এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ১৯৯৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 116.196.146.182 | ০৫ জুন ২০১৫ ২২:২৬679160
  • হুতো, ত্রিপুরায় কি এই নেইবারহুড স্কুলের দৌলতে আম্রিগার মত নেইবারহুডের নকশা বদলে যাচ্ছে ? আমাদের মত সেভাবে নেইবারহুড না থাকা দেশে এরকম স্কুল মনে হত ভাল ব্যাপার, কিন্তু আমেরিকাকে দেখে ভয় হল, শেষ যদি ওরকম নেইবারহুড সেগ্রিগেশন হয়ে যায়, তো হিতে বিপরীত হতে পারে !
  • পদ্মনাভস্বামী | 24.139.190.82 | ০৫ জুন ২০১৫ ২২:৩২679162
  • গরীবের বিলুপ্তি বড়লোকে ঘটাবে কেন? কেড়েকুড়ে নিতে হবে। আর সরকারি মতে আয়ের ঊর্দ্ধসীমা বান্ধুক। কিন্তু ঘুরপথে সিলেক্টিভ ট্যাক্সো খুব বাজে।

    আতোজ ঐ বিশেষ কমাটাই এই ছাতার কিবোর্ডে নেই। তাই আমায় চন্দ্রবিন্দু ও কিছু যুক্তাক্ষর ছাড়াই লিখতে হচ্ছে।
  • rabaahuta | 215.174.22.27 | ০৫ জুন ২০১৫ ২২:৩২679161
  • না, নেবারহুডের নক্শা বদলাচ্ছে না ঠিক, কিন্তু টুকটাক অসদুপায় নেয় লোকজন। আত্মীয়/বন্ধুর বাড়ির ঠিকানা ম্যানেজ করা, অস্থায়ী বাড়ি ভাড়া নেওয়া এইসব।
  • Atoz | 161.141.84.175 | ০৫ জুন ২০১৫ ২২:৩৪679163
  • ও বাবা! আমাদের তো অজপাড়াঁগা, তাতেও পরিষ্কার সেগ্রেগেটেড নেবারহুড ছিলো। চাষীপাড়া, বারুজীবি, নয়াপাড়া, নবচক্রপাড়া বিধানপল্লী, চক্রবর্তীনগর ইত্যাদি। নাম শুনেই আঁচ করা যেত।
    ঐ অজ গাঁয়েও স্কুলের বিভাজন ছিল, ঐ একপোঁচ কম বেশী আরকি, তবুও। একটু ভালো স্কুল, একটু কমা, এইরকম।
  • A | 24.99.121.13 | ০৫ জুন ২০১৫ ২২:৩৫679164
  • পদ্মনাভস্বামী, নেবারহুড স্কুল যদি আদর্শ হয় তাহলে আমেরিকা এবং ইংল্যান্ড এর স্কুল নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু সেখানেও অনেকে segregation এর কথা বলছেন। বিষয়টা ঘামের গন্ধের বা গরিবের উন্নতিতে বাধা দেবার নয়। ভালো স্কুল এবং ভালো কলেজে অনেকেই পড়েছেন। সব জায়গাতেই এন্ট্রান্স দিতে হয়। সম্প্রতি প্রেসিডেন্সি র এন্ট্রান্স তুলে দেওয়া নিয়ে যথার্থ কারণেই অনেক আন্দোলন হলো। সমস্ত স্কুল এবং কলেজ ফ্রি ফর অল হয়ে গেলে কারো জন্যেই ভালো হবেনা। ধরুন আপনি খুব ভালো result করেছেন কিন্তু আপনাকে নৈহাটি কলেজে physics পড়তে বলা হলো। সেক্ষেত্রে কিন্তু আপনি বাধ্য না হলে পরবেন না। প্রেসিডেন্সি তে পরার ই চেষ্টা করবেন। তার মানে আপনি সব ছাত্রের উন্নতি চান না তা নয়। আপনি সবার ই উন্নতি চান এবং নিজে ভালো করে ভালো পরিবেশে পড়তেও চান।
  • | 183.17.193.253 | ০৫ জুন ২০১৫ ২২:৩৬679165
  • আমার তো একেবারেই গুলিয়ে যায় নি। বাপমার মাপকাঠি একরকম ছিলো, আমার মাপকাঠি আরেকরকম। মাপকাঠিই নেই- এই মতটাতে কেউ বিলং করেন কিনা জানতে চাইছিলাম।

    এখানে 'ভালো' মন্দ নির্বিশেষে সব পাবলিক স্কুলে কমপয়সায়( ৩৫ সেন্ট) বা বিনামূল্যে সকালের খাবার এবং দুপুরের খাবারের ব্যবস্থা আছে। অনেক ছেলেমেয়ে খায়। বিনা টিউশনেও( বছরে ৮৫ ডলার) পড়ার ব্যবস্থা আছে।
    ভালো লেখাপড়া, খেলার মাঠ, মিউজিক,আর্ট সবই দরকার,যেখানে আছে, সেখানেই সম্ভব হলে লোকে ছেলেমেয়েকে পাঠাবে-এদেশে ভালো পাবলিক স্কুলে ছেলেমেয়েকে দেবার জন্যে অনেক বাবামাই বাসস্থান বদল করেন- সীমিত সাধ্যের মধ্যেও চেষ্টা করেন। এইবার বাড়িরদাম কেন বেশি,ট্যাক্স কেন চড়া সেইটাও তারা নির্ধারণ করেন নাকি? ভালো স্কুল ডিস্ট্রিক্টে ছেলেমেয়েকে দেবার পেছনে পরোক্ষে সেগ্রিগেশান কেই সমর্থন করেন-এইরকম একটা মতামত অনেকবার আসতে দেখলাম। সেটা কি??
  • pi | 116.196.146.182 | ০৫ জুন ২০১৫ ২২:৪০679166
  • আপনি সত্যি মনে করেন নার্সারি ক্লাস ওয়ানে বাচ্চাদের অ্যাডমিশন নিয়ে কিছু বোঝা সম্ভব ? সমস্ত স্কুল ফ্রি ফর অল হয়ে গেলে নিচুস্তরের লোকজনের জন্য খারাপ কেন ?
    আর ভাল পরিবেশটা তো স্কুল দেবে, সেটা ছাত্রছাত্রীর ঘরের ও পাড়ার পরিবেশ দিয়েই ডিটারমিনড হয়ে যায়, এমন নয়।
  • Atoz | 161.141.84.175 | ০৫ জুন ২০১৫ ২২:৪৯679167
  • কলকাতার ছেলেপুলেরা তো তবু কেউ সেই এক নম্বর দুই নম্বর তিন নম্বর ইত্যাদি প্রাইমারি স্কুলের দেখা পান নাই। আমাদের ওখেনে এসব ছিল সেই সত্তর আশির দশকেই। এসব স্কুলগুলো ছিল ফ্রী আর তখনকার দিনেই দুপুরে পাঁউরুটি চিনি দেওয়া হতো ছাত্রছাত্রীদের।
    মধ্যবিত্ত এমনকি সাধ্যবিত্ত বাবামায়েরাও(অনেকেই বামপন্থী ছিলেন সেইসব দিনে) কেউ নিজের ছেলেপিলেদের এইসব এক নম্বর দুই নম্বর স্কুলে পড়াতেন না, অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাই কেবল এইসব স্কুলে আসতো। চারদিকে চারটে খুঁটি, মাথার উপরে একটা ছাদ, অনেক স্কুলে এইরকম পরিকাঠামো ছিল স্কুলঘরের, ছেলেমেয়েরা বগলে চট নিয়ে আসতো, চট পেতে বসে লেখাপড়া, তারপরে দুপুরে চিনিরুটি, তারপর স্কুল ছুটি।
  • A | 24.99.121.13 | ০৫ জুন ২০১৫ ২২:৫০679168
  • পাই এর মত অনেকে মনে করতে পারেন স্কুলে centre of excellence এর প্রয়োজন নেই। কিন্তু তাহলে কলেজ এ কেন প্রয়জন বলুন? এছাড়াও স্কুল এ ইটা সবসময় এলিট centre of এক্সেলেন্স নয়, প্রসেস অফ elimination ও নয়। ভালো ছাত্র এবং কমজোর ছাত্র এদের আলাদা করে nurture করার প্রয়োজন। সেসব ক্ষেত্রে ডেভেলপমেন্ট এর জন্য segregation উপকারী। এই নিয়ে আমি পরবর্তিতে আরো লিখব।
  • sm | 233.223.159.253 | ০৫ জুন ২০১৫ ২২:৫১679170
  • pi ,আমি ইউ কে র মিক্সিং এর বিপক্ষে লিখেছি, যুক্তিও দিয়েছি। ওখনে স্কুলের এডমিশন অঞ্চল ভিত্তিক। অর্থাত কোনো স্কুলের ধরাযাক ২ কিলোমিটার রেডিয়াসের মধ্যেই ছাত্র নিতে হবে। এবার ধরুন ম্যানচেস্টারের কিছু ঘেটো বা লন্ডনের কিছু ভুলভাল অঞ্চলের স্কুলে, আমার ছেলে মেয়েকে ভর্তি করব না। কেন করবোনা তাও বলেছি।
    এবার কোনো ভালো এলাকার ভালো স্কুল কে যদি রাফ এলাকা থেকে ছাত্র ভর্তি করতে হয় , তাহলে এই মিক্সিং কেবল স্কুলের মানই খারাপ করে।এটা যেকোনো ব্রিটেনে বসবাসকারী লোক কে জিগালে পাবেন।
    এবার আসি দেশের কথায়। দেশে যদি কোনো প্রাইভেট স্কুলে গরিব মেধাবী স্টুডেন্ট পড়ে; আমার কুনো আপত্তি নেই তো।
    কিন্তু মিক্সিন্গের নাম করে মাতাল, গাঁজাল , চোর , দালাল যাদের নিজের ছেলে মেয়েদের কোনো সময় বা কেয়ার দেবেনা তাদের ভর্তি করার পক্ষে সাওয়াল করছেন নাকি?

    @অক্ষ, আপনি যে স্কুলে আপনার মেয়ের পড়াশোনার কথা লিখলেন, সেখানে স্পষ্ট ইকুয়াল মিক্সিং হয়েছে দেখলাম।
    আপনাকে প্রশ্ন, আমেরিকায়, বাড়ি খুজতে গেলে নিশ্চয় ভদ্র পাড়ায় বাড়ি খোঁজেন । এক্ষেত্রে স্কুল গুলো পাবলিক হলেও সমাজে সব স্তরের মানুষ পাবেন।অর্থাত ফিল্টার আগে ভাগেই করে নিচ্ছেন। যদি নু ইয়র্ক বা শিকাগোর ব্ল্যাক পিপল অধ্যুষিত কোনো ভীষন রাফ জায়গায় বাড়ি নিতেন, ও সেখানকার স্কুলে ভর্তি করতেন, তাহলে হয়ত অন্য গল্প শুনতে পেতাম।এগুলো সব ই অনুমান, অন্য কিছু হলে জানাবেন।
    আর আপনি ই লিখেছিলেন( দেশ হলে) কর্পোরেশন স্কুলে মেয়েকে পড়াবেন না। কারণ সেখানে ইনফ্রা স্ট্রাকচার নেই। দেশে ইনফ্রা বলতে আমি চক, ডাস্টার, টিচার, ব্ল্যাক বোর্ড আর বেঞ্চ বুঝি। অন্তত আমি যে নামী স্কুলে পড়েছি; সেখানে এইসবই ছিল শুধু।কোনো কোনো কর্পোরেশন স্কুলে, এগুলো ভালো মতই আছে। খালি যে ছাত্র রা পড়ে; অধিকাংশের বাবা মাই জমাদার, ঝারুদার বা মশা মারার তেল ছড়ানোর কাজ করে। এনারা প্রায় প্রত্যেকেই ভালোমতন নেশা করে এবং ছেলে মেয়েদের নিজের কাজে ঢোকাতে পারলেই খুশি।
    এখানে নিজের নিকট আত্মীয় স্বজন কাউকে ভর্তির জন্য রেকোমেন্ ড করবেন?
    দয়া করে কিছু ই পার্সোনালি নেবেন না।জাস্ট কৌতূহল।
  • rabaahuta | 215.174.22.27 | ০৫ জুন ২০১৫ ২২:৫৪679171
  • আমাদের দেশের স্কুল, সেখানে এইসব বিভাজন এইগুলো হজম করা খুব চাপ। বিশেষ করে হয়তো যারা এগুলো নিজেরা দেখেনি। ত্রিপুরায় তো সরকারী বা আধা সরকারী স্কুলই ছিল, এছড়া মিশনারী স্কুল ইত্যাদি কিছু, তো কোথাওই বিশেষ খরচপত্রের ব্যাপার ছিলনা। ভর্তি পরীক্ষা ছিল, সেখানে অবশ্য তথাকতিহিত মুড়ি মুড়কি আলাদা হওয়ার ব্যাপারতা থাকতো।
    কিন্তু পরীক্ষার ফি দিতে পারছে না বা স্কুলের শার্ট ছিঁড়ে গেছে কিন্তু আগামী বছরের আগে কেনা যাবে না, দড়ি দিয়ে বাঁধা হাওয়াই চটি বা আনথা আশ্রমে বড় হয়ে এখন দূরসম্পর্কের পাড়াতুতো মাসির বাড়ি থেকে স্কুলে পড়ে এরকম বন্ধুতো থাকতোই, আলাদা কিছু মনেও হয়নি কারো কখনো। এটা আমি তথাকথিত ভালো স্কুলের কথাই বলছি, যেখানে মোটামুটি ভালোরকম ভর্তিপরীক্ষা দিয়ে ঢুকতে হতো। এখন তো লটারী অনেকদিন ধরে, তাও ভালো বলে পরিচিত স্কুল গুলোকে লোকে ভালোই বলে, কিছু নতুন স্কুলও জুড়েছে তার সঙ্গে। অবশ্য তখন হয়তো এত চিন্তা ভাবনার ব্যাপার ছিলও না, ড্রাগ টাগ এইসবের, বিড়ি সিগারেট খাওয়াই উচ্ছন্নে যাবার পরাকাষ্ঠা ছিল। আবার একেবারেই কার সঙ্গে মিশবো কার সঙ্গে নয় তারও কিছু সেন্সর ছিলনা তাও নয়। কিছুটা নিজেরাও ঠিক করে নিতাম, তবে এই পোস্টটা করতে করতে ভাবছিলাম যে দুয়েকজন পাড়ার ছেলের সঙ্গে না মেশার ব্যাপার ছিল তাদের কারওরই আর্থিক অবস্থা খারাপ কিছু ছিলনা। স্কুলে অবশ্য এমন কিছু প্রশ্ন ছিলও না। তো সেটা ভালো কি খারাপ তা অন্য কথা, দিনকাল তো পাল্টে গেছে, শিশুদের জ্ঞানচক্ষু এখন ওয়াইড ওপেন হয়েছে, পৃথিবীও বোধয় কঠিন হচ্ছে, নিজেরে মেয়ের ক্ষেত্রেও অনেক কিছু ভাববো জানি। কিন্তু হজম করা চাপ। আমেরিকায় বরং সোজা লাগে, নেবারহুদের সেগ্রিগেশনটা একটা প্রশ্ন বটে, কিন্তু তবুও।

    এমন তো নয় যে সে যুগে ইলিশমাছের দর পয়সায় তিনটে ছিল আর পৃথিবী ছিল স্বর্গরাজ্য, কিন্তু টাকা পয়সার ভিত্তিতে ভবিষ্যৎ ভাগ হওয়াটা, নট ডান।
  • rabaahuta | 215.174.22.27 | ০৫ জুন ২০১৫ ২৩:০১679172
  • এটুজি, আমাদের ওখানে ছিল বালোয়াড়ি (তাই তো, নাকি? এই বানানটা নিয়ে আমি খুব কনফিউজড থাকি) স্কুল। বলতে নেই বালোয়াড়ি স্কুলের ছেলেমেয়েদের অবশ্য আমরা একটু হেলাছেদ্দার চোখে দেখতাম, তবে সেটা নিয়ে এখন লজ্জাবোধ করি। সেইসব স্কুল যাঁদের পরিচালনা করতে হয় তাঁরা কি পরিমান রিসোর্স স্বল্পতার মধ্যে, এবং হাজার রকমের দায়িত্ত্ব সামলে কাজ করেন সেটা একটা সাংঘাতিক চ্যালেঞ্জ। ভিলেজ মাদার বলে বোধয় একটা পদ হয়, গ্রামে। প্রচন্ড কম বেতন প্রচন্ড পরিশ্রম, সেনসিটিভ কাজের জায়গা... যাঁরা কাজ করেন তাঁরা সত্যি প্রাণপাত করেন, যাঁরা করেন না তাঁরা করেন না
  • | 183.17.193.253 | ০৫ জুন ২০১৫ ২৩:০৩679173
  • হুতো মেয়েকে ভালো পাবলিক স্কুলে দিতে চাইলে যেখানে বাড়ি নিতে হবে সেটা পরোক্ষে সেগ্রিগেশান কে সমর্থন করা হচ্ছে কিনা সেটাও ভাবার বিষয়।
    বলি কি যেখানে লেখাপড়া ইত্যাদি ভালো হয়, সেখানেই দিওঃ)
  • rabaahuta | 215.174.22.27 | ০৫ জুন ২০১৫ ২৩:০৮679174
  • মিঠুদি, হ্যাঁ, মেয়ের ক্ষেত্রে এইগুলো তো ভাববোই...। এখানে তাও অনেক সহজ লাগে, দেশে ফিরে কি করবো সেই নিয়ে চিন্তিত, আগে তো মাথা ঘামাতে হয়নি, কিন্তু এখন মনে হয় দেশে এই পয়সা কড়ির ভিত্তিতে বিভাজনটা খুব বেশী। বড় শহর গুলোতে অন্তত, আগরতলায় থাকলে হয়তো এত ভাবতে হতো না।

    আমেরিকার স্কুল নিয়ে টই ছিল সেটা খুঁজে দিতে বলেছিলাম ভাটে, কিন্তু আমি কিনা হনুদার থেকে তুলনায় নতুন, তাই অক্ষদা স্কুলের টইয়ের অনুরোধকে পাত্তা না দিয়ে ভালুকের টইয়ের লিঙ্ক দিয়েছিল। সবই লক্ষ্য রাখছি আমি।
  • rabaahuta | 215.174.22.27 | ০৫ জুন ২০১৫ ২৩:১০679175
  • আসলে আমার চার্টার স্কুল নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু এই টইয়ে জিজ্ঞেস করতে চাইছিনা।
  • Atoz | 161.141.84.175 | ০৫ জুন ২০১৫ ২৩:১২679176
  • হুতো,
    আমাদের ওখানে বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে অ্যাডমিশন টেস্ট দিয়ে তারপরে ক্লাস ফাইভে ভর্তি হওয়া যেত হাইস্কুলে। তো ওখানে যে বাংলা মাধ্যম গার্ল্স হাইস্কুলটি মোটামুটি ভালো বলে পরিচিত ছিল সেখানে বিভিন্ন প্রাইমারির অনেকে ভর্তি হতো। পরে তাদের কারুর কারুর কাছ থেকে শুনেছি "ভালো" "ভালো" প্রাইমারি থেকে আসা মেয়েদের ভীড়ে অন্য কোনাকাঞ্চির প্রাইমারি থেকে আসা কয়েকজন অত্যন্ত কোনঠাসা বোধ করতো, কারণ তাদের গ্রুমিং হয় নি।
    বলা বাহুল্য এক নম্বর দুই নম্বর ইত্যাদি প্রাইমারির মেয়েরা চিন্তাই করতে পারতো না ঐ ভালো হাইস্কুলে ঢোকার, তারা ভর্তি হতো(যদি আদৌ তাদের বাবামা ভর্তি করতেন) জুনিয়র হাইস্কুলে, এটি আরেকটি হাইস্কুল, তেমন ভালো বলে পরিচিত ছিল না।
    বিভাজন সেকালেও ছিল, তবে একটু অন্যরকম এই যা।
  • sswarnendu | 198.154.74.31 | ০৫ জুন ২০১৫ ২৩:১৩679177
  • sm,

    " খালি যে ছাত্র রা পড়ে; অধিকাংশের বাবা মাই জমাদার, ঝারুদার বা মশা মারার তেল ছড়ানোর কাজ করে। এনারা প্রায় প্রত্যেকেই ভালোমতন নেশা করে এবং ছেলে মেয়েদের নিজের কাজে ঢোকাতে পারলেই খুশি।"

    এই কুৎসিত লাইনগুলো বোধহয় না লিখলেও পারতেন...
  • sm | 233.223.155.66 | ০৫ জুন ২০১৫ ২৩:১৯679178
  • ফ্যাক্ট অনেক সময় কুতসিত ই হয়। আমিও অন্য রকম হলে খুশি হতাম।। আপনি অন্য কিছু জানলে বলুন।
  • 4z | 208.231.20.20 | ০৫ জুন ২০১৫ ২৩:২৯679179
  • অন্যরকম উদাহরন দিতেই পারি। বাবা জমাদার, মা লোকের বাড়ি কাজ করে কিন্তু ছেলে মেয়ে দুজনের পড়ার ব্যপারে কোন কম্প্রোমাইজ করেনি। ধার করে হোক বা যে করেই হোক পড়িয়েছে। ছেলে সিএ মেয়ে টিচার। এরকম আরও গোটা কয়েক উদাহরন দিতে পারি কিন্তু তাতে তো কারোর বদ্ধ ধারণা বদলাবে না।
  • একক | 24.99.71.180 | ০৫ জুন ২০১৫ ২৩:৩২679181
  • এসেম একচুয়ালি কিছু দৃষ্টিভঙ্গি ছুঁড়ে দিয়েছেন যেটা অনেকেই পোষণ করেন :) আমিও দীর্ঘদিন করেছি ।

    এইযে "ব্রোকেন ফ্যামিলি " এটা কীইই বাল ? ইকনমিক,হেলথ,দায়ভোর্স,জব যে কারণেই ব্রোকেন ফ্যামিলি ক্রিয়েট হোক সেটা সেই পরিবারে বাচ্চার ওপর সর্বদা খারাপ প্রভাব ফেলবে .....এটা কিসের বেসিসে ধরে নেওয়া ? যত্ত আমরু মধ্যবিত্ত কন্সারভেটিভ গুলো মিলে আজকাল এই ব্রোকেন ফ্যামিলি টার্ম টা নিয়ে পড়েচে । এটা আদতে পুকুরপাড়ে "জানত অমুকের ডিবোর্স হইছে" আলোচনার আমরু সংস্করণ ,প্রচুর সাইকোলজিকাল তুইস্তিং এন্ড ট্রাইং টু এঞ্জিনিয়ার সোসাইটি ইন আ কন্সারভেটিভ ওয়ে । "ব্রোকেন ফ্যামিলি" টার্ম টার মধ্যে দিয়ে সেই ধারনাটা ছড়িয়ে দেওয়া ।ফ্যামিলি ব্রেক করলে বাচ্চাদের উপর আঘাত অবস্যই আসে ,কিন্তু সেটা তাকে সেগ্রিগেট করে রাখার কারণ হতে পারেনা । বাইরে থেকে সোসাইটি সেগ্রিগেশন না করলে এক বাবা কিম্বা এক মা যেভাবে বাচ্চা সামলান তাতে বাচ্চার উপর কোনো কুপ্রভাব পরার কথা নয় । পুকুরপাড়ের লোকগুলো খোঁচায় বলে কুপ্রভাব পরে । তার জগৎ অকারণে কর্কশ হয় ।আর এগুলো বাড়িতে অন্য বাচ্চাদের মাথায় চাষ হয় যাদের ফ্যামিলি সো কল্ড ব্রোকেন নয় । বা যাঁরা ডিভোর্স টা একমাত্র ব্রোকেন বলে ধরেন । এগুলো আমার বাড়িতেও ছিল । অমুকের ছোটবেলা থেকে বাবা নেই বা মা নেই মানে তার মধ্যে এই এই গুন অনুপস্থিত বা দোষ থাকলেও থাকতে পারে । ডিভোর্স হলে নিশ্চই "মানিয়ে নেওয়ার প্রবলেম আছে " ।এই ধরে নেওয়া গুলো জাস্ট বোকা বোকা । এগুলো করা হচ্ছে যাতে কোনো রকম ব্রেকিং ঘটলে বা ঘটতে পারে বুঝলেই লোকে কাউন্সিলরের কাছে ছোটে । একটা হ্যাজার্দ এন্ড রিস্ক মেইন্তেনানস মার্কেট । সে হচ্ছে হোক ।কিন্তু কোন মার্কেট ইনস্ট্রুমেন্ট কোথায় অকারণ ভয় দেখিয়ে আমাদেরই চিন্তার সীমাবধ্ধতা কে হাতিয়ার করে উল্লু বানাচ্ছে সেটা বোঝাও দরকার । ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের খোঁচানো বন্ধ করুন তারাও আলাদা বাচ্চা হিসেবে বড় হবেনা । আর আপনার বাচ্চারও ব্রোকেন ফ্যামিলির বাচ্চার এক্স্পসার দরকার । হু নোস সে কাল কী ফেস করবে ?

    এখন বাচ্চার কেয়ারপ্রভাইডার হিসেবে টীকা দেওয়ায় বিশ্বাস রাখবেন না বাকি জীবন ধরে ওষুধ গেলানয় ,সে আপনার স্বাধীনতা ।
  • sm | 233.223.155.66 | ০৫ জুন ২০১৫ ২৩:৩৪679182
  • এরকম অনেক উদাহরণ ই আছে। আমি এদের প্রফেশন কে একবার ও নিচু চোখে দেখছি না তো। খালি বলতে চাইছি দারিদ্র এবং সুযোগের অভাব তাদের এই প্রফেশনের দিকে ঠেলে দিয়েছে।এই হতাশাই তাদের আরো গাড্ডায় ফেলে দিচ্ছে।ভিশিয়াস সাইকেল ।
    ভুলেও ভাব বেন না আমি আপনার চেয়ে, তাঁদের প্রতি কম সহানুভূতিশীল।
  • rabaahuta | 215.174.22.27 | ০৫ জুন ২০১৫ ২৩:৩৫679183
  • এটুজি, হ্যাঁ, তা তো ছিল ঠিকই, কোনভাবে কোন লেভেলে
  • Atoz | 161.141.84.175 | ০৫ জুন ২০১৫ ২৩:৪৫679184
  • হুতো,
    বিভাজন এড়ানোর উপায় প্রায় নেই দেখা যাচ্ছে, স্থানকালপাত্র নির্বিশেষে রয়েই যাচ্ছে। এমনকি অরওয়েলের সেই বিপ্লব পরবর্তী অ্যানিম্যাল ফার্মেও "সাম আর মোর ইকোয়াল" ঃ-)
  • 4z | 208.231.20.20 | ০৫ জুন ২০১৫ ২৩:৪৬679185
  • "এনারা প্রায় প্রত্যেকেই ভালোমতন নেশা করে এবং ছেলে মেয়েদের নিজের কাজে ঢোকাতে পারলেই খুশি।" - তাহলে এরকম একটা কমেন্ট করার মানে কি? how do you know এরা ছেলে মেয়েদের নিজের কাজে ঢোকাতে পারলেই খুশী?
  • rabaahuta | 215.174.22.27 | ০৫ জুন ২০১৫ ২৩:৪৭679188
  • @ এটুজি 11:45 PM
  • rabaahuta | 215.174.22.27 | ০৫ জুন ২০১৫ ২৩:৪৭679187
  • আমি প্রায় শব্দটা নিলাম ঃ)
  • Atoz | 161.141.84.175 | ০৫ জুন ২০১৫ ২৩:৪৭679186
  • হয়তো কোনো সার্ভেতে এঁরা বলেছেন।
  • lcm | 146.152.142.62 | ০৫ জুন ২০১৫ ২৩:৪৯679189
  • পাবলিক এডুকেশন স্ট্রাকচার জেনারেলি ইউনিফর্ম হয়।

    হাই ইনকাম এলাকার সঙ্গে লো ইনকাম এলাকার পাবলিক স্কুলের গভর্নমেন্ট ফান্ডিং, টিচার্স স্যালারি, সুযোগ সুবিধে আলাদা হওয়া উচিত নয়।

    শ্যামবাজার এভি স্কুল বা মিত্র স্কুলের মতন শহুরে স্কুলের সঙ্গে সঙ্গে বাঁকুড়া বৈতাল জিপি বিদ্যাপীঠ হাইস্কুলের -- টিচারদের মাইনে, শিক্ষক নিয়োগের যোগ্যতা বা সুযোগ সুবিধা আলাদা হওয়া উচিত নয়, সরকারি নীতিও তেমন আলাদা নয়।

    ইউএসএ-তেও তাই, একই রাজ্যের লো-ইনকাম নেবারহুডের সঙ্গে হাই-ইনকাম জিপ কোডের পাবলিক স্কুলের সরকারি ফান্ডিং, টিচার্স স্যালারি, সরকারি পলিসিতে ফারাক নাই। যেটা এখানে হয়, হাই-ইনকাম এলাকায় অনেক পাবলিক স্কুল প্রাইভেট/কর্পোরেট ফান্ডিং পায় - যেমন, আমাদের এখানে অনেক পাবলিক হাইস্কুলে প্রাইভেট ফান্ডিং-এ সোলার প্যানেল বসেছে, টেকনলজি আপগ্রেড হয়েছে। এগুলো, লো-ইনকাম নেবারহুড স্কুলেও আসে, অনেক প্রাইভেট ফান্ডিং থাকে।

    কিন্তু তাও, তফাৎ হয়, পড়াশোনার মানে। এই তফাৎ সরকারি এডুকেশন পলিসির জন্যে নয়। এখানে একজন লিখলেন যে, একটি স্কুল ভালো হয় ভালো মাস্টার থাকলে। এটা হাফ ট্রুথ - একটি স্কুল ভালো হয় ভালো ছাত্রছাত্রী থাকলে। এখন, ভালো ছাত্র মানে কি? যে ছাত্র নির্বিঘ্নে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে, চিন্তার বিকাশ ঘ্টাতে পারবে। সেটি শুধুমাত্র স্কুল দিয়ে সম্ভব নয়। বাবা-মা, পারিপার্শ্বিক পরিবেশ সব মিলিয়ে গড়ে ওঠে একজন ছাত্রের বিকশিত হবার জগৎ। এইখানেই আসে আর্থসামাজিক এবং বিভিন্ন তফাৎ। এই গ্যাপ কভার করতেই ঢুকে পড়ে প্রাইভেট স্কুল। কিছু লোক প্রাইভেট স্কুলে বাচ্চাদের দেয় - এলিটিজিম, পেডিগ্রি ইত্যাদির জন্য। কিন্তু তাদের সংখ্যা কম। বেশির ভাগ বাবা-মা ই বাচ্চাদের প্রাইভেট স্কুলে দেয়, বাড়ি-স্কুল সব মিলিয়ে একটি সোশ্যাল-ইকনমিক কনসিস্‌টেন্ট পরিবেশের মধ্যে দিয়ে বাচ্চাদের বড় করতে চায় বাবা-মা রা।
    দুটি পরিবারের আয়, খাওয়া-দাওয়া, পোষাক-আষাক, জীবনযাত্রার মান - এ সবে আকাশ-পাতাল ফারাক থাকলেও, তার কোন প্রভাব তাদের পড়াশোনায় পড়বে না - এমনটি আদর্শ ঠিকই, কিন্তু একটু অবাস্তব, একেবারে সম্ভব নয় তা নয়, তবে তার জন্য ন্যুনতম জীবনযাত্রার মান একটু উঁচু হওয়া দরকার।
  • sm | 233.223.155.66 | ০৫ জুন ২০১৫ ২৩:৫৩679190
  • আপনি বললেন যে ব্রোকেন ফ্যামিলি, দায়ভর্স ইত্যাদি বাচ্চার উপর মানসিক প্রভাব ফেলে।অর্থাত তাঁর মানসিক বিকাশে বাঁধা হয়।ফ্যামিলিতে সর্বদা ঝগড়া ঝাঁটি , ডোমেস্টিক ভায়োলেন্স নিশ্চয় সন্তান কে উগ্র ও অস্থির করে তোলে।অন্তত বেশির ভাগ ক্ষেত্রে।এর ওপর বাবা মা যদি প্রপার কেয়ার না দেয় বা উচ্চ শিক্ষিত করার উদ্যম না দেখায় তাহলে তো সোনায় সোহাগা।
    কেউ কেউ এর জাল কেটে আরো ভালো হয়ে দেখিয়ে দেয়।কিন্তু অধিকাংশই অকালে ঝরে যায়।
    সমাজ তাঁদের স্নেহের কমল স্পর্শ দেবে না ভ্রুকুটি দেখাবে, সেটা সমাজের ব্যাপার। আমি আমার বাচ্চা কে অনর্থক এইসব জিনিস ফেস করতে দেব কেন?
    অনেকে ভাগ্য বিপর্যয়ের জন্য জেল পর্যন্ত খাটে, তাবলে কি আমি সাত দিন জেল খেটে আসবো নাকি? কি মুশকিল!
  • sm | 233.223.155.66 | ০৫ জুন ২০১৫ ২৩:৫৭679193
  • 4Z , আমি অনেকের সঙ্গে কথা বলে জেনেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন