এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ১৯৯৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ০৫ জুন ২০১৫ ১২:৫১679094
  • এসসি,
    আমরা ট্যাক্সো দিয়েছি এবার মোট আয়ের ২১% এর মতন, ফেডারেল/স্টেট মিলিয়ে। ট্যাক্স শেল্টার ইত্যাদি করে টরে।
  • পদ্মনাভস্বামী | 24.139.190.82 | ০৫ জুন ২০১৫ ১২:৫২679095
  • আমি বিপের ছবি বিক্কিরি করে বড়লোক হতে চাই।
  • SC | 83.222.179.56 | ০৫ জুন ২০১৫ ১২:৫৩679096
  • lcm , তাহলে বুঝুন ওই ৫০ লক্ষ, ৭০ লক্ষ থেকে কেটে কুটে কত হয়।
  • lcm | 118.91.116.131 | ০৫ জুন ২০১৫ ১২:৫৭679097
  • এসসি,
    বুঝলাম না। ২১% ট্যাক্স কি খুব বেশি?
  • সে | ০৫ জুন ২০১৫ ১২:৫৯679098
  • টইয়ের নামে "কৈয়ফত" লেখা আছে, ওটা "কৈফিয়ৎ" হবে না?
  • S | 109.27.138.238 | ০৫ জুন ২০১৫ ১৩:০১679099
  • ব্যাঙ্গালোরের জনসংখ্যা ৮০ লাখের একটু বেশি। কোলকাতার জনসংখ্যা দেড় গুনের মতন। কিন্তু কোলকাতার জিডিপি তো দেখছি ব্যাঙ্গালোরের ৭৫% বেশি।
  • S | 109.27.138.238 | ০৫ জুন ২০১৫ ১৩:০৪679102
  • @SC এমন এনারাই পার্টিগুলোর থেকে দুরে থাকা যায়্না? আর একজন মহিলা তার স্বামীর স্যালারি জনসমক্ষে ঘোষনা করছে আর সেইটা ডেটা হয়ে যাচ্ছে? আর এমন ভাবে ঘোষনা করাটা মনে হয় বিলেতে ইল্লিগাল।
  • শোঁ | 95.25.103.119 | ০৫ জুন ২০১৫ ১৩:০৪679101
  • বিপ এর প্রাইভেট জেট নেই?
  • পদ্মনাভস্বামী | 24.139.190.82 | ০৫ জুন ২০১৫ ১৩:০৪679100
  • কম বেশি সবই আপেক্ষিক।
  • lcm | 118.91.116.131 | ০৫ জুন ২০১৫ ১৩:০৫679105
  • ধুস, আমি কোনো পার্টিতে কাউকে মাইনে জিগ্গেস করতে দেখি না তো। বা, হয়ত আমি সেসব গ্যাদারিং-এ যাই না।
  • S | 109.27.138.238 | ০৫ জুন ২০১৫ ১৩:০৬679106
  • এইতো লসাগু বাবু আমার অ্যাসোসিয়েট হয়ে উঠছেন ঃ) যাই বলি ঠিক ডেটা তুলে দেখিয়ে দেন। আপনি মনে হয় আমার থেকে বয়সে অনেক বড়, তবুও মজা করে বললাম, পিলিজ ক্ষমা করে দেবেন।
  • | 77.98.72.126 | ০৫ জুন ২০১৫ ১৩:০৭679107
  • এগুলো কী সব হচ্ছে। প্লিজ এবার থাম যাক। সবাই কেই বলছি!!
  • S | 109.27.138.238 | ০৫ জুন ২০১৫ ১৩:১১679108
  • ব বাবু ঠিক বলেছেন। নো মোর আলোচোনা অন স্যালারি। আসলে আমার এনারাইদের উপরে এই নিয়ে একটা ঝাল আছে, অন্য কোনোদিন বলবো। এখন সুটস দেখি।
  • lcm | 118.91.116.131 | ০৫ জুন ২০১৫ ১৩:২৫679109
  • S,
    না আসলে আমরা সবাই তক্কের সময় কমবেশি জেনারালাইজেশন করি, আমাদের নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে। কিন্তু অনেক সময়ই, ডেটা কিন্তু সেকথা বলে না এবং সেটা আমরা জানি, কিন্তু এক্সসেপশন-গুলো আমাদের ব্রেনে রেজিস্টার করে বেশি।

    যেমন, আমি একটা উদাহারণ দিচ্ছি। একবার, আমি আর আমার এক তামিল কলিগ রাস্তা দিয়ে হাঁটছি, কয়েকটি আমেরিকান টিনএজার পাশ দিয়ে হেঁটে গেল, তাদের মধ্যে দুজনের হাতে, গলায়, ঘাড়ে চকরা-বকরা দৃষ্টি আকর্ষক টাট্টু, আর একজনের মাথার চুলের খানিকটা পিংক কালারের রং করা। তামিল বন্ধু কমেন্ট করল - দেশে ফেরত যাবো, এখানে বাচ্চা মানুষ করব না, এই তো সব ছেলেপুলের ছিরি, সব অ্যাবনর্মাল।

    ঐ ছেলেমেয়েগুলি অ্যাবনর্মাল কি না সেই আলোচনায় না গিয়ে আমি বললাম - না, চিন্তার কিছু নেই, এরা সংখ্যালঘু, সবাই এমন নয়। তাই শুনে সে বেঁকে বসল। তখন তাকে বললাম, চলো হাতে সময় আছে - আমরা গুনে দেখি যত লোক আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তাদের মধ্যে কতজন অ্যাবনর্মাল মনে হচ্ছে।
    খানিকক্ষণ গুনে টুনে, প্রথমে সে মানতে চায় না, এটা ঠিক স্যাম্প্‌ল নয় ... এসেট্রা... তারপর বলল - হ্যাঁ, কিন্তু এদেশে পার্সেন্টেজ বেশি। আমি জিগ্গেস করলাম, তুমি কোথাও পেয়েছ এই ডেটা।

    যারা আমাদের পাশ দিয়ে যারা হেঁটে যায়, এদের বেশির ভাগই পথচারী মানুষ, আমাদের ব্রেনে এরা কোনো সেন্‌সেশন পাঠাচ্ছে না, কিন্তু যেই দেখলাম একজন নেড়া মাথার মাঝখানে গোলাপি রং-এর মোহাক স্টাইলের চুলের কাউকে, তখন সেটা আমাদের ব্রেনে রেজিস্টার করল। আমাদের অ্যাটেনশন তাদের দিকে গেল। এই যা কিছু একটা সেম প্যাটার্নের মধ্যে পড়ছে তাকে 'নর্ম্যাল' বলে ধরে নেওয়া, এবং প্যাটার্নের বাইরে কিছু হলে সেটাকে রেজিস্টার করা - এটা আমাদের ব্রেনের ন্যাচারাল ফাংশান।

    এবং, এটা মিডিয়ার চেয়ে বেটার কেউ জানে না।
  • ranjan roy | 192.69.154.221 | ০৫ জুন ২০১৫ ১৩:২৯679110
  • বিপ,
    একটা সিরিয়াস রিকোয়েস্ট!
    আমার এক বন্ধু বুদ্ধির দোষে খুব খারাপ অবস্থায় আছে। ওর দুই ছেলে দুর্গাপুরে আর কল্যাণীতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করে চাকরি খুঁজছে। রেজাল্ট খুব আহামরি নয়, খারাপও নয়। ওদের শিক্ষা লোন আছে, বাড়িভাড়া আছে। আমার বন্ধুর কোন সেভিংস নেই, আর টানতে পারছে না।
    আপনি যদি আপনার বন্ধুদের সুবাদে বঙ্গে বা ভারতের কোন শহরে ওদের একজনকেও একটা এন্ট্রি পয়েন্টের চাকরি জুটিয়ে দিতে পারেন, আমি চিরকৃতজ্ঞ থাকব। একজনকেও যদি!!
    আমার এতে কোন স্বার্থ নেই। শুধু ওই নাটক/সিনেমা ভালবাসায় পথে বসা, কিন্তু অনেস্ট, স্কুল জীবনের বন্ধুটিকে খুব ভালোবাসি। আমি ওকে ঠিক সাহায্যের জায়গায় নেই। শুধু ওদের CV বিভিন্ন জায়গায় পাঠানো ছাড়া কিছুই করতে পারি নি।
  • S | 109.27.138.238 | ০৫ জুন ২০১৫ ১৩:৫০679111
  • আমি নিজে না করালেও আমার ট্যাটু জিনিসটা বেশ ভালো লাগে। বিশেষত রঙ্গ চঙ্গে হলে।
  • শ্রী সদা | 113.19.212.22 | ০৫ জুন ২০১৫ ১৪:০১679112
  • রঞ্জনদা, আমাকে সিভি পাঠাতে বলুন saikat.cpp জিমেলে। কোলকাতায় আমার কিছু কনট্যাক্ট আছে ম্যানুফ্যাকচারিং এ , সেখানে রেফার করতে পারি।
  • ranjan roy | 192.69.154.221 | ০৫ জুন ২০১৫ ১৪:৪০679113
  • অনেক ধন্যবাদ, সদা!
    এক্ষুণি পাঠাচ্ছি।
  • ranjan roy | 192.69.154.221 | ০৫ জুন ২০১৫ ১৪:৫৩679115
  • সদা,
    মেইল চেকাও!!ঃ))
  • pi | 116.212.57.82 | ০৫ জুন ২০১৫ ১৭:০৭679116
  • আমি কী বানানো , কী মেশানো রপ্ত করেছি সে নিয়ে এত মন্তব্য না ক'রে নিজে একটু পুরানো পোস্ট, বিশেষ করে রঞ্জনদার পোস্টটা পোস্ট পড়ে এলেই তো হয়। একই জিনিস কাঁহাতক কতবার বোঝানো যায়।
    তবে এটুকু পষ্টাপষ্টি বুঝেছি, আপনি ( ও আপনার কথামত এখানে 'অনুরূপ'ভাবে ভাবা আরো কয়েকজন ) মনে করেন নিজেদের মুড়ি সন্তানের জন্য অন্য আর্থসামাজিক স্তরের মুড়কি ছেলেপুলের মিক্সিং ক্ষতিকর ও অনভিপ্রেত। পলিসিগত ভাবে স্কুলে এধরণের মিক্সিং এর বিরোধিতা করেন। ডিসি রাইট টু এডুকেশন নিয়ে যা লিখেছেন, তাতে অনেক অভিভাবকই হয়তো এরকম মনে করেই করেন। এঁরা সবাই মনে করতেই পারেন , এঁদের এই মনোভাব জাস্টিফায়েড। তো অন্যদেরও অধিকার আছে এটা আপত্তিকর লাগলে সেটা বলার। কারণ এখানে অন্য ছেলেপুলেদের পড়াশুনার প্রশ্নও জড়িত, আর শিক্ষা বেসিক অধিকার, সবার। এটা সত্যিই রাইট টু এডুকেশন। আর এখানেই দেখলেন নিশ্চয় , সব অভিভাবক নিজেদের সম্তানের জন্য এমন মনে করবেন, এমনটাও নয়।

    অতএব, এ তর্ক চলতেই থাকবে।

    পদ্মনাভস্বামী, বেসিক জায়গা ঠিক করা মানে কি ? কোন ক্লাস ডিফারেন্স থাকবে না ?
    আর্থ সামাজিক স্তরের তফাত থাকলেই তাই নিয়ে নাক কুঁচকানো, এই মনোভাবের পরিবর্তনেরও কি দরকার নেই ? হ্যাঁ, সব কিছু আইন করে হয়না। আর টি ই চালু হবার পরেও, স্কুলগুলো তা আইন মেনে ইম্প্লিমেন্ট করলেও শিক্ষক শিক্ষিকা, অভিভাবক , আর সেই সুবাদে অন্য ছাত্রছাত্রীদের মধ্যে এই অ্যাটিচুড থাকলে , তাতে ঐ আর টি ই তে আসা ছেলেপুলেরা আরো সিঁটকে যাবে, ওদের হয়তো আখেরে আরো ক্ষতি হবে, সে আশংকা নিয়ে কিছুটা একমত। আর সেজন্যই হয়তো এগুলো নিয়ে আরো বেশি কথা বলা দরকার। এই ব্রাত্য করে দেওয়ার অ্যাটিচুড ঠিক মনে না হলে অন্যদের সেটা বলা দরকার। জানিনা মিডিয়া এই নিয়ে টক শো করে কিনা। এরকম কোন শো, যেখানে নানা ওপিনিয়ন ধারী বাবা মা ছেলেপুলে থাকবেন, আর সেখানে একদল বাবা মা ওপেনলি বলছেন, এই এনাদের ছেলেপুলেদের সাথে আমাদের ছেলেপুলেরা পড়ুক , চাই না। এরকম কিছু শুনতে চাই। এই পাতার মত। দেখি, তাই দেখে কী জনমত তৈরি হয়। কীরকম কী প্রতিক্রিয়া আসে।
  • Somnath Roy | ০৫ জুন ২০১৫ ১৭:১৯679117
  • dc,
    ভারতের গ্র্যাড স্টুডেন্ট ও আমোরিকার গ্র্যাড স্টুডেন্ট লাইফের মধ্যে যদি কম্পেয়ার করেন, এইটা অবশ্যই স্ট্রাগল। আমি ভারতে পিএইচডি স্টুডেন্টদের যে জীবন দেখেছি, তাদের রিসার্চ ছাড়া একটা কাজও কম্পাসরিলি করতে হয়না। এবং যা খায়, যেখানে থাকে সেগুল আমেরিকায় যা জোটে তার চেয়ে অনেকটাই ভালো
    sm,
    প্রত্যেককে নিজের রান্না করতে হবে,পাবলিক ট্রান্সপোর্ট থাকবেনা- এগুলো সাম্যবাদ নাকি!

    আর- একাডেমিক পরিবেশ আইআইটিগুলোয় মোটের ওপর গোটা পঁচিশ আম্রু ইউনি বাদ দিলে বাকিগুলোর থেকে অনেকটা ভালো।

    আপনি কীভাবে পড়াটা এত আনন্দের হতে ওখানে দেখেছেন জানিনা, আমি তো দেখেছি বেশির ভাগ গ্র্যাড স্টুডেন্ট ইন্ডাস্টরির আউটসোর্স প্রবলেম সল্ভ করছে।
  • Somnath Roy | ০৫ জুন ২০১৫ ১৭:২৪679118
  • sm এর বদলে S হবে
  • pi | 116.212.57.82 | ০৫ জুন ২০১৫ ১৭:২৯679119
  • SC কে একটা কথা বলার ছিল। বিপদা নিজেও কিন্তু অন্যদের কম হ্যাটা করেন না। যদ্দিন যা দেখেছি। উভয়পক্ষেই চলে। অর্কুটে শুরুটা হয়েছিল উনি অন্যদের ছাগল পাঁঠা মূর্খ, এসব বলতেন , এ দিয়ে। তারপর অনেকগুলো পাটকেল এসেছে।
    আর উনি যদি লাখ-কোটির নিচে রোজগারকে হ্যাটা করতে পারেন ( করেছেনই বলছিনা, কিন্তু ওনার পোস্ট পড়ে কারো মনে হতেই পারে) তো সে হ্যাটারও পাল্টা হ্যাটা হতে পারে ইঃ।

    আর তুই লিখেছিস দেখলাম, এদের অনেকেই লাইফে সেরকম কিছু করে উঠতে পারেনি। 'করে উঠতে' পারাটা ঠিক কী জিনিস ? এটাও বোধহয় অবজেক্টিভলি বলা যায়না। কার কোনটা করে উঠতে পারা মনে হবে। প্রচুর প্রচুর টাকা কামানোটা অনেকেরই লক্ষ্য নাও হতে পারে।
    ডিঃ এর মানে এও বলছি না উনি কিছু করেননি ইঃ। তোর ঐ অন্যদের নিয়ে বক্তব্যটা নিয়ে বললাম।
  • sm | 53.251.88.133 | ০৫ জুন ২০১৫ ১৭:৩০679120
  • আবার গুলিয়ে দিচ্ছেন বা ফেলছেন। আমি আপনার সঙ্গে বৃটেনের স্কুল নিয়ে লিখছিলাম।ওখানে তো স্বাস্থ্য , শিক্ষা সব্বাই কার বেসিক রাইট। ভারতেও তাই। আমি কি কেড়ে নিতে বলেছি নাকি?
    একটি রাফ অঞ্চলের স্কুলে অধিকাংশ স্টুদেন্তের যদি পড়াশোনায় আগ্রহ না থাকে, বাবা মা যদি কেয়ার না নেয়; হাজার কাজে ব্যস্ত থাকে; আমাকে কি সেই স্কুলে আমার ছেলে/মেয়ে কে পড়াতে হবেই নাকি?
    আমি তো সরকারের এই পাইল করা রাজনীতির বিপক্ষে। এটা মুদির দোকানির যুক্তি মনে হয়েছে। দশ কেজি চাল পচেছে; ওর সাথে দু কেজি বাসমতি পাইল করে দাও।কেউ বুঝতে পারবে না।
    এতে করে অনেক ভালো স্কুলের ক্ষতি হয়েছে।
    সরকারে সদিচ্ছা থাকলে, পিছিয়ে পড়া অঞ্চলে চাকরির ব্যবস্থা করুক, নেশা মুক্ত করুক,বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকদের পড়িয়ে আসতে বলুক।টাকা প্রচুর আছে; এটা সত্যি।
  • pi | 116.212.57.82 | ০৫ জুন ২০১৫ ১৭:৩২679121
  • আপনি আর টি ই র কথা জানেন ? ব্রিটেনের যে মডেল নিয়ে আপনার এত আপত্তি, ভারতে তো আর টি ই র দৌলতে হরেদরে সেই ব্যবস্থাই। গুলোতে যাবো কেন?
  • ঊমেশ | 118.171.128.168 | ০৫ জুন ২০১৫ ১৭:৩৬679122
  • dc এর কিছু এমন ছেলে আছে, যারা রান্না ঘরে ঢুকলে মায়েদের চোখে জল আসে, কথাটা কে সুপার লাইক দিলাম।
    এরকম ক্যালানে ছেলে শুধু বাংলাতেই জন্মায়।
  • Somnath Roy | ০৫ জুন ২০১৫ ১৭:৩৮679123
  • সবাইকে ভালো স্কুলে পড়তেই বা হবে কেন? পড়তেই বা হবে কেন?
  • Somnath Roy | ০৫ জুন ২০১৫ ১৭:৪০679124
  • উমেশবাবু, ইউপির ছেলেদের সঙ্গে কেমন মিশেছেন? তারা রান্নাঘরে ইন জেনারেল কীরকম পারফর্ম করে?
  • pi | 116.212.57.82 | ০৫ জুন ২০১৫ ১৭:৪৪679126
  • আর বারেবারে নেশাভাঙের কথা বলছেন বলে বলি, প্রথমতঃ বড়লোক বাড়ির ছেলেপুলেরা ড্রাগস নেয় না, নেশা ভাং করেনা , এমনটা নয়। আর আরো জরুরি কথা হল, আপনি কেন, কেউই চাইবে না, ছেলেমেয়ে স্কুলে ড্রাগাসক্ত হয়ে পড়ুক। তো , এটা যাতে না হয় সেটা দেখা স্কুলের, প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। এর সমাধান আপনার বাচ্চাকে অন্য আর্থ সামাজিক স্তরের বাচ্চার ছোঁয়াচ বাঁচিয়ে নয়।

    আর, পিছিয়ে পড়া অঞ্চলকে তোলার দায়িত্ব যদি সরকারের হয়, তাহলে এই মিক্সিং টা তার পার্ট হওয়া উচিত বলেই মনে করি। রাইট টু এডুকেশন এটাই বলে যে যেকোনো স্কুলে কোন বাচ্চার পড়ার অধিকার আছে।
    RTE Act provides for the: Right of children to free and compulsory education till completion of elementary education in a neighbourhood school. It clarifies that ‘compulsory education’ means obligation of the appropriate government to provide free elementary education and ensure compulsory admission, attendance and completion of elementary education to every child in the six to fourteen age group. .. It requires all private schools(except the minority institutions) to reserve 25% of seats for the poor and other categories of children (to be reimbursed by the state as part of the public-private partnership plan).

    আমার আপনার ছেলেমেয়ের স্কুলে এরকম কোন বাচ্চা পড়বে না, এটা বলার বা এনশিওর অধিকার বোধহয় আমার আপনার নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন