এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বুদ্ধিমান উচ্চশিক্ষিত লোক মানে ব্রাহ্মনই হবে

    bip
    অন্যান্য | ২২ ফেব্রুয়ারি ২০১৫ | ১০২০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১১669005
  • পড়ছি তো , পদে পদে এত হোচট খেলে বেশি দূর এগোতে পারব না।
    সব সময়েই, ভালো করে পড়ুন, আবার দেখুন ;নিজেই বুঝবেন এসব বললে মিনিময় এগোয় না। কিছু বুঝতে না পারলে একটু সরল ভাবে বুঝায়ে দেন। হেয়ালি রাখলে মুশকিল; অতো ইন্টেলিজেন্স নাই।
    আমি এখানে মূলত উচ্চ শিক্ষা/চাকরি তে কোটা সিস্টেমের বিপক্ষে বলছি।এটাও গতকাল আপনারই করা পোস্টার প্রেক্ষিতে লেখা।
    আর ওপরের পোস্টে প্রথম অংশের সাফল্যের সঙ্গে, ডাক্তারের সম্পর্ক খুবই ক্ষীন।
    শেষ অংশে, ভদ্রলোক বেটার ট্রেনিং এর কথা বলেছেন।এটা তো সব্বাই জানে বেটার ট্রেনিং দিলে আউট পুট বেটার হবে।
    জেনারেল ক্যাটেগরির যে ছাত্ররা পড়ার সুযোগ পেলনা তারাও বেটার করত না , এমন কিছু বলা হয়েছে কি? আমার যুক্তি কিন্তু, সিস্টেম কে দিস্তর্ট করার বিপক্ষে। পরীক্ষা, রেসাল্ট এসব তুলে দিলে কিন্তু আমার কোনো যুক্তি থাকবে না।
  • ন্যাড়া | 172.233.205.42 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৫669006
  • এয়ারটেলের সার্ভিসও অতি ঝুল। অ্যানেকডোটাল এভিডেন্স। ব্যাঙ্গালোরে থাকতে মস খানেক লড়াই জারি রাখতে হয়েছিল আনস্টেবল ইন্টারনেট কানেকশনের জন্যে। প্রথমে সব হাবিজাবি গুলতাপ্পি চালাল। তারপরে লোক এল। তোলপাড় করে কিসু করতে পারল না। ফাইনালি মাসখানেক পরে বলল মোডেম পাল্টে নিন।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৬669007
  • ট্রায়াল নিয়ে পড়ে আসছি, কিন্তু পাব্লিক হেল্থ মানে কি শুধু হেথ ট্রায়াল নাকি ?!

    বাড়ি বাড়ি গিয়ে রোগের সারভেইলেন্স, ওষুধ খাওয়ানো, টিকা দেওয়া, গর্ভবতী মহিলার ও শিশির খোঁজ নেওয়া, দায়িত্ব নেওয়া, ঘরে ঘরে স্প্রে করা, মশারি দেওয়া, হেল্থ ক্যাম্প করা, স্বাস্থ্যশিক্ষা দেয়া, জনসচেতনতা তৈরি করা ... এগুলো কোন বাজার কোন প্রতিযোগিতার তাড়নায় করবে

    সরকারি ব্যবস্থা কি খুব ভালো চলছে ? একদমই নয়। কিন্তু মাথাব্যথার সমাধান মাথাটা কাটা অন্তত মনে করিনা।
    সরকারি ব্যবস্থার প্রচুর মনিটরিং , চেকস অ্যান্ড ব্যালেন্স এর দরকার।
    ঘটনাক্রমে ব্যাগড়াবাদীরাই আবার এসব নিয়ে কাজ করে যান। করে কিছু এনে টেনেও ফেলেনে। যেমতি আর টি আই। কেজরিওয়ালের মত তাঁরা আবার জনসমর্থন টনও পেয়ে যান :P
  • dc | 213.109.107.225 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২০669008
  • এই রে, আবার দিল্লীতে আপের গর্মেন্ট ফর্ম করার সাথে ইন জেনারাল "ব্যাগড়াবাদী"দের জনসমর্থন ইকুএট করে ফেল্লেন। যেমন প্রবীন তোগাড়িয়ারা বলে মোদী সরকার ক্ষমতায় এসেছে মানেই সারা দেশে হিন্দুত্ববাদীদের জনসমর্থন আছে :p
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২১669009
  • sm, ঐ লেখাগুলোয় যা বলা আছে তা যদি আমাকে চামচে করে মুখে তুলিয়ে দিতে হয়, তাহলে সেটা করতে আমি সত্যি আপারগ। ঐ লেখাগুলোর কোথায় কী হোঁচট খাবার মত আছে তাই বুঝিনি কিনা।
    আর হ্যাঁ, লেখাগুলো না, উচ্চশিক্ষা ও চাকুরিতে কোটা নিয়েই ঃ)

    তবে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবার সাথে ডাক্তারের সম্পর্ক অতি ক্ষীণ এটা আমার সত্যিই জানা ছিলনা।
    এদিকে শুনে যাচ্ছি কোটার ডাক্তার বেরিয়ে সাড়ে সর্বনাশ হয়ে গেল , ওদিকে ঐ কোটার ডাক্তারে ভর্তি একটা সিস্টেম যখন দেশের এক নং এ , তাতে ডাক্তারদের কোন অবদান নেই। অবদান নেই যদিও মেনেও নি, কোটার ডাক্তাররা ভুলভাল চিকিৎসা করে কোন ক্ষতি করেননি সেটা আশা করি মানবেন ঃ)

    আর ট্রেনিং এর ব্যাপার তো মূল কথা। ট্রেনিং ঠিকঠাক হলে আউটপুট ঠিকঠাক হবে। সেটা যদি মেনে নেন তাহলে এটাও মানুন যে কোটার ডাক্তার ঠিকঠাক ট্রেইনড হলে ঠিকঠাক ডাক্তারই হবেন ঃ)
  • Tim | 188.91.253.22 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২২669010
  • টাইপো এমনিতে ঠিকই আছে মুশকিল হলো টাইপোজনিত শব্দের কোন মানে থাকলে। বাংলা কি কঠিন রে ভাই
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৩669011
  • আর টি আই করে কম কিছুতে ব্যাগড়া দেওয়া হচ্ছে নাকি ?ঃ)
    আর ইফ আর টি আই কামস ক্যান কেজরী বি ...
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৯669012
  • পাবলিক হেলথ মানে হেলথ ট্রায়াল কেন হতে যাবে :( পাবলিক হেলথ মানে তুই যা বলছিস সেগুলোই । ট্রায়াল এর ডেটা একটা লাভ তুলে আনার পথ।

    একটা ছোটো উদাহরণ দেবার চেষ্টা করি । ধর আমি একটা কফ-ডিটেক্টর বানিয়েছি । অনলাইন এ কানেক্টেড ছোটো মেশিন ।সামনে গিয়ে খক খক করে কাশলে টিবি,ফ্লু এরকম কিছু রোগ ডিটেক্ট করতে পারে । এবার তুই ওই ডিভাইস টা নিয়ে গ্রামে গ্রামে ঘুরছিস । এটা একচুয়াল পাবলিক হেলথ এর কাজ । আমার দাবি হলো এই যে ডেটা টা আসবে এটা আমার । আমি টিবি রোগের ফুল জিওডেটা বেস বানাবো । আমার মেশিনটাও ঠিকমত কাজ করছে কিনা দেখা হয়ে যাবে। বিনিময়ে প্রচুর ডিভাইস ফ্রি তে দেবো।

    এই গিভ এন্ড টেক টা না করলে চলবে কীকরে ? এখনকার এপ্রোচ হচ্ছে প্রথমেই আমার মেশিন থেকে অমুক ক্ষতি হতে পারে বলে সেটা আটকে দিয়ে তারপর সিমিলার মেশিন দাম দিয়ে কিনে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো । এটা করে কী লাভ ? কিছু সরকারী উচ্চপদস্থ ছাড়া কাদের লাভ হচ্ছে এতে ? আমি ইন্ডিয়াতে স্বাস্থ্যব্যবস্থা রাতারাতি সরকারী সিস্টেম তুলে দেওয়ার পক্ষপাতী নই কিন্তু হেলথ ডিপার্টমেন্ট এর ঘুঘুর বাসা ভেঙ্গে প্রাইভেট টেকনোলজি+সরকারী স্বাস্থ্যকর্মী নিয়ে কাজ করার পক্ষে ।
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩১669013
  • শুধু আর্থিক ও অন্যান্য সুবিধের ব্যপার না এটা। আপনি ঠিক যে কারণে কর্পোরেশনের স্কুলে না পাঠিয়ে নামী স্কুলে পাঠাতে চান, ঠিক সেই কারণে।
    ---
    আপনাকে তো নামী স্কুলে পড়াতে গেলে কি আর্থিক দৃঢ়তা লাগবে, সে সম্পর্কে উল্লেখ করা হয়নি। আমি যে স্কুলে( নামী স্কুল) পড়েছি, তার বছরে মাস মাইনে ছিল ১২ টাকা!তাতে কি হলো?
    কর্পোরেশনের স্কুলের কথা আপনি ই তুললেন তো।কথা হচ্ছে, আপনি আমি ( যদি ধরে নেই উচ্চ/মধ্যবিত্ত) এরা পাঠাই না বলেই তো নিন্মমধ্য বিত্তের লোকজন পড়তে যায়।
    আপনি উচ্চবিত্ত বলে সেখানে পড়ানোর সুযোগ পাচ্ছেন না এমন তো নয়।
    কিন্তু যদি বলেন বাচ্চার মেরিট কি,ইনহেরেন্ট ইনজাস্টিস, বৈষম্য ইত্যাদি, তাহলে বলব, উচ্চ বিত্ত/ মধ্য বিত্তের ছেলেমেয়েদের পাঠালে, ওখানেও ভালো রেসাল্ট হবে।যেমন টি, সরকারী বিদ্যালয় গুলিতে হয়ে এসেছে।
    ক্লাস রুম, বেঞ্চ, টিচার অনেক স্কুলেই আছে।সুতরাং পরিকাঠামো একটু ঝাড়ন পুছন করে নিলেই চলবে।
    প্রসঙ্গত বলে রাখি কিছু কর্পোরেশন, মুনিসিপালিটির হাসপাতাল( দম দম অঞ্চল ) এত ওয়েল একুইপ্দ ও ঝা চক চকে যে মেডিকেল হাসপাতাল গুলো লজ্জা পাবে।সুতরাং কর্পোরেশন বলে, নেই এমনটি নয়।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৪669015
  • কে বললো কোন প্রাইভেট টেকনোলজি নিয়ে কাজ হয়না !
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৫669016
  • সবে শুরু হয়েছে । খবর রাখি । তুই
    মনে হয় স্বাস্থ্যব্যবস্থার ফিল্ডের সঙ্গে জড়িত মানুষদের দেখে "সরকার" ভাবছিস । ওরা সরকার না । ওরা স্বাস্থ্যকর্মী যাঁরা সামান্য মাইনেতে হাজার রিস্ক নিয়ে খেটে চলেছেন । ওদেরকে দেখছিস বলে এটাচড ফীল করছিস ।বিরোধ ওদের সঙ্গে নয় । একচুয়ালি যেটা "সরকার" সেটা ঘুঘুর বাসা । সেটাকেই আঘাত দেওয়ার দরকার আছে যার পথ কেবলমাত্র আরটিআই নয় ।

    অন্য উদাহরণ মাথায় আসছেনা সরি ..........ভারতের রাজনীতিতে আরটিআই হলো ভীড় বাসে "কে পেদেছে কে পেদেছে" চিত্কার করার মত ।আইদার কেও ধরা পরেনা নইলে সবচে কম কানেকশনওয়ালা লোকটি ধরা পরে / সাসপেন্ড হয় । এদের একচুয়ালি সায়েস্তা করতে গেলে একদিকে পাবলিক প্রেসার অন্যদিকে প্রাইভেট কম্পিটিশনের সান্রাশির মধ্যে ফেলা দরকার ।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৬669018
  • নানারকম ইন্ডাস্ট্রির প্রোডাক্টের টেস্ট/ ট্রায়ালও সরকারি ভাবে করা হয়।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৬669017
  • নাঃ, সরকার থেকেই নেওয়া হয়।
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৭669019
  • না, sm, উল্টোটা - যে স্কুলে ভালো পড়াশোনা হবে, সেই স্কুলে লোকে যাবে, অনেকে না গেলেও কেউ কেউ। এখানে পাব্লিক স্কুলে কোনো পয়সা লাগেনা, আমার মেয়ে সেই স্কুলেই পড়ে - সেখানে আমার ইনস্টির হেড অফ নিউরোর ছেলেও পড়ে, আর বাথরুম পরিষ্কার করে যে, তার মেয়েও পড়ে। (এদেশেও অর্থনৈতিক সেগ্রিগেশন, ও সেই বেসিসে ভালো/খারাপ পাব্লিক স্কুল আছে - সেটা অন্য আলোচনার) কাজেই, পাঠালে তবে ভালো হবে, এমন নয়, ভালো হলে তবে পাঠাবে। হ্যাঁ দেশে তো একমাত্র কর্পোরেশনের স্কুলই অবৈতনিক নয়, অবৈতনিক ভালো স্কুল তো আছেই, যারা সরকরি অনুদানে চলে, এবং তার মধ্যে ভালো স্কুলও আছে। কর্পোরেশনের স্কুল এমন জায়গায় আছে, যেখানে এই সব স্কুল নেই, সেইজন্য কর্পোরেশনের স্কুলের উল্লেখ। এইসব জায়গায় নাম-কা-ওয়াস্তে স্কুল বানিয়ে কিছু লাভ হয়নি।

    এই লেখাটা দেখুন - এখানে স্কুলে দলিত ছাত্রীদের দিয়ে ঘর পরিষ্কার করানো হয়। মেয়েদের জন্য বাথরুমের ব্যবস্থা প্রায় নেই বললেই চলে - সেখানে সংরক্ষণ তুলে এইধরণের সুবিধে - অর্থাৎ এই তো স্কুল করে দিয়েছি টাইপ সুবিধে দিলেই সেটা ঠিক আছে বলে মনে হয়? http://indiatoday.intoday.in/story/dalit-girls-clean-school-toilets-sweepers-jaipur-swachch-bharat-abhiyan/1/419692.html
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৮669020
  • আপনার অনেক লেখায় বুঝতে পারছিনা। যেমন আগের একটা পোস্টে একজায়গায় উচ্চবিত্ত আরেক জায়গায় উচ্চবর্ণ লিখেছিলেন সেই রকম।এই নিয়ে প্রশ্ন ও রেখেছিলাম।
    এই টা হচ্ছে দ্বিতীয় একটি উদাহরণ, এর মানে কি?
    "আর হ্যাঁ, লেখাগুলো না, উচ্চশিক্ষা ও চাকুরিতে কোটা নিয়েই ঃ)"
    আবার দেখুন, এই লাইন টা।" খালি উচ্চ শিক্ষায় ভর্তি/চাকরির কোটা সিস্টেম ' এর কথা কে বললো দাদা !!"
    দুটো পড়ে দুরকম মনে হচ্ছে।এটুকুই বলার ছিল।

    আপনার আগের পোস্টার উত্তরে লিখেছিলাম,
    "আর ওপরের পোস্টে প্রথম অংশের সাফল্যের সঙ্গে, ডাক্তারের সম্পর্ক খুবই ক্ষীন।
    শেষ অংশে, ভদ্রলোক বেটার ট্রেনিং এর কথা বলেছেন।এটা তো সব্বাই জানে বেটার ট্রেনিং দিলে আউট পুট বেটার হবে।"
    আপনাকে পরিস্কার দুটো অংশে কি লিখেছিলাম সেটা কপি পেস্ট করলাম। এখনো মনে করি ওপরের অংশের সাফল্যে ডাক্তারের ভূমিকা বেশ কম। এটা মূলত স্বাস্থ্য কর্মী ও প্যারা মেডিকেল স্টাফ দের কাজ। তারাই মেরুদন্ড।
    আমিতো,উচ্চ শিক্ষা/ চাকরির ডাইরেক্ট কোটা সিস্টেমের বিপক্ষে। কোটায় পেয়ে কে সফল হলো, সেটা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই। কোটা তে পেলে খারাপ ডাক্তার হবে এমন কথা কখনো বলি নি।
    বরঞ্চ আপনি আগের প্রশ্নটির উত্তর দিন, কওয়াক ডাক্তার ভালো চিকিত্সা করলে বা স্তেরিলায়সেশ্নের অপারেশন করলে তাকে প্র্যাকটিস চালিয়ে যাবার সুযোগ দেবেন কিনা?
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫১669021
  • সেগুলো সরকারকে ধরাতে সেক্রেটারি থেকে মন্ত্রী যে কী খাওয়ার গল্প চলে থাক আর খোলা পাতায় কী বলবো ....
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৩669022
  • আরে সে তো ইম্প্লিমেন্টেশনের সমস্যা। দুর্নীতির সমস্যা ! সে নিয়ে তো আগেই বলেছি, আছে। কিন্তু দুর্নীতির জন্য ইম্পিমেন্ট করা যায়না নিয়ে কথা হচ্ছিল নাকি ইম্প্লিমেন্ট করার প্রভিশনই নেই, সেই নিয়ে ?
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৮669023
  • কোয়াক ডাক্তারদের কে এখন সরকারিভাবেই ট্রেইন করে ডাক্তারের কাজ করতে দেওয়া হচ্ছে তো ( বিধি নিষেধ সহ) ঃ) এবং আমি তার পক্ষে। এই নিয়ে গুরুর পাতার আগে প্রচুর লেখালেখি হয়ে গেছে।

    আর আরেকবার চেষ্টা করি। আপনি বলেছিলেন, অর্থনৈতিক ভিত্তিতে কোটার পক্ষে আপনি। তো আমি কোটার মানে রিজার্ভেশন ধরে বলেছিলাম, সেক্ষেত্রে অর্থনৈতিক কোটা হলে তো উচ্চবিত্ত বঞ্চিত হবে, জাতিগত রিজার্ভেশন হলে যেমন উচ্চবর্ণ। বঞ্চিত হওয়া নিয়ে আপত্তি থাকলে অর্থনৈতিক কোটার যুক্তি টেঁকে না।
    পরে আপনি বললেন কোটা মানে রিজার্ভেশন বোঝাতে চাননি, বরাদ্দ বুঝিয়েছেন। তো, সেক্ষেত্রেও আমার প্রশ্ন কারুর জন্য বরাদ্দ বেশি করা মনে সেই তো কাউকে বঞ্চিত করাই, মানে সে যতটা পেতে পারতো , তার থেকে কম দেওয়া। এই যুক্তিগুলো তাই খাটে বলে মনে হয়না।
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০১669027
  • আমার মেয়েও তো , বিদেশে পাবলিক স্কুলে বহু বছর পড়েছে।যাদের বেশি সামর্থ ছিল, তারা অনেকে প্রাইভেট স্কুলে পাঠাত।
    যারা ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা নিয়ে বেশি ভাবিত তারা গ্রামার স্কুলে পাঠাত।
    গ্রামার স্কুলে ভর্তি করা টা শক্ত। কারণ এখানে বিভিন্ন স্কুল থেকে ভালো পারফরমারদের ছেঁকে নেওয়া হয়।
    কোনটাতে লজ্জা নেই তো।কতার বন্দোবস্ত ও নেই। অবশ্যই গ্রামার স্কুলের পারফরমেন্স বেটার। দলিত লোকেদের উপর অত্যাচার অনাচার তো অস্বীকার করছি না। তার জন্যই তো তাদের অঞ্চলে চাই বেশি স্কুল, শিক্ষক (প্রয়োজনে বেশি বেতন দিয়ে), আর্থিক অনুদান, পুষ্টিকর খাদ্য,স্বাস্থে সাহায্য ইত্যাদি।
    তাবলে, দুম করে উচ্চ শিক্ষা/ চাকরি তে কোটা করে দেওয়া আমার কাছে স্রেফ পাইয়ে দেওয়ার রাজনীতি।বংশ পরম্পরায় বশংবদ শ্রেণী তৈরী করা। যার বাবা এই এ এস, তার মেয়েও হবে কতে এই এ এস, আবার তাদের সন্তানেরাও একই সুযোগ পাবে।
    এই সিস্টেম কে সজ্ঞানে সাপোর্ট করা মুশকিল।
    আর পূর্ব উল্লেখিত অন্যান্য শ্রেনীর লোকেরা কোটার দাবি জানালে, তাদের সম্মন্ধে কি বলবেন?
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০১669024
  • আরে সিঙ্গল উইন্ড সিস্টেম দুর্নীতি হলে তো ওটাই মুস্কিল । প্রাইভেটে কী দুর্নীতি হয়না ? হুলিয়ে হয় । কিন্তু মাল্টি-উইন্ড । এর সঙ্গে না পোষালে ওর কাছে যাবো । সরকার একটা সেক্টরে হাজারটা রেগুলেশন করে সিঙ্গল পয়েন্ট হয়ে বসে আছে । সেখানে প্রচুর হাঁ করা বোয়ালমাছ । কার কাছে যাবো ? ব্যবসা করব না আরটিআই ? প্রভিশন ন্যারো হয়ে যাচ্চেনা ?
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৩669028
  • আমি কোয়াক ডাক্তারের পক্ষে । খাপ পঞ্চায়েত এরও পক্ষে । রেগুলার কানেকশন আর এক্সট্রিম ডিসিশন মেকিং এ চেকপয়েন্ট থাকলেই হলো ।
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৭669029
  • এই চাই গুলো না হওয়া অবধি কী হবে? এবং এই চাই গুলো মেটার পরেও (অর্থাৎ বিপ্লব আসার পরে, আপনাদেরই কেউ কেউ যেটা বলেন অন্য সময়ে) যেখানে সামাজিক ও অন্যান্য বৈষম্যের কারণে সুযোগ দেওয়া হয়না সেখানে কী হবে?

    আর ঐ অন্যান্য কোটা আমি বুঝিনি কিছু। বিভিন্ন ভাবে পিছিয়ে রাখা লোক বাদে আর কি বলতে চেয়েছেন।
  • pi | 24.139.221.129 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৯669030
  • আমি পূর্বোল্লিখিত শ্রেণীর কোটার পক্ষে।
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১২669031
  • টেকনোলজি যে জায়গায় পৌছে গ্যাছে এবং ফোর-জি কানেকশন যদি সারা ইন্ডিয়াতে এসে যায় তাহলে পাঁচ বছরে গোটা রুরালের ভোল পাল্টে দেওয়া যায় । কিন্তু তার জন্যে বিভিন্ন বিসনেস গোষ্ঠির কনফ্লিক্ট লেগে থাকা জরুরি । কেও একটা একছত্র হলেই নানান ঢপের স্কীমবাজি করে এবং টাকা খেয়ে ভোগে পাঠিয়ে দেবে ।
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২২669032
  • তো, সেক্ষেত্রেও আমার প্রশ্ন কারুর জন্য বরাদ্দ বেশি করা মনে সেই তো কাউকে বঞ্চিত করাই, মানে সে যতটা পেতে পারতো , তার থেকে কম দেওয়া। এই যুক্তিগুলো তাই খাটে বলে মনে হয়না।
    ---
    আর্থিক অনুদান দেওয়া, অন্যান্য সুযোগ সুবিধে দেওয়া আর উচ্চ শিক্ষা / চাকরি তে ডাইরেক্ট কোটার বন্দোবস্ত এক নাকি ?কাউকে, বিনা পয়সায় জল দেওয়া হলো, কাউকে বিদ্যুত, কাউকে সহজ শর্তে ঋণ; আর কারোর পড়বার সুযোগ কেড়ে নেওয়া হলো, চাকরি দেওয়া হলনা, যোগ্যতা থাকা সত্ত্বেও, তাকে একাসনে বসাতে কোনমতেই রাজি নই।এখানে তো আর্থিক সাহায্য, জাত পাত, ধর্ম,নির্বিশেষে সব্বাইকে করার কথা বলা হয়েছে।আপনি একই গুরুত্ব দিলে আমি, নাচার।

    আর কওয়াক ডাক্তার কে ট্রেন করার দরকার কি? সে তো যদি এমনিতেই ভালো পারফরমেন্স করে দেখায়।অর্থাত আপনি একটি আইনি স্বীকৃতি দিতে চাইছেন। আইনি স্বীকৃতি না দিয়ে তাকে, স্তেরিলায়সেষণ বা ক্যাটারাক্ট অপারেশন, আই ভি ড্রাগ দেওয়া ও প্রেসক্রাইব করা চালিয়ে যেতে দিন।আমার কিন্তু এতে ঘোরতর আপত্তি আছে।
    হেলপার যত ভালই গাড়ি চালক, লাইসেন্স না দিয়ে গাড়ি চালালে,তাকে পুলিশে ধরা উচিত একথাই বলব।
    রাজমিস্তিরী যত ভালো বাড়ি বানাক, প্ল্যান এপ্রুভ করতে পাস করা এন্জিনিয়ারের/ আর্কিটেক্ট এর পক্ষেই সওয়াল করব।
    যত ভালো বিচারই করুক, পাড়ার মুহুরী হরিদা কে জজ এর চেয়ারে বসিয়ে বিচার করতে বলব না।
  • | 213.132.214.155 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩০669033
  • চাকরী র ক্ষেত্রে আমি সংরক্ষণের বিরুদ্ধে। ৪ টি পোস্টে র ৩ টি Sc,St এবং OBC দের জন্যে সংরক্ষিত হলে আর থাকলো টা কি?

    ও ই একট জেনেরাল পোস্ট র জন্যে প্রার্থী কতজন? আর বাকি ৩ টে পোস্ট র জন্যেই বা প্রাথী কতজন? এত তো পরিষ্কার না-ইন্সাফী।

    পিছিয়ে থাকা মানুষের দের আর কত টা "টেনে খেলানো" হবে?
  • একক | 24.99.146.143 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩২669035
  • ওরকম গাঁট গাঁট করে রাষ্ট্র চালানো যায়না । একটা লেভেলে পাওয়ার ডিভলিউট করতে হয় । কোয়াক ডাক্তার কঠিন অপারেশন করবে এমন কেও দাবি করেনি । বেসিকস টাই আরেকটু বেটার ট্রেনিং দেওয়া হবে এবং কিছু ডিভাইস চালাতে শিখবে যা দিয়ে লাইফ সায়েন্স ডেটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পৌছায় ।দরকারে অনলাইন যোগাযোগ করবে ।
    খাপ পঞ্চায়েত ও তাই । বেসিক মুসাবিদা টা করুক । ডকুমেন্টস বানাক । সাধারন সিভিল কেসগুলো দেখুক ।পুরোটাই রেকর্ড থাকুক । দরকারে ইন্তার্ভেইন করা যাবে আবার খাপ-ও অনলাইন হয়ে প্যানেল জজ এর মত নিতে পারে । খাপ এর রায়ে সন্তুষ্ট না হলে পরবর্তী কোর্টে যেতে তো কেও আটকাচ্চেনা ।

    এগুলো সবকটাই ইম্প্লিমেন্টেশন সম্ভব । অসুবিধের কিছুই নেই বরং প্রচুর ফিউচার মডেলের সঙ্গে এটাচেব্ল ।
  • sm | 233.223.152.134 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩২669034
  • যে মিশিগান এর ভদ্রলোক স্টাডি করেছেন, তাদের দেশে ১০০ শতাংশ কালো মানুষদের,হিস্প্যানিকদের কোটা করে দেওয়া উচিত।
    জাত পাত ভিত্তি তে কোটা থাকলে,ধর্মের ভিত্তিতে নয় কেন? মুসলমানরা সংখ্যালঘু ,তারা কোটা দাবি করতেই পারে, আবার হিন্দুরা ৫০০ বছর মুসলমান শাসকদের আন্ডারে ছিল, সুতরাং তাদের দাবিও যুক্তি সঙ্গত।
    বাংলাদেশ থেকে আসা ছিন্নমূল জনতাও কোটার দাবি করতে পারে।
    পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি প্রভৃতি পিছিয়ে পড়া জেলার লোকেদের মুখেও এক দাবি শোনা যেতে পারে।
    পরবর্তী কালে স্টাডি করে , পারফরমেন্স বেড়েছে দেখালেই হলো।
    ----
    ax ,আপনার পোস্টার উত্তরে এই কোটাগুলোর কথা লিখেছিলাম।এগুলো কি ফুলফিল করবেন। করলেই আর একটা লিস্টি দেব।

    এই চাই গুলো না হওয়া অবধি কী হবে? এবং এই চাই গুলো মেটার পরেও (অর্থাৎ বিপ্লব আসার পরে, আপনাদেরই কেউ কেউ যেটা বলেন অন্য সময়ে) যেখানে সামাজিক ও অন্যান্য বৈষম্যের কারণে সুযোগ দেওয়া হয়না সেখানে কী হবে?
    ----
    যতদুর পারুন আর্থিক ও অন্যান্য সুবিধে দিয়ে বৈষম্য দূর করার চেষ্টা করুন।একটু মেলা মেশা বাড়ান,নিজের লোক ভাবুন , তাহলেই চলবে।
    খালি উচ্চ শিক্ষায় ভর্তি/ চাকরির কোটা চালু রাখলে, জিনিস টা গোড়ায় না দিয়ে আগায় জল ঢালা হবে।
    ভারত সরকার গত ষাট বছর এমনটাই চালিয়ে আসছে, আর নতুন করে বৈষম্য বাড়িয়ে চলেছে ।
  • Tim | 188.91.253.22 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৮669036
  • এই আলোচনায় কি সীমিত রিসোর্স হেতু জন্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আসবে? নাকি সে অন্য টই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন