এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ২০২৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 233.176.10.134 | ০৪ জুন ২০১৫ ১৩:৪৯679442
  • কতটা গরীব হলে সরকার দেয় ? আর ইন্সিওরেন্সের প্রিমিয়াম কীরকম ?
  • sm | 233.223.159.253 | ০৪ জুন ২০১৫ ১৩:৫৪679443
  • pi ,আপনি নিশ্চয় জানেন, কিছু বছর আগে লেফট ফ্রন্ট গভ,সরকারী স্কুল থেকে এডমিশন ( ক্লাস ওয়ানে ভর্তির )টেস্ট তুলে দেয়।ভর্তি শুরু হয় লটারির মাধ্যমে।
    আগে, হেয়ার, হিন্দু, টাকী,বিধান নগর গভ: হাই স্কুল থেকে নিয়মিত মাধ্যমিক / উচ্চ মাধ্যমিকে স্ট্যন্ড করত।এখন কিরকম রেসাল্ট হয়, সেটা ঐসব স্কুলের শিক্ষক এবং ছাত্রদের জিগালেই পাবেন।এখানে অর্পণ, ন্যাড়া অনেকেই আছেন, তারা ভালো বলতে পারবে। রেসাল্ট ও মান দুটি ই খারাপ হয়েছে।
    এবার আসি ব্রিটেনের কথায়। ধরা যাক লন্ডন শহর । খুবই কসমোপলিটন সিটি। সেখানে,কিছু জায়গা, যেমন ইস্ট হ্যাম, অল্ড গেট,এত খারাপ জায়গা অর্থনৈতিক ভাবে ও অন্যান্য কারণে , যে নিজের সন্তান কে ভর্তি করলে,ভবিষ্যত ফর্সা ! অত এব প্রাইভেট স্কুলেই পড়ানোই শ্রেয় । অন্তত ডিসিপ্লিন টা বজায় থাকবে।
    প্রাইভেট স্কুলের খরচা, টা , ধরেন গিয়ে বছরে ১২-১৪ হাজার পাউন্ড। এখানে পয়সা তাই মেন কথা। অর্থাত ফেলো কড়ি মাখো তেল। খুব মেধাবী ছাত্র হলে পড়তে পড়তে কিছু ছাড় পায়।
    সবচেয়ে ভালো স্কুল হলো গ্রামার স্কুল। এখানে ক্লাস সিক্সে এডমিশন নেওয়া হয়।এখানে মেধা ভিত্তিক সিলেকশন হয়, তাই পার্ফর্মেস ও সেরা।এটা কিন্তু পাবলিক স্কুলের মতই ফ্রি।
  • Arpan | 116.197.124.145 | ০৪ জুন ২০১৫ ১৩:৫৬679444
  • বিপের বেশ কিছু বক্তব্যের সাথে একমত। কিন্তু ইন্ডিয়ায় আইটিবুমের শুরুটা কীভাবে প্রবাসী ভারতীয়দের হাত ধর্র হল সেটা বুঝিনি।
  • pi | 233.176.10.134 | ০৪ জুন ২০১৫ ১৪:০৫679445
  • গরীব লোকজনের সাথে মিশলে ভবিষ্যত অন্ধকার ? তাহলে গ্রামার স্কুলেও তো তাই হতে পারে!
    আর উত্তর পাইনি। মেধা কি পেট থেকে পড়ে ?
  • sswarnendu | 138.179.159.40 | ০৪ জুন ২০১৫ ১৪:১২679446
  • কতটা গরিব হলে দেয় জানি না ঠিক, প্রিমিয়াম ম্যাক্সিমাম খরচ আমি করব তেও মাসে ২২০ ফ্রা, স্কলারশিপের ৬ % এর বেশী। আর বছরে ২৫০০ ফ্রা অবধি আমার খরচ। এর তুলনায় জার্মনী স্বর্গ।
  • a | 213.219.201.58 | ০৪ জুন ২০১৫ ১৪:১৯679447
  • "লোকে বিদেশে যাচ্ছেই কারণ জানে দেশে যে মাইনে পাবে বিদেশে তার থেকে অনেক বেশিই পাবে" - এইটা স্বর্গের আগের স্টেশন থেকে যারা বিদেশ যায় তাদের জন্যে অনেক সময় প্রযোজ্য নয়, বিশেষত মাইনে বলতে যদি সেভিং পোটেনশিয়াল ধরেন
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ১৪:৪৬679448
  • তাদের জন্য আরো বেশি প্রযোজ্য। আপনি একটা হিসেব দিয়ে বোঝান না।
  • sm | 233.223.159.253 | ০৪ জুন ২০১৫ ১৪:৫৪679449
  • pi ,আপনাকে কে বলল গরীব লোকজনের সঙ্গে মিশলে ভবিষ্যত খারাপ? এই রকম ভাবে কথা বসালে মুশকিল।ভবিষ্যত খারাপ হয় যখন ব্রোকেন ফ্যামিলি,নেশা খোর,অসভ্য, রেসিস্ট এইসব জনতার সঙ্গে নিজের সন্তান সন্ততি কে পড়তে হয়। এই সব গুন গুলো গরীব বড়লোক সবাই অর্জন করতে পারে। তবে কিনা,অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া, কালোলোকজন অধ্যুষিত বা ইদস্ত্রিয়াল অঞ্চলেএ জিনিস বেশি দেখা যায়। এটা বাস্তব।
    উত্তর ডিরেক্ট, মেধা কিছুটা জেনেটিক,আর বেশ কিছুটা নার্চার করতে হয়। এর জন্য চাই ভালো পরিবেশ,উত্তম সঙ্গ,কেঅরিং পেরেন্ট। আর বিশদে বলতে পারবো না।
    আগের পোস্টে পব তে গভ স্কুলের মান পড়ে গেছে উল্লেখ করেছিলাম।অর্থাত মুড়ি মুড়কি এক হলে চলে না।
    গ্রামার স্কুল প্রসঙ্গে; বলাই হয়েছিল, এখানে মেধা ভিত্তিক সিলেকশন। বিভিন্ন স্কুল থেকে ছেঁকে নেওয়া হয়। তাই পারফরমেন্স ও ভালো।
    আবার এটাও দেল্খা গেছে, ওই মেধাবী ছাত্র ছাত্রী দের ফ্যামিলি ব্যাক গ্রাউন্ড ও বেশ ভালই হয়।
  • Somnath Roy | ০৪ জুন ২০১৫ ১৫:১৩679450
  • এই কথাটা আমি আগে বহুবার লিখেছি, তাও সুযোগ বুঝে আবার লিখে যাই। আমেরিকার জীবনকে আমার কস্মিনকালেও দেশের থেকে আরামের লাগেনি। যখন গেছিলাম, কানপুর আইআইটির হোস্টলের তুলনায় ওখানকার থাকার জায়গা ইনফিরিরয়র লেগেছিল, এমন কীমাইরি বলছি, স্পেস ও ফার্নিচারের দিক থেকে ল্যাবটাও কানপুরর থেকে খারাপ ছিল।
    তারপর প্রত্যেকদিন যা স্টরাগল ছিল, আমার এখনও ভাবলে ভয় লাগে। রান্না করতে শেখা, লাঞ্চ প্যাক করা, রোববার গ্রসারি বাস ধরে চাল ফল কিনে টানতে টানতে আসা, তার ওপর ঠিকঠাক পাবলিক ট্রান্সপোর্ট নেই- গাড়ি শেখা ও ধার করে গাড়ি কেনা। প্রায় বইয়ে পড়া বিদ্যাসাগরের ছাত্রজীবনের মত চাপের লাইফ‍।
    এর ওপর সেকেন্ড হ্যান্ড খাট বিছানা ইত্যাদি। সেই খাটে ছারপোকা হল, তখন ফেলে দিয়ে নতুন কিনতে টাকার হিসেব করতে হচ্ছে।

    দেশে থাকতে কখনো এরকম দুর্ভোগ হয় নি।
  • a | 213.219.201.58 | ০৪ জুন ২০১৫ ১৫:১৫679452
  • কিরকম হিসেব চান বলুন? ধরুন, বছরে ৫০ লাখ মাইনে পায় লুরুতে। সে আমেরিকা গেলে যদি ১২৫,০০০ পায়, সেটা রাফলি ৬৩ লাখ হয়।
    দুদিকেই ৩০% ট্যাক্স নিন।
    মানে মাসিক ২ লাখ মত তফাত।

    এবার বাড়িভাড়া, হেল্থ ইন্সুরান্স, প্রাইভেট স্কুল ধরে নিন। তফাত ৫০,০০০ এর মত হবে, টাকায়। অর্থাৎ বছরে ৬ লাখ। ওতে বাড়ির ডাউনপেমেন্টও হবে না ঃ)
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ১৫:২৪679454
  • লুরুতে জে বছরে ৫০ লাখ পায় সে বিদেশ গেলে ১২৫০০০ পায়?
  • | 77.98.72.126 | ০৪ জুন ২০১৫ ১৫:২৪679453
  • লুরু তে ৫০ লাখ কীকরম এক্সপেরিয়েন্স বা স্কিল সেটে পায় অয়ন? তাহলে বুঝতে সুবিধা হতো।
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ১৫:২৫679456
  • যে কোনো পাবলিক কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট দেখে নিন কারা ৫০ লাখ পায়।
  • pi | 233.176.9.93 | ০৪ জুন ২০১৫ ১৫:২৫679455
  • আপনার পোস্টই বললো, হ্যাঁ আবার রিইটরেট করলো তো সেকথা।
    কিন্তু আপনি নিজেকে কতটা কন্ট্রাডিক্ট করছেন দেখুন। এই বললেন, মেধা বেশ কিছুটা নার্চার করতে হয়। এর জন্য ভালো পরিবেশ উত্তম সঙ্গ ইঃ চাই। তো, ধরা যাক, জন্মগতভাবে কেউ ভালো পরিবেশ, সঙ্গ ( যদিও কোন কিছুকে এক কথায় ভালো, খারাপ বলে দাগাতেও আমার সমস্যা আচে, সে তর্কে এখন গেলামই না) পায়নি, তো সেই মুড়কির ন্যায় ছেলেমেয়ের সাথে মিশলে আপনি মনে করছেন মুড়ির ন্যায় ছেলেপুলের ভবিষ্যত ফর্সা ! তো, এটা তো ভাবেছেন না, স্কুলের পরিবেশ ভাল হলে, খারাপ পরিবেশ থেকে আসা ছেলেপুলের জন্য সেটা ভাল হতে পারে ? নার্চার হয়ে যে মেধা বিকশিত হয়, তার সুযোগ কোথায় আপনার আদর্শ মডেলে ?
    আর ঐ 'ওই মেধাবী ছাত্র ছাত্রী দের ফ্যামিলি ব্যাক গ্রাউন্ড ও বেশ ভালই হয়' .. , এটা নিয়েও দুটো প্রশ্ন তোলা যায়। গরীব লোকজন ( হ্যাঁ, আপনি তো অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়ার সাথে ফ্যামিলি ব্যাকগ্রাউণ্ড , পরিবেশ খারাপ কে ইক্যুয়েট করেছেন ), হলে তারা জন্মগত ভাবে মেধাবী হতে পারে না ?
    আর যতটুকু যা মেধা জন্মগত আছে, মেধা নার্চারিং এর সুযোগ এদের জন্য তাহলে নেই বলছেন ? মানে, দিলে তো দেখছি আপনি আপত্তি করছেন, কারণ তাতে অন্যদের কন্টামিনেশন হবে !!

    আপনার কথা অনুযায়ী, কেউ অর্থনৈতিক ভাবে কি অন্য কারণে পিছিয়ে পড়া পরিবেশে, পরিবারে জন্ম নিলে, বড় হলে, তার ভালো স্কুলের পরিবেশ , শিক্ষা পাওয়াটা অন্যায় কারণ তাতে আপনাদের মত লোকজনের সনতানদের ভবিষ্যত ফর্সা , আপনাদের জন্য আছোলা বাঁশ ?
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ১৫:২৭679457
  • আর ১২৫০০০ কি করে ৬৩ লাখ হোলো বুঝলাম না। এক্সচেন্জ রেট কি রাতারাতি বদলে গেলো নাকি?
  • | 77.98.72.126 | ০৪ জুন ২০১৫ ১৫:২৯679458
  • অত চাপ নিতে পারবো না।
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ১৫:৩০679459
  • আপনাকে বলিনি। যিনি ৫০ লাখের মাইনে দিয়ে গল্প শুরু করলেন তাকে বললাম।
  • sswarnendu | 138.178.69.138 | ০৪ জুন ২০১৫ ১৫:৩১679460
  • বছরে ৫০ লাখ, উরেব্বাস!!
    এত রোজগার যাদের তাদের কথা তো জানি না, কিন্তু বছরে ১৫-১৬ থেকে ২৬-২৭ লাখ অবধি রোজগারে লোককে দিব্য লুরু থেকে বিদেশে গিয়ে থাকতে দেখেছি এবং তাতে বেশি পয়সা পাওয়াটা একটা উল্লেখযোগ্য কারণ বলেই তো বলে তারা...
  • | 77.98.72.126 | ০৪ জুন ২০১৫ ১৫:৩৪679461
  • শুধু পয়সা নয় জীবনযাত্রা র মান বা অন্যান্য সুযোগ সুবিধা ও কারোর প্রায়োরিটি হতে পারে...
  • sswarnendu | 138.178.69.138 | ০৪ জুন ২০১৫ ১৫:৩৫679463
  • আর S আগেই লিখেছেন, আমিও বলে যাই, আজকের এক্সচেঞ্জ রেট এ ঐটা ৮০ লাখ টাকা ... ৬৩ নয়
  • সে | ০৪ জুন ২০১৫ ১৫:৪১679465
  • বোতিন এর লাস্ট পোস্টে ডিট্টো। স্বাধীনতা ও একটা কারণ হতে পারে। আত্মসম্মান আরেকটা কারণ। ;-))
  • a | 213.219.201.58 | ০৪ জুন ২০১৫ ১৫:৪১679464
  • ব্রতীন্দা, আজকের লুরুতে ১৫ বছর,জাভা সোয়া। বিগ ডাটা। আর্কিটেকচার। অপ্পন্দা ভাল বলতে পারবে।
    আমেরিকা নিয়ে লেখা শুরু করেছিলাম, পরে এক্ষচেন্জ রেটের সময়ে একটা গড় নিয়েছিলা আমেরিকা ও অন্যান্য দেশের। অন অয়ভারেজ ৫০ ধরেছি। সেটা বাড়িয়ে কমিয়ে নেবেন, সেই অনুযায়ী বাকি জিনিসও বাড়বে কমবে।
    আর এস এইটা কইলেন? লুরুতে ৩০,৪০,৫০ লাখ হেসেখেলে চায় ও পায় লোকে।
  • | 77.98.72.126 | ০৪ জুন ২০১৫ ১৫:৪৪679466
  • না অয়ন, ৫০ লাখ লুরু তে পেতে পারে জানি। কিন্তু তাদের স্কিল সেট আর কত বছরের এক্সপেরিয়েন্স সেটা জানতাম না।
  • sswarnendu | 138.178.69.138 | ০৪ জুন ২০১৫ ১৫:৪৬679467
  • 'ওই মেধাবী ছাত্র ছাত্রী দের ফ্যামিলি ব্যাক গ্রাউন্ড ও বেশ ভালই হয়'

    correct statement, but wrong direction of causal implication :)
    ব্যাপারটা হচ্ছে ফ্যামিলি ব্যাক গ্রাউন্ড ভাল থাকলে সমাজের মাপকাঠিতে মেধাবী প্রমাণিত হওয়ার সুযোগ বহু বেশী.... এর থেকে কিভাবে ঠিক ঐ ভবিষ্যৎ ফরসাটার ইমপ্লিকেশন এল ঠিক বোঝা গেল না কিন্তু...
  • sm | 233.223.159.253 | ০৪ জুন ২০১৫ ১৫:৪৮679468
  • pi , একটা বাংলা পোস্টের মানে বুঝতে না পারলে মানে বই দিতে পারবো না।আমি কোথাও আমার কথা থেকে পিছিয়ে আসিনি বা ঘুরিয়ে দিই নি। আপনি ই সহজ কথার ঘুরিয়ে মানে করছেন।
    প্রথম কথা , মেধা কি জন্ম গত?
    উত্তর হ্যা।বেশ কিছু টা। কারণ আপনি সত্যেন বোসের মত ফিসিক্স বুঝবেন না বা রবীন্দ্রনাথের মত লিখতে পাবেন না। এটা আমার ক্ষেত্রেও সত্যি।তবে কি, মেধা কে নার্চার করতে হয়। নয়তো জং পড়ে যায়।
    দ্বিতীয় ভালো ছাত্র কেন সঙ্গ ও পরিবেশের দোষে নষ্ট হবে। উল্টো টা নয় কেন?
    উত্তর, এর আগে একজন লিখেছিলেন, বৃটেনের একটি বেশ ভালো রেসাল্ট করা স্কুল বেশি ফানদিঙ্গের আশায় তার অঞ্চল সীমা বাড়িয়ে নিয়ে একটি রাফ অঞ্চল কে জুড়ে নেয়। ফল হাতে নাতে,স্কুলটির পারফরমেন্স ঝুল হয়ে যায় কয়েক বছরের মধ্যে।
    এরকম উদাহরণ অসংখ্য।
    বাজে পরিবেশ , সঙ্গ বলতে ব্রোকেন ফ্যামিলি, নেশাখোর পেরেন্ট, নন কিয়ারিং পেরেন্ট; এগুলোর উদাহরণ দিয়েছিলাম।
    এগুলো ও কিন্তু আর্থিক ভাবে পিছিয়ে পড়া,অঞ্চলেই বেশি দেখা যায়। গরীব মানুষ এর জন্য দায়ী নয়; গরীবি ই হলো দায়ী।
    বুঝতে অসুবিধে হলো?
    গরীব মানুষ জন্মগত ভাবে মেধাবী হতে পারে না; এত আপনার মনের মাধুরী; আমার নয় তো।
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ১৬:০১679469
  • "লুরুতে ৩০,৪০,৫০ লাখ হেসেখেলে চায় ও পায় লোকে।"

    না পায় না। এই দেখুন ইনফোসিসের হিসেব। ১৭ নম্বর পাতায় চলে যান। এই কজন মাসে ৫ লাখের বেশি মাইনে পেয়েছেন। এর মধ্যে অনেকেরই মাইনের একটা বড় অংশ (ইফ নট অল) আসে অনসাইট পে থেকে। এইবারে ইনফির জনসংখ্যা দেখে কত পার্সেন্ট লোক পায় সেইটা বের করুন। অতএব ৩০ লাখের উপরে খুব খুব কম লোকজন মাইনে পায়।

    http://www.infosys.com/investors/reports-filings/annual-report/annual/Documents/infosys-AR-15.pdf
  • sswarnendu | 138.179.159.40 | ০৪ জুন ২০১৫ ১৬:১২679471
  • এস এম,
    এই মেধা জন্মগত র উত্তরটা যে হ্যা এইটা কিভাবে ঠিক জানা গেল?
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ১৬:১২679470
  • * ১৭ নয়। পিডিএফ ফাইলের ৪১ পাতার আশে আশে লিস্টি শুরু হচ্ছে।
  • sda | 116.206.245.7 | ০৪ জুন ২০১৫ ১৬:১৩679474
  • প্রোডাক্টে প্রিন্সিপাল ইনজিনিয়ার বা সিনিয়ার ম্যানেজার লেভেলে লোকজন স্টক শুদ্ধ আরামসে ৪০ পায়। ৩-৪ বছর এক্সপিতেই কত লোকজন ১৫-২০ পাচ্ছে।
  • pi | 233.176.11.144 | ০৪ জুন ২০১৫ ১৬:১৩679472
  • মানে বই ছাড়াই দিব্বি মানে বোঝা গেছে। আপনি নিজে ই বোধহয় বোঝেন না কী বলছেন। লজিকের পুরো হাতে হারিকেন ধরিয়ে ছাড়বেন। ঃ(

    আপনি একটা সোজা উত্তর দিন না । গরীব যদি জন্মগত ভাবে মেধাবী হয়, তাহলে সেই গরীব ছেলেমেয়ের মেধা কীভাবে নার্চার হবে ? কারণ এই গরীব লোকজনের বেশিরভাগেরই পরিবেশ, আপব্রিঙ্গিং খুব খারাপ , তার মানে এখানে নার্চার হল না। আবার ভাল স্কুলে গিয়ে নার্চার হওয়া নিয়েও আপনার প্রবল আপত্তি কারণ আপনাদের মত লোকজনের সন্তানদের ভবিষ্যৎ সেই সঙ্গদোষে নষ্ট হবে। তো, এইসব মেধা র জন্য আপনার সিস্টেমটা আছোলা বাঁশ হচ্ছেনা?

    আবার এটাও বলেছেন, 'মেধাবী ছাত্র ছাত্রী দের ফ্যামিলি ব্যাক গ্রাউন্ড ও বেশ ভালই হয়।' ফ্যামিলি ব্যাকগ্রাউণ্ড কে ইক্যুয়েট করেছেন। তো, আপনার কথার মানে কী দাঁড়াচ্ছে ? মেধাবী মানে অর্থনৈতিক ভাবে এগিয়ে থাকা পরিবারের ছেলেপুলেই তো ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন