এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫১২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ## | 212.79.203.43 | ১৩ নভেম্বর ২০১৪ ১৮:৫৩653668
  • ঠিক যেমন আপনি বিজেপি কে সমর্থন করেন না :)

    পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেসের সাথে জোট বাঁধলে আর "বাম"ফ্রন্ট না বলে "সুবিধেবাদী"ফ্রন্ট "গদিলোভী"ফ্রন্ট অন্তত অ্যান্টিবিজেপিফ্রন্ট অ্যান্টিতিনোফ্রন্ট এসব নাম নেওয়াই ভালো। সুশি টুশি তো ছেড়েই দিলাম। অবশ্য পিটিবাবু তো আবার অ্যান্টিবিজেপি নন। বিজেপি ক্ষমতায় এলে ওঁর কোনো আপত্তি নেই।

    আইডিয়া মোবাইলের অ্যাডের মতো গত গত গত নির্বাচনগুলোর সময়কার সিপিএম প্রচার ও কং-বিরোধী বক্তব্যগুলোর রেকর্ডিং শোনানোই উচিত এসময়। তবু যদি চোখে খানিক চামড়ার অস্তিত্ব বোঝা যায়। এপাতাতেও জরুরি অবস্থার কথা তুলে বেশ কিছু পোস্ট ছিল, সেসবও কোট করা যায়। তবে গণস্মৃতি অত ভোলাটাইল নয়, এটুকুই।
  • ranjan roy | 132.176.3.122 | ১৩ নভেম্বর ২০১৪ ১৮:৫৮653669
  • না না না। সিপিএম নয় বামফ্রন্ট।
    বামফ্রন্ট= সিপিআই+আরএস পি্‌+ ফরওয়ার্ড ব্লক+ এসইউসি+ এম এল+ কং।
    মোদির মসনদে বসার পর সংশোধিত পাঠক্রম; নিন, ভাল করে পড়ুন।
  • sm | 233.223.152.201 | ১৩ নভেম্বর ২০১৪ ১৯:২০653670
  • জটা, ভালো থাকবেন। শরীরের যত্ন নিবেন।
  • জটাশঙ্কর ওঝা | 141.220.133.38 | ১৩ নভেম্বর ২০১৪ ১৯:২১653671
  • দেখুন পারেন কিনা, বামেদের দুর্বল করতে। তবে আপনি ওটিকে আপনার স্বপ্নের নয়া বামফ্রন্ট বললে ভালো হয় কারণ বামফ্রন্ট ভাঙার কোন খবর আমার কাছে নেই।
  • জটাশঙ্কর ওঝা | 141.220.133.38 | ১৩ নভেম্বর ২০১৪ ১৯:২২653672
  • sm আপনাকেও শুভেচ্ছা রইল।
  • pi | 24.139.221.129 | ১৩ নভেম্বর ২০১৪ ১৯:২৩653673
  • যাচ্চলে, রঞ্জনদা তো আপনার সিপিএম নয় বামফ্রন্ট এর 'লজিক' ফলো করছিলেন মনে হল !
  • জটাশঙ্কর ওঝা | 141.220.133.38 | ১৩ নভেম্বর ২০১৪ ১৯:৩২653674
  • ভাল করে দেখুন একবার, সিপিএম বাদ। না, আজ মারামারির সময় নয়। পুরনো ঝগড়া সব ভুলতে হবে। সূক্ষ্ম তাত্ত্বিক ঝগড়ার সময় নয় এটা।
  • দ্বিচারী | 90.254.154.105 | ১৩ নভেম্বর ২০১৪ ১৯:৫৮653675
  • নাঃ, জটাবাবুর ট্রোলিং এর জোশ দেখে রণে ভঙ্গ দিলাম। ট্রোলিং এর তীব্র শ্রেণীসংগ্রামে আজ জটাবাবু জয়ী। শুধু একটাই দুঃখ, এই জোশ যদি সিপিএম কর্মীদের থাকতো, তাহলে আর পদ্মফুলের ক্যামুফ্লেজের দরকার পড়ত না। ঃ-)
  • PT | 213.110.246.23 | ১৩ নভেম্বর ২০১৪ ২০:০২653676
  • "অবশ্য পিটিবাবু তো আবার অ্যান্টিবিজেপি নন। বিজেপি ক্ষমতায় এলে ওঁর কোনো আপত্তি নেই।"

    সেই আংশিক উদ্ধৃতির সমস্যা রয়েই গেল! তবে আপনে নিচ্চিন্ত থাকেন। পব-তে বিজেপি আসবে না ক্ষমতায়।

    কং-এর সঙ্গে বামেরা তো আগেও গিয়েছে। এতে এত অশান্তির কি হল? নাকি যারা এই হ্যাটা দেওয়ার কাজটি চালিয়ে যাচ্ছে তারা বোধহয় সত্যিই চায় যে হয় তিনোরা ক্ষমতায় থাকুক নাহলে বিজেপি আসুক।
  • জটাশঙ্কর ওঝা | 141.220.133.38 | ১৩ নভেম্বর ২০১৪ ২০:১০653678
  • ট্রোলিং মশাই আমিও কবছরে কিছু কম দেখলাম না। লোকের মুখে কথা বসিয়ে, কথা পাল্টিয়ে যা চলছে। আশাকরি বার্তাটি পরিষ্কার ভাবে পেয়েছেন। ভবিষ্যতে সিপিএমকে আইসোলেট করে বামফ্রন্টে ঘা দেবার চেষ্টা দেখলে আর মেজাজ থাকলে আবার দেখবেন। যার যে পক্ষ নেওয়ার সরাসরি নিই। নিজের মত নিজে বলি, কারু বক্তব্য বিকৃত করে হিজিবিজি বলার দরকার নেই । যার হয়ে প্রচার করার সরাসরি করুন।
  • দ্বিচারী | 90.254.154.105 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:১৫653679
  • বাপরে, ক্ষী দাপট! ঃ-)

    কিন্তু এই অন্যের মুখে কথা বসানোর অভিযোগ কি তদন্তের মাধ্যমে প্রমাণিত? নাকি এটাও ঐ যে কি যেন বলে আপন মনের মাধুরী মিশায়ে? নাকি 'বামফ্রন্ট' সমর্থকদের জন্য ওসবের দরকার নেই। অভিযোগ করলেই ধরে নিতে হবে ধ্রুব সত্য। খালি অন্যদের বেলায় নানান কষ্টিপাথর।

    আর বার্তাটি খুবই পরিষ্কার। শুধু সামনাসামনি দেখতে পাচ্ছি না বলে ললিপপটা দিতে পারছি না। অদূর ভবিষ্যতে শৈশব কাটিয়ে উঠবেন সে দুরাশাও করি না। ঃ-)
  • Ishan | 202.43.65.245 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:২৩653680
  • হ্যাঁ, জটাবাবু এই ব্যাপারে সিবিআই তদন্ত চাইছেন না কেন? আপত্তিটা কিসে? :-)

    আর ২০০৭-৮ থেকে এই বামফ্রন্টকে দুর্বল করার বিরুদ্ধে হালুম চলছেই। তার নিট ফল নেগেটিভ। চোখে দেখতে না পলেও, এইটা হল এলিমেন্টারি ব্যাপার। ধনেপাতা (স্পেস দিই নাই) দিয়ে কী আর এসব ঢাকা যাবে কমরেড?
  • কল্লোল | 125.242.143.102 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:২৮653681
  • জসও। হুমকি দিয়ে লাভ নেই। সিপিএমের দাদাগিরি এখন জলছবি। তাই বামফ্রন্ট। তা নৈলে এতোকাল তো সিপিএম=বামফ্রন্টই ছিলো। অন্যদের ধর্তব্যের মধ্য আনতোই না সিপুয়েম।
    কাজেই আপনি চালিয়ে যেতে পারেন আপনার মেজাজ।
    কি বা আসে যায়।

    তা, আপনিও পিটির মতে একমত কি? বিজেপির বিরুদ্ধে বল্লে আসলে বিজেপিকেই ডেকে আনা হবে।
  • Ishan | 214.54.36.245 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:২৯653682
  • উরে বাবা "সিপিএম নয় বামফ্রন্ট" শয়ে শয়ে কপি পেস্ট হয়েছে দেখছি। শুনলাম নাকি নেটে লিখে কিছু হয়না। তা এখানে এত হালুম-হুলুম করে কোন অশ্বডিম্বটা প্রসব করা হচ্ছে?
  • pi | 24.139.221.129 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:৩৬653684
  • হালুমে ভারি ভয় পেলুম।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.182.97 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:৩৬653683
  • কল্লোলদা শুভর পোস্ট পড়ে নিন। আমি ওর থেকে আপনার পোস্টের জন্য প্রাসঙ্গিক দুটি লাইন কেটে আবার পোস্ট করেছিলাম।
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৪ ২১:৩৮653686
  • "ট্রোলিং মশাই আমিও কবছরে কিছু কম দেখলাম না। লোকের মুখে কথা বসিয়ে, কথা পাল্টিয়ে যা চলছে।"

    "কারু বক্তব্য বিকৃত করে হিজিবিজি বলার দরকার নেই । যার হয়ে প্রচার করার সরাসরি করুন।"

    যা বুঝলাম, অন্যের মুখে কথা বসালে সেটা তীব্র প্রতিবাদের যোগ্য, কিন্তু অন্যের বক্তব্যকে নিজের মনের মাধুরী মিশিয়ে 'যার হয়ে প্রচার করার সরাসরি করছেন না' বলে ধরে নেওয়া যেতেই পারে, তাতে প্রতিবাদের দরকার নেই কারণ যিনি এটা ধরে নিচ্ছেন তিনি বামফ্রন্টের সমর্থক।

    অসাম শালা।
  • Arpan | 125.118.22.170 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:৩৮653685
  • গুরুর পাতায় বামফ্রন্ট না লিখে সিপিয়েম লিখলে বামফ্রন্ট ভাঙার চক্রান্তের প্রচার চলে সত্যি জানতাম না।

    যাবৎ বাঁচি তাবৎ শিখি!
  • Arpan | 125.118.22.170 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:৪১653687
  • খোরাককে খোরাক বললে পোটকে রাগ করবে কি?

    (কভু কাউকে চ্যালা, স্যাঙাৎ বা চামচা বলিনি কিন্তু)
  • জটাশঙ্কর ওঝা | 99.0.182.97 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:৫০653689
  • এক শান্তিপ্রিয় ভদ্রলোক কি কাউ কাউকে চড় মারার ইচ্ছাও হেথায় আগে ব্যক্ত করেননি?

    তবে এই সব জ্বলন্ত অঙ্গারতুল্য বিবেকবানেদের রাজারহাটে ফেলাট নেই। এ আমি সুনিশ্চিত।
  • Ishan | 202.43.65.245 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:৫৩653691
  • এই টইয়ে পিটিবাবুর কিছু অমর উক্তি (আরো চাইলে অন্য টই কনসাল্ট করতে পারেন)।

    "এখন যতই নেজ নাড়ান, ঢিল হাতের বাইরে চলে গেছে।"

    "এটা দেখে নিস্চিন্দি হওয়া গেছে যে, যে বালখিল্যরা সিঙ্গুর-নন্দীগ্রামের সময় খোল-কত্তাল নিয়ে হরিবোল দিয়েছিল-অন্ততঃ গুরুতে- ঠিক তারাই এখন ঐ ইতিহাসটি ভোলানোর কম্মে মদত দিচ্ছে।"

    "পব-তে আপনার পরম প্রিয় দিদি থাকতে কেনই বা বামেদের দিকে তাকাচ্ছেন?"

    "এখন মমতাকে ডিফেন্ড করার কিছু না পেয়ে আট-ভাট লিখে যাচ্ছেন।"

    এগুলো কোনো আক্রমন ব্যতীত এমনিই বলেছেন। তক্কো করতে গিয়ে বিরুদ্ধপক্ষকে "লেজ নাড়ান" বা "বালখিল্য" বলা ওঁর পুরোনো অভ্যেস। রাজনৈতিক প্রজ্ঞাও বলতে পারেন। চোখ বুজে যাঁরা সমর্থন করেন (আজকে নয় নিয়মিতই চলছে), তাঁদের একটু নিজেদের দিকে তাকানোর সময় এসেছে মনে হয়।

    এগুলো চললে উল্টোগুলোও শুনবেন। নিশ্চিন্ত থাকুন। আপনাদের চামড়া নরম ও পেলব, অন্যদের গন্ডারের, এ প্রত্যাশা করা একেবারেই ঠিক নয়। অবশ্য এর পিছনে অন্য "লজিক" থাকতে পারে।
  • Du | 127.194.196.57 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:৫৩653690
  • শুধু পোটকেকে জিজ্ঞেস করছো? মানে বাকী রেফারীদের নিয়ে চিন্তা নে, তাইতো? ঃ)
  • Ishan | 202.43.65.245 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:৫৫653693
  • আর দেখুন, রাজারহাট ও ফ্ল্যাট নিয়ে খোঁচা কম শুনলাম না। আমার নিউটাউনে ফ্ল্যাট আছে। তো?
    ব্যক্তি প্রসঙ্গ তুলতে চাইলে সোজা প্রশ্ন করুন। ঘুরিয়ে খোঁচা মারা কুরুচিকর লাগে।
  • a x | 138.249.1.198 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:৫৫653692
  • আর ধুর আমি কোনোদিনও চ্যালা স্যাঙ্গাৎ এইসব বলি নাই, কয়েক পাতা পেছোলেই দেখা যাবে পিটি আমার পোস্ট তুলে দলদাস বলেছে। সময় বিশেষে লোকে দেখতে পায় বা পায় না। এ আর নতুন কি।
  • rabaahuta | 172.136.192.1 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:৫৭653694
  • রাজারহাটে ফ্ল্যাট থাকার কাদাটা এখনো ছোঁড়া হচ্ছেনা কেন ভেবে খুব অবাক হচ্ছিলাম।
    যাক চন্দ্র সূর্য এখনো ওঠে।
  • a x | 138.249.1.206 | ১৩ নভেম্বর ২০১৪ ২১:৫৮653695
  • রাজারহাটে ফ্ল্যাট থাকলে রাজারহাটে জমি যে ভাবে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে বলা যাবেনা?

    সোয়েট শপে তৈরি কোনো কিছু কেনেন না তো? কার্পেটে পা রাখেন? কালীপুজোতে পটকা ফাটান? কোক খান কখনও?
    মাইরি! আর কিছু না পেয়ে হয় ট্রোলিং নইলে ব্যক্তিগত ইনফোর সুযোগ নেওয়া। প্রজ্ঞা ইনডিড।
  • kc | 198.71.201.20 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:০৩653696
  • বাঁশ গাছ জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র ধ্বংস হওয়া রোধে সহায়তা করতে পারে। চল্লিশটি বাঁশ উতপাদনকারী দেশের সংস্থা, ইন্টারন্যাশনাল নেটওর্য়াক ফর ব্যাম্বু এন্ড র‌্যাট্টান একথা বলেছে।

    বাঁশ গাছ অন্য যে কোন গাছের তুলনায় দ্রুত গতিতে ক্ষতিকর কার্বন গ্যাস শুষে নিতে সক্ষম এবং এর শিকড় মাটি ক্ষয়ে যাওয়া রোধ করতে পারে।

    বিশ্বের প্রাকৃতিক সম্পদসমূহ রক্ষার জন্য নির্ধারিত কুড়িটি বৈশ্বিক লক্ষ্যমাত্রা , যা আইচি লক্ষ্যমাত্রা নামে পরিচিত সেবিষয়ে এবং জীববৈচিত্র সম্পর্কে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া পিয়ংচ্যাঙ্গে আর্ন্তজাতিক সম্প্রদায় যে বৈঠকে মিলিত হয়েছে সেখানে এপ্রসঙ্গ আলোচিত হয়।

    বাঁশ এবং বেতগাছ উতপাদনকারীদের সংস্থা , ইন্টারন্যাশনাল নেটওর্য়াক ফর ব্যাম্বু এন্ড র‌্যাট্টান এর মহাপরিচালক, হ্যান্স ফ্রেডরিখ জাতিসংঘ রেডিওর সংবাদদাতা ফ্লোরেন্সিয়া সতো নিনোর কাছে বাঁশের উপকারিতা ব্যাখ্যা করেন।

    মি ফ্রেডরিখ বলছিলেন যে আপনি যখন বাঁশের কথা বলেন তখন অধিকাংশ লোকই বাঁশকে একটি পণ্য হিসাবে বিবেচনা করেন। কিন্তু, বাঁশ আসলে একটা গাছ। বিশ্বের জীববৈচিত্র নিয়ে যাঁরা কাজ করছেন তাঁদের কাছে আমরা এসেছি একথাটি বলতে যে বাঁশ এবং বেতের মূল্য এবং এর উপকারী দিকগুলো খুবই গুরুত্বর্পূণ এবং আইচি লক্ষ্যমাত্রাগুলো পূরণে তা ভূমিকা রাখতে পারে।

    এসব উপকারিতাগুলো কি?

    এই প্রশ্নের জবাবে মি ফ্রেডরিখ বলছিলেন যে আসলে বাঁশ খুবই দ্রুত বর্ধনশীল গাছ। বলা চলে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল গাছ। চীনা বাঁশ চাষাবাদের মৌশুমে দিনে এক মিটার করে বাড়ে। এর অর্থ হচ্ছে অন্য যে কোন গাছের তুলনায় বাঁশ কার্বন ডাই অক্সাইড শুষে নেয় খুব দ্রুত। অর্থাত, বাঁশের ঝোপঝাড় সমপরিমাণ বনাঞ্চলের চেয়ে অনেক বেশি পরিমাণে কার্বন গ্যাস শুষে নেয়। আরেকটি বিষয় হচ্ছে, বাঁশের শেকড় অবিশ্বাস্য রকম দৃঢ় যা মাটির ক্ষয়রোধে ভূমিকা রাখে এবং এর পাতা পড়ার পর তা মাটির সাথে মিশে গিয়ে মাটিকে পুনরুজ্জীবিত করে। সুতরাং, বাঁশ আপনাকে আইচির লক্ষ্যমাত্রা এবং মাটি পুনরুজ্জীবনের লক্ষ্যমাত্রা এই দুটোই অর্জনে সহায়তা করতে পারে।

    বিশ্বে কোথায় কোথায় বাঁশ থেকে এধরণের সুফল পাওয়া যাচ্ছে তার কোন দৃষ্টান্ত আছে কি?

    এই প্রশ্নের জবাবে মি ফ্রেডরিখ বলছিলেন যে আমাদের চীনে অনেক অভিজ্ঞতা হয়েছে যেখানে অনেক অঞ্চলে আসলে বহুবছর ধরে বাঁশ উর্বরতা নষ্ট হয়ে যাওয়া জমির পুনরুজ্জীবনে ব্যবহৃত হচ্ছে। তবে, আমাদের আরও মজার অভিজ্ঞতা হয়েছে ভারতের এলাহাবাদে। যেখানে একটি এনজিও হিসাবে আমরা গত দশকে ইটের ভাটার কারণে পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া প্রায় চার হাজার হেক্টর জমি পুনরুজ্জীবনের কাজ শুরু করি। এখন দশ বছর পর সেখানে প্রায় পঁচাশি হাজার হেক্টর জমি পুনরুজ্জীবন করা হয়েছে যাতে প্রায় সাত লাখেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। অর্থাত, মূলত বাঁশের সাহায্যে একটা বিরাট জনগোষ্ঠীর জীবন নতুন করে গড়ে তোলা হয়েছে যাঁরা এখন অন্য ফসল উতপাদন করছেন, যাঁদের আয় রোজগার হচ্ছে এবং সবধরণের সুবিধা তাঁরা ভোগ করছেন।

    তবে, অন্য এক প্রশ্নের জবাবে মি ফ্রেডরিখ জানান যে বাঁশের ঝুঁকি হচ্ছে যে রানিং ব্যাম্বু নামের প্রজাতিটির শেকড় মাটির নিচে অনেকদূর পর্য্যন্ত প্রসারিত হয়, কোন কোন ক্ষেত্রে একশো মিটার পর্য্যন্ত। ফলে, একজনের বাঁশঝাড়ের শেকড় তাঁর প্রতিবেশির সীমানার মধ্যেও ঢ়ুকে পড়তে পারে। তবে, ভূমিধ্বস ঠেকাতে গ্রামীণ এলাকায় এই প্রজাতির বাঁশ বিশেষভাবে কাজে আসতে পারে।
  • rabaahuta | 172.136.192.1 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:০৬653697
  • সুপ্রীম কোর্টের রায় না বেরুলে এসব কিচ্ছু মানি না।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.182.97 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:১৬653698
  • আজ্ঞে ফ্ল্যাট থাকলে জমি নেওয়ায় সেও অংশীদার বলেই মনে করি। তাই অধিগ্রহণ নিয়ে কথা বলার সময় সে তথ্যটুকু সামনে রাখলে ভালো হয়। পুরনোস্মৃতি রিভাইস করার সময় গোটাগুটি করলেই ভালো লাগে।

    অ দ্বিচারীবাবু কোথা গেলেন গো!
  • Arpan | 125.118.22.170 | ১৩ নভেম্বর ২০১৪ ২২:১৭653700
  • বাঁশ আর বাঁশঝাড়ে তফাত আছে। বাঁশঝাড় না বলে একটি বিশেষ বড়সড় বাঁশের কথা বারবার বললে বাঁশঝাড়ের সামগ্রিক সংগ্রামী ঐক্যকে বিনষ্ট করা হয়। এ চক্রান্ত মানছি না, মানব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন