এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫১২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 214.54.36.245 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:২১653701
  • নাঃ আমি ব্যক্তিগতভাবে জমি নিইনি। বিন্দুবিসর্গও জানতাম না সে সময়ে। পরে স্থানীয় লোকদের সঙ্গে আলাপ হওয়ায় জানতে শুরু করি। তারপর বইপত্তর ইত্যাদি। গৌর ও লুইস মন্ডলকে চোখের দেখা ও দেখেছি।

    জমি নেওায় আমার কোনো ভূমিকা নেই। আমি সরকারে কাছ থেকে ন্যায্য দামে ফেল্যাট কিনেছি। জমি অধিগ্রহণের আমার দায় প্রমাণ করতে হলে আগে সিবিআই তদন্ত করুন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে আসুন। তার আগে এইসব বলবেন না।
  • kc | 198.71.201.20 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:৩৪653702
  • প্রথমে ভাবছিলাম রাজারহাটের ফেলাট কথাটা এমনি জেনেরালি আসছে। তারপর দেখছি এর অন্য অ্যাঙ্গেল এনে কাউকে বালের মতন ব্যক্তিগত বালের ঢং এ আক্রমণ করাই উদ্দেশ্য।

    লোকেদের এরকম সিক মেন্টালিটি হয় কী করে?
    এরকম তক্ক দেখে কাঁচা খিস্তোতে ইচ্ছে করছে। ধোর বাল।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.182.97 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:৩৫653703
  • ও, তাহলে মানতে দ্বিধা নেই আপনি সৎ। অবশ্য সে অনেক কাল আগের কথা। তখন জনসংখ্যা কম ছিল, চাষাদের জমিও ছিল অঢেল, চাইলেই মিলত। মানে রাজারহাটে নয় অন্যত্র তাই মনে প্রশ্ন জাগেনি আর কি।

    গতকাল সুইডেনে বেশ্যাবৃত্তি নিয়ন্ত্রণ নিয়ে একটা ইন্টারেস্টিং খবর পড়লাম। ভারি ইন্টারেস্টিং।
  • rabaahuta | 172.136.192.1 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:৪২653704
  • জমি/ফ্ল্যাট কেনা আর নীতিনির্ধারন বা পলিসি মেকিং ইত্যাদির তফাত আছে তো। ফ্ল্যাটমালিকরা জমি কেড়ে (আরে নানা আমি কি বলেছি নাকি সিপিয়েম তথা বামফ্রন্ট জমি কেড়েছে, এমনি কথার কথা, এমনকি তৃণমূলও বলিনি) ফ্ল্যাট বানান না, সরকারের তৈরী শহরে বাড়িঘর কেনেন। এবার যদি সরকারকে বর্জন করতে হয় তাহলে আবার নৈরাজ্যবাদী হওয়ার দায়ে আদালতে সোপর্দ হতে হবে। আবার ফ্ল্যাট কেনার সময় যদি বলি, এই বৈঠকখানা ঘরের আধখানা আমি কিনবোনা কারন এই জমির মালিক স্বেচ্ছায় জমি দেননি, তাইলে প্রোমোটার হাঁকিয়ে দেবে। মানে সরকারের বানানো শহর তো বর্জন করতে পারবো না, কেনই বা করবো, তো তাহলে দমদমে গিয়ে বাড়ি কেনা আর রাজারহাটে ইচ্ছুক চাষীর জমি খুঁজে তাতে তৈরী বাড়ি তো একই ব্যাপার হলো - সরকারের তৈরী পরিকাঠামোয় বাস।

    মানে, ঠিক যাবো কোথায়? আমি তো আর নতুন বসতি বানাতে পারবো না, সেতো সরকারই করে দেবে। কারন ধরুন গিয়ে, বালিগঞ্জে বাড়ি কেনার পয়সা তো আমার নেই (সে ব্যাক্তিগত খোঁজ খবর, কার কোথায় ফ্ল্যাট ইত্যাদিতে তো, ধরুন জটাবাবুর অরুচি নেই, তাই বলছি আরকি), আমাদের ফ্ল্যাট পাটুলিতে, সেও শুনতে পাই কৃষিজমিতেই, সুমনের গানেও তো পাটুলির কথা শুনেছি। তাই বলে কি আর ফ্ল্যাট কিনিনি। এদিকে সোনারপুর থেকে সেকটর ফাইভ আসা যাওয়া খুবই কষ্টসাধ্য। রোজ রোজ বারোটায় গিয়ে ঢুকলে ধরুন চাকরীটাই চলে গেল। তখন কোথায় গুরুচন্ডা৯ কোথায় সুপ্রীম কোর্ট।
    তো, যাবো কোথায়? আমি জানি আমার শহর নীচে মৃতদেহ আছে (সুপ্রীম কোর্টে প্রমান হয়নি যদিও, ডি দিয়েই বলছি), তো কি করবো, তার প্রতিবাদ করার আগে শহর ছেড়ে যাবো? এই শহরে থাকবো তো চুপ করেই থাকতে হবে?

    বেশ্যাবৃত্তির কথাই যখন উঠলো, এটা একটা কমন প্র্যাক্টিস, ধর্ষণ হলে অত্যাচারিতের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা - যেমন দেহপোজীবিনীর ধর্ষণ ন্যায়্সঙ্গত। আমার প্রিয় দিদি (পিটিদা বলেছেন, আমি মানি না যদিও যতক্ষণ সুপ্রীম কোর্ট না বলে) ও তার সাঙ্গোপাঙ্গোরাও এরকমটা করে থাকেন।

    চরিত্র যার খারাপ সে আবার অন্যায়ের প্রতিবাদ করবে কি অ্যাঁ?

    তবে সেসব অন্য কথা, এই দ্বিচারীতা নিয়ে কোন সিবিআই তদন্ত হলে আমার কিন্তু আপত্তি নেই, আগেই বলে রাখলাম।
  • Ishan | 202.43.65.245 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:৪৮653705
  • আমি সৎ কি অসৎ, সেটা এই ফোরামের আলোচ্য বিষয় বলে আমার মনে হয়না। এ ব্যাপারে আপনার জাজমেন্টও অবান্তর। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিলে অবশ্য কোট করতে পারতেন।

    আর সুইডেন ও বেশ্যাবৃত্তি সম্পর্কে কী জানলেন, এখানে সেটার প্রাসঙ্গিকতা কী, সেটা পরিষ্কার করে একটু লিখুন, কেমন?
  • rabaahuta | 172.136.192.1 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:৫৪653706
  • *সংশোধন/ব্যাখ্যাঃ পিটিদা বলেছেন দিদি আমার প্রিয়। 'আমার প্রিয় দিদি' শুধু এইটুকুর জন্যে 'পিটিদা বলেছেন...' প্রযোজ্য।
    দিদির বক্তব্য/অভ্যাস/সাঙ্গোপাঙ্গো এইসব বিষয়ে কিছু বলেননি, ওটি আমার মত।
  • aranya | 154.160.226.92 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:৫৬653707
  • 'এখন পরিষ্কার যে তারা ক্ষমতায় থাকার জন্য দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গেও জুড়ে যেতে পারে।'

    - পিটি, তিনো-দের সম্বন্ধে ঝটাকসে যে এই বদনাম দিয়ে দিলেন, এই দেশ বিরোধী কার্যকলাপ তো এখনো সুপ্রীম কোর্টে প্রমাণ হয় নি। প্রমাণ হলে নিশ্চয়ই মমতা-সহ অনেকেই জেলে থাকতেন এদ্দিনে। দেশ বিরোধী কার্যকলাপ - সোজা কথা নয়।
    তো প্রমাণ ছাড়াই এসব কথা বলেন তিনোমুল সম্বন্ধে। একই ভাবে, প্রমাণ ছাড়াই এই পাতায় আগে লিখেছেন মাওবাদী-রা নাকি জঙ্গল মহলে কয়েক্শ সিপিএম সমর্থক-কে মেরেছে। এই মানুষগুলোকে কারা মেরেছে, তা কি কোর্টে প্রমাণ হয়ে গেছে?

    এদিকে সিপিএম-কৃত খুন খারাপি, অত্যাচারের প্রসঙ্গ এলেই সর্বদা তদন্ত আর কোর্টে প্রমাণের কথা তোলেন।

    এই স্পষ্ট দ্বিচারিতা-টা কেন করেন?
  • pi | 192.66.30.24 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:৫৭653708
  • রাজারহাটের ফেলাট.. আবার সে এসেছে ফিরিয়া ... ঃ)
    এ সংক্রান্ত পুরানো পোস্টগুলি মনে পড়ে গেল। ঃ)
  • aranya | 154.160.226.92 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:৫৮653709
  • 'ফ্ল্যাট থাকলে জমি নেওয়ায় সেও অংশীদার' - জটা-কে লজিকাল লোক বলেই ভাবতাম এদ্দিন :-(
  • aranya | 154.160.226.92 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:৫৯653712
  • হুম, ইফ রাজারহাট কামস, ক্যান ফেলাট ( = ব্যক্তি আক্রমণ) বি ফার বিহাইন্ড?
  • pi | 233.176.23.234 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:৫৯653711
  • মানে, পুরানোস্মৃতি গোটাগুটি রিভাইস করে নিলুম আর কি ঃ)
  • কল্লোল | 125.242.143.102 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:০৩653713
  • এঃ। আমি একটা মদের কোংপানিতে কাজ করি। মদ তৈরীর জন্য মাল কেনা, মদ তৈরী, মদ বিক্কিরি এসবই কাচ্চা-বাচ্চা দিয়া স্যাপে রেকর্ড করাইয়া থাকি। আমার কি কুনো ব্যাপারে কিছু বলা সাজে? তার মধ্যে আমি নিজেও সেবন করে থাকি। ইস।
    ও জটাবাউ, আমি কি শুদ্ধু মদের উবগারিতা নে বলতে পারি? অন্য বিষয়ে কিচ্চুটি বলতে পর্বো না?
  • potke | 126.202.7.91 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:০৫653714
  • আমার যা বলার আগেই বলে দিয়েছি অপ্পন, তোমরা চালিয়ে যেতে পারো।

    আর রন্জন্দাকে বলার ছিল, পিটিদার কথার আগেও বিরোধিতা করেছি। গুরুতে যখন প্রথম আসি, কল্লোলদার সাথে ঝামেলায়,পরে কাম্দুনি টই এট এল।
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:০৬653715
  • "তা, আপনিও পিটির মতে একমত কি? বিজেপির বিরুদ্ধে বল্লে আসলে বিজেপিকেই ডেকে আনা হবে।"

    এতটা হাস্যকর আর নাই বা করলে নিজেকে!!

    আর বোঝা যাচ্ছে এক আধবার জমি হাত বদলালেই সে জমি শুদ্ধ হয়ে যায়। তখন একমাত্র প্রথমে যে জমি বেচেছিল/কিনেছিল শুধু তার গায়েই কাদা লেগে থাকে। চমৎকার তত্ব!!!
  • pi | 233.176.23.234 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:০৮653716
  • কেউ কেউ দেখা যাবে সরকারি চাকুরি করেন। তাঁরাও আশা করি সরকারের বিরুদ্ধে কিচ্ছুটি কইবেন না ঃ)
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:১০653717
  • সত্যি কওয়া বারণ। তবে অনুমতি নিয়ে বলা যায়।
  • Arpan | 125.118.25.165 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:১১653718
  • পোটকেও আমাকে কোন একটা দলের অন্তর্ভুক্ত করে দিল (তুমি না বলে তোমরা বলেছে)। ঃ((
  • aranya | 154.160.226.92 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:১২653719
  • সরকারি চাকরি!!! যে সরকারের আর্মি কাশ্মীরে, উঃ পূর্বে নিয়মিত রেপ, খুন চালিয়ে যাচ্ছে
    না না, জ্বলন্ত অঙ্গারতুল্য বিবেককান সতত তদন্ত-প্রার্থী কেউ এমন করতেই পারেন না।
  • pi | 233.176.23.234 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:১৪653720
  • করলে নিক নিয়ে করবেন ঃ)
  • Ishan | 202.43.65.245 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:১৭653722
  • আর হ্যাঁ, নাম করেই লিখি। দে, পোটকে দু এবং পিটি। জটাবাবুর বক্তব্য পড়ে আপনাদের মতামত জানতে আগ্রহী। পরিষ্কার ভাবেই লিখে দেবেন, আপনারা রাজনৈতিক তক্কো বলতে এই জিনিস বোঝেন কিনা।
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:২২653724
  • "এদিকে সিপিএম-কৃত খুন খারাপি, অত্যাচারের প্রসঙ্গ এলেই সর্বদা তদন্ত আর কোর্টে প্রমাণের কথা তোলেন।

    এই স্পষ্ট দ্বিচারিতা-টা কেন করেন?"

    তার কারণ বাম-বিরোধী শিক্ষিত মানুষদের অনেক মিথ্যা প্রচার, সম্পুর্ণ মিথ্যা বলে প্রমাণিত হওয়ায় বাকি অভিযোগের বিশ্বাসযোগ্যতা তলানি গিয়ে ঠেকেছে। যেমন হাজার হাজার মৃতদেহ, শিশু বধ পালা ইত্যাদি। যারা এই পর্যায়ের মিথ্যা প্রচার করেও সমাজে মাথা তুলে ঘুরে বেড়ায় তাদের দিকে তাকিয়ে মনে হয়না যে এরা আরো যা যা বলেছে সেগুলো-ও বোধহয় মিথ্যেই?

    আর যারা এখনো এই প্রমাণিত মিথ্যা প্রচারের নিন্দা করেনি তাদের দ্বিচারীতা ঠিক কোন পর্যায়ের?

    "ধর্ষণ হলে অত্যাচারিতের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা - যেমন দেহপোজীবিনীর ধর্ষণ ন্যায়্সঙ্গত"

    ধর্ষিতাদের নিয়ে এ কি নিম্নরুচির আলোচনা?
  • aranya | 154.160.226.92 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:২২653723
  • কত লোক অ্যালকোহলিক হয়ে নিজেকে ধ্বংস করছে, পরিবারের যন্ত্রণার কারণ হচ্ছে।
    ছিঃ কল্লোল-দা, এখুনি চাকুরি ছাড়ুন।
    অবিশ্যি পৃথিবীতে বিশুদ্ধ চাকরি কোথায় আছে, তা জানি না। কোন কম্পানি-তে কাজ করলে চলবে না, কারণ কম্পানি মানেই কিছু ঘাপলা, এক্সপ্লয়টেশন থাকবেই। সরকারী কোন প্রতিষ্ঠানে যেতে পারবেন না, সরকার মানেই সন্ত্রাস। তা চাকরি না করলেই বা ক্ষতি কি?
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:২৪653725
  • "আপনারা রাজনৈতিক তক্কো বলতে এই জিনিস বোঝেন কিন"
    আমার নাম নিয়েছেন তাই লিখলাম। এটুকু বলতে পারি যে আপনার সাথে যেটুকু তক্ক হয়েছে সেটাকে কোনদিনই রাজনৈতিক তক্ক বলে মনে হয়নি।
  • rabaahuta | 172.136.192.1 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:৩০653726
  • ধর্ষিতাদের নিয়ে আলোচনা করিনি। যারা এই ন্যাকারজনক কাজটই করে থাকেন তাদের নিয়ে করেছি, কিছু নিন্দাসূচক।
    প্রতিবাদী বা অভিযোগকারীকে দোষযুক্ত দেখিয়ে অভিযোগকে লঘু করার চেষ্টা করার সংস্কৃতির।

    পিটিদা, আপনার প্রজ্ঞা প্রবাদপ্রতিম (কি করে জানলাম, সুপ্রীম কোর্টের রায় না বেরুলেও? কারন আপনি অন্যদের প্রজ্ঞা নিয়ে বিশেষজ্ঞ মতামত দেন প্রায়ই তাই অনুমান করলাম।) হলেও কিছু কিছু ব্যাপারে বড্ড ভুল বোঝেন। এই যেমন এটা, তারপর আমার প্রিয় দিদি, আমার স্বপ্নের তৃণমূল সরকার।

    কি দরকার এসবের, প্রজ্ঞা নিয়ে লোকের ভুল ধারনা হবে যে।

    -------------------------------------------

    তাও, সত্যিই যদি আমার ঐ মন্তব্য যদি পিটিদার ব্যাখ্যামত শোনায়, তাহলে ক্ষমাপ্রার্থী সবার কাছে।
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:৩২653727
  • আমার প্রজ্ঞা নিয়ে আপনার দাবীর জন্য ধন্যবাদ। আমি এরকম কোন দাবী করিনি কখনো।
  • rabaahuta | 172.136.192.1 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:৩৭653729
  • না, তা অবশ্যই করেননি - তাই তো ব্যাখ্যাও করলাম।
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:৩৭653728
  • "সরকারি চাকরি!!! যে সরকারের আর্মি কাশ্মীরে, উঃ পূর্বে নিয়মিত রেপ, খুন চালিয়ে যাচ্ছে..."

    আর কোন সরকারি চাকুরে চোখে দেখননি মনে হচ্ছে। এই ধরুন যে লোকটি আপনার বাড়ির সামনের নর্দমা পরিষ্কার করে কিংবা যে লোকটি প্রত্যন্ত গ্রামে ব্ল্যাকবোর্ডহীন স্কুলে বাচ্ছাদের পড়ায় তারও তো সরকারি চাকরীই করে।
  • Du | 127.194.196.57 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:৩৯653730
  • ঈশান
    এই তর্কটা একেবারেই বাজে জায়গায় পৌছেছে, এবং এর জন্য মনে হয়না কাউকে সিংগল আউট করে হোলিয়ার দ্যান দাউ ভাব করে মতামত দেবার জায়গায় আমি আছি।

    হ্যাঁ, আপনার ফ্ল্যাট নিয়ে আলাদা করে বলা হয়ে থাকলে এটি ঠিক নয় বলে মনে করলেও কিছু বলবো না, কারন অতীতে অন্য কারো একজনের প্রোফেশন জড়িয়ে কথার আমি প্রতিবাদ করি নি। সব কিছুর প্রতিবাদ করতে পারবো না, তাই কোনটারই আমি প্রতিবাদ করি না। মাঝে মাঝে বিষোদ্গার করে থাকি, কিন্তু 'তোমার এটা বলা উচিত হয় নি ' টাইপ বলি না সাধার্নতঃ।
  • ranjan roy | 132.176.3.122 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:৪১653731
  • পোটকে,
    না না। তোমার বক্তব্যে কোন দ্বিমত নেই। আমি মনে করি এই পাতায় রাজনৈতিক আলোচনা /তর্কাতর্কি বিষয়ে সীমাবদ্ধ থাকাই উচিত। খামোকা আমরা কেন বিষয় ছেড়ে বিষয়ীর পেছনে সময় ও মেজাজ নষ্ট করছি!
    আমি কোথাও করে থাকলে লজ্জিত, যতবার দেখাবে ততবার সরি বলতে এবং ক্ষমা চাইতে রাজি।
    আর জটাবাবুকে,
    সরি! বামদল বলতে সিপিএমকে বাদ দেওয়ার কথা ভাবিনি। ওটা একেবারে অনিচ্ছাকৃত স্লিপ। ভুল বুঝবেন না।
    আমার মতে আজকের বাম ঐক্য= সিপিএম+ সিপিআই+ আর এসপি+ ফরওয়ার্ড ব্লক+ এসইউসি+ এম এল+ কং।
    আর বিজেপির বিরুদ্ধে বৃহত্তর বাম ঐক্য= উপরোক্ত + সম্ভবতঃ মমতা।
    আপাততঃ সোনিয়া দিল্লিতে সেই চেষ্টাই চালাচ্ছেন। কারাত ও মমতা সাড়া দিয়েছেন। শেষে এই প্রচেষ্টা কতদূর ফলপ্রসূ হবে এখনই বলা সম্ভব নয়। হলে অনেকেই দুঃখ পাবেন। যেমন, আমি, পিটি ও প্রয়াত কমঃ সুদীপ্ত গুপ্তের পিতা।
  • aranya | 154.160.226.92 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:৪২653733
  • ওঃফ, পিটি, ওটা সারকাস্টিকালি বলা।
    কোন সরকার বা কম্পানি-র অন্যায় কাজকর্মের দায় সেখানকার চাকুরেদের ওপর বর্তায় বলে আমি মনে করি না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন