এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 60.171.26.111 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৬657392
  • যেখানে শুরু থেকে শেষ কোথাও বলিইনি গোদার জানতে হবে, সেখানে আপনি টুইস্ট করে নিজেই বলছেন আমি কি বলেছি আর বলিনি, একমত হওয়া ঠেকায় কে!
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫০657393
  • খাইসে! তাহলে আমিই বললাম যে গোদার জানতে হবে। আবার আমিই বলছি গোদার জানতে হবে না।
  • Tim | 188.91.253.22 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৬657394
  • ল্যাদোষদা হ্যাটার বক্তব্যটাও বুঝলাম না। ভালো লাগলে হ্যাটা করলো কে? আমারই তো ট্রেলার দেখে ভালো লেগেছে গান ভালো লেগেছে সিনেমাটাও দেখবো আমি তো কই হ্যাটিত বোধ করলাম না।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৬657395
  • টিমের কথা কিছু বুঝলাম না। চাগ্রির ইন্টারভিউ এসব পোস্ট তো টিমই করল।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৯657396
  • অর্থাৎ, আমরা কেউ কারো কথা বুঝতে পারছি না।
    যবে থেকে অক্ষ অনিন্দ্যর লেখা কাট-পেস্ট করেছে তখন থেকে শুরু হয়েছে।

    তাহলে কি খাড়াইল - সিনেমা না দেখে কোনো লেখা বা সেই লিখা নিয়ে ক্যালোরব্যালোর -- ওহ, সে কি কনফিউশন।
  • Tim | 188.91.253.22 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৩657397
  • তুমি লিখলে যে দুটো এক্সট্রিম হয়েছে নাকি। কেউ গোদার না গুলে সিনেমা দেখলে নাকি হ্যাটা করা হচ্ছে। কোথায়?
    আমি তো দেখলাম যারা নিজেদের মত করে পড়াশুনো করে লিখতে গেল, তাদেরই আঁতেল, আপনাদের তো হেব্বি চাপ ইত্যাদি আবাজ খেতে।

    ইন্টারভিউএর পোস্ট এটা দেখাতে যে, যে কোন ফিল্ডেই এক্সপার্টের কাছে পড়াশুনো না করাটা কোন কাজের কথা নয়। পড়িনি তো কি বেশ করেছি এটা কেউ অ্যাকসেপ্ট করেনা। কোন পক্ষই কোন পক্ষকে হ্যাটা না করলেই ভালো, কিন্তু আঁতেলরাই খালি পড়ে এটা আরোই খারাপ।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৭657398
  • দেখেছ কান্ড! অক্ষ-র অলস মস্তিষ্ক কমেন্ট টিম দেখতে পেল না। আর আমি সেই কমেন্ট নিয়ে একগাদা পোস্ট করে টই জিইয়ে রাখলাম।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩০657399
  • যে যা খুশি বলছে। কে কইল এখানে যে পড়াশোনা বাজে জিনিস - কে কইল হেই কথা?
    উফ, কি পাকাইসে।
  • d | 24.99.62.237 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৩657400
  • আমি প্রভুত ঘেঁটে গেছি।
    গোদার জানতে হবে বা এই জাতীয় কমেন্ট কোন পোস্টে আছে ল্যাদোশ একটু কপি পেস্ট করে দেবে? বা টাইমস্ট্যাম্প দিলেও চলবে।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৮657402
  • আরে ঐ যে অক্ষ ল্যাখল না -- ...কল্লোলদার হেবি রাগ ব্যাটা গোদারকে টেনেছে কেন...।
    ঐ নিয়ে, তেমন কিছু গুরুত্বপুর্ণ ব্যাবার না। ক্যালোরব্যালোর।
  • Du | 230.225.0.38 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৯657403
  • আমার আবার আজকাল মেয়েদের নিয়ে ইয়ার্কি মারলে রাগ উঠতে যাচ্ছে কিন্তু তারপরেই ভাবছি - আরে যে সুই শার্লি বলছি আর নিজের ব্যাপারে হাসলেই রাগ উঠছে? হাসাহাসি সহ্য করার দায় কি শুধু মুসলমানেরই রয়ে গেল?
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫২657404
  • ওহো হো, দ্যাখসো দু কিন্তু কইসে একখান কথা।
    পলিটিক্যাল কারেক্টনেস - সে এক জিনিস, দুই দিক খোলা তরবারি।
  • Abhyu | 85.137.12.52 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০০657405
  • তা হোক, ব্যাপারটা জমেছিল ভালো। ল্যাদোশদা কাটিয়ে দিল।
  • lcm | 118.91.116.131 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০৪657406
  • সুপার খেলা শেষ হৈয়্যা গ্যাসে কখন। তারপরে টানলাম তো। একা আর কত টানব।
  • - | 109.133.152.163 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৫657407
  • এর মধ্যে আবার হিন্দু-মুসলমানও আছে!?
  • b | 24.139.196.8 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৬657408
  • গোদারটা আবার কে? টালিগঞ্জের নতুন নায়ক নাকি? বিচ্ছিরি নাম।
  • pi | 122.79.37.162 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৪657409
  • লেখাটায় চন্দ্রবিন্দু দিয়ে গেলুম। আমিও অবশ্য না দেখেই।
  • তাপস | 233.29.204.178 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২১657410
  • ওপেন টি নিয়ে অনিন্দ্যবাবুর সরাসরি বক্তব্য আছে একটাই লাইনে বোধহয়, যেটা কিছুটা ভবিষ্যদ্বাণীর মত শোনাতে পারে - "কারণ না দেখেও বলা যায় যে ছবিটি চন্দ্রবিন্দুর বহু গানের চলচ্চিত্র ভার্সান একটি, এবং আপত্তি সেখানেই।" কিন্তু সিনেমা বানানোর ধাঁচা যাঁরা খেয়াল করে থাকেন, তাঁরা এরকম একটা পূর্বসিদ্ধান্তে পৌঁছতে পারেন, পেশা/নেশার সঙ্গে জড়িয়ে থাকার কারণেই । সেটা ভুল প্রমাণিত হলে তাঁকে হ্যাটা দেওয়া হোক না ! কিন্তু বাকি বক্তব্য তো অন্য সব বিষয় নিয়ে-
  • কল্লোল | 125.242.166.139 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৪657411
  • অক্ষ। "কল্লোলদা, আবার, অনিন্দ্যর লেখাটা ফিল্ম রিভিউ না। অনিন্দ্যর লেখাটা এই ফিল্মের মূল উপাদান যা অর্থাৎ নস্টালজিয়া, সেটিকে নিয়ে। "
    আমি আবারও বলছি উনি(প্রফ অনিন্দ্য) ফিল্মটিকে মিসোজিনিকই বলতে চেয়েছেন। নস্টালজিয়া নিয়ে পরে আসছি।
    ওনার লেখা থেকে -
    ১) কারণ না দেখেও বলা যায় যে ছবিটি চন্দ্রবিন্দুর বহু গানের চলচ্চিত্র ভার্সান একটি, এবং আপত্তি সেখানেই।
    ২) চন্দ্রবিন্দুর সবচেয়ে মিষ্টি গানগুলোও আদ্যন্ত মিসোজিনিস্ট ছিল।

    এরপরেও বলতে হবে উনি শুধুই নস্টালজিয়ার কুপ্রভাব নিয়ে বলেছেন।

    আমি লিখলাম, "একজন একলা মায়ের গল্প। যে ৯০তে সাহস দেখিয়েছিলো একলা মা হবার। "জিনস" পরা মেয়ের বাম ভেকধারী দক্ষিনপন্থার মুখে সপাটে থপ্পর মারার গল্প।"
    তুমি লিখলে, "সিনেমাতে অন্য যাই থাক, শুধু একটি মেয়ে বিয়ে না করে সন্তান ধারণ করেছে এবং তার জিনস পরা মেয়ে আসলে দক্ষিণপন্থী"
    বোঝো।
    কেন "জিনস" পরা মেয়ের কথা লিখলাম, সেটা বুঝতে ফিল্মটা দেখতে হয়। এবং তখনই বোঝা যাবে ওটা মিসোজিনি নয় - উল্টোটা।

    আপাততঃ দোকানে বসে এর চেয়ে বেশী কিছু লিখতে পারছি না। পরে আসছি মিসোজিনি ও নস্টালজিয়া নিয়ে।

    ড্যাশ। সময় নিয়ে একটা গোলমাল আছে। ফোয়ারার বাবা সম্পর্কে বলা হয়েছে - কৃশানু দে পর এতো ভালো বাঁ পা আর আসে নি।
    এটা তবে কোন সময়? কৃশানু ১৯৯৭ পর্যন্ত খেলেছে। যদি ধরেও নি এটা ১৯৯৭এর কথা, যখন ফোয়ারা গর্ভে, তাহলে ফিল্মটার সময় ২০০৯/১০। তাহলে একলা মা হয়েছেন বৈশাখী ৯০এর দশকেই। ৮০র দশকে নয়।
    ওদিকে জ্যোতি বসু, নরসিমহা রাওয়ের কথা খবরে আসছে সে তো ৯০এর মাঝামাঝি। অথচ ফোয়ারা তখন ১৩/১৪ অন্ততঃ। তাহলে ফোয়ারার জন্ম ১৯৮৪। অথচ ১৯৮৪তে কৃশানু মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে আসছে। একটু গোলমাল লাগছে।

    সময়টা বড় ব্যাপার, তবে একলা মা হওয়া আজকের সময়েও এই উপমহাদেশে বেশ সাহসের ব্যাপার। সে'র লেখা ইউএস এম্ব্যাসীর গপ্পো/ওঁর মেয়ের ইশকুলের গপ্পো পড়ে নিন।
  • PM | 122.79.38.140 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৬657413
  • আচ্ছা, সিনেমা নিয়ে আমার বক্তব্য তো আগেই বলেছি। আমার নস্টাল্জিয়া পার্টটাই ভদ্রস্থ লেগেছে---ফুটবলের "লাগান" পার্ট টা যাচ্ছেতাই।।

    কিন্তু যে খবরটা দেওয়া হয় নি সেটা হলো গত সপ্তাহে উইক ডে তে স্টার হাউস্ফুল ছিলো। ১৭৫ টাকায় টিকিট বিক্রি হচ্ছিলো ব্ল্যাক-এ। আমি তো তাজ্জব। ।
  • Abhyu | 85.137.12.52 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১১657414
  • সে হবেই - পাবলিকের কখন কি পছন্দ হয় বোঝা দায় - ৩৪ বচ্ছর সিপিয়েম পছন্দ ছিল, এখন আবার তিনো। তাজ্জব হবার কিচ্ছু নেই।
  • I | 120.224.203.46 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৮657415
  • তো? কী ঠিক হল? নস্টালজিয়া আছে না নেই?
  • Atoz | 161.141.84.102 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৩657416
  • বেশ লাগছে আলোচনা আর তর্কবিতর্ক।
    এটা নিয়েও একটা লেখা তৈরী হতে পরে
    "দেখা না-দেখা চলচ্চিত্রচর্চ্চরি "
    ঃ-)
  • Tim | 101.185.27.211 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৮657417
  • হ্যাঁ নস্টালজিয়া আছে তো। এখন তার নাম গব্বর সিং।
  • lcm | 118.91.116.131 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩৩657418
  • একি, এ তো এগোয় নি। একটা টই খুলতে হবে - "ব্রেথলেস বেদের মেয়ে"।
    পঞ্চাশ-ষাটের দশকের ফ্রেঞ্চ নিউ ওয়েভ সিনেমা, এবং, আশি/নব্বুই-এর দশকের সিনেমা অফ রুরাল বেঙ্গল।
  • tilak rahman | 176.137.242.17 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৩৩657419
  • যারা আসটেরিক্স পড়ে তারা বিভূতিভূষণ বা মান পড়ে না - এইগুলি বাজে কথা। ঢাকা-তে এমন লোক দেখি না।
  • কল্লোল | 111.63.204.35 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫০657420
  • লসাগু। ব্রেথলেস বেদের মেয়ে - একঘর হয়ছে।

    হ্যাঁ। নস্টালজিয়া।
    প্রফ অনিন্দ্য লিখেছেন "নস্টালিজিয়ার প্রলেপের তলায় অতীতের তলিয়ে যাওয়া নিয়ে"।

    দেখা যায় নস্টালিজিয়ার প্রলেপের তলায় অতীত কতটা তলিয়ে গেছে।

    বামপন্থার ভেক সর্বস্বতা। ট্রটক্সি বা ডয়লেক্টিকাল মেটিরিয়ালিজম আওড়ানো পার্টির লোকাল দাদা মুখ থেকে পান ফেলে কপালে বাউনঠাউরের হাতে তিলক পরেন।
    গণেশের দুধ খাওয়া ও তা নিয়ে পার্টির লোকাল দাদার চ্যালাদের বক্তব্য।
    এগুলো বেশ স্পষ্ট করে আছে।
    অপ্রাসঙ্গিক, তবু হঠাৎ মনে আসে। পার্টির দাদার মুখে ও হাতে ট্রটক্সি কেন? বামফ্রন্টের বামেদের মধ্যে একমাত্র আরএসপি ছাড়া আর কেউ ট্রটস্কির ছায়াও মাড়ায় না। তবে হ্যাঁ, কোথাও তো এমন কোন ইঙ্গিত নেই যে পার্টিটি সিপিএম। আরএসপিও হতেই পারে।

    আরেক যায়গায় সাম্প্রতিক রাজনীতির ছোট্ট ছোঁয়া আছে বলে আমার মনে হয়েছে।
    যখন ফোয়ারা পাড়ার হয়ে ম্যাচ খেলতে অস্বীকার করে এই যুক্তিতে যে সে পাড়ার কেউ নয়। তখন ইরাবতী তাকে বলে - আমিও তো পাড়ার কেউ নই - আউটসাইডার - তবে আমি কেন পাড়ার হয়ে লড়ছি....ইঃ ইঃ
    আউটসাইডার - বহিরাগত। কিছু মনে পড়ে কি?

    কাজেই নস্টালিজিয়ার প্রলেপের তলায় অতীত বা এমনকি বর্তমানকেও তলিয়ে যেতে দেওয়া হয় নি বোধহয়।
  • কল্লোল | 111.63.204.35 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৪657421
  • আর একটা কথা। প্রফ অনিন্দ্য লিখছেন "বাংলা ব্যান্ড সংস্কৃতির জন্ম দিয়েছিল, ওপেন টি (যা আমি দেখিনি) সংস্কৃতি"
    এটা একটা আদ্যন্ত ভুল উক্তি। আমার প্রতিবাদ রইলো।
  • dd | 132.171.124.165 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪১657422
  • এ ভিন্ন দু বার কাগ দেখিয়েছে। মনে পরে ? কাগ = সুভাপ্রসন্নো? প্লাস এক পার্শ্ব চরিত্রো খামোখাই বলে উঠলো "যাই মুদীর দোকান থেকে সব কিনে আনি গে"।
    ইংগিতটা বুঝলেন তো? মুদী= লরেন মোদী। তার "দোকানে" না কি সব পাওয়া যায়। ওফ।

    এক অসম্ভব রাজনীতির চোরাটান রয়েছে সর্বত্র।
  • Atoz | 161.141.84.175 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৪657424
  • ওহ ডিডি, ঃ-)
    হো হো হো হী হী হী।
    ঃ-)))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন