এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ১৯৯৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | 208.231.20.20 | ০৬ জুন ২০১৫ ০০:০৪679194
  • sm, এরকম অনেকের সাথে কথা বলে এবং কাজ করে দেখেছি যে না তারা এরকম ভাবে না।
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০০:০৫679195
  • হুতো,
    ঐ "প্রায়"টুকুই যা একটু ভরসা। ঃ-)
  • pi | 37.62.159.111 | ০৬ জুন ২০১৫ ০০:১৫679197
  • কী অদ্ভুত। লোকে ভালো স্কুলে দিতে চায় কিনা এটা নিয়ে কে যে কবে প্রশ্ন করলো কে জানে। স্কুল ভালো নিয়ে তর্কটা হয়নি, স্কুলে কারা পড়তে পারে তাই নিয়ে ছিলো। মেধা ও আর্থসামাজিক স্তর গত মুড়ি মুড়কির মিক্সিং নিয়ে লোকের আপত্তি নিয়ে তর্ক ছিল।
  • একক | 24.99.71.180 | ০৬ জুন ২০১৫ ০০:১৫679196
  • "আপনি বললেন যে ব্রোকেন ফ্যামিলি, দায়ভর্স ইত্যাদি বাচ্চার উপর মানসিক প্রভাব ফেলে।অর্থাত তাঁর মানসিক বিকাশে বাঁধা হয়"

    আজ্ঞে না ।আই হ্যাভ সীন লটস অফ পিপল গ্রোন আন্ডার সিঙ্গল ফাদার অর মাদার।তারা কেউ কিছ্চু বিগড়ে যায়নি ।এই দেশেই ।ভারতবর্ষেই ,কলকাতাতেই। এনেকদত দেবার কোনো ইচ্ছে নেই বলেই দিচ্ছিনা ।আপনার এই "মানসিক প্রভাব ফ্যালে" মানেই "মানসিক বিকাশে বাধা হয়" ধরে নেয়াটা ভালো ভাষায় গারলসুলভ আর খারাপ ভাষায় সুইট :)

    মানসিক প্রভাব ফেলে এবং সেখান থেকেই বাচ্চারা মোর ইমিউনড হয় উইথ রিয়েল ওয়ার্ল্ড এরকম কেস ও প্রচুর । মানসিক বিকাশ বলতে আপনি বোঝেন টা কী ?সেটা আগে ক্লিয়ার করুন । প্রভাব তো দাদু দিদার বাড়ি থেকে বাচ্চাকে তুলে নিয়ে এলেও পরে । দ্যাটস কাইন্ড অফ ব্রোকেন ফ্যামিলি । সেটা বাচ্চা ডীল করতে শেখে না ? "বাধা " টা কী ?

    এখানে বারংবার আপনি ব্রোকেন ফ্যামিলি +উইথ পুওর ইকনমিক কন্ডিশনে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ।দুটো আলাদা প্যারামিটার । আলাদা করে পরিস্কারভাবে বোঝান কিভাবে ব্রোকেন ফ্যামিলির প্রভাব মানসিক বিকাশে বাধা হয় এটা একসেপ্টেবল ফ্যাক্ট ।
  • pi | 37.62.159.111 | ০৬ জুন ২০১৫ ০০:২৫679198
  • আর লসাগুদা যেটা বলেছেন, বাড়ির দিক থেকে কিছু কমতি হতে পারে। হ্যাঁ, হয়, ফার্স্ট জেনেরেশন লার্নার হলে তো আরোই হয়। সেক্ষেত্রে, ভাল স্কুল ( মানে আমি ভাল বলতে যা বুঝি) সেটা কমপেনসেট করার আলাদা এফর্ট নেবে। রাণার লেখাগুলো এসময় খুব মনে পড়ে।

    হুতো, দেশে এসে সরকারি স্কুলে ভর্তি করলে তো সেরকম বিভাজন নেই মনে হয়। মানে বড় শহর হলেও।
    আর অন্য স্কুলেও এখন আর টি ই ঠিকঠাক ফলো করা হয়, আর শিক্ষকরা অভিভাবকদের চাপে ডিস্ক্রিমিনেশন না করেন, তাহলেও তো ভালোই। আর যদি ডিস্ক্রিমিনেশন করেন, তাহলে ওরকম শিক্ষকদের কাছে না পড়ানোই ভাল ( আমার মতে)।
    প্রচণ্ড ফিজ ওয়ালা যে স্কুলগুলোর এখন রমরমা, বিভাজনটা হয়তো তাদের জন্য এত চোখে লাগে।

    আচ্ছা, আগরতলায় সেই ছোটবেলার স্কুল কি এখন আগের থেকে বদলেছে ?
  • একক | 24.99.71.180 | ০৬ জুন ২০১৫ ০০:২৮679200
  • আরে লোকে নিজের পছন্দমত দিক না । চাইল্ড কেয়ার ডিসিশন তো প্যারেন্ট এর রাইট যতক্ষণ না এডাল্ট হচ্ছে । আমার "ট্যামব্রাহ্ম অনলি" বা ঘোষিতভাবে বড়লোকদের ইস্কুল বানানোতেও আপত্তি নেই ।বাপ-মায়ের ইনকাম লেভেল দেখে নিক। নো প্রবলেম । কিন্তু এট দ্য সেম টাইম মিক্সড এডুকেশন মডেল দরকার । ইকনমি ছাড়া আর অন্য কিছুকে প্যারামিটার মেনে নিচ্ছি মানে কালকে একটা ডিসায়নার ইস্কুল বলতে পারে বাড়িতে মা ২৪ আউরাস টাইম না দিলে সেটা পার্শিয়ালি ব্রোকেন ফ্যামিলি ,চলবেনা যাও ! তখন ? যে যা বাস্কেটে ইচ্ছে যাক সে নিয়ে আপত্তি নয় , প্যারামিটার টা জেনেরালি এক্সেপ্ট করানোর চেষ্টা করলে একটু ব্যথা আছে । মার্কেট আপনাকে মাথায় শিং পরে ঘুরে বেড়াবার অধিকার দিয়েছে বলে আমায় গুঁতবার অধিকার দেয়নি তো :| যেখানে ইচ্ছে জান নিজের কল্পিত যে কোনো কারনে । ব্রোকেন ফ্যামিলি জাতীয় বাক্য দিয়ে থীয়রায়স কত্তে চাইলে তখন সেটা এস্টাবলিশ করার দায় ও থাকবে ।
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০০:২৯679201
  • Children from broken families are nearly five times more likely to suffer damaging mental troubles than those whose parents stay together, Government research has found.

    It also showed that two parents are much better than one if children are to avoid slipping into emotional distress and anti-social behaviour.

    Read more: http://www.dailymail.co.uk/news/article-1079510/Children-broken-homes-times-likely-suffer-mental-troubles-says-Government-study.html#ixzz3cDRRI2Wt
    Follow us: @MailOnline on Twitter | DailyMail on ফেইসবুক
    অপরের লিংক থেকে তুলে দিলাম প্রথম কয়েকটা লাইন পরলেই বুঝতে পারবেন ব্রোকেন ফ্যামিলি আর মানসিক বিকাশ বলতে কি বোঝানো হয়েছে।
    আপনি আবার কি সব লিংক দিয়ে ভুল প্রমান করবেন বলছিলেন।
    আপনাকে কি বলব গারোল না সুইট?
  • T | 24.139.128.15 | ০৬ জুন ২০১৫ ০০:৩২679202
  • একককে বেস্ট অব লাক জানিয়ে গেলাম।
  • pi | 37.62.159.111 | ০৬ জুন ২০১৫ ০০:৩৮679204
  • sm, একটা অনুরোধ রইলো। কখনো সময় পেলে এই লেখাগুলো একটু পড়বেন। কোনো তর্কের জন্য বলছিনা। এমনিই ঃ)

    http://www.guruchandali.com/blog/2015/01/12/1421048999782.html#.VXHyVc9Viko

    http://www.guruchandali.com/blog/2015/03/07/1425731792228.html?author=rana.alam.14#.VXHzLs9Viko

    http://www.guruchandali.com/blog/2014/07/28/1406560464211.html?author=rana.alam.14#.VXHzoc9Viko

    একটা জায়গা কোট করতে ইচ্ছে করলো।
    'ঈদের ছুটির আগে আমার স্কুলে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছে।সেখানে অন্যান্য কিছুর সাথে ছাত্র-ছাত্রীরা লিখে জমা দিয়েছে যে তারা বড় হয়ে কি হতে চায়।তাদের কাঁচা হাতে লেখা স্বপ্নগুলো আপাতত আমার সামনে।সেগুলোই কয়েকটা তুলে ধরছি।
    ক্লাস ফাইভের চায়না খাতুন লিখেছে সে বড় হয়ে পুলিশ হতে চায় যাতে সে সবাইকে জব্দ করতে পারে।
    সামিমা,মজিরুন,সাকিনা এরা সবাই পড়াশোনা করতে চায়।
    ক্লাস ফাইভের অর্চিতা’র ভালো লাগে ফুলের গাছ লাগাতে।সে বড় হয়ে আরো ফুলের গাছ লাগাতে চায়।
    এবাদুল পুলিশ হয়ে দেশকে রক্ষা করতে চায়।
    চোখ আটকে গেল সমু মাঝি’র লেখায়।এই দস্যিটা লিখেছে সে বড় হয়ে ইংরেজি সার’এর মত হতে চায়।আমার মতও তাহলে কেও হতে চায়।হাসি পেলো।
    ক্লাস সেভেনের শংকু মাঝি লিখেছে সে বড় হয়ে ডাক্তার হতে চায়।থামলাম।শংকু প্লাস্টিক কারখানায় লেবার খাটে।
    ক্লাস ফাইভের বিচ্ছু সনকা মাঝি লিখেছে যে তার খেলতে খুব ভালো লাগে।সে বড় হয়ে খেলতে চায়।
    ক্লাস সেভেনের উম্মে সালমা লিখেছে যে সে বড় হয়ে শিক্ষিকা হতে চায়।প্রসঙ্গত,এই মেধাবিনী মেয়েটি’র বিয়ে কিছুদিন আগে আমরা আটকেছি।
    ক্লাস সেভেনের নূরিমা কি লিখেছে সেটা একটু জানা দরকার।
    ‘আমি বড় হয়ে ডাক্তার হবো।ডাক্তার হয়ে অসহায় মানুষকে বাঁচাবো।এখন যারা ডাক্তারি করছে তারা অসহায় মানুষকে বাঁচায় না।কারণ অসহায় মানুষেরা টাকা দিতে পারেনা।তার জন্য অসহায় মানুষগুলো মরে যায়।কিন্তু আমি যদি ডাক্তার হই তাহলে নিজের জান দিয়ে ওদের বাঁচাবো’।
    আমার কিছু বলার নেই।
    ক্লাস সেভেনেরই সীমা লিখেছে যে সে বড় হয়ে অনেক দূর অব্দি পড়তে চায়।তেরো-চৌদ্দ বছরে বিয়ে হওয়া যেখানকার মেয়েদের নিয়তি সেখানে এই ইচ্ছে কতদূর সফল হবে কে জানে।
    কুশ মাঝি লিখেছে যে সে তাড়াতাড়ি বড় হয়ে কিছু করতে চায় কারণ তার বাবা ভ্যান চালায় খুব কষ্ট করে সেটা সে দেখতে পারেনা।
    ক্লাস সিক্সের বিশু রবিদাস লিখেছে সে বড় হয়ে পুলিস হয়ে যারা মদ-গাঁজা খায় তাদের ধরে পেটাতে চায়।
    সাদা কাগজে কাঁচা অক্ষরে অনেক গুলো স্বপ্ন এঁকেছে ছেলে মেয়েরা।একটা খুব দারিদ্রপীড়িত এলাকায় চাকরি করি।এখানে ছেলেরা একটু বয়স হলে গ্যারেজে,প্লাস্টিক কারখানায় আর বাইরে লেবার খাটতে যায়। পনেরোয় পা দেওয়ার আগেই মেয়েদের বিয়ে হয়ে যায়।আমার স্কুলে যারা পড়ে তাদের নিরানব্বই শতাংশের বাড়িতেই কোনোরকম শৌচালয় নেই।স্বচ্ছ পানীয় জলের সোর্স নেই। বেশিরভাগ ছেলে মেয়ে স্কুলে না এলে দুবেলা ভাত খেতে পায় না।তার মাঝে এই ছেলে মেয়েরা যখন এতগুলো স্বপ্ন দ্যাখে তখন নিজেকে খুব অপরাধী মনে হয়।কারণ আমি জানি যে এদের অধিকাংশের কি পরিণতি হতে চলেছে।
    ক্লাস সেভেনের মুসলিমা খাতুন।একরত্তি মেয়ে।পড়াশোনায় খুব ভালো।লিখেছে।
    ‘আমি বড় হয়ে শিক্ষিকা হতে চাই।কারণ আমার পড়তে খুব ভালো লাগে।কিন্তু আমি জানি আমার এ ইচ্ছা কোনোদিনই পূরণ হবেনা’।
    কাগজ টা হাতে নিয়ে অনেক ক্ষণ চুপ করে বসেছিলাম।মুসলিমাদের বাড়ি আমি গেছি।ওদের সাকুল্যে একটাই ঘর।কারেন্ট নেই।ওর বাবা জমিতে খাটেন।দুই বোন।
    মনে হয় যেন একটা কসাইখানাতে চাকরি করি।চোখের সামনে বাচ্চা গুলো বড় হচ্ছে।কেউ ডাক্তার ,কেউবা শিক্ষক হতে চায়।কেউ চায় মানুষ হতে।আর আমি আগাম জানি এদের অধিকাংশের কপালে কি আছে'

    --এদের সাথে আপনার সম্তান পড়লে সত্যি কি তার খুব ক্ষতি হত, আপনাকে না, এমনি ই প্রশ্নটা মনে এল। তবে পড়লে, আর সবার জন্যই সবরকম সুযোগসুবিধাওয়ালা স্কুল থাকলে এই বাচ্চাগুলোর হয়তো ভাল হত।
  • | 183.17.193.253 | ০৬ জুন ২০১৫ ০০:৩৯679205
  • ...যা বুঝলাম, ইউ কে তে নেইবারহুড পাব্লিক স্কুল হলে এই মিক্সিং টা হয়ে যায়, তাই ছেলেমেয়েদের জন্য মনে করছেন আছোলা বাঁশ, আমেরিকা ও আরো কিছু জায়গায় হয় না, কারণ নেইবারহুড টাই সেগ্রিগেটেড, তাই সেটা ছেলেমেয়ের জন্যে ভালো ব্যবস্থা।

    তোমার পোস্ট থেকে উদ্ধৃতি দিলাম।

    ভালো নেবারহুডে ভালো স্কুল- সেখানে যারা ছেলেমেয়েকে দেয়,তারা সেগ্রিগেশানকে ভালো ব্যবস্থা বলে মনে করে। তখনো পর্যন্ত আমি ছাড়া আর কেউ আমেরিকার স্কুলসিস্টেম নিয়ে আর কিছু বলেছিলো কি? বল্লেও আমার চোখ এড়িয়েছে। একটু দেখিয়ে দিও তো।
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০০:৪১679206
  • আচ্ছা, ডাকাত-গুন্ডা-মাফিয়াদের ছেলেপিলেরা? তারা কোথায় পড়বে বা পড়ে? তারা কিন্তু ক্ষেত্রবিশেষে বেশ ধনী।
  • একক | 24.99.71.180 | ০৬ জুন ২০১৫ ০০:৪৬679207
  • আবার ওই আমরু বালামো ।সেই লিংক খুঁজে এনেছেন । আরে ভাই ওরা গত বহুবছর ধরে এই শব্দগুলো মিডিয়াতে গুঁজে দিচ্ছে যাতে গোটা দেশটা একটা মেন্টাল কাউন্সেলিং এর কারখানা হয় :))) ইটস হাউ মার্কেট বীহেভ্স । স্ট্রেস-ডোমেস্টিক ভায়োলেন্স-ব্রোকেন ফ্যামিলি সব আলাদা আলদা প্যাকেজ !! এখন ওরা টেররিস্ট মেন্টালিটি বলে আরেকটা প্যাকেজ বানানোর চেষ্টায় আছে :))

    এনিটাইম আই উড লাইক টু সেল দ্যাট প্যাকেজ বাট নট গনা বাই এনিওয়ে। এত যদি সোশাল ইঞ্জিনিয়ারিং ভক্তি হয়ে থাকে তবে ওসিডি ডিটেকশন এপ লোড করুন মোবাইলে ।টাইপিং প্যাটার্ন দেখে ডিগ্রী বলে দেবে ,ডাক্তারের সঙ্গে কথা বলিয়ে দেবে । ইন্ডিয়ার একটা বড় শিক্ষিত পয়সাওয়ালা অংশ আসতে আসতে ওই বুটিক রিজিয়নে ঢুকছে । সে ভালো । কিন্তু সবাইকে সব বুটিকের টাইপ মেনে চলতে হবে এমন না ।আর এন্ড অফ দ্য ডে এগুলো জাস্ট নাটক সেটুকু স্যানিটি থাকা জরুরি । ইন দ্য লং রান কত প্রবলেম কিভাবে ডীল করলেন ম্যাটার করে , কতটা সেক্লুডেড এন্ড লেস টেস্টেড লাইফটাইম কাটালেন সেটা না ।
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০০:৪৭679208
  • পড়লাম, এবার বলুন কি বক্তব্য? এদের পড়তে কি বারণ করেছি? নিজের ছেলে/ মেয়েদের স্কুলে এরা এডমিশন পেলে কি হল্লা করব? তাহলে কি বলতে চাইছেন, পোষ্কার করে বলুন।
    খোপ্রী ছোটা হ্যায়। ঠিকসে সমঝাইয়ে।
  • 4z | 208.231.20.20 | ০৬ জুন ২০১৫ ০০:৪৯679209
  • Atoz, যেখানে আমদের মন্ত্রী সান্ত্রিদের ছেলেপিলেরা পড়ে।
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০০:৫৩679210
  • আচ্ছা একক, লিংক দেখালে মানবেন না। এত লোক নিজের অভিজ্ঞতা লিখল সেটাও মানবেন না। এত বড় ফিক্সড দেলুশন কিভাবে গ্রো করলো?সর্বত্র মার্কেট আর মার্কেট। সারা মার্কেট খুঁজেও তো এমন স্পিসিস মিলবে না।কোনো যুক্তি ই নেই, খালি আলবাল বক্কা।
    এটা তো ভালো লক্ষণ নয়;-)))
  • pi | 37.62.159.111 | ০৬ জুন ২০১৫ ০০:৫৬679211
  • আমি পোস্টটা এস এম কে করেছিলাম। আর এই পোস্টের মানে যদি হয় যারাই নেইঅবারহুড স্কুলে দেয় তার সেগ্রিগেশনকে ভালো ব্যবস্থা মনে করে, সেটা তুমি বুঝতে ভুল করেছো, আমি এরকম কিছুই বলিনি বা বোঝাইনি।
    আমার প্রশ্ন ছিল লোকে ভাল স্কুল চায় কিনা, মাপকাঠি চায় কিনা তা কোথা দিয়ে আসছে বুঝিনি । যাই হোক। গেলাম।
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০০:৫৮679213
  • হ্যাঁ, এইসব ডাকাত গুন্ডা মাফিয়া মন্ত্র সান্ত্রি এদের ছেলেপিলেরা কোথায় পড়ে? সেখানে কি অন্য ভদ্র বড়লোকের ছেলেপিলেরাও---? মানে ইয়ে মিক্সিং এর ব্যাপারে একটু কন্ফুজড আরকি।
    ঃ-)
  • একক | 24.99.71.180 | ০৬ জুন ২০১৫ ০০:৫৮679212
  • আতোজ,

    ডাকাত,গুন্ডা,স্মাগলার সম্বন্ধে আমার বন্ধুর কথা বলি ।আগারয়াল ব্যবসায়ী । কমলালেবু ইম্পোর্ট করে ভুটান থেকে আর কাপড় এক্সপোর্ট । প্রচুর ঘোতালাবাজ পাবলিক । সে ছেলেকে দুন স্কুলে দিয়েছে । বলল :দ্যাখ ওখানে মিনিস্টারের ছেলেও পড়ে ,নামকরা স্মাগলারের ছেলেও পড়ে আবার প্রফেসর এর ছেলেও । আমি একটা বেশি সাকসেসফুল ভীরের মধ্যে ছেলেকে ঠেলে দিলুম যাতে বেটার ড্রীম হয় ।এরপর সে স্মাগলার হলেও এটলিস্ট ন্যাশনাল লেভেলে হবে প্রফেসর হলেও তাই ।

    এই বন্ধুটি আমার দেখা নানারকম আদর্শ বাবাদের একজন । সার বুঝেছে যে একচুয়ালি কী ম্যাটার করে :)
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০১:০৪679217
  • গুন্ডা বদমায়েশ রা যদি ছেলে মেয়েদের প্রতি কেয়ার না নেয় এবং তারাই যদি সংখাধিক্য হয়; তাহলে সেই স্কুলেও আমার ছেলে মেয়েদের ভর্তি করব না।
    এক্ষেত্রে কলকাতার কয়েকটি নাম করা মিশনারী ও অতীতে সরকারী স্কুল গুলোর এডমিশন পদ্ধতি বেটার
    মনে হয়।
    সরকারী স্কুল গুলোতে মেধাই প্রথম ও শেষ কথা ছিল।
    মিশনারী স্কুল গুলো কিছুটা মেধা ও কিছুটা ফ্যামিলি ব্যাক গ্রাউন্ড চেক করে ভর্তি নেয়।গুপি থাকলেও, খুব বেশি মাপে নয়।
    তাই বিরাট বড়লোক,ব্যবসাদার ধনী ব্যক্তিরা কব্জা করতে পারে নি। মোটামুটি ভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার টিচার,সফু এদের ছেলে মেয়েদেরই সংখাধিক্য থাকে।
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০১:০৪679216
  • একক, তাহলে টাকার ব্যারিয়ারটা পার হয়ে গেলে দেখা যাচ্ছে ডাকাতগুন্ডাস্মাগলারের ছেলেপিলেরা সফি সফি বড়লোক বাপমায়ের ছেলেপিলের সঙ্গে একই স্কুলে পড়ছে, দামী স্কুল। তখন মিক্সিং এর সমস্যা আর হচ্ছে না। হলেও বা ঠেকাচ্ছে কে? টাকার জোরে "জল উঁচু তো জল উঁচু, জল নিচু তো জল নিচু"
    ঃ-)
  • | 183.17.193.253 | ০৬ জুন ২০১৫ ০১:০৭679218
  • তুমি যা বুঝেছো,তাই লিখেছো।আমি তোমার লেখা কথাটার মানে কী জানতে চেয়েছি। আমি বুঝতে ভুল করেছি হলেও তোমার লেখা লাইনটার মানে বদলে যায় না, অবশ্য উত্তর তোমার জানা নাও থাকতে পারে।
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০১:০৮679221
  • A - Z আপনি নিশ্চয় উত্তর পেয়ে গেছেন।টাকার জোর সব সময় খাটে না।
  • একক | 24.99.71.180 | ০৬ জুন ২০১৫ ০১:০৮679220
  • আতোজ

    কাছাকাছি ইকনমিক লেভেলে মিক্সিং সর্বর্ত্র হয় ।আমাদের স্কুলে কত ছেলের বাবা ঘুষখোর ছিল । আবার বাবা ঘুষখোর হওয়ায় ছেলেও হয়েছে এরকম না । এই ব্রোকেন ফ্যামিলি ,স্কুলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্দ দেখা এগুলো বেসিকালি একটা ইকোনমিক ব্যান্ডে বাঁধা । তারমধ্যেও সেকেন্ডারী লেভেলে ব্যান্ড তৈরী করার চেষ্টা করে লাভ নেই ।সলমন খানের ছেলে যে ইস্কুলে পড়বে সেখানে ছেলেমেয়েকে পড়াবেন না ? :)লোকজনের ন্যাকামো এসব ।
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০১:০৮679219
  • এইসব ডাকাতগুন্ডাস্মাগলার প্যারেন্টরা ভয়াবহ নেশাখোর হতে পারে, বছরে বছরে ডিভোর্স করতে পারে, খোলাখুলি মারামারি করতে পারে। হু কেয়ার্স? তখন ঐ স্কুলের অন্য ভদ্রলোক অভিভাবকরা কিছুই বলতে পারবে? কর্তৃপক্ষ যার টাকা পাবে তাকেই রাখবে, বরং "ভদ্রলোক" বাপমাকেই বলবে, "আপনাদের না পোষালে ছাড়িয়ে নিয়ে যান ছেলেপিলেকে। "
  • sm | 233.223.155.66 | ০৬ জুন ২০১৫ ০১:১৪679222
  • সলমন খানের ছেলে যে স্কুলে পড়ে সেখানে পড়াব; যদি দেখি ছেলের পিছনে সলমনের প্রচেষ্টা আছে।সে নিজেই হোক বা তাঁর স্ত্রী ই হোক বা আলাদা টিউটর রেখেই হোক, আলটিমেট কথা হলো সলমন তাঁর ছেলেকে প্রপার শিক্ষাও সহবত শেখাচ্ছে কিনা। যদি দেখি সে উশৃঙ্খল , বাপের ই জোড়া ভাই এবং ওই স্কুলে ঐরকম স্টুদেন্তের সংখাধিক্য, তাহলে পড়াব না; বাংলা কথা।
  • Atoz | 161.141.84.175 | ০৬ জুন ২০১৫ ০১:১৫679223
  • আজ্ঞে না এসএম, উত্তর পাই নি। টাকার জোর দেখিয়ে যেখানে সেগ্রিগেশন হচ্ছে, সেখানে ঝামেলা হলে (বড়লোক দুর্বৃত্তের সঙ্গে ঘেঁঘাঘেষি করতে হলে) তাড়াতাড়ি ফল ব্যাক পজিশনে গিয়ে পুরনো সরকারি স্কুলের আদর্শবাদের গীত গাইলাম, তাহলে কোন সমাধানটা হলো? কারণ ততদিনে ঐ সরকারী স্কুল আর সেই অবস্থায় নেই, ছেড়াব্যাড়া হয়ে গ্যাছে। এখন সিস্টেম আবার ফট করে বদলে যাবে আমার অসুবিধা হবে বলে?
  • pi | 37.62.159.111 | ০৬ জুন ২০১৫ ০১:১৬679224
  • মিঠুদি, তোমার সাথে আমি সত্যি তর্কে যেতে চাইনা। আমার কথার কী মানে আমি জানিনা মেনে নিলাম।
    তোমার কিছু খারাপ লেগে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।
  • একক | 24.99.71.180 | ০৬ জুন ২০১৫ ০১:১৮679226
  • এসেম অনেকক্ষণ ধরে বাতাসে বকছেন । কিরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে নেয় মিশনে ? ব্রোকেন ফ্যামিলি নেয় না ? আমাদের বন্ধুদের দুজনের বাবা-মা দায়ভোর্সড , একজনের বাবা আলোম্বাজারে খুচর মাছ বিক্রি করতেন । কাবারির দোকান ছিল আরেকজনের ফ্যামিলি তে । এরা এলো কোদ্দিয়ে ? মিশনে এসব দেখে ভর্তি নেয় ? ফালতু বকার জায়গা পাননি ? কয়েকটা ইনস্ট্যান্স দিন যেখানে ব্রোকেন ফ্যামিলি হওয়ায় মিশনে বাচ্চা ভর্তি নেয়নি ,আমি মঠে মেইল করব ,আপনাকে লুপে রাখবো মেইল এ । আর ইউ গেম ? আমি এটা করতে পারি ।ওপেনলি বল্লুম ,অনেক হেজিয়েছেন এবার ছোটো খোপ্রী থেকে যে মনিমুক্ত বের করেছেন ডিফেন্ড করুন কোন মিশনে ব্রোকেন ফ্যামিলি বলে এডমিশন দেয়নি । এটা ভয়ঙ্কর কথা !! নিজের বালবীচি ধারণা প্রচারের জন্যে আপনি মিশন নিয়ে একটা কথা ভাসিয়ে দেবেন এটা চলতে পারেনা । কেস দিন আমি মেইল করে জানতে চাইবো । বিশ্বরূপ মহারাজ ছিলেন কদিন আগেও বরানগর মিশনের সেক্রেটারি ,সন্জীবদা আছেন বেলুরে । তথ্য বেরোবে ঠিক । বকেছেন অনেক এবার তথ্য দিন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন