এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ২০২০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.205.6 | ০৫ জুন ২০১৫ ০৮:৪৭679060
  • ৮ঃ৪৩ এর S খুব দামী কথা বলেছেন। সেই ইস্কুলে আমি কতো ভালো রেজাল্ট করলাম শুধু সেটা দেখলেই চলতো না, আমার বন্ধুরা কতো খারাপ করলো সেটাও দেখতে হতো :d
  • pi | 192.66.11.68 | ০৫ জুন ২০১৫ ০৮:৪৯679062
  • আমারো মনে হয়, এই মেলামেশাটা খুব জরুরি আর এখন কমে যাচ্ছে।
  • SC | 83.222.179.56 | ০৫ জুন ২০১৫ ০৮:৪৯679061
  • ভালো করে পড়ছি এখনো। কিন্তু এই আপনারা দুই S একটু নিজেদের মধ্যে নিক ভাগাভাগি করে নিন না। এভাবে পুরো confuse হয়ে গেলাম কে কি বলছে তাই নিয়ে।
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১৫ ০৮:৫৩679063
  • কমে যাচ্ছে? আছে আদৌ। মুম্বাইতে বড়লোকের বাচ্চারা গরীব শিশুদের সাথে সপ্তাহে একদিন কাটায় সোশাল সার্ভিসের সার্টিফিকেট পাওয়ার জন্যে যাতে রেজিউমেতে লিখতে পারে।
  • dc | 132.164.205.6 | ০৫ জুন ২০১৫ ০৮:৫৯679064
  • ওদিকে সরকার যাও বা RTE অ্যাক্ট বানালো, সেও চেন্নাই আর ব্যাঙ্গালোরে দেখছি স্কুলগুলোর তীব্র বিরোধিতায় ইমপ্লিমেন্ট করায় যাচ্ছে না। চেন্নাইতে সব প্রাইভেট স্কুলের ফোরাম এবার প্রায় তিন-চার মাস RTE তে ভর্তি বন্ধ রেখেছিল। শেষে পনিরবাবু (তখন আম্মা ছিলনা) কেন্দ্রে চিঠি লেখাতে স্কুলগুলো রাজি হয়েছে। তবে সেটা নাম কা ওয়াস্তে। ফলে সবরকম ঘরের বাচ্ছারা যে একসাথে পড়বে, সেই সুযোগটাই আর থাকছে না।
  • pi | 192.66.11.68 | ০৫ জুন ২০১৫ ০৯:০২679065
  • দেশেও এই রিজিউম গল্প শুরু হয়ে গেছে ?
    আর এই সিভিতে লেখার জন্য সোশ্যাল সার্ভিসের ব্যাপরটা নিয়েও আমি বেশ ধন্দে, সেটা ভাল না খারাপ। আম্রিগায় দেখেছিলাম এটার খুব চল। লোকের এক্স্ট্রা কারিকুলার করা থেকে শুরু করে সোশ্যাল সার্ভিস, সবেরই বড় ইন্সেন্টিভ, সিভি তে যোগ হবে, কলেজে অ্যাডমিশনের সময় পয়েন্ট বাড়বে, কাজে আসবে। কেউ নিজের জেনুইন ইন্টারেস্টে যায়না এমন নয়, আর ভালো দিক হল, শুরুতে না থাকলেও যেতে যেতে অনেকের ইন্টারেস্ট তৈরি হয়ে যায়, কিন্তু সবার ক্ষেত্রে কি তাই ? শুধুই ঐ সিভিগত লাভের জন্য .. কে জানে, সেটা ভাল না খারাপ।
  • pi | 192.66.11.68 | ০৫ জুন ২০১৫ ০৯:০৪679066
  • কালই sm কে RTE র কথা লিখবো ভাবছিলাম। এর আগে এখানেও ভাটপাতায় এই নিয়ে প্রচুর তর্ক হয়ে গেছ্হে, স্কুলগুলো ইম্প্লিমেন্ট করছে কিনা এটা জানার ছিল, ডিসির পোস্ট পড়ে হতাশ হলাম। আচ্ছা, এই নাম কা ওয়াস্তে ইম্প্লিমেন্টেশন বোলে তো ?
  • dc | 132.164.205.6 | ০৫ জুন ২০১৫ ০৯:১৫679067
  • নাম কা ওয়াস্তে মানে সরকারকে দেখানোর জন্য হয়তো দশ জন নিলো (ওদিকে কোটায় আছে হয়তো কুড়ি, তার অর্ধেক নেবে), তারপর তাদের ওপর টিচাররা মিলে নানারকম চাপ দিতে শুরু করে, ফলে বাচ্ছাগুলো আতংকিত হয়ে পড়ে। দুই থেকে চার মাসের মধ্যে ওই দশজনের পাঁচ জন স্কুল ছেড়ে দেবে, কর্পোরেশন স্কুলে ভর্তি হবে। লাস্ট দুতিন বছর এরকম হয়েছে শুনেছি। তবুও চেন্নাই কর্পো স্কুলগুলোতে পড়াশুনো ভালোই হয়, কিন্তু কথা হলো, সিবিএসই বা অন্য বোর্ডের প্রাইভেট স্কুলগুলো কিভাবে RTE কে ফাঁকি দিচ্ছে। আর এর পেছনে ঐ স্কুলগুলোর টিচার থেকে পেরেন্ট, সবার দিব্যি সমর্থন আছে।
  • pi | 192.66.11.68 | ০৫ জুন ২০১৫ ০৯:২১679068
  • খুবই সাঙ্ঘাতিক। অভিভাবকদের সমর্থন শুধু নয়, শুনেছি মূলতঃ তাঁদের চাপেই হয়। তবে এগুলোও হয়তো সন্তানের ভালো চাওয়, করা দিয়ে তাঁরা বা অন্যেরা জাস্টিফাই করেন।।
    কীভাবে কী চাপ দেওয়া হয়, কীভাবে বাচ্চারা ছেড়ে দেয়, কীভাবে ফাঁকি দেয়, এগুলো নিয়ে একটু বড় করে লিখুন না।
  • lcm | 118.91.116.131 | ০৫ জুন ২০১৫ ০৯:২৫679070
  • চায়্না আর কোরিয়া তে স্কুল এডুকেশন খুব কম্পিটিটিভ --
  • dc | 132.164.205.6 | ০৫ জুন ২০১৫ ০৯:৩৬679071
  • হ্যঁ অভিভাবকদের অ্যাক্টিভ চাপ তো থাকেই। কিভাবে চাপ দেওয়া হয় - দুতিন রকম ভাবে। এক হলো, গরীব ঘরের বাচ্ছাগুলোকে ক্লাসরুমে সেগ্রিগেট করে আলাদাভাবে বা লাস্ট বেঞ্চিগুলোতে বসিয়ে রাখা হয়। টিচারের বেশী অ্যাটেনশন থাকে "নর্মাল ফিজ" যারা দিচ্ছে তাদের ওপর। আর বেচারা ছোটগুলোকে নানানভাবে মনে করিয়ে দেওয়া হয় যাতে অন্যদের সাথে বেশী কথাবার্তা না বলে। আর ওদের অভিভাবকদের বারবার বলা হতে থাকে, তোমরা স্কুল থেকে উইথড্র করিয়ে নাও, এতো টিউশনের টাকা দিতে পারবেনা, অন্য স্কুলে ভর্তি করে নাও। দ্বিতীয়টার কারন হলো, স্কুলে ফি ছাড়া আরো নানান উপায়ে যে টাকা নেওয়া হয় সেগুলো বোধায় এই পেরেন্টদের পক্ষে দেওয়া কঠিন।

    এখন চেন্নাইতে BVM স্কুল নামের একটি স্কুলে খুব আন্দোলন চলছে। স্কুলটাউ দুরকম ফি স্ট্রাকচার চালু করতে গেছিল, একটা বেশী অন্যটা কম, বেশী ফি দিলে ছাত্রকে বেশী অ্যাটেনশন দেওয়া হবে, বেটার ফেসিলিটিজ দেওয়া হবে। পেরেন্টরা গন্ডগোল শুরু করায় (এক্ষেত্রে প্রিন্সিপালও পেরেন্টদের পক্ষে ছিলেন) আজকে দুরকম ফি স্ট্রাকচার উইথড্র করে নিয়েছে। কিন্তু প্রিন্সিকে সরিয়ে দিয়েছে, এখন তাই নিয়ে আন্দোলন চলছে। এই স্কুলটায় হয়তো এক্সট্রিম লেভেলে চলে গেছিল, তবে RTE বাচ্ছাদের সাথে খারাপ ব্যবহার প্রচুর স্কুলে করে শুনেছি।
  • dc | 132.164.205.6 | ০৫ জুন ২০১৫ ০৯:৩৮679072
  • *স্কুলটায়
  • পদ্মনাভস্বামী | 24.139.190.82 | ০৫ জুন ২০১৫ ০৯:৪১679073
  • আমি RTE র বিরুদ্ধে। ১) সরাসরি যত খুশি ট্যাক্স নাওএভাবে ঘুরিয়ে নয়। ২) আর এই ট্রিকলডাউন এমনিতেই অপমানজনক। ভর্তি হওয়ার পরেও বাচ্চাগুলো আইসোলেটেড থাকবে আর ব্যর্থতার জ্বালাই অনুভব করবে। আসল ইস্যু সরাসরি অ্যাড্রেস করতে অসুবিধে কোথায় কে জানে?
  • sm | 233.223.152.246 | ০৫ জুন ২০১৫ ০৯:৪৩679074
  • আপনি ই বলেছেন, সন্তানের জন্য মুড়ি মেধা ও মুড়কি মেধার মিক্সিং এ আপনার আপত্তি আছে।
    মুড়ি ইকনমিক ব্যাকগ্রাউণ্ড আর মুড়কি ইকনমিক ব্যাকগ্রাউণ্ডের মিক্সিং এ আপনার আপত্তি আছে।
    কারণ ইকনমকি ব্যাকগ্রাউণ্ডের সাথে বাড়ির পরিবেশ আর তার সাথে ভালো হওয়ার কোরিলেশন আছে।

    আর গরীবের মেধা নিয়ে বক্তব্যতে কী ফ্যালাসি আছে, আগেও বলেছি, আরেকবার পড়লে হয়তো দেখতে পাবেন।

    ---
    pi , গুলিয়ে দেবার কায়দাটা ভালই রপ্ত করেছেন।
    আমি নিজের পয়েন্ট থেকে একচুল ও নড়িনি।আমার সন্তান যদি ব্রিটেনে কোনো স্কুলে পড়ে; আমি রাফ এরিয়া তে পাবলিক স্কুল এভয়েড করব। কারণ এখানে, একটি ক্লাসে অধিকাংশই ভুলভাল ফ্যামিলি ব্যাক গ্রাউন্ড থেকে এসেছে। ফলে তাদের নিজেদের পড়াশুনোর ইচ্ছে নেই,বাবা মাদের ও আগ্রহ নেই এবং সহবতের ও ধার ধরে না। হয়তো, এই সব জনতার অধিকাংশ গরীব।
    কারণ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া অঞ্চল, বেকার অধ্যুষিত বা মাইগ্রেন্ট জনতায় পরিপূর্ণ এলাকাতেই এদের সংখ্যাধিক্য চোখে পড়ে।এ , নিয়ে ওদেশে প্রচুর বিতর্ক ও হয় ।
    সরকার থেকে সুচারু ভাবে মিক্সিং করার চেষ্টা করা হয়। এতে করে ভালো স্কুলের মান খারাপ হয়ে যায়। এটা সরকারের ভুলভাল পলিসি; রাজনৈতিক অভিসন্ধি জড়িত। এতে করে আমার ছেলে সাফার করবে কেন? এটা কেই আছোলা বাঁশ বলেছি।
    আগের কয়েকটা পোস্টে, বিভিন্ন দেশে বসবাস কারী কয়েকজন কে অনুরূপ কথাই বলতে দেখলাম।
    আর গরিবের মেধা নিয়ে কি ফ্যালাসি লিখেছি সেটা পোষ্কার করে বলুন। পিছিয়ে পড়ে নিন, দেখে নিন বললেও অস্পষ্ট লাগছে।
  • dc | 132.164.205.6 | ০৫ জুন ২০১৫ ০৯:৪৯679075
  • হে স্বামী, যদ্দিন না অ্যাড্রেস হচ্ছে তদ্দিন তো RTE থাক! আর আইন যখন একটা হয়েছে তখন সেটা ইমপ্লিমেন্ট হবেনা কেন? ঠিকমতো ইমপ্লিমেন্ট করলে এটাও হতে পারে যে কয়েক বছর পর রেসিস্ট্যান্স কিছুটা কমলো, তখন আর ব্যাপারটা এতো জটিল থাকল না!
  • bip | 79.138.209.156 | ০৫ জুন ২০১৫ ১১:৩৮679076
  • ব্যাঙ্গালোরে আমার আই আই টির বন্ধুরা যারা আছে তারা সবাই ৬০-১১০ লাখ পাচ্ছে। কেও ভিপি, কেও এম ডি। ব্যাঙ্গালোরে ৩০০০ স্কোয়ার ফুটের বাড়ির দাম ৫ কোটির নীচে না। সুতরাং ওই টাকাটা এমন কিছু বেশী না।
    সুতরাং এই স্যালারিটা লুরুতে নর্মাল, ওর নীচে পেলে বোধ হয় ব্যাঙ্গালোরে
    থাকা কঠিন।
  • ন্যাড়া | 117.77.92.84 | ০৫ জুন ২০১৫ ১১:৪৩679077
  • ভাবা যায়, এই করেও বিপ নাকি ব্যবসা করে খাচ্ছে। তবে সব সত্যি বলে না বোধহয়। প্রচুর বড়ফাট্টাই আছে, না বিপ?
  • lcm | 118.91.116.131 | ০৫ জুন ২০১৫ ১১:৫৪679078
  • ওহ, বিপ-এর বন্ধুরা বোধহয় খুবই হাই-ফাই লেভেলের।

    আমার বন্ধুরা কত পায় জানি না, কাউকে জিগ্গেসও করি না। যা পায় তাতে থাকা কঠিন কি না, কিভাবে চলে তাও জানতে চাই না।
  • বিপ | 79.138.209.156 | ০৫ জুন ২০১৫ ১১:৫৬679079
  • স্কুলের সহপাঠিরা ম্যাটার করে। ইনফ্যক্ট আম মোল্ডেড মোর বাই মাই ফ্রেইন্ডস দ্যান টিচারস। আমার স্কুলের বন্ধুরা ছিল মুদি, চাষী, ব্যবসায়ীদের ছেলে মেয়ে।
    একদিক থেকে সেটা পরবর্তী জীবনে কাজে এসেছে। আমার এক স্কুলের বন্ধু, পশ্চিম বঙ্গেই বছরে ত্রিশ কোটি টাকার বেশী ডিলার শিপের ব্যবসা করছে।
    আমি আমেরিকাতে বসেও অত টাকার ব্যবসাতে পৌছাতে পারি নি এখনো।
    আমার সেই সব স্কুলের বন্ধুদের অনেকেই প্রাইভেট বি এড বেসিক কলেজ খুল বছরে বেশ কয়েক কোটি টাকা রেভিনিউ তুলছে। ইনফ্যাক্ট বছর চারেক আগে,
    আমার এমন এক বাল্য বন্ধুর সাথে গল্প করছি দেশের বাড়িতে ফিরে-ও আমার স্যালারি জানতে চাইল টাকায়। আমেরিকাতে একজন টেলিকম পি এই চ ডি হিসাবে
    যথেষ্ট ভালই মাইন পেতাম-সেটা বলতে ও হো হো করে হেসে বলল-আরে আমিত থার্ড ডিভিসনে পাশ করেছিলাম-আর তুই আই আই টি পি এই চ ডি আমেরিকা এত কিছু নামিয়ে
    শেষে মোটে ওই কটা টাকার জন্য? ওর থেকে বেশী টাকা তুই ভারতে ব্যবসা করলেই পেতিস!! আগের বছরেই " " কোটি বিজনেস নামিয়েছি বস!!

    না। আমি মোটেও লজ্জিত হই নি। ক্যাপিটালিজম সিস্টেম কোন দিন কোন রোম্যান্সে বিশ্বাস করি নি- যে আমি হেভি প্যাশনেট আবাউট সাবজেক্ট জব এটস। বস সব যখন টাকার জন্য যে সৎ পথে সেটা করতে পেরেছে সেই সিকান্দার সে যততই থার্ড ডিভিশনে পাশ করে আসুক। ব্যবসার ব্যপারটাই আলাদা। সেই দিন জেদ চেপে গেল -বুঝলাম আমেরিকাতে এই সব বড় বড় চাকরি আসলে
    সেলফ ডিসেপশন! ব্যবসায় নেমে গেলাম...।

    স্কুল ফ্রেইন্ডস ম্যাটার...এই যদি কোলকাতার নামী স্কুলে মাধ্যমিক পড়তাম, ওই একদম "র" সার্কেলটা পেতাম না-যারা সংস্কৃতি আঁতেল বর্জিত-একদম পিউর স্কোয়ার ওয়ান মাল। ওই সব ইঞ্জিনিয়রিং ডাক্তারি কেরিয়ার বোঝে না-শুধু বোঝে বছরে এত কোটির বিজনেস নামিয়েছি--কোন সাবজেক্ট, প্যাশন , ডিগ্রি- ভিপি নেই-নির্ভেজাল লিনিয়ার লাইন!!
  • পদ্মনাভস্বামী | 127.239.72.50 | ০৫ জুন ২০১৫ ১১:৫৯679082
  • আমি বিপের আত্মজীবনীর অপেক্ষায় আছি। কবে আসবে জানেন আপনারা?
  • lcm | 118.91.116.131 | ০৫ জুন ২০১৫ ১২:০৪679083
  • আমার স্কুল ফ্রেন্ড্‌স ম্যাটার করে নি, এন্ড ভাইস-ভার্সা। আমার এক ছোটোবেলার বন্ধুর স্টেশনারি দোকান আছে, গেলে কথা হয়, ওর ছেলেকে চকোলেট দিই, ও আমার মেয়ের জন্য জয়নগরের মোয়া দেয়।
    আমি ওর অ্যানুয়াল ইনকাম জানি না, ও কোনোদিন আমার ইনকাম জানতে চায় না। শুধু বলে, এলে দেখা করিস, ভালো লাগে। আমি দেখা করি, আমারও ভালো লাগে।
  • পদ্মনাভস্বামী | 127.239.72.50 | ০৫ জুন ২০১৫ ১২:০৯679084
  • আমি কখনো বিপের সাথে অন্যকারু তুলনা করার কথা কল্পনাও করিনা। আচ্ছা বিপের ছবি পাওয়া যাবে কোথাও?
  • bip | 79.138.209.156 | ০৫ জুন ২০১৫ ১২:১৭679085
  • আমার স্কুল জীবনে বন্ধুরা সবাই করিমপুরে ব্যবসায়! কেও বেশী সফল, কেও কম। যারা ক্লোস সার্কেল ফ্রেইন্ড ছিল, তারা একটু বেশী সফল। তাদের ইনকাম
    আমাদের লুরুর সফটোয়ার বাবুদের থেকেও বেশী। আমি খুব কনসাসলিই এটা বলছি। এরা কোনদিন জয়েন্ট ফয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ার হতে হবে, অঙ্ক গাঁতাতে গবে-
    ফিজিক্সে টিউশনি নিতে হবে-এসবের অনেক অনেক বাইরে ছিল। আমাদের হায়েস্ট লেভেল অভ এস্পিরেশন ছিল ছোটবেলায় দু ্তিন মাইলস সাইকেল চালিয়ে ক্রিকেট ম্যাচ - বছরে দুখানা নাটক নামানো পাড়াতে । কোন কেরিয়ার টেনশন ছিল না ওদের মধ্যে-বাবার ব্যবসাটা দেখতে যেটুকু বিদ্যার দরকার হয় আর কি!! ওটা হচ্ছে জীবন। ওই জীবন থেকে নরেন্দ্রপুরে উচ্চমাধ্যমিকে গিয়ে দেখি একসাথে একশোজন দিন রাত গাঁতাচ্ছে-ব্যতিক্রম অনেকেই ছিল। সেকি গাঁত আর কেরিয়ার টেনশন। সেটা আমার জীবনে প্রথম ওয়েলকাম টু কেরিয়ার টাউন!
  • | 77.98.72.126 | ০৫ জুন ২০১৫ ১২:১৮679086
  • যদি স্যালারি নিয়ে কথা বলতে হয় তাহলে আর বন্ধুত্ব কিসের?
  • পদ্মনাভস্বামী | 127.239.72.50 | ০৫ জুন ২০১৫ ১২:২৮679087
  • বল্লুমনা এ এক নিরাপত্তাহীনতার নিদর্শন। ভয়, ভয়, সে যে কি ভীষণ জিনিস তা যদি বুঝতেন।
  • bip | 79.138.209.156 | ০৫ জুন ২০১৫ ১২:২৯679088
  • অত ফাইননেস গ্রামের লোকেদের মধ্যে থাকে না। তারা অনেক সহজ সরল র লোকজন।
  • lcm | 118.91.116.131 | ০৫ জুন ২০১৫ ১২:৩১679089
  • যাক, মনে হচ্ছে আমার বন্ধুরা বিপের বন্ধুদের থেকে ফাইননেসে এগিয়ে। তবে বিপের বন্ধুদের মতন অত সহজ সরল নয়, একটু কুটিল টাইপের।
  • ন্যাড়া | 117.77.92.84 | ০৫ জুন ২০১৫ ১২:৪৩679090
  • ক্লোজ সার্কেলের ফ্রেন্ডরা তো বেশি সফল হবেই - তারা তো বেশি বিপ-সান্নিধ্য পেয়েছে। তাও আবার ফর্মেটিভ ইয়ারে। আমাদেরই ফাটা কপাল।
  • SC | 83.222.179.56 | ০৫ জুন ২০১৫ ১২:৪৭679091
  • বিপের ছবি নিয়ে কি করবেন? অর্কুট থেকে দেখছি কিছু লোক without রিসন বিপের পিছনে লাগে। এস ইফ বিপ কে বাল প্রমান করতে পারলে জীবনে অনেক কিছু এচিভ করে ফেললাম। তারা সব বেশিরভাগ কলকাতার নামী ইস্কুলে পড়া মাল, তার পরে আর বিশেষ কিছু করে উঠতে পারেনি, চার লাইন সস্তার antlami শিখেছে।
    বিপ যেখান থেকে শুরু করে যেখানে পৌঁছেছে, সেটা পৌছতে ক্যালি লাগে, পাতি কথা। যাদের নেই, তারা ওই "বিপকে বাল প্রমান করে দিয়েছি", কি হনু রে আমি, ওই আনন্দেই থাকুন।
    বিপের অনেক কথার সাথেই আমি এগ্রি করি না, কিন্তু এসব বেকার চাটাচাটি তে কোনো discussion হয়না।

    আর কে কি মাইনে পাচ্ছে, তার চেয়েও বড় কথা সেই মাইনেটার মানে কি? আমেরিকা তে দু জায়গায় সবচেয়ে বেশি রোজগার করা যায়, nyc আর silicon valley । দুটো জায়গাই এমন স্টেটে যেখানে আকাশ chhnowa স্টেট ট্যাক্স । আর হাউসিং! বাপরে বাপ। এর পরে হাতে আর কি পরে থাকে, সেই হিসেব করলে তো আমার মনেহয় অন্য স্টেট এর একটু কম মাইনের চাকরির থেকে কিছুই ভাল না । বেঙ্গালুরু বম্বে তেও সামে কেস। সুতরাং ওই নম্বরগুলো পুরো গল্পটা বলে না।

    পাই দি বলল, এত টাকা নিয়ে লোকে করে কি। কিছুই না। ওই যেমন বললাম, যারা টাকা করে, তারা এমন জায়গায় থাকে, যেখানে বাড়ির দাম বিশাল, ছেলেমেয়ের স্কুলের খরচ বিশাল, সেই করে প্রচুর টাকা উড়ে যায়। আর ওই weekend এ এন আর আই পার্টিতে একটু বারফাট্টাই মারে । এইসব আর কি। এখানে যারা বিপের কথা শুনে ইয়ার্কি করছেন, তাদের একবার ঐরকম একটা পার্টিতে পাঠিয়ে দিতে হয়।
    এই বিপ আর সোমনাথ যেমন বলল, কি কষ্ট কি কষ্টের জীবন, ঐরকম কান্নাকাটি, আর ছোট্ট করে জানিয়ে দেওয়া, আমার husband তো এখন এত পায়, অর বন্ধুরা অত পায়, তাও জানো না, কি যে কষ্টের জীবন। আহা রে!
  • S | 109.27.138.238 | ০৫ জুন ২০১৫ ১২:৪৮679093
  • না আমার কাছে আমার বন্ধুদের শহর ভিত্তিকে মাইনের ডেটা নেই। মাইনে যদি জিগ্যেস করি তাহলে কি বন্ধুত্ব থাকবে?

    কিন্তু এইতো ম্যাজিক ব্রিক থেকেই ব্যাঙ্গালোরে খুব সুন্দর বড় বাড়ি দেখছি পৌনে তিন কোটিতে। ইনফ্যাক্ট আমি ৪ বেড্রুম আর তার বড় বাড়ির জন্যে নতুন প্রজেক্ট সার্চ দিলাম, তারপরে প্রাইস হাই টু লো সর্ট করলাম। তাতে হাতে গোনা কিছু প্রজেক্ট পেলাম যার দাম ৫ কোটির বেশি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন