এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৩657360
  • নো ওয়ান্ডার !

    আমার পয়েন্টটা ছিল যে এই ক্রিটিক্যাল (আঁতেল) আলোচনা, এগুলিতে ঘুরে ফিরে সেই - ফ্রয়েড, মান, গোদার, বুনুয়েল, কাফকা, ফুকো --- একটু হেজে যায় না? এক জিনিস ... এটা কি পশ্চিমবঙ্গ তথা কলকাতার লোকেদের সিন্ড্রোম...
  • a x | 60.171.26.111 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৩657359
  • কল্লোলদা, আবার, অনিন্দ্যর লেখাটা ফিল্ম রিভিউ না। অনিন্দ্যর লেখাটা এই ফিল্মের মূল উপাদান যা অর্থাৎ নস্টালজিয়া, সেটিকে নিয়ে। মূল উপাদান নস্টালজিয়া, এটা আমি অধ্যাপক অনিন্দ্যর লেখা পড়ে জানিনি, পরিচালক অনিন্দ্য ও প্রযোজকের ইন্টারভিউতে, যারা সিনেমাটা দেখেছে, তাদের কাছ থেকে জেনেছি।

    অনিন্দ্যর লেখাটা নস্টালজিয়ার ভূমিকা কি হতে পারে, তা নিয়ে, এবং তিনি নিজেও যে তা থেকে বাদ পড়েন নি, এবং পড়বেন না সেটাও জানিয়েছেন। অনেক কিছুই তো অনেক ভাবে কাজ করে। কেন আমার ভালো লাগছে, সেই ভালো লাগাটার বৃহত্তর ভূমিকা কি, আমি নিজেও পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে তার আওতায় পড়ি কিনা, যদি পড়ি তাহলে কিভাবে সেটাকে আমি মোকাবিলা করব, সেটাও কারোর চাহিদা/ইচ্ছে/রাজনীতি হতে পারে। সবার হতে হবে, কেউ এ দাবী করেনি। কিন্তু যদি কেউ করে, তার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য, কোনো আমায় দেখো, কোনো আমি কি হনু শুধু এই থেকেই করছে এইটে বার করাটা ফালতু।
  • a x | 60.171.26.111 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৬657361
  • না, এটা আন্তর্জালিক সিন্ড্রোম - কাকে ছেড়ে কাকে ধরবেন, সব কটা বেঁড়ে ব্যাটা। প্রতিটি বিষয়ে কেউ কেউ থাকে যাদের রেফারেন্স ফিরে ফিরে আসে। তাদের সেমিনাল কাজকর্মের জন্য। যারা সেসব বিষয় নিয়ে কাজ করেন, তারা যখন সে নিয়ে লেখেন তখন তাদের নাম আসে। পোস্ট মডার্ন হলে স্পিভাক দেরিদা আসবে, বিয়ের কেক নিয়ে বলতে গেলে সিল্ভিয়া উইনস্টকের নাম আসবে, সিনেমা নিয়ে বললে গোদার, ব্রেসন আসবে। আমি যদি আজ অ্যান্জিওজেনেসিস (নতুন রক্তনালী তৈরি হওয়া) -এর ওপরে একটা জেনেরাল লেখা লিখি, জুডা ফোকম্যানের নাম আসবে। আমাকে কেউ বলবেনা, ঐ দেখ কি আঁতেল দেখেছিস! এটা ডিসিপ্লিনটারই পার্ট!
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৭657362
  • তাই! গোদার ছাড়া কোনো সিনেমার ক্রিটিক্যাল অ্যানালিসিস সম্ভব না ! রিয়েলি! আমি তো দেখি না।
  • pintu | 118.13.142.47 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৩657363
  • হেজে তো যায়। এই যে লিখতে গেলেই সেই অ আ ক খ। কি বোর।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৭657364
  • এব্যাপারে আমেরিকানরা হেব্বি। টাইম ম্যাগাজিনে সিনেমা রিভিউ দেখো, নো গোদার, নো ট্রুফো - ভেরি রেয়ার। একদম পাতি।
  • pintu | 118.13.142.47 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০৩657365
  • এই আবার টাইম কেন? নবকল্লোলের রিভিউতেও একদম আঁতলামি থাকত না।
  • aka | 34.96.239.132 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০৬657366
  • অনিন্দ্য সেনগুপ্তর লেখাটায় একটা অ্যাটিটিউড আছে কিন্তু বক্তব্য ঠিকই। লেখাটা আদৌ সিনেমাটা নিয়ে নয়। লেখাটা চন্দ্রবিন্দুর তৈরি করা মিসোজিনিস্ট অ্যাটিটিউড ও অহেতুক নস্টালজিয়া প্রীতির প্রতি আক্ষেপ। এবম আসম্কা এই সিনেমাও সেই একই মদ পুরোনো বোতলেই।

    তোমার জন্য চিন্তা হয়
    তুমি তো খোকা গোদার নয়
    খুটুর খাটুর নস্টলজি চর্চা
    সোনা বড্ড বেশি আন্তলামো
    সিনেমা গানে ছ্যাবলামো
    একই থিম করলে জিম খুব বোরিম
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১১657367
  • টাইম্‌স অফ ইন্ডিয়া-তেও খুব একটা থাকে না।

    বুঝেছি, বাংলা সিনেমা দেখে ক্রিটিক্যালি বুঝতে গেলে বা মস্তিষ্কের অনলস ব্যায়াম করতে চাইলে গোদার জানা চাই।
  • aka | 34.96.239.132 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৫657369
  • ল্যাদোষদা ওপরের পদ্যটা চন্দ্রবিন্দুর গানের প্যারডি ওদেরই জন্য। ঃ)
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৫657370
  • হে হে, আকা। বিশেষ করে লাস্ট লাইনটা।

    এখন এটা ইন্টারেস্টিং ব্যাপার।

    দুটো এক্সট্রিম।

    একদিকে আমি গোদার জানি, তুমি জানো না - আগে পড়া করে এসো তবে তোমার সাথে কথা বলা যাবে।

    অন্য দিকে, তুমি গোদার ঝাড়ো শুধু দেখনদারির জন্যে, ফোট বে আঁতেল।

    এই দুটি এক্সট্রিম তৈরি হয়েছে। একদিনে হয় নি।

    ভাবো, ব্রাহ্ম ধম্মো যখন তৈরী হল - আইডিয়াটা কিন্তু হেব্বি ছিল। সে যুগে এক দারুণ লিবারাল প্রোগ্রেসিভ আইডিয়া। কিন্তু যারা ব্রাহ্ম ধম্মো ধারণ করল তাদের বাড়ির চাকর বাকরদের সে ধম্মো নিতে দেওয়া হল না। আস্তে আস্তে ব্রাহ্ম ধম্মো উঠে গেল।

    ইন্টেলিজেনশিয়া যখন সেগ্রিগেশন টুল হিসেবে ব্যবহার হয় তখন এই অবস্থা হয়।
  • Tim | 188.91.253.190 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫১657372
  • আর মাইরি, ক্ষেত্রবিশেষে পড়াশুনোর প্রতি শুদ্ধ ভক্তি এবং শুদ্ধ অশ্রদ্ধা দেখে বেশ মজা পাই।
  • Tim | 188.91.253.190 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫১657371
  • এলসিএমদা,
    পড়া করে না আসা যদি মানবাধিকার ও গর্বের ব্যাপার হয়, তাহলে বলতেই হবে এটি একেবারেই পব সিন্ড্রোম। বাকি পিথিবি কিন্তু এখনও পড়ে এসে বাতেলা দাও নীতিতেই বিশ্বাসী। সে তুমিও ভালোই জানো, ইন্টারভিউ নিতে বসে তুমি আহারে ছুঙ্কুমনা সাবজেক্টে গাড্ডু পেয়েছো এই নাও চাকরি যাও চেয়ারে বসে ল্যাবেঞ্চুস খাও না বলে মিষ্টি হেসে গলাধাক্কাই দেবে। এটা কোন এক্সট্রিম নয়।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০১657373
  • নাহ, কেউ বাংলা সিনেমা নিয়ে লিখতে এলে তাকে গোদার জানে না বলে হ্যাঠা কর ঠিক নয়, বলা উচিত নয় যে অলস মস্তিষ্কের ফসল। অর্থাৎ, গোদার না জানা অপরাধ নয়।

    আবার, কেউ গোদার জানে এবং বাংলা সিনেমার রিভিউ করতে গিয়ে গোদার রেফার করলে তাকে - দেখনদারি আঁতেলবাজ বলা ঠিক নয়। অর্থাৎ, গোদার জানাটা অপরাধ নয়।

    মুশকিল, হল এই "ঠিক নয়" গুলো যখন ঠিকভাবে চলতে থাকে।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০২657374
  • টিম,
    ইন্টারভিউতে আর যাই করি, হ্যাঠা করি না। অনুন্নত মস্তিষ্কের অধিকারী বলে আবাজও দিই না।
  • a x | 60.171.26.111 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৭657375
  • এলসিম হয় আদৌ কী বলেছি বোঝেন নি, নয়ত বুঝেও টুইস্ট করছেন।

    আমি যখন টিভি দেখি আমি ভাবিনা। মস্তিষ্ক পুরো অফ থাকে। মাঝে মাঝেই রাতের দিকে হাঁ করে চেয়ারে খানিক দেখি, কিছুক্ষণ বাদে ভুলেও যাই কি দেখেছিলাম। আমার মস্তিষ্ক অলসই থাকে - এর মানে আমি অনুন্নত মস্তিষ্কের অধিকারী নই। এর মানে ক্ষেত্রবিশেষে আমি ডেলভ করতে চাই না। এর সাথে গোদারের কোনো সম্পর্ক নেই। যে জীবনে গোদারের নাম শোনেনি সেও এই সিনেমা দেখে ঠিক এই কথাগুলোই (যা অনিন্দ্য বলেছে) বা অন্যকিছু যা ভাব্না চিন্তা করে মনে হয়েছে বলতেই পারত। অনিন্দ্যর অপরাধ কেন তিনি গোদারের নাম এনেছেন!

    গোদার জানতে হবে একথা না আমি বলেছি, না অনিন্দ্য বলেছেন। জোর করে এটা টেনে এনে কিছু লাভ নেই। বরং যেটা এই টইতে হয়েছে, সেটা ঐ দেখ আবার গোদার এনেছে, আঁতেল সাজার চেষ্টা।
  • a x | 60.171.26.111 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৯657376
  • "নাহ, কেউ বাংলা সিনেমা নিয়ে লিখতে এলে তাকে গোদার জানে না বলে হ্যাঠা কর ঠিক নয়"

    এইটা কোত্থেকে এল?
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৬657377
  • অক্ষ,
    আমি যখন টিভি দেখি আমার মস্তিষ্ক অন থাকে। গোদার/বার্গম্যান/বুনুয়েল দেখতে গিয়ে আমার মস্তিষ্ক অফ হয়ে যায় অনেক সময়।

    সবার মস্তিষ্ক তো এক নয়। কিন্তু, তা বলে অলস ইত্যাদি লেবেল দেওয়া বোধ হয় কাম্য নয়। ঐ লেবেলিং-এর অন্য সাইড হল - চল ফোট আঁতেল । এটা একটু খেয়াল রেখো।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৯657378
  • "অনিন্দ্যর অপরাধ কেন তিনি গোদারের নাম এনেছেন!" ---
    অপরাধ আবার কে বলল?

    অপরাধ নয়। কৌতূহল, যে এসব রেফারেন্স ছাড়া কি সিনেমার রিভিউ হয় না। নিছক কৌতূহল।
  • a x | 60.171.26.111 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩১657380
  • ল্লেহ! আপনার মস্তিষ্ক অফ হয় তা নিয়ে তো আমার কোনো প্রবলেম হয়নি। অফ হয়েছে এটা বললে আপনার প্রবলেম হচ্ছে। এবং তারও আগে প্রবলেম হচ্ছে আমার মস্তিষ্কও কেন অফ হয়নি তাই নিয়ে।
  • a x | 60.171.26.111 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৩657382
  • মানে স্পেসিফিকালি আপনার প্রবলেম হচ্ছে কিনা জানিনা, কিন্তু এখানে জনতার রিয়াকশনে দেখা যাচ্ছে যে অন্য কারোর কেন অফ হয়নি, সেটাই আসল সমস্যা।
  • Ishan | 24.99.239.53 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৩657381
  • অনেকদিন বাদে নেটে এসে অনিন্দ্য সেনগুপ্তের লেখাটা পল্লাম। এটা উনি ক্কী লিখেছেন? :-)
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৪657383
  • বোঝো!
    অলস মস্তিষ্ক... - এসব লেবেলিং তো আমি করি নি। তুমিই করেছ। তোমার যদি মনে হয়, এরকম করা ঠিক আছে। ফাইন।
  • a x | 60.171.26.111 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৬657384
  • এক, আবার, ওটা সিনেমার রিভিউ না।। দুই, গোদারের নাম ছাড়া প্রচুর রিভিউ হয়। আঁতেলরাই করে। তারা এমন লোকের নাম বলে যাদের নাম আমি শুনিনি। গোদার তাদের কাছে মেইনস্ট্রীম হয়ে গেছে।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৮657385
  • এটা কি অলস মস্তিষ্কের ব্যাখা ?
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪০657386
  • এগজ্যাক্টলি, সেটাই আমার বক্তব্য ছিল। যে, এসব ছাড়া রিভিউ হয়।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪১657388
  • ও, আচ্ছা। তাহলে ব্যাখা নয়।
  • a x | 60.171.26.111 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪১657387
  • অলস মস্তিষ্কের ব্যাখ্যা তো বহুবার দিলাম - আপনি সেটার বহুবিধ ইন্টার্প্রিটেশনও করলেন - হঠাৎ আবার একই প্রশ্ন কেন?
  • a x | 60.171.26.111 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪২657389
  • রিভিউ হয় তো কি? মানে তাতে কি হল? গোদার জানতে হবে এই দাবীটাই বা কে করল? এই কঘন্টায় গোদারের নাম যতবার লিখলাম, সাতজন্মেও লিখেছি কিনা মনে করতে পারছিনা!
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৩657391
  • বোঝো! অক্ষ আমার সাথে একমত হয়ে যাচ্ছে।
    গোদার না জানলেও চলবে - এগজ্যাক্টলি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন