এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫১৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.22 | ১৩ নভেম্বর ২০১৪ ২৩:৫৩653734
  • লিখে তক্কের এই এক সমস্যা। কোনটা আসল অবস্থান আর কোনতা সর্কাসম সেটা বোঝা যায় না যেতা মুখে মুখে তক্ক ক্রলে বোঝা জায়। এবার থেকে বোধ হয় লিখে দেওয়া উচৎ-"ইহা একটি সার্কাস্ম ছিল"!!
  • Ishan | 214.54.36.245 | ১৪ নভেম্বর ২০১৪ ০০:৩৮653735
  • "তার কারণ বাম-বিরোধী শিক্ষিত মানুষদের অনেক মিথ্যা প্রচার, সম্পুর্ণ মিথ্যা বলে প্রমাণিত হওয়ায়" -- কোথায় হয়েছে? সুপ্রিম কোর্টে?

    একটা স্ট্যান্ডার্ড ঠিক করুন। কোর্ট তুললে জানান, কোন কোর্ট কোন কথাকে মিথ্যা বলে জানিয়েছে। নইলে সিপিয়েমের বিরুদ্ধে অভিযোগ করলেই কোর্ট দেখাবেন না। সেটা দ্বিচারিতা হবে।
  • তাপস দাশ | 126.203.223.199 | ১৪ নভেম্বর ২০১৪ ০০:৩৯653736
  • সৈকতের বাবার নাম নিয়ে আলোচনাকারীর কথা মনে পড়ল । তিনি কী নাম লিখতেন, এবং তিনি কে - সেটা গুরুতে পরে এসেও জেনে গেছি । কার বালিগঞ্জে আস্তানা, আর কার কোন পাঠকপাড়ায় বাস, খোঁজ নিলে বের করে সে নিয়ে কুচ্ছ গাওয়া যায় । মিথ্যে হলেও গাওয়া যায় । আপনি মিথ্যে বলেছেন, এই কথাটা লিখে ফেলে - বেশ হনু হলুম ভাবা যায় । কিন্তু, অন্যের হনুত্বও নিতে হবে তাহলে, এটুকুও গ্রান্টি নিজের কাছে থকতে হবে বৈকি ! (হনু মানে বোধি নয়, বুঝিয়ে বলা হল)
    নিজের পুরো নাম লিখলাম । সরকারী চাকরি করি না, যোগ্যতা নেই বলে কিনা প্রশ্ন তোলা যেতে পারে । বাপের নাম ও ঠিকানাও দিতে পারি । মায়েরও ।
  • তাপস | 126.203.223.199 | ১৪ নভেম্বর ২০১৪ ০০:৪৫653737
  • মারিয়েছে । টাইপ করতে করতে সৈকত আবার লিখে দিয়েছে - এবার আমি কোরগ্রুপের অথবা ব্যক্তি ইশেনের চামচা হয়ে গেলাম নিশ্চই, ফলে খসড়াপন্থীও - এবং অতয়েব - গাঁড় মারা গেল
  • aranya | 154.160.226.92 | ১৪ নভেম্বর ২০১৪ ০১:০৬653738
  • একটা নির্বাচিত, নতুন সরকার-কে কিছু জনস্বার্থ মূলক কাজের খসড়া পাঠানো কেন অত্যন্ত অন্যায় কাজ, এখনো বুঝি নি।
    এতদিনে যখন বুজি নি, আর বোধহয় বুজবও না, হায় মোর বাখি প্রজ্ঞা :-(
  • ## | 127.194.199.61 | ১৪ নভেম্বর ২০১৪ ০১:০৯653739
  • হ্যাঁ ঘৃন্য বিজেপি দেশের সরকার হিসেবে আসীন হওয়ার সঙ্গে সঙ্গে সরকারী চাকরি ছেড়ে দেওয়া উচিত ছিল তাদের, যারা বিভিন্ন ফোরামে বিজেপি বিরোধী প্রচার ও জনমত গঠনে ব্যস্ত রয়েছেন। যারা তৃণমূল কে পছন্দ করেন না, ও বিভিন্ন ফোরামে মমতা ও তৃণমূল বিরোধী মতদান করে থাকেন, তাদের অবশ্যই উচিত রাজ্যসরকারের চাকরি থেকে ইস্তাফা দিয়ে তবে সে সব বলা। অন্তত জটাবাবুর "আজ্ঞে ফ্ল্যাট থাকলে জমি নেওয়ায় সেও অংশীদার বলেই মনে করি। " তাই বলে। পিটির "আর বোঝা যাচ্ছে এক আধবার জমি হাত বদলালেই সে জমি শুদ্ধ হয়ে যায়। তখন একমাত্র প্রথমে যে জমি বেচেছিল/কিনেছিল শুধু তার গায়েই কাদা লেগে থাকে। চমৎকার তত্ব!!!" - সার্কাজম ও তাই বলে। আশা করি এঁরা দুজন কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরি করেন না। রাজনীতি আলোচনার সময় এ তথ্যটুকু সামনে রাখলেও ভালো হয়, অন্তত জটাবাবুর মত অনুযায়ী, কারন ওঁর মতে "ফ্ল্যাট থাকলে জমি নেওয়ায় সেও অংশীদার বলেই মনে করি। তাই অধিগ্রহণ নিয়ে কথা বলার সময় সে তথ্যটুকু সামনে রাখলে ভালো হয়। "
  • aranya | 154.160.226.92 | ১৪ নভেম্বর ২০১৪ ০১:২৩653740
  • যে কোন কম্পানি-র চাকুরে দের-ও ইস্তফা দেওয়া উচিত, মরালিটি-র গ্রাউন্ডে, যদি সেই কম্পানি-র মালিকরা কোন বেআইনী/অন্যায় কাজ করে - যেমন ট্যাক্স ফাঁকি দেওয়া, পরিবেশ ধ্বংস ইত্যাদি প্রভৃতি
    ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে, হনেস্ট এম্প্লয়ার আর খুঁজে পাওয়া যাবে না
  • তাপস | 126.203.223.199 | ১৪ নভেম্বর ২০১৪ ০১:২৫653741
  • লেকিন এমপ্লয়ী অনেস্ট রহেগা/রহেগী । :-) (স্মাইলি দিয়ে সারকাজম বোঝানো সম্পূর্ণ করা হল)
  • ## | 127.194.199.61 | ১৪ নভেম্বর ২০১৪ ০২:০৬653742
  • অরণ্যবাবু বুঝবেন, যখন খেয়াল করবেন দেশের নির্বাচিত নতুন বিজেপি সরকারকেও কোনো খসড়া পাঠানো হয়নি।

    থিওরি খুব সোজা। "গুরুচন্ডা৯ একটা মাওব্যথী প্রো-তিনো প্রতিষ্ঠান, যে ২০১৪-য় পশ্চিমবঙ্গের গদি উল্টোনোয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৃণমুলকে সাহায্য করেছে। তিনো গদি-আসীন হওয়ার পরে পরেই খসড়া পাঠানো আসলে ক্ষমতাসীন দলকে মনে করিয়ে দেওয়া - রামধনু জোটের বাকিদের মতো, "আমরাও ছিলাম" আপনাদের পিছনে। লাভের গুড় বন্টনের সময় যেন ভুলে যাবেন না।"

    থিওরি অবশ্য আরো একটা রয়েছে। সন্দেহজনক এই সাইটে ঠিক কি কি ষড়যন্ত্র পাকানো চলছে, কোর গ্রুপের গতিবিধি ও কার্যপ্রণালী কেমন ও কোন দিকে, সাইটে অংশগ্রহনকারীদের আসল পরিচয় ও তাদের অবস্থানের ট্র্যাক রাখা - এসবের জন্য সিপিএম এর তরফ থেকে কিছু স্পাই নিয়োজিত রয়েছে। তারা সাইটের অংশগ্রহণকারী হিসেবেই আত্মপ্রকাশ করে থাকেন, কিন্তু মূল উদ্দেশ্য এই নজরদারি। কিছু পুরোনো স্পাইদের এখন দেখতে পাবেন না, তবে লক্ষ্য করলেই তাদের পরিবর্ত ব্যাটনধারীদের দেখতে পাবেন। প্রো-তিনো, মাওব্যথী, প্রো-বিজেপি স্ট্যাম্পিং-এই এরা সর্বশক্তি ব্যয় করেন - সেটা একটু লক্ষ্য করলেই বুঝবেন, কারন সিপিএম এর কাছে এদের গ্রহণযোগ্যতা ও ইমপর্টেন্স এই ট্যগানো ও ব্যক্তিগত ঠিকুজি কুলুজির হিসেব রাখাতেই। সেকারনেই সিপিএমের কোনোপ্রকার ক্ষমতালাভের সুদূর-মেঘ-সম্ভাবনা দূরবীনে নজরে এলেও এদের ধেইনৃত্য শুরু হয়ে যায়। বামফ্রন্টের 'বাম'ত্ব চুলোয় গেলেও, রাজনৈতিক আদর্শ বিসর্জন দিয়ে কংগ্রেসের মতো চোরেদের সাথে হাত মেলালেও এরা কিন্তু খুশিই, কারণ এতদিনের পরিশ্রমের স্পাইবৃত্তির কিছু অন্তত গুড়প্রাপ্তির আশা তো দেখা যাচ্ছে। গুরুচন্ডা৯র মতো "ঘৃন্য গুয়ের ঢিবি"র গায়ে ভনভনানো এই মাছিদেরও চিনে রাখবেন।

    শুধু একটা কথা এরা ও সিপিএম নিজেও মনে রাখলে ভালো, গা-জোয়ারির মারামারির রাজনীতিতে হেরে যাওয়া এক জিনিস আর যে আদর্শ ও নীতির দৃষ্টান্তে এত বছর মানুষ রাজ্যে কমিউনিস্ট পার্টিকে নির্বাচন করেছিল, সেই আদর্শ ও লেফটিস্ট নীতি ছুঁড়ে ফেলে হাত ধুয়ে ফেলা আর এক জিনিস। প্রথমটিতে অনুকম্পা, সমব্যথীত্বের জায়গা আছে, দ্বিতীয়টিতে শুধুই প্রতারিত হওয়ার অনুভূতি। যে দলটির বিরুদ্ধে এত বছর ধরে কমিউনিস্ট পার্টি ঘৃনা ক্ষোভ যুক্তি ও অভিযোগ উগরে গেছে আজ সেই দলটির হাতে হাত রাখলে সি পি এম তাদের বিশ্বাসযোগ্যতার শেষ কণাটুকুও হারাবে। ২০১৬ তে তিনো-উচ্ছেদ তো দূরের কথা নীতি ও আদর্শচ্যুত দলটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথের শেষ প্রান্তেই এসে দাঁড়াবে।
  • aranya | 154.160.226.91 | ১৪ নভেম্বর ২০১৪ ০২:১৮653744
  • ##, ঐ যে থিয়োরি - 'মাওব্যথী প্রো-তিনো প্রতিষ্ঠান.. লাভের গুড়' ইঃ, ওটায় আমি বিশ্বাস করি না।

    পঃ বঙ্গের মানুষজনের সমস্যা নিয়েই বেশি ভাবনাচিন্তা হয়, এই সাইটের লেখাপত্তর দেখে মনে হয়। পঃ বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সেই সরকারকেও কোন কাজের খসড়া পাঠান হতে পারে।

    অফকোর্স, নাও পাঠান হতে পারে, কোনরকম বাধ্যবাধকতা তো কিছু নেই।

    বর্তমান সরকারকে খসড়ায় যে প্রস্তাব গুলো করা হয়েছিল, তার কিছু ইমপ্লিমেন্টেড হয়েছে বলে শুনেছি, btw
  • কেসি | 198.71.201.20 | ১৪ নভেম্বর ২০১৪ ০২:৪৬653745
  • অরণ্যদা, নন্দীগ্রাম, মরিচঝাঁপি, বিজন সেতু, ইত্যাদি "জেনোসাইডের বিচার" খসড়ার কত নম্বর বুলেট পয়েন্টে চেয়েছিলেন? ভুলে গেছি। এটা কিন্তু সরল প্রশ্ন বলেই মনে করবেন।
  • aranya | 154.160.226.91 | ১৪ নভেম্বর ২০১৪ ০৩:০৭653746
  • খসড়াতে আমার কোন ইনপুট ছিল না, গুরুতে পড়েছিলাম এই পর্যন্ত। তবে কোন সরকার-কে খসড়া পাঠানোয় কোন অন্যায় দেখি না।

    গুরু-র পাতায় কিছু অন্যায়ের প্রতিবিধান দাবি করে কখনো সখনো পোস্ট করেছি, আমার দৌড় ঐ টুকুই।

    একটা মামলা অব্দি করি নি (নিজেকে ধিক্কার)

    কেসি-কেও একটা সরল প্রশ্ন করি -

    তুমি সিপিএম সমর্থক হলেও আশা করি দলের ওপরে মানুষকে স্থান দাও।

    তোমার প্রিয় দল-টির কুকীর্তি-র লিস্টি তো ছোট নয়। তুমি কখনো সিপিএম-কৃত এই সব জেনোসাইডের বিচার চেয়েছ?
  • aranya | 154.160.226.91 | ১৪ নভেম্বর ২০১৪ ০৩:১৩653747
  • ঘরে আগুন দেওয়া, জমির ফসল কেটে নেওয়া, হুমকি, মারধোর - এসব ছোটখাট ব্যাপার নাহয় বাদ-ই দিলাম
  • কল্লোল | 125.240.6.91 | ১৪ নভেম্বর ২০১৪ ০৫:১৮653748
  • সিপিএমএর জেনোসইড!!! হুঁ হুঁ বাওয়া, চিঁড়ে ইজ নট ওয়েটিং। আদালতের রায় চাই।
    তিনোরা বিজেপির বিরুদ্ধে চেঁচিয়ে তাদের ভোট বাড়িয়ে দিলো। এখন আবার বিমান বলছে সাম্প্রদায়িকতা বিরোধী কি সব করবে!! কিছুতেই বুঝছে না যে এতে বিজেপির ভোট বেড়ে যাবে।
    কি মুস্কিল বলুন দেহি!!
  • কল্লোল | 125.242.143.148 | ১৪ নভেম্বর ২০১৪ ০৬:৫৪653749
  • এই তো দ্যাখো!! অ পিটি বিমানেরে বুঝাও। এসব কল্লে বিজেপির ভোট কিন্তু বেড়েই যাবে।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=14754&boxid=25423500
  • কল্লোল | 125.242.143.148 | ১৪ নভেম্বর ২০১৪ ০৭:২১653750
  • এই যে। এই যে পুরোনো সিলেবাস।
    Name: PT IP Address : 213.110.247.221 (*) Date:09 Nov 2014 -- 08:55 PM
    নির্বোধ তিনোরা মোদীর বিরুদ্ধে গর্ধভের মত চিৎকার করে মোদীর ভোটের পরিমাণ কেমন বাড়িয়ে দিল সেটা বোধহয় খেয়াল করেননি?!

    আদবানীকে গ্রেপ্তার করলে তাতে বিপ্লবীয়ানা হয়ত দেখানো হত কিন্তু চুপ করে থাকাতে বিজেপি ভিজে মুড়ির মত মিইয়ে গিয়েছিল। আর সেটা তো ৩৪ বছরের বাম রাজত্বে বিজেপির ভোটের % থেকেই বোঝা যায়। উদ্দেশ্য তো বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখা, নাকি?

    এই সব পুরোনো পড়া ভুলে............
    বিমানটা যে কি করে। দিনে দিনে তিনোদের মতো গর্ধভ হয়ে যাচ্ছে।
    এবার লোকসভা ভোটের আগেও পুরোনো পড়া ঠিক মনে ছিলো। একদম বিজেপি দূর হঠো বলে নাচেনি। এতো তাড়াতাড়ি ভুলে গেলো?
    এ সবই, না উল্টে ফিস ফিস ফেরাই খাওয়ার ফল।
    সৌরভ পজ্জন্ত ফেরাই টেরাইকে পাত্তা দেয় না। সে কি এম্নি এম্নি?
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=14745&boxid=31613781
  • # | 59.207.221.132 | ১৪ নভেম্বর ২০১৪ ০৭:৩৪653751
  • কল্লোল পাক্কা রাজনীতির লোকের মত ইচ্ছে করে গুইলে দিচ্ছেন। আর কতই রঙ্গ দেখাবেন।
  • কল্লোল | 125.242.143.148 | ১৪ নভেম্বর ২০১৪ ০৭:৪১653752
  • # - হে হে। কি বোলবো। পাক্কা রাজনীতিক! আমনার মুখে বিরিয়ানী-চাঁপ।
    তবে কি যে গুইলে দিলুম, সেটা যদি ব্যাখান করেন তো পাকাতর হই। তখন আমনার মুখে গুলাবটি কাবাব আর টুন্ডে পরোটা।
  • Ishan | 183.17.193.253 | ১৪ নভেম্বর ২০১৪ ০৮:৩৬653753
  • টোকেনিজম? :-) তাও অবশ্য হবে কিনা সন্দেহ। নভেম্বর থেকেই দিদির বিরুদ্ধে আন্দোলন যেমন হচ্ছিল, এরও না তেমন হাল হয়।
  • PT | 213.110.243.21 | ১৪ নভেম্বর ২০১৪ ০৮:৫৫653755
  • ""তার কারণ বাম-বিরোধী শিক্ষিত মানুষদের অনেক মিথ্যা প্রচার, সম্পুর্ণ মিথ্যা বলে প্রমাণিত হওয়ায়" -- কোথায় হয়েছে? সুপ্রিম কোর্টে?
    একটা স্ট্যান্ডার্ড ঠিক করুন।"

    তার দরকার নেই।
    শাঁওলী আর সুমনকে গিয়ে জিগান যে হাজার হাজার মৃতদেহ আর শয়ে শয়ে শিশুর লাশগুলো কোথায় গেলে দেখতে পাওয়া যাবে। সেই উত্তরটা জোগাড় করে তার পরে নাহয় তক্কের আসরে গলা বাড়াবেন।
    ওঃ সুমনের আরেকটা ক্লাসিক মিথ্যা ছিল-মহিলাদের যৌনাঙ্গ তাক করে গুলী চালানো হয়েছিল। সেই মেডিকাল রিপোটগুলো-সঙ্গে আনবেন।
    জল নিচের দিকে ধাবিত হয় কিনা জানার জন্যে কেউ কোর্টে যায় না।

    "বিমানটা যে কি করে। দিনে দিনে তিনোদের মতো গর্ধভ হয়ে যাচ্ছে।"
    এটা আমাকেও ভাবাচ্ছে অনেকদিন ধরে। কিন্তু খবরটাতে কি বিমান শব্দটি ছিল?
    অবিশ্যি রাজনীতিবিদ কল্লোলাদার সিপিএমের প্রেমে এখন যা অবস্থা তাতে সেই ক-এ কিস্নোর মত "ফিফা" শুনলেও ফিসফ্রাই-এর কথা আর সাথে সাথে বিমানের সাদা চুলের কথা মনে পড়ে যাচ্ছে।
  • বিড়াল হইতে কুকুর, তপন হইতে সুক | 172.238.29.100 | ১৪ নভেম্বর ২০১৪ ০৮:৫৮653756
  • "সেই ভাষণেই বিমানবাবু জানান, দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নিগ্রহ, সাম্প্রদায়িকতার মতো বিষয়ে আগামী ২-১০ সেপ্টেম্বর রাজ্য জুড়ে প্রচার চালাবে বামফ্রন্ট। তার পরে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর হবে প্রত্যক্ষ আন্দোলন। এই ‘প্রত্যক্ষ আন্দোলন’ মানে কী, লম্বা ভাষণেও তা স্পষ্ট করতে না-পারায় বৈঠকে সরব হন একাধিক জেলার নেতা। আর জবাবি বক্তৃতায় বিমানবাবু শুরু করেন পাঁচের দশকের ট্রামভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের কাহিনি দিয়ে!"

    http://www.anandabazar.com/state/%E0%A6%AC-%E0%A6%AE-%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%95-%E0%A6%A4-%E0%A6%A4-%E0%A6%B0-%E0%A6%AE-%E0%A6%9D-%E0%A6%AB-%E0%A6%B0-%E0%A6%AC-%E0%A6%A0%E0%A6%95-%E0%A6%9B-%E0%A7%9C%E0%A6%B2-%E0%A6%A8-%E0%A6%AC-%E0%A6%A6-%E0%A6%A7%E0%A6%A6-%E0%A6%AC-1.63460
  • . | 59.207.221.132 | ১৪ নভেম্বর ২০১৪ ০৮:৫৯653757
  • যারা আগবাড়িয়ে নতুন সরকারকে খসড়া দিয়েছিল আজ তারা নিজেদেরকে তৃণমূলের সমর্থক বললে গোঁসা করছে। কিন্তু বিজেপি সরকারকে খসড়া দেওয়ার ব্যাপারে এদের নীরবতা লক্ষণীয়। এরপর কি আর নতুন সরকারের থেকে প্রত্যাশা ইত্যাদি বলে শাক ঢাকা যাবে না রেরে করে সব মাঠে নেবে পড়বে আমার বক্তব্যের অসারতা প্রমাণ করতে। থিওরী কি আর আকাশ থেকে পড়ে !!
  • Ishan | 183.17.193.253 | ১৪ নভেম্বর ২০১৪ ০৯:০০653758
  • আমি কাউকে গিয়ে জিগাবোনা। আপনি স্টেটমেন্ট দিয়েছেন আপনি প্রমাণ করবেন। না পারলে জাস্ট চেপে যাবেন। এবং এর পরে আর অন্যের কাছে প্রমাণ চাইবেন না।
  • PT | 213.110.243.21 | ১৪ নভেম্বর ২০১৪ ০৯:১১653759
  • আপনে চাপুন মহায়।
    এই জন্যেই আপনার প্রশ্নের উত্তরে লিখেছিলামঃ "আপনার সাথে যেটুকু তক্ক হয়েছে সেটাকে কোনদিনই রাজনৈতিক তক্ক বলে মনে হয়নি।"
  • Ishan | 183.17.193.253 | ১৪ নভেম্বর ২০১৪ ০৯:১৪653760
  • কী জন্যে লিখেছিলেন আমি ব্যাখ্যা চাইনি। তবে তদন্ত, কোর্টের রায় এসব ছাড়াই আপনি কিছু জিনিস "সম্পুর্ণ মিথ্যা বলে প্রমাণিত" বলে দাবী করেন।

    তো একই সূত্রে রাজারহাট নন্দীগ্রাম, নেতাই, মরিচঝাঁপি ইত্যাদি বিষয়ে সিপুয়েমের বক্তব্য "সম্পুর্ণ মিথ্যা বলে প্রমাণিত"। অসুবিধে আছে?
  • PT | 213.110.243.21 | ১৪ নভেম্বর ২০১৪ ০৯:১৮653761
  • আবার বলি যে শাঁওলী ও সুমন নন্দীগ্রামের ব্যাপারে কাঁচা মিথ্যে বলেছিলেন। তার জন্যে কোর্টে যাওয়ার প্রয়োজন নেই। আর এখনো যারা সেই মিথ্যে নিয়ে প্রশ্ন তোলেনি তারা অন্ততঃ সেই সময়ে তিনো-মাও সমর্থক ছিল আর এখন একটি ঐতিহাসিক গোএবেলী মিথ্যাচারের সমর্থক।
  • Ishan | 183.17.193.253 | ১৪ নভেম্বর ২০১৪ ০৯:২১653762
  • আমিও বলি, সিপিয়েম নন্দীগ্রাম, নেতাই, রাজারহাট ইত্যাদি জায়গায় যে নারকীয় পৈশাচিক কান্ড ঘটিয়েছে, সেটা বলার জন্য কোর্টে যাবার প্রয়োজন নেই। একই সূত্রে। আশা করি অসুবিধে নেই। :-)

    তখন এবং এখন যাঁরা সে নিয়ে টুঁ শব্দটি করেননি, তাঁরা হিটলারি কিনা এ নিয়ে অবশ্য আমার কোনো মন্তব্য নেই।
  • PT | 213.110.243.21 | ১৪ নভেম্বর ২০১৪ ০৯:২৫653763
  • সেতো আপনি বলতেই পারেন।
    তার জন্য কিন্তু আমি আপনার মত "জাস্ট চেপে যাবেন" জাতীয় এরোগান্স দেখাবো এমন প্রত্যাশা করবেন না। মানুষে মানুষে এটুকু প্রভেদ তো থাকবেই।
  • Ishan | 183.17.193.253 | ১৪ নভেম্বর ২০১৪ ০৯:২৯653764
  • না আপনি শুধু অন্যকে "ল্যাজ নাড়ান" বলেন, এবং তারপরে অ্যারোগান্স দেখাননি বলে দাবী করেন। :-)

    একেই গোয়েবলীয় আচরণ বলা হয় কি?
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৪ ০৯:৪১653766
  • একে প্রজ্ঞা বলা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন