এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ১৯৯৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 125.118.60.151 | ০৬ জুন ২০১৫ ০৩:২৫679260
  • এই নিয়ে তো আলুচানা হয়ে গেল। যার যেমন বন্ধুভাগ্য ইঃ।
  • একক | 24.96.184.85 | ০৬ জুন ২০১৫ ০৩:৫০679261
  • ক্লিয়ারেরকী আছে :) একেকটা ইকনমিক ব্যান্ড এ চাকরিজীবীর চে ব্যবসাদার এর রোজগার বেশি হয় । ধরুন আপনি যদি চাগরি করে মাসে দুলাখ কামান সেখানে আপনার যে বন্ধু সেত ব্যবসাতে লাখ পাঁচেক মিনিমাম কামাবেই । বছরে কোটি ও হবে ।কারণ ব্যবসার লেভেলে ওটা মিনিমাম । নইলে সাসটেইন করতে পারবেনা লং টার্মে ।
  • Eta aaj pelam ... প | 24.139.190.82 | ০৬ জুন ২০১৫ ০৪:২৫679262
  • রামকেষ্ট মিশনের স্পেশাল ক্লাস জীবনে প্রথম ধাক্কা। কারা পাবে? খুব সোজা ক্লাস সিক্ষে ফার্স্ট টার্মিনালের প্রথম ছজন। কেন পাবে? কারণ তারাই জেলার বৃত্তি পরীক্ষা দেবে। আদতে সেটি কি? দিনের শেষে প্রাইভেট ট্যুইশন। তাও যদি ঢ্যামনাগুলোর মুখ খুলে পয়সা চাওয়ার মুরোদ থাকত। সরলমতি কেউ যদি ভাবেন আপনার উন্নতিকল্পে পড়ানো হচ্ছে তখন ঐ গাড়লের দল মুখে বলতে পারবেনা বাছা তুমি আর এসো না। ঐ ছাতার পরীক্ষা তার জন্য আবার প্রাইভেটে পড়া। এক কম্পাউন্ডের ভেতরে পাচটা স্কুল। ভগবানের মন্দিরে দু কোয়ালিটির প্রসাদ। রামকৃষ্ণ এই বিজনেস মডেলে বোধহয় ঝ্যাটা মারতেন।
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০৪:৩৬679263
  • নানারকম কোয়ালিটির কথা তিনি জানতেন। যেমন কিনা সত্ত্বগুণ রজোগুণ আর তমোগুণ। ত্রিগুণ।
  • S | 139.115.2.75 | ০৬ জুন ২০১৫ ০৪:৪৮679264
  • এককবাবু, থ্যান্কু এমন জলের মতন করে বুঝিয়ে দেওয়ার জন্যে। কিন্তু একটা কথা কিছুতেই বুঝিনা। সব্বাই এতো এতো টাকা মাইনে পায়। যারা পায়না, তারা ব্যবসা করে আরো টাকা কামায়। তাইলে লোকে যে বলে ইন্ডিয়া গরীব দেশ। এসব কি চক্কান্ত।
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০৫:০৫679265
  • এইজন্যেই তো আমাদের জ্যাঠামশায় বলেন "এইসব মিথ্যা অপপ্রচারে কান্দেবেন্না। আচ্ছে দিন আ গয়া। ভারত জগৎসভায় ইয়ে মানে টপে উঠে খাড়া হয়েছে। "
    ঃ-)
  • একক | 24.96.184.85 | ০৬ জুন ২০১৫ ০৫:৩৪679266
  • এস
    "সব্বাই" মোটেই এত্ত এত্ত কামায় না ওটা ঢপ :) হ্যা আগের চেয়ে কামানোর এভেনিউ বেড়েছে দেশে । টাকাটা রোল করছে আগের চে বেশি । মার্কেট মোটামুটি চাঙ্গা । তার মানে এরকম নয় যে সকলে হুল্লাট বেশি টাকা কামাচ্ছে । এখনো ,এদেশে বসে ওই মাস গেলে চল্লিশ পঞ্চাশ লাখ লেভেলে যারা কামায় তাদের গুরু এসে হ্যাজাবার টাইম হবেনা আর যাই হোক ।অনেক প্রেসার বেশি । "সবাই বলছে" র একটা ব্যান্ড তো আছেই । তার মধ্যেই আমাদের স্যাম্পল ঘোরাফেরা করে ।
  • একক | 24.96.184.85 | ০৬ জুন ২০১৫ ০৬:৫১679267
  • সে
    আমার "আলগা" কেন কোনরকম দরদই নাই ব্রোকেন ফ্যামিলি নিয়ে :) জাস্ট ওটাকে প্যারামিটার হিসেবে কনসিডার করিনা ,এই পর্যন্ত । এটা করতে গেলে খামোখা দরদ দেখানোর প্রয়োজন পর্বে ক্যানো ? আমাদের মা-মাসীর জেনেরেশন অবধি ওই দ্বিধা টা ছিল । কোনো বন্ধুর বাবা-মা য়ের ডিভোর্স হয়ে গ্যাছে শুনলে বাড়িতে বারংবার জিগাত সে কিভাবে আছে , খারাপ ছেলেদের পাল্লায় পরলো কিনা ,ওমুক তুসুক । তারপর ধীরে ধীরে আমাদের পরিবারেও ডিভোর্স এর ঘটনা এলো । বন্ধুদের মধ্যেও একাধিক জনের ফার্স্ট ম্যারেজ ডিভোর্স হয়ে গেছে ।এটা আর সোসালি এলিয়েন ব্যাপার না ।রেয়ার হলেও। তাই আমাদের জেনেরেশনে ওই খারাপ লাগা বা দরদী হওয়া কোনোটাই নেই ।তারমানে এই নয় যে কারো ডিভোর্স হলে ফোন তুলে হ্যাপী ডিভোর্স বলি ,ওই আরকি এভরিবডি সে: ইটল উইল সেটল ন্যাচেরালি ..........ডোন্ট ওয়ারি ।বা বলে : ঐতো অনেকেরই হয় , কাটা । সোশাল কন্ডিশনিং বদলাচ্ছে আরকি ।লোকজন দিলখোলা বা দরদী কিছুই হচ্ছেনা । আমরা যেভাবে লিখে লিখে সমাজকে পোস্ট মর্টেম করে থিওরি আউরাই এভাবে তো সমাজ চলেনা । পিপল জাস্ট একমদেত এন্ড বী ইউসড টু ।

    এখনকার রোগটা আলাদা । ক্যাটরিনার ডিভোর্স হলে ফেসবুক হ্যাং করিয়ে দেবে কিন্তু বউ আড়ি করে দিয়েছে শুনলে বন্ধুরা পাত্তা দেবেনা :( একটু ওই মা-মাসিমা জেনেরেশন গসিপ করতে পারেন ওই পর্যন্ত । এই জেনেরেশনের কাছ থেকে এক্সট্রা পাত্তা পেতেও এখন মিন্নিমাম সেলিব্রিটি হতে হয় ,নিদেনপক্ষে সিরিয়াল নায়ক-নায়িকা :) অন্যের পরিবার নিয়ে কনসার্ন ফিলিং টাই কম । ভালো-মন্দ দূর কী বাত । আগের যুগে কনসার্ন ও মত চাপানো দুটোই বেশি ছিল ।হুইচ উই অলযেস ডিসলাইকড ।
  • S | 139.115.2.75 | ০৬ জুন ২০১৫ ০৭:৩৮679268
  • একক বাবু আপনার উপরের লেখার সঙ্গে মোটামুটি একমত। কিন্তু আমার একটা কৌতুহল আছে। মধ্যবিত্ত ইন্ডিয়ান ফ্যামিলির ক্ষেত্রে ডিভোর্স রেট কি ইন্ডিয়াতে বেশি নাকি বিলেতে? ফার্স্ট জেনারেশন ধরুন।
  • sm | 233.223.153.162 | ০৬ জুন ২০১৫ ০৮:০৯679270
  • Name: sm

    IP Address : 233.223.155.66 (*) Date:06 Jun 2015 -- 01:04 AM

    গুন্ডা বদমায়েশ রা যদি ছেলে মেয়েদের প্রতি কেয়ার না নেয় এবং তারাই যদি সংখাধিক্য হয়; তাহলে সেই স্কুলেও আমার ছেলে মেয়েদের ভর্তি করব না।
    এক্ষেত্রে কলকাতার কয়েকটি নাম করা মিশনারী ও অতীতে সরকারী স্কুল গুলোর এডমিশন পদ্ধতি বেটার
    মনে হয়।
    ---একক আমার বেশ কিছু আগে পোস্ট তার ওপর ধ্যান দিন।এখানে স্পষ্ট কলকাতার কয়েকটি মিশনারী স্কুলের কথা লেখা আছে। তা, প্রপার কলকাতায় কয়টি রা কৃ মি আছে? আমি ক্রিশ্চান মিশনারী স্কুল ই বুঝিয়ে ছিলাম, রা কৃ মি নয় । কোনো কিছুই গোটাই নি।আশা করি ক্লিয়ার হলো? না বুঝতে পারলে বলবেন, ভালো করে বুঝিয়ে দেব। ফালতু গাড়ল টাইপ বক্তব্য রাখবেন না।
    যদি কোনো স্কুলে বাবা বা দুজনের ই ইন্টারভিউ ডাকে বা তাদের সম্মন্ধে জানতে চাওয়া হয়; আমি মনে করি এটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্দ চেক এর প্রথম ধাপ। সেগ্রিগেশন করার পন্থা। আপনি ভাবতেই পারেন, এটা করা হয় ব্রোকেন ফ্যামিলি বা সেই রকম কোনো প্রবলেমে জড়িত ফ্যামিলি কে অতিরিক্ত স্নেহের পরশ দেবার জন্য। সেটা আপনার নিজস্ব অনুধাবন। আমি ভিন্নমত পোষণ করি, এইটুকুই।
    আপনি ব্রোকেন ফ্যামিলি কে নেগেটিভ প্যারামিটার ধরেন কিনা সেটা গুরুত্ব পূর্ণ নয়। কোনো স্কুল কতৃপক্ষ ধরে কিনা সেটাই ব্যাপার। আরো দশ জন পেরেন্ট দের সঙ্গে কথা বলুন, তারপর কমেন্ট করুন। ফালতু এঁড়ে তর্ক চালিয়ে যেতে চাইলে চালিয়ে যান; কুনো আপত্তি নাই।
  • sm | 233.223.153.162 | ০৬ জুন ২০১৫ ০৮:১৭679271
  • আর ব্যবসাদার আর অন্য প্রফেশনালদের আপনি তো দুটো আলাদা সেট এ রেখেছেন। নিজেই দেখে নিন কাকে কোন সেট এ রেখেছেন? তার পরেও কথা ঘোরাবেন আপনি আর দোষ হবে আমার?

    --- 4Z , আপনি কিছুই বোঝেন নি। এখানে মোটেই দুটো সেট করা হয়নি। বা আপনি সেট মনে করলেও তাতে প্রচুর ওভার ল্যাপিং আছে।
    এই ছিল উক্তি-"তাই বিরাট বড়লোক,ব্যবসাদার ধনী ব্যক্তিরা কব্জা করতে পারে নি। মোটামুটি ভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার টিচার,সফু এদের ছেলে মেয়েদেরই সংখাধিক্য থাকে।

    ডাক্তার, ইঞ্জিনিয়ার, সফু এরা নির্দিষ্ট প্রফেশনের সঙ্গে যুক্ত। কিন্তু বিরাট বড়লোক বা ধনী ব্যক্তি নিশ্চয় কোনো নির্দিষ্ট প্রফেশন কে ইন্ডিকেট করে না?অর্থাত ব্যবসাদারদের মতন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সফুরাও বিরাট বড়লোক বা ধনী হতে পারে।
    একটি রাবার ব্যান্ড কে খুব বেশি টানবেন না, ফট করে নিজের গায়ে লাগতে পারে।
    ধন্যবাদ অনেক কাজ, পরে আলুচনা হবে ।
  • sm | 233.223.153.162 | ০৬ জুন ২০১৫ ০৮:২০679272
  • @ একক,ব্রোকেন ফ্যামিলি কিভাবে শিশুদের মানসিক বিকাশে বাঁধা হয় তাঁর লিংক দিয়েছিলাম। পছন্দ হয়নি? আরো দেব? কিন্তু আপনি উল্টো দিকের কোনো রেফারেন্স দিলেন না তো। সব ই কি নিজস্ব, ওজস্বী চিন্তাধারা?
  • 4z | 79.157.80.175 | ০৬ জুন ২০১৫ ০৯:০০679274
  • নাঃ ছো ক্ষিউট। গেট ওয়েল সুন ওকে এসএম :-)
  • dc | 132.164.205.6 | ০৬ জুন ২০১৫ ০৯:১৩679275
  • sm এর পোস্ট পড়ে মনে হলো কিছু ভুল করছেন। প্রথম, আমার স্কুলে নেশাখোর-ব্রোকেন ফ্যামিলি-হামলাবাজের ছেলেমেয়ে পড়তে এলে আমার ছেলেমেয়েকে সেই স্কুলে পড়তে পাঠাবো না, এটা অমানবিক চিন্তা - সেই মেরা বাপ চোর হ্যায় বলে দেগে দেওয়ার মতো। দোষ তো করেছে বাপমা, তার জন্য বাচ্ছাটির স্কুলে আসা নিয়ে বিরূপ মনোভাব কেন? (বা ওরকম বাচ্চা স্কুলে এলে আমার বাচ্চাকে সেই স্কুলে পাঠাবো না, সেরকম ভাবা কেন?) বরং ওরকম বাচ্ছারা স্কুলে এলে, স্বাভাবিক পরিবেশে মেশার সুযোগ পেলে ওদের উপকার হয়। আর একই সাথে ওদের সাথে আপনার ছেলেমেয়ে মেশার সুযোগ পেলেও কিন্তু লাভ, কারন তাতে দুজনেরই দুই পৃথিবী সম্বন্ধে ধারনা তৈরী হয়।

    আর দ্বিতীয়, ব্রোকেন ফ্যামিলি বা নেশাখোর বাপমা হলে ছেলের পড়াশুনোয় ইন্টারেস্ট কমে যায় এটাও ভুল ধারনা। ব্রোকেন ফ্যামিলিতেও অন্তত একজন অভিভাবক (বেশীর ভাগ ক্ষেত্রে মা) চেষ্টা করেন যেকোন মূল্যে ছেলেমেয়েকে পড়াশোনা করাতে। এরকম প্রচুর উদাহরন প্রায় রোজ খবরে আসে, বোধায় এটাই মেজরিটি। ছেলেমেয়ের পড়াশোনার ব্যাপারে একেবারে উদাসীন, এরকম বাপমা বোধায় মাইনরিটি। এবার এরকম ছেলেমেয়েরা যাতে স্কুলে আসতে পারে, সেখানে যাতে টিচাররা তাদের প্রতি যত্নবান হন, দরকার মতো সময় দেন, এরকম ব্যবস্থা করাই কি উচিত না? আমার তো মনে হয় সামাজিক লেয়ারগুলোর ইন্টারমিক্সিং বেশী হলে লং টার্মে পুরো সমাজেরই লাভ! আর সেগ্রিগেশন যতো বাড়াবেন, আদানপ্রদান ততো কমবে, আর তাতে করে লং টার্মে ইকোনমিতেও খারাপ প্রভাব পড়বে।
  • একক | 24.96.101.58 | ০৬ জুন ২০১৫ ০৯:৩১679276
  • এসেম , আপনার লিংক দেখেছি । এটা আপনার মাথায় ঢোকেনি যে পশ্চিমের দেশে দায়ভোর্স রেট্ ফিফটি পার্সেন্ট সেখানকার সঙ্গে যে দেশের রেট্ ফাইভ পার্সেন্ট এর কম তার এপ্রোচ অফ প্রবলেম সলভিং আলাদা । এটা আপনি কোনো ক্রাইম রেট্ দেখে তার প্যারালাল টানছেন না ।একটা সোশাল ফেনোমেনা সেটা রেস্পেক্তিভ সোসাইটি কতটা হোল্ড করতে পারছে সেটা ব্যাপার । উই ক্যান এফোর্ড টু ইগনোর ইট এস আ সোশাল স্ক্রিনিং কন্ডিশন এন্ড ফাইনালি কাম উইথ বেটার পিপল হু ক্যান টেক মোর সেনসিটিভ ডিসিশন ইন লাইফ ।সে একসঙ্গে থাকুক বা দায়ভোর্স যা খুশি করুক ।পশ্চিম এককালে দায়ভোর্স কে লিবার্টির প্রতীক হিসেবে কয়েন করেছে । এখন উল্টো বিজ্ঞাপন এর খেলা খেলছে । এই খেলাতে আমাদেরকেও ঢুকতে হবে ক্যানো ? আমরা না এটাকে লিবার্টি মনে করি না লজ্জা । কী করব ওসব এক গুষ্টি লিংক পড়ে ? ম্যারেড কাপল দের বিহেভেরিয়াল কাউন্সেলিং এর গুচ্ছ লিংক আছে । হাউ টু প্লিস ইউৰ ওয়াইফ-হাবি র লিংক ছেয়ে গ্যাছে নেটে । ওগুলো সব ব্রোকেন উইন্ডো লজিক ।সব লোক গিলছে মানেই সেটা আমার খাবার নাকী ?

    টেক লাইফ ইসি :) সে নিজের হোক বা অন্যের । ব্যাকগ্রাউন্দ এর বেসিসে হাওয়া দেওয়া বন্ধ করুন ,নিন্দা করার ও দরকার পরবেনা । আমি কারো এনিভার্সারি তেও দাঁত ক্যালাতে যাইনা । দায়ভর্সেও মাথা গলাই না । একটু কম সামাজিক হলে অনেক বেশি সমাজের কাছাকাছি থাকা যায় মনে করি । আপনি বধায় উল্টো শিবিরের । তাই ব্যাকগ্রাউন্ড নিয়ে এত মাথাব্যথা । দেখুন এভাবে কদ্দুর এগোনো যায় :) এসব ভাট আমাদের পরিবারেও অনেক দেখেছি । সদব্রাহ্মন না হলে , দায়ভোর্স থাকলে , বাবামার লাভ ম্যারেজ হলে ,ছোটবেলা থেকে হোস্টেলে মানুষ হলে ছেলেমেয়েরা অমুক হয় তমুক হয় অগুন্তি ক্লাসিফায়ার এর ঝুড়ি একেবারে :)) রিসেন্ট জেনেরেশন ওসব ক্লাসিফিকেশনের মুখে মুতে দিয়েছে । এবং দিব্ব্য আছে । আপনি জাস্ট ওল্ড জেনেরেশন এর পাবলিক । খারাপ-ভালো তে আটকে আছেন ।ইগনোর করার পাওয়ার বোঝেন না । আপনারা খুব ভালো পশ্চিমী কাউন্সেলিং মার্কেটের খদ্দের হবেন । সে যতই নাকী সুরে মার্কেট কে গাল দিন ,পটেনশিয়াল খদ্দের আপনারাই :) আমি না ।
  • S | 139.115.2.75 | ০৬ জুন ২০১৫ ০৯:৪৪679277
  • ধুর এইসমস্ত ক্লাসিফিকেশন করে ইস্কুল কলেজে ছেলেমেয়ে ভর্তি করা যায় নাকি? আমি তো জানতাম অ্যাডমিশন পরীক্ষার ফল দেখে হয়। সেটাও কতটা কাজের কে জানে; তবুও হয়তো কিছুটা হলেও ফেয়ার। ধরুন একটা ছেলে ঐ ব্রোকেন ফ্যামিলির থেকেই আসছে, অথচ জিনিয়াস - তাকে বাদ দিয়ে দেবো? আর একজন একদম নীট বুনট ফ্যামিলির থেকে আসছে তাকে নিয়ে নেবো? আর নেওয়ার পরে যদি দেখা যায় ডিভোর্স হয়ে গেলো, সেক্ষেত্রে কি বের করে দেবো?

    বিজয় মাল্যর ছেলেকে তো তাহলে কোনো ইস্কুলেই ভর্তি করা যাবে না। বাবা মদ বেচে খায় ঃ) কিন্তু দুনিয়ার এমন কোনো ইস্কুল আছে যেখানে তাকে না নিয়ে পারবে।

    তবে আপনি কোন ইস্কুলে আপনার ছেলে মেয়েকে পাঠাবেন সেইটা একান্তই আপনার চয়েস। কিন্তু সেইটা দেখে তো ইস্কুল কলেজ পলিসি ঠিক করতে পারেনা।
  • Somnath Roy | ০৬ জুন ২০১৫ ০৯:৫১679278
  • sm কিন্তু নিজের চয়েসের কথাই বলছিলেন
  • dc | 132.164.205.6 | ০৬ জুন ২০১৫ ০৯:৫৬679279
  • হ্যাঁ, আমি কোন স্কুলে আমার বাচ্ছাকে পড়তে পাঠাবো সেটা আমার চয়েস হতেও পারে। কিন্তু সেই স্কুলে কিরকম ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে পড়তে আসে সেটাও আমার ইচ্ছেমতো হবে, ওটা আমার চয়েস না। ওটা হলো অন্যের অধিকারে হস্তক্ষেপ, কারন শিক্ষার অধিকার সবার আছে।

    আর আমার মনে হয় সরকারের দিক থেকে শিক্ষায় (আর স্বাস্থ্যে) অনেক অনেক বেশী ইনভেস্ট করা উচিত। কর্পোরেশন স্কুলগুলোয় অনেক বেটার ইন্ফ্রাস্ট্রাকচার বানানো উচিত, বেটার শিক্ষকদের আনা উচিত, তাদের আরো ভালোভাবে মোটিভেট করা উচিত, পে স্কেল বাড়ানো উচিত, ছাত্রদের বইখাতা দেওয়া উচিত। এতে করে পাব্লিক স্কুলগুলোর উন্নতি হবে, প্রাইভেট স্কুলগুলোও কম্পিটিশনে পড়বে, শিক্ষা নামের সার্ভিসটারও উন্নতি হবে। আর বিশেষ বিশেষ স্কুলে ভর্তি করার জন্য কম্পিটিশনও কমবে। পাবলিক স্কুলে অন্তত নীচু ক্লাসে ভর্তির পরীক্ষা তুলে দেওয়া উচিত, ওটা দিয়ে যে বাচ্চাগুলোর কি টেস্ট করে বুঝিনা। মোট কথা শিক্ষায় এখনকার থেকে অনেক বেশী ব্যায় করতে হবে।
  • একক | 24.96.101.58 | ০৬ জুন ২০১৫ ১০:০০679281
  • কোনো কোনো ইস্কুলে সিঙ্গল মাদার নিয়ে ক্যাচাল করে এটা ঘটনা। কিন্তু তাদেরও এটুকু হুঁশ আছে যে নিন্দাযোগ্য কাজ করছে ,অকারণ পার্সোনাল এরিয়া তে মাথা গলাচ্ছে । তাই কোনো লিখিত আইন বানায় না । পুরোটা লুকোছাপা । ব্রোকেন ফ্যামিলি == ফিশি ব্যাকগ্রাউন্ড এটা এসএম স্টাইলে থীয়রায়স করে দিলে বেচারারা এই মর্মে কাগজে বিজ্ঞাপন দিতে পারবে ......আমরা লাস্ট তিন জেনেরেশনের ড্যাম-সয়ার এর লিনিয়েজ চেক করিয়া থাকি ,ব্রোকেন ফ্যামিলি নট এলাউড ! :)) একবার নিয়ম হয়ে গেলে কিন্তু আন-ব্রোকেন ফ্যামিলির বাপ-মায়ে ও সেখানে সন্তান পাঠাবে কিনা সন্দেহ আছে :p নিয়ম টা নেই বলে আন্ডার টেবিল যত চুলকানি ।
  • সে | ০৬ জুন ২০১৫ ১০:০৪679282
  • একক,
    ঘুরিয়ে ফিরিয়ে গোল গোল কথা বললে তো হবে না। পয়েন্টে আসুন। সোজা কথার সোজা উত্তর দিন, নইলে নিজের ভুল স্বীকার করুন। এখনো কোনো জেনুইন কেস দেখাতে পারেন নি।
    বুঝতে পেরেছি। কাটান।
  • সে | ০৬ জুন ২০১৫ ১০:০৫679283
  • এনিয়ে আর কোনো কথা বলছি না। আপনারা হ্যাজান। হেপ্পি উইকেন্ড।
  • dc | 132.164.205.6 | ০৬ জুন ২০১৫ ১০:১৩679284
  • সে অনেকটাই ঠিক বলছেন, ব্রোকেন ফ্যামিলি বা যেকোনরকম "অন্য" ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলে প্রচুর স্কুলে অ্যাডমিশন করতে ঝামেলা করে। আর এই ঝামেলা শুরু হয় ফর্ম ফিলাপ থেকে অ্যাডমিশন কাউন্সেলিংএর সময়ে, যেখানে বাবামাকে একসাথে হাজির থাকতে হয়। বাবা অন্য শহরে কাজ করছে বললে সাথে দাদুকে নিয়ে যেতে হয়, এরকম প্রচুর কেস দেখেছি। কিন্তু কথা হলো, এই পলিসিগুলো চেঞ্জ করার জন্য প্রেসার দিতে হবে - এরকম পলিসিই ঠিক, এই মনোভাবের ঠিক উল্টো।
  • S | 139.115.2.75 | ০৬ জুন ২০১৫ ১০:১৬679285
  • ডিসি আর এসেম, কোন দেশের কথা বলছেন? ইন্ডিয়াতে সরকারী ইস্কুল কি করে আরো খারাপ করে সেই চেস্টা চলছে।
  • একক | 24.99.93.171 | ০৬ জুন ২০১৫ ১০:২৩679286
  • @সে

    কিসের কেস ? একটু পরিস্কার করে বলুন । কী বা ভুল স্বীকার করব ? :) দুম করে একিউস করার আগে প্রবলেম স্টেটমেন্ট ক্লিয়ার করুন ।

    আমি দুটো কথাই এযাবত বলেছি । ১)বাচ্চার ডেভেলপমেন্ট এ ব্রোকেন ফ্যামিলি কোনো প্যারামিটার বলে মনে করিনা ।

    ২)আর অন্য কোন স্কুলে কী হয় জানিনা ,মিশনে জাস্ট ব্রোকেন ফ্যামিলি বলে কারো এডমিশন আটকে দেওয়া হয়েছে এরকম শুনিনি । সেরকম ঘটনা ঘটে থাকলে খোঁজ নেব ,কারণ আমাদের সময় দেখিনি এমন কিছু ।

    এরমধ্যে কিসের সোজা উত্তর আর কিসেরই বা জেনুইন কস ??? কোথাও গ্যাপ হচ্ছে আন্ডারস্তান্দিং এ । এগেইন আই ক্লিয়ার ,আমার ব্রোকেন ফ্যামিলি নিয়ে কোনো দরদ বা নেগেটিভ এসেসমেন্ট আলাদা করে কিসুই নেই । এটার আবার কী প্রমান দেব ? আপনি একবার হুট করে এসে বললেন মিশনের মধ্যে আটকে আছি । তা এসেম মিশনের কথা না জেনে বললে তো সে কথা তুলবই ! নইলে কে তুলত ? আমি কোথাও বলেছি কী যে কোথাও কেও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখার নামে পারসনাল এরিয়াতে মাথা গলায় না ! গলাতেই পারে । একটা কেস উঠেছে সেটা প্রসঙ্গত মিশন হওয়ায় বিরোধিতা করেছি ।এরমধ্যে গোল-চৌকো এসব কী খুঁজছেন ?

    আপনি বোধহয় পসিটিভ /নেগেটিভ কিছু একটা উত্তর খুঁজছেন ।স্যরি ,ওই পসিটিভ-নেগেটিভ শিক্ষা টা বাড়িতে সেখাত । মিশন টট মী টু ইগনোর ইট ইভেন এস আ স্পেশাল কন্ডিশন । বাড়ির শিক্ষা নিই নি । কাজেই আপনার কী সোজা কথা আর কী যে পয়েন্টে আসা সিরিয়াসলি কিস্যুই বুজছিনা :) আই এম সিরিয়াস । গ্যাপ হছ্চে দুজনের এপ্রচে । আপনার কাছে "পয়েন্ট" টা কী আদৌ ? ভুল স্বীকার করতে গেলেও আগে ভুলটা আদৌ বোঝা দরকার তো ! :))
  • একক | 24.99.93.171 | ০৬ জুন ২০১৫ ১০:২৯679287
  • আসলে গুরুতে অনেক আগের জেনেরেশনের মানুষজন আছেন ।তাঁরা তাঁদের সেই সেই অভিজ্ঞতা থেকে বলছেন । সেই যুগ যখন ডিভোর্স হলে পাড়ায় ঢি ঢি পরে যেত আর আপিস কলিগ এক্সট্রা দরদ দেখিয়ে ঝাঁট জ্বালাত ।ন্যাচেরালি পিপল হ্যাভ বিটার ফীলিংস । আমাদের এই "বাল ছেঁড়া যায়" জেনেরেশনের সঙ্গে একটা বিশাল জেনেরেশন গ্যাপ এনাদের । বৃথা তর্ক ।
  • dc | 132.164.205.6 | ০৬ জুন ২০১৫ ১০:৩১679288
  • S ভারতের কথা বলছি ঃ-) আর একক যে বলছেন রাকৃমিতে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে ঝামেলা করেনা, তা হতে পারে, রাকৃমির কথা আলাদা করে জানিনা। তবে এমনি যে কোন স্কুলে, বিরাট বড়ো থেকে শুরু করে মাঝারি, প্রায় সব স্কুলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে এটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। বিশেষ করে প্রাইভেট স্কুলে করে, কর্পোরেশন স্কুলে এরকম হয় কিনা শুনিনি।
  • dc | 132.164.205.6 | ০৬ জুন ২০১৫ ১০:৩৬679290
  • একক, আমাদের জেনারেশনে হয়তো ডিভোর্স বা লিভ টুগেদার ইত্যাদিতে ছেঁড়া যায়। কিন্তু কোন অদ্ভুত কারনে স্কুলগুলোতে এখনো সেই মান্ধাতার অ্যাটিচুড চেপে বসে আছে (হয়তো স্কুল ম্যানেজিং কমিটিতে মান্ধাতার আমলের লোকজনেরা আছে বলে)। আমার পিসতুতো দাদার ডিভোর্স হয়েছিল, তখন ওর ছেলে সবে স্কুল অ্যাডমিশন স্টেজে। ব্যাঙ্গালোরে দুটো স্কুলে বাচ্ছাকে নিতে অস্বীকার করে, তারপর বাবামা একসাথে গিয়ে একটি স্কুলে ইন্টার্ভিউ দেওয়াতে নিয়ে নেয়। তিনটেই বড়ো স্কুল। আর শুধু ডিভোর্স ইত্যাদি নিয়ে না, অনেক কিছুতেই স্কুল ম্যানেজিং কমিটিগুলো ভয়ানক কনসারভেটিভ হয়।
  • S | 139.115.2.75 | ০৬ জুন ২০১৫ ১০:৩৬679289
  • একক, এইবারে আমি কিন্তু আপনার সাথে একমত হলাম না। আপনিও কিন্তু জেনেরেশান বা এজ নিয়ে ডিস্ক্রিমিনেট/ জেনারেলাইজেশন করছেন। আগের জেনারেশন মানেই তাদের কাছে ডিভোর্স/ সিঙ্গল প্যারেন্ট খারাপ। আর ফেসবুক জেনারেশন মানেই এগুলো কৈ বাত নেহি এটা নাও হতে পারে।

    প্রাইভেট স্কুলে তো বাবা মায়ের ইনকাম শিক্ষাগত যোগ্যতাও চেক করা হয়। আচ্ছা একটা প্রাইভেট ইনস্টিটুট কি করে এক্জন লোকের মাইনে জিগ্যেস করতে চায়।
  • একক | 24.99.93.171 | ০৬ জুন ২০১৫ ১০:৩৯679292
  • করতে পারে অন্য স্কুলে । এটা সোসাইটি তে একেবারে নন এক্সিস্তেন্ট ট্রেইট এরকম নয় তো । আমার বাড়িতেই তো বলত অমুকের বাবা বাজারের মাছয়ালা ওর সঙ্গে অত বন্ধু কিসের ? কিন্তু মিশন কম্পাউন্ডের মধ্যে এগুলো এন্টারটেইন হয়না আর মাছয়ালার ছেলের সঙ্গে পড়তে দেবেনা বলে ছাড়িয়ে নেবে ,এত দম বাড়ির লোকের ছিলনা :)) ঠিক ওই লেভেলে উত্কন্ঠাও ছিলনা বোধ হয় ।স্কুল এসব ব্যাপারে কঠিন থাকলে বাপ-মা সিধে হয়ে যায় ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন