এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বুদ্ধিমান উচ্চশিক্ষিত লোক মানে ব্রাহ্মনই হবে

    bip
    অন্যান্য | ২২ ফেব্রুয়ারি ২০১৫ | ১০১৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.155.237 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৮669133
  • বললাম তো," ভালো ডাক্তার" এই উঁচু রান্কিন্গের জন্য , টিপ অফ দি আইস বার্গ।
    কিন্তু কোটা সিস্টেম এর সফলতা, এর মধ্যে ঢুকিয়ে ব্যাপার টাকে গুলিয়ে ফেললেন।
  • shibir | 59.206.139.96 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫০669134
  • sm কে একটা প্রশ্ন । একজন দলিত গরিব ও একজন ব্রাম্হন গরিব দুজনেই একই সামাজিক অবস্থানে আছে ? ধরে নিলাম দুজনেই bpl ।
  • pi | 233.176.14.67 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫১669135
  • মেধা কাকে বলে ? সেটা কি আপনার মতে পুরো জন্মগত ব্যাপার ?
  • sm | 233.223.155.237 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০০669136
  • খুব ভালো প্রশ্ন করলেন, দু জনাই।আমার মতে,সামাজিক অবস্থান কোনো দুজন ব্যক্তিরই সমান নয়।
    আর মেধা খানিকটা জন্মগত আর খানিকটা পারিপার্শিক অবস্থানের ওপর নির্ভর করে।
    কিন্তু কোটার উত্তর তো আগেই দিয়েছি,
    আমার কাছে, জাত পাত ভিত্তিক কোটা সিস্টেম, জাত পাত মূলক বৈষম্য কে বাড়িয়ে তোলে, বলে মনে হয়
    অর্থনৈতিক ভিত্তিতে কোটা সিস্টেম রাখাটাকেই একমাত্র সাপোর্ট করতে পারি।
  • একক | 24.99.166.247 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০২669137
  • তামিলনাড়ু তে অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটেছে । নিম্নবর্ণ সম্প্রদায় এর ডেমোগ্রাফি যদি এখানে লক্ষ্য করা হয় এনারা যে কোটা সিস্টেম আসার আগে একেবারে মরা গরিব ছিলেন তা না । কোটা সিস্টেমের ফলে এবং কোটার বাইরে প্রচুর ডাক্তার বেরিয়েছেন যাঁরা সরকারী ও প্রাইভেট মিলিয়ে একটা লেভেল প্লেইং ফীল্ড পেয়েছেন । এরা কোটা সিস্টেম কে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেয় নি । রেড্ডি এবং বেশ কিছু উচ্চবর্ণ সম্প্রদায় প্রাইভেট চিকিত্সাব্যবস্থায় টাকা ঢেলেছে যেখানে চাকরি পাওয়ার সময় কোটা নয় ডাক্তারের সুনাম-দক্ষতা এগুলোই প্রাধান্য পেয়েছে । কোথাও একটা ওপেন ফাইটিং এর জায়গা দরকার হয় । কোটা এদের বেস টাকে এগিয়ে দিয়েছে আর প্রাইভেট উদ্যোগ প্রতিযোগিতা দিয়েছে । দেখতে হলে পুরোটাকেই দেখতে হবে । যে কারনে কোটা নিয়ে এখানে উচ্চবর্ণের মধ্যে উষ্মা কম । যেটা ভারতের অন্যত্র ভীষণ দেখা যায় । ছোটো এরিয়া তে প্রচুর লোক মারপিট করলে যা হয় আর কী ।
  • pi | 233.176.14.67 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৯669138
  • বেশ, যেখানে 'পারিপার্শ্বিক অবস্থানে' জাতপাতের বৈষম্যের জন্য মেধা যেভাবে বিকশিত হওয়ার ছিল, তা হতে পারলো না, সেখানে কোন মেধার ভিত্তিতে ঠিক হবে কে ডাক্তারি পড়তে পারবে, কে নয় ? আর বৈষম্যের জন্য যে পিছিয়ে রইলো তাকে কেন আলাদা সুযোগ দেওয়া হবেনা ?
    অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়ার থেকে এই পিছিয়ে পড়া আলাদা কীসে ?
  • pi | 233.176.14.67 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২১669139
  • আর আপনার কথা অনুযায়ী, অর্থনৈতিক ভাবে কোটা থাকলে, আবারও আপনারই যুক্তি অনুযায়ী দেখি কী হতে পারে। কোন একজন উচ্চবিত্ত মেধাবী সন্তান পড়ার সুযোগ হারাতে পারে। সেটা আপনি মেনে নিচ্ছেন আশা করি। তাহলে উচ্চবর্ণের মেধাবী সন্তানের সুযোগ হারানোটাও নিশ্চয় কোন যুক্তি হতে পারেনা।
  • sm | 233.223.155.237 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪২669140
  • যা বাব্বা, তার জন্যই তো বলাম, অর্থনৈতিক ভাবে সাপোর্ট করতে।
    জাত পাত ভিত্তিক কোটা সিস্টেম তো সমস্যা কে বাড়িয়ে তোলে।পব তে কেউ জানত না ও বি সি কি জিনিস।কোটা চালু হবার পর তো জানা গেল।
    আপনার আগের করা পোস্টার অর্থ বোঝা গেল না।
  • pi | 233.176.14.67 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১৬669141
  • একটু বোঝার চেষ্টা করে দেখুন। পারবেন।
  • sm | 233.223.155.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৪669143
  • আরে বুঝিয়ে বলুন না ।
  • :) | 127.194.207.247 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩৩669144
  • "" অনেক বাঙালী ব্রাহ্মনরাও ভাবে ব্রাহ্মন মানেই বুদ্ধিমান, উচ্চ ইন্টেলেকচুয়াল টাইপের। আমি নিশ্চিত তারা মমতা ব্যানার্জি ব্রাহ্মন সেটা ভুলে যায়!!""

    - মমতা কিন্তু সেটা ভুলতে পারেন নি। 'অনেক" এর মধ্যে তিনিও পড়েন বোধহয়।
  • Abhyu | 138.192.7.51 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০১669145
  • এককের 11:02 PM পোস্টটা ঠিক লাগল। সাধারণভাবে আমি উচ্চশিক্ষায় কোটার বিপক্ষে (প্রাইমারি শিক্ষায় বিশেষভাবে পক্ষে)। আই আই টি গুলোতে মাস্টারদের সাথে কথা বললেই দেখতে পাবে "কোটায় ঢুকেছে, কিছুতেই পারবে না কিন্তু আমাদের পাশ করাতেই হবে, দুবারে না হলে তিনবারে নয় চারবারে" গোছের বক্তব্য। আর এমন ইঞ্জিনিয়ার বেরোলো যার তৈরী ব্রিজ ঝুপুস করে ভেঙে পড়ে বা এমন ডাক্তার যে পেটে ছুরি কাঁচি রেখেই সেলাই করে দেয় সেটা তো কাম্য নয়। এককের 11:02 PM পোস্টটা সেই জন্যেই ইন্টারেস্টিং।
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০৯669146
  • অভ্যু যা বলল তা কি নিজের অভিজ্ঞতা? মানে এমন ব্রিজ যা ভেঙ্গে পড়্ছে, খোঁজ নিয়ে জেনেছে তার মূল ইঞ্জিনিয়ার একজন কোটায় সুযোগ পাওয়া কেউ? কিম্বা যে ডাক্তার ছুরি কাঁচি রেখে দিয়েছে সে? আমি দুইজন ডাক্তারকে জানি যারা সার্জারির পরে ছুরি কাঁচি সমেত বন্ধ করেছিল - এরা দুজনেই উচ্চবর্ণের। এটা একেবারেই ভুল ধারণা যে কোটার জন্য উৎকর্ষতা কম্প্রোমাইজড হয়েছে। লোকে এটা বলেই চলে, কমন পার্সেপশন কিন্তু সপক্ষে কোনো যুক্তি দেখি নি। সম্প্রতি একটা কেস স্টাডি হয়েছে রেলওয়্তে রিজার্ভেশনের ফলে এফিসিয়েন্সি ও প্রোডাক্টিভিটির ওপর কী প্রভাব এই নিয়েই, তাতে উল্টো দেখা গেছে।
  • SC | 34.3.17.255 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২৫669147
  • দুর।
    প্রথমত, ব্রিজ ওভাবে তৈরী হয় না, যে একটা ইন্জিনিউর একটা ভুল করলো, আর ব্রিজ ভেঙ্গে গেল। এগুলো টিম এফর্ট, আর তাতে অনেক ক্রস চেকিং থাকে। বরং আই আই টি তে অনেক মাস্টার এমন পড়াত, তাতে আমার মনে হত এসব ফান্ডা নিয়ে ব্রিজ বানালে ভেঙ্গে পড়তে পারে।
    দ্বিতীয়ত, অত দূর যাওয়ার দরকার নেই, আগে তো এইটা প্রমান করতে হবে যে কোটা তে যারা ঢোকে, তাদের সবার সি জি পি এ, জেনারেল ক্যাটেগরী র ছেলেমেয়ে দের থেকে খারাপ। সেটাও অন্তত আমার নিজের এম্পিরিকাল এভিডেন্স থেকে সত্যি মনে হয় না।
    আমাদের ব্যাচের থার্ড টপার যে ছিল, সে কোটা তে ঢুকেছিল। আবার অনেক উচ্চবর্ণের ছেলেকে চিনি যারা সিক্স পয়েন্টার ছিল।
    আমার মনেহয় না এরকম সরল রৈখিক কোনো যুক্তি সাজানো যেতে পারে।
  • একক | 24.99.100.142 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৫৭669148
  • ব্যাপারটা সরলরৈখিক নয় একেবারেই । এগুলো সেন্ট্রাল প্ল্যানিং সিস্টেম বলে প্রচুর চেকস এন্ড ব্যালান্স যেখানে থাকে সেখানে ভালো আউটপুট দেয় যেখানে থাকেনা সেখানে ছড়ায়।

    কোটা ছেড়ে দিন , এই যে ওবামা মেক্সিকান ট্যাক্সি ড্রাইভার নাবানোর ড্রাইভ নিয়েছে পালে পালে এটাই তো রিপাবলিকান দের চোখে বিপজ্জনক । অনেকেই ড্রাইভিং এর প্রাথমিক পরীক্ষা পাস করেনি । এবার ঘষে মেজে যদি সিস্টেমে ঢুকিয়ে নিতে পারে ঠিক আছে । আর যদি দুর্ঘটনা-রবারি বেড়ে যায় তো ওবামা হুলিয়ে গাল খাবে । সেন্ট্রাল প্ল্যানিং এর সাফল্য একেবারেই ইম্প্লিমেন্টেশন নির্ভর ।
  • kd | 127.194.235.106 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:১০669149
  • বিপকে একটি ছোট্টো কারেকশন (অ্যাকাডেমিক পারপাস ওনলি)।

    মমতা ব্যানার্জি বামুনের মেয়ে, বামুন নয়।
    একমাত্র বামুনের বউরা (সো-কল্ড) বামুনের মর্যাদা পায় (অবিস্যি তাতে কার কি ছেঁড়া গ্যালো জিগালে কোনো উত্তর নাই)।
  • একক | 24.99.100.142 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:২২669150
  • হ্যা, প্যাটার্নাল লিনিয়েজ ধরলে তাই । গোত্রে ভরদ্বাজ বা শান্দিল্য হবেন কিন্তু জাতি নির্ধারিত নয় যতক্ষণ না বে হচ্ছে । এইবার প: কা: রা তেড়ে আসবেন :))
  • lcm | 118.91.116.131 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:০৭669151
  • কোটা/রিজার্ভেশন ফর মাইনরিটি বা ব্যাকওয়ার্ড কম্যুনিটি -এটার প্রয়োজনীয়তা নিয়ে যত না বিতর্ক, তার থেকেও বেশী কনফিউশন হল কিভাবে এটা ইম্প্লিমেন্ট করা হবে তা নিয়ে।

    কোনো পাবলিক/গভর্নমেন্ট হাসপাতালে যদি একটি সার্জেনের পদ খালি হয় এবং সেখানে ১০ জন অ্যাপ্লাই করে। কিন্তু পদটি সংরক্ষিত হবার জন্যে, চাগ্রিটিতে ১০ জনের মধ্যে যদি ৮ জন ডিসকোয়ালিফায়েড হয়। তখন মুশকিল হচ্ছে যদি সেরা প্রার্থীটি যদি ঐ ৮ জনের মধ্যে থাকেন, তাহলে সেরা প্রার্থীটিকে চাগ্রি দেওয়া গেল না। অর্থাৎ, পাবলিকের টাকায় চলা হাসপাতাল সেরা পরিষেবা পাবলিককে দিতে পারল না। কিন্তু মাইনরিটি বা ব্যাকওয়ার্ড কম্যুনিটির থেকে আসা একজন প্রার্থী চাকুরি পেলেন। একটি উদ্দেশ্য সার্থক করতে গিয়ে আর একটি উদ্দেশ্য ব্যর্থ হল।

    এরকম হওয়া টেকনিক্যালি সম্ভব।

    তাই এটির ইম্প্লিমেন্টেশন সহজ নয়, ঐ জন্য অনক দেশেই এই সংক্রান্ত আইন একটু ঘোরানো একটু ভাসা ভাসা, ফাঁক ফোঁকর সমৃদ্ধ (এটি অবশ্য পড়া/শোনা কথা)।
  • একক | 24.99.236.157 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:২০669152
  • এই সমস্যা টার উত্তর কোটা পন্থী রা এইভাবে দেন ।

    এক জায়গায় কোনো কাজের ৩ টি পদ । এর মধ্যে দুটি বা একটি সংরক্ষিত । এবার পদ ফাঁকা হয়েছে মানে জেনেরাল এর পদ ফাঁকা হয়েছে না কোটার পদ ? যদি কোটার পদ ফাঁকা হয় তাহলে তো জেনেরাল এর এপ্লাই করার প্রশ্নই আসছেনা । আর যদি অলরেডি কোটা প্রার্থী কর্মরত থাকেন তাহলে তো জেনেরাল পদের লোক ছেড়ে গেলে জেনেরাল ই নেওয়া হয় । কোটা সমস্যা করলো কোত্থেকে ?

    টিপিকাল কু(ট)যুক্তি সন্দেহ নেই :) রাজনীতি ব্যাপারটাই তাই ।
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:৪৫669154
  • কোটা বিপন্থীরা ক্যাপিটেশন ফি/লেগাসির বিনিময়ে নামী দামী কলেজ/ইউনিতে স্থান পাবার ব্যপারে কী বলেন?
  • একক | 24.99.236.157 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:১৮669155
  • কোটা বিরোধী তো যোদুপুরের আন্দোলনকারীরা । মিছিল বের করেছিলেন । ওদিকের কুযুক্তি গুলো ওনারা ভালো দিতে পারবেন ।

    আমার এসব কোটা বাটা নিয়ে আলাদা করে মাথাব্যথা নাই ।আমি চাই দিনের শেষে সরকার ১০০% কোটা স্টুডেন্ট নিক ,১০০% কোটা চাগরি দিক । আর বেসরকারী সংস্থা ক্যাপিতেষণ ফী নিয়ে পড়াক সে যে বর্ণের ই লোক হোক। বেসরকারী চাকুরী তে কোটার সীন না থাকুক । এই ক্ষেত্র টায় আমি সেন্ট্রাল প্ল্যানিং পছন্দ করিনা বলে কোটাবিরোধী এরকম অবস্থান নেবো না । একদম যার কুকুর তার পেছনেই লেলিয়ে দেওয়ার পক্ষে ।
  • একক | 24.99.236.157 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:০২669156
  • এখনকার সিস্টেমে এটা খারাপ নয় যে কোটা হয়ে অযোগ্য লোক কাজ পাচ্ছে । খারাপ এটাই যে মিলেমিশে থাকায় যোগ্যতার মান ব্যাপারটা ঘেঁটে আছে ।

    ওই যে বললেন সমীক্ষা চালিয়ে দেখা গেছে কোটা তে নিয়জিত লোকদের পারফরম্যান্স খারাপ না । এই সমীক্ষাটাই গোলমেলে কারণ রিপোর্ট দিয়েছে তাদের বসেরা যারা নিজেরাই কোটা তে আছে বা কোটার জোরে প্রমোশন পেয়েছে অনেকে। সর্বোপরি কোটা ক্যান্ডিডেট এর ব্যাড রিপোর্ট দিলে দলিত রাজনীতির ভয় । কাজেই কোনো সমিক্খাতেই এটা বোঝা সম্ভব না । সৌদি আরবে ক্রাইম রিপোর্ট কাউন্ট করতে যাওয়ার মত ব্যাপার ।

    অন্যদিকে ,যাদের পয়সা আছে এবং উচ্চবর্ণ তারা পয়সা জমিয়ে রেখে বিনাপয়সায় সরকারী সুবিধে নিচ্ছে । মার্কেটে টাকা+ কনশাস কনসিউমার ঢুকছেনা বলে প্রাইভেট সিস্টেম উন্নত হচ্ছে না । অথচ এরা কয়েক বংশের শিক্ষিত । প্রাইভেটে গেলেও গভর্নিং বডি কে প্রভাবিত করার ক্ষমতা রাখে । চাপ দিয়ে ঠিক মান উন্নত করবে । উচ্চবর্ণ কে সরকারী সিস্টেম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়াই বেসরকারী সিস্টেম কে উন্নত করার পথ ।

    এই কারনে সমস্তরকম সংরক্ষণপন্থী দলিত আন্দোলন কে হুলিয়ে সাপোর্ট করতে হবে যাতে সরকারী মানেই ১০০% কোটা হয় । এতে তারা যদি এবার নিজেদের মধ্যে লড়াই করে উঠে আসতে পারে তো ভালো । খদ্দেরও জানবে সরকারী দপ্তরে যাচ্ছি মানে কোটার ডাক্তার/ কোটার শিক্ষক । কারো আর মুখ লুকিয়ে লড়ার জায়গা থাকবে না ।
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:০৬669157
  • নাহ, সমীক্ষাটা একেবারেই এরকম না। কোটাতে ঢুকেছে বলে বস কোটার - এই অ্যাসাম্পশানই বা কোত্থেকে এল!!
  • একক | 24.99.236.157 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:১৫669158
  • বস কেন কোটার হবেনা ? এইত দুমাস আগে ক্যালকাটা ইউনিভ এর এসিস্ট্যান্ট প্রফেসর নেওয়ার বিজ্ঞাপন বেরিয়েছে দেখুন নেট থেকে । একেকটা সাবজেক্টে ৪ টে পোস্ট থাকলে তার মধ্যে একটা জেনারাল । একটা এসসি । একটা এসটি । একটা ওবিসি ওয়ান । একটা ওবিসি টু । মানে প্রতি ৪ জন ক্যান্দিদেতে ৩ জন কোটা । এতেও যদি বস কোটা হওয়ার সম্ভাবনা না বাড়ে তাহলে তো প্রমান হচ্ছে কোটা ক্যান্ডিডেট রা প্রতিযোগিতায় দাঁড়াতে পারছেনা । একজন জেনেরাল ক্যান্দিদেট ৩ জন কোটা ক্যান্দিদেট কে কাজের জায়গায় পেছনে ফেলে দিচ্ছে । তাই না ? :)
  • একক | 24.99.236.157 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:১৬669159
  • *৫ টা পোস্ট ।
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:২১669160
  • হবেনা কেন নয়, হবেই কেন - এটা আমার প্রশ্ন। আর এগুলো বসকে জিজ্ঞেস করে সমীক্ষা না।
  • Abhyu | 85.137.13.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:২২669161
  • অক্ষ আমি যা বলেছি সেটা নিজের অভিজ্ঞতা। ব্রিজ ভেঙে পড়া বা পেটে কাঁচি রেখে সেলাই করাটা উপমা, ওটা অভিজ্ঞতা নয়। অভিজ্ঞতা হল কোটার ছেলেমেয়েদের পাশ করানো সংক্রান্ত বিষয়টা। এব্যাপারে আর কিছু জানতে চেয়ো না, খোলা পাতায় কত আর লিখবো, বিশ্বাস না করলে না-ই করলে।
  • a x | 60.171.26.111 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:২৪669162
  • আর ইউনির অধ্যাপক পোস্টে এরকম ২৫% করে সংরক্ষণ নাকি ঐ ৪টে এমনভাবে খালি হয়েছে, যে ওভারল সংরক্ষণ মেন্টেন করতে গেলে এখন এইভাবে নিতে হবে?
  • Abhyu | 85.137.13.237 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:২৬669163
  • আর আমি ক্যাপিটেশন ফির বিনিময়ে নামী দামী ইন্সটিটিউটে ঢোকানোর ঘোরতর বিরোধী।
  • !! | 134.123.228.218 | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৩২669165
  • উফ এই ডিসি ভদ্রলোক খুব মিষ্টি। রজ্ঞন বললে জানতে পারেন পেরিয়ার আন্দোলনের কথা, অফিসের কলিগকে প্রশ্ন করে জানেন করুণানিধির কথা। আরে ভাই গুগল করলেই বা পড়লেই তো জানতে পারবেন - করুণানিধি ছিলেন সিনেমার script রাইটার। বন্ধু MGR এর জন্য উনিই লিখতেন। আর DMK করতেন দুজনেই, তারপর আস্তে আস্তে তাদের বন্ধুতে কি ভাবে ফাটল ধরে আর MGR এ-আই-ডি-এম-কে তৈরী করেন।
    আর করুণানিধির সাহিত্য বা কবিতা লেখার কথা চেন্নাই-এ থেকে জানেন না ! তার কন্যা কানিমোহি যে বাবার এইগুণ পেয়েছেন এবং লেখিকা এটাও কলিগকে জিঞ্জাসা করতে হবে। আপনি মশায় আরেক লালমোহন বাবু। একটু হিন্দু কাগজটা পড়লেই সব জানতে পারবেন।
    ডিঃ মশকরা করে লিখলাম। আপনাকে যতটা বুঝেছি আশা করি কিছু মনে নেবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন