এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 139.115.2.75 | ০৮ মে ২০১৫ ০৩:০৫657559
  • হার্বার্ট মনে হয় বিগত ১০-১৫ বছরের সেরা বাঙলা সিনেমা।
  • Abhyu | 85.137.13.237 | ১০ মে ২০১৫ ০৮:২৬657560
  • আকাদার জন্যে তুলে দিলাম।
  • pi | 192.66.13.75 | ১০ মে ২০১৫ ০৮:৪৯657561
  • খুবই প্রেডিক্টেবল, কিন্তু নষ্ট লজিকের নেশাটা চড়েছিল।
  • aka | 34.96.239.132 | ১০ মে ২০১৫ ০৮:৫৩657562
  • হার্বাট আমি দেখি নি, সাম্পান মানে আমার ছেলেও না। আজ সারাদিন বড় ব্যস্ত, সকালে সায়েন্স অলিম্পিয়াড, বিকেলে পিয়ানো রিসাইটাল সবই সাম্পানের। সায়েন্স অলিম্পিয়াডে তিনটি ইভেন্টে মাত্তর একটি ফাস প্রাইজ। আর পিয়ানো রিসাইটালে দুটোর মধ্যে একটিতে ভুল কি প্রেস ফল হল ভ্যা ভ্যা করে কান্না। যতবলি তোর বাপ জীবনে কোনদিন কোথাও একটাতেও ফাস প্রাইজ টাইজ পায় নি, আর মিউজিক তো বাদ ই দিলাম। ভবি ভোলার নয়। অতএব মা দিবসের খাওয়া খাইয়ে এবঙ্গ শেষে ওপেন্টি দেখিয়ে মন টন ভালো হল। মাক্কালি সাম্পানের ওপেন্টি দেখে খুব খুশী হয়ে ঘুমোতে গেছে।

    আমাদের এক জেঠু ছিলেন, যিনি কয়েক মাস বিলেতে গিয়ে ফিরে এসে জিগ্যেস করেছিলেন গঙ্গাটা কোনদিকে রে? সেই থেকে "গঙ্গা কোনদিকে" আমাদের পরিবারের ট্যাশত্ব বা সারিয়াল ইন্ডেক্স। ফোয়ারা মানে গপ্পের নায়ক কত বছরই বা বিদেশে গেল? দশ? তাতে পুরনো কল্কতার গলি যা কিনা গত পন্চাশ বছরে বদলায় নি সেখানে স্কুলের ডিরেক্শন জিগ্যেস কর্টে হবে? তো, সারা সিনেমাটাই এমন সারিয়াল অনুগপ্পের বা "গঙ্গা কোনদিকে" সিনড্রোমে ভুগল।
  • sinfaut | 127.195.51.153 | ১০ মে ২০১৫ ০৮:৫৯657563
  • হয়ে গেল না আরও লিখবে?
  • a x | 60.171.26.111 | ১০ মে ২০১৫ ০৯:০৭657564
  • সিঁফো, অনির্বাণ মুখোপাধ্যয়ের লেখাটা পড়লে?
  • সিকি | ১০ মে ২০১৫ ০৯:১৬657565
  • আকা, বিস্তারিত লেখো।

    একটা কথা বলি - আশি নব্বইয়ের সময়ে দশ বছর কিন্তু অনেকটা সময়। নিজের কথা মনে পড়ে গেল, ১৯৮২ সালে ছেড়ে আসা বর্ধমান শহরকে চিনতে পারি নি ১৯৯৩ সালে গিয়ে। এমনকি কার্জন গেট দেখেও বুঝতে পারি নি এখান থেকে কোনদিকে গেলে আমাদের বাড়িটা ছিল। একটা মফস্‌সল শহর এতটা বদলে যেতে পারলে কলকাতা তো বদলাবেই। তখন হু-হা সব বদলাচ্ছে।
  • aka | 34.96.239.132 | ১০ মে ২০১৫ ০৯:২৪657566
  • গপ্পি বা সিনেমা শুরু, শুরু হল অবাস্তব কথোপকথনের। গপ্পির নায়কের মানে ফোয়ারার প্রথম কথোপকথন। "কি অদ্ভূত নাম? ফোয়ারা? জল পড়ে?" রিয়েলি? সো স্মার্ট? নব্বই না হোক আমার আশি ছিল, ছোটবেলার ক্রাশও ছিল, চোখে চোখে তাকানো ছিল, কিন্তু এইরকম ডায়ালগ? সাররিয়াল।

    একটি মাঝবয়সী লোক এদিক ওদিক তাকিয়ে দরজয় কড়া নেড়ে চলে যায় - দুষ্টুমি, আমার ছোটবেলার মাঝবয়সী লোকেরা জীবনের চাপে পিষ্ট, কল কারখানা বন্ধ হচ্ছে, কিকরে রোজগার ভাত জোগাড় করবে আজগের তার চাপে পিষ্ট। ঐ মাঝবয়সী ভদ্রলোক আমার কাছে সাররিয়াল।

    প্রাতিষ্ঠিনিক শিক্ষা না থাকা বোচকা বা হোয়্যটেভার দা নাম ফিরিয়ে দিল স্মার্ট কথা চালাচালি - "মেসোমশাই না মেসোপটেমিয়া" - বোঝো! আবারো সাররিয়াল।
  • pi | 116.218.2.96 | ১০ মে ২০১৫ ০৯:২৬657567
  • তবে নাইট স্কুলে দিদিমণিরা ইংরিজিতে বায়োলজি পড়াতেন, এরকমটা দেখি নাই।
  • 4z | 79.157.80.175 | ১০ মে ২০১৫ ০৯:২৮657569
  • সিকি, মানতে পারলাম না। আমরা ইস্কুল ছাড়ার পরে যশোর রোড, নাগেরবাজার এলাকার ভোল পুরো পাল্টে গেছে বলতে গেলে। এখনও ওখানে গেলে ইস্কুল কোন দিকে জিগ্যেস করতে হবে না। আর সিনেমায় উত্তর কোলকাতা যেটা দেখিয়েছে সেটা দশ বছর আগে যা ছিল, এখনও তা আছে, মনে হয় দশ বছর পরেও তা থাকবে।
  • সিকি | ১০ মে ২০১৫ ০৯:৩২657570
  • হতে পারে। সব জায়গা তো এক পেসে বদলায় না।

    আকা একটু বড় করে লেখো। ঝটপট শেষ হয়ে যাচ্ছে তো।
  • san | 113.245.15.243 | ১০ মে ২০১৫ ০৯:৩৭657571
  • বোঝো , আর আমি ভাবলাম নব্বইএর প্রেম এত ভীরু-ভীরু-লাজুক-লাজুক কবে ছিল :-D
  • aka | 34.96.239.132 | ১০ মে ২০১৫ ০৯:৩৯657572
  • ঘুড়ি আমার প্রিয়, প্রচুর মান্জা ফানজা দিয়েছি। কলকাতায় পটুয়াটোলায় ও শ্যামনগরে নাম টেনে খেলার। কলকাতায় বড়দিনের সময় অ্যান্টেনায় লেগে থাকা ঘুড়ি সাররিয়াল। কলকাতায় ঘুড়ি ওড়ে বিশ্বকর্মা পুজোয়। তক্কোবাগীশ সাম্পান কইলে 'তো কি?' রয়েছে অদ্দিন ধরে। বয়স্ক আমার কাছে ফোয়ারা আর গোপেশ্বেরর ছাদে কথোপকথন সাররিয়াল। না তো অমন ভালো আকাশ দেখা যায় না তো নীল আকাশে লাল ঘুড়ি অ্যান্টেনায় আটকে থাকে। আবারও সাররিয়াল, দৃশ্যপট ও কথোপকথন।

    সাম্পানের কিন্তু হেব্বি ভালো লেগেছে।
  • aka | 34.96.239.132 | ১০ মে ২০১৫ ০৯:৪৮657573
  • আশির শেষে ও নব্বইয়ের প্রথমে উত্তর কল্কাতায় ছিল ছাদ কালচার, পাড়া কালচারেরও বেশি। ছাদেরা একে অপরের সাথে জোড়া। বিকেলের খেলা, গপ্পোটাও বেশিটাই ছাদে। গলি তখন ব্যস্ত, যেটুকু সময় আছে সেটুকু তিরাশির বিশ্বকাপের পর ক্রিকেটের দখলে। কৃশাণু, বিকাশ, চিমা, এমেকা সবই আশির দশকের, নরসিমার সময় তেন্ডুলকারের। ফুটবলের রোমান্টিসিজম সাররিয়াল।
  • aka | 34.96.239.132 | ১০ মে ২০১৫ ১০:০৭657574
  • সব শেষে পলিটিকাল গুণ্ডামি যা আমি চোখের সামনে বড় হতে দেখেছি।

    বোম ফেটে যে ছেলেটি মারা গেল এ যেত না। আমাদের অবিশ্যি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, লাল পার্টির গুণ্ডা। আগেও বোধহয় গুরুতে লিখেছি তারা টাকার জন্য মারামারি করত। কিন্তু আইডিয়াল ভ্যালু প্রখর। ছবি মস্তানের কালি পুজোর প্রসেশ্ণে কেউ ফাজলামো করলে "ছবিদা" কেলিয়ে পাট করে দিত। সেখানে পরিকল্পিত ভাবে একটি নিষ্পাপ প্রাণ শেষ করে দেওয়া সাররিয়াল।

    তো গপ্পটি শেষমেষ আমার মতে কয়েকটি সাররিয়াল অনুগপ্পের অপটু স্টিচমাত্তর।
  • aka | 34.96.239.132 | ১০ মে ২০১৫ ১০:১২657575
  • সাম্পানের পারফর্ম্যন্সের গৌরচন্দ্রিকা কেনই বা করলাম?

    সাম্পানের দারুন লেগেছে। আমাকে বলল পরের বার আমাকে ছোড়দি মাসির বাড়ি আর তোদের কলেজ দেখাস তো। আর সকাল বিকেলের ফেলিওরের প্রভাব গন। অনিন্দ্য কোথাও তো সাকসেসফুল, আমার মতন বুড়ো ছিদ্র খুন্জতে ব্যস্ত অথচ আশির শেষ বা নব্বইয়ের প্রথ্ম না দেখা সাম্পান খুব খুশী।
  • aka | 34.96.239.132 | ১০ মে ২০১৫ ১০:১৫657576
  • সব মিলিয়ে ওপেন্টি আমার কাছে "গঙ্গা কোম্দিকে" আর সাম্পানের কাছে সুপার ডুপার।
  • ন্যাড়া | 172.233.205.42 | ১০ মে ২০১৫ ১০:৪৬657577
  • সিনেমা শব্দটা উচ্চারণ করলেই বাংলায় এত পোঁদপাকা লোক কোত্থেকে ধেয়ে আসে কে জানে! অনির্বাণ মুখোপাধ্যায় আর আগের সেই অনিন্দ্য কী-যেনর কথা বলছি।
  • cb | 11.186.70.250 | ১০ মে ২০১৫ ১১:২৯657578
  • পাগল না পেট খারাপ, কাকে নিয়ে বলছেন খেয়াল আছে?

    About anirban mukhopadhyay

    "কবি এবং প্রাবন্ধিক। এই সময়ের অন্যতম ক্ষুরধার মস্তিষ্ক এবং লেখনীর মালিক।"

    একে কিনা পোঁদপাকা বানিয়ে দিলে :P
  • cb | 11.186.70.250 | ১০ মে ২০১৫ ১১:৩২657580
  • উরেস্লা!!!!!

    "সবকিছুকে obvious করে তোলার এই প্রবণতা আমরা পেয়েছি সত্যজিৎ রায়ের সুবাদে। ‘দেবী’ বা ‘চারুলতা’-য় পিরিয়ড বোঝানোর জন্য রায়সাহেবের যে আকুলি-বিকুলি আমরা দেখে এসেছি, সেটাকেই স্বাভাবিক হিসেবে ধরে নিয়ে পরবর্তীকালে ‘পিরিয়ড ড্রামা’ নির্মাণে ‘যত্নবান’ হয়েছি।"?"
  • a x | 60.171.26.111 | ১০ মে ২০১৫ ১১:৪৫657581
  • যাক এইবারে লোকে গিয়ে পড়বে এটা :D
  • a x | 60.171.26.111 | ১০ মে ২০১৫ ১১:৪৭657582
  • আগের সেই কী যেন অনিন্দ্য বাবু গুরুতেও লিখে গেছেন মাঝে, এত সাহস!
  • সিকি | ১০ মে ২০১৫ ১৭:৪৫657583
  • ওপেন্টি বায়োস্কোপ দেখে উঠলাম এইমাত্র। অনেক কিছু লিখতে ইচ্ছে করছে, তবে লিখব না। হ্যাংওভার কাটতে সময় নেবে একটু। তার পরে।
  • S | 139.115.2.75 | ১১ মে ২০১৫ ০০:২৫657584
  • গ্লোবে শেষ সিনেমা দেখেছিলাম মনে হয় ২০০১ সালে বা ২০০২ সালের প্রথম দিকে। ভার্টিকাল লিমিটস - নুন/ম্যাটিনি শো। বহুবছর একজ্যাক্টলি ঐযায়্গায় যাওয়া হয়নি। আশে পাশে ঘুরেছি - পার্ক স্ট্রিট। ২০১১ সাল নাগাদ গিয়ে কিছুতেই আর এন্ট্রান্সটা খুঁজে পাচ্ছিলাম না।
  • S | 139.115.2.75 | ১১ মে ২০১৫ ০০:২৮657585
  • আচ্ছা কেউ বাদশাহি আংটির রিভিউ লিখবেন না? ফেলুদার ফালুদা করে রেখে দিয়েছে।
  • ranjan roy | 24.96.63.177 | ১১ মে ২০১৫ ০০:৪০657586
  • আরে নাকতলা আমার যৌবনের উপবন, বার্দ্ধক্যের বারাণসী।
    সেখানে চারবছর আগে আমার জোড়াবাগান রোডের বাড়িটা খুঁজতে গিয়ে ট্যাক্সি এদিক দিয়ে ঢোকে সেদিক দিয়ে বেরিয়ে বড় রাস্তায় পড়ে।
    ট্যাক্সিওয়ালা খেপে গিয়ে বলল আমায় ছেড়ে দিন।
    পায়ে হাঁটা গলিপথ গুলো যে পাকা রাস্তা হয়ে গেছে, পুকুর বুজে গেছে। সমান ফেলাট উঠেছে। চেনা আপেল মহিলারা বাঁধাকপি হয়ে গেছেন।
    অবশ্যি সবাই যে আমার মত আতাক্যালানে হবে তা তো নয়!
  • Atoz | 161.141.84.175 | ১১ মে ২০১৫ ০০:৪৩657587
  • চেনা পেন্সিল পুরুষেরা আতা হয়ে যান নি?
    ঃ-)
  • S | 139.115.2.75 | ১১ মে ২০১৫ ০০:৪৯657588
  • রন্জনদা, নাকতলা এখন নভ্যু সাদার্ন এভিনিউ। বললে হবে। নাকতলার বন্ধুরা এখন কাঁটা চামচে মাছের কাঁটা বেছে সাবওয়ে ধরে আপিসে যায়। হে হে।
  • ranjan roy | 24.96.63.177 | ১১ মে ২০১৫ ০১:০২657589
  • s,
    আমি এখন নাকতলার নবোদয় ক্লাবের পাশে একটি ফ্ল্যাটে ভাড়ায় আছি।এই পাড়াটি আমার স্কুল জীবনে মাঠ ও ক্ষেত ছিল। পাশের বিদ্যাসাগর কলোনী জলাজায়গা ছিল। আর এখন ঃ))
    AtoZ,
    অবশ্যই। শুধু আতা? নষ্ট শসা, পচা চালকুমড়ো সবই হয়েছেন।ঃ))
  • S | 139.115.2.75 | ১১ মে ২০১৫ ০১:১৪657591
  • ঐ জায়গাটি আমারও চারণভুমি ছিলো এককালে। বৃষ্টি হলে ঐ মাঠগুলোতে কাদা হয়ে যেতো, আর সেই কাদাতে ফুটবল খেলতে যে কি ভালো লাগতো। নাকতলার সব ভালো, শুধু জলটা বেজায় নোনতা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন