এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫১৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জটাশঙ্কর ওঝা | 99.0.186.135 | ১২ নভেম্বর ২০১৪ ২২:৪৩653568
  • চিন্তা নেই এ শুধু ডকুমেন্টেশনের জন্য যে পিটিদা ও আপনি একমত হয়েছিলেন। অস্বস্তির কিছু নেই। বামফ্রন্ট আসুক তিনো যাক।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.186.135 | ১২ নভেম্বর ২০১৪ ২২:৪৬653569
  • ei shubhakshhaNe eTTus selibreshan haye যাক।
  • PT | 213.110.247.221 | ১২ নভেম্বর ২০১৪ ২৩:৩৬653570
  • "পিওর সায়েন্স ও অ্যাপ্লায়েড এ যতটুকু তফাত"

    কিন্তু প্রথমটি ঠিকঠাক না করলে দ্বিতীয়টিতে পৌঁছনো যায় না। সেইরকমই ঠিকঠাক রাজনৈতিক অব্স্থান না থাকলে শুধু অন্তঃসারশুন্য চিৎকার করে ("কোমরে দড়ি দিয়ে জেলে পাঠাব" ইত্যাদি) বিজেপিকে ঠেকানো যায়্না।
  • PT | 213.110.247.221 | ১২ নভেম্বর ২০১৪ ২৩:৩৭653571
  • "দুর্মুখে বলে লাশ সেখানেও কিছু কম পড়ে নাই"
    আরেকটি গপ্পের শুরুঃ শাঁওলী-সুমন স্টাইলে!
  • a x | 138.249.1.198 | ১৩ নভেম্বর ২০১৪ ০০:৪৫653572
  • আপনি আর কত দিক সামলাবেন বলুন তো সিপিএমের। কি যে মুশকিল করে রেখেছে এই পার্টিটা! লোকে মাইরি ভোলেও না, ভুলতেও দেয় না!

    কংগ্রেসের পোষা কুখ্যাত খুনী গুণ্ডা রুইদাস মন্ডল ওরফে লুইস পরে সিপিএমের টিকিটে কবে যেন দাঁড়ায়, কোথায় যেন দাঁড়ায়? '৯৩-এর পঞ্চায়েত ভোটে প্রথমে দুই ভোটে হারার পরে, রিকাউন্টের পর একটিমাত্র ভোটে জিতে রুইদাস মন্ডল।

    মহিষগোট ও থাকদাঁড়ীতে কত মানুষ খুন করেছে এই সিপিএম ও কং গুণ্ডা মিলে তার পুরো সংখ্যা জানা সম্ভব না। কয়েকজন মৃত ব্যক্তিদের নামঃ

    সাধু সর্দার, অরবিন্দ মণ্ডল, পবন মণ্ডল, প্রবোধ সর্দার, কুবীর মণ্ডল, গণেশ মন্ডল, অরুণ মণ্ডল, কমল পাত্র, কাবু মণ্ডল, স্বপন মণ্ডল, তনু ন্যায়, শ্যামল নষ্কর, বাসুদেব নষ্কর।

    তাছাড়া রাজারহাটে সিপিএম নিজের পার্টি মেম্বারদের খুন করতেও পেছপা হয়নি।

    সাথে এইগুলো'ও থাক। ধনেপাতা, গাঁদাল পাতা, দেখুন কিসে কাজ হয়।



  • a x | 138.249.1.198 | ১৩ নভেম্বর ২০১৪ ০০:৪৬653573
  • দ্বিতীয় পার্ট -
  • rabaahuta | 172.136.192.1 | ১৩ নভেম্বর ২০১৪ ০১:১৩653574
  • 'আরেকটি গপ্পের শুরুঃ শাঁওলী-সুমন স্টাইলে!

    শুরু কোথায়, এ তো তো বহুল প্রচলিত। আমার মত রাজনৈতিক্প্রজ্ঞাশূণ্য বাখিরাও জানে।

    গল্প না তথ্য সে নিয়ে অবশ্য সুপ্রিম কোর্টের রায় না বেরুলে কিছু বলতে পারিনা।
  • - | 109.133.152.163 | ১৩ নভেম্বর ২০১৪ ০১:২৪653575
  • জটার ১০ঃ৪৬ পিএম এর প্রেক্ষিতে, ইফ চুমু কাম্স ক্যান ওয়েডিং কেক বি ফার বিহাইন্ড ঃ-)
    যাই বলুন, আঠারো পাতা পরে টইএর নাম কম্প্লিট কত্তে আগে কখনও দেখিনি। রেকর্ড?
  • জটাশঙ্কর ওঝা | 99.0.186.135 | ১৩ নভেম্বর ২০১৪ ০১:৩৭653576
  • # কে জানাই আমি আরো অনেক কথাই বলেছি। আর আপনাকে অন্যের বক্তব্য বিকৃত করে আইনসভার রায় দেওয়ার রাইট কে দিল দাদা। কাল যেমন বুঝলাম আপনি ভোট স্যুইং বলে একটা ঘটনার সাথে পরিচিত নন। তা ভাল, আমরা সবাই জানি এ নিছক অবসর বিনোদন, চালিয়ে যান।
  • aranya | 154.160.130.91 | ১৩ নভেম্বর ২০১৪ ০৩:২৩653578
  • রাজারহাট পার্ট ১ দেখলাম।

    বহু জলাভূমি বোজান হয়েছে, যদিও জ্যোতি বসু-র নিজের সই করা ডকু আছে, জলাভূমি বোজান যাবে না, এই মর্মে।
    অনেক কৃষক, জেলে জীবিকা হারিয়েছে। জোর করে জমি নেওয়া হয়েছে, বহু মানুষের কাছ থেকে। একজন মহিলা বললেন - তার ঘরে পর্যাপ্ত ধান থাকত এক সময়, এখন কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ।

    অবশ্য হুতো যা বলল, সুপ্রিম কোর্টের রায় না বেরোলে এসব সত্যি কিনা বলা যাবে না।

    থ্যাঙ্কস অক্ষ, শেয়ার করার জন্য।
  • কল্লোল | 111.63.81.160 | ১৩ নভেম্বর ২০১৪ ০৭:০৫653579
  • পিটি উবাচ - "রাজনীতিতে অনেক সময় বেশী শব্দ-বাদ্যি না করে কৌশলে কাজ সারা যায়। সেটা ৩৪ বছর ধরে বিজেপিকে বেশী বাড়তে না দিয়ে বামেরা দেখিয়ে দিয়েছে। "
    আরে বাবা সেটাই তো বিমানকে পড়াতে বলছি। সে এখন পুরোনো ক্লাশের পড়া ভুলে লালু-তিনোর মতো সম্প্রদায়িকতা নিয়ে নাচছে। ওটা করলেই তো বিজেপি চলে আসবে - কিছুতেই বুঝছে না। যেমন বুদ্ধ-নিরুপম রাজারহাটের "শিক্ষা" ভুলে গেছিলো এবং ডুবেছিলো।
    তুমি শিগ্গিরি বিমানরে বোঝাও। নইলে ২০১৬তেই বিজেপি চলে আসবে।
  • pi | 192.66.17.75 | ১৩ নভেম্বর ২০১৪ ০৭:১০653580
  • এই প্রশ্নটা সেই সেদিন থেকে করে যাচ্ছি, তো পিটিদা আর উত্তরই দেন না !
  • ranjan roy | 132.176.166.215 | ১৩ নভেম্বর ২০১৪ ০৭:২১653581
  • "আর আপনাকে অন্যের বক্তব্য বিকৃত করে আইনসভার রায় দেওয়ার রাইট কে দিল দাদা।"
    --- এই প্রশ্নটা কি আপনাকেও করা যায় না জটাবাবু?
    আপনি ও পিটি অসুবিধে পড়লেই রাজনৈতিক নেতাদের মত বক্তব্য বিকৃত করা হয়েছে বলে চেঁচান?
    দুজনেই # র বিরুদ্ধে একই চার্জ এনেছেন? ( with P and without P)ঃ)))
    তার চেয়ে দেখান না ঠিক কোন জায়গায় আপনার কথা বিকৃত করা হয়েছে?
  • aranya | 154.160.130.93 | ১৩ নভেম্বর ২০১৪ ০৮:৩২653583
  • ২০১৬-তে কে যে লেসার ইভিল, বলা মুশকিল। আমার সিপুয়েম-কেই লেসার ইভিল মনে হচ্ছে, কিন্তু যা সব ঘট্না ঘটিয়েছে অতীতে..
    রাজারহাট নিয়ে মেন স্ট্রীম মিডিয়ায় তেমন লেখালেখি হয় নি মনে হয়
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ০৮:৩৯653584
  • এবারে RR কি ঝোপ-বুঝে #-এর দলে? ভাসার জন্যে হাতের সামনে যা খড়-কুটো পাওয়া যায়?

    তাহলে বিকৃতির বহর দ্যাখেনঃ
    আমি লিখলামঃ "আপনি একটু বেশী এগিয়ে আমার মুখে কথা বসাচ্ছেন। আমার ঘোর অপছন্দের হলেও বিজেপি ক্ষমতায় আসলে আমার কোন আপত্তি নেই। এই কারণেই নাই যে সেটি একটি নিষিদ্ধ দল নহে আর মানুষ যদি মনে করে যে তারা একটি সাম্প্রদায়িক দলকে আঁকড়ে ধরবে -so be it।"
    -------------------আর বিকৃতিবাবু লিখলেনঃ "এবার প্রো-বিজেপি পিটিবাবুর কিছু রাজনৈতিক মতামত নিয়ে আলোচনা করা যাক।"-অর্থাৎ " আমার ঘোর অপছন্দের হলেও" বাক্যটি লেখার পরেও বিকৃতিবাবু বুঝলেন যে আমি প্রো-বিজেপি? এর চাইতে কাঁচা ঘাস চিবোনো তো আরো বেশী সহজ!!!

    আমি লিখলামঃ "জনগণ কখনই ভুল করেনা এজাতীয় কোন তত্বে আমার আস্থা নেই। জনগণ ভুল না করলে শ্রীরাম লেখা ইঁট মাথায় করে বাবরি ভাঙ্গতে যেত না। আর অন্য দিকে জনগণ যদি সত্যি অত বুদ্ধিমান হয় তাহলে তাদের গিয়ে বোঝাতে হবে কেন যে সাম্প্রদায়িকতা দেশের পক্ষে খারাপ?"
    --------------------আর বিকৃতিবাবু ইন্টারপ্রিটেশনঃ "- প্রথমত তৃণমূল যাক, বিজেপি আসুক - এই অবস্থান সোচ্চারে নেওয়ার পরেও পিটিবাবু ২০১৬ নির্বাচনের পরে নিজের সমালোচনামূলক অব্স্থান বজায় রাখার উদ্দেশ্যে একটি মাচা খাটিয়ে রাখলেন"
    -------------------আমি তিনো যাক বিজেপি আসুক এমন স্লোগান দিয়েছি? নাকি বলেছি যে "জনগণ কখনই ভুল করেনা এজাতীয় কোন তত্বে আমার আস্থা নেই"???
    --------------"সাম্প্রদায়িকতা দেশের পক্ষে খারাপ"-এ বাক্যটির পরে তো বিকৃতিবাবুর নাকেখৎ দেওয়া উচিৎ যতটা না আমাকে প্রো-বিজেপি বলার জন্য তার চাইতেও বেশী বাংলা না বোঝার জন্য।

    এর পরে বিকৃতিবাবু আমার ৫/৬ বছরের সমস্ত আলোচনা থেকে সিদ্ধান্তে এলেনঃ "মানুষ চাইলে বিজেপি আনতেই পারে, কিন্তু মানুষ যে ভুল করেনা তা নয়। এই বক্তব্য একই ভাবে মানুষ চেয়েছে তৃণমূলকে এনেছে, তবে তারা যে ভুল করে নি তা নয় - হিসেবেও দেখা যায়। উনি কিন্তু সেভাবে দেখেন নি।"
    ------------------------এই বাক্যগুলোর বাংলা অনুবাদ পেলে ভাল হত। কিন্তু সত্যি সেভাবে দেখিনি? কতবার লিখেছি যে মানুষেরও নিজেদের বোঝা দরকার যে জঙ্গল থেকে বাঁশ এনে তারা ঘরে স্থাপন করেছে? বুজীরা অনুঘটকের কাজ করেছে আর মানুষে (=ছাগল, এক্ষেত্রে) ভোট দিয়েছে। নাহলে ছাগল কথাটা এল কোথা থেকে?

    "উনি কি পশ্চিমবঙ্গে বামেদের কংগ্রসের সাথে জোট বাঁধতে বলছেন? অ্যাঁ? তিনো ২৯%,বিজেপি ৩০% আর বাম-কং জোট ৩১% এই ওনার আশা বা রাজনৈতিক প্রজ্ঞাজনিত স্ট্যাটেজিক ফোরকাস্ট?"
    -----------এবারে বিকৃতি বাবু অথৈ জলে। "অ্যাঁ?" মানে? এমন কিছু লিখলাম যা কিনা বামেরা এর আগে করেনি? প্রথমতঃ বিজেপি ৩০% পাবে বলিনি-লিখেছি "তাদের ঠেলে অন্ততঃ ৩০-এর কাছে যেতে হবে।" তারপরেও ২৯+৩০+৩১=১০০?? উনি কি আমার চাইতেও অঙ্কে গুরুতর রকমের বেশী ভাল? বাকি ১০ কি তিনি তাঁর "রাজনৈতিক প্রজ্ঞাজনিত" কারণে হাপিশ করে দিলেন? পব-তে ১০% ভোট ফেলনা নয় তা দিয়ে ২০১৬-তে কে সরকার গড়বে তার সিদ্ধান্ত হয়ে যাবে।
  • aranya | 154.160.130.93 | ১৩ নভেম্বর ২০১৪ ০৮:৪৫653585
  • পিটি, সিপিএম-এর সাথে সত্যি কি তৃণমুলের খুব বেশি কিছু ফারাক আছে, যে 'জঙ্গল থেকে বাঁশ এনে' ইঃ বলা যায়?

    ধরুণ রাজারহাটের ক্ষেত্রেই -সিপিএম পার্টির লোকেরা কোন খুন করে নি, জোর করে, ভয় দেখিয়ে জমি নেয় নি, বা পরিবেশ আইন লঙ্ঘন করে জলা বোজায় নি - এমনটা কি আপনার সত্যিই মনে হয়?
  • Ishan | 202.43.65.245 | ১৩ নভেম্বর ২০১৪ ০৮:৫৩653586
  • আমি তো পরিষ্কার বুঝে গেছি।

    সিপিএম হেরেছে তার কারণ হল, বুজিরা ভুল বুঝিয়েছে। আর মানুষ (পড়ুন ছাগল) ভুল বুঝে তিনোকে ভোট দিয়েছে। পুরোটাই ছাগল ও বুজিদের কারবার। সিপুয়েম একদম সাক্ষাৎ গঙ্গাজল, তার কোনো ভুল হয়নি। পুরোটাই বুজি ও ছাগলদের কারবার। ছাগলরা ভুল বুঝে আবার মানুষ হলেই সিপুয়েম ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে আসবে।

    সমস্যা হল এখনও ছাগলরা ভুল বোঝেনি, ওদিকে তিনো হেবি ক্যালাচ্ছে। ছাগলদের ভুল ভাঙার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু ক্যালানি খাওয়াও ঠিক না (মুন্ডু গেলে খাব টা কি)। তাই মনুষ্যপদবাচ্য সিপুয়েম কর্মীরা আপাতত বিজেপিতে ঢুকে ক্যামুফ্ল্যাজ করে থাকবেন। ক্যাল দেওয়া শেষ হলে, সব ছাগল যখন মানুষ হবে, তখন আবার সুড়সুড় করে সিপিয়েমকে ভোট দেওয়া হবে। ব্যস কর্মখতম।

    অল্টারনেটিভলি, এটা আমার প্রস্তাব, যে, বিজেপিকে ভিতর থেকে দখল করে নেবার কথাও ভাবা যেতে পারে। প্রথমে পশ্চিমবঙ্গ, তারপর দিল্লি। দিল্লি দখল হয়ে যাবে, কিন্তু ছাগলগুলো টেরও পাবেনা লালকেল্লায় লাল পতাকা উড়ে গেল। ভালো আইডিয়া না?
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ০৮:৫৪653587
  • a x, rapaahuta, pi
    ভোটের আগে রাজারহাটে দাঁড়িয়ে পাহাড়-প্রমাণ ফাইল দেখিয়ে আপনাদের প্রিয় দিদি আমাদের জানিয়েছিলেন যে তেনারা ক্ষমতায় এসে গৌতম দেব থেকে শুরু করে সিপিএমের লেজের ডগা পর্যন্ত নেতাদের বিরুদ্ধে তদন্ত কমিশন বসিয়ে তাদের জেলে পুরবেন। তা বছর তিনেক তো পেরিয়ে গেল! এখন তো দেখছি আপনাদের স্বপ্নের সরকার ঐ রাজারহাটকেই চোখের মণি করেছে।

    কাজেই আপনারা গুরুতে এইসব লিং দিয়ে তাত্বিকতা করে সময় নষ্ট না করে দিদিকে খসড়া-টসড়া পাঠান না। তাত্বিকতা করে আর ইউটিউবের লিং দিয়ে ঐ শাঁওলী-সুমন স্টাইলে (অপ)প্রচারটাই চালানো যায়। আদতে কোন লাভ হয়না।

    সিপিএমের বিরুদ্ধে তদন্ত হোক, নেতারা জেলে যাক আর দলটাও উঠে যাক এতো বহুবার লিখেছি। আমাকে আর লিং দেখিয়ে কি লাভ? তবে বুঝছি না যে সিঙ্গুর-নন্দীগ্রাম নিয়ে (অপ)প্রচারের ধার কি কিছুটা কমে এসেছে? যে কারণে রাজারহাট নিয়ে গপ্প-সপ্প লেখা শুরু হয়েছে? ওখানেও সিবিআই তদন্ত করুক না।
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ০৮:৫৮653590
  • অরণ্য
    আপনার কথার উত্তর আছে আমার 08:54 AM পোস্টিং-এ।
  • Ishan | 202.43.65.245 | ১৩ নভেম্বর ২০১৪ ০৮:৫৮653589
  • আদতে কোনো লাভ হয়না? কী যে বলেন। তাত্বিকতা করে আর ইউটিউবের লিং দিয়ে লাভ হয় তো। সিপুয়েমকে তাড়িয়ে তিনোকে আনা যায়। বুজিদের অপোপ্পোচারে জনতা ছাগল হয়ে যায়। নিজের থিসিস নিজেই গুলিয়ে ফেললেন? :-)
  • sm | 233.223.157.53 | ১৩ নভেম্বর ২০১৪ ০৮:৫৯653591
  • ছাগল দের কখনো ঘুম ভাঙ্গে? সিল্কের পাঞ্জাবি পেলেই ওনারা চিবিয়ে খান।
    নারায়ন গঙ্গ র এক বৃহত ছাগলাদ্য কাহিনী পড়ে দেখতে পারেন।
    তবে ইশানের শেষোক্ত আইডিয়া টি মন্দ নয়।
  • sm | 233.223.157.53 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:০৪653592
  • এখন যা মনে হচ্ছে বি জে পি ই ভালো, কি বলেন । ২০১৬ তে এলে, সি পু এম, তিনো, কংগ্রেস সবাই কে টাইট করে দেবে।
    সি বি আই এর বন্যা বয়ে যাবে।
    পুরো ধর তক্তা মার পেরেক।
    সুশাসনের সুপবন বইবে। মাত্র দু বছর!
  • aranya | 154.160.130.93 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:০৬653593
  • পিটি, মমতা তদন্ত করাচ্ছেন না মানেই রাজারহাটে কোন অত্যাচার হয় নি, এটা কি মেনে নেওয়া যায়?
    সিপিএমের হয়ে যারা খুন করেছে, ভয় দেখিয়ে জমি নিয়েছে, তারা এখন তিনো দলে ঢুকেছে, তাই কোন তদন্ত হচ্ছে না এমনও তো হতে পারে।

    অফ কোর্স কোন রকম অত্যাচার-ই হয় নি, বে আইনী কিছুই হয় নি - এমনও হতে পারে, থিয়োরিটিকালি।

    আপনি কি সেই থিয়োরিটিকাল সম্ভাবনায় বিশ্বাস করেন?

    অক্ষ-র দেওয়া ভিডিও ক্লিপ-গুলো নাহয় কাটিয়ে দিলেন (যদিও কেন কাটাবেন ঠিক বুঝছি না, যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তারা সবাই মুখ মুছে মিথ্যা বলছে, এমন তো দেখে মনে হচ্ছে না), আরও তো বই, ডকু আছে। পাই-এর লিঙ্কের লেখাগুলো পড়ে দেখতে পারেন।
  • rabaahuta | 172.136.192.1 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:১২653595
  • PTদা, 08:54 AM প্রসঙ্গে, দিদি আমার প্রিয় নন, তৃণমূল সরকারও আমার স্বপ্নের সরকার নয়।

    আর কিছু বলার মত রাজনৈতিক প্রজ্ঞা আমার নেই, আমি হচ্ছি স্বঘোষিত বালখিল্য। তবে আমার ধারনা সিপিয়েমের বিরোধিতা করলেই আমি তৃণমূল হয়ে যাই না।

    তবে বালখিল্যের প্রজ্ঞাহীন ধারনা, ভুল হতেই পারে।
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:১৪653596
  • "পিটি, মমতা তদন্ত করাচ্ছেন না মানেই রাজারহাটে কোন অত্যাচার হয় নি, এটা কি মেনে নেওয়া যায়?"
    অবশ্যই না। আবার হয়েছেই সেকথাও জোর দিয়ে বলা যায় না।বা হলেও কতটা হয়েছে সেতাও পরিষ্কার নয়।
    দেখুন, মরিচঝাঁপি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, লিং দেওয়া আছে-কিন্তু কংক্রিট কিছুই পাওয়া যাচ্ছে না। নন্দীগ্রামে সিবিআই-এর চার্জশীটের পরে অত্যাচারের অনেক দাবীই কঠিন প্রশ্নের মুখে।
    কিন্তু আমি যেটা বুঝিনা সেতা হচ্ছে যে তদন্তে আপনাদের আপত্তি কিসের?
  • Ishan | 214.54.36.245 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:১৬653597
  • তদন্তে যেহেতু কেউই আপত্তি করছেনা, তাই তদন্তে আপত্তির কারণ বোঝা সত্যিই কঠিন, অসম্ভব বললেও হয়। :-)
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:২১653598
  • "আদতে কোনো লাভ হয়না? কী যে বলেন। তাত্বিকতা করে আর ইউটিউবের লিং দিয়ে লাভ হয় তো। সিপুয়েমকে তাড়িয়ে তিনোকে আনা যায়। বুজিদের অপোপ্পোচারে জনতা ছাগল হয়ে যায়। নিজের থিসিস নিজেই গুলিয়ে ফেললেন?"

    না গোলাই নি।
    তবে ভাল লাগল যে শেষ পর্যন্ত স্বীকার করলেন আপনার কাছে আদত "লাভ" হচ্ছে শুধু সিপিএম তাড়ানো। আমার কাছে সরকার বদলের "আদত লাভের" অর্থ আইনের শাসনের প্রতিষ্ঠা ও দোষীদের শাস্তিবিধান। তা মানুষে মানুষে, যার যার রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে চাওয়া-না-চাওয়ার এটুকু ফারাক তো থাকবেই।
  • Arpan | 125.118.30.7 | ১৩ নভেম্বর ২০১৪ ০৯:২২653600
  • বুজীরা তদন্তে আপত্তি তুলে তদন্ত আটকে রেখেছে? এটাই পিটির বক্তব্য?

    (সব বক্তব্যই বুজীতে গিয়ে সেশ হয় কিনা!)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন