এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ১৯৯৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.205.6 | ০৬ জুন ২০১৫ ১০:৪০679293
  • বাবামায়ের ইনকাম, কোথায় কাজ করে, অফিসের অ্যাড্রেস, ফোন নং, সমস্ত কিছু রীতিমত ডকুমেন্ট করা হয়। বাপ আইটিতে থাকলে বেশী সুবিধে, নন-আইটি হলে এক নম্বর কাটা। আবার বাপ ম্যানেজার লেভেলে হলে সেই এক নম্বর ফেরত আসে। এই সমস্ত চলে অ্যাডমিশনের সময়ে। আর শেষে ছোট্ট একটা ডোনেশন ঃ-) ভালো স্কুল হলে লাখ পাঁচেক তো বটেই (তবে চেন্নাইতে দুয়েকটা এক্সেপশন আছে, খুব নামকরা স্কুল কিন্তু নো ডোনেশন)।
  • dc | 132.164.205.6 | ০৬ জুন ২০১৫ ১০:৪২679295
  • হুঁ আমাদের সময়ে এতো বাড়াবাড়ি ছিলনা, আগেও লিখেছি। এগুলো দিন দিন বাড়ছে।
  • S | 139.115.2.75 | ০৬ জুন ২০১৫ ১০:৪২679294
  • একক বাবু এইবারে বলুন তো ঠিক কতজন মাছওয়ালার ছেলেরা আজকাল মিশনের ইস্কুলে পড়তে যাচ্ছে।
  • S | 139.115.2.75 | ০৬ জুন ২০১৫ ১০:৪৪679296
  • কি আর বলবো?
  • - | 109.133.152.163 | ০৬ জুন ২০১৫ ১০:৫৬679297
  • @ এস 10:42 AM বালাই ষাট! মাছওয়ালারা ছেলেদের মিশনের ইস্কুলে পড়াবেন কেন? ইংলিশ মিডিয়াম ভালো স্কুলে পাঠাবেন। মলে গিয়ে আপনি কথা বলে দেখুন যে কোনও মাছওয়ালার সঙ্গে!
  • একক | 24.99.93.171 | ০৬ জুন ২০১৫ ১০:৫৭679298
  • এস

    ইকনমিক ব্যাকগ্রাউন্ড দেখা ইদানিং খুব বেড়েছে ।ইভেন মিশনেও দেখছে। বিধান মহারাজ আমরা পাশ করে বেরোনোর পর সেক্রেটারি থাকার সময় খুব ইকনমিক ব্যাকগ্রাউন্ড দেখতেন যা নিয়ে মিশনের ফোরামেই সমালোচনা হয়েছে প্রচুর । ওনার যুক্তি ছিল মোটামুটি স্তেদি ইনকাম সোর্স না থাকলে তারা ভবিষ্যতে সাপোর্ট দিতে পারবেনা পড়াশোনায় । এটাও বিরোধিতা করেছি । কিন্তু ব্রোকেন ফ্যামিলি কিনা কোনকালে কাউকে মাথা ঘামাতে দেখিনি ।
    এবার মিশনের গল্প বাদ দিয়ে যদি ভাবি , এইযে ডিসি বললেন বাঙ্গালোরে বাবা-মা একসঙ্গে দেখতে চেয়েছে ,এসব বান্দ্রাম হয় কারণ ওই পুরনো মানসিকতার লোকগুলো গভর্নিং বডিতে রয়ে গ্যাছে যাদের এসবে বিশাল আসে যায় । সেত আরও বান্দ্রাম আছে । কোনো কোনো ইস্কুলে দুজনেই আর্নিং মেম্বার হলে খারাপ চোখে দেখে ,মিটিং এ দুজনেরই হাজিরা দেওয়া মাস্ট । এসব বালপনা কে বালপনা বলা যাবেনা ? এখন জেনেরেশনের গার্জেনরা এসবে বিরক্ত হচ্ছে দেখেই তো বুঝতে পারছি কালেকটিভলি এসব ফালতু জিনিস ইগনোর করার মানসিকতা বাড়ছে । ক্যাথলিক ইস্কুলে বাঙ্গালোরে আরও যসব ফ্যামিলি ভ্যালু ওরিয়েন্টেড হ্যাজ চলে সেগুলো ভুক্তভোগীরাই বলুন না :) আমার বলার কী দরকার । পিপল আর নট লায়কিং ইট । জেনেরেশন টু জেনেরেশন এক্সেপ্টেন্স ভ্যারি করে তো । আমি একবারও বলছিনা আগের লোকেরা খারাপ ভাবত ,এখন বেশ করেছিস ডিভোর্স করেছিস পার্টি দে বলে গলা জড়ায় :)) নো নেভার ।জেনেরেশন গ্যাপ ভালো-খারাপ ভাবার দিক দিয়ে নয় । ইউসড টু এন্ড একমদেতেদ হয়ে যাওয়ার ।পিপল আর নট কাউন্টিং ইট সিরিয়াসলি এস দে ইউসড টু কাউন্ট বিফোর । পার্সোনাল স্পেস সচেতনতা বেড়েছে । ফ্যামিলি রিলেশন /প্রবলেম নিয়ে যেচে প্রশ্ন করলে মফস্বলি বাল বলে । এটাই ডিফারেন্স আগের চে ।
  • S | 139.115.2.75 | ০৬ জুন ২০১৫ ১১:০৭679299
  • আমি পাতি বাঙ্গলা মাধ্যমের ছাত্র। এইসব ইস্কুলে তো আধুনিক আধুনিকাদের ভীড় বলেই মনে করতাম। অন্তত ছোটো থেকেই তাই দেখছি। জামা কাপড় - হাবভাব - ইঙ্গরাজী বলা - গাড়ি করে ইস্কুলে আসা। এতো আধুনিকত্বের মাঝে শুধু আসল জায়গাটাই আধুনিক হয়ে উঠতে পারলোনা। এইসব জনতাকে একবার সামনে পেলে না সব আধুনিকত্ব বের করে দিতাম। জীবনে ইঙ্গরাজী বলার আগে ৩ লক্ষ বার ভাবতো।
  • একক | 24.99.93.171 | ০৬ জুন ২০১৫ ১১:২৬679300
  • এস

    মাছয়ালা বলতে নিম্নমধ্যবিত্ত তো ? আপনি এক কাজ করতে পারেন, আমার তো সর্বর্ত্র চেনা নেই ,খুবই সীমিত । বেলঘরিয়া স্টুডেন্ট হোমে বেশ বড় হোস্টেল ।এইচ এস দিয়ে সব আসে । ওদের ক্রায়তেরিয়াই হচ্ছে বেশিরভাগ ভালো রেসাল্ট করা নিম্নমধ্যবিত্ত নেওয়া । অগুন্তি ছোটো চাষী , ছোটো দোকানদার এরকম ফ্যামিলির ছেলে পাবেন । একদম ক্রুড ডেটা দরকার হলে গিয়ে যোগাযোগ করতে পারেন । এবার এই সংখ্যাটা সেন্টার টু সেন্টার ভ্যারি করে ।মঠ সেন্টার একটু বেশি নিম্নমধ্যবিত্ত নেয় , মিশন সেন্টার একটু কম । বাট মোর অর লেস এটা মিক্সড ক্রাউড ।

    অন আ লাইটার নোট , একটা বেসিক জিনিশ রীড করুন না :) মিশনের ছেলেরা এত খিস্তিবাজ হয় কীকরে ? এত কম বয়েস থেকে বিড়ি খাওয়া ধরে ক্যানো ? এত অন্য লোকের গাঁড়ে লাগা অভ্যেস ক্যানো ? কারণ এখানে ভদ্রজনোচিত সোশাল ইঞ্জিনিয়ারিং কম হয় । আর যে মহারাজরা ওসব চেষ্টা করে তারা খোরাক হয় ,তাদের একাধিক নিকনেম হয় :) এখানে বাচ্চারা সহনৌভুনক্তু আর শোরএর বাচ্চা বলা একসঙ্গে শেখে । ঝার্পিট করে বড় হয় বাচ্চারা । খুব খুনোখুনি জাতীয় ঝামেলা না পাকালে বহিস্কৃত হয়না কেও । পুরো মিশন টাই একটা বিশাল বড় বজ্র আঁটুনি ফসকা গেরো ,হুইচ মেকস ইট সাক্সেস্ফুল ইন ইটস ওয়ে :D
  • S | 139.115.2.75 | ০৬ জুন ২০১৫ ১১:৩৫679301
  • আমি নরেন্দ্রপুর খুব ভালো করে চিনি। অনেককে জানি। এখনকার কেউই কিন্তু নিম্নমধ্যবিত্ত নয়। আগে নেওয়া হোতো সেটাও জানি। এরা কেউ খিস্তি একদমই দেয়না। আর খিস্তি দেওয়ার সাথে এর বোধয় কোনো সম্পক্ক নেই। জোকায় গিয়ে যা খিস্তি শিখলাম, তার কাছে যদুপুর নেহাত শিশু - মানে যদুপুরে যেখানে শেষ হোতো, জোকায় সেটা শুরু হোলো। হ্যাঁ বিড়ি ফোকাটা নরেন্দ্রপুরের বড় ফিচার।
  • bip | 79.138.209.156 | ০৬ জুন ২০১৫ ১১:৪৮679304
  • (১) ব্রোকেন ফ্যামিলিতে ছেলে মে্যে মানুষ হবে না-এমন পরিসংখ্যান আমি দেখেছি। তবে ব্যতিক্রম ও নিজের চোখে দেখেছি। ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে
    মা হচ্ছে আসল ফ্যাক্টর। মা ভালো হলে সিঙ্গল না ডবল ম্যাটার করে না।

    (২) সন্তানেরা ডিভোর্স পছন্দ করে না

    (৩) কোম্পানী গুলি ডিভোর্সি কর্মী নিতে পছন্দ করে না। এবং এর পেছনে লজিক অকাট্য। ডিভোর্সি কারা হয়? যারা লাইফে কম্প্রোমাইজ করতে শেখে নি
    -ভীষন ইন্ডিভিজুয়ালিস্টিক। তারা কোম্পানীর গ্রুপ ডাইনামিক্সে কতটা কম্প্রোমাইজ করবে সেটা নিয়ে সংশয় থাকে। ডিভোর্সি লোকেরা ভাল কর্মী হয় না-
    প্রচুর এটিচুড ইস্যু ব্যাকলগ থাকে।
    এটা আমার নিজের দেখা । তবে অনেকেই সেকন্ড বিয়ে করে অনেক দিন সেটলড-তাদের সমস্যা নেই। ডিভোর্সের পরে সেকন্ড বিয়েটা করতে পারে নি
    -এটা খুব ভালনারেবল কম্বিনেশন।
  • SC | 83.222.179.56 | ০৬ জুন ২০১৫ ১১:৫২679305
  • মিশন যে বেশ সাকসেসফুল, সে তো তার অ্যালুমনি বিপের বক্তব্য শুনেই বোঝা যাচ্ছে। :)
  • S | 139.115.2.75 | ০৬ জুন ২০১৫ ১১:৫৯679306
  • সেকি আমি হলে তো ডিভোর্সিকেই নেবো। কোনো পিছুটান নেই। বাড়ি যাওয়ার তাড়া নেই। কম্প্রোমাইজ করেনা। অলওয়েজ অ উইনার।
  • নির | 212.78.26.26 | ০৬ জুন ২০১৫ ১২:৩৪679307
  • " অন্তত ছোটো থেকেই তাই দেখছি। জামা কাপড় - হাবভাব - ইঙ্গরাজী বলা - গাড়ি করে ইস্কুলে আসা। এতো আধুনিকত্বের মাঝে শুধু আসল জায়গাটাই আধুনিক হয়ে উঠতে পারলোনা। এইসব জনতাকে একবার সামনে পেলে না সব আধুনিকত্ব বের করে দিতাম। জীবনে ইঙ্গরাজী বলার আগে ৩ লক্ষ বার ভাবতো।"
    সামনে পেলে কিভাবে আধুনিকত্ব বের করতেন জানতে আগ্রহী । আশাকরি নিজের ছেলেমেয়েকে বাংলা মিডিয়ামে পড়াবেন অবশ্যই ।
    "কম্প্রোমাইজ করেনা। অলওয়েজ অ উইনার।" -- এই য্যা: আপনি ইংরাজি বলে ফেললেন যে! আগে তিন লক্ষ বার ভেবেছিলেন ?
  • S | 139.115.2.75 | ০৬ জুন ২০১৫ ১২:৩৯679308
  • কথাগুলো আপনার গায়ে লাগলো কেন বলুনতো?
  • নির | 212.78.26.26 | ০৬ জুন ২০১৫ ১৩:২১679309
  • গায়ে লাগলো কারণ এগুলো অভদ্রতা, এই ভাবে বলা। কেউ বাংলা মিডিয়াম মানেই যেমন অশিক্ষিত আনস্মার্ট নয়, তেমনি কেউ ইংলিশ মিডিয়াম মানেই "জামা কাপড় - হাবভাব - ইঙ্গরাজী বলা - গাড়ি করে ইস্কুলে আসা" নয়। আমি নিজে বাংলা মিডিয়াম, আমার অনেক ইংলিশ মিডিয়াম বন্ধুও আছে। নিজের অভিজ্ঞতা থেকেই এই কথা বলছি । আপনার কথাগুলো ওই 'মুসলিম মানেই সন্ত্রাসী , সব জানা আছে, দেখিয়ে দেব ব্যাটাদের" টাইপের । আলোচনা করতে গেলেই কাউকে ঠেস দিয়ে কথা বলতে হবে এমন তো নয়।
  • S | 109.27.138.238 | ০৬ জুন ২০১৫ ১৩:৪২679310
  • গায়ে লাগার কারণ তো তা নয় মশাই। যাক আসল কারণটা না হয় নাই বললেন।

    এইবারে বলুন তো যারা এমন বারফাট্টাই নিয়ে চলে, নিজেদের আধুনিক মনে করে এবং বলে বেড়ায়, তারাই আবার যদি ইস্কুলে বাচ্চা ভর্তির ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করে কতগুলো বস্তাপচা আইডিয়া নিয়ে - তাহলে আমি আবারো বলছি আধুনিকত্ব বের করে দেবো। প্রেক্ষিত (পার্সপেক্টিভ - ফর ইউর ইঙ্গলিশ মিডিয়াম ফ্রেন্ড্স) টা বুঝুন।
  • S | 109.27.138.238 | ০৬ জুন ২০১৫ ১৩:৪৪679311
  • ও হ্যাঁ আরেকটা কথা কেউ যদি নিজেকে আধুনিক মনে করে কিন্তু মুসলমানদের নিয়ে হাবিজাবি কথা বলে তাদেরকেও আমি ছেড়ে কথা বলিনি। আপনি থাকুন আপনার ভদ্রতা নিয়ে।
  • Somnath Roy | ০৬ জুন ২০১৫ ১৩:৫০679312
  • আধুনিকতা তো ঐতিহাসিক ভাবেই মুসলিমদের নামে কুত্সা রটিয়ে এসেছে
  • a | 213.219.201.58 | ০৬ জুন ২০১৫ ১৩:৫৭679313
  • এই S বাবু গুরুতে একদম ফিট ইন ঃ)

    "তাহলে আমি আবারো বলছি আধুনিকত্ব বের করে দেবো।" - তো সেটা কি করে করবেন সেটাই তো প্রশ্ন। শুধু ফ্রাস্ট্রু ঝারলে হবা?
  • নির | 212.78.26.26 | ০৬ জুন ২০১৫ ১৪:১২679315
  • "গায়ে লাগার কারণ তো তা নয় মশাই। যাক আসল কারণটা না হয় নাই বললেন।"
    -তাই নাকি ? আপনার মনে হচ্ছে কেন যে আসল কারণ অন্যকিছু থাকলেও তা না বলে অন্য কারণ দেখাবো? আপনি নিজে এমন করে থাকেন বুঝি?
    এইসব আগে ফেবুগুরুতে দেখা যেত। এখন এখানেও আসছে।
  • Somnath Roy | ০৬ জুন ২০১৫ ১৪:১৮679316
  • সে তো আনন্দের বিষয়। নাক উঁচুমিটা কিঞ্চিত্ কমলেই মঙ্গল।
  • নির | 212.78.26.26 | ০৬ জুন ২০১৫ ১৪:২৫679317
  • আরেকজনের চোতা কমন পড়ে গেছে। এবার খাগড়াগড় প্রবন্ধ নামবে।
  • Somnath Roy | ০৬ জুন ২০১৫ ১৪:৩০679318
  • উঁহু প্রবন্ধ না, পদ্যে লিখতে হবে। গদ্যকে কমিউনিকেশনের ফর্ম হিসেবে ইউজ করাও আধুনিক সীমাবদ্ধতার লুপে পড়া।
  • একক | 24.99.39.57 | ০৬ জুন ২০১৫ ১৪:৪০679319
  • একদম ।গদ্য থেকেই তো গ্যাদগেদে শব্দের উত্পত্তি ।গদ্য পরিত্যাজ্য । রবিবাবু এইনিয়ে কী বলেচেন জানিনে ,তবে রবিবাবু যখন কিছু একটা না বলে ছাড়েন নি নিশ্চই !
  • নির | 212.78.26.26 | ০৬ জুন ২০১৫ ১৪:৪৪679320
  • পদ্যও দেখতে গেলে তাই। এককালে তো সেটাই আধুনিক ছিল। ঠিকঠাকভাবে আধুনিক সীমাবদ্ধতার পুঁজিবাদী কালো হাত থেকে মুক্তি পেতে গেলে সৃষ্টির আদিযুগে ফিরে যেতে হবে, যখন মানুষ আকারে ইঙ্গিতে এবং সামান্য কিছু শব্দের মাধ্যমে ভাব প্রকাশ করত। সেই ফর্মে লিখতে হবে। উদা: - নায়ক চোখ পাকিয়ে দাঁত খিচিয়ে বলছে - "ধু শ দু না ঘু ভা ব ন ক কে.......ঘুত ঘুত ঘঘর ঘ: ?"
    -এর মানে হলো "ধুর শনিবারের দুপুরটা না ঘুমিয়ে ভাট বকে নষ্ট করছি কেন ??"
  • S | 109.27.138.238 | ০৬ জুন ২০১৫ ১৪:৪৬679321
  • নির বাবু আমি গুরুতে বিগত প্রায় ছ বছর ধরে আছি। ফেসবুকে নেই, কোনোকালে ছিলামো না। অতএব আপনার কথা দাঁড়ালো না। অন্য কিছু ভাবুন।

    আর আপনি দিচ্ছিলেন ভদ্রতার পাঠ। আমার পোস্টে আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করিনি, সমালোচনা করেছিলাম এক ধরনের চিন্তা ভাবনার। কিন্তু আপনার পোস্টে পার্সোনাল অ্যাটাকের যথেস্ট গন্ধ রয়েছে। অতএব আপনার এই কথাটাও দাঁড়ালো না।

    আপনি প্রেক্ষিতের বাইরে গিয়ে আমার কথাকে কোট করে সমালোচোনা করেছেন আর আপনার ভদ্রতাও তার পরের দুটো পোস্টে বেড়িয়ে গেছে। অতএব আপনি নিস্চই ভদ্রতার খাতিরে কথাটা গায়ে লাগান নি।
  • S | 109.27.138.238 | ০৬ জুন ২০১৫ ১৪:৪৮679322
  • @a বাবু, আপনি বলছেন আমি একদম ফিট ইন। আর দেখুন আমাকে বলছে কিনা নতুন ঃ)
  • ranjan roy | 192.69.154.221 | ০৬ জুন ২০১৫ ১৫:১৩679323
  • s এবং নির,
    দুই মহাশয়ই এবার নিবৃত্ত হউন। মজার থেকে ব্যাপারটা এবার ব্যক্তিগত তিক্ততার দিকে চলে যাচ্ছে।
    একটা অপশনঃ গান্ধীগিরি করে একজন আরেকজনকে পুষ্পগুচ্ছ দিতে পারেন।
  • S | 109.27.138.238 | ০৬ জুন ২০১৫ ১৫:১৮679324
  • রন্জদার কথামত আমিই নির বাবুকে পুষ্প গুচ্ছ দিলাম।
  • a x | 60.171.26.111 | ০৬ জুন ২০১৫ ১৫:২১679326
  • আমার মাঝে মাঝেই কারো কারো হাতে ললিপপ ধরিয়ে দিতে ইচ্ছে হয়, এবার থেকে নাহয় পুষ্পগুচ্ছই দেব, রঞ্জনদার খাতিরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন