এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ১৫১৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | 109.133.152.163 | ১৪ নভেম্বর ২০১৪ ১২:২৩653801
  • কেউ নেই, ভাই ন্যাড়া ঃ-)
    চুমুর পর ওয়েডিং কেক হয়ে গেল, তবু এদের কচকচ গজগজ আর থামে না!
  • b | 135.20.82.164 | ১৪ নভেম্বর ২০১৪ ১৩:০০653802
  • - ঠিক জানেন? আমার তো মনে হচ্ছে বিয়ে, গর্ভাধান, চূড়াকরণ ইত্যাদি র পরে দশকর্মের শেষ কর্ম শ্রাদ্ধের পিন্ডি চটকানো হচ্চে।
  • kc | 198.71.245.128 | ১৪ নভেম্বর ২০১৪ ১৩:০৩653803
  • কিন্তু আমার কোশ্নোর উত্তর ক্ষেউ দিবেনা? ন্যাড়াদা, তোমার বানানো " ইন্টেলেক্চুয়াল ডিজনেস্টি" কেকের টুকরো কি এক্টু ওদিকেও পঠাতে পার?
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৪ নভেম্বর ২০১৪ ১৩:১৩653804
  • ফ্যাকচুয়াল ছাড়া সব প্রশ্নের জবাব সুলভে দিয়া থাকি। কোশ্নো পাঠা।
  • kc | 198.71.245.128 | ১৪ নভেম্বর ২০১৪ ১৩:১৯653805
  • কোশ্নো কাল রাতে ২ টো ৪৬ মিনিটে করেছিলাম। এই সিক্স প্লাস এক্টা বালের ফোন। কপি করতে পারছিনা।
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৪ নভেম্বর ২০১৪ ১৩:৩৭653806
  • এইটা - " অরণ্যদা, নন্দীগ্রাম, মরিচঝাঁপি, বিজন সেতু, ইত্যাদি "জেনোসাইডের বিচার" খসড়ার কত নম্বর বুলেট পয়েন্টে চেয়েছিলেন? ভুলে গেছি। এটা কিন্তু সরল প্রশ্ন বলেই মনে করবেন।"?

    এ তো ফ্যাকচুয়াল কোশ্নো। এ তো খসড়া দেখলেই জবাব পাওয়া যাবে। এর জন্যে আমায় কেন?

    নেক্স্ট?
  • ranjan roy | 132.176.215.77 | ১৪ নভেম্বর ২০১৪ ১৩:৪১653807
  • TRX এর ৬ নং পয়েন্টকে ১০০% সমর্থন করি; তাতে আমাকে যে কোন দলে (দ্বিচারী সমেত ) ধরা হোক, কিছু যায় আসে না।
    এইসময়ে মনে করি-- তিনো যাক, যে আসে আসুক। বিজেপি বা বাম -- যেই হোক। কিছু যায় আসে না।
    ক্ষমতার বিরুদ্ধে তখনো ঘেউ ঘেউ করব, কিন্তু এখন বর্তমান সরকার যাক।
  • PT | 213.110.247.221 | ১৪ নভেম্বর ২০১৪ ১৩:৪৯653808
  • এই ডবল বিকৃতি বাবুকে নিয়ে গভীর সমস্যা। কিছুই পড়েন না বা পড়লেও কেটে ছেঁটে পড়েন। কতবার লিখেছি যে আমি বাম+কং-এর পক্ষে।
  • kc | 198.71.245.128 | ১৪ নভেম্বর ২০১৪ ১৩:৫৭653809
  • কিন্তু রঞ্জনদা, গত এক বছরে পশ্চিম বঙ্গের অবস্থা অনেক কটা প্যারামিটারেই একটু হলেও শুধরেছে। এই সংখ্যা ইন্ডিয়া টুডে দেখুন।
  • news | 131.241.218.132 | ১৪ নভেম্বর ২০১৪ ১৪:৩৩653811
  • ওদিকে প্রেসিডেন্সি জেলে কুনাল বাবু কাল রাতে সুইসাইড চেষ্টা করে বিফল হলেন।
  • jhiki | 149.194.228.58 | ১৪ নভেম্বর ২০১৪ ১৬:২৫653812
  • ইফ চুমু কামস.....হাও ক্যান ঘরছাড়ারাস বি ফার বিহাইন্ড ঃ)

    নিউজ খালি পুরোনো খবর দেন, ব্রেকিং নিউজ হল কলকাতায় এই মুহূর্তে গনতন্ত্র প্রতিষ্ঠার দাবীতে মিছিল হচ্ছে।
  • ranjan roy | 132.176.215.77 | ১৪ নভেম্বর ২০১৪ ১৬:৩২653813
  • কেসি,
    আমি ইন্ডিয়া টুডে অবশ্যই দেখে নেব। কিন্তু রোজগার, শিক্ষায় নৈরাজ্য, আইন শৃম্খলা?
    স্বাস্থ্য পরিষেবা, যাতায়াত, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি উনিশ আর বিশ। আগের তুলনায় ইতরবিশেষ মনে হয় না।
    আর বিরোধীদের ডেমোক্র্যাটিক স্পেস? বিশ-উনিশ! নাকি বাইশ-আঠেরো-- নেগেটিভ বৃদ্ধি অর্থে!
  • ranjan roy | 132.176.215.77 | ১৪ নভেম্বর ২০১৪ ১৬:৩৬653814
  • @ news,
    এত নিশ্চিত হচ্ছেন কি করে? এখনো সুপ্রীম কোর্টে প্রমাণিত হয় নাই।
    কাজেই সুইসাইডের চেষ্টা, দুর্ঘটনা, খুনের চেষ্টা, মিডিয়ার অপপ্রচার-- এর যে কোন একটা হতেও পারে, আবার নাও হতে পারে।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৪ ১৬:৪৬653815
  • নেতৃত্বে অশোক গাঙ্গুলি, রানী রাসমণি রোডে গণতন্ত্র বাঁচাও আন্দোলনের জমায়েত। সমর্থন শঙ্খ ঘোষের। আবাপানন্দ দেখুন।
  • d | 24.97.241.18 | ১৪ নভেম্বর ২০১৪ ১৭:০২653816
  • চুমু থেকে রাজারহাটের ফ্ল্যাটে গড়াল কেমনে? :-O

    যাই হোক trxকে ডাবল থামস আপ।

    আর trx কি টি-রেক্স?
    আর trx এর দ্বিচারিতা না ত্রিচারিতা না বহুচারিতা সে সম্বন্ধে কিছু সাব্যস্ত হল?
  • ### | 59.207.221.132 | ১৪ নভেম্বর ২০১৪ ১৭:৪৪653817
  • এ পাড়ার তথাকথিত মাও সমব্যাথীদের মুখে ঝামা ঘষে দিয়ে আজকের অশোক গাঙ্গুলীর নেতৃত্বে মিছিলেও একটাই দাবি ছিল - আইনের শাসন আসুক। কল্লোলের বাতেল্লা বাজিও নয়, রঞ্জনের বামেদের গালি নয়, পিটি র কথাই প্রতিফলিত হল তাদের মুখে।
  • ranjan roy | 132.176.215.77 | ১৪ নভেম্বর ২০১৪ ১৭:৫২653818
  • আমেন! আমেন!
  • PT | 213.110.247.221 | ১৪ নভেম্বর ২০১৪ ১৭:৫২653819
  • আমি আশা করব যে এনারা সরাসরি কোন দলের পক্ষে বা বিপক্ষে প্রচারে নামবেন না।
  • Ishan | 202.43.65.245 | ১৪ নভেম্বর ২০১৪ ১৯:৪৬653820
  • এ বাওয়া, এ তো টোকেনিজম। পিটি তো এইসব লোক-দেখানো টোকেনিজমের একদম বিরোধী। এতে করে আবার কী কাজের কাজ হয়?

    এবং মিছিল করল কারা? আবার ওই বুজি রা। ছি ছি ছি।
  • জটাশঙ্কর ওঝা | 141.220.133.38 | ১৪ নভেম্বর ২০১৪ ১৯:৪৮653822
  • নাঃ রিজয়েন্ডার লিখেই ফেলা যাক।

    ১) খেলা চলছে মাঠে। খুব জমে উঠেছে। একটু হার্ড ট্যাকল করছে কি এক পক্ষ? না রেফারির বাঁশি বাজছে না! গ্যালারিতে হইচই নেই সবাই উপভোগ করছে। ও তাহলে বোধ হয় এটাই দস্তুর, এ পক্ষের হার্ডট্যাকল, বিপক্ষের মিডফিল্ডার নামী খেলোয়াড়, কিন্তু না রেফারির বাঁশি বেজেছে, ফাউল, উত্তেজিত জনতা মাঠে ছুটে আসছে।

    trx কে ধন্যবাদ দৃশ্যপটটি ধড়িয়ে দেওয়ার জন্য। একই সাথে " এই তো চলছে বেশ কিছুদিন যাবৎ। " এর ডিফেন্সটিও আমার মতকরে করে রাখলাম। আপনাকে দেখে ভাল লাগল। তবে আপনাকে দেখে অনেকেই খুশি হলেও আপনার বক্তব্য নিয়ে কেউ কিছু বলেনি। অবশ্য ওতে অবাক হওয়ার কিছু নেই। খেলার গপ্পে ফিরে আসি, দায় কার?

    ১.৫) trx, " তা ফিরিতে কনসাল্টেন্সী দিচ্ছেন যখন তখন নিজের স্টেটাসটা জেনে নিই।"
    এইবার আপনার প্রশ্ন, "এইবারে প্রশ্ন হল আমার সিপিএম করা (বা সমর্থন করা) ব্যাপারটা ঠিক কত ডিগ্রীর দ্বিচারীতা (বা বান্ডুমি, হুইচেভার ইজ অ্যাপ্লিকেবল)?" এ নিশ্চয়ই আমার উদ্দেশ্যে নয়। স্বঘোষিত বালখিল্য (সেরকমই তো দেখলাম মনে হল, যদি তেমন না বলে থাকেন তাহলে এঅংশটি বাদ যাবে) রবাহুতবাবুও, মনে হয় জানেন এর উত্তরে আমি কি বলব।

    ২) ছোটবেলা খেতে বসে রামায়ণের গল্প, তারপর দস্যু রত্নাকর তার বাবাকে জিজ্ঞাসা করল, মাকে জিজ্ঞাসা করল, বৌকে জিজ্ঞাসা করল, তোমাদের খাওয়ানোর জন্যই তো আমায় ডাকাতি করতে হচ্ছে, তোমরা কেউ দায় নেবেনা? না। শুনে ভাবতাম কি আশ্চর্য, ওদের জন্যই তো সব করছে তবু কেউ দায় নিলনা। আপনারাও কি ঐরকমই ভাবতেন?

    ঈশানবাবুকে জানাই, ব্যক্তি ঈশানকে আহত করার, বা সামান্যতম খোঁচা দেওয়ার বিন্দুমাত্র অভিপ্রায় আমার নেই। কিন্তু তাহলে কি বলতে চাইছিলাম? কেন বললাম? ব্যক্তি মানুষের কি কোনই দায় নেই। সরকারবাবু এই তামাশা তাহলে কার জন্য চালাচ্ছেন? বামফ্রন্টের নেতামন্ত্রীরা তেমন পয়সা করেছেন বলে খবর নেই। ( দয়া করে দুএকটি উদাহরণ সামনে আনবেন না, এখানে বাল্ক নিয়ে কথা হচ্ছে। বাল্ক উদাহরণ থাকলে আনুন) নিজেকে কি বিচার করবনা? নাকি তা অন্যায়। আপনার ব্যক্তিগত তথ্য এই গুরুর সূত্রে জানাছিল দেখে ব্যবহার করেছি সেটুকু হয়ত আনফেয়ার লাগছে কিন্তু তা তো উদ্দেশ্য নয়। নিজেকে প্রশ্নের মুখে দাঁড় করানো উদ্দেশ্য। নইলে কত কথাইতো দেখি নজরেই আসেনা। এই যে আপনি আর পিটিদা একই কথা বলছেন দেখানো হল, তার জন্য একটি কথাও খরচ করেছেন? করার দরকার নেই, দিনের শেষে এ আপনার ইচ্ছে অনিচ্ছের ব্যাপার তবে মৌনতাও তো কখনো কথা বলে। রাজারহাট কি? আমার বিচারে হাউসিং মার্কেট খানিকটা হলেও নিয়ন্ত্রণ করার সরকারি প্রয়াস। কার জন্য? আমার, আপনার জন্য। এরকম আরো কিছু উদাহরণ পেলে ভাল লাগত। আপনি একজন সাধারণ নাগরিক বই কিছু নন। আপনার বাসস্থানের সমস্যা মেটাবার চেষ্টাটাই আমার মূল উদ্দেশ্য বলে মনে হয়। এ আপনি ব্যক্তি ঈশান নয়, একজন গড় মানুষ। ব্যক্তিগতভাবে আপনি দুঃখ পেয়ে থাকলে আমি দুঃখিত। এই যেমন আপনার কাউকে লেজুড় মনে হলে বলেন, এবং দুঃখ প্রকাশ করেন, ঠিক তেমনি আমি শুধুমাত্র আমাদের সবাইকেই (লেখা ভাল, দল, মত, নির্বিশেষে, শুধু সিপিএম বা সিপিএম বিরোধী নয়(trxএর প্রথম উদ্ধৃতি লক্ষ্য করুন))আয়নার সামনে দাঁড় করাতে চাই মাত্র। এই চেষ্টায় আপনি সামান্যতম আহত হলে তা নিতান্তই অনভিপ্রেত। (পোটকেকে ( "জটা, "ফ্ল্যাট" সম্পর্কিত কমেন্ট তুলে নিলে খুশী হব।") ধন্যবাদ। যদি বলেন ঐ কমেন্ট তুলতে আমার কোন আপত্তি নেই যা বলার স্পষ্ট করেই বললাম।) আমার ভাতের থালে টান না পড়া অব্দি কাউকে দুঃখ দেওয়ার কোন ইচ্ছে নেই।

    ৩)এরকম লার্জস্কেল প্রোজেক্টের উদাহরণ কি পাওয়া যাবে যেখানে সবাই খুশি? হ্যাঁ, মাটির তলায় তেল পেলে আমরা সবাই খুশি হতাম। বা ঐ বন্যার আগে উত্তরাখন্ডে নিশ্চয়ই সবাই খুশি ছিল। পজিটিভ সাম গেম বলে কি সত্যিই কিছু হয়? আসলে ঐ সব খেলাতেই নেগেটিভ পেঅফ এমন একজন আছেন যাকে ধরলে খেলাটি জিরো সাম। তাই, সে ভাবে দেখতে গেলে তো কোন কিছুই হবেনা। তাহলে আর কি সবাই বসে বাগাডুলি খেলি! আশ্চর্য হওয়ার কিছু নেই বর্তমান সরকার কোন বিষয়েই কোন নীতি প্রণয়ন করতে পারছেন না।

    ৪) রঞ্জনদার পেন্ডিং প্রশ্নের উত্তর ও দিয়ে দিই। বেশির ভাগ আলোচনার সময়ই অমর মত কোন দিকে বলার জন্য পুরষ্কার নেই, (ব্যতিক্রম ও আছে, পারমাণবিক শক্তির ইস্যুতে যাদের সিপিএম বলেন তাদের অনেকেরই মত আলাদা) কিন্তু আমায় ঘোষিত সিপিএম সমর্থক ছাড়া অন্য কেউ সিপিএম বললেই আমার মাঝে মাঝে হাঁসফাঁস করে। মনে হয় আমার স্বাধীনতায় হাত পড়ল। শুধু মাত্র সেই অনুভূতিটুকু শেয়ার করার জন্যই সেদিন আপনাকে এবং আরো কারু কারুকে প্রচ্ছন্ন তৃণমূল বলা। ওর অন্য কোন গভীরতর তাৎপর্য নেই আর প্রমাণ ও নেই। তবে সিপিএমকে বামফ্রন্টের অন্তর্ভুক্ত করায় ধন্যবাদ।

    ৫) বস্তা বস্তা #, আপনার সাথে একটু সাবধানে খেলতে হবে। আপনি মশাই শুধু বক্তব্য বিকৃতই করছেননা, একটি সুনির্দিষ্ট অ্যালগোতে খেলছেন। এ অতি প্রাচীন পদ্ধতি, মানুষে মানুষে ঝগড়া লাগানো, তাই কখন আপনি এপক্ষে, কখন ওপক্ষে! একবার সাফল্য পেয়েছেন, তবে বারবার পাবেননা। বারবার পিটিদা বা জটার মত জানতে হবেনা, আপনি যা বলতে চান সরাসরি বলুন। অন্যের মতের ঠিক ভুল বিচারে বসার আগে, ( যেটা আপনি মূলত করছেন,) আপনাকে আপনার হাতের তাসও কিছু দেখাতে হবে। তা যতক্ষণ না হচ্ছে আপনার বিচার শুনব তবে আপনাকে আমি আপাতত এড়িয়ে যাব। বামেদের অপ্রাসঙ্গিক করার চেষ্টা করছেন মনে হলেই সাড়া দেব, ব্যস।
  • Ishan | 202.43.65.245 | ১৪ নভেম্বর ২০১৪ ১৯:৪৯653823
  • "ব্যক্তি ঈশানকে আহত করার, বা সামান্যতম খোঁচা দেওয়ার বিন্দুমাত্র অভিপ্রায় আমার নেই" -- বিশ্বাস করলাম না।

    বাকি পরে লিখব।
  • জটাশঙ্কর ওঝা | 141.220.133.38 | ১৪ নভেম্বর ২০১৪ ১৯:৫১653824
  • সর্বাত্মক বাম ঐক্য যদি উদ্দেশ্য হয়, কিছু খোঁচা সইতে হবে উত্তর দেওয়া চলবেনা।
  • কল্লোল | 125.240.2.4 | ১৪ নভেম্বর ২০১৪ ১৯:৫২653825
  • এই দ্যাখো। কোন দলের পক্ষেও না বিপক্ষেও না। তবে তো আমার দল নোটা। হোক নোটা।
  • Ishan | 202.43.65.245 | ১৪ নভেম্বর ২০১৪ ১৯:৫৯653826
  • বাম ঐক্য? আমি কি দলীয় রাজনীতি করি নাকি? বাম রা এসে সাধাসাধি করলে ভেবে দেখতে পারি ঐক্য করব কিনা। (একই ভাবে আমার চাট্টি অ্যাজেন্ডা থাকলে আমি দুনিয়ার সবাইকে ডাকাডাকি করব, রাম থেকে বাম সবাই ভেবে দেখতে পারেন, ঐক্য করবেন কিনা)। ইহা আমার অ্যারোগান্স, গতকালও ছিল, ভবিষ্যতেও থাকবে। আপাতত মিটিন করি, বামরা কী করবেন বামরা ভেবে দেখবেন। :-)
  • dd | 132.172.133.101 | ১৪ নভেম্বর ২০১৪ ২০:১৪653827
  • আরে আরে। TRX ক্ষি অর্জিত নাক্ষি? সত্তি? তাইলে তো ভেরী গুড ভেরী গুড।

    হি হিহি। আমি খুসীতে হেসেই খুন।

    একটাই রিকোয়েস্ট, ক্ষামোক্ষা প্রতি হপ্তায় নাম চেঞ্জ কোরো না। আমার মতম আতাক্যাল্যানেও তো প্রচুর। তারা এসব বুঝতে পারে না।
  • Ishan | 214.54.36.245 | ১৪ নভেম্বর ২০১৪ ২০:৪৪653828
  • হ্যাঁ, যা বলছিলাম। নিউটাউন একটি সরকারি উদ্যোগ। শুধু বাসস্থান সমস্যার সমাধ নয়, শিল্পায়ন (সে যে মোডেরই হোক না কেন), এর একটা মুখ্য উদ্দেশ্য ছিল বলে আমার ধারণা। ধারণাই, কারণ, এটি সরকারি সিদ্ধান্ত, সরকার গণভোট করেননি, শ্বেতপত্র প্রকাশ করেননি, আমার মত তো নেনই নি। যা করার নিজের দায়িত্বে করেছেন।

    ঘটনাচক্রে এই উপনগরীর আদিতম বাসিন্দাদের মধ্যে আমি একজন। এই শতাব্দীর একদম শুরুতে যখন বসবাসের জন্য যাই, তখনও ওখানে যাতায়াতের রাস্তা তৈরি হয়নি। তার আগে পর্যন্ত ধারণা ছিল, যে, ওটা সল্টলেকের মতো জলা জমি জাতীয় কিছু ছিল। মনুষ্যবসবাস ছিল জানতাম না।

    তা, প্রথম অধিবাসীদের মধ্যে একজন হবার সুবাদে বেশ কিছু জিনিস জানতে পারি। জানা হয়, যে, সরকার ওখানে জমি অধিগ্রহণ করেছেন ১০,০০০ টাকা বা আরও কম কাঠা দর দিয়ে, আর সেই জমি বিক্রি করা হচ্ছে অন্তত এক লক্ষ ষাট হাজার টাকা প্রতি কাঠায়। আরও শুনতে পাই, বন্দুকের ডগায় কীভাবে জমি আদায় করা হয়েছে, না দিয়ে উপায় ছিলনা। নিউটাউনে ঢোকার ঠিক মুখে, এক বুড়ির কুঁড়ে ঘর ছিল, সে কিছুতেই উঠতে চায়নি, তার কথা অনেকবার শুনেছি।

    এগুলো শোনা কথা। চোখে দেখা ছিল অধিগ্রহণের কারবারের সামনের সারির সৈনিকদের। গৌর ও লুইস মন্ডল। ঠাট দেখলে চমকে যেতে হত। জনা আষ্টেক বডিগার্ড নিয়ে চলাফেরা করতেন এরা। বলাবাহুল্য, শাসক পার্টির ছত্রছায়ায়। পোষা সশস্ত্র বাহিনী ছিল, বলাবাহুল্য। যখনকার কথা বলছি, তখন ওই চত্বরে অধিগ্রহণ সমাপ্ত। কিন্তু যে বাহিনী তৈরি করা হয়েছিল, তাদেরকে তো আর ফেলে দেওয়া যায়না। তাই এরা তখন অধিগ্রহণের জুলুমবাজি থেকে চলে এসেছেন সিন্ডিকেটের জুলুমবাজিতে। ইট-চুন-সুরকি তো দ্বিগুণ দামে নিতে হবেই, ছোটোখাটো জিনিসও এঁদের অঙ্গুলীহেলনের বাইরে চলবেনা। খবরের কাগজওয়ালা অবশি এঁরাই স্থির করবেন। সল্টলেকের একটি ছেলেকে খবরের কাগজ দিতে বলেছিলাম, তাকে ভয় দেখিয়ে মেরে-ধরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ছেলেটি দ্বিতীয়দিন থেকে আসেনি, কিছু জানতেও পারিনি, অনেকদিন পরে তার সঙ্গে দেখা হয় সল্টলেকের কোথাও একটা, তখন সে গপ্পোটা আমাকে বলে।

    তো সে যাক। যে কথা বলছিলাম। এই সিন্ডিকেট রাজ, এই অধিগ্রহণ, বাম সরকারের নিজের প্রজেক্ট। কোনো সাধারণ নাগরিকের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে, বা গণভোট হয়েছে বলে শুনিনি। পুরো চিত্রটাও কখনই পরিষ্কার করে বলা হয়নি। দস্যু রত্নাকর নাগরিকের স্বার্থে ক পয়সায় জমিও দেননি (যেমন সল্ট লেকে হয়েছিল)। অন্তত ১৫ গুণ প্রফিট করেছেন। এবং কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষকে সেসব কিনতে হয়েছে।

    তা, তাতে কোনো সমস্যা নেই, সরকার তো কাউকে ঘাড়ে ধরে কেনায়নি, ব্যবসা করেছে, বেশ করেছে। কিন্তু আজ যদি সরকার এসে বলেন, আপনার বাস্স্থান সমস্যার সমাধানের জন্য অমুক করেছি তমুক করেছি, অতএব অধিগ্রহণের এবং অনাচারের দায় তোমার, তাহলে সেটা হাস্যকর লাগে। সরকার নিজের উদ্যোগে অধিগ্রহণ করেছে, ব্যবসা করে লাল হয়ে গেছে, শাসক পার্টি গুন্ডাবাহিনী বানিয়েছে, তারাও ফুলে ঢোল, এখন দায়ভার নিতে হবে ক্রেতাদের?

    না, প্রিয় বাম সরকার। আপনার অধিগ্রহণ আপনার। আপাঅর গুন্ডাবাহিনী আপনার। আপনার ব্যবসা আপনার। তার দায় আমার ঘাড়ে চাপাতে এলে আমি আপনাকে বলব ফুটুন। নিজের দায় নিজে বইতে শিখুন। আপনি এমনকি রত্নাকরও নন। কারণ পুরোটাই আপনার প্রফিট মেকিং বিজনেস। অধিগ্রহণ টা ধরলে লোক-ঠকানোও বলা যায়। আপনি নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন। আর না নিতে পারলে কী হাল হয়, সে তো দেখতেই পাচ্ছেন।
  • rabaahuta | 172.136.192.1 | ১৪ নভেম্বর ২০১৪ ২১:৪০653829
  • Date:14 Nov 2014 -- 07:48 PM জটাশঙ্করবাবু, হ্যাঁ সত্যিই বোধয় জানিঃ) আর এক্ষেত্রে বোধয় আমার সঙ্গে আপনার মতামত মিলেও যাবে - মানে আমি ভাবি সিপিয়েম করা/সমর্থন করা কোনরকম দ্বিচারীতা বা নেগেটিভ কিছুই নয়।

    *********************
    ব্যাক্তিগত গল্প রোমন্থন করি।
    ১৯৯৫সাল নাগাদ, রিটায়ারমেন্টোত্তর পয়সাকড়ি দিয়ে, আমার বাবা কিছু বিষয়বুদ্ধিসম্পন্ন বন্ধুদের পরামর্শে এবং সাহচর্যে কলকাতার উপকন্ঠে রাজারহাট নামক জায়গায় কিছুটা জমি কেনেন। তখন আমরা ত্রিপুরায় থাকি, রাজারহাট খায় না মাথায় দেয় কিছুই কারো জানা নেই, শুধু শোনা গেছিল এখন ওখানে ভুশণ্ডীর মাঠ হলেও ওখান দিয়ে নাকি কি একটা রাস্তা হবে, তখন জায়গা জমির দাম বাড়তে পারে।
    তো তারপর বছর এই বছর তিনেকের মাথায় সেই জমি অধিগ্রহন হয়, আর সরকার যে টাকাটা দেয় তা জমির ক্রয়মূল্য থেকে কমই ছিল। তারপর আর কি। কিছুটা ল্যাদ এবং কিছুটা সরকার নিয়ে নিয়েছে তা দিতেই তো হবে এই চিন্তায় ব্যাপারটার ওখানেই সমাপ্তি হয়।
    বিষয়বুদ্ধিসম্পন্ন অন্য সহক্রেতারা বোধয় মামলা মোকদ্দমা করেছিলেন, তবে তাতে কিছু সুবিধে হয়েছে বলে শুনিনি।

    এখন ভেবে দেখলে বুঝতে পারি সেই জমি কেনার টাকাটা কোন জমি মাফিয়া/দালাল/তৃতীয় পক্ষ কারো কাছেই গেছিল। চাষবাশের জমি ছিল, গ্রাম ছিল, বসতি ছিল এখন জানি, চাষীরা নিশ্চয় রাজারহাটের গ্রাম থেকে ত্রিপুরায় গিয়ে জমি বেচে আসেননি।
  • rabaahuta | 172.136.192.1 | ১৪ নভেম্বর ২০১৪ ২১:৫২653830
  • সরি, বছর তিনেক না, বছর খানেক বোধয়, যতদূর মনে পড়ে। ১৯৯৯/২০০০ সালে সল্টলেকে কি একটা বড়সড় সরকারী ভবনে ঐসংক্রান্ত কি একটা কাগজ আনতে যাওয়া হয়েছিল, চেক আগেই পাওয়া গেছিল। মনে আছে সেদিন রাতে ডোভার লেন কন্ফারেন্স শুরু হচ্ছিল (তার মানে জানুয়ারীর ২২?), এদিকে কি একটা ধর্মঘট ছিল, তৃণমূলের বোধয়, বাইপাসে গাড়িতে আগুন লাগিয়েছিল ধর্মঘটিরা, সারা পৃথিবী ঘুরে ট্যাক্সি সল্টলেক থেকে বাঘাযতীন পৌঁছেছিল।

    এই বোধয়/হয়তো/কি যেন কন্টকিত পোস্ট পড়ে আমারই কান কটকট করছে, আপনাদের জন্যে সমবেদনা রইল।
  • pi | 233.176.25.109 | ১৪ নভেম্বর ২০১৪ ২২:০৩653831
  • জটাবাবু সবাইকে আয়নার সামনে দাঁড় করাতে চান তো বুঝলুম, আয়নার সামনে দাঁড়িয়ে জটাবাবু নিজে কী বলেন একটু জানতে ইচ্ছুক।
  • santanu | 12.50.103.175 | ১৪ নভেম্বর ২০১৪ ২২:১০653833
  • একটা কথা আগেও বুঝিনি, তাই এবার ঈশান কে জিগেস করি।
    রুবি র আসপাশে এখান জমির দাম ৬০-৭০ লাখ টাকা কাঠা। গত কয়েক সাল ধরে রুবি থেকে ৭ মিনিট পূবে গেলে জমির দাম কিন্তু ৬০-৭০ হাজার টাকা কাঠা। সে আর বাড়ে না।
    এখন দিদি যদি ওই জমি ৫০ হাজার টাকা কাঠা তে অধিগ্রহন করে, আর রাস্তা মাস্তা বানিয়ে একাকার করে, তাহলে কয়েক সাল এর মধ্যেই ওই জমি ১০ - 15 লাখ টাকা কাঠা তে বিক্রি হবে।
    এরকম হলে, ওই জমির বর্তমান মালিক দের প্রতি কি খুব অবিচার হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন