এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 24.139.196.6 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৭657459
  • আপাতত টইটা বেশ পচুন্দো হয়েছে এ কতা জানালাম।

    রবিবাবু বোধ হয় কথা ও সুরকে পরিপূরক করতে চান নি।স্বামী স্ত্রীর সম্পর্ক (অ্যাঃ, মিসো কোথাকার) এরকম একটা কথা বলে ছিলেন। জীবনস্মৃতিতে আছে না, একটা গানের সুর গুনগুন করতে করতে তিনি দেখলেন ' সুর যে জায়গায় কথাটাকে লইয়া গেলো', শুধু লিরিক দিয়ে তিনি তার ধারেকাছেও পৌঁছতেন না।
  • Tim | 101.185.30.121 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫৮657460
  • কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। মিসো'র ভয়ে ব্যোমকেশ ছেড়ে যদি মিতিনমাসি পড়তে হয় তো সে ভারি কঠিন শাস্তি হবে। ঃ-)
  • | 116.66.86.233 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৩657461
  • আরে হুচি পথের পাঁচালী সম্পরকে এই কথা ত ট্যানই বলেছে গুরুতেই।
  • a x | 138.249.1.202 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩২657463
  • দুর্গা
  • a x | 138.249.1.202 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩২657462
  • ওরে বাবা হু এটা কি বলল! সর্বজয়া তো অপুকে অনেক বেশি প্রশ্রয় দিতই। সর্বজয়া লোভী ছিল, দূর্গা লোভী ছিল, সর্বজয়া সারাক্ষণ তিতিবিরক্ত হয়ে থাকত - এগুলো প্রতিটিই বদগুণ - এবং তাই দিয়ে তৈরি একটা মানুষের ছবি। মেঘে ঢাকাতে তো গীতা অতি বাজে। দিদির যাকে ভালো লাগছে তাকে সিডিউস করে, স্বার্থপর ইত্যাদি। এইভাবে চরিত্র গুলো তৈরি। লেখকের, পরিচালকের, সৃষ্টি, দৃষ্টি না।
  • Atoz | 161.141.84.175 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১৩657464
  • আর সেই "অশূদ্রে প্রতিগ্রাহী"? ওরে বাবা, সে যে আরো বেশি পলিটিকালি ইনকারেক্ট। জলসত্র গল্পটায় আছে। এক ব্রাহ্মণ জলসত্রে যে জল দিচ্ছে তার জাত জেনে তবে জল খাবেন, কারণ তাঁর বংশ অশূদ্রে প্রতিগ্রাহী। কখনো শূদ্রের থেকে কিছু নেন না। তাই ঐ লোক সদগোপ জেনে তবে তিনি জল খেলেন সন্দেশ খেলেন ডাব খেলেন।
    ঃ-)
    বিভূতিভূষণ বন্দ্যো অতি সরলসোজা ভাবে লিখে গিয়েছেন সবই। তাঁর কালের সমাজচিত্র।
    কিন্তু এখন তো সেগুলোকে প ই কা বলতেই পারি।
  • 00 | 176.216.157.79 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৪657465
  • a woman is a woman র Emile বা্ছা চাত নি, Angela চেয়ে্ছিল বোধহয়।
  • I | 120.224.201.249 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০০657466
  • যাঃ, যেসব কথা লিখব বলে ভেবেছিলাম, সব বন্দুক লিখে দিয়ে গেছে।
  • একক | 24.96.227.223 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৪657467
  • ঠিকই বলেছেন ।নায়িকার নাম এঞ্জেলা । আনা কারিন ছিলেন । ঠিক্করে দেওয়ার জন্যে ধন্যবাদ :)
  • I | 120.224.201.249 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৩657469
  • পিসিমা লেখকের দৃষ্টি চাও? সন্দীপন মনে করে দেখো। এমন মিসোজিনিস্ট বাংলা সাহিত্যের স্টলওয়ার্টদের মধ্যে খুঁজে পাবে না। না, একজন আছে। জীবনানন্দ দাস। মাল্যবান-এর মত মিসোজিনিস্ট বাংলা উপন্যাস আমি আর পড়েছি বলে মনে পড়ছে না।

    তাছাড়া এত স্যানিটাইজড, পলিটিক্যালি কারেক্ট লেখাপত্তর আর কোথায়ই বা পাব? কেনই বা খুঁজতে যাব? গাঁ উজাড় হয়ে যাবে যে! অ্যাস্টেরিক্স হোক বা নার্সারি রাইম বা কাফকা-সবই তো মতাদর্শগতভাবে কারো না কারো বিরুদ্ধে যাবে। আমি একজন বাঙালী বাম লিবারেল আর রাজীব একজন বিহারী আর এস এস ( সত্যি, বিলেতে আমার সঙ্গে থাকত, আর এস এস অথচ সাহিত্য পড়ে এমন আর দেখি নাই), দুজনে মিলে কোনো বিশেষ একজন লেখকের লেখা পড়ে আমোদ পাবো বিন্দুমাত্র মতের অমিল না ঘটিয়ে, এমনটা কি কখনো সম্ভবিবে?
  • aka | 34.96.239.132 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৪657470
  • এই যুক্তিটা মানলাম না। তাইলে হানি সিং ইয়ো ইয়ো কি দোষ করল?
  • d | 24.99.188.248 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪০657471
  • কিন্তু তাই বলে মিসোজিনিস্টকে এক আধবার কুঁইকুঁই করেও মিসোজিনিস্ট বলা যাবে না, এই বা কেমন দাবী?
  • d | 24.99.188.248 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪০657472
  • কিন্তু তাই বলে মিসোজিনিস্টকে এক আধবার কুঁইকুঁই করেও মিসোজিনিস্ট বলা যাবে না, এই বা কেমন দাবী?
  • I | 120.224.201.249 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৮657473
  • না না, বলুন না। বলতে কে আটকাচ্ছে। আমিই তো শরদিন্দুকে মিসোজিনিস্ট বলি। গালিই দিই বস্তুত। তবে পড়িও। পড়বার সময় গা-টা হাল্কা রি রি করে জ্বলে যদিও। কুন্দেরা পড়তে কি জ্বলে না? অরওয়েল পড়তে? তেমনি আবার রাজীবেরও হাওয়ার্ড ফাস্ট পড়তে জ্বলে নিশ্চয়। একসাথে অবশ্য পড়ে দেখি নি। আমরা সেফলি মার্কেজ পড়তাম, কারোরই তেমন জ্বলত না। তবে কিনা দিল্লীর সেই মেয়েটি, বেশ ফেমিনিস্ট মত, সে যদি আমাদের সাথে মেলাংকলি হোরস পড়ত, তার কি আর জ্বলত না?
  • Tim | 101.185.30.121 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫০657474
  • চন্দ্রবিন্দুর লেখা কেন চারপাশে যা ঘটছে তার সৎ পোর্ট্রেয়াল নয় এটা কিন্তু ভাবার। এখানে কি আমরা গানের গল্প অংশটাকে আর স্রেফ ফিকশন হিসেবে নিচ্ছি না? না নিলে, কেন নয়?
    নিলে কিন্তু ওটাকে চন্দ্রবিন্দুর সৃষ্টি বলতে হবে, দৃষ্টি না।
  • একক | 24.96.227.223 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১৫657475
  • মিসগায়নি বা মিসানড্রি ছাড়া আদৌ কোনো শিল্প সম্ভব ? কেজানে । আমি শব্দ দুটোকে "একট আউট অফ প্রিজুডিস এবাউট অপসিট জেন্ডার" হিসেবেই ধরছি । যা অভিধান গত মানে ।
  • Atoz | 161.141.84.175 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২০657476
  • না না পড়বো না কেন? সাহিত্য কাব্য গান টান সবই তো কোথাও না কোথাও ইয়ে যাকে বলে একেবারে ইয়ে।
    সেই হিসাবে তো রামায়ণ মহাভারত ইত্যাদিও ভীষণ পলিটিকালি ইনকারেন্ক্ট। রামায়ণে তো রাক্ষস টাক্ষস বাঁদর টাদর এইসব বলে দিয়েছে (ওরাও দেখি তাতে কিছুই না মনে করে যেন এই যদু এই মধু বলে ডাকছে এই হনুমান এই রাক্ষস রাবণ সেরকম সোজাসাপ্টা নিচ্ছে)। আর তেড়েঝেড়ে যত খারাপ সব দেখিয়েছে ওদের। এমনকি ওদের নামগুলো পর্যন্ত ক্যামোন বিশ্রী দিয়েছে। হিড়িম্বা ঘটোৎকচ মন্দোদরী কুম্ভকর্ণ দুঃশাসন বিভীষণ কীসব নাম! আর এদিকে দেখুন দেববর্ণিনী, যাজ্ঞসেনী, যুধিষ্ঠির, অর্জুন, রামচন্দ্র, ভরত-----
  • 00 | 181.64.40.104 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৭657477
  • @ ইন্দো, 'আর এস এস অথচ সাহিত্য পRে -- এই বাক্য পRে অমর গা রি রি করল (আর এস এস না হয়েও) - তাতে কি আর ইন্দো র profiling বন্ধ হবে? মনে হয় না ঃ)
  • lcm | 60.242.88.91 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪০657478
  • মলম লাগাও। জ্বলবে না।
    চোখে মলম লাগিয়ে বই পড়ো,
    কানে মলম লাগিয়ে গান শোনো
  • একক | 24.96.227.223 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৬657480
  • মন্দোদরী তো সুইট নাম ।
  • Atoz | 161.141.84.175 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৫১657481
  • "মান্দু উ উ উ, ও মাই সুইটি পাই " বলে সুর করে ডাকতে গেছিল রাবন্দা। ঃ-)
  • a x | 138.249.1.202 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০০657482
  • স্যানিটাইজড লেখা খুঁজতে হবেনা - কিন্তু মিসোজিনি দেখলে তাকে মিসোজিনি বলে চিহ্নিত করবনাই বা কেন?
  • a x | 138.249.1.202 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০১657483
  • ও যাহ্‌ ইন্দোর লেখা দেখেই উত্তর দিয়েছিলাম, দমুর পোস্ট এখন দেখলাম।
  • a x | 138.249.1.202 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১২657484
  • আরো একটা বক্তব্য আছে আমার। গন উইথ দ্য উইন্ড হাইলি রেসিস্ট। কিন্তু তা অনেক বড় হয়ে বুঝেছি। কিম্বা বুড়ো হয়ে। পড়তে গিয়ে, দেখতে গিয়ে, আবেগমথিত যে বয়সে হয়েছি এবং আমি না অধিকাংশ মানুষ হয়েছেন, তখন ভাবিনি। তারও আগে অনেক বেশি এক্সপ্লিসিটলি রেসিস্ট সাহিত্য কি হয়নি? হয়েছে। আমাদের সিনেমা সাহিত্যে চাকরদের তুই তোকারি করা তো বহাল তবিয়তে আছে, শুধু আছে মানে লোকে বলছে, সেটা তুলে ধরে আছে না, সেটাকে নর্মালাইজড করে আছে।

    এখন লোকে দুইবার ভাবে ঐ রকম রেসিস্ট সাহিত্য লিখতে গেলে। লোকে আপত্তি টাপত্তি করে। "মেয়েলি" ছেলের ডেপিকশন নিয়েও লোকে কিঞ্চিৎ সচেতন হতে শুরু করেছে। কিন্তু যেই সেক্সিম আসে বাজারে, তখন সেটা এমনই নর্মালাইজড যে সেটা নিয়ে ভাবাটাও খিল্লির বা আহা এত শুচিবাই কেন আবার এরকম একটা ব্যপার। লোকে ওবামাকে কালো বলে খিল্লি করে প্রচুর ঝাড় খেয়েছে (তৎসত্ত্বেও করে যাচ্ছে), কিন্তু হিলারিকে মেয়ে বলে যে ধরণের জোক চলে - সেটাতে একটা ভুরুও ওপরে ওঠেনা।

    কাজেই আমি আশা করিনা এত বছর ধরে চলে আসা, একটা পুরোপুরি মজ্জায় বাস করা জিনিস হঠাৎ করে লেখকেরা (এবং লেখিকারাও) কাটিয়ে ফেলবেন। তার পরেও তারা মহৎ সাহিত্য সৃষ্টি করবেন, তার পরেও নবারুণ লিখবেন। এবং সেসব তো আর কাউকে বয়কট করতে বলা হয়নি রে বাবা, কিন্তু তা বলে চোখ বন্ধ করেই বা থাকতে হবে কেন?
  • lcm | 60.242.88.91 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১৩657485
  • একদম ঠিক, স্যানিটাইজ্‌ড লেখা খোঁজার দরকার নাই।
    আর টাইম-টাও তো একটু খেয়াল রাখতে হবে।
    একবার এক বন্ধুর সঙ্গে পার্সোনা দেখছি, তো ঐ যে নার্স মেয়েটি, আমি সুইসাইড করতে পারি বা এরকম কিছু একটা বলেই ফস করে একটা সিগারেট ধরালো। তো বন্ধু বলল যে দ্যাখ পরিচালক ঐ জন্যে ঐ সুইসাইড কমেন্টের সঙ্গেই সিগারেট ধরিয়ে দিল। আমি বললুম, ধুর, এ তো ষাটের দশকের, তখন এরকম দুমদাম সিগারেট দেখাতো, বিধিসম্মত সতর্কীকরণ-ও তখন শুরু হয় নি হয়ত।
  • Atoz | 161.141.84.175 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১৬657486
  • বড়াই, শুধু শরদিন্দুই বা কেন, বঙ্কিমচন্দ্রের লেখাও তো বেশ রেসিস্ট। আনন্দমঠ এ তো বটেই, দুর্গেশনন্দিনী, রাজসিংহ, সীতারাম সবেতেই তো কিছুকিঞ্চিৎ পাওয়া যায়।
    আর শীর্ষেন্দুর লেখাতে তো একেবারে জাতেকাটে মিলিয়ে বর্ণে বর্ণে মিলিয়ে পাল্টি ঘরে বা অনুলোম বিবাহ করা উচিত, না করলেই মহা সব্বোনাশ- এই কথা প্রায় প্রতিটি বড়দের উপন্যাসে ও গপ্পেই পাওয়া যায়।
    ওহ, ছোটোদের/কৈশোরের গুলো কী বাঁচা বেঁচেছে এই নিরিখে! ভাগ্যিস ছোটোবেলা বা কৈশোরে বিবাহ করতে হয় না! ঃ-)
  • a x | 138.249.1.202 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:২৮657487
  • আর আবার এই পুরুষের দৃষ্টি-এর বিপ্রতীপেই মেয়েদের দৃষ্টি এইভাবে দেখা যায়না। বৃহত্তর রাজনীতিতে একজন মোর পাওয়ারফুল। যেমন আমি বলতে পারিনা, বর্ণহিন্দুর সাহিত্যে নমঃশূদ্রকে খাটো করা হয়েছে তো কি হয়েছে, নমঃশূদ্রের কথা নমঃশূদ্রেরা লিখবে। বলতে পারিনা কারণ কোনো সমান প্ল্যাটফর্ম নেই। পাওয়ারলেস আর পাওয়ারফুলের অসম লড়াই তে এইভাবে ইকুইভ্যালেন্স টানা যায়না।
  • kk | 117.3.196.87 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:০০657488
  • সেই আপনারা টই হাইজ্যাক করেই ছাড়লেন!!
  • a x | 138.249.1.202 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:১৮657489
  • কলি, কলি তুমি কি দেখ নাই তোমার কথা ভেবেই আমি সিলভিয়া ওয়াইনস্টকের নাম কেমন ড্রপ করেছি? ;-)
  • Atoz | 161.141.84.175 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:২৩657491
  • আরে কেকে যে! ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন