এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ১৯৯৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath Roy | ০৭ জুন ২০১৫ ০৮:৫০679360
  • প্রিয় SS, আপনার জন্য, আইআইটি ও আমেরিকান ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এর গ্লোবাল র্যাংকের তুলনা দিয়েছিলাম
  • !! | 22.191.82.166 | ০৭ জুন ২০১৫ ০৮:৫৮679361
  • SS কে সমর্থন করলাম। এই টেবিলের ওপারে এলেই আসল চেহারা গুলো দেখা যায়। লোকে ভাবে শুধু খাওয়ার জন্যই টাকা, বাকি যেন সব হাওয়া থেকে আসবে। লোকে ঢুকেই অন্যকাজ করতে পারে কিন্তু টাকা চাইলেই মুখ ভার হয়ে যায়। এর এখানে এসে বাণী দেয় এনারাই পার্ট বাজে ইত্যাদি...।
    কর্মকর্তাদের মধ্যেও অনেকে চিজ আছে, তবু তাদের এই ঘরেরে খেয়ে বনের মোষ তাড়ানোর জন্য কিছুটা ধন্যবাদ প্রাপ্য।
  • SS | 81.163.97.56 | ০৭ জুন ২০১৫ ০৯:০৩679362
  • সোমনাথ,
    হ্যা, তুলনাটা খালি প্রথম পাতা দেখেছিলাম, বাকিগুলো দেখতে হলে কিসব কুকি এনেবল করতে হবে, তাই দেখি নি। যাই হোক, আপনি বলেছেন পঞ্চাশ থেকে একশোর মধ্যে চারটে আইআইটি আছে, তাও আবার শুধু মেকানিক্যাল। এই স্ট্রিমলাইনের গল্প কোথাথেকে এল ? ওভর অল র‌্যান্ক কত ? আমি তারপর আবার ইউএস নিউজ আর টাইমসের র‌্যান্কিং দেখ্লাম, প্রথম চারশোর মধ্যে কোনো আইআইটি নেই, আর দুশোর বেশী আমেরিকান ইউনিভার্সিটি আছে। আর আপনার লিংকে আইআইটির আগে মেকনিক্যালে পঁচিশের বেশি নেই? প্রথম পাতাতেই তো প্রায় আঠেরোটা আছে।
    আসলে আপনি শুধু তর্ক করার জন্যেই তর্ক করছেন, তা সময় থাকলে করুন। আমি আমার সময় মত উত্তর দেব। আমার প্রশ্ন হচ্ছে এই ইনফর্মেশনের যুগে লোকে আমেরিকায় পড়তে না গিয়ে আইআইটিতে আসছে না কেন ?
  • Somnath Roy | ০৭ জুন ২০১৫ ০৯:১৫679363
  • শুধু মেকানিকাল না, পাঁচটা মেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সবগুলোতেই, আইআইটিগুলো প্রথম ১০০য় আছে। ফলে গোটা রঁচিশ ইউএস ইুনিভার্সিটির সংগে গ্রুপিং করেছিলাম। ওভারঅল র্যাংকিং কমে দুটো কারণে
    ১) সাইন্স ডিপার্টমেন্টগুলো আন্ডারপার্ফর্মিং
    2) হিউম্যানিটিস প্রায় ননএক্সিসটেন্ট

    বাইরে যাওয়ার একটা কারণ- আমেরিকায় সেটল করতে চাওয়া আর দ্বিতীয় কারণ দেশে রিক্রুটারদের কলোনিয়াল মাইন্ডসেট।
    এটা একজন অধুনা আইআইটি ডিরেক্টরই বলেছিলেন- এদেশে ইন্টারভিউ বোর্ড ডিগ্রির রং দেখে।

    আমি নিজে চাকরি পাওয়ার সময়ে দেশি পিএইচডিদের তুলনায় শুধুমাত্র এই কারণে এজ ওভার পেয়েছিলাম।

    আর- বাইরে না গিয়ে আইআইটিতেই পিএইচডি করতে চাওয়ার ট্রেন্ড বেশ বাড়ছে কিন্তু।
  • SS | 81.163.97.56 | ০৭ জুন ২০১৫ ০৯:২৩679364
  • বেশ, আগে তুলনা করার মত আবস্থায় আসুক। তব তক কে লিয়ে নমস্কার।
    (তবে আপনাকে জানিয়ে রাখি, রিপাবলিকান গভর্ণররা যেভাবে স্টেট স্কুলগুলোতে ফান্ডিং কাট শুরু করেছে, তাতে আইআইটি একটু ঊঠে পড়ে লাগলে অসম্ভব নয়।)
  • a x | 60.171.26.111 | ০৭ জুন ২০১৫ ০৯:২৯679365
  • এলসিএম ঃ-))

    মাইরি অর্পণ যে আদৌ হলধর চিনতে শেখেনি সেটা এই একপাতাতেই পরিষ্কার!
  • S | 139.115.2.75 | ০৭ জুন ২০১৫ ০৯:৩৭679366
  • SS এবং '!!' দুজনের কথাতেই আমি একটা প্রবলেম পাচ্ছি। আমি একটু অ্যানালাইজ করে বলছি, আপনারা যখন পুজো কমিটিতে আছেন তখন ভেবে দেখুন।

    যদি ধরেই নি যে পুজোর সিংহ ভাগ খরচ অন্য জায়গায়, মানে ভেনু আর আর্টিস্ট। তাহলে এগুলো সব হোলো ফিকস্ড কস্ট। আর খাওয়ার খরচ হোলো ভ্যারিয়েবল কস্ট (অবশ্যি বলতে পরেন যে আগেই অর্ডার করা হয়ে যায় - কিন্তু স্টিল কিছুটা ডিপেন্ড করে কজন আসবেন তার উপরে ইত্যাদি)। সেক্ষেত্রে কেউ যদি ঐ ভ্যারিয়েবল কস্টের থেকে একটুও বেশি দেন, তাইলেই সেটা ফিকস্ড কস্টকে কভার করতে হেল্প করছে। কারণ ভেনু বা আর্টিস্টের মার্জিনাল কস্ট জিরো। অতএব সেইভাবে ভেবে দেখলে কেউ যদি বলেন যে আমি একবেলা খাবো তার খরচ হয় ১০ ডলার, আপনারা তার থেকে ঐ ১০ ডলারের এক্টু বেশি নিয়ে নিন। মানে বলছি বেলা ভিত্তিক খাওয়ার কুপন করুন। আর শুধুমাত্র খাওয়ার কুপন রাখুন। আর কেউ যদি এক্স্ট্রা ডোনেশন দেয় ভালো কথা। অবশ্যই কিছু লোকেদের পকেট থেকে কম বেশি এক্স্ট্রা দিয়েই পুজো হয় সর্বত্র।

    আমি এখানে অস্টিনে পুজোয় গেছি। রিলেটিভলি ছোটো পুজো। তেমন কোনো নাম করা আর্টিস্ট আনা হয়না। যে ভেনুটা এখন হয়েছে সেইটা এশিয়ান কালচারাল সোসাইটির - ফলে হয়তো (হয়তো) খরচ একটু কম। খুব রিজেনবল চাঁদা। তার মধ্যেও দুয়েকজন (এইটা শুনেছি) চাঁদা না দিয়ে খেয়ে যান। তাদেরকে বারণ করা হয়না, কারণ লান্চের খরচ সাধারণতঃ কম থাকে।
  • Tapas | 122.79.38.100 | ০৭ জুন ২০১৫ ১১:২১679367
  • এইটা আমিও জানি। বৈ মেলার স্টলের সময়েও দেখেছি। কিছু লোকজনকে বেশি শ্রম দিতে হয়। কখনো কখনো অর্থও। কে কিসে টাকা দেবে কে জানে! নিজের রোজগারের টাকাই তো!
  • - | 109.133.152.163 | ০৭ জুন ২০১৫ ১১:৪৩679368
  • @এস, ৯টা৩৭, এক্ষুনি কেউ কাগজ বার করে আপনার নাম আর ফোন্নং পরের বার পুজো পেসিডেন করার জন্য নিয়ে নিলে বুঝবেন ঠ্যালা ঃ-) নেহাৎ গুরুকৃপায় এই যাত্রা "জ্ঞান বিতরন" করে পার পেয়ে গেলেন তাই!
  • SC | 83.222.179.56 | ০৭ জুন ২০১৫ ১২:৩৯679370
  • আমার SS এর বক্তব্য নিয়ে খুব একটা সমস্যা নেই, আমি ওনার অনেক কথার সাথে এগ্রি করি। উনি যেগুলো লিখেছেন, এগুলো বেশ কিছু আমার দেখার অভিজ্ঞতা আছে। বিশেষ করে, আমি কেন এত পয়সা দেব, আমি তো এইবেলা অমুকটা খাব না, এইগুলো আমি বেশ কয়েক জনের কাছে শুনেছি।
    আর গেলে পুরো পয়সা দেওয়া উচিত। ঐরকম, আমি এটা দেখতে এসেছি, অমুক বেলা তমুক খেতে এসেছি, এরকম ভাবে ইভেন্ট organize করা খুব চাপের। আমি লাস্ট বছর খানেক যাইনা, চাঁদার জন্য নয়, কিছু প্রচন্ড irritating লোক আছে, তাদের avoid করার জন্য।

    তবে উল্টো দিকের একটা জিনিস পয়েন্ট আউট করে যাই।
    SS বললেন উনি ফোন্নং টুকে নেন, পেসিডেন্ট এর জন্য। হতে পারে ওনার শহরে, আমি কিন্তু উল্টো দেখেছি যেখানে থাকতাম। সেখানে তো পেসিডেন্ট ছেড়ে দিন, কমিটি তে ঢোকার জন্য লোকে এমন করত, যেন কর্পোরেশন ইলেকশন হচ্ছে। সে কতরকমের পল্টুবাজি, ইমেইল থ্রেডে একের পর এক মেইল আসছে, এই অনুষ্ঠানে অমুক হয়নি কেন, তমুক হয়নি কেন। নাটক গ্রুপ ভার্সেস পুজো গ্রুপের লড়াই চলছে।

    কিছু লোককে দেখেছি নিজের কাজকর্ম ফেলে বাংলা সমিতিতে কি করে কমিটি তে ঢুকব, তার জন্য দিনরাত এক করে দিচ্ছে। সে ঠিকাছে, যার যেরকম ambition , সেই নিয়ে আমার সমস্যা নেই, আমি এদের সমালোচনা করছি না, তবে আমি SS যা বললেন, তার উল্টো দেখেছি।

    এই কমিটি বলতে আমার এক পূর্ব পরিচিতের কথা মনে পড়ল। ছেলেটি এমনিতে সবই ঠিকঠাক, এই সব বারফাট্টাই মারা পাবলিক নয়, কিন্তু একে দেখলেই আমি উল্টো দিকে হাঁটা লাগাতাম। সে উঠতি নেতা, তার কাজ ছিল দেখা হলেই, "এই শনিবার না, অমুকের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আসছিস তো?" করে ব্যাস পিছনে পড়ে যাবে। আমার মোটামুটি একটা লিস্ট অফ excuses আছে, আমি serially একটা একটা করে বলতাম এক একটা শনিবারের জন্য, কিন্তু সে প্রায় আমার লিস্ট এর শেষ অব্দি এনে ফেলেছিল। :(
    আর তার নিজের সংস্কৃতিক অনুষ্ঠান থাকলে তো আর দেখতে হবে না। ফোন করে, মেইল করে, টেক্সট করে লোককে উত্তক্ত করে পাগল করে দেবে। একটু দেখে যেটা বুঝেছিলাম, কমিটিতে ঢুকতে গেলে, "আমি অনুষ্ঠানে এত লোক আনতে পারি" তা অনেকটা "আমি ব্রিগেড ভরাতে পারি" জাতীয় একটা স্কিল।
    আবার বলছি এগুলোতে আমার কোনো আপত্তি নেই, কারুর এরকম ambition থাকতেই পারে, শুধু ব্রিগেড ভরানোর জন্য আমাদের মত নন-interested লোকেদের constantly বিরক্ত না করার ব্যাপারটা এনারা ভাবতে পারেন একটু। :(
  • SC | 83.222.179.56 | ০৭ জুন ২০১৫ ১২:৪৭679371
  • আর ওই ডিভোর্স এর প্রসঙ্গে। অন্য সেক্টরের কথা জানিনা, তবে টেক সেক্টর এ এরকম পার্সোনাল প্রশ্ন কেউ করে না, খুব বোকা না হলে।
    আমাকে কেউ কোনদিন করেনি আজ অব্দি। করলে এইচ আরে রিপোর্ট করে দেবে, এটা সকলেই জানে।
    আমি যে কত জায়গাতেই স্টুডেন্ট/চাকরি করেছি, সব জায়গাতেই তে join করার পরে সামাজিক মেলামেশার সময় লোকে হয়ত জিগ্গেস করেছে, বাচ্চা আছে কিনা, বউ আছে কিনা এইসব। ডিভোর্স হয়েছে কিনা, কিম্বা sexual ওরিয়েন্টেশন কি, এ তো খুব close কলিগ ছাড়া শেয়ার করার প্রশ্নই ওঠে না।
    তবে বিপ এর মত কেউ যদি ধারণা পোষণ করেন, তাহলে হয়ত এক্সটার্নাল কোনো সোর্স এ জানার চেষ্টা করতে পারেন, জানিনা। আজকাল তো সোশাল মিডিয়া তে অনেক কিছু জানা যায় candidate সম্পর্কে।
  • S | 109.27.138.238 | ০৭ জুন ২০১৫ ১৩:০৫679372
  • @ - , এক্দম ঠিক কথা। থ্যান্ক্স টু গুরু "জ্ঞান বিতরন" করে পার পেয়ে যাচ্ছি। তাইতো আমি অ্যাডভাইসার হিসেবে পৃথিবীর যেকোনো কমিটিতে থকতে রাজি আছি। যারা চান্দা দেয়্না তাদেরকেও অবিলম্বে কোষাগার কমিটিতে নিয়ে নেওয়া উচিত।

    কিন্তু SC বাবুর কথাটাও ঠিক। অনেক সময় ঐসব কমিটিতে ঢোকাও খুব মুশকিল।

    আমাকে কিন্তু কিছু ইন্টারভিউতে (অবশ্যি এগুলোকে ইন্টারভিউ না বলে ভিজিট বলা ভালো) এমন পার্সোনাল কোস্চেন করা হয়েছে। এমনকি কিছুদিন আগে এক টপ স্কুলের পিএইচডি ছেলের কথা পড়লাম, তাকে চাকরিরি জন্যে আরেক টপ স্কুলের লোকেরা তার ধর্ম জিগায়।
  • Somnath Roy | ০৭ জুন ২০১৫ ১৩:১৭679373
  • SS, তুলনা করার মত অবস্থায় নেই তা কোথা থেকে প্রমাণ হল?
  • bip | 79.138.209.156 | ০৭ জুন ২০১৫ ২০:০৫679374
  • গুরুর মেম্বারদের জ্ঞানে আমি অভিভূত। আমেরিকার আইন নিয়ে না জেনেই বাট্টাফাই। আমি মত প্রকাশ করেছি-যে আমার অভিজ্ঞতাতে দেখেছি ডিভোর্সীদের ( যারা ওই ফেজের মধ্যে
    দিয়ে যাচ্ছে দ্বিতীয় বিয়ে করে নি ) কাজের এফিসিয়েন্সি কম হয়। এটা আমার মত প্রকাশের স্বাধীনতা, যা আমেরিকা সংবিধানে স্বীকৃত।

    ডিস্ক্রিমেনশন লস্যুট তখনই আনা যায় তখন " মেটেরিয়াল এভিডেন্স" থাকে যে কাউকে "শুধু" ডিভোর্সি হওয়ার জন্য ডিস্ক্রিমিনেট করা হয়েছে। " " এর শব্দগুলি
    প্রমান করতে হয় কোর্টে। এখানে মেম্বারদের জ্ঞান নিয়ে সাধারনত আমি কিছু লিখি না-কিন্ত এই ধরনের হাস্যকর বক্তব্য যারা ভাবে আমেরিকাতে শুধু মত প্রকাশের জন্য
    লস্যুট আনা যায়, তাদের আইনের বেসিকটা জানতে অনুরোধ করি ।

    হ্যা, ভারতে যার বিরুদ্ধে যা খুশী লস্যুট আনা যায়-কারন ভারতে আইন ই নেই। সবটাই টাকার খেলা।

    আর দেশে বনাম বিদেশী পি এই চ ডির ব্যপারে বলি। ওগুলো ভারতেই ভ্যালু দেয়। আমেরিকান ক্যাপিটালিজম, কোন ক্যাপিটালিজম ডিগ্রিকে অত ভ্যালু দেয় না। আমি আই আই টিতেই
    পি এই চ ডি করে আমেরিকাতে সরাসরি চাকরি জয়েন করেছি। আমেরিকাতে কেও প্রশ্ন করে নি কোথা থেকে। কিন্ত কিসে করেছি-সেটা সবাই দেখে। ক্যাপিটালিজমে সার্টিফিকেটের থেকে স্কিল, কোন সাবজেক্ট, ডেলিভারি, প্রেসেন্টেশন এগুলো অনেক গুরুত্বপূর্ন। আমার পি এই চ ডি সার্টিফিকেট কেও কোনদিন এই দেশে দেখে নি-সিভিতে লেখা থাকে। ওই পর্যন্ত। আমি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কি ন, যে ঘাস খাওয়াচ্ছে, তাকে দুধ দিতে পারছি কি না- সেই দুধের পরিমান এবং কোয়ালিটি-এগুলোই মুখ্য। আমার কলিগদের মধ্যে অনেকেই হার্ভাড, এম আই টি, স্টানফোর্ডের পি এই চ ডি ছিল-তারা নিঃসন্দেহের খুব ভাল। কেও কোনদিন তাদের নিজের পি এই চ ডি কোথায় সেই নিয়ে কৌলিন্য দেখায় নি-সবাই দুধ দিতেই ব্যস্ত ছিল। কারন সেটাই ক্যাপিটালিজম।

    রিসেন্টলি একটা কাজের জন্য এক কনসাল্টান্ট হায়ার করেছিলাম-সে এম আই টির পি এই চ ডি। নিঃসন্দেহে জ্ঞানী এবং স্কিল্ড। কিন্ত কার্যক্ষেত্রে দেখলাম তার ডেলিভারী বেশ দেরীতে, খরচ ও অনেক বেশী হচ্ছে। এখন ওর কাজটা একজন ব্যাঙ্গালোর থেকে করে দিচ্ছে যে আই আই টি চেন্নাই এর স্নাতক- অনেক দ্রুত এবং বেশ কম খরচে। সুতরাং তাকে দিয়েই করাচ্ছি। ক্যাপিটালিজমে , ইট ইজ আল আবাউট মিল্ক। গরু কোথায় দুধ দেওয়ার সার্টিফিকেট পেয়েছে, সেটা এন্ট্রিতে দেখে, কিন্ত দুধের মানে খুশী না হলে, কিস্যু হবে না।
  • ranjan roy | 192.69.154.221 | ০৭ জুন ২০১৫ ২০:৪৭679375
  • এতসব কথা থেকে দুটো জিনিস বুঝলামঃ
    ১) বিপ দুধ দেন, মানে গরু নন। মিল্ক বা ডেয়ারির বিজনেস?
    ২) কেন নেসলে কোম্পানির সার্টিফিকেট সত্ত্বেও ম্যাগি ব্যান করা হচ্ছে।
  • S | 139.115.2.75 | ০৮ জুন ২০১৫ ০৭:২৮679376
  • বিপদা, আপনাকে কোনোদিন কোনো ডাইরেক্ট কথা বলিনি। কিন্তু আজকে বলি। হ্যাঁ আপনার ফার্স্ট অ্যামেন্ডমেন্ড রাইট আছে, তাই যা খুশি বলতেই পারেন। কিন্তু সত্যা নাদেলাও কদিন আগেই মহিলাদের কাজ নিয়ে এমন এক ওপিনিয়ন দিয়েছিলেন, তার ফল খুব একটা ভালো হয়নি।

    আর আপনি এখানে যে মতটা প্রকাশ করলেন, সেইটা নিয়ে কেউ হয়তো আপনাকে আদালতে নিয়ে যেতে পারবেনা। কিন্তু কেউ আপনাকে আদালেত নিয়ে গেলে উকিল কিন্তু আপনার এই ওপিনিয়নটাকে কাজে লাগাবে আপনার বিরুদ্ধে।

    সিরিয়াসলি? আমেরিকাতে কেউ নিজেদের আলমা ম্যাটার নিয়ে কৌলিন্য দেখায়না। আর এই সব ইউনিভার্সিটি র‌্যান্কিঙ্গ ইত্যাদি তো ক্যাপিটালিজমেরই দান। ক্যাপিটালিজম নিয়ে আপনার "জ্ঞানে আমি অভিভূত"।
  • S | 139.115.2.75 | ০৮ জুন ২০১৫ ০৭:৩১679377
  • আর শেষ কথা, ক্যাপিটালিজমে যদি দুধটাই আসল, গরুটা না হয় - তাহলে আপনি ক্যাপিটালিজমের এতো নিবিষ্ট পূজারী - আপনার পোস্টে এতো আলমা ম্যটার নিয়ে কৌলিন্য পাই কেন?

    আর পিএইচডির লেভেলে বিলেতের সাথে ইন্ডিয়ার জাস্ট কোনো তুলনাই হয়্না।
  • ranjan roy | 192.69.154.221 | ০৮ জুন ২০১৫ ০৮:৩৯679378
  • আমার দেবতা ক্যাপিটাল,
    কিন্তু আমি তো ফিউডাল,
    লুকোতে পারি নে পৈতে,
    (আর)অন্যের জ্ঞান সইতে,
    জ্বলে, কিছু মোজা জ্বলে,
    এই চন্ডাল কোলাহলে।

    গরু দুধ দেবে কি না,
    খাঁটি? নাকি মেশা চোনা!
    ডিভোর্সি নাকি সাচ্চা,
    আছে তো আন্ডা বাচ্চা?
    করে লিভ-টুগেদার?
    তবে কেমন ক্যারেকটার!

    গরুটি হাসিয়া কয়ঃ
    শোন শোন মহাশয়,
    আমি যদি হই সতী,
    মহা চরিত্রবতী,
    কে বিয়োবে তবে বাচ্চা,
    বাছা, বায়োলজি তব কাঁচ্চা,
    দুধের হইবে আকাল,
    শোন বিপ্লব পাল!
  • ন্যাড়া | 109.72.224.255 | ০৮ জুন ২০১৫ ০৮:৪৩679379
  • অ্যামেরিকার জব মার্কেট ব্র্যান্ডকে ভ্যালু দেয় না, এ কথা শুনলে হয় ঘোড়ায় হাসবে আর নয়তো আমি যে পাড়ায় ও ইন্ডাস্ট্রিতে কাজ করি - সে অ্যামেরিকান ক্যাপিটালিজমের নাগপাশের বাইরে। স্টার্টাপের জব পোস্টিং বলে - আইভি লীগ চাই। অবস্থা এমন হয়েছে যে হাইওয়ে ১০১-এর (যা সিলিকন ভ্যালির হৃদধমনী বলে পরিচিত) ধারে বিলবোর্ড পড়েছে, Don't hire school, hire talent - এই মর্মে। নিউজ চ্যানেলে কারুর সম্বন্ধে বলতে গেলে - সে পলিটিশিয়ান হোক আর বড় ইনভেস্টার হোক কি বিজনেসে চাঁই হোক - বলে গ্র্যাজুয়েট অফ অমুক ইত্যাদি।

    কনফিডেন্স নিয়ে আল-বাল বকাকে আজকাল বিজনেস করা বলে।
  • - | 109.133.152.163 | ০৮ জুন ২০১৫ ০৮:৪৩679381
  • ভারতীয়দের গোরু বা গোমাতা নিয়ে সেই প্রাচীনকাল থেকেই একটা ইয়ে আছে।
    বরং চীনেম্যানেরা বলেছিলো বেড়ালের রঙ আর ইঁদুর ধরার উদাঃ দিয়ে ঃ-)
  • Bratin | 122.79.35.47 | ০৮ জুন ২০১৫ ০৮:৪৫679382
  • পরস্পর কে আঘাত না করে সুস্থ ভাবে আমরা আলোচনা টা চালিয়ে নিয়ে যেতে পারি না?
  • S | 139.115.2.75 | ০৮ জুন ২০১৫ ০৮:৪৮679383
  • ন্যাড়াবাবু এক্দম ঠিক বলেছেন। অ্যাজ অ ম্যাটার অব ফ্যাক্ট টেকনলজিতে তাও মনে হয় রিলেটিভলি কম। অন্য কিছু ইন্ডাস্ট্রির বেশ কিছু কোম্পানি আছে, যারা আইভি লীগ ছাড়া জাস্ট নেয়্না। আরো কিছু কোম্পানি আছে যেখানে অন্যরা থাকলেও তাদের ওয়েবসাইটে শুধুই টপ টিয়ার স্কুলের লোকেদের প্রোফাইল পাওয়া যায়।
  • bip | 79.138.209.156 | ০৮ জুন ২০১৫ ০৮:৪৯679384
  • (১) পি এই চ ডি লেভেল -বিলেতে? সেটা ত তিন বছরে ফিনিস করতে হয়!! তা কি হয় খুব ভাল করে জানি!!

    আর পি এই চ ডি লেভেল নির্ভর করে ছাত্র-শিক্ষক কি করছে তার ওপরে। কোন দেশ, ইউনিভার্সিটি দিয়ে কিছুটা হয় কিছু হয় না।
    " সাবজেক্ট ম্যাটারের" গুরুত্ব সব থেকে বেশী থাকে। অন্য সাবজেক্টে পি এই চ ডি গুরুত্বপূর্ন হতে পারে-কিন্ত ইঞ্জিনিয়ারং এ কি দেশে, কি
    বিদেশে পি এই চ ডি বেশ ঢপের কারবার। শুনতে কটু লাগে, কিন্ত এটাই সত্য।

    (২) ইন্টারনেটের যুগে যেখানে জ্ঞান এখন মুক্ত, আমেরিকার সাথে ভারতের কাজের পার্থক্য কমে আসছে। বিলেতের তিন বছরের পি এই চ ডি আগেও কেও গুরুত্ব দিত না-
    এখনো দেয় না।

    এবং এই গুরুত্ব দেওয়াটা একাডেমিক্সে। ইন্ডাস্ট্রিতে এসব কিছুই কেও কেয়ার করে না। মাস্টারস থাকাই যথেষ্ট । কাজ জানলেই হল।

    (৩) না-ভাই আমি আমার আলমা ম্যাটার নিয়ে কোন কৌলিন্য দেখায় না। লাভ ও নেই। কারন আমি যেসব জায়গায় কাজ করেছি এবং আজ ও করি, তারা না চেনে
    আই আই টি, না নরেন্দ্রপুর। ওগুলো দেশী মহিলা পটাতে কাজে লাগলেও লাগতে পারে, আমার পেশাদার জগতে ওই এলিট ইন্সটিউটগুলির দাম নেই।

    ভাই ক্যাপিটালিজমে আমি নিজে ওই গরু এবং গরুর দুধ মডেলেই সীমাবদ্ধ রাখতে চাই। মডেল একটাই-ঘাস খাও , দুধ দাও! জানি অনেকের খারাপ লাগছে শুনতে-কিন্ত
    ক্যাপিটালিজমের রিয়ালিটি ওই গরু অবতারই।
  • PT | 213.110.246.22 | ০৮ জুন ২০১৫ ০৮:৫৩679385
  • "নিজের পি এই চ ডি কোথায় সেই নিয়ে কৌলিন্য দেখায় নি"-বেশ চমকে দেওয়ার মত নির্বাণলাভের আগের স্টেশন!!!!
  • SC | 83.222.179.56 | ০৮ জুন ২০১৫ ০৮:৫৫679386
  • বিপ, হ্যান, ঠিকই, ওটা তোমার রাইট, এনিয়ে sue করা যাবে না। ওটা আমি ভুল বলেছিলাম। তবে রাইট এক জিনিস। সেই twitter এ যে ভদ্রমহিলা লিখেছিলেন, আফ্রিকা যাচ্ছি এইডস হবে না তো, সেটাও ওনার রাইট। কিন্তু কোনো সেল্ফ respecting কোম্পানি এসব দেখতে পেলে সোজা দরজা দেখিয়ে দেবে। সত্য নাদেলা বা ইভেন লারি summers , যাকে সত্যি দরজা দেখানো হয়েছিল, তারা কিন্ত এরকম কথাও বলেনি, অনেক বেশি nuanced বক্তব্য রেখেছিল।

    ন্যাড়ার পোস্ট কে ক দিয়ে গেলাম। আমি তো এতদিন উল্টোই দেখেছি। মনেহয় কাপিতালিস্ম এখনো আবিষ্কার করে উঠতে পারিনি। বিপ অবশ্য দিব্যদৃষ্টি দিয়ে দেখেন, কি দেখেছেন উনিই জানেন। লো কস্ট জব আউটসোর্স করার বদলে mit র পি এইচ দি হায়ার করে যদি কেউ বলে, খুব খরচ, তাহলে ভাই সেটা নিজের বিসনেস ডিসিশন এর প্রবলেম। প্রবলেমটা এটা নয় যে mit র পিএইচডি কে ইন্ডাস্ট্রি পাত্তা দিচ্ছে না, প্রবলেম টা এটা যে তোমার সাধ্যে কুলোচ্ছে না তাকে হায়ার করতে। মানে আমি ছেঁড়া জামা পরি বলে কাপিতালিস্ম ভালো জামাকে গুরুত্ব দেয়না, এইরকম যুক্তি হয়ে গেল।
  • dc | 132.164.234.24 | ০৮ জুন ২০১৫ ০৮:৫৬679387
  • যাক গোরুর ভয়েসটা যে অবশেষে আসতে শুরু করেছে এটাই অনেক। অবার সবাই বুঝতে পারবে যে গোরুদের চেনা অতো মুখের কথা নয়!
  • S | 139.115.2.75 | ০৮ জুন ২০১৫ ০৮:৫৮679388
  • বিপদা আপনার একটা কথার সঙ্গেও একমত হলাম না।

    আমি নিজে যে বিষয়ে আছি, সেই বিষয়ে ইন্ডিয়ার টপ স্কুলকে আমেরিকার শেষের দিকের স্কুলও টপকে যাবে। আর সেইটাই স্বাভাবিক। কারণ ইন্ডিয়ার বেস্ট ট্যালেন্ট সব দেশ ছেড়ে চলে আসে। অপনিই বলুন না, আইআইটির প্রথম ৩০০ র‌্যান্কের কটা ছেলে দেশে থাকে।

    আরো একটা কথা বলি। ইন্ডাস্ট্রিতেও আসতে আসতে পিএইচডির দাম বাড়ছে। আমি ফাইনান্সিয়াল সেক্টরের কথা বলতে পারি। সেখানে ক্রমশ এম্বিয়েদের প্রয়োজন কমছে, পিএই্ডির (অন্য লাইনের হলেও) বা এমেফির দাম বাড়ছে।

    বিদেশি মহিলা পটাতে ইনস্টির ব্র্যান্ড নেমের প্রয়োজন পরেনা? বিপদা আপনি কোন জগতে বাস করেন? একবার একটু ট্রাই মারতে পারেন, সিরিয়াসলি।
  • S | 139.115.2.75 | ০৮ জুন ২০১৫ ০৯:০১679389
  • গুরু গরুর চারপাশে বন বন করে ঘোরে। গরু নিয়ে একটা রচনা দিয়েই তো গুরুর কৌলিন্য এলো।
  • SC | 83.222.179.56 | ০৮ জুন ২০১৫ ০৯:০২679390
  • "কারন আমি যেসব জায়গায় কাজ করেছি এবং আজ ও করি, তারা না চেনে
    আই আই টি, না নরেন্দ্রপুর। ওগুলো দেশী মহিলা পটাতে কাজে লাগলেও লাগতে পারে, আমার পেশাদার জগতে ওই এলিট ইন্সটিউটগুলির দাম নেই।"

    সে তোমার প্রবলেম। মহা মুস্কিল তো, তোমার স্কুল চেনেনা, তাই স্কুলের কোনো দাম নেই। :o
    আমি যেসব জায়গায় কাজ করেছি, তারা তো আমার undergrad আর grad স্কুল, দুটোই খুব ভালো করে চেনে। আমেরিকা তে টেক জগতে ইস্কুলের নাম নিয়ে কেউ চিন্তিত নয়, এরকম উদ্ভট কথা এদ্দিন এখানে চাকরি/ব্যবসা করে কেউ বলতে পারে ভাবিনি। মনেহয় জেনারেশন গ্যাপ হচ্ছে।
  • sm | 53.251.89.225 | ০৮ জুন ২০১৫ ০৯:০৬679392
  • আচ্ছা বিপ, আপনি সত্যি ই এত আট ভাট বকেন কেন? ধরা যাক দুজন ডাক্তার, একজন ইংল্যান্ড থেকে এম আর সি পি আর একজন ভারত থেকে ডিপ্লোমা ধারী । দুজনেই আমেরিকায় যোগ্যতামানের পরীক্ষায় পাস করে কোনো হসপিটালে চাকরি প্রার্থী।
    আপনার কি মনে হয়, কে চাকরি পাবে?
    এখানে কোন গরু বেশি দুধ দিচ্ছে কি করে বুঝবে?

    জি আর ই পরীক্ষায় যারা বেশি স্কোর করে, তাদের কি ভালো ইউনি তে অগ্রাধিকার দেওয়া হয়, না গরু দুধ বেশি দেবে বলে যাচাই করা হয়।

    আমেরিকা তে এত ইউনির র্যানকিন্গ এর রম রমা কেন? আপনি বললেন এম এই টি র প্রার্থীর চেয়ে চেন্নাই এর স্নাতক দুধ বেশি দিচ্ছে। তাহলে এম এই টি র স্নাতকটিকে চাকরি দেবার আগে বুঝতে পারেন নি কেন, যে উনি কম দুধ দেবেন? তাহলে একজন হেইচ আর হিসেবে নিজেকে কি অযোগ্য বলবেন না বলবেন কে দুধ দেবে আর কে দেবেনা সেটা বোঝা শক্ত স্বীকার করবেন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন