম এর শুভানুধ্যায়ী সেজে রাজ্য বামপন্থার পক্ষ নিয়ে ছদ্ম-বক্তব্য রাখা থেকে এঁরা বিরত থাকবেন আশা রাখি।

    ======================================

    এবার প্রো-বিজেপি পিটিবাবুর কিছু রাজনৈতিক মতামত নিয়ে আলোচনা করা যাক।

    "এই কারণেই (আপত্তি) নাই যে সেটি একটি নিষিদ্ধ দল নহে আর মানুষ যদি মনে করে যে তারা একটি সাম্প্রদায়িক দলকে আঁকড়ে ধরবে -so be it। "

    --- মানুষ যদি মনে করে তারা একটি গুন্ডা বদমাশ ও লুচ্চাদের দলকে আঁকড়ে ধরবে সিপিএম এর চেয়ে লেসার ইভিল ভেবে, তাতে ওনার কেন আপত্তি ছিল ২০১১ তে সেটা তাহলে জানা দরকার। তৃণমূলও তো একটি নিষিদ্ধ দল নহে।

    "জনগণ কখনই ভুল করেনা এজাতীয় কোন তত্বে আমার আস্থা নেই। জনগণ ভুল না করলে শ্রীরাম লেখা ইঁট মাথায় করে বাবরি ভাঙ্গতে যেত না। আর অন্য দিকে জনগণ যদি সত্যি অত বুদ্ধিমান হয় তাহলে তাদের গিয়ে বোঝাতে হবে কেন যে সাম্প্রদায়িকতা দেশের পক্ষে খারাপ?"

    - প্রথমত তৃণমূল যাক, বিজেপি আসুক - এই অবস্থান সোচ্চারে নেওয়ার পরেও পিটিবাবু ২০১৬ নির্বাচনের পরে নিজের সমালোচনামূলক অব্স্থান বজায় রাখার উদ্দেশ্যে একটি মাচা খাটিয়ে রাখলেন। যাতে বিজেপি এলে আবার উনি বলতে পারেন, "পিপুল গট দ্য গভর্নমেন্ট দে ডিজারভড"। সম্প্রদায়িকতা কি জিনিস জেনেও যখন বিজেপিকে ক্ষমতায় এনেছিস তখন দ্যাখ কেমন লাগে। মানুষ চাইলে বিজেপি আনতেই পারে, কিন্তু মানুষ যে ভুল করেনা তা নয়। এই বক্তব্য একই ভাবে মানুষ চেয়েছে তৃণমূলকে এনেছে, তবে তারা যে ভুল করে নি তা নয় - হিসেবেও দেখা যায়। উনি কিন্তু সেভাবে দেখেন নি। গত ২-৩ বছর ধরে উনি যেটা বলে এসেছেন তা হল - যারা তিনোদের ক্ষমতায় এনেছে তারা সমস্ত ক্ষতির সম্ভাবনা জেনেই তাদের ক্ষমতায় এনেছে, সুতরাং তারা অসাধু রাজনীতির চর্চা করেন বা বালখিল্য বা সুবিধেভোগী ধান্দাবাজ। এক্ষেত্রে উনি এবং জটাবাবু যে সাম্প্রদায়িকতার সমস্ত ক্ষতির সম্ভাবনা জেনেও বিজেপিকে আহ্বান করছেন তৃণমূলের চেয়ে লেসার ইভিল হিসেবে, তো, ওঁদের কেন অসৎ রাজনীতির চর্চাকারী বা বালখিল্য বা ধান্দাবাজ বলা হবে সেটা কি ওঁরা এক্সপ্লেন করবেন?

    "এটা বলার পরেও আমার নিজস্ব একটা কন্ফ্যুশন আছে। যে ৩৯% ভোট তিনোরা শেষ ভোটে পেয়েছে তার সবটাই তাদের প্রাপ্য ছিল নাকি লাঠির ডগায় আদায় করেছে? কাউকে কাউকে বলতে শুনেছি যে আসলে সংখ্যা ২৯+১০ অর্থাৎ ১০ হচ্ছে জল। তা যদি সত্যি হয় তাহলে ঐ ১০ কোথায় যাবে তাতেও ২০১৬-র ভোটের ফলাফল নির্ধারিত হতে পারে।

    বামেদের সঙ্গে কং-এর জোট? বিজেপি এখনো ২০%-এর নিচে। তাদের ঠেলে অন্ততঃ ৩০-এর কাছে যেতে হবে। ২০১৬-তে সিদ্ধান্ত খুব কম মার্জিনের ব্যবধানে হবে।"

    --- এই অংশটা উনি স্পষ্ট করে কিছু বলেন নি। খুবই ঠারে ঠোরে বলা। আভাসে ইঙ্গিতে না বুঝে ওঁকেই বক্তব্যটুকু প্রাঞ্জল করতে অনুরোধ করছি। মুক্ত রাজনৈতিক বিতর্কে বক্তাদের বক্তব্য পরিস্কার ও বোধগম্য হওয়া প্রাথমিকভাবে দরকারি বলে মনে করি।

    উনি কি পশ্চিমবঙ্গে বামেদের কংগ্রসের সাথে জোট বাঁধতে বলছেন? অ্যাঁ? তিনো ২৯%,বিজেপি ৩০% আর বাম-কং জোট ৩১% এই ওনার আশা বা রাজনৈতিক প্রজ্ঞাজনিত স্ট্যাটেজিক ফোরকাস্ট?
  • a x | 60.171.26.111 | ১২ নভেম্বর ২০১৪ ১৫:০৩653548
  • না ডিডি, বেশ করেছি আবার করবটা আপনার ডিডাকশন, কারণ আমার ঐ অবস্থান আপনার মনের মত হয় নাই।

    সেই সময়ে যে সমস্ত বামদল তৃণমূলের ছাতার তলায় এসেছিল তাদের অনেকের সাথে অমি বহু তর্ক করেছি। সব তর্ক তো এখানে হয়না। তারাই ভবিষ্যতে তৃণমূলের সবচেয়ে বেশি সক্রিয় বিরোধিতা করেছে, এটাও ঠিক। আমি একটা জিনিস ভুল ভেবেছিলাম। সিপিএম বেশ ভালোরকম বিরোধী শক্তি হবে এই আশা ছিল, সে আশায় গুড়ে বালি। সে পার্টি যে কতই ফোঁপরা সেতো এই দলে দলে তৃণমূল/বিজেপি যোগদানেই বোঝা উচিৎ।

    # - এখন/ভবিষ্যতের অবস্থান নিয়ে তো প্রশ্ন করা হয়নি, বারবার জিগানো হয়, ঐ তখন সিপিএম বিরোধিতা করে ও ছলে বলে কৌশলে টইপত্তরে দুলাইন লিখে জনগণকে কীভাবে ছাগল বানিয়ে চৌত্রিশ বছরের পার্টিকে হুশ করে এই সব দুষ্টু লোকেরা ভ্যানিশ করে দিয়েছিল। তারা এখন পাপের সরায় অনুশোচনায় ডুবে মরছেনা কেন - তাই সেই অবস্থানটাই ক্লিয়ার করলাম। যদিও লাইক ফ্যাশান, যতই অবস্থান ক্লিয়ার করিনা, এসবই রিসাইকেলড হবে, আবার সে আসিবেই ফিরিয়া।
  • # | 212.79.203.43 | ১২ নভেম্বর ২০১৪ ১৫:০৬653549
  • অক্ষ,
    এখন / ভবিষ্যতের অবস্থান কি?
  • ব্যা করন | 212.142.117.161 | ১২ নভেম্বর ২০১৪ ১৫:১২653550
  • ওফ্.....
    কাটলেট নয় কাটলেট নয় - ফিস ফ্রাই

    কাটলেটের রাজনীতি ফিসফ্রাইয়ের রাজনীতি থেকে সম্পূর্ন ভেন্নো। যদিও দুটিই পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির বহমান ধারা। এর মধ্যে দাঙ্গাবাজ বিজেপিরা কাট্ লেট পন্থী, এবং সরোল গোল্গাল বিমানবাবুরা ফিস ফ্রাই পন্থী।
    যদ্দুর জানা যায় বিমানবাবুরা সরলোতাবশতঃ ফিস ফ্রাইটি উল্টে খান্নি।
  • a x | 60.171.26.111 | ১২ নভেম্বর ২০১৪ ১৫:১৫653551
  • # - খুবই নৈরাশ্যজনক আগামীকাল মনে হওয়া ছাড়া কোনো অবস্থান নেই।
  • Reshmi | 129.226.173.2 | ১২ নভেম্বর ২০১৪ ১৫:১৮653552
  • কিন্তু ২০১৬ তে "আইনের শাসন" তো দেখছি কেউই চাইছে না। ২০১১-র "বালখিল্য" বুজিদের মত আবার অনেকেই পরিবর্তন ঘটাতেই বেশি আগ্রহী।
  • pinaki | 90.254.154.105 | ১২ নভেম্বর ২০১৪ ১৫:২৭653553
  • আহা, এইটা বুঝলেন না। দাগাটা তো তিনোমূল দিয়েছে। বিজেপি তো দেয় নি। তাইজন্য এত রাগ, এত অভিমান। কতবার বোঝানোর চেষ্টা করলাম, পিটিদা, সিপিএমকে তাড়িয়ে তিনোমূলকে আনার জন্য কেউ অনুতপ্ত নয়। কেন তাও এত উত্তেজিত হন? তার চেয়ে এক্সেপ্ট করুন। কিন্তু কে কার কথা শোনে! ঃ-(
  • PT | 213.110.247.221 | ১২ নভেম্বর ২০১৪ ১৫:৩৬653556
  • # Date:12 Nov 2014 -- 02:39 PM

    পিটির কিছু কিছু পোস্টিং অমনযোগী ছাত্রের মত পড়ার জন্য ধন্যবাদ। কিন্তু পোস্টিংটা বেশ খারাপ রকমের বদহজমের কেস। মুখগহ্বর থেকে শুরু করে খাদ্যনালীর শেষপ্রান্তরের জন্য যত রকমের স্পেসালিস্ট ডাক্তার সম্ভব তাদের সকলকে এক্ষুণি কন্সাল্ট করা ঊচিৎ।
  • * | 131.241.218.132 | ১২ নভেম্বর ২০১৪ ১৫:৫০653557
  • ভবিষ্যতের পাকা খবর পেতে তৃতীয় নয়ন উন্মোচনে কেউই আগ্রহী নয় দেখি, নাকি লোকলজ্জায় কিছু বলছে না।
  • কল্লোল | 125.185.149.224 | ১২ নভেম্বর ২০১৪ ১৮:১৩653558
  • আহা পিটি। আমিও তো তাই বল্লাম।
    তুমি বল্লে - "তিনোদিদির "সাম্প্রদায়ীকতাবিরোধী" চিৎকারে পব-তে বিজেপির ভোট বিপুল পড়িমাণে কমেছে বিজেপির, তাই না?"
    মোট্টেও কমে নি - বরং বেড়েছে।
    আমি বল্লুম সেই কথাটাই তো বিমান বুচ্ছে না। খালি বলে "এখন সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে লড়াই"।
    কি রে বাবা শেষে তিনোর সাথে জোট কর্বে নাতো!!
    তুমি এট্টু বিমানরে পড়াও। বাবা অতো সাম্প্রদায়ীকতা নিয়ে চ্যাঁচাতে নেই - বিজেপির ভোট বেড়ে যাবে। এট্টু বুঝিয়ে বলো প্লিস।

    আর কাকাশ্রীরটা বিশুদ্ধ বাওয়াল। ওটা মত নয় - কোশ্ন। বিমানকে এট্টু চিমটি কাটা আর কি? বাওয়ালই তো।
  • PT | 213.110.246.23 | ১২ নভেম্বর ২০১৪ ১৮:২৬653559
  • কল্লোলদা

    কৌশলে আমার আগের পোস্টিং-এর লেখা বক্তব্য এড়িয়ে গেলে বা পড়ই নি। এই আলোচনাটা শুরু হয়েছিল আদবাণীকে গ্রেপ্তার না করা নিয়ে। তোমাকে আর কি বোঝাই!! তবু বলি, রাজনীতিতে অনেক সময় বেশী শব্দ-বাদ্যি না করে কৌশলে কাজ সারা যায়। সেটা ৩৪ বছর ধরে বিজেপিকে বেশী বাড়তে না দিয়ে বামেরা দেখিয়ে দিয়েছে। একই সঙ্গে লালু আদবাণীকে আটকে অনেক পন্ডিতের হাততালি কুড়িয়েও শেষ পর্জন্ত বিজেপির ৩০-৫০টা সিট পাওয়া আটকাতে পারেনি।

    রাজনীতিটা যারা বোঝে তারাই নাহয় রাজনীতিটা করুক। যারা গান-বাজনা-অভিনয়ে, ও হ্যাঁ, আর ছবি আঁকায় (ও বেচায়) বেশী পারদর্শী তারা নাহয় রাজনীতি নিয়ে মাথা নাই বা ঘামাল।
  • dd | 132.167.175.217 | ১২ নভেম্বর ২০১৪ ২০:২১653560
  • "না ডিডি, বেশ করেছি আবার করবটা আপনার ডিডাকশন, কারণ আমার ঐ অবস্থান আপনার মনের মত হয় নাই।" ইয়েস ইয়েস। অক্ষ, ডিডাকশনটা সম্পুর্নো আমার। তোমার পোস্টের বডি লেংগুয়েজ দেখে অমনটাই মনে হয়েছিলো।

    কিন্তু সিপিয়েমকে হটিয়ে তিনোকে আনা আমার বেদম পসন্দের ছিলো তো। আহ্লাদে আটখানা হয়েছিলেম ভোটের রেজাল্ট, মানে জনতার ছাগলামো দেখে।"আমার ঐ অবস্থান আপনার মনের মত হয় নাই" এটা তোমার ভুল ডিডাকশন।

    যাগ্গে। ভুল ডিডাকশনে কাটাকাটি হয়ে গ্যালো।

    এখন তিনোকে সড়িয়ে লরেন পার্টী আসলেই আমার মনোবাসোনা পুর্ণ হয়।
  • a x | 138.249.1.206 | ১২ নভেম্বর ২০১৪ ২০:২৮653561
  • হ্যাঁ বুদ্ধ-নিরুপম শব্দ বাদ্যি করে সিঙ্গুর নন্দীগ্রাম করতে গিয়েই ছড়াল। জ্যোতি-গৌতম কৌশলে রাজারহাট করল, কোথাও টুঁ শব্দটি হলনা। দুর্মুখে বলে লাশ সেখানেও কিছু কম পড়ে নাই। এই কৌশলে কাজ না সারতে পেরেই কাল হয়েছে।
  • aka | 80.211.141.133 | ১২ নভেম্বর ২০১৪ ২০:৩৫653562
  • শেষে চুমুতেও বুজি, ছিপিএম, তিনো। বাপরে লোকের কি এন্থু।
  • Ishan | 202.43.65.245 | ১২ নভেম্বর ২০১৪ ২০:৫৫653563
  • # কে শুভেচ্ছা রইল। :-)
  • জটাশঙ্কর ওঝা | 99.0.186.135 | ১২ নভেম্বর ২০১৪ ২১:৩৬653564
  • ব্যস এইটুকুই। দু যে পুরনো স্মৃতিটুকু উস্কে দিলেন সে প্রসঙ্গে কিছু কথা।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.186.135 | ১২ নভেম্বর ২০১৪ ২২:১৬653565
  • আমিও duর পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে কপি পেস্টের লোভ সামলাতে পারলুম না। তাই,
    বিষয় : এমন কোন বাঙালী বুদ্ধিজীবি জন্মেছেন, যার রাজনৈতিক চিন্তা পাতে দেবার যোগ্য? থেকে

    Name: ranjan roy

    IP Address : 132.176.235.84 (*)Date:11 Nov 2014 -- 12:11 PM

    না ঝিকি; ব্যবহারিক রাজনীতির প্রধান লক্ষ্য ক্ষমতা দখল।
    কিন্তু রাজনৈতিক চিন্তা কাজ করে দুরগামী দৃষ্টি নিয়ে ভিশন নিয়ে, সর্বাঙ্গীণ কল্যাণ নিয়ে। পিওর সায়েন্স ও অ্যাপ্লায়েড এ যতটুকু তফাত।
  • ranjan roy | 132.176.8.199 | ১২ নভেম্বর ২০১৪ ২২:৩৬653567
  • জটাবাবু,
    এই সুতোয় কি নিয়ে আলোচনা হচ্ছ? ব্যবহারিক রাজনীতি ( বঙ্গে ২০১৬ তে কে ক্ষমতায় আসবে) ? নাকি রাজনৈতিক চিন্তা ও দর্শন?
    আপনার যে আসে আসুক তিনো যাক কে কোন ক্যাটিগরিতে রাখবেন?
    হাঁসজারু তৈরি না করলেই নয়?
    এদিকে সোনিয়া দিল্লিতে মমতা ও বামদলকে ডেকেছে, বিজেপিকে নয়। সেটা দেখুন গে'।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন