এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ১৯৯৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০১:২২679227
  • একক, আপনার কথায় একমত। আমাদের মানুষ হওয়ার পুরো প্রসেসটাই ছোটো ছোটো রেঞ্জের ইকোনোমিক লেভেলের মধ্যে বাধা। এমনকি আমাদের মূল্যবোধ, বিচারবোধও ঐ লেভেলেরই।
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০১:২৪679228
  • কেন উত্তর পেলেন না? বললাম তো সরকারী স্কুলের পুরোনো এডমিশন পদ্ধতি আর মিশনারী স্কুল গুলো বেটার।,
    এখনো কলকাতার অধিকাংশ প্রাইভেট স্কুলে অন্তত মিনিমাম ফ্যামিলি ব্যাকগ্রাউন্দ, এজুকেশনাল কওয়ালি ফিকেশন এগুলো
    দেখে নেওয়া হয়।
    সুপার নচ্ছার বড়লোক দু চার জন থাকতেই পারে, কিন্তু অধিকাংশই প্রফেশনাল ব্যক্তির ছেলে মেয়ে।
    কারণ স্কুল কতৃপক্ষ ভালো করেই জানে, দিনের শেষে ভালো পারফরমেন্স করে দেখতেই হবে।

    আর আপনি ই লিখলেন সরকারী স্কুল গুলো এখন ছেঁড়া বেড়া অবস্থা। এটা কি করে হলো বলুন না? এক কালে তো ঝাঁ চক চকে পারফমেন্স ছিল।
  • একক | 24.99.71.180 | ০৬ জুন ২০১৫ ০১:২৭679229
  • আমার এই ব্রোকেন ফ্যামিলি মানেই খারাপ প্রভাব পরেছে ধরে নিয়ে স্কুল এডমিশন সেগ্রিগেত করাটা মাথায় ঢুকছেনা । সেটা আবার শুনছি মিশনে হয়। হতে পারে আজকাল শুরু হয়েছে।সিরিয়াসলি জানতে চাই।
  • rabaahuta | 215.174.22.27 | ০৬ জুন ২০১৫ ০১:২৯679230
  • পাই, 12:25 AM এর উত্তরে, বাকি পোস্ট এখনো পড়িনি। হ্যাঁ সরকারী স্কুলে সেরকম কিছু হওয়ার কথা শুনিনি, কিন্তু বড় শহরগুলোতে এতরকম অপশন, ঝকঝকে ইংরেজী স্কুল আর চেনাশোনা সবাই দেখি সেসব স্কুলেই বাচ্চাদের পাঠায়, তারমানে কি বড় শহরের সরকারী স্কুলগুলো তুলনায় তত ভালো নয়? আমার ধরনা ভুল হতে পারে বা ব্যতিক্রম থাকতেই পারে, দেশে থাকতে তো এসব নিয়ে মাথা ঘামাইনি। আবার গতানুগতিক শুধু কারিকুলামসর্বস্ব স্কুলের বদলে যদি আরেকটু স্মার্ট কিছু পাওয়া যায় সেটা বেছে নিতে চাইবো, কিন্তু সেখানে ঐ আর্থিক অবস্থার ভিত্তিতে ভাগাভাগী। কিন্তু সেখানে মনে হবে, নিজের অবস্থানের জন্যে সন্তানের ভবিষ্যতের সঙ্গে সমঝোতা করছি কিনা।
    সত্যি বলতে কি আমি যে সব স্কুলে পড়েছি সেগুলি ভালো স্কুল বলে পরিচিত ছিল, কিন্তু সেখানে কারিকুলামের বাইরে কোন কিছুকে উৎসাহ দেওয়া হতনা; তো সেটা নিয়ে আমি কখনোই খুশি ছিলামনা। কিন্তু আর্থিক সামাজিক অবস্থা বা অবস্থানের ভিত্তিতে মানুষকে ভাগ করতে শেখা তার থেকেও খারাপ, সেটা অন্তত ছোটবেলায় শিখতে হয়নি।
    আসলে এইগুলি নিয়ে কোন সিদ্ধান্তে আসা আমার কাছে মোটামুটি অসম্ভব, কারন এমনও তো নয় যে দামী স্কুলের ছত্রছাত্রীরা সব সহমর্মিতাহীন মানুষ; জানিনা, ছোটবেলায় নিশ্চয় অন্যরকমই ভাবতাম, এরাও তো ছোট-ই, সেটাই ভরসা।

    সোহাগ যেমন খুব আপত্তি করছে কলকাতা ফ্ল্যাটের কেয়ারটেকার এত ছোট জায়গায় কেন থাকে। তো যথেষ্ট অস্বস্তি নিয়েও ভুজুং ভাজাং দিয়ে বোঝাতে হচ্ছে...আর এরকম ভাবেই বড় হতে হতে সেন্সিটিভিটি কমতে থাকবে, অন্যায় গুলো মানতে শিখবে।

    আগরতলার ছোটবেলার স্কুল... আমি ঠিক জানি না, এমনিতে এই যে আর্থিক অবস্থার ভিত্তিতে ভাগাভাগী, সেদিক দিয়ে বদলানোর কথা নয়, কারন এখনো যতদূর জানি আধা সরকারী স্কুল, বেতন টেতনের ব্যাপার নেই। ভর্তি লটারীতে হয়। স্কুলেত নেবারহুড খুব প্রশংশনীয় নয়, তো সেখানকার পাড়ার ক্লাবের কোটা পত্র রাখতেই হয় দুয়েকটা, আর না হলে স্কুলে বোম পড়ার আশংকাঃ) তো সব মিলিয়ে তো একই আছে, মা উমা তে প্রথম দশের মধ্যে বেশ কিছু থাকে...।

    এই প্রসঙ্গে মনে পড়লো সেই বোমারু পাড়ার ছেলে আমাদের সঙ্গেই পড়তো, গোলবাজারে ওদের আলু পেঁয়াজের আড়ৎ আছে এখনো। ক্লাসে সহপাঠীর সঙ্গে ঝগড়া হলে সে কোমরে চেম্বার গোঁজা দাদা নিয়ে আসতো স্কুলের মাঠে। সেই ছেলে এখন মাটির মানুষ রেস্পন্সিবল সংসারী, ব্যাংকিং/ফিনান্সিয়াল সেক্টরে মহার্ঘ্য কনসাল্টেন্ট, ওয়াল স্ট্রীটে নিত্য আনাগোনা ঃ)
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০১:৩০679231
  • এসএম,
    প্রাইভেট স্কুল ব্যবসা করতে নেমেছে, ধনী দুর্বৃত্তের ছেলেপিলেকে বাদ দেবে কোন আক্কেলে? বরং দুচাট্টে ভদ্রলোক মধ্যবিত্ত ছেলেপিলেকে পথ দেখিয়ে দিতে পরে তেমন তেমন জায়গার অকুলান হলে।
    আর পারফর্ম্যান্স? ঐ গেলানো উগরানো ঘ্যাতানো সিস্টেমে পারফর্ম্যান্স টাকা দিয়ে কিনে নেওয়া যায়। বুস্টার ডোজ লাগিয়ে টিউটর দেবে, মোটামুটি চালাকচতুর ছেলেপিলেকে ঘষাঘষি করে কার্যোদ্ধার করে দেবে।
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০১:৩২679232
  • একক আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে তাই এমন বাল্বিচি বকে চলেছেন। আমি কলকাতার মিশনারী স্কুল বলতে ক্রিশ্চান মিশনারী স্কুলের কথা বলেছিলাম। এনি ওয়ে, আমি তো কোথাও লিখিনি তাঁরা ব্রোকেন ফ্যামিলি নেয় ই না।এসব কথা কোত্থেকে বানাচ্ছেন?
    হ্যা, প্রত্যেক স্কুলে বাবা এবং মা, দুজনের ই একসঙ্গে ইন্টারভিউ নেওয়া হয়। ইন জেনেরাল একা কাউকে ডাকে না। উপযুক্ত মনে হলে নিশ্চয় সিঙ্গল পেরেন্ট এর ছেলে মেয়েদের নেবে।আপনার কি ছেলে/মেয়েকে রিসেন্টলি ভর্তি করিয়েছেন ?
    তো আপনি মিশনে মেল করে কি প্রমান করতে চাইছিলেন?গাড়ল না সুইট?
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০১:৩৫679233
  • অ বাবা, এ যে সে মিশন না। সেন্ট জেভিয়ার্স টাইপ! রামকৃষ্ণ টাইপ না।
    ঃ-)
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০১:৩৮679235
  • A - Z আপনার সঙ্গে একমত নই। অত সহজে বোধ হয় পারফরমেন্স কেনা যায় না। তাই প্রাইভেট স্কুল গুলোতে এখনো প্রফেশনাল ব্যক্তির ছেলে মেয়েদের আনাগোনা বেশি। মাইনেও মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ নয়। এগুলো সব ভেবে চিনতেই করা।
    আইন ও প্রশাসনের ওপর একটু ভরসা তো রাখতে হবে। নয়তো কোনদিন বলে বসবেন ইন্ডিয়ার যত ডাক্তার,ইঞ্জিনিয়ার, প্রফেসর,সায়েন্টিস্ট টাকা দিয়ে হয়েছে। এরা সবাই বড়লোকের ছেলে।
  • সে | ০৬ জুন ২০১৫ ০১:৩৮679234
  • বেশ অনেকক্ষণ ধরে "ব্রোকেন ফ্যামিলি", "ব্রোকেন ফ্যামিলি", শুনছি। ব্রোকেন ফ্যামিলি মানে ডিভোর্সী বাপ মা? সিঙ্গল পেরেন্ট? তাদের বাচ্চাদের ইস্কুলে ভর্তি করতে ইয়োরোপে অ্যামেরিকায় কোনো ঝামেলা নেই। ইস্কুলে কোনো অ্যাডমিশান টেস্টও হয় না। শিক্ষা সেসবখানে অধিকার। বাসস্থানের এলাকার সরকারি ইস্কুল কখনো ভর্তি হতে বাধা দিতে পারেনা। বরং ইস্কুলে ভর্তি না করালে বাপ মায়েরই বিপদ।
    কিন্তু ভারতে এরকম নয় তো। ইস্কুলে ভর্তি করানো কোনো মৌলিক অধিকার বলে তো মনে হয় না। বাচ্চাকে ইস্কুলে ভর্তি না করে ঘরে বসিয়ে রাখলে সেই অন্যায়ের কোনো শাস্তিও সরকার দেয় না। এখন "ব্রোকেন ফ্যামিলি" হলে সমস্যা তো হয়ই। এতে আকাশ থেকে পড়বার কিছু নেই। অধিকাংশ ইস্কুলে বাপ মা দুজনের বিবরণ লাগে ভর্তি হতে। দুজনের ইন্টারভিউ লাগে। নইলে বাচ্চাকে ভর্তি করানো প্রায় অসম্ভব। অনেক ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে হয় এই সমস্ত ঝামেলা এড়াতে, বা ভেতরের কোনো চেনাজানা লোকের থ্রু দিয়ে ভর্তি করাতে হয়। ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে গাদা গাদা। কটা স্কুলের নাম চাই। গোটা পাঁচেক এক্ষুনি দিতে পারব। সব কোলকাতার ওপরে। মিশনারী, দামী ইস্কুল, সরকারি ইস্কুল, আধা সরকারি, পয়সাওয়ালাদের ইস্কুল, ভালো রেজাল্ট করা ইস্কুল। সব নাম আছে। চাই? দেবো?
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০১:৪০679237
  • সরকারি স্কুলের ঝাঁ চকচকে অবস্থার গপ্পোটা কোন দিক থেকে বলছেন বোঝা গেল না। বড় শহরের প্রচুর রিসোর্সওয়ালা সরকারী স্কুলে নানা কারণেই পারফরম্যান্স ভালো ছিল, কিন্তু অজ পাড়াগাঁয়ের সরকারী স্কুলগুলো ঐ চারদিকে চারটে খুঁটি মাথার উপরে ছাদ, একটি ঘরে সব ক্লাস হয়, হাতে গোণা কয়েকজন শিক্ষক- এই অবস্থাতে ছিল বহু জায়্গায়।
  • সে | ০৬ জুন ২০১৫ ০১:৪৪679238
  • ও হ্যাঁ, আরো জেনে নিন - কোনোমতে ভর্তি করাবার পরে যদি জানাজানি হয়ে যায় যে "ব্রোকেন ফ্যামিলি"র বাচ্চা, তাহলে তাকে ইস্কুল থেকে তাড়িয়েও দিতে পারে ইস্কুল। ইন ফ্যাক্ট দিয়েছেও। ইস্কুলের নাম ঠিকানা চাই আপনার? এককবাবু?
  • একক | 24.99.71.180 | ০৬ জুন ২০১৫ ০১:৪৫679241
  • মিশন বলছেন পব র পরিপ্রেক্ষিতে আর রামকৃষ্ণ মিশন বাদ ? :))আপনি আগেই বলেছেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্দ দেখাতে ব্রোকেন ফ্যামিলি একটা নেগেটিভ প্যারামিটার ।পরে বলেছেন মিশন ফ্যামিলি ব্যাকগ্রাউন্দ দেখে নেয়।

    এর থেকে কী বোঝা যায় ? রামকৃষ্ণ মিশন ব্রোকেন ফ্যামিলি এস আ নেগেটিভ প্যারামিটার কনসিডার করে কী করেনা ?আপনার লেখা কী বলছে।

    আমি নিজের বাচ্চা ভর্তি করিনি কিন্তু এডমিশন টেস্ট এর ,বিহেভেরিয়াল রাউন্ডের কোশ্চেন সেট বানানোতে হেল্পকরেছি মহারাজ দের সঙ্গে বসে। কোথাও এগুলোকে ধরতে দেখিনি ।ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রেগুলার খোঁজ রাখে । কারো ব্রোকেন ফ্যামিলি হলে সে একটু বেশি স্নেহ পায়। আপনি যদি রামকৃষ্ণ মিশন বাদ দিয়ে বলে থাকেন তাহলে সেটা মিশনারী লেখার সঙ্গে অবস্যই লিখে দেওয়া উচিত ছিল। আর নইলে আপনি মিশনের এডমিশন প্রসেস সম্পর্কে না জেনে ভাতাচ্ছেন।সে যদি আপনি মিশনের স্টুডেন্ট হন,তাও।
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০১:৪৫679240
  • তবেই বুঝুন এসএম। "মেরা ভারত মহান" এ যদি ক্রমাগতঃ দেখা যায় বড়লোকের ছেলেপিলেই তথাকথিত "প্রফেশনাল" হয়ে বেরোচ্ছে, তাহলে কী কনক্লুশন টানতে পারি?
    ঃ-)
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০১:৪৫679239
  • একক , ভালো করে চেক করে লিখুন তো কোথায় আমি লিখেছি ( রামকৃষ্ণ মিশনই হোক বা ক্রিশ্চান মিশনারী স্কুলই হোক ) ব্রোকেন ফ্যামিলি থেকে স্টুডেন্ট ভর্তি করা হয় ই না। হ্যা মিনিমাম ব্যাকগ্রাউন্দ চেক করা হয় লিখেছি।
    আপনি এই রকম দুই আর দুই পাঁচ করছেন কেন?
    তর্কে জেতার ইচ্ছে থাকলে বলুন,হাত তুলে দেব।
  • সে | ০৬ জুন ২০১৫ ০১:৪৮679242
  • অ্যাডমিশন টেস্ট তো অনেক দূরের দিল্লী। তার আগেই দরখাস্ত খারিজ হয়ে যায়। এই যে, আমি বলছি।
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০১:৫০679243
  • আপনি বোধ হয় সরকারী অনুদান প্রাপ্তস্কুল গুলোর কথা বলছেন। আমি হিন্দু, হেয়ার, টাকী, বিধান নগর গভ, এইসব ভালো সরকারী স্কুল গুলোর কথা বলছিলাম।
  • একক | 24.99.71.180 | ০৬ জুন ২০১৫ ০১:৫৪679244
  • ব্রোকেন ফ্যামিলি বলে ? রামকৃষ্ণ মিশনে ? রিসেন্ট কেস দিলে সত্যি যোগাযোগ করতে পারি । ওল্ড কেস হলে ট্রেস করা মুস্কিল হবে তবু খোঁজ তো করবই । বরানগর,বেলঘরিয়া স্টুডেন্ট হোম এই দুটো জায়গায় দেখিনি । নইলে কারো কারো ফ্যামিলি তে যে "ডিভোর্স" বলে একটা জিনিস হয় সেটা অত ছোটবেলায় জানলুম কীকরে ? স্কুলের বন্ধু ছিল তো ।
  • 4z | 208.231.20.20 | ০৬ জুন ২০১৫ ০১:৫৬679245
  • sm, মিশনারী ইস্কুলে পড়েছি। ফ্যামিলি ব্যাকগ্রাইণ্ড চেকের গল্প ছিল না। রীতিমত মিক্সড ক্রাউড ছিল। স্কুলটার সেই সময় বাজারে বেশ ভাল সুনাম ছিল বলেই জানি।

    আর এই বারবার আপনার ব্যবসাদার দের সঙ্গে সমস্যাটা কি? as if ব্যবসাদার হওয়াটা খুব খারাপ, একমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার হলেই সন্মানের যোগ্য? আপনি আগেও এই ধরনের কমেন্ট করেছেন।
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০১:৫৭679246
  • ব্যবসাদার মানেই স্মাগলার ভাবছেন হয়তো। ঃ-)
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০১:৫৯679248
  • নিন, রামকৃষ্ণ মিশন ধরেই বললাম। ধরে নেওয়া যাক আপনি মার্কেতিঙ্গের লোক। আপনি ইন্টারভিউ নিচ্ছেন।
    আপনার কিছু পসিটিভ ও কিছু নেগেটিভ প্যারামিটার আছে। ইংলিশ ভালো না জানা একটি নেগেটিভ ক্রায়তেরিয়া।
    একটি কান্দিদেট এর ব্যাক্তিত্ব,কওয়া লিফিকেশন,বদি ল্যন্গুএজ সব ভালো; কিন্তু ইংরিজি তে একটু কাঁচা। আপনি কি তাকে বাদ দিয়ে দেবেন ?
    এত কাঁচা ইন্টার ভিউআর লিস্চয় নন? সব মিলিয়ে মিশিয়ে ই নিশ্চয় বিচার করবেন?
    এত জেনেশুনে আল বাল বকছেন আর লোক কে অন্য কিছু বলছেন।
  • সে | ০৬ জুন ২০১৫ ০২:০৫679249
  • রাকৃমির বাইরেও দুনিয়া আছে এককবাবু। একটু বাইরে বেরিয়ে দেখুন। আর কিছু বলব না। ডিভোর্স, কি ব্রোকেন ফ্যামিলি, কি সিঙ্গল পেরেন্ট, সবই সমস্যা। আমি কিছু বছর আগের কথা বলছি। যার কথা বলছি সে আপনার চেয়ে বয়েসে বেশ ছোটো। তাই এই উদাহরণ অনেক বেশি সাম্প্রতিক, অনেক বেশি বাস্তব। এখন একটা উদাহরণ দিন সাম্প্রতিক কালের, যেখানে এসব কেসে ঘুষ দিতে হয়্নি, মিথ্যে কথা বলতে হয়নি, কোনো সমস্যা হয়নি। জেনুইন কেস দেবেন উইথ জেনুইন ডেটা। মেনে নেবো। বাতাসে কথা ভাসালে বিশ্বাস করব না। এখন চলি। জেনুইন ডেটা আনবেন, তখন আলোচনা হবে।
    আলগা দরদ জিনিসটা অনেক দেখেছি। প্লীজ কিছু মনে করবেন না। যাদের ফেস করতে হয়, তারা জানে কত ধানে কত চাল। নইলে এই আলোচনা গোল গোল ঘোরে। ঘুরতেই থাকে।
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০২:০৬679250
  • sm, মিশনারী ইস্কুলে পড়েছি। ফ্যামিলি ব্যাকগ্রাইণ্ড চেকের গল্প ছিল না। রীতিমত মিক্সড ক্রাউড ছিল। স্কুলটার সেই সময় বাজারে বেশ ভাল সুনাম ছিল বলেই জানি।

    আর এই বারবার আপনার ব্যবসাদার দের সঙ্গে সমস্যাটা কি? as if ব্যবসাদার হওয়াটা খুব খারাপ, একমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার হলেই সন্মানের যোগ্য? আপনি আগেও এই ধরনের কমেন্ট করেছেন।

    ---
    মানে, আপনি যে স্কুলে পড়েছেন, সেখানে বাবা মায়ের ইন্টারভিউ বাওনারা কি করেন জানতে চাওয়া হয় নি? আপনি আমাদের দেশে ব্যাক গ্রাউন্ড চেক বলতে কি বুঝেছেন?

    আর ব্যবসাদার কথা টা কোথায় উল্লেখ করলাম? আর ব্যবসাদার মানেই খারাপ সেটাও প্লিস দেখিয়ে দিন।
  • 4z | 208.231.20.20 | ০৬ জুন ২০১৫ ০২:১৭679251
  • sm,

    হ্যাঁ, বুঝেই বলেছি আর সেই জন্যই মিক্সড ক্রাউড কথাটা লিখেছি।

    আর এটা আপনার লেখা থেকেই কোট করলাম - "তাই বিরাট বড়লোক,ব্যবসাদার ধনী ব্যক্তিরা কব্জা করতে পারে নি। মোটামুটি ভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার টিচার,সফু এদের ছেলে মেয়েদেরই সংখাধিক্য থাকে। " এর যদি অন্য কোন মানে থাকে তো বলবেন।
  • 4z | 208.231.20.20 | ০৬ জুন ২০১৫ ০২:১৯679252
  • আর এর আগে এই সাইটেই তো একবার আপনি ফ্ল্যাট কালচার কেন খারাপ বোঝাতে লিখেছিলেন না যে ওখানে শুধু দোকানদার, ব্যবসাদার এরা থাকে? এর পরেও বলে দিতে হবে?
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০২:৩০679253
  • 4Z , তর্ক করতে চাইলে করুন। আমি এর থেকে একটাই মানে বার করতে পারি ধনী ব্যক্তিরা টাকা ছড়িয়ে সিস্টেম কে কব্জা করতে পারেনি।এর মানেই ধনী ব্যক্তি মাত্রই খারাপ নয়।
    ফ্ল্যাট কালচারের ক্ষেত্রেও একই এক্সপ্লানেশ মানে যাদের হাতে কাঁচা পয়সা বেশি তাদের ই সংখাধিক্য।
    আফনে, তো সেই পুকুর পাড়ের বসে থাকা জনতার মত ,দেখলি কি দেমাক! বলে গেল ওদের পুকুরে অত বড় মাছ পেয়েছে। আমার যেন জীবনে মাছ খায়নি!
    আপনি রিসার্চ করতে চাইলে করুন গিয়ে।
  • 4z | 208.231.20.20 | ০৬ জুন ২০১৫ ০২:৩৯679254
  • ল্লেঃ আপনিই জিগ্গেস করলেন কোথায় বলেছি তো দেখিয়ে দিলাম। এখন কথা ঘুরিয়ে খার খেলে হবে?
  • 4z | 208.231.20.20 | ০৬ জুন ২০১৫ ০২:৪২679255
  • আর ব্যবসাদার আর অন্য প্রফেশনালদের আপনি তো দুটো আলাদা সেট এ রেখেছেন। নিজেই দেখে নিন কাকে কোন সেট এ রেখেছেন? তার পরেও কথা ঘোরাবেন আপনি আর দোষ হবে আমার?
  • S | 109.27.138.238 | ০৬ জুন ২০১৫ ০২:৫০679256
  • "নয়তো কোনদিন বলে বসবেন ইন্ডিয়ার যত ডাক্তার,ইঞ্জিনিয়ার, প্রফেসর,সায়েন্টিস্ট টাকা দিয়ে হয়েছে। এরা সবাই বড়লোকের ছেলে।"

    আলোচোনার বাইরে গিয়ে একটা কথা বলি। উপরের বক্তব্য এখনো ঠিক না হলেও ট্রেন্ডটা কিন্তু সেইদিকেই। বিশেষত কপিল সিবলের মন্ত্রীত্বে সেরকম একটা চেস্টা করা হয়েছিলো। আইআইএমের টিউশন ফি এখন ১০ লাখের বেশ কিছুটা উপরে। কজন সাধারণ মধ্যবিত্ত সেইটা বহন করতে পারবে? ছেলেপিলেদের মাইনে কিন্তু সেইভাবে বাড়েনি। তারপরে মার্কেট বা ইকনমি একটু খারাপ হলেই দুয়েক বছরের জন্যে প্লেসমেন্টের বাড়োটা বেজে যায়। ডাক্তারি, ইন্জিনিয়ারিঙ্গের টুইশনের কথা যদি কেউ জানেন তাহলে একটু বলবেন প্লিজ।

    আরেকটা ব্যাপার করা হচ্ছিলো। সেইটা বন্ধ করা হয়েছে। সরকারী ইস্কুলে পরীক্ষার বন্দোবস্ত তুলে দেওয়া হচ্ছিলো। এতে করে দুটো ঘটনা ঘ্টতো। এক, সরকারী স্কুলের ছাত্রদের পড়াশুনার মান নেমে যেত কারণ বেশি পড়ার কোনো ইন্সেনটিভ নেই। দুই, পরবর্তী কালে কলেজে ভর্তি ইত্যাদিতে সরকারী স্কুলের ছাত্রদের অসুবিধে হোতো। এটা নাকি করাই হচ্ছিলো প্রাইভেট স্কুল গুলোর সুবিধে করে দেওয়ার জন্যে।
  • একক | 24.99.223.73 | ০৬ জুন ২০১৫ ০৩:০৯679257
  • আরে আমিতো একসঙ্গে অনেক স্কুলে পড়িনি । কোথাও ফ্যামিলি ব্যাকগ্রাউন্দ দেখা হয়না সেই দাবিও করিনি :((
    এসেম ফ্যামিলি ব্যাকগ্রাউন্দ চেকে ব্রোকেন ফ্যামিলি কে একটা নেগেটিভ প্যারামিটার হিসেবে ডিফাইন করে তারপরে বলেছেন মিশনেও ফ্যামিলি ব্যাকগ্রাউন্দ চেক হয় ।আমি শুধু এইটুকুই বলেছি যে মিশনে ব্রোকেন ফ্যামিলিটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কোনো "নেগেটিভ" প্যারামিটার নয় এস পার স্ক্রিনিং ইস কনসার্নড । ব্যাস এইটুকুই । উনি না জেনে মিশন কে টেনে এখন গোটাচ্ছেন ।
    আমার অন্য কোথাও নিয়ে বক্তব্য নেই । যাদের যেরকম প্রডাকশন মডেল ।

    ইটস এবাউট দ্য এপ্রোচ ।কারো ফ্যামিলিতে,লাইফে কোনো দ্রাস্তিক চেঞ্জ হলে তার খোঁজ মহারাজরা রাখেন ।সেটা ডিভোর্স থেকে শুরু করে কেও বাবা মা কে ছেড়ে একলা থাকলে অবধি প্রথম চাকরি করার সময় । অল কাইন্ডস অফ ব্রোকেন ফ্যামিলিস । জ্ঞান দেন না । রেগুলার বন্ধুর মত পাশে থাকেন । এটা ছাত্র হিসেবে অভিজ্ঞতা । সেগ্রিগেট করেন না যেটা এসেম করছেন।

    এসএম এখানে শুরুই করেছেন ব্রোকেন ফ্যামিলিকে একটা নেগেটিভ ইন্ডিকেটর ধরে তারপর উনি গোটাবার জন্যে বলবেন কোনো না কোনরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো দেখে ? নো ,দিস ইস গারলপনা । কী উদ্দেশ্য নিয়ে দেখে সেটা বিচার্য্য , আপনি সেগ্রিগেত করে স্ক্রিনিং করবেন বলে দেখেন ,ওরা এড্রেস করবে বলে দেখে । কারণ ওরা এগুলো এড্রেসএবল মনে করে । আবার ক্লাস এইটের পর কিছু স্টুডেন্ট ছেঁটে ফ্যালে কারণ কোয়ালিটি মেন্টেন করে এড্রেস করতে গেলে একটা প্রপার সাইজ দরকার । সেখানেও রেসাল্ট শেষ কথা ।এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এক্সেলেন্সের সম্পর্ক স্বীকার করেনা বলেই ছাঁটাই টা প্রথমেই না করে পরে করা :) এটা এদের প্রডাকশন মডেল । কোনো মহৎ বা খারাপের কিছুনা । এখানে তাই ব্রোকেন ফ্যামিলি ,ডিভোর্সী বাপ বা মা এসব দেখেনা । বাড়িতে পড়া দেখিয়ে দেবার কেও আছেন কিনা ,না থাকলে কোন কোন সাবজেক্টে নেই এসব বুঝে নেওয়া হয় । এই স্পেশাল ক্লাসগুলো একচুয়ালি ব্রহ্মচারীদের র্যাগ করার আখড়া :)) সে যাই হোক , এপ্রোচটা আলাদা বলেই থিওরিটা আলাদা । ফ্যামিলি ব্যাকগ্রাউন্দ এখানে স্ক্রিনিং ফ্যাক্টর নয় । ওপেনিং ডেটা জাস্ট । ফালতু মিশন না টানলে এত হ্যাজাবার দরকার ছিলনা ।

    এসএম যুক্তিগুলো হচ্ছে উনি প্রথমে এসে বলবেন আপনারা সবাই ডিংডং ,এরপর আপনি অস্বীকার করলেই ঘাড়ের উপর উঠে নাচ আরে তুমি আইদার ভালো ডিংডং অর খারাপ ডিংডং !! যেখানে বারংবার বলছি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্দ আরকেএম এ এডমিশনের স্ক্রিনিং ফ্যাক্টরই না (গোটা ক্লাস টাই না ) ,ততবার আরকেএম এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্দ দেখার সময় স্ক্রিনিং ফ্যাক্টর কী জানতে চেয়ে যাবেন ........এলি এলি :|
  • S | 109.27.138.238 | ০৬ জুন ২০১৫ ০৩:২২679259
  • আচ্ছা কদিন আগে কেউ একজন বললেন যে তার পাড়ার বন্ধুরা যারা স্কুলে তেমন ভালো লেখাপড়া করেনি তারাও এখন কস্ট করে হলেও নিজের ছেলেমেয়েদের ভালো পড়ানোর বন্দোবস্ত করেন। আবার আরেকজন, নাকি সেইজনই, বললেন যে পস্চিম বঙ্গে তার বন্ধুরা যারা কিনা তেমন পড়াশুনা করেনি তারাও কোটি টাকা কামাচ্ছে। আমি কেমন কনফুজিয়ে গেলাম। কেউ কিলিয়ার করে দেবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন