এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বুদ্ধিমান উচ্চশিক্ষিত লোক মানে ব্রাহ্মনই হবে

    bip
    অন্যান্য | ২২ ফেব্রুয়ারি ২০১৫ | ১০১৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 109.27.138.238 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৫669025
  • আমি সিওর আমি কোনোটাই নই।
  • bip | 79.138.209.156 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৫668914
  • কাল একজন বিশিষ্ট আমেরিকান শিল্পপতির সাথে কথা হচ্ছিল। উনি ভারত এবং চীনে বেশ ঘন ঘন যাতায়ত করেন। আমাকে একটা প্রশ্ন করলেন, যেটা আমাকেও ভাবাচ্ছে ---

    উনার বক্তব্য, ভারত এবং চীনের মধ্যে ভারতীয়রা অনেক বেশী বন্ধুত্বপূর্ন, বুদ্ধিমান ও বটে। তাছারা ভারতীয়রা যেভাবে তাদের পরিবারের লোকেদের দেখাশোনা করে, সেটা অনুকরনযোগ্য। কিন্ত যেটা উনি এখনো বুঝতে পারেন নি, এমন একটা দেশে, যেখানে এত বুদ্ধিমান, বিচক্ষন এবং কেয়ারিং লোকেদের বাস-সেখানে কি করে কাস্ট এবং ক্লাসের মধ্যযুগীয় চিন্তাভাবনা এত স্ট্রং । কেন এখনো ভারতীয়রা কাস্ট এবং তাদের "স্যোশাল পজিশন" নিয়ে অবসেসড। বুদ্ধিমান জাতি হিসাবে ভারতীয়রা এর বিরুদ্ধে বিদ্রোহ করে না কেন?

    উনি এই প্রশ্নটা তার ভারতীয় শিল্পপতি বন্ধুদের ও করেছিলেন। তাদের কাছ থেকে উত্তর পেয়েছেন, ভারতীয়রা কর্মফলে বিশ্বাস করে-সেই জন্য অনেকেই তাদের স্যোশাল পজিশনটা আগের জন্মে কর্মের ফল হিসাবে মেনে নেয়!!

    বাংলাতে কম হলেও অন্যান্য রাজ্যে কাস্টের প্রভাব এখনো সাংঘাতিক। একটা ঘটনা মনে এল। আমি তখন আমেরিকাতে কাজ করতাম কিন্ত ভারতে আসতে হত । একটা সুইস কোম্পানীতে কাজ করতাম । ভারতে তাদের হেডকোয়ার্টার ছিল মুম্বাইতে। যিনি ভারতে ওই কোম্পানীর হেড- খুব দক্ষ ম্যানেজার। কোন দক্ষিনী আয়ার বা আয়াঙ্গার এই টাইপের হবে। উনার সাথে প্রথম মিটিং এর পর হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন-আচ্ছা আপনি ত বাঙালী ব্রাহ্মন ?

    আমি বল্লাম হঠাৎ আপনার আমাকে ব্রাহ্মন বলে মনে হল কেন?

    উনি বল্লেন, না আপনাকে দেখে বুদ্ধিমান লোক বলে মনে হচ্ছে-তাই ভাবলাম আপনি ব্রাহ্মন ।

    আমি বল্লাম না আমি ব্রাহ্মন নই !!!

    অর্থাৎ ঐ ব্রাহ্মন ভদ্রলোকের মজ্জায় ঢুকে গেছে, বুদ্ধিমান উচ্চশিক্ষিত লোক মানে ব্রাহ্মনই হবে। পরবর্তীকালে দিল্লীতেও এই ধরনের ঘটনা বার দুই ফেস করেছি। এবং অনেক বাঙালী ব্রাহ্মনরাও ভাবে ব্রাহ্মন মানেই বুদ্ধিমান, উচ্চ ইন্টেলেকচুয়াল টাইপের। আমি নিশ্চিত তারা মমতা ব্যানার্জি ব্রাহ্মন সেটা ভুলে যায়!!

    জাতি এবং সমাজে উচ্চ নীচ ভেদ একটা বুদ্ধিমান জাতি কি করে মেনে নিয়েছে এদ্দিন-সেটা আমাকেও ভাবাচ্ছে।
  • S | 109.27.138.238 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৬669142
  • এবারে আমি দুটো কথা বলি।
    ১) ঘটনা পবের বাইরে এই ব্যাপারটা সাংঘাতিক। বাড়ির পরিচারিকা কাজ করতে এসেও এইসব নিয়ে কথা বলেছেন। আর ননভেজ খাওয়ার সাথে নিচু কাস্টের একটা সম্পর্ক আছে ভাবে। তাছাড়া কেরালা ছাড়া অন্য দক্ষিনি রাজ্যে নিচু কাস্টের হয়ে খুব বেশিদুর বোধয় যাওয়া যায় না। হেজেমনি।

    ২) পশ্চিমে আবার এই নিয়ে খুব ভুল ভাল ধারনা আছে। তারা যেহেতু এই ব্যাপারটা ভাবতেই পারেনা, তাই ভারতের সব খারাপ জিনিসকেই এর সাথে লিন্ক করে দেয়। যেমন দেবযানী খোব্রাগার কেসে সিএনেনের সাইটে একজন এই নিয়ে লিখেছিলেন যে দেবযানী যেহেতু উচ্চবর্গের আর তার পরিচারিকা নিম্নবর্গের, তাই এই ভেদভাও। মানে ট্রাইঙ্গ টু এক্স্প্লেইন এভরিথিঙ্গ উইথ ওয়ান এক্সপ্লেনেশন।
  • S | 109.27.138.238 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৬669131
  • এবারে আমি দুটো কথা বলি।
    ১) ঘটনা পবের বাইরে এই ব্যাপারটা সাংঘাতিক। বাড়ির পরিচারিকা কাজ করতে এসেও এইসব নিয়ে কথা বলেছেন। আর ননভেজ খাওয়ার সাথে নিচু কাস্টের একটা সম্পর্ক আছে ভাবে। তাছাড়া কেরালা ছাড়া অন্য দক্ষিনি রাজ্যে নিচু কাস্টের হয়ে খুব বেশিদুর বোধয় যাওয়া যায় না। হেজেমনি।

    ২) পশ্চিমে আবার এই নিয়ে খুব ভুল ভাল ধারনা আছে। তারা যেহেতু এই ব্যাপারটা ভাবতেই পারেনা, তাই ভারতের সব খারাপ জিনিসকেই এর সাথে লিন্ক করে দেয়। যেমন দেবযানী খোব্রাগার কেসে সিএনেনের সাইটে একজন এই নিয়ে লিখেছিলেন যে দেবযানী যেহেতু উচ্চবর্গের আর তার পরিচারিকা নিম্নবর্গের, তাই এই ভেদভাও। মানে ট্রাইঙ্গ টু এক্স্প্লেইন এভরিথিঙ্গ উইথ ওয়ান এক্সপ্লেনেশন।
  • pi | 233.176.14.67 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২১669153
  • 'কেরালা ছাড়া অন্য দক্ষিনি রাজ্যে নিচু কাস্টের হয়ে খুব বেশিদুর বোধয় যাওয়া যায় না'

    তাই কি ? তামিলনাড়ুতে তো কোটা সিস্টেমে দিয়ে অনেকে ভাল ডাক্তার তৈরি হন শুনেছিলাম। অবশ্য খুব ভাল জানিনা।
  • S | 109.27.138.238 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৪669164
  • এটা আমিও খুব ভালো জানিনা। কিন্তু সবইতো শুনি উচ্চবর্ণের।
  • potke | 126.202.157.240 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৫669175
  • সাউথের ইন্স্টি গুলোর ফ্যাকাল্টিদের প্রফাইল করলেই বুঝতে পারবি -ঃ)
  • potke | 126.202.157.240 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৬669186
  • ইন্ক্লুডিং আই-আই-এস-সি।
  • dc | 213.187.246.34 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৮669197
  • তামিল নাড়ুতে শুনেছি আয়েঙ্গার বামুনদের আগে খুব দাপট ছিল। কিন্তু ডিএমকে এদের বিরুদ্ধে অনেক দিন ধরে আন্দোলন করেছিল। মন্দির টন্দিরেও নাকি আন্দোলন করত যাতে নীচু জাতের তামিলরা ঢুকতে পারে। করুনানিধিও নাকি এরকম আন্দোলন করেছে, আর করুনানিধি নাকি তামিল ভাষা নিয়েও লেখালিখি করেছে। (মানে হীরক রানীর মতো না, করুনানিধি নাকি সত্যিই ভালো লেখক)। এইসব আন্দোলনের ফলে এখন নাকি তামিল নীচু জাতরা কিছুটা মেইনস্ট্রিমে এসেছে আর আগের তুলনায় কিছু সুযোগসুবিধে পাচ্ছে। আর এইজন্য নাকি এখানকার বামুনরা সব দ্রাবিড় পার্টির ওপর হাড় চটা।
  • একক | 24.99.90.255 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৫668915
  • সেই ছুতব্যালা থেকে লোকে জাত জিগ্যেস কচ্ছে :( ৩২ বা ২০৩ চেপে ইস্কুলে আসতুম । একথা সেকথার পরেই জিগাতো পদবি কী ? এমনকি ফর্সা বাচ্চা মানে বামুন এরকমও শুনেছি :))) একটু বড় হয়ে আমরা এগুলো নিয়ে মজা করতুম । বড়রাও বলতেন ওনারা জাত বিচার মানেন না । এদিকে কোনো মেয়ে বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে হয়ত একটু গপ্প করতে দেখলো পাশের বাড়ির কাকিমা ।

    অমনি বেশ কায়দা করে কীরেএএ নতুন বন্ধু হয়েচে দেকচি । অমুকবাবুর মেয়ে না ? তারপর পাশের আরেকজন কাকিমা কে নীচুস্বরে .........ওরা শুঁড়ি না বৈশ্য গো ? এই কী বানান লেখে রে ?

    তা এইসব দেখেই তো বড় হলুম । আইয়ার-আয়েঙ্গার দের আর কী দোষ দেব :)
  • potke | 126.202.157.240 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৮668926
  • প্রথম শুরু করেন পারিয়ার রামাস্বামী।
  • S | 109.27.138.238 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৯668937
  • আজকাল বাঙ্গলা টিভিতেও দেখি আমিও বৈদ্য, উনিও বৈদ্য বা আমরা দুজোনেই বামুন ইত্যাদি বলা হচ্ছে।
  • sm | 233.223.155.237 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১৪668948
  • যে জন বাঙালির ইতিহাস জানে না, সেইকেবল বুদ্ধিমান শিক্ষিত বাঙালি ( দেখলেন বিপ কেমন নিজেকে বুদ্ধিমান বলে দিলেন , কায়দা করে)ব্যক্তি দেখলে জিগায়, মহাশয়,আপনি কি বামুন?
    বাংলার সর্বাপেক্ষা, বুদ্ধিমান,শিল্পী, বীর ব্যক্তি কক্ষনো কোনো বামুন নয়, তাকে পাল হতেই হবে।
    বাংলায় যখন মাত্সন্যায় চলছিল, তখন সর্বাপেক্ষা বুদ্ধিমান, যোগ্য ব্যক্তি হসেবে, গোপাল কে রাজা করা হয়। উনার পুত্র ধর্মপাল, বাঙালির ইতিহাসে, সবচেয়ে বড় সম্রাট।
    তারপরে স্বাধীনতা আন্দোলনের সময়, লাল, বাল, পাল এই ত্রয়ীর কথা ধরুন।এখানেও বাঙালির মুখ রক্ষা করলেন একজন পাল।
    বাঙালির একমাত্র গর্ব করার মত শিল্পকীর্তি কি গেস করুন। সব্বাই নিশ্চয় এক বাক্যে বলবেন, দুর্গাপুজো।এখানেও, কেনা জানে পালেরাই শেষ কথা বলে।
    বিদেশে আমাদের গর্ব করার মত কে আছে নিশ্চয় বলে দিতে হবে না। ইনি ও একজন পাল।
    সুতরাং বাঙালির এই ঘর দুর্দিনে এই বিখ্যাত পাল,হাল ধরলে, তবেই বাংলার অস্তমিত সূর্যের পুনর জাগরণ ঘটবে।
  • ranjan roy | 24.96.123.203 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১৭668959
  • "যারে তুমি নীচে ফেল সে তোমার ফেলিছে যে নীচে,
    পশ্চাতে ফেলিছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে।"
    তামিলনাড়ুতে আগে পারিয়াদের গলায় ঘন্টা বেঁধে রাস্তায় বেরোতে হত, যাতে উচ্চবর্ণের লোকজন আগে থেকেই সরে যায়। অস্পৃশ্যদের ছায়া মাড়িয়ে অপবিত্র না হতে হয়!
    এমন ঘৃণার ব্যাকল্যাশ অবশ্যম্ভাবী।
    তাই রামস্বামী নাইকার জন্ম দিলেন দ্রাবিড় আন্দোলনের। অস্বীকার করলেন হিন্দু দী দ্র্বদেবীর দেবত্ব,এমনকি অসাম্যের জনক খোদ ঈশ্বরকেই।
    কংগ্রেসের ইংরেজবিরোধী আন্দোলনে ব্রাহ্মণদের একাধিকার দেখে স আন্দোলনে দলিতদের সামিল করলেন না। জন্মাল দ্রাবিড় কাজাগম। পরে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম বা ডিএমকে। পরে আন্নাদুরাইয়ের নাম ধার করে বিখ্যাত মেগাস্টার এমজি রামচন্দ্রন ও শিষ্যা জয়ললিতার এ আই ডি এম কে।
    ভিলাইয়ে দেখলাম আমার বাবার কলিগের ছেলে আইয়ার ভাল ফল করেও নিজের জন্মের শহর কোয়েম্বাটুরে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারল না। কারণ, ও ব্রাহ্মণ! রিভার্স সুইং!!
    আবার আয়েঙ্গার পরিবারে বিয়ে করতে গিয়ে নিজের বাবা-মার থেকে বাধা পেল।
    ওদের বাড়িতে পূজোর নেমন্তন্নে গিয়ে প্রসাদ খেয়ে অব্রাহ্মনদের (আমার বাবা-মা শুদ্ধু) এঁটো নিজেদের পরিষ্কার করতে হয়েছে।
    ( অবশ্যই এটা সমস্ত অতিথিদের জন্যে প্রযোজ্য হলে কোন আপত্তি নাই।)
    কিন্তু ওর মা নিয়মিত আমাদের বাগান থেকে পূজোর ফুল তুলে নিয়ে যেতেন (জিনিয়া-ডালিয়াও)।
  • sm | 233.223.155.237 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২০668970
  • তামিলনাড়ুতে তো কোটা সিস্টেমে দিয়ে অনেকে ভাল ডাক্তার তৈরি হন শুনেছিলাম। অবশ্য খুব ভাল জানিনা।
    ---
    আচ্ছা ভালো ডাক্তার মানে কি?
    খালি একটা প্রশ্ন,এটা কি কোটা সিস্টেম এর স্বপক্ষে বলা হচ্ছে।
  • pi | 233.176.14.67 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৭669003
  • কোটা সিস্টেমের সপক্ষে।
  • ranjan roy | 24.96.123.203 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৭668992
  • মহারাষ্ট্রের দলিত সাহিত্য পড়ুন "Poisoned Bread' -ed. byArjun Damle। আরো আগেরটা বুঝতে হলে মহাত্মা জ্যোতিবা ফুলের "গুলামগিরি", হিন্দিতে ও মারাঠিতে পাওয়া যায়।
  • pi | 233.176.14.67 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৭668981
  • হ্যাঁ।
  • ranjan roy | 24.96.123.203 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৯669014
  • করুনানিধি তামিল ফিল্মের সফল স্ক্রিপ্ট রাইটার।
    এমজিআরের হিরো আর দলিত হিরোর উৎথানের সহজ ফর্মূলায় হিট।
  • sm | 233.223.155.237 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৬669026
  • প্রথম প্রশ্নের উত্তর টা কি?
    মানে ভালো ডাক্তার কাকে বলে?আপনার ধারণা টা কি বলেই হবে।
  • pi | 233.176.14.67 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০২669037
  • এইরে, ভালো ডাক্তার নিয়ে একেকজনের ধারণা একেকরকম নাকি !
  • sm | 233.223.155.237 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০৩669048
  • আছে, আছে, আগে আপনার ধারণা টা তো শুনি।
  • pi | 233.176.14.67 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০৮669059
  • ভালো চিকিৎসক তিনি যিনি ভালো এবং ভালোভাবে চিকিৎসা করে থাকেন।

    যাগ্গে, তামিলনাড়ুর কথা এই জন্য বলা কারণ ওখানে অনেকদিন থেকেই রীতিমতন একটা বড় অংশ কোটা আছে বলে জানি। ডাক্তারিতেও। এবং তামিলনাড়ু দেশের স্বাস্থ্য ব্যব্স্থায় এক নং। বেশিরভাগ স্বাস্থ্য সূচকের দিক দিয়ে। অন্য অনেক কিছু ফ্যাক্টরের সাথে সাথে ডাক্তারও ভালো না হলে সেটা হওয়াটা বোধহয় সম্ভবপর ছিল না।
  • cm | 116.208.55.111 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১২669070
  • তারপরে আপনারটাও বলতে হবে কিন্তু। নইলে খেলবনা।
  • b | 24.139.196.6 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১৭669081
  • করুণানিধি সাহিত্যের লোক নন,বড় অজোর ফিল্ম স্ক্রিপ্টের লেখক।
    দ্রাবিড়বাদী পার্টিরা ১৯৬২ থেকে ক্ষমতায় আছে, ঘুরিয়ে ফিরিয়ে ডি এম কে বা এ ডি এম কে।
  • dc | 213.187.246.34 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১৮669092
  • "যাগ্গে, তামিলনাড়ুর কথা এই জন্য বলা কারণ ওখানে অনেকদিন থেকেই রীতিমতন একটা বড় অংশ কোটা আছে বলে জানি।"

    পাই, ঠিক কথা। দ্রাবিড় পার্টিরা অনেকদিন ধরে এইসব নিয়ে আন্দোলন করছে শুনেছি। আমার ধারনা এর ফলে এখানকার পিছড়েবর্গের অনেক উপকার হয়েছে, আর চেন রিয়াকশনে পুরো তামিল জাতিটারই অনেক উপকার হয়েছে।

    রঞ্জনবাবুকে ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। করুনানিধি স্ক্রিপ্ট রাইটার এটা একজন আমাকে বলেছিল, মনে পড়লো। কবিতাও লেখেন নাকি।
  • dc | 213.187.246.34 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১৯669103
  • করুনানিধি নাকি কবিতাও লিখেছেন? অবশ্য সে হীরক রানীর মতো কবিতা কিনা জানিনা। কাল অফিসে গিয়ে জানব।
  • shibir | 59.206.139.96 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩০669114
  • আমার এক তামিল কলিগ বলেছিল যে ওখানে করুনানিধি সবার surname তুলে দেন যাতে নাম থেকে জাতি বোঝা না যায় । সেই জন্য ওখানে surname এর বদলে বাবার নাম লেখা হয় । dc ভালো বলতে পারবেন ।
  • sm | 233.223.155.237 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৮669125
  • তাহলে দেখুন,ভালো ডাক্তার শব্দ টি কেমন ভাসা ভাসা হয়ে গেল।
    অর্থাত তিনি ভালো মানুষ আর ভালো ভাবে চিকিত্স্যা করেন।
    ধরুন একজন খুব ই কাটখোট্টা, কিন্তু ভালো সার্জেন ( সাকসেস রেট্ বেশি) তিনি কি ভালো ডাক্তার নন?
    ডাক্তারি একটি প্রফেশনাল লাইন। এখানে অনেক কিছু ব্যাপার জড়িয়ে থাকে।
    বড়( ভালো) ডাক্তার- ধরুন একজন কার্ডিও থোরাসিক সার্জেন।ইনি কখনই কার্ডিও থোরাসিক সার্জারী করতে পারবেন না, উচ্চ ডিগ্রী না থাকলে।এই ডিগ্রী অর্জন করতে গেলে পরীক্ষা দিতে হবে। যে সবচেয়ে মেধাবী, সেই পড়ার সুযোগ পাবে; এটা হাওয়াই স্বাভাবিক, কিন্তু কোটা সিস্টেম সেটি হতে দেবে না।
    ভালো ডাক্তার- পাস করা ডাক্তার। যিনি প্রফেশনালি সৎ,সহানুভূতিশীল, মোটামুটি ঠিক চিকিত্স্যা করেন ও নলেজ আপ টু ডেট করে রাখেন। এটি কোটা বা কোটা না পাওয়া যেকোনো ডাক্তার হতে পারে।কিন্তু এতে করে বেশ কিছু মেধাবী জেনেরাল ক্যাটেগরী ছাত্র পড়ার সুযোগ ই পায় না।পেলে যে তারা ভালো ডাক্তার হত না, এমনটি নয়।
    একটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ডাক্তার, নার্স, হেলথ কর্মী, পলিসি, ফান্ডিং,কালচার,ভূ প্রকৃতি ইন্ফ্রাস্রাক্চার অনেক কিছুর ওপর নির্ভর করে। ডাক্তার মোটেও মেরুদন্ড নয়, একটি ক্ষুদ্র অংশ মাত্র। তাই তামিলনাডু স্বাস্থ্য রান্কিন্গে এক নম্বর (এটা কি সঠিক ?), তাহলে নিশ্চয় কোটা সিস্টেমে ডাক্তারি পড়াটা ফলপ্রসু; এটাকে স্ট্রেচিং অফ ইমাজিনেশন মনে হয়।
    আমার কাছে, জাত পাত ভিত্তিক কোটা সিস্টেম, জাত পাত মূলক বৈষম্য কে বাড়িয়ে তোলে, বলে মনে হয়
    অর্থনৈতিক ভিত্তিতে কোটা সিস্টেম রাখাটাকেই একমাত্র সাপোর্ট করতে পারি।
  • pi | 233.176.14.67 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৩669132
  • 'অন্য অনেক কিছু ফ্যাক্টরের সাথে সাথে ডাক্তারও ভালো না হলে সেটা হওয়াটা বোধহয় সম্ভবপর ছিল না।'

    অন্য অনেক কিছু ফ্যাক্টরের সাথে সাথে টা পুরো বাদ দিয়ে দিলেন আর ডাক্তার সংক্রান্ত লজিকটাকে ভুল ইন্টারপ্রিট করলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন