এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ২০২৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 77.98.72.126 | ০৪ জুন ২০১৫ ১৬:১৪679475
  • আমার মনে হয় অয়ন প্রডাক্ট কোম্পনীর কথা বলছে। ওদের মাইনে সার্ভিস কোম্পানীর থেকে অনেক টাই বেশী।
  • sswarnendu | 138.179.159.40 | ০৪ জুন ২০১৫ ১৬:১৬679476
  • আর এই জঙ্গ পরে যায় এর যুক্তিটা খুব গোলমেলে।
  • রথীন্দ্র | 126.203.195.46 | ০৪ জুন ২০১৫ ১৬:২১679477
  • আমি কেন বাবাঠাকুরের মত লিখতে পারলেম না?
  • রবীন্দ্র | 126.203.195.46 | ০৪ জুন ২০১৫ ১৬:২৩679478
  • বাবামশায়, গর্দভ ! চুনকালি দিলে !
  • !! | 60.95.38.190 | ০৪ জুন ২০১৫ ১৬:২৬679479
  • বছরে ৫০ যে পায় সে ওখানে গেলে ২২৫ পাবে, ১২৫ নয়। এটা ও বেলতলায় যোনি গেছেন তিনি ভাল বলে পারবেন।
  • se | 204.230.155.137 | ০৪ জুন ২০১৫ ১৬:২৭679480
  • কর্তাবাবা
  • pi | 233.176.11.144 | ০৪ জুন ২০১৫ ১৬:২৯679481
  • মেধা জন্মগত, অন্যদের সাথে মিশলে ভাল খারাপ হবে, খারাপ ভাল হবেনা, এসব নিয়ে তো আসিইনি, উনি নিজে যেটুকু লিখেছেন তাই একটা অন্যকে কন্ট্রাডিক্ট করে যায়।
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ১৬:৪০679482
  • কোন প্রডাক্ট কোম্পানি আরামসে ৪০ লাখ দিচ্ছে, দু তিনটের নাম জানলে ভালো লাগতো।
  • pi | 233.176.11.144 | ০৪ জুন ২০১৫ ১৬:৪৪679483
  • ইউরোপিয়ান দেশগুলোর হেল্থ ইন্সিওরেন্সের গল্পটা একটু বুঝতে চাই। সবার ইন্সিওরেন্স দেওয়া বাধ্যতামূলক, খুব গরীব হলে ছাড়, তাই তো ? তো এই প্রিমিয়ামের পরিমাণ সবার জন্যে একই ?
    এগুলো কি প্রাইভেট ইন্সিওরেন্স ? সব রোগ কভার করে, কোন প্রি কণ্ডিশন জনিত ডিনায়াল আছে ? খরচের পুরোটা কভার করে ?
    আর প্রোভাইডাররা কি প্রাইভেট ? সরকার কতটা কী দায়িত্ব নেয় ?

    এব্যাপারে সুইজারল্যাণ্ড আর জার্মানির তফাত কোথায় কোথায় ? যদ্দুর মনে পড়ে, ফ্রান্সের সিস্টেম বেশ ভাল দেখেছিলাম।
  • ranjan roy | 192.69.154.221 | ০৪ জুন ২০১৫ ১৬:৪৪678971
  • পাই,
    সোজা কথা সোজা ভাবে নাও।
    দেখঃ
    ১)ধরে নাও ক এবং খ জন্মগত ভাবে একই মেধাশক্তির অধিকারী।
    কিন্তু ক এসেছে ভাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে। তারা মোটামুটি সম্পন্ন; ব্রোকেন ফ্যামিলি নয়, কোন ড্রাগ অ্যাডিকশনের কেস নেই।
    তার পরিবার তার 'মেধা'কে 'নার্চার'
    করতে ভালো প্রাইভেট স্কুলে পয়সা দিয়ে পড়াবে। ফলে সেই স্কুল থেকে ও একটি পূর্ণ বিকশিত প্রস্ফুটিত মেধা হয়ে বেরিয়ে আসবে। ভাল কাজ করবে, ভাল আয় করবে, দেশের ও দশের মুখ উজ্জ্বল করবে।
    এই মডেলে ক'এর পুত্র-পৌত্র-প্রপৌত্র এক প্রগতির ইনফাইনিট সিরিজ ধরে (জিপি সিরিজ?) এগিয়ে চলবে। ফলে ওর বংশ ধারায় কখনো কারও ড্রাগ অ্যাডিক্ট হওয়ার, বেকার হওয়ার, ব্রোকেন ফ্যামিলি হওয়ার সম্ভাবনা থাকবে না বা Lt--- 0 হবে।

    ২) কিন্তু খ'র ফ্যামিলি গরীব। সম্ভবতঃ বাবা-মার নিয়মিত আয় নেই। ফলে তাদের পরিবারে ঝগড়া/মারপিট/ড্রাগ অ্যাডিক্ট থাকার সম্ভাবনা খুব বেশি। একই ভাবে ব্রোকেন ফ্যামিলি হওয়ার চান্স।
    তাই খ পড়তে বাধ্য হবে সাধারণ স্কুলে। ফলে তার মেধা 'নার্চার' হবার সম্ভাবনা কম। তাই তার ভবিষ্যত জীবনে স্বচ্ছলতা আসবে না। তার মাঝে মাঝে চাকরি না থাকার, ফলে ওর ড্রাগ অ্যাডিক্ট হওয়ার, বেকার হওয়ার, ব্রোকেন ফ্যামিলি হওয়ার সম্ভাবনা থাকবে ।
    ফলে ওর ছেলেরও মেধা বিকশিত হবেনা, নাতি-নাতনীরও না।
    ওরা বংশ পরম্পরায় গরীবি, ড্রাগ অ্যাডিক্ট, বেকার, ব্রোকেন ফ্যামিলি হওয়ার সম্ভাবনার অনন্ত লুপে ঘুরতে অভিশপ্ত। অবশ্যি ঈশ্বর চাইলে মির‌্যাকল্‌ হতে পারে।
    অন্ধ দেখতে পাবে, খঞ্জ পাহাড়ে চড়বে। তাই এদের ভগবানই ভরসা!
    এই যুক্তি-পরম্পরায় এটাই স্বাভাবিক নয় কি?
  • pi | 233.176.11.144 | ০৪ জুন ২০১৫ ১৬:৪৭678972
  • ঃ))
    একদমই তাই।
    কিন্তু খালি শেষ লাইনটা একটু বদলাতে হবে। আমার তো মনে হয় ওনার ভগবানকেও উনি এইসব আজেবাজে লোকজনের সাথে শেয়ার করতে রাজি হবেন না, সঙ্গদোষে ভগবানের ভবিষ্যতও ফর্সা হয়ে গেলে ?
  • a | 213.219.201.58 | ০৪ জুন ২০১৫ ১৬:৫৮678973
  • দেখুন এস আপনি বল্লেন হিসাব দিতে, দিলাম। আঅপনি বল্লেন না লোকে পায় না।। আঅপনি অ অগে বলুন আপনার ইন্টারেস্ট কিসে? যদি আপনার মত না মেনে নেওয়া অবধি এই উদা দিন চলতে থাকে, তো আমি এখনি মেনে নিচ্ছি। আঅমি বলেছিলাম অনেক সময় আপনার মত সত্যি নয়, এটুকুই।
    লুরু নিয়ে আপনার কি এক্ষপি আছে? অনুরোধ করব একটু খবর নিয়ে দেখতে
  • sswarnendu | 138.179.159.40 | ০৪ জুন ২০১৫ ১৭:০৪678974
  • চুল্লু খাওয়াকে ড্রাগ অ্যাডিক্ট বলা হচ্ছে কি? গরিব মানুষ ড্রাগ কিনে খেতে পারে শুনে হতবাক হয়ে গেলাম।
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ১৭:২১678975
  • আপনি লুরুতে আমার মত প্রযোজ্য নয় প্রমান করর জন্যে ৫০ লাখের মাইনের লোক দিয়ে আলোচোনা শুরু করেছিলেন এবং কনক্লুড করলেন যে তাঁদের ক্ষেত্রে দেশে থাকাই ভালো কারণ বিদেশে গেলে তাঁরা ১২৫০০০ /৬৩ লাখ পায়।।

    লুরুতে লোকে অনায়াসেই ৩০, ৪০, ৫০ লাখ পাচ্ছে এইটা আমি মানছি না। কারণ আমি আপনাকে ইনফির হিসেব তুলে দেখিয়ে দিলাম। পুরো ইনফিতে অ্যারাউন্ড ৩৫০ লোক আছে যারা মাসে ৫ এর বেশি পায় (ইনক্লুডিঙ্গ অনসাইট অ্যালাওএন্স)। এইটা ঠিক যে প্রোডাক্ট কোম্পানিতে বেশি মাইনে দেয়। কিন্তু সেইটা একেবারে ১০০-২০০% বেশি হবে এইটা মানতে অসুবিধে হয়। আর এখনো লুরুতে বেশির ভাগ লোকে সার্ভিস কোম্পানিতেই আছে। অতএব ঐ ৫০ লাখের বেশির স্যাম্পেল খুব ছোটো।

    অতএব, আপনার দেওয়া ৫০ লাখের হিসেবটা খুব ছোটো স্যাম্পেলে প্রযোজ্য।

    আর ক্লায়েন্ট সাইটেই/ বিদেশে যদি ৬৩ লাখ দিয়ে কাজ হয়ে যায়, তাহলে ইন্ডিয়াতে ৫০ লাখ দিয়ে আলাদা কস্ট সেন্টার খোলার কি কারণ থাকতে পারে সেইটাই বুঝছি না।

    আর সেকেন্ড কোস্চেনটা এই কারণেই করেছি কারণ এখনো বেশিরভাগ প্রোডাক্ট কোম্পানি প্রাইভেট বা বিদেশে এনলিস্টেড। বিশেষত যারা ৫০ লাখের বেশি মাইনে দেয়। এদের স্টক অপশানস কি করে ঈন্ডিয়ান এম্প্লয়িদের দেওয়া হচ্ছে সেইটাই ভাবছিলাম।

    আর আপনি কি করে ভাবলেন যে লুরু নিয়ে কোনো ধারণা আমার নেই। অবশ্যি অনেক দিন হয়ে গেছে। কিন্তু আমি তো আপনাকে যুক্তি আর ডেটা দিয়ে বোঝালাম। লোকের মুখের কথা বা খোঁজ আমি নি না।
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ১৭:২৪678976
  • আর আমার মত সবসময় তো প্রযোজ্য নয় বটেই। শাহরুক খান ইন্ডিয়াতে যত আয় করে, লন্ডনে থেকে কি অত আয় করতে পারবে? কিন্তু এরা আউটলায়ারস।
  • sswarnendu | 138.178.69.138 | ০৪ জুন ২০১৫ ১৮:০১678977


  • এই ভিডিও টার ৯. ৩০ মিনিট থেকে দেখুন, sm যে ভুল ভাবনাটার বশবর্ত্তী হয়ে এই কথাগুলো লিখছেন সেগুলো আসলে কিরকম তার একটা ভাল ধারণা পাবেন...
  • a | 213.219.201.58 | ০৪ জুন ২০১৫ ১৯:৪৩678978
  • অতএব, আপনার দেওয়া ৫০ লাখের হিসেবটা খুব ছোটো স্যাম্পেলে প্রযোজ্য। - ১০০ বার। আমি একবারও বলিনি এটাই জেনেরাল রুল। কিন্তু কি জানেন, এই সেগমেন্টটা কিন্তু বাড়ছে, বিশেষত ৩-৮ এক্ষপির ক্ষেত্রে। আমি অন্তত ১৫টা কোং বলতে পারি যারা ইজি ৪০-৫০ অফার করে। তো সেটাই আমার বক্তব্য ছিল।

    আপনি যে বল্লেন দেশে কস্ট সেন্টার খোলা, এইটা ৫ বছর আগের ধারণা। এখন অনেকেই ডেভলপমেন্ট সেন্টার খুলেছে দেশে। সেটা সাউথ এশিয়ার মার্কেট ধরার জন্যেও বটে আবার একটা ট্যালেন্ট পুল রয়েছে বলেও। বেশি কথা কি, একটু ডিপে গেলে দেখবেন টপ লেভেল ওপেন সোর্স প্রোজেক্টে প্রচুর কন্ট্রিবিউশন আর কমিট হচ্ছে দেশ থেকে, পেটেন্টও (সবেরই কোয়ালিটি যে বিশাল তা না, বাট হচ্ছে)। সেই অনুপাতে মাইনেও বাড়ছে। ২০০৮ এর পরে বিদেশ থেকে লোকে ফিরেও আসছে দেশে প্রচুর পরিমানে। সময় পাল্টাচ্ছে স্যার ঃ)

    "কনক্লুড করলেন যে তাঁদের ক্ষেত্রে দেশে থাকাই ভালো "
    এইটা মুখে কথা বসানো হয়ে গেল ঃ) আমি বলেছিলাম মাইনেই একমাত্র মোটিভেশন নয়, তাও কিছু লোকের ক্ষেত্রে। সেখানে লোকে চয়েস করে। এটুকুই।
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ১৯:৫৭678979
  • আমি সেই ১৫ টা কোম্পানির মধ্যে মোটে তিনটের নাম জিগ্যেস করেছিলাম।

    সাউথ এশিয়ার মার্কেট? কত সাইজ? কত বিলিঙ্গ রেট? এই মার্কেটে কাজ করে তো ৫০ লাখ মাইনে দেওয়া তো আরো কঠিন। বিশেষতঃ ডেভেলপরদের। প্রোডাক্ট কোম্পানির ক্ষেত্রে হয়তো ব্যাপারটা একটু ইজি হবে।

    আর ২০০৮ এর পরে লোকে কেন দেশে ফিরে এসেছিলো সেটা এখন এখানে লিখে বোঝাতে হবে?

    আর আপনার কথা যদি ধরে ঠিক নি যে মাইনে বাড়াতে লোকে দেশে ফিরে আসছে, সেটা আমার কথাকে আরো সাপোর্ট করছে যে এই লোকগুলো টাকার জন্যেই অন্য দেশে পরে ছিলো।
  • পদ্মনাভস্বামী | 24.139.190.82 | ০৪ জুন ২০১৫ ১৯:৫৯678980
  • নাঃ আপনাদের বেসিকস ঠিক করে দিই। শুনুন মাইনেটাই গোল নয়, ঐ কাগজ দিয়ে আপনি জীবনযাত্রার মান নির্ধারণ করেন আর সেটা বিলেতে একটু অন্য ধরনের।
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ২০:০২678982
  • টাকার কাজ কিন্তু শুধুমাত্র জীবন যাত্রার মান ঠিক করা নয়, ভ্যবিষ্যতের ফাইনান্সিয়াল সিকিউরিটিও।
  • a | 213.219.201.58 | ০৪ জুন ২০১৫ ২০:১১678983
  • দাদা, আমারে ক্ষেমা দেন। আপনিই ঠিক।

    তিনটী দোকান হল ওরাকল, লিংক্ডইন, ফ্লিপ্কার্ট। নেন এবারে কি করবেন করেন ঃ)
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ২০:২৪678984
  • এরা ৩ বছরের এক্স্পি লোকেদের ৫০ লাখ অফার করে?
  • a | 213.219.201.58 | ০৪ জুন ২০১৫ ২০:২৯678985
  • ১২-১৫ এক্ষপি, ইয়েস
  • | 77.98.72.126 | ০৪ জুন ২০১৫ ২০:৩০678986
  • টোটাল জমে গেছে কিন্তু!! ঃ))))
  • a | 213.219.201.58 | ০৪ জুন ২০১৫ ২০:৩৫678987
  • ধুর আজ আর কাল এট্টু টাইম আছে তাই নষ্ট করছি আর কি ;)
  • S | 109.27.138.238 | ০৪ জুন ২০১৫ ২০:৫৯678988
  • এই কোম্পানিগুলো বিলেতে একই এক্স্পি লোকেদের কত মাইনে দেয়? ফ্লিপকার্টের বদলে অ্যামাজন ধরেন।
  • ন্যাড়া | 176.137.242.85 | ০৪ জুন ২০১৫ ২১:১৪678989
  • অয়নের প্রেমিসটা ঠিক, ডেটা ভুল। যে লোক ব্যাঙ্গালোরে ক্যাশ কম্পেনসেশন (বেসিক + বোনাস) ৫০-৫৫ লাখ পায়, সে লোক সিলিকন ভ্যালিতে ক্যাশ কম্পেনসেশন পায় ২৩০০০০-২৪০০০০ মতন। এখন PPP কত জানিনা, তবে বোধহয় ডলারে ১৫-২০ টাকা মতন। ১৮ টাকা ধরলে, ৪২ লাখে প্যারিটি। সে ঠিক আছে।

    আমার ব্যক্তিগত ধারণা, দেশে ওই মাইনেয় ডিসক্রিশনারি স্পেন্ডিং ক্ষমতা বেশি থাকে, যদি - এটা খুব বড় যদি - বাড়ি-টাড়ি না কিনতে হয়। বাড়ি-টাড়ি করলে আবার কেঁচে-গন্ডুষ। বাড়ির দামে ব্যাঙ্গালোর আর সিলিকন ভ্যালি - এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ।
  • lcm | 60.242.74.27 | ০৪ জুন ২০১৫ ২১:২৫678990


  • S | 160.148.14.8 | ০৪ জুন ২০১৫ ২১:২৮678991
  • সোমনাথ রায় এর কমেন্ট - 3.13 PM
    নিজের জন্যে রান্না করা, বাজার করা, গাড়ি চালানো শেখা ইত্যাদি হল 'স্ট্রাগল' - আহা, দেখে চোখে জল এসে যায়। সবথেকে মজার ব্যাপার হল ভারতে যারা সাম্যবাদ নিয়ে প্রচুর বাণী দেয় আর ক্যাপিটালিস্ট, সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্টকে গালি না দিয়ে জলটুকুও খায় না তারাই আবার নিজের কাজ নিজে করা নিয়ে সবথেকে বেশি কাঁদুনি গায়। এমনই কপাল যে সাম্যবাদের প্রথম পাঠ এক্সিকিউশনের জন্যে আমেরিকায় আসতে হয়।
    ব্যাক্তিগত অভিজ্ঞতার নিরিখে বলতে পারি আমরিকায় অ্যাকাডেমিয়া না দেখলে আসল আমেরিকা চেনা যায় না। সেই জন্যে অ্যাকাডেমিয়া বা রিসার্চে যুক্ত থাকলে দেশে ফেরার সম্ভাবনা অনেক কমে যায়। পড়াশোনা ব্যাপারটা যে এতটা এনজয় করা যায় সেটা এখানে না পড়লে কখনো বুঝতে পারতাম না আর আমি চাই যে আমার সন্তানও সেই অভিজ্ঞতা লাভ করুক। আমার পরিবারের জন্যে দেশে না ফেরার সেটাই প্রধান কারন। আর একটা বড় কারণ হচ্ছে সমস্ত মহাদেশের লোকেদের বন্ধু হিসেবে পাওয়া। এই ব্যাপারটা আর কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না।
  • a | 213.219.201.58 | ০৪ জুন ২০১৫ ২১:২৯678993
  • ন্যাড়াদা, শুধু সিলিকন ভ্যালি ধরলে ঠিক হবে কি? বিদেশ তথা প্রথ্ম বিশ্বে যাবার কথা হচ্ছিল তো ঃ) তাতে ঐ হরে দরে ১২৫-১৫০,০০০ এর বেশি হবে না, এটা বাস্তব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন