এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ২০২০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | 79.64.8.100 | ০৫ জুন ২০১৫ ০৪:০৬679027
  • S এর Date:04 Jun 2015 -- 09:28 PM বিষয়ে। আমার মত একটু আলাদা । দেশের কিছু প্রিমিয়ার ইন্স্টিটিউশানে পড়ে বা পড়ানোর এক্ষপি আম্রিগার হাইয়ার টু মিডিয়াম ইউনি কে একশো গোল দেবে বলে মনে করি। পড়ানো, বিশেষ করে । আই টির এন্ট্রান্স দিয়ে উঠে আসা জনতার সাথে আমেরিকার টপ ইউনিভার্সিটির আন্ডার্গ্রাড তুলনা করা একটা জোক।

    হ্যাঁ , মেটেরিয়াল সুযোগ সুবিধার দিক দিয়ে যাস্ট কোন তুল্নায় হয় না, আর সেটার মূল্য অনেক, এটা মানি।
  • !! | 60.95.38.164 | ০৫ জুন ২০১৫ ০৫:১৩679028
  • ৫০ লাখ সত্যিই বেশী নয়। আমাজন বলে বলে ৭০ লাখ দেয়, ১৫ বছরের লোক কে। আর ফ্লিপকার্টও ঐ৬০ লাখ দেয়।
    আর ন্যাড়া ঠিক বলেছেন যে এরা বিদেশে ২২৫ এর উপর পায়।
  • 4z | 79.157.80.175 | ০৫ জুন ২০১৫ ০৬:৩৪679029
  • ইনভেস্টমেন্ট ব্যান্কিংএ ১-১.৫ দিলে ১০০-১৫০ গুন উশুল করে নেয়।
  • lcm | 118.91.116.131 | ০৫ জুন ২০১৫ ০৬:৫৫679030
  • আমাজন ইন্ডিয়া
  • a | 127.120.16.132 | ০৫ জুন ২০১৫ ০৭:১৮679031
  • "কেউ কেউ লিখেছেন যে ৩ বছরের এক্সপিতে লোকে ৫০ লাখ নামাচ্ছে। " কে বললো?
  • riddhi | 117.217.133.50 | ০৫ জুন ২০১৫ ০৭:৩৬679033
  • আরে ছারুন না,লাখ কোটির হিসেব। এবার ধঙ্গরিমা নিয়ে সিরিয়াস হ্যাটা দেব।
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১৫ ০৭:৩৬679032
  • আপনিই তো লিখলেনঃ

    "অতএব, আপনার দেওয়া ৫০ লাখের হিসেবটা খুব ছোটো স্যাম্পেলে প্রযোজ্য। - ১০০ বার। আমি একবারও বলিনি এটাই জেনেরাল রুল। কিন্তু কি জানেন, এই সেগমেন্টটা কিন্তু বাড়ছে, বিশেষত ৩-৮ এক্ষপির ক্ষেত্রে। আমি অন্তত ১৫টা কোং বলতে পারি যারা ইজি ৪০-৫০ অফার করে। তো সেটাই আমার বক্তব্য ছিল।"

    রিদ্ধি বাবু আপনি মনে হয় আমার পোস্টটা ঠিক করে পড়েননি। আমি পিএইচডির কথা বলেছি। আর ছেলেটি চায়্নার। বেইজিঙ্গ ইউনির উপরের দিকের ছেলে।
  • lcm | 118.91.116.131 | ০৫ জুন ২০১৫ ০৭:৪০679034
  • এই চার্টগুলোতে ডেটা হয়ত পুরো ঠিক নয়, ধরো +/-২০%, কিন্তু তাতেই ভালোই তো মাইনে।
  • riddhi | 117.217.133.50 | ০৫ জুন ২০১৫ ০৭:৪১679037
  • এই চীনে কোত্থেকে এল? পিছিয়ে পড়তে ল্যাদ লাগছে। বক্তব্য ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার ইন্স্টির ছেলেপুলেদের নিয়ে।
  • a | 127.120.16.132 | ০৫ জুন ২০১৫ ০৭:৪১679035
  • ক টু রিদ্ধি। বক্তব্যটা মাইনে নিয়ে ছিলনা, বক্তব্য ছিল শুধু টাকাই মোটিভেশন নয় অনেকের ক্ষেত্রে। সেই বক্তব্য বলা, বোঝা সব হয়ে গেছে। এবার ছেড়ে দিন ঃ)
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১৫ ০৭:৪২679038
  • লোকে দেখচি শুধু বলে যাচ্ছে যে বলে বলে ৫০ লাখ দেয়। ইজিলি ৩০ দিয়ে দেয়। এইবারে সেটা ৭০ এ পৌঁছেছে। বুঝতে পারছি আরো বাড়বে। অথচ লসাগু বাবুর লিন্ক দেখে বুঝতে পারছি যে আসলে মাইনে ঐ জায়্গায় পৌঁছায় না।

    যা বুঝলাম, ইন্ডিয়াতে যেকোনো আইটি কোম্পানি কাউকে ৩০ এর উপরে শুধুমাত্র টেকের গ্যান দিয়ে দেয়্না, কারণ ওটা এখন প্রায় জেনেরিক স্কিলসেট হয়ে গেছে। বিজনেস আনতে হবে বা চালাতে হবে তবেই ঐ টাকা পাওয়া যায়।
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১৫ ০৭:৪৩679039
  • আমি কম্পেয়ার করেছিলাম আইআইটির বিটেকের সাথে আমেরিকার টপ স্কুলের পিএইচডির।
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১৫ ০৭:৪৪679040
  • আমি কোথায় ধন গরিমা করলাম। বক্তব্য শুনে তো মনে হচ্ছে টেকের জনতার হেব্বি ধন গরিমা হয়েছে।
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১৫ ০৭:৪৬679041
  • আর কেউ যদি ৩ লাখে যয়েন করে আর বছরে ১২% করে ইন্ক্রিমেন্ট পায়, তাহলেও তার স্যালারি ২০ বছর পরে প্রায় ৩০ লাখ হয়। অতএব।
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১৫ ০৭:৪৮679042
  • আমার তো সেটাই বক্তব্য যে বিলেতে যাওয়ার মুল উদ্দেশ্য টাকা। যারা সেইটা দেশে পাচ্ছেন (শাহরুক খান একস্ট্রিম এক্জাম্পল) তারা যাচ্ছেন না।
  • riddhi | 117.217.133.50 | ০৫ জুন ২০১৫ ০৭:৫৮679043
  • S, পিছিয়ে পড়িনি এখনো, আমি আই-আইটি বিটেক আর ইউ এস আন্ডার গ্রয়াডের তুলনা করছিলাম। হায়ার স্টাডিসে (যদি যায়) এরা বেজিং বা সিঔল ব যে কোন ইউনির জনতাকে ভালই কম্পি দেবে, এটাই বক্তব্য ছিল।

    আপনার 7:48 নিয়ে সম্পূর্ন একমত।
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১৫ ০৮:০৫679044
  • রিদ্ধি বাবু একদম ঠিক। এখানে সবথেকে ভালো স্টুডেন্ট দেখি সব চায়না-ইরান-ইন্ডিয়া থেকে আসে। কিছু টার্কির লোকও দেখি খুব ভালো করছে। এছাড়া আমেরিকানদের মধ্যে ভালো ছেলেপুলে তো আছেই। কিন্তু কিছু কিছু ব্যাপারে এখনকার ছেলেরা অবশ্যি অনেক বেটার।

    কিন্তু ঐ টিওআইর মাইনের খবর গুলো জাস্ট ফালতু। লোকে ঐগুলো পড়ে আইডিয়া করতে যায়। আর মাইনে নিয়ে এই ঢপের পরিমান ক্রমশ বাড়ছে। একগাদা স্টক অপশান্স যেগুলোর লকিঙ্গ পিরিয়ডের কোনো সীমা পরিসীমা নেই তার কারেন্ট ভ্যালু বের করে সেইটাকে প্রথম বছরের স্যালারির সাথে যোগ করে দিয়ে লাখ বেলাখের মাইনে দেখিয়ে দেওয়া হয়। আর তাই দেখে লোকে হিসেব করতে শুরু করে দেয়।
  • pi | 192.66.11.68 | ০৫ জুন ২০১৫ ০৮:০৬679045
  • এত টাকা নিয়ে লোকে করেটা কী ? সিরিয়াসলি জানতে চাই। একটা মোটামুটি লেভেলের টাকা হলেই তো দিব্বি চলে যায়।
  • পদ্মনাভস্বামী | 24.139.190.82 | ০৫ জুন ২০১৫ ০৮:১০679046
  • এক্সপ্লিসিটলি বলেও বোঝানো গেলনা! শুধু কতগুলো কাগজের জন্য কেউ কোথাও যায় না। জীবনযাত্রার মান পাল্টাতে (বাড়ানো/কমানো বলছিনা) যায়।
  • pi | 192.66.11.68 | ০৫ জুন ২০১৫ ০৮:১১679049
  • জীবনযাত্রার মানটা একটু এক্সপ্লিসিটলি বোঝাবেন ?
  • পদ্মনাভস্বামী | 24.139.190.82 | ০৫ জুন ২০১৫ ০৮:১১679048
  • আঅমার ব্যক্তিগতমত এক ধরণের ইনসিকিউরিটির থেকে লোকে টাকার পেছনে ছোটে।
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১৫ ০৮:১২679050
  • লোভের সপ্তম ঘড়ার গল্প শোনেননি। তবে এখন যা অবস্থা একটা বড়ি, গাড়ি, ইন্সুরেন্স, বাচ্চার পড়াশুনা, হেলথ কেয়ার - এতেই একটা বেশ বড় পরিমান বেড়িয়ে যায়। আর আপনি যদি ৫০ লাখ মাইনে পান তাহলে আপনাকে নিদেন পক্ষে কোরোলা করে আপিস যেতে হবে, তিন কামরার অ্যাপার্টমেন্টে থাকতে হবে, বছরে একটা ফরেন ট্রিপ চাই, আরো কত কিছু জাস্ট ঐ ৫০ লাখের চাকরিটা রাখার জন্যে। ধনতন্ত্র।
  • পদ্মনাভস্বামী | 24.139.190.82 | ০৫ জুন ২০১৫ ০৮:১৩679051
  • ঐ ভাল সালামি সসেজ চীজ এই সব নিতান্তই গোদা ব্যাপারস্যাপার। যার যাতে মজে মন।
  • dc | 132.164.205.6 | ০৫ জুন ২০১৫ ০৮:২৯679052
  • "এত টাকা দিয়ে কি করে" এটা কিন্তু কেমন যেন কথামালা গল্পের প্রশ্নের মতো হয়ে গেল ঃ-)

    টাকার প্রয়োজন কি কখনো ফুরায়? মোটামুটি ভালো জায়্গায় মোটে পাঁচ বেডরুম ভিলার দাম পাঁচ কোটির কমে হবেনা। আবার দেখুন সেই ভিলার গ্যারেজগুলোর অন্তত একটায় যদি একটা অ্যাস্টন মার্টিন রাখতে চান তো আরো তিন-চার কোটি ঃ-( আর এ তো গেলো মাঝারি বড়লোকের কথা। মোটে পঞ্চাশ লাখে তো এসব ছুঁয়েও যাবেনা!
  • pi | 192.66.11.68 | ০৫ জুন ২০১৫ ০৮:৩৫679053
  • S, পদ্মনাভস্বামী, হতে পারে।

    তবে তাহলে, মানে S এর পোস্টের পরে তাহলে আরো একটা সিরিয়াস প্রশ্ন আছে। যাদের মনে হয় 'কটা বড়ি, গাড়ি, ইন্সুরেন্স, বাচ্চার পড়াশুনা, হেলথ কেয়ার - এতেই একটা বেশ বড় পরিমান বেড়িয়ে যায়' বলে অনেক টাকা রোজগার করা দরকার, সেজন্য বিদেশ যাওয়া দরকার বা দেশেও খুব হাই পেয়িং জব ছাড়া চলবে না, তাঁদের কি আরো বেশি করে মনে হয়না, যে এই পরিমাণ টাকা যারা পায়না, মানে একটা মোটামুটি টাকাও যারা পায়না, মিনিমাম ওয়েজ বা আরো কম যারা পায়, তারা তাহলে কীভাবে সারভাইভ করছে ? মানে, এই কনসার্নের জায়গাটা তাদের মধ্যে আরো বেশি হওয়া স্বাভাবিক বলে মনে হয়, হয়তো বা হয়ও।
    মানে এটা S কে পার্সোনালি বললাম না। এই ভাবনাটা নিয়ে বললাম।

    যেমন, ঐ স্কুলে স্কুলে বিভাজন নিয়ে বললেও মনে হয়, যদি মনে হয় ঠিকঠাক পরিবেশ , নার্চারিং এগুলো এতটাই দরকার, তাহলে এগুলো যারা পাচ্ছেনা, তাই নিয়ে , বিভাজন নিয়ে তাদের আরো কনসার্ন আসা স্বাভাবিক। সেখানে এমন কোন সিস্টেম যাতে অন্যরা আরো খারাপ থাকছে সেটা নিয়ে তো আরো কনসার্ন আসা স্বাভাবিক বা কোথাও তারা একটু বেটার থাকলে সেটা ভালো লাগা স্বাভাবিক। হয়তো বা হয়ও। কিন্তু সেরকম সিস্টেম কেউ নিজেরা প্রেফার করবেন না, আছোলা বাঁশ, নিজেদের ছেলেমেয়ের ভবিষ্যত ফর্সা হয়ে যাবে শুনলে কেমন গুলিয়ে যায়।

    তবে S, ঐ যে কাল বললেন না, আম্রিগায় থাকলে নানা মহাদেশের লোকজনের সাথে আলাপ হয়, এটা থাকার একটা বড় ইন্সেন্টিভ। হ্যাঁ, নানা জায়গার লোকজনের সাথে আলাপচারিতা, বন্ধুত্ব বেশ ইন্টারেস্টিং ব্যাপার, ভালো লাগে। লাগত। তবে দেশে এসে নানা জায়গায় কাজ করে দেখেছি, এখানেও সেই ফিলিংস্টা দিব্বি আসে। নানা স্টেটের লোকজনের সাথে কথা বললে, মিশলে। এক দেশে থেকেও যে কত কী জানার আছে বাকি, বোঝা যায়। বিশেষ করে এই উত্তর পূবের রাজ্যগুলোতে এসে তো আরোই মনে হয়। আর এখানকার উপজাতি, না না, জনজাতি বলব, সুশান্তদা বলে দিয়েছেন, তাদের সাথে মিশলে। কত কিছু সব নতুন নতুন, অন্যরকম। এই যেমন, কালই কার্বি গ্রামে নেমন্তন্ন ছিল , কত রকম খাওয়া দাওয়া যে হয়েছে , সে নাকি স্বর্গীয় স্বাদ সব, জ্বরে পড়ে আমার সব মিস হয়ে গেল ঃ(। তবে আবার খাওয়াবে বলেছে ঃ)
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১৫ ০৮:৩৭679054
  • সেই এক হেজ ফান্ড ম্যানেজারের গল্প পড়েছিলাম কোথাও। তিনি তখন সবে কয়েকশ মিলিয়ন বোনাস পেয়েছেন। একটা বারে গেছেন, সেখানে এক সুপার মডেলের সাথে আলাপ হয়েছে - তিনি আবার তার বয় ফ্রেন্ডকে নিয়ে এসেছেন। এইবারে সেই সুপার মডেলকে ইম্প্রেস করার জন্যে বারের সব্বাইর ড্রিন্কের বিল নিজে পে করেছেন - প্রায় ৫০-৬০ হাজার। তাতেও সুপার মডেল ইমপ্রেস্ড না হয়ে বয় ফ্রেন্ডের সাথেই ফিরে যান।

    একেই বোধয় বলে বিয়িঙ্গ স্টিন্কিঙ্গ রিচ। এই গল্পটা লিখতে গিয়েই আমার কেমন ঘেন্না লাগলো, আর যারা পাত্র পাত্রী তারা কি জিনিস কে জানে।
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১৫ ০৮:৩৯679055
  • পাইদেবি দুই S এ গুলিয়েছেন।
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১৫ ০৮:৪৩679056
  • "সেজন্য বিদেশ যাওয়া দরকার বা দেশেও খুব হাই পেয়িং জব ছাড়া চলবে না, তাঁদের কি আরো বেশি করে মনে হয়না, যে এই পরিমাণ টাকা যারা পায়না, মানে একটা মোটামুটি টাকাও যারা পায়না, মিনিমাম ওয়েজ বা আরো কম যারা পায়, তারা তাহলে কীভাবে সারভাইভ করছে ?"

    মানুষ বোধয় পৃথিবীর একমাত্র জানোয়ার যার নিজের পেট ভরা থাকলে/ নিরাপত্তা থাকলেই চলে না, অন্যের পেট যাতে খালি থাকে সেইটাও বন্দোবস্ত করতে হয়।
  • dc | 132.164.205.6 | ০৫ জুন ২০১৫ ০৮:৪৪679057
  • স্কুলে কিন্তু সবরকম ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের বাচ্ছাদের অবাধ মেলামেশার সুযোগ দেওয়া উচিত। ওটও জীবনের একটা শিক্ষা, দেখো তুমি নিজে যেরকম সবাই সেরকম না, অনেকে সব পায়, অনেকে কিছু পায় না, নিজের যা আছে তা শেয়ার করো, ইত্যাদি। আমাদের ছোটবেলায় মনে হয় এই মেলামেশার ব্যাপারটা বোধায় বেশী ছিল, আমরা গরীব থেকে বড়োলোক সবরকম বন্ধুদের সাথে একসাথে খেলতাম, গল্প করতাম। কার কতো বেশী খেলনা বা কার কটা ব্যাট সেসব নিয়ে তখনো আলোচনা অবশ্যই হতো, কিন্তু এখন যেমন দেখি সবাই নিজের নিজের গ্রুপ ছাড়া মেশেনা (মাবাবারা মিশতে দেয় না), তখন এটা ছিলনা। অবশ্য এটা আমার দেখার ভুলও হতে পারে, জানিনা।
  • pi | 192.66.11.68 | ০৫ জুন ২০১৫ ০৮:৪৫679059
  • উফ্ফ, কেন যে আপনারা একটু অন্য নিক নেন না ! S1 S2 সিরিজও তো চলতে পারে !! লোকে উদো বুধো কেসে পিণ্ডি গোলায় , এতো একই নিক।
    যাহোক, বিবিধ S গণ নিজের নিজের ভাগের পোস্টটা বুঝিয়া লউন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন