এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫১২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.130.91 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:২৪653601
  • তদন্তে কারও কোন আপত্তি নেই। আমার এনার্জি নেই এসব করার, স্বীকার করছি।

    আপনি যখন আমাদের সবার মতই আইনের শাসন ও দোষীদের শাস্তিবিধান চান, আপনার সময়+ইচ্ছে থাকলে আপনিও জনস্বার্থ মামলা করতে পারেন
  • s | 75.205.78.6 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:২৫653602
  • সেরকম জোট সত্যি হলে কি হবে ভাবতেই রোমান্ঞ্চ জাগছে। মমতা মুখ্যমন্ত্রী, বুদ্ধবাবু উপমুখ্যমন্ত্রী কাম পুলিশ, মানসবাবু কৃষি, অমিতবাবু ও অসীমবাবু ৬ মাস ৬ মাস করে অর্থ, পার্থবাবু শিল্প, সূর্যবাবু স্বাস্থ্য, শঙ্কুদেব শিক্ষা, অরুনাভবাবু আইন, সুব্রতবাবু পঞ্চায়েত, মনীশবাউ বিদ্যুত, গৌতমবাবু পরিবহন -- চাঁদের হাট বসবে।
  • Ishan | 202.43.65.245 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:২৬653603
  • কী মুশকিল, "আমাদের দিদি" ক্ষমতায় এলে "আমাদের" লাভ না? এলিমেন্টারি লজিক মশাই। নিজে বুঝতে না পারলে জটাবাবুকে ধরুন, বুঝিয়ে দেবেন।
  • aranya | 154.160.130.91 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:৩৪653604
  • 'আবার হয়েছেই সেকথাও জোর দিয়ে বলা যায় না'

    - দীর্ঘশ্বাস। পিটি-কে অনুরোধ করছি, মামলা করার এনার্জি যদি আপনারও না থাকে, অন্তত গুরু-তে প্রকাশিত রাজারহাটের ওপর লেখাগুলো পরুন। একটু সময় থাকলে রাঘব বাবুর বইটা পড়ুন, রঞ্জন-দার বলা রিপোর্ট-টা পড়ুন -
    'ক্যালকাটা রিসার্চ গ্রুপের পাব্লিকেশন, উপন্যাস নয় ডকুমেন্ট ভিত্তিক রিসার্চ। তাতে উচ্ছেদের সাতকাহন। বিশেষ করে রাজারহাটের কথা।
    ইংরেজিতে প্রকশিত বইটির দাম (হার্ডব্যাক) ৮০০ টাকা।'

    অক্ষ-তে অ্যালার্জি যখন, ওর দেওয়া ক্লিপগুলো নাহয় নাই দেখলেন।

    'আবার হয়েছেই সেকথাও জোর দিয়ে বলা যায় না' -এটা বলার মানে হল রাজারহাটে কোনরকম অত্যাচার হয় নি, এ সম্ভাবনাও থাকছে। দিস ইজ অ্যাবসার্ড
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:৩৭653605
  • "বুজীরা তদন্তে আপত্তি তুলে তদন্ত আটকে রেখেছে?"

    সেকথা লিখিনি কিন্তু যে বুজীরা রিজানুরের জন্য "ইন সাফ চাহিয়ে" বলে রাস্তায় দাপাতে পারে তারা রাজারহাট, তাপসী, নন্দীগ্রাম ইত্যাদির জন্য "ইনসাফ চাহিয়ে" বলে রাস্তায় নামছে না কেন? আসলে কি তখনকার ধান্দাটা অন্য ছিল?

    আর মামলা কোর্ট পর্যন্ত গড়ালে অন্য অনেক কিছুই তো হতে পারে। ২০০১-এর অপরাধের জন্য সিপিএমের অনেক সমর্থক শাস্তি পেয়েছে। কিন্তু তাপসী মালিকএর কেসে দুজনেই জামিনে ছাড়া পেয়েছে। আর আজকের আবাপ-র খবরঃ ছোট আঙারিয়া মামলায় জামিনে মুক্ত দিল মহম্মদ। আরো ৮ জন বেকসুর খালাস পেয়েছে আগেই।

    এই কঠিন আইনি ব্যবস্থাকে কি দু-চারত ইউ টুবের লিং দিয়ে লড়া যাবে?
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:৪০653606
  • "'ক্যালকাটা রিসার্চ গ্রুপ" হয়ত সবই ঠিক বলছে। তাহলে তারা স্বতঃপ্রণোদিত মামলা করুক না। আমার তো কোনই আপত্তি নাই। শুধু আপত্তি এটুকুই যে দেশে আইন ব্যবস্থা আছে আর 'ক্যালকাটা রিসার্চ গ্রুপ তার ওপরে নয়।
  • | 183.17.193.253 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:৪৪653607
  • আমার আবার এতসব বিচার শুনে কাশীপুর,বরানগর গণহত্যার কথা মনে পড়ে যায়- ঐ হত্যাগুলো বোধহয় গুল্প। তার বিচারের কোনো লিং,উটুব ইত্যাদি আছে?
  • aranya | 154.160.130.91 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:৪৮653608
  • বেশ, বুঝলাম যে মামলা হওয়া এবং তার রায় না বেরোনো পর্যন্ত রাজারহাটে কোনরকম অত্যাচার হয় নি, এ সম্ভাবনাও থাকছে।

    আমার কাছে এটা একটা সোনার পাথরবাটির মত ব্যাপার, কিন্তু আপনি সত্যিই বিশ্বাস করেন যে রাজারহাটে অ্যাবসলিউটলি কোনরকম অত্যাচার হয় নি, এটাও সম্ভব।
  • Ishan | 183.17.193.253 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:৪৯653609
  • লিং টিং দিয়ে, নেটে লিখে কিছুই হবেনা তো আপনি বাণী দিচ্ছেন কেন? কী অত্যাশ্চর্য দাবী মাইরি।
  • Arpan | 125.118.30.7 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:৫৪653611
  • বুজিরা তো ধাবা, প্রমাণ হয়েই গেছে।

    বাকিরা পাঁচিলের ওপর থেকে নেমে তদন্ত দাবি করছে না কেন? নিজেদের ভাবমূর্তিই পরিষ্কার হত তালে।
  • aranya | 154.160.130.91 | ১৩ নভেম্বর ২০১৪ ১০:০৮653612
  • হুম তদন্ত দাবি তো সিপিএম-ও করতে পারে, তাদের নামে লাগানো কালি মোছার জন্য।
    তারা যখন ধোতু, তাদের তো এক্ষুণি মামলা দায়ের করা উচিত, রাজারহাট, নন্দীগ্রাম, অপারেশন সানশাইন - সমস্তরকম অপপ্রচারের মিথ্যা যেন এক্সপোজড হয়।
    ২০০৭- থেকে ১১ অব্দি যদ্দিন সিপিএম পাওয়ারে ছিল, নন্দীগ্রাম নিয়ে সিবিআই তদন্তের বিরুদ্ধতা করেছে - একটা ধোতু দ্ল কেন এমন করে?
  • ranjan roy | 132.176.166.215 | ১৩ নভেম্বর ২০১৪ ১০:২৯653613
  • ক্যালকাটা রিসার্চ গ্রুপের কাজ কি মামলা করা? তাহলে এই পাতায় আগুন বর্ষানো পিটি কেন মামলা করবেন না?

    ওরা ওদের কাজ ঠিকই করেছে, এখনো করছে।
    আরে নন্দীগ্রামের সময় সিপুএমের হয়ে আগুন বর্ষানো অবোধের দল যে এখন দিদির মধ্যে নিও-কম্যুনিজম দেখেছে, তা কি আর করা?
  • dd | 132.171.101.158 | ১৩ নভেম্বর ২০১৪ ১০:৩৭653614
  • সে তো সুবোধ সর্কার চোখ গোল গোল করে বলে দিয়েছেন"না হোলে মোদীকে আটকানোর আর কোনো উপায় ছিলো না তো"।

    এই লরেন বাবু এসে যাওয়ায় মানুষের খুব উপকার হোলো কিন্তু। সবাই লরেন বাবুকে ঠেকাতে গিয়ে যা খুসী তাই করে দিতে পারেন। কিচ্ছুটি বলার নে। সবাই লরেন বাবুকে দেখিয়ে দেবে।
  • info | 131.241.218.132 | ১৩ নভেম্বর ২০১৪ ১০:৪০653615
  • কাল ইমাদ্পুরের সংঘর্ষে আহত বিজেপি কর্মীর নাম শেখ আনারুল আর আহত তৃনমূল কর্মীর নাম নারায়ন মুখোপাধ্যায় । এবার এটাকে ভেতর থেকে দখল বলবেন না প্যারাডাইম শিফট বলবেন ভাবুন :-)
  • ranjan roy | 132.176.166.215 | ১৩ নভেম্বর ২০১৪ ১০:৪১653616
  • পিটি উবাচ :
    "এবারে RR কি ঝোপ-বুঝে #-এর দলে? ভাসার জন্যে হাতের সামনে যা খড়-কুটো পাওয়া যায়?"
    বা : পিটি বা:
    একটু অসুবিধেতে পরলেই দলবাজির অভিযোগ ? আপনারা আবার অন্যদের দিকে আঙ্গুল তোলেন!
    "ভাসার" জন্যে খরকুটো ধরছে আপনার সিপিএম । ডেকে আনছে দিদির জোটসঙ্গী এসইউসি নাকু সবাইকে। এখান কঙ এর হাত ধরবে কি
    না দেখেন!
    আর আপনার কথার বিকৃতি?
    আপনার উদ্ধৃত কথা আর # কোট দেখালেই বোঝা যাচ্ছে!
    আপনি কথায় কথায় কাউকে আপনার প্রিয় দিদি বা আপনার পছন্দের বিজেপি বলাতে ছাড়েন না। অথচ আপনি বিজেপি আসলে আপত্তি নাই বললেও কিছু বলা যাবে না! বললেই বিকৃতি ?
  • Reshmi | 129.226.173.2 | ১৩ নভেম্বর ২০১৪ ১০:৪২653617
  • যাক, আমার গতকালের পোস্টের পর আবার সেই "আইনের শাসন" শব্দবন্ধ ফিরে এসেছে দেখে দারুন খুশী হলাম। শুধু "আইনের শাসন" এর প্রবক্তারা ২০১৬ এ পব তে"আইনের শাসন" প্রতিষ্ঠা করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন, সেটা এখন ধোঁয়াটে!
  • aranya | 78.38.243.218 | ১৩ নভেম্বর ২০১৪ ১০:৪৩653618
  • এখনও বিস্ময়াভিভূত হয়ে আছি। রাজারহাটে সিপিএম কোন কুকর্ম-ই করে নি, এক ছটাকও নয়, কাউকে থ্রেট অব্দি দেয় নি - এরূপ সম্ভাবনাও যে থাকতে পারে, তা সত্যিই ভাবি নি।
    নাঃ, নিজের বালখিল্যতা আরেকবার অনুভব করলাম। বাখি প্রসঙ্গে পিটি ঠিকই বলেন
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৪ ১০:৪৪653619
  • আইনের শাসন এল, ক্যালকাটা রিসার্চ গ্রুপ এল, শুধু চুমু এল না, বসন্ত এল না।
  • b | 135.20.82.164 | ১৩ নভেম্বর ২০১৪ ১০:৪৫653620
  • তোমরা সবাই পিটি যা বলছে মেনে নাও না।
    পি-লি-জ?
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৩ নভেম্বর ২০১৪ ১০:৫১653622
  • ও বাবা পোটকে, তোর ইন্টালেক্চুয়াল অনেস্টির অ্যাটম বোম কী বলছে রে?

    হাতের কাছে হয়না খবর -
    কী দেখতে যাও দিল্লি-লাহোর?
  • aranya | 78.38.243.218 | ১৩ নভেম্বর ২০১৪ ১০:৫৪653623
  • প্রায় মেনেই নিয়েছি সিপিএম পৃথিবীর ধোতু-তম দল, জাস্ট আজগের রাজারহাট-জনিত বিস্ময়ের অভিঘাত-টুকু কাটার জন্য এট্টু সময় দরকার
  • Reshmi | 129.226.173.2 | ১৩ নভেম্বর ২০১৪ ১১:২৯653624
  • বসন্তও আসবে, ইফ "আইনের শাসন" কামস, ক্যান বসন্ত বি ফার বিহাইন্ড? ঃ)
    কিন্তু "আইনের শাসন" এর জন্য সিবিআই কে আসতে হবে। কিন্তু সিবিআই কে ডেকে আনার দায় সেই আবার "বালখিল্য ধান্দাবাজ" বুজীদেরই। রাজনীতি সচেতন প্রাজ্ঞ পন্ডিতরা এই মহান দায়িত্ব নিজেরা না নিয়ে কেন একদল "ধান্দবাজ" এর ওপর চাপিয়ে দিচ্ছে একেবারেই বোধগম্য হচ্ছে না।
    এ রকম করলে বসন্ত আসবে কী করে? সে অনুপম যতই "বসন্ত এসে গেছে" বলে চেঁচাক!
  • PT | 213.110.246.25 | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:০৩653625
  • সবাই নাকি তদন্ত চায়।
    কিন্তু এ পর্যন্ত যে কোন হাটে-বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকা তদন্তহীন "তথ্যের" ওপরে ভিত্তি করেই গত ৫/৬ বছর ধরে মায়াপাতায় আগের শাসক দল, মন্ত্রী, সান্ত্রী এমনকি তুচ্ছতম পিটিকেও গাল দেওয়াটা চালু আছে।
    তোবা! তোবা!
    তবে রাজারহাট প্রসঙ্গে বলি যে গৌতম দেবের প্রায় সব কমিটিতেই সব দলের (তিনো সহ) প্রতিনিধিরা ছিল। কাজেই খুন, রাহাজানি ইত্যাদি যা হয়েছে তাতে সব দলেরই হিস্যা আছে। এখন তাই শুধু সিপিএম নামক রত্নাকরের ঘাড়ে সব দোষ চাপিয়ে কোন লাভ নেই।

    RR
    "আর আপনার কথার বিকৃতি?
    আপনার উদ্ধৃত কথা আর # কোট দেখালেই বোঝা যাচ্ছে!"
    তাই নাকি? আমার লেখা "আমার ঘোর অপছন্দের হলেও" কথাটি পড়েও আপনার নিজস্ব জাজমেন্ট অনুযায়ি মনে হচ্ছে যে আমি প্রো-বিজেপি? পরের মুখে ঝাল খেতে খেতে এই অবস্থা দাঁড়িয়েছে শেষ পর্য্ন্ত?

    Reshmi
    "কিন্তু সিবিআই কে ডেকে আনার দায় সেই আবার "বালখিল্য ধান্দাবাজ" বুজীদেরই"
    ঠিক তা নয়। তারা যে তদন্ত চাইবে না সে আমি জানি। তারা তদন্ত না চেয়েই বা মুখ বুঁজে থেকে আরো সন্দেহাতীতভাবেই প্রমাণ করছে যে তারা আসলে ধান্দাবাজ বুজীই ছিল আর এখনো তাই আছে।
  • জটাশঙ্কর ওঝা | 88.35.58.24 | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:০৪653626
  • যাক একটাই নিশ্চিন্তি আপনারা কেউ রাজারহাটে ফেলাট কেনেননি। কি বলেন? মা ব্রহ্মময়ী কত দেখাবি মা!
  • jhiki | 149.194.228.58 | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:০৮653627
  • জটা, আবার সেই তর্ক! টাটাতে চাকরী করেও সিঙ্গুরে টাটাদের বিরোধীতা করা যায়, এসেব তো এখানে কবেই প্রমাণ করা হয়ে গেছে ;)
  • জটাশঙ্কর ওঝা | 88.35.58.24 | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:৩৪653628
  • সেটা না হয় তাও মানলাম, চাকরি না করলে খাবো কি? আর আন্দোলনই বা হবে কি করে। আর মুড়ি মুড়কির মত চাকরি না ও মিলতে পারে। কিন্তু তা বলে রাজারহাটে ফেলাট! না না আমি ঠিক জানি এখানে যেসব সৎ জ্বলন্ত অঙ্গারতুল্য বিবেকবান বক্তব্য রাখছেন তারা কেউ রাজারহাটে ফেলাট কেনেননি।
  • দ্বিচারী | 90.254.154.105 | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:৫৯653629
  • জঙ্গলমহলে ৪০০ সিপিএম কর্মী সত্যি মাওবাদীদের হাতে খুন হয়েছিল তো? মানে অনেকগুলো প্রশ্ন। চারশো জনই খুন হয়েছিল কিনা। তারা সবাই সিপিএম কর্মী ছিল কিনা। তারা মাওবাদীদের হাতেই খুন হয়েছিল কিনা। এগুলো কোনোটাই সিবিআই তদন্তের মারফৎ সুপ্রীম কোর্টে প্রমাণিত বলে শুনি নি। সিপিএম বা পিটিবাবুকে এই ক্লেমগুলো তদন্তের মাধ্যমে প্রমাণ করা বা দোষীদের শাস্তি দেওয়ার দাবীতে কথা বলতেও শুনি নি। শুধু ক্লেমই শুনেছি। ক্লেম করার সময় সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করতেও শুনি নি। যেন ধ্রুব সত্য সব কিছু - এভাবেই বলতে শুনেছি। আপনারা শুনেছেন ক্লেম ছাড়া অন্য কিছু? সিপিএম কি মমতার কাছে এই নিয়ে কোনো তদন্তের দাবীদাওয়া রেখেছে বা আন্দোলন করছে? নাকি ভোটের সময় সিম্প্যাথি কুড়োনোর টুল হিসেবে ব্যবহার করা হয়েছিল? তাহলে কি ধরে নেব পিটিবাবুও বাখি/ধাবা/দ্বিচারী ক্যাটেগরিতে পড়ে গেলেন? আইনের শাসনের সিলেক্টিভ দাবীটা কি আসলে সিপিএমের অপকীর্তিকে আড়াল করার চেষ্টা?
  • PT | 213.110.246.23 | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:১৭653630
  • "তাহলে এই পাতায় আগুন বর্ষানো পিটি কেন মামলা করবেন না?"
    কারণ পিটির সময় নাই আর আইনও বোঝেনা। গুরুর রেসিডেন্ট আইনজীবি এ ব্যাপারে কিছু করুন না।

    @দ্বিচারী
    "আইনের শাসনের সিলেক্টিভ দাবীটা কি আসলে সিপিএমের অপকীর্তিকে আড়াল করার চেষ্টা?"

    "সিপিএমের বিরুদ্ধে তদন্ত হোক, নেতারা জেলে যাক আর দলটাও উঠে যাক এতো বহুবার লিখেছি" (Date:13 Nov 2014 -- 08:54 AM)

    আপনারা কি কিছুতেই লেখার আগে পড়া করবে না?
  • Reshmi | 129.226.173.2 | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:২৯653631
  • PT, বুজীরা ফায়্দা নেবার জন্যই তো "ধান্দাবাজি" করেছিল, যদিও সব বুজীদের ধান্দাবাজি এখনো আদালতে প্রমাণ হয়নি, তাও তর্কের খাতিরে মেনেই নিলাম সবাই একইরকম ধান্দাবাজ। কাজেই ফায়্দা লোটা যখন হয়েই গেছে, আর শুধুশুধু তদন্ত কেন চাইবে।

    কিন্তু নন্দীগ্রাম নিয়ে এই "মিথ্যে অপপ্রচার" এর মাসুল সবচেয়ে বেশি যাদের দিতে হল, পরবর্তী ভোটের যখন আর দু বছরও প্রায় বাকি নেই, তাদেরই তো তদন্তের দাবিতে সোচ্চার হওয়ার কথা। বা, aranya যে প্রশ্নটা করেছিলেন, ২০০৭ থেকে ২০১১ অনেকটা সময় ছিল, তখনই সিবিআই তদন্ত করে সত্যিটা সবার সামনে তুলে ধরে "ধান্দাবাজ" বুজীদের মুখোশ কেন খুলে দেওয়া হয় নি?
  • potke | 126.202.23.62 | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:৩৪653633
  • ন্যাড়াদা, আমি পিটিদার মত কখন বলিনা যে সিপিম ধোতু। আপত্তিটা করেছিলাম "দল পাকানো", "লেজুরবৃত্তি", "চ্যালাবৃন্দ" এইসব শব্দ ব্যবহার নিয়ে। বাংলা বুঝতে অসুবিধে হচ্ছে আজকাল?

    আর, প্রথমবার যখন intellectual dishonesty নিয়ে তোমার হাইড্রোজেন বোম পড়ে সেটা কি প্রসঙ্গে মনে আছে নিশ্চয়! এরপর তো দেখলাম হনেস্টির নমুনা কত!

    তোমরা সবাই মিলে পিটিদাকে চাঁদমারি বানাবে এবং সেই সন্মিলিত কোরাস may be interpreted as
    great minds in unison, accidentally albeit কিন্তু আমি বা অন্য কেউ পিটিদার লাইনে কথা বল্লে "লেজুর", "চ্যালাবৃন্দ" এইসব বিশেষণ জুটবে, তাই তো ঃ) বা, পিটিদার জন্য "জড়পিন্ড"!!

    শুভেচ্ছা মাইরি ঃ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন