এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ১৯৯৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 125.118.208.118 | ০৬ জুন ২০১৫ ১৫:২৭679327
  • আমার কাউকে কাউকে দলা পাকানো মোজা ধরিয়ে দিতেও মন চায়।
  • নির | 212.78.26.26 | ০৬ জুন ২০১৫ ১৫:৩২679328
  • রঞ্জনদা, টইটাকে একটু অন্যদিকে নিয়ে তো যাওয়া গেল। নইলে গোল গোল ঘোরাঘুরি শুরু হচ্ছিল ।
    পুষ্পগুচ্ছ আমিও নিলাম এবং দিলাম । আধুনিক সীমাবদ্ধতার লুপকে কলা দেখানো পদ্যকারকেও ফুল দেওয়া হলো- গরিবের দান - শুধু দুটি ঘাসফুল (এর সঙ্গে আবার নিখিল বঙ্গের শ্রেষ্ঠ পদ্যসাহিত্য - 'কথান্জলি'র সম্পর্ক খুঁজতে বসবেন না যেন)।
  • S | 109.27.138.238 | ০৬ জুন ২০১৫ ১৫:৪৬679329
  • এইযে ঘাসফুল এলো। এইবারে টই বন বন করে একই জায়্গায় ঘুরবে।
  • a x | 60.171.26.111 | ০৬ জুন ২০১৫ ১৬:০৪679330
  • ঃ-))
  • Somnath Roy | ০৬ জুন ২০১৫ ১৬:০৪679331
  • আধুনিক অর্থে আমরা অধুনা+ষ্ঞিক = আধুনিক বোঝাইনা, মডার্নিটি নামক ভাবধারাকে বোঝাই। মডার্নিটির আগে হাজার হাজার বছর ধরে মানব সম্প্রদায়গুলির যে অর্জন, যেমন পদ্য, যেমন কৃষি ইত্যাদি বর্জন করব কেন?
  • sm | 233.223.159.253 | ০৬ জুন ২০১৫ ২১:৫৩679332
  • "আপনি বললেন যে ব্রোকেন ফ্যামিলি, দায়ভর্স ইত্যাদি বাচ্চার উপর মানসিক প্রভাব ফেলে।অর্থাত তাঁর মানসিক বিকাশে বাঁধা হয়"

    আজ্ঞে না ।আই হ্যাভ সীন লটস অফ পিপল গ্রোন আন্ডার সিঙ্গল ফাদার অর মাদার।তারা কেউ কিছ্চু বিগড়ে যায়নি ।এই দেশেই ।ভারতবর্ষেই ,কলকাতাতেই। এনেকদত দেবার কোনো ইচ্ছে নেই বলেই দিচ্ছিনা ।
    -----
    একক আপনি লিখলেন , ব্রোকেন ফ্যামিলি শিশুর মানসিক বিকাশে বাঁধা হয় না। আমি আপনাকে লিংক দিলাম।দেখা যাচ্ছে ব্রোকেন ফ্যামিলির শিশুরা পাঁচ গুন বেশি মেন্টাল ট্রাবল এর শিকার।এটা কিন্তু যে সে নয়, অফিস অফ নেশনাল স্ত্যাতিস্তিক্স এর রিসার্চ। এটা অস্বীকার করছেন কেন?আপনি স্ট্যাট দিয়ে দেখান না ব্রোকেন ফ্যামিলি তে শিশুর মানসিক বিকাশ বেশি হয়। ফালতু আতা ক্যালানে গিরি করে লাভ আছে?
    Children from broken families are nearly five times more likely to suffer damaging mental troubles than those whose parents stay together, Government research has found.

    It also showed that two parents are much better than one if children are to avoid slipping into emotional distress and anti-social behaviour.

    The findings say that children’s family backgrounds are as important - if not more so - than whether their home is poor, workless, has bad health, or has no one with any educational qualifications.
    The research adds to a wealth of data that shows children suffer badly from divorce or parental break-up, and that those brought up by a single parent are more likely to do badly at school, suffer poor health, and fall into crime, addiction and poverty as adults.

    Read more: http://www.dailymail.co.uk/news/article-1079510/Children-broken-homes-times-likely-suffer-mental-troubles-says-Government-study.html#ixzz3cIc5PqLD
    Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

    দ্বিতীয়ত কলকাতায় মিশনারী স্কুল গুলোতে বাবা মার দুজনের ইন্টারভিউ নেওয়া হয় এবং ইনকাম কত তাও চেক করা হয়।
    এটা তো ফ্যাক্ট।আপনি তো ব্লগে লিখে তাদের ডিসিশন চেঞ্জ করতে পারবেন না।
  • | 24.96.75.22 | ০৬ জুন ২০১৫ ২২:০৮679333
  • তাহলে শেষ অবধি কী দাঁড়ালো? ঃ)
  • একক | 24.99.76.158 | ০৬ জুন ২০১৫ ২৩:১৮679334
  • "একক আপনি লিখলেন , ব্রোকেন ফ্যামিলি শিশুর মানসিক বিকাশে বাঁধা হয় না। "
    "আপনি স্ট্যাট দিয়ে দেখান না ব্রোকেন ফ্যামিলি তে শিশুর মানসিক বিকাশ বেশি হয়।"

    তার মানে,
    মানসিক বিকাশে বাধা না হওয়া == মানসিক বিকাশ বেশি হওযা ? মানে সাহায্য করা ?

    কী ক্লান্তিকর :|
  • sm | 233.223.159.253 | ০৬ জুন ২০১৫ ২৩:২৫679335
  • তাহলে মানসিক বিকাশ একই রকম থাকে, সেই নিয়ে কিছু স্ট্যাট দিলেও চলবে।
  • পদ্মনাভস্বামী | 24.139.190.82 | ০৬ জুন ২০১৫ ২৩:৩৯679337
  • আজব আলোচনা চলছে। ডিভোর্স হলে অবশ্যই বাচ্চার মনে চাপ পড়ে। আর তার প্রতিফলন অন্যত্রও পড়াই স্বাভাবিক। কি হওয়া উচিত আর কি হয় এদুটো গুলিয়ে কি লাভ?
  • রৌহিন | 233.223.132.92 | ০৭ জুন ২০১৫ ০০:৩৪679338
  • ডিভোর্স হয়েও বাচ্চা ভালোভাবেই মানুষ হয়েছে সে উদাহরণ আমার পরিবারেই পেয়েছি। কিন্তু প্রশ্ন সেটা নয়। ডিভোর্স সাধারণতঃ উভয়ের কাছেই অনভিপ্রেতই হয় - অর্থাৎ ডিভোর্স করব এরকম পরিকল্পনা নিয়ে কেউ বিয়ে করে এরকম আমি শুনিনি (কেউ করতেই পারেন তবে সেটা ব্যতিক্রম হিসাবেই ধরব) - তা সত্ত্বেও যখন ডিভোর্স হয় সেটা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোন বাধ্যবাধকতা থেকে উদ্ভুত ব্যক্তিগত সিদ্ধান্ত হিসাবেই ধরা যায়। সেটা নেবার অধিকার তার অবশ্যই থাকা উচিৎ - কে ঠিক কে ভুল তার বিচার করার অধিকার অন্য কারো আছে বলে মনে হয় না। সেই দম্পতি সন্তান নিয়ে থাকলে সেটা সংশ্লিষ্ট হ্যাজার্ডসগুলোর মধ্যেই পড়ে - সেটা একক বা প্রধানভাবে ডিভোর্সের সিদ্ধান্তকে প্রভাবিত করবে কেন?
    বাচ্চারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শিখে যায় কিভাবে নিজেকে সামলাতে হয়। ডিভোর্স অনেক সময়ে বাচ্চাকে মানসিকভাবে গড়ে উঠতে সাহায্যই করে (এটা থিয়োরি না - একটা অবজার্ভেশন শুধু - আমি কনক্লুশনে পৌঁছচ্ছি না এ থেকে)। উল্টোটাও হতেই পারে - কিন্তু সেটা সংশ্লিষ্ট মানুষদের সমস্যা। এর ভালো-মন্দ বিচার করার আমরা কে?
    আরেকটা অপ্রাসঙ্গিক ছোট প্রশ্ন - ফেবুগুরু কি কৌলিন্যে সাইট গুরুর ধারেপাশে আসে না? ফ্ল্যাট আর পাশের বস্তির মত?
  • সীমন্তিনী | 138.252.11.235 | ০৭ জুন ২০১৫ ০১:২৬679339
  • ইয়ে, যে বাচ্চারা একটা ট্রাবল্ড বিয়ে দেখে বড় হয়, তাদের মানসিক সমস্যা হয় অনেকরকম।
    এটা অনেক ডাক্তারই স্বীকার করেন। বাচ্চা কিভাবে বড় হচ্ছে সেটা সব থেকে বেশি জরুরি। হুদো হুদো সিংগল বাবা/ মা বাচ্চা বড় করছেন, হ্যাঁ সমস্যা হয়। কিন্তু তাদের স্ট্রাগল কে একদম ফুঁৎকারে উড়িয়ে দেওয়া যায় না।
    বিশেষ করে এক স্কুলে ছেলে মেয়ে পড়াবো না, বা ডীভোর্সি বাবা মার বাচ্চাদের ক্লাসে নেওয়া উচিৎ না এসব ভেবেও আঁতকে উঠলাম।
  • SC | 83.222.179.56 | ০৭ জুন ২০১৫ ০২:১৮679340
  • আহা, অত সহজে আঁতকে উঠলে চলে না। মিশনের লিবারাল এনভায়রনমেন্ট এ পেখম মেলা বিপ আবার বলেছে ডিভোর্সী দের চাকরি তে নেবে না।
    ও নাকি আমেরিকা তে ব্যবসা করে। ওই লেখাটা নিয়ে ওকে sue করলে অর ব্যবসা খুব বেশিদিন খোলা থাকা উচিত নয়। এরকম এইচ আর পলিসি ক্লিয়ারলি ডিসক্রিমিনেশন। আবার খোলা পাতায় জাহির করে সেটা বলছে, যে আমি discriminate করি!
    অবশ্য আমি বিপকে খুব একটা দোষ দিয় না। কারণ দু একবার nri পার্টিতে গিয়ে যে মালগুলোকে দেখেছি, তারা বিপ এর বাপ মা। সেখানে বিপ তো নিতান্তই শিশু।
  • সীমন্তিনী | 138.252.11.235 | ০৭ জুন ২০১৫ ০৩:০০679341
  • আরে, ওই দেশে আমিও থাকি তো। আমি জানি এগুলো কিরকম ভাবে কাজ করে। তাকে তো আর সামনাসামনি কিছু বল্বেনা, বলবে তোমার থেকে ভালো ক্যান্ডিডেট পেয়েছি, তাই তাকে নিয়েছি।
    আর হ্যাঁ এন আর আই পার্টি গুলো ভয়াবহ। আমি একবার ট্রাই নিয়ে আর যাই নি এই শহরে। ভয়াবহ রকম মিস্ফিট আমি ওখানে।
  • 4z | 79.157.80.175 | ০৭ জুন ২০১৫ ০৩:০৪679342
  • এন আর আই পার্টি উপচে তো টই ভরছে।
  • ন্যাড়া | 109.72.224.255 | ০৭ জুন ২০১৫ ০৩:২৪679343
  • সবাই যদি মিসফিট তালে এই এনআরআই পার্টিগুলোতে আমি ছাড়া আর যায় কে?
  • Atoz | 161.141.84.175 | ০৭ জুন ২০১৫ ০৩:৪৮679344
  • ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন ? ছায়া পড়ছিল ওদের? ঐ পার্টিতে যারা ছিল?
    ঃ-)
  • দানবকৃষ্ণ | 81.204.11.15 | ০৭ জুন ২০১৫ ০৩:৪৮679345
  • তা ধরুন আমি যেতে পারতাম। কিন্তু কেউ না ডাকলে তো আর জোর করে যাওয়া যায়না। হয়তো ঢুকতেই দিলো না, অপমান করিয়া বসিল।
  • সীমন্তিনী | 138.252.11.235 | ০৭ জুন ২০১৫ ০৩:৫৯679346
  • আরে , একটা পুজো উপলক্ষ্যে গেছিলাম, সঙ্গে একটা কুচো ছিল। চটি ছেড়ে , তাকে কোনোমতে বগলদাবা করে সবে হলে ঢুকছি, এক মাতব্বর বললেন, "এই যে চাঁদা টা দিয়ে যান।" এমন রাগ ধরেছিলো যে বলার না। তার পরে আর আনুষঙ্গিক পাঁচরকমের বটকেরা দেখে হেবি ঝাঁট জ্বলেছে। কোনওরকমে এক ঘণ্টা কাটিয়ে পালিয়েছি, এন্ড নাকে কানে খত। আর ওদিকে না।
  • - | 109.133.152.163 | ০৭ জুন ২০১৫ ০৪:৪৩679348
  • দানববাবু 03:48 AM, পয়সা দিলে ঢুকতে দেবে না বা অপমান করবে, এ জাস্ট হতেই পারে না ঃ-) ওঁরা আর কিছু চিনুক বা না চিনুক, ঐ ঐটে একটু বেশীই চেনেন। মানি ইস এভারগ্রীন!
  • !! | 22.191.82.166 | ০৭ জুন ২০১৫ ০৪:৫৫679349
  • পুজোয় চাঁদা না দিলে চাইবেই তো, তাদের তো চালাতে হবে। এই জন্য আবার রাগ?
  • সীমন্তিনী | 138.252.11.235 | ০৭ জুন ২০১৫ ০৫:০৩679350
  • চাঁদা দেওয়াতে আপত্তি নেই তো। কিন্তু যেখানে একটা মানুষকে দেখছে ম্যানেজ করে জাস্ট হলে ঢুকছে, ব্যাগ টাও রাখতে পারেনি, সেখানে হামলে পড়ে ওরকম কদর্য্য ভাবে চাঁদা চাওয়া টা ১০০% অসভ্যতা মনে করি । ইঙ্গিত টা ছিলো ফ্রী-তে খেতে এসেছি যেন। আর রাগ হলে সে দেখিয়ে অপচয় করেই বা কি করব। পরের বার থেকে যাবো না, দ্যাটস অল।
  • S | 109.27.138.238 | ০৭ জুন ২০১৫ ০৫:৪৬679351
  • আমিও চাঁদা চাওয়ার পক্ষে। অবশ্যি কেউ না দিলে তাকে পুজো মন্ডপে ঢুকতে দেবোনা, সেটা কিছুতেই করা যায়্না। ম্যাক্সিমাম হয়তো দুপুরের খাওয়াটা মিস হবে। কিন্তু সেখানেও একটা ভদ্রতার ব্যাপার থাকে। অন্তত কার্টসি। মানে বিলেতে থেকেও যদি সেই কার্টসি টুকু না থাকে তাইলে তো মুশকিল।

    এনারাই পার্টি? এই পার্টি জিনিসটা যে কি, কে জানে? মানে বৌ বাচ্চা নিয়ে কি করে যে পার্টি করা যায় কে জানে? সেটা তো নিমন্তন্ন বাড়ি হয়ে যায়। পার্টি তো কুল ব্যাপার স্যাপার। আপনারা এই এনারাই পার্টির যা সকল বর্ণনা দিচ্ছেন, বুঝতে পারছি ও জিনিস আমার জন্যে নয়।
  • a x | 60.171.26.111 | ০৭ জুন ২০১৫ ০৬:১৯679352
  • দানবটা কি ঢপটাই না দিচ্ছে! কত কত পাট্টির ছবি দেখলাম দানবিনীর পেজে!
  • aranya | 83.197.98.233 | ০৭ জুন ২০১৫ ০৬:৩২679353
  • দানবিনী গুড, ওল্ড কোল্কাতায়

    এনারাই পাট্টি বলে অমন জেনারালাইজ করে দিলে কিন্তু মুশকিল, সব এনারাই পাট্টি-কে কি আর এক ছাঁচে ঢালা যায়..
  • aranya | 83.197.98.233 | ০৭ জুন ২০১৫ ০৭:০২679354
  • তবে পুজোর চাঁদা চাওয়ার নামে অমন অসভ্যতা হতে দেখেছি। 'চাঁদা' শব্দ-টাও ব্যবহার করা ঠিক নয়, কারণ প্রায় সব ক্ষেত্রেই ওটা হল 'সাজেস্টেড ডোনেশন', যেহেতু ডোনেশন হিসাবে দেখালে ট্যাক্স দিতে হয় না।

    পরিস্কার লেখা থাকছে 'সাজেস্টেড ডোনেশন', অথচ মানুষ-কে চেপে ধরে বলা হচ্ছে চাঁদাটা দিয়ে যাবেন - এ এক অদ্ভুত ব্যাপার
  • lcm | 118.91.116.131 | ০৭ জুন ২০১৫ ০৭:৩৯679355
  • নোপ, দিস ইজ নট অল ট্রু, ইউ নো। এই যে আমি এ সপ্তাহে এনারাই পার্টিতে গেলুম, উফ্‌, ফ্রেশ তৈরী আপ্পাম, হাতে গরম দোসাই, নারিয়েল চাটনি, ইউ নো যাকে বলে অসাম। শেষে আবার সীতাফল ফ্লেভারের আইসক্রিম। নো এক্সচেঞ্জ অফ্‌ স্যালারি ইনফো, ইউ নো, ওনলি এয়ারফেয়ার টু ইন্ডিয়া। ভেরি নাইস, ফাইননেসে ভরপুর।
  • SS | 81.163.97.56 | ০৭ জুন ২০১৫ ০৮:৩২679356
  • চাঁদা না দিলে মন্ডপে ঢুকতে সাধারণত দেওয়া হয় কিন্তু না দিলেও কিছু বলার নেই। অ্যাকচুয়ালি সেটাই হওয়া উচিৎ। পুজোর খরচ খরচা সম্বন্ধে ধারণা থাকলে জানা উচিৎ যে প্রবাসে পুজোর খরচের সিংহ্ভাগ যায় ভেন্যুর জন্যে। তারপর আর্টিস্টের পারিশ্রমিক এবং তারপর খাওয়া দাওয়া। কাজেই চাঁদা না দিলে পূজোর জন্যে জায়্গাই পাওয়া যাবে না, খাওয়া দাওয়া তো পরের ব্যাপার। আর মন্দির ছাড়া আর কোথাও 'সাজেস্টেড ডোনেশন' দেখিনি, বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পূজো হলে সাবস্ক্রিপশন বলা হয়। সাধারণত এগুলো নন-প্রফিট হিসাবে রেজিস্টার্ড থাকে, তাই ট্যাক্স ফাইলের সময় 501(c) হিসাবে ফাইল করা হয়, আলাদা করে ট্যাক্স বাঁচানোর কোনো গল্প নেই। আরা বাঙালীরা সাধারণত IRS এর সাথে ঝামেলায় যায় না।
    বার দুই টেবিলের উল্টোদিকে বসার যা অভিজ্ঞতা আছে তাতে একটা বই লেখা যায়। এক তো হচ্ছে চাঁদা, চাইলে পরে লোকে বিরক্ত হয়। ভাবখানা হচ্ছে এসে ধন্য করে দিচ্ছি,আবার চাঁদা চাইছে। প্রায় সবারই ধারণা চাঁদা হচ্ছে খালি খাবার জন্যে। তারপর আসবে অসংখ্য কম্বিনেশন - কেউ শনিবার দুপুরে খাবে কিন্তু রাতে নয়, কেউ খালি রবিবার দুপুরে, কেউ শনিবার ঝালমুড়ি আর ডিনার আর তারপর রবিবার খালি ফাংশান দেখবে ইত্যাদি ইত্যাদি। মানে চারবার খাবার অপশন থাকলে যতরকম পারমুটেশন আর কম্বিনেশন হতে পারে সবই দেখা হয়ে গেছে। এরকম একবার হবার পর পরের বার পূজোর ফ্লায়ারে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছিল পূজো মন্ডপে ঢুকলেই টাকা দিতে হবে।
    আর টাকা না দিয়ে খেয়ে চলে যাওয়া লোক খুব একটা বিরল নয়। তাই কর্মকর্তাদের খেয়াল রাখতেই হয়।
    এরপর আসবে অভিযোগ। যায়গা ছোট, চেয়ারের সংখ্যা কম এসব তো আছেই, এমনকি পাশের লোককে যে নাড়ু দেওয়া হয়েছে সেটা আমারটা থেকে বড়, আমার পায়েসে কাজু নেই কেন এসবও শুনেছি। কেউ কেউ আবার পূজোর ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর জ্ঞান বিতরণ করে থাকেনে। যেমন, আপনাদের কেটারার কে বলুন তো, মাংসটা ঠিক সেদ্ধ হয় নি। বলা হল টেস্ট অফ ইন্ডিয়া, তো তখন শুনতে হবে টেস্ট অফ ইন্ডিয়া একেবারে বাজে, কি করে এদের অর্ডার করা হয় ইত্যাদি। বম্বে বিস্ত্রো থেকে আনা উচিৎ ছিল। এক কর্মকর্তা এক ঊপায় বের করেছিলেন, সাজেশন শুনলেই পকেট থেকে কাগজ বের করে বক্তার নাম আর ফোন নাম্বার জিজ্ঞেস করতেন আর বলতেন যে এবার মিটিং এ ওনার নাম প্রস্তাব করা হবে পূজো কমিটির প্রেসিডেন্ট হিসাবে। এতেই মোটামুটি কাজ হত।
    পূজোর কর্মকর্তা aka 'মাতব্বর' রা সবাই ঘর, সংসার, চাকরি, কুঁচো ইত্যাদি সামলে পূজোর জন্যে ভলান্টিয়ার হন। এই যেমন ধরুণ অক্টোবরে পূজো হলে স্প্রিং থেকে সব স্কুলে স্কুলে ফোন করে দরাদরি করতে হয়, যদি শ দুয়েক ড্লারও বাঁচানো যায়। কর্মকর্তাদের অসভ্যতা ইত্যাদি পয়েন্ট আউট করার আগে এই সব নিয়ে একটু ভাবনা চিন্তা করলে ভাল। আর তা না হলে না যাওয়াই বেটার অপশান। দু পক্ষের জন্যেই।
  • Arpan | 125.118.136.137 | ০৭ জুন ২০১৫ ০৮:৪২679357
  • লসাগুদা ঃ)))

    আর ঐটা বলে না? দেশে আজকাল সব জিনিসের যা দাম হয়েছে কিছুতেই আর হাত দেওয়া যায় না! এই শাড়িটা কোন বুটিক থেকে কিনলি রে?

    (এইটা বানালাম না, মাইরি বলছি)
  • aranya | 83.197.98.233 | ০৭ জুন ২০১৫ ০৮:৪৭679359
  • বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো-তেও 'সাজেস্টেড ডোনেশন' লেখা থাকতে দেখেছি। তবে SS আর আমার অভিজ্ঞতা আলাদা হতেই পারে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন