এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫১২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • trx | 172.233.205.42 (*) | ১৪ নভেম্বর ২০১৪ ১০:০০653767
  • IP Address : 172.233.205.42 (*) Date:05 Nov 2014 -- 12:19 PM

    "...এসব ডিক্লাস-ফিক্লাস সব ঢপবাজী। গুরুতে সব লাখ-বেলাখের মাইনে পাওয়ারা সিপিয়েমের সমর্থক, বিপ্লবের বুলি ঝাড়ে। নিজেদের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু দেখে না তিরিশের পরে।..." (অন্য একটি টইয়ে)

    IP Address : 88.35.58.24 (*) Date:13 Nov 2014 -- 01:04 PM

    "যাক একটাই নিশ্চিন্তি আপনারা কেউ রাজারহাটে ফেলাট কেনেননি। কি বলেন? মা ব্রহ্মময়ী কত দেখাবি মা!"

    IP Address : 88.35.58.24 (*) Date:13 Nov 2014 -- 01:34 PM

    "সেটা না হয় তাও মানলাম, চাকরি না করলে খাবো কি? আর আন্দোলনই বা হবে কি করে। আর মুড়ি মুড়কির মত চাকরি না ও মিলতে পারে। কিন্তু তা বলে রাজারহাটে ফেলাট! না না আমি ঠিক জানি এখানে যেসব সৎ জ্বলন্ত অঙ্গারতুল্য বিবেকবান বক্তব্য রাখছেন তারা কেউ রাজারহাটে ফেলাট কেনেননি।"

    দুজন আলাদা ব্যক্তির তিনটি পোস্ট, ক্যাটেগরিগতভাবে একেবারেই সমান। এই তো চলছে বেশ কিছুদিন যাবৎ। তা ফিরিতে কনসাল্টেন্সী দিচ্ছেন যখন তখন নিজের স্টেটাসটা জেনে নিই।

    (১) আমি সিপিএম করি, প্রত্যক্ষ এবং প্রচ্ছন্নভাবেই।
    (২) আমার কলকাতার নেতাজিনগরে একটি ফ্ল্যাট আছে - সেখানে একসময় খাটাল ছিলো। অর্থাৎ অবভিয়াসলি উচ্ছেদ হয়েছে।
    (৩) একটি গাড়ি আছে - সেটি গুরগাঁওয়ে তৈরী - সেই কোম্পানিতে যাদের ওখানে কিছুদিন আগেও গন্ডগোল হয়েছিলো।
    (৪) ছবি তোলার শখ আছে, তাই দুটি ক্যামেরা, পাঁচটি লেন্স (তার মধ্যে দুটি সেকেন্ড হ্যান্ড)
    (৫) ছেলে-মেয়ে দক্ষিণ কলকাতার ইস্কুলে পড়ে। না না - ইন্টারন্যাশনাল বা হেরিটেজ জাতীয় স্কুলে নয়, একটা পরিচিত রাবিন্দ্রীক আর একটা অপেক্ষাকৃত নতুন, কিন্তু ওরকমই একটি ট্রাস্টের।
    (৬) খুনের রাজনীতি অপছন্দ করি, জবরদস্তি উচ্ছেদও। তাই সিঙ্গুরে ন্যানো কারখানা হলে খুশী হতাম, কিন্তু তার জন্যে যা যা হয়েছে সেসব সমর্থন করি না। নন্দীগ্রামও সমর্থন করি না, খেজুরিও না। কাশীপুর, বরানগর, কেশপুর, বিজনসেতু, মরিচঝাঁপিও না। কিন্তু আবেগের বশে এগুলোকে "জেনোসাইড"-ও বলি না, তাহলে ঐতিহাসিক কিছু জেনোসাইডের ইমপ্যাক্টকে খেলো করা হয়।
    (৭) আইটি কোং এ চাকরি করি, সাড়ে সতেরো বছরের অভিজ্ঞতায় লাখবেলাখ যেমন মাইনে হতে পারে তেমনই পাই (সম্ভবতঃ)।

    এইবারে প্রশ্ন হল আমার সিপিএম করা (বা সমর্থন করা) ব্যাপারটা ঠিক কত ডিগ্রীর দ্বিচারীতা (বা বান্ডুমি, হুইচেভার ইজ অ্যাপ্লিকেবল)? এইটা জানলেই পরবর্তী পদক্ষেপ স্থির করে ফেলবো।

    দ্বিতীয় একটা পয়েন্ট - প্রস্টিটিউশন নিয়ে সুইডিশ সরকারের পদক্ষেপ নিয়ে লেখাটা আমিও পড়েছি। মূল কথা হল ওখানে এটার মূল কারণ হিসেবে এক্সপ্লয়টেশন বলা হচ্ছে, তাই বিক্রেতাকে সাহায্য করা হয়, এবং ক্রয় ব্যাপারটাকে শাস্তিযোগ্য অপরাধ ধরা হয়। তাতে নাকি প্রস্টিটিউশন ব্যপকভাবে কমেছে। এর একটা কাউন্টার আর্টিকলও আছে অবশ্য। কিন্তু সে যাই হোক - সেই লেখাটার সাথে এখানে তর্কের কোনো মিল পেলাম না।

    আপাততঃ দৈনিক মিটিং মিছিলের যুদ্ধে অবতীর্ণ হতে গেলাম। পরে এসে দেখে যাবো - কে কী কনসাল্টেন্সী দিলেন। আগাম ধন্যবাদ।
  • :) | 212.79.203.43 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:০২653768
  • Name: PT

    IP Address : 213.110.243.21 (*) Date:14 Nov 2014 -- 09:11 AM

    আপনে চাপুন মহায়। ...

    Name: PT

    IP Address : 213.110.243.21 (*) Date:14 Nov 2014 -- 09:25 AM

    ... কিন্তু আমি আপনার মত "জাস্ট চেপে যাবেন" জাতীয় এরোগান্স দেখাবো এমন প্রত্যাশা করবেন না।
    ============
    ১৪ মিনিটের মধ্যে এমন দ্বিমুখী আচরণের কারণ কি মিথ্যাচার না তাৎক্ষণিক স্মৃতিভ্রংশ?
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৪ ১০:০৭653769
  • :)

    জমেছে এইবারে। বেলকাম। :)
  • potke | 126.202.149.247 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:১৫653770
  • ঈশেণের প্রশ্নের উত্তরঃ জটা যে "ফ্ল্যাট" সম্পর্কিত কমেন্ট করেছেন সমর্থন করিনা, ওরকম কমেন্টের পক্ষে কিছু বলার প্রশ্ন আসেনা!

    বাকি রইল "রাজনীতি" নিয়ে তর্ক। এত তালেবর আছেন এখানে, তারা তো বলেই দি্চ্ছেন কোনটা যুক্তি আর কোনটা রেটরিক! আমার মত নাইভের মতামতে কি আসে যায়!

    In fact, you don't know me well enough to infer/decide that I don't indulge in mud-slinging! Its below my dignity. I didn't respond when a certain gentleman in this community clearly accused me of lying( within weeks of TMC coming to power in WB).

    আমি " লেজুড়/চ্যালা/চামচা" যা খুশী হতে পারি, কিন্তু ব্যক্তি-আক্রমন দেখলে প্রতিবাদ করি, চোখে পড়লে। জটা, "ফ্ল্যাট" সম্পর্কিত কমেন্ট তুলে নিলে খুশী হব।

    অপ্পন, রাগে বলে ফেলেছিলাম। খারাপ লাগলে "সরি" ,আই মিন ইট!
  • potke | 126.202.149.247 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:১৯653771
  • ওঃ, আরেকটা কথা বলে যাই, " টিমসি যাক, বামফ্রন্ট আসুক"!
  • বিড়ালহইতেকুকুর তপন হইতে সুকুর | 172.238.29.100 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:২০653772
  • পিটিবাউ, জটাধরবাউ কি প্রত্যক্ষ আন্দোলনে আছেন? নাকি খালি এখানেই দুম ফটাস কর্চেন?
  • কেসি | 198.71.245.128 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:২২653773
  • কিন্তু কোনও সহৃদয় কি নেই যিনি আমার গত রাতে ২টা ৪৬ মিনিটে করা প্রশ্নের উত্তর দিতে পারেন?
  • Arpan | 125.118.49.136 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:২৪653774
  • পোটকে, ধুর, ঠ্যাং টানছিলাম। ঃ)
  • কেসি | 198.71.245.128 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:২৭653775
  • কোন ঠ্যাং? ;-)
  • de | 69.185.236.53 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:২৯653778
  • ফ্ল্যাটের কমেন্ট যে ঈশানকে করা হচ্চে সে তো আমি বুঝতেই পারিনি - এটা সমর্থন করলাম না -

    জমি অধিগ্রহণের বিপক্ষে বললে যে কোন অধিগৃহীত জমিতে ফ্ল্যাট হলে কিনতে পারবো না - এতোখানি সৎ আমরা কেউই নই মনে হয়! ইন ফ্যাক্ট - কেনার সময় অতো খোঁজখবর করা প্রাকটিক্যালি সম্ভব নয়!

    সব টই - সব ভাট সবসময় পড়ার সময় হয় না -

    তবুও কিছু খারাপ লাগলে জানাতে দ্বিধা করিনা - কারণ কোনকালেও আমি কোন দলে বিলং করি না। মানুষের পক্ষ নেওয়ার চাইতে মতের পক্ষ নেওয়া প্রেফার করবো সবসময়।
  • Arpan | 125.118.49.136 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:৩১653780
  • (কেসিকে) ওসব ছেঁদো কথা রাখো। trx কে কি চিনি? কেমন চেনা চেনা গন্দো!
  • Arpan | 125.118.49.136 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:৩২653782
  • মানে ফোজ্জিও তো ফিরে এল।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৪ ১০:৩২653781
  • না চিনলে আর বেলকাম বললাম কেন?
  • Arpan | 125.118.49.136 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:৩৩653783
  • ও ওটায় কইসিলা? আমি ভাবলাম তাৎক্ষণিক স্মৃতিভ্রংশের পোস্টে উলুত্প্লুত হইয়া লিখলা। ঃ))
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৪ ১০:৩৯653784
  • :))
  • কল্লোল | 125.242.182.92 | ১৪ নভেম্বর ২০১৪ ১০:৪০653785
  • আমি বল্লুম - "বিমানটা যে কি করে। দিনে দিনে তিনোদের মতো গর্ধভ হয়ে যাচ্ছে।"
    পিটি বল্লে - "এটা আমাকেও ভাবাচ্ছে অনেকদিন ধরে। কিন্তু খবরটাতে কি বিমান শব্দটি ছিল?"
    এই যে, এই যে এসে গেছে।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=14693&boxid=25237296
    এই খপোরটির শেষ প্যারায় লিখছে। বিমানের নাম করে লিখছে -
    বিমানবাবু অবশ্য বলার চেষ্টা করেন, এখন ওসব নিয়ে ভাবার দরকার নেই(কংএর সাথে ২০১৬য় জোট হবে কি হবে না - তাই নিয়ে -মন্তব্য আমার)।অন্য ইস্যু নিয়ে পরিস্থিতি বুঝে ভাবা যাবে। এখন দেশে বড় বিপদ বিজেপি আর আরএসএস।(সে তো সগলেই জানে। তা বলে অতো চেঁচিয়ে বলার কি দক্কার - মন্তব্য আমার) এই মুহুর্তে সাম্প্রদায়িকতার বিরুদ্ধেই লড়বে এই জোট। সেখানে বামেরাই থাকবে। গণতান্ত্রিক জোট বা কংগ্রেস নিয়ে ভাবার সময় এখন নয়।

    ব্যাস হয়ে গেলো! পুউরো গর্ধভ। বিজেপির ভোট বাড়া, বলা যায় না সরকার গড়ে ফেলার, আর কি বাকি রইলো!!!
    পিটি ভাই দ্যাখো দ্যাখো!! তুমি না দেখিলে...........

    কিন্তু তুমি যে লিখলে - "কল্লোলাদার সিপিএমের প্রেমে এখন যা অবস্থা তাতে সেই ক-এ কিস্নোর মত "ফিফা" শুনলেও ফিসফ্রাই-এর কথা আর সাথে সাথে বিমানের সাদা চুলের কথা মনে পড়ে যাচ্ছে।"
    আমার আপত্তি জানিয়ে রাখি। ফিফা মানে ফিস ফ্রাই, সে আর কে না জানে। কিন্তু আমি তো কোত্থাও ফিস ফ্রাইয়ের কথা লিখিনি। লিখেছি ফিস ফিস ফেরাই। ওটি ফিস ফ্রাইয়ের চেয়ে গুণগতভাবে আলাদা। যাহা উল্টাইয়া না খাইলে পুরোনো পড়া ভুলিয়া যায় মানুষ, তা সে চুলের রং যাহাই হৌক।
  • ## | 212.79.203.43 | ১৪ নভেম্বর ২০১৪ ১১:০৮653786
  • যা বোঝা যাচ্ছে বিমানবাবুরা, বা পার্টি কং-জোট সম্পর্কে স্থির সিদ্ধান্তে না আসা অবধি পিটিবাবুরা নিজেদের অবস্থান জানাবেন না। পিটিবাবু ও জটাবাবু, সিপিএমের কংগ্রেসের সথে পশ্চিমবঙ্গে জোট বাঁধা উচিত বলে মনে করছেন তো? পরিস্কার করে বলুন। অর্থাৎ সিপিএম যদি পরে কংগ্রেসের সাথে জোট না বাঁধে সেটা তাদের ভুল হবে বলে মনে করছেন তো? নিজের অবস্থান সম্পর্কে সততা বজায় রাখুন।

    অসুবিধে হলে বলতেই পারেন, পার্টি যা ঠিক মনে করবে, তাতেই আপনাদের সমর্থন রয়েছে, সেটাই আপনারা সঠিক পদক্ষেপ বলে মনে করেন। সেটাও একটা অবস্থান, পরিভাষায় যাকে দলদাস বলে। তাতেও লজ্জার কিছু নেই।
  • a x | 60.171.26.111 | ১৪ নভেম্বর ২০১৪ ১১:০৯653787
  • রাবিন্দ্রীক না হাতি ঃ-)
  • PT | 213.110.247.221 | ১৪ নভেম্বর ২০১৪ ১১:১০653789
  • এইতো চিয়ার লিডারকে দেখা যাচ্ছে।

    কিন্তু আংশিক কোট করার দায়টা কি কেউ নিতে রাজী? প্রথমটি "তুই বেড়াল না মুই বেড়াল" জাতীয় পাতি ঝগড়া আর দ্বিতীয়টি কোন স্পেসিফিক ঘটনাকে ভিত্তি করে রাজনৈতিক অব্স্থান নেওয়ার ঘটনা।

    তাই 'সিপিয়েম নন্দীগ্রাম, নেতাই, রাজারহাট ইত্যাদি জায়গায় যে নারকীয় পৈশাচিক কান্ড ঘটিয়েছে, সেটা বলার জন্য কোর্টে যাবার প্রয়োজন নেই" এই বক্তব্য যিনি রাখেন তাঁকে "চেপে যান মহায়" বলতে পারিনা। অন্যের মতকে সম্মান জানানোর নিদান দিয়েছেন না গুরুর এক নমস্য?
  • Arpan | 52.107.175.147 | ১৪ নভেম্বর ২০১৪ ১১:১১653790
  • আইনের শাসন চাই। বিমানবাউকে জার্গনটা শিখিয়ে দিয়ে আসবেন পিটিদা? ঃ)
  • Du | 230.225.0.38 | ১৪ নভেম্বর ২০১৪ ১১:২৭653791
  • আইনের শাসন তো চাইই। আর তৃণমূল স্বাভাবিক ভাবে ভোটে হারুক এইটা চাই। কারো হাতে মার খেয়ে নয় । মারামারি পঃবঃ এর রাজনীতিকে লিড করুক এইটা চাই না।

    কারন মারামারি চললেই কেউ বেশি কেউ কম মরবে, তারপর সেই নিয়ে শিউরে কোন লাভ নেই।
  • Du | 230.225.0.38 | ১৪ নভেম্বর ২০১৪ ১১:২৯653792
  • কে জানে এই বাঙালীর স্বভাব / ভাগ্য কিনা। বাংলাদেশেও তো এই চলে শুনেছি। এখন মারামারিতে বিজেপি ফীচার করছে বলছে বলে আমরা তাদের ওপর ভরসা করতে শুরু করছি!
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৪ নভেম্বর ২০১৪ ১১:৩১653793
  • আচ্ছা কবে থেকে গুরুতে বাল-কে বাল, মিথ্যুক-কে মিথ্যুক, ধান্দাবাজ-কে ধান্দাবাজ, চ্যালাদের চ্যালা ও পিটিবাবুকে ইডি বলা যাবে?
  • Arpan | 52.107.175.147 | ১৪ নভেম্বর ২০১৪ ১১:৩২653794
  • এক্সাক্টলি, দুদি, ২০১১ তেও পঃবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাই চেয়েছিল - আইনের শাসন আসুক আর সিপিয়েম থুড়ি বামফ্রন্ট স্বাভাবিকভাবে ভোটে হারুক। খুবই স্বাভাবিক সেই চাওয়া। যেমন আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি যেটা চাইছ সেটাও খুব স্বাভাবিক।
  • b | 135.20.82.164 | ১৪ নভেম্বর ২০১৪ ১১:৪০653795
  • টি আর এক্স কি অরিজিত?
  • কল্লোল | 125.242.182.92 | ১৪ নভেম্বর ২০১৪ ১১:৪৮653796
  • এটা পবয়ের রাজনীতির দুর্ভাগ্য।
    শুরু করেছিলো নকশালরা। নির্বিচারে লুম্পেনদের ঠাঁই দিয়েছে - লুম্পেন প্রলেতারিয়েৎ বলে। একটাই বলার আছে নকশালদের তারা ক্ষমতায় ছিলো না। এর আগে পর্যন্ত কংগ্রেস বা এমনকি সিপিআই/সিপিএমও ব্যবহার করেছে, তা বলে দলের মধ্যে ঢুকিয়ে নেয় নি।
    নকশালেরা এদের দলের মধ্যে নিয়েছিলো। ৭০ থেকে ৭৭ নব কংগ্রেস এই ধারাটা নিয়ে নেয়। লক্ষীকান্ত, সোমেন, ফাটা কেষ্ট এরা দলের নেতা হয়ে ওঠে। সেই ধারা বজায় রেখেছে ক্ষমতায় থাকা বামদলগুলো, তৃণমূল। আজ বিজেপিও সেই রাস্তায় হাঁটছে।
    মুম্বাই (গোটা মহারাষ্ট্র নয়), উত্তরপ্রদেশ আর বিহার এব্যাপারে আরও খারাপ। সে অন্য বিষয়। পবতে এখন এটাই রাজনীতি।
  • বিড়ালহইতেকুকুর তপন হইতে সুকুর | 172.238.29.100 | ১৪ নভেম্বর ২০১৪ ১২:০২653797
  • সিপিয়েমে এটা মোটেও হয় নি। গড়বেতা এক নম্বর ব্লকে তপন বাবু সুকুর বাবু, তমলুকে লক্ষন বাবু দীর্ঘদিন ধরে লাভ দাই নেবার তত্ত্ব প্রচার ও প্র্যাকটিস করেছেন। আরো করতেন কিন্তু লক্ষনবাবুর সঙ্গে ইয়ে হয়ে গেল।
  • PM | 233.223.159.253 | ১৪ নভেম্বর ২০১৪ ১২:১৫653798
  • "Name: ন্যাড়া

    IP Address : 172.233.205.42 (*) Date:14 Nov 2014 -- 11:31 AM

    আচ্ছা কবে থেকে গুরুতে বাল-কে বাল, মিথ্যুক-কে মিথ্যুক, ধান্দাবাজ-কে ধান্দাবাজ, চ্যালাদের চ্যালা ও পিটিবাবুকে ইডি বলা যাবে?"

    যেদিন বলা যাবে জানাবেন প্লিজ। প্রথমটা আপনাকে বলতে আর বাধা থাকে না তাইলে ঃ)
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৪ নভেম্বর ২০১৪ ১২:২২653800
  • এই কে আছিস, PM ব্যক্তিগত আক্রমণ করছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন