এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জনৈক প্রবাসীর অনধিকার চর্চার কৈয়ফত

    bip
    অন্যান্য | ০২ জুন ২০১৫ | ১৯৯৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.251.88.133 | ০৫ জুন ২০১৫ ১৭:৪৬679128
  • এই বিষয়ে pi এর সঙ্গে একমত। বিপ এমন ভাবে কিছু প্রসঙ্গ অবতারণা করেন, যেটা অনেকেরই ভীষণ অবান্তর, অপ্রয়োজনীয় এবংখারাপ অনুভূতি সৃষ্টিকারী।। ক্রমাগত রামকৃষ্ণ ফালতু লোক; কারোর ভালো নাই লাগতে পারে। যুক্তির বদলে যুক্তি আসে, কিন্তু অকারণে দিনের পর দিন বলে গেলে, খারাপ লাগাই স্বাভাবিক।
    আর একটি কথা হলো ; কথায় কথায় অপর পক্ষ কে বাঙালি বলে তাচ্ছিল্য করা। যেখানে নিজেও একজন বাঙালি (ধরে নিচ্ছি উনি নীরদ সি নন)।
    আর বিপ কি হয়েছেন সেটা নিয়ে পাঠক কি করবে? হয়ত ওনার চেয়ে অনেক বেশি প্রতিকূল অবস্থা,অন্যান্য গুরুভাইদের ফেস করতে হয়েছে।
    তবে একজন বাঙালি হিসেবে উনি যেভাবে মত মাইনের চাকরি ছেড়ে নিজের ব্যবসা চালু করেছেন এবং বিদেশে বসে; সেই জন্য ওনাকে হ্যাটস অফ।
  • pi | 116.212.57.82 | ০৫ জুন ২০১৫ ১৭:৪৬679127
  • একটা বেসিক লেভেলের এডুকেশনের পর ( আমার মতে এইট), যার যা ভালো লাগে , পড়তে , করতে দেওয়া হলে তো ভালোই হত ( আমার মতে)
  • a x | 60.171.26.111 | ০৫ জুন ২০১৫ ১৮:১২679129
  • স্কুল যদি ভালো হয়, ইনডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া হয়, তখন কার বাড়িতে নেশা ভাং, কার বাড়িতে ডিভোর্স, কার বাড়িতে খিস্তি, কার বাড়িতে মাতাল বাপ, এগুলো কীভাবে ম্যাটার করে? আর কার ছেলে পড়তে পারবে কোন স্কুলে সেটা কিসের জোরে ঠিক হবে?

    আম্রিকা প্রচুর পরিমাণে সেগ্রেগেটেড, ভালো পাব্লিক স্কুল থাকলেও বড়লোক বাচ্চারা প্রাইভেট স্কুলে যায়। এর পেছনে অনেক কারণ। একধরণের জেনোফোবিয়া তো কাজ করেই, আর করে ঐ লেগাসি সিস্টেম, কান্ট্রি ক্লাব কানেকশন তৈরি করতে। স্কুল লেভেল থেকেই নেটওয়ার্কিং শুরু।
  • sm | 53.251.88.133 | ০৫ জুন ২০১৫ ১৮:১৩679130
  • pi , কে বলেছে, বড়লোকেরা নেশা ভাং করে না; করে তো। বড়লোকদের মধ্যেও তো ব্রোকেন ফ্যামিলি,উচ্চ শিক্ষায় অনাগ্রহ, রেসিস্ম সব আছে। কথা হলো কোনো কোনো বিশেষ অঞ্চলে এগুলো বেশি।
    কোন কোন অঞ্চলে বেশি, তাও আগে উল্লেখ করেছি।
    ইন্দাস্ত্রিয়াল অঞ্চলে বেশি; কারণ ওখানে বেকারত্ব বেশি, তাই হতাশা, নেশা ভাং , ব্রোকেন ফ্যামিলি ইত্যাদির সংখ্যাধিক্য।
    হতেই পারে তারা গরীব।আমার অপছন্দ তাদের এই বিশেষ গুণগুলোকে;গরীব জনতা কে নয় ।এটা কাহাঁতক, কতবার রিপিট করতে হবে?
    আমি জেনেশুনে একজন পকেটমারের পাশের সিটে বসে, বাসে লং জার্নি করব না।কারণ নিজ পকেট নিজ দ্বায়িত্ব।হতেই পারে পকেটমার রা অধিকাংশই গরীব। তাবলে কি সমস্ত গরীব লোকের পাশে বসে যাত্রা করব না মনস্থ করেছি নাকি?

    ইন্ডিয়া প্রসঙ্গে,রাইট টু এজুকেশন তো ভালো প্রস্তাব। এর আগে সরকার তো বলেছিল প্রাইভেট হসপিটালের ২৫ শতাংশ বেড গরীব মানুষের জন্য বরাদ্দ থাকবে। তা, এইরকম কিছু চোখে পড়েছে কি? গরীব, মেধাবী ছাত্র সব সময় স্বাগত, উশৃঙ্খল নয়।
  • | 77.98.72.126 | ০৫ জুন ২০১৫ ১৮:২২679131
  • না স্কুলে যত ই প্রতি ছত্রে মনোযোগ দেওয়া হোক। বাবা মা র সুস্থ স্বাভাবিক সম্পর্ক কিছু টা হলে ও ছেলে বা মেয়ে টির মানসিক বিকাশে সাহায্য করে এইটা আমার বিশ্বাস।
  • | 183.17.193.253 | ০৫ জুন ২০১৫ ১৮:২৩679132
  • আমার বাপমা আমাকে পাড়ার ইশকুলে পড়িয়েছিলেন।এখানে যারা পাড়ার ইশকুলে পড়েন নি, বেরিয়ে গিয়ে' তথাকথিত' ভালো ইশকুলে পড়েছেন-তারা গিয়ে প্রথমে বাবা-মার কাছে জানতে চান, পাড়ার ইশকুলে তাদের ভর্তি না করার কারণ কী? মিডিয়াম এনে ফেলবেন না-ইয়ে আমি তো ইংরেজি মাধ্যমে পড়িনি/ বাংলা মাধ্যমে জাতীয় ছেঁদো যুক্তিও না।
    কোন সেগ্রিগেশানের ভাবনা থেকে তারা এই কাজ করেছিলেন জেনে নিনঃ)
  • | 77.98.72.126 | ০৫ জুন ২০১৫ ১৮:২৭679133
  • একটা স্ট্যান্ডার্ড স্কুলে ভালো মাস্টারমশায় দের সাথে সাথে একটা সুন্দর পরিবেশ আর (বেশীর ভাগ) সতীর্থ রাও মোটামুটি এক রকমের ফ্যামিলি থেকে আসা। এই গুলো ই কম বেশী বাবা মা দের দাবি। আমিও বাংলা মিডিয়াম।
  • bip | 79.138.209.156 | ০৫ জুন ২০১৫ ১৮:৩০679134
  • @ranjan roy
    কোলকাতার অফিসে আমরা কোর জাভা, এন্ড্রুএড এবং ফার্মওয়ারের অভিজ্ঞ লোক নিচ্ছি। যেহেতু আমাদের স্টার্টাপ, এখানে ফ্রেশারদের নেওয়া প্রায় অসম্ভব।
    আমরা মূলত ৫-১৫ বছরের অভিজ্ঞতা খুঁজি। রেসুমে পাঠিয়ে দিন এইচ আরের কাছে ঃ নাম প্রতীক [email protected]

    অন সিরিয়াস নোট, আমি একজন সিনিয়ার লেভেলের হ্যান্ডস অন সফটোয়ার ম্যানেজার খুঁজছি কোলকাতায় । সেক্ষেত্রে আমাকে ডিরেক্ট পাঠাতে পারেন
    [email protected]

    আমাদের কোলকাতার অফিস ইনফিনিটি বিল্ডিং এর পেছনে . ওপরের পজিশনগুলো কোলকাতার ওই অফিসে গিয়ে কাজ। শুধু সিস্টেম টেস্টিং এর সময় কসবাতে একটা
    ল্যাব আছে ওখানে যেতে হবে।

    কোর জাভা এবং ডেটা এনালাইটে আরো ভাল লোক খুজছি- মুন লাইটিং -পৃথিবীর যেখানে থাকুক-কাজ করতে পারেন-ওটার জন্য অনসাইটে আসার দরকার নেই।

    এখানে মূলত স্পার্ক, ক্যাসান্দ্রা, কাফকা, রেডিস প্ল্যাটফর্মে কাজ হয়- বিগ ডেটা প্রযুক্তির অনেক কিছুই আমরা ব্যবহার করি। তবে ওগুলো জানার দরকার নেই-ওর জন্যে ভাল লোক
    আছে। আমরা মূলত চাইছি, কোর জাভার ভাল লোক, স্টাটিস্টিক্স ভাল বোঝে, আর্কিটেকচার ভাল বোঝে-কোডিং ভাল করে। কোডিং আর ম্যাথে প্যাশন থাকাটা প্রথম ক্রাইটেরিয়া কারন
    সব সময় কিছু না কিছু এলগো তাকে লিখতেই হবে-বা দিলে নামাতে হবে।
  • bip | 79.138.209.156 | ০৫ জুন ২০১৫ ১৮:৩২679135
  • আমরা কি কাজ করি, সেই নিয়ে ডিটেলস ওয়েব সাইটেই আছে ঃ সফটোয়ার দেখতে কানেক্টেড প্ল্যাটফর্মে আমাদের প্ল্যাটফর্মগুলো দেখে নিন
  • a x | 60.171.26.111 | ০৫ জুন ২০১৫ ১৮:৪৪679137
  • আমার বাপ মা তো রাজনৈতিক সূত্রে আমার স্কুলে পড়িয়েছিল। কিন্তু আমি কী করব, তা বাপ মা কী করেছিল দিয়ে ঠিক করিনা। নিশ্চয়ই স্কুলে পড়াশোনা হয় কিনা তা দেখব। যে স্কুলে টিচার নেই, ক্লাস হয়না, সেই স্কুলে পাঠাবনা। যেখানে খেলাধুলো হয়, পড়াশোনা করানো হয়, অন্যান্য জিনিসে ইন্টেরেস্ট গ্রো করানোর চেষ্টা করে সেখানে পাঠাব - বাকি জিনিস ম্যাটার করেনা। আর আমার মেয়ে তো পাড়ার স্কুলেই যায়। ওর বন্ধুরা যারা আমাদের বাড়ি এসেছে তাদের মধ্যে বাবা হাই স্কুল পাশ, ট্রাক ড্রাইভারও আছে। একই ক্লাসে আবার আমার ইন্স্টির ডিরেক্টরের ছেলেও আছে। সামার ক্যাম্পে YMCA যাবে - সেখানে ভীষণ ভাবে ইনটিগ্রেটেড। তাতে তো স্ট্যান্ডার্ড কিছু খারাপ না। আমাদের থেকে ফুল ফি নেবে, কিন্তু অর্ধেকের বেশি ইনকামের বেসিসে অ্যাসিস্ট্যান্স পাবে। আগের বছর কিডভেঞ্চার বলে যে সামার ক্যাম্পে গেছিল সেখানে বরং ৯৯% ওয়াইট/এশিয়ান। সারাদিন ধরে পপ সং শেখা ছাড়া বিশেষ কিছু হয়নি। ও আর মিলিটারি বেস-এ ফিল্ড ট্রিপ হয়েছিল।
  • a x | 60.171.26.111 | ০৫ জুন ২০১৫ ১৮:৫৫679138
  • আর টই-এর মূল বক্তব্য অনুযায়ী কেউ কেন কোথায় থাকে, এগুলো জাস্টিফাই করার চেষ্টা হাস্যকর। কেউ থাকে পয়সা, কেউ থাকে কাজ, কেউ থাকে চিকিৎসা, কেউ থাকে বাড়িতে যে পরিমান টাকা পাঠাতে পারবে, এরকম বহু কারণে। কিন্তু আম্রিকায় আছি, বাধ্য হয়ে, আসলে এখানে পয়সাও নেই, সেরকম লাইফস্টাইলও নেই, এটা মাইরি হাইট!

    সোমনাথ, আমিই তো পিএইচডি করেছি এদেশে। বাজার করা, গাড়ি না থাকা এগুলো মুশকিলের, কিন্তু একা একটা স্টুডিও নিয়ে থাকতাম, দেশে হলে সম্ভবই হতনা। যে ইনডিপেন্ডেন্স পেয়েছি, সেসবও না। যা পয়সা পেতাম তা দিয়ে খুব খারাপ তো থাকতমই না, দেশে টাকাও পাঠাতাম রেগুলার বেসিসে। এগুলো হয়ত শহর টু শহর, ফিল্ড টু ফিল্ড ভ্যারি করে।
  • উমেশ | 118.171.128.168 | ০৫ জুন ২০১৫ ১৮:৫৭679139
  • তাইতো, ইউ-পি ছেলেদের সাথে তেমন তো মেশা হলো না।

    কিন্তু বম্বে তে ওদের নিজেদের রান্না-বান্না করে খেতে দেখেছি, তবে রান্না করতে গিয়ে ছিদ-কাঁদুনে গায় কিনা সেটা দেখা হয় নি।

    প্লিজ পার্সনালি নেবেন না, তবে এরকম জল গড়িয়েও খেতে পারে না ব্যাপারটা আমি বাঙালীদের মধ্যে বেশী দেখি।
  • | 183.17.193.253 | ০৫ জুন ২০১৫ ১৯:০৫679140
  • অক্ষ, প্রত্যেকেরই কিছু প্রেফারেন্স আছে তো। সে রাজনৈতিক বা সামাজিক বা অর্থনৈতিক যাই হোক না কেন। আছে বলেই কোথাও পাঠানো অথবা না পাঠানো। আমাদের বাপ মার ছিলো,আমাদেরও আছেঃ)
  • | 213.99.211.133 | ০৫ জুন ২০১৫ ১৯:০৮679141
  • ঠিক অক্ষ। আমরা নিজেরাও আমাদের সহপাঠী রা কোন পরিবার থেকে এসেছে সেটা নিয়ে কোনদিন মাথা ঘামাই নি।
  • Arpan | 233.238.77.206 | ০৫ জুন ২০১৫ ১৯:১৩679142
  • বাইরে খেয়ে শরীর খারাপ হয়ে গেছে বলে ছেলে মাকে কর্মস্থলে এনে রেখেছে, মা-ও সবকিছু ফেলে বছরে এগারো মাস দামড়া ছেলের কাছে এসে রয়েছেন, এইটা মাইরি ইউপির ছেলেদের মধ্যে দেখিনি।
  • Ekak | 24.99.71.180 | ০৫ জুন ২০১৫ ১৯:১৭679143
  • প্রসঙ্গত : আমাকে পাড়ার ইস্কুল "বরানগর বিদ্যামন্দির" এ নিয়ে যাওয়া হয়েছিল ভর্তির জন্যে । কিন্তু আমি দিদিমনিকে একটা প্রশ্নেরও জবাব দি নি । জাস্ট চুপচাপ বসে ছিলুম । তার আগেই মিশনের পেল্লাই খেলার মাঠ দেখা হয়ে গেসলো যে :) বিদ্যামন্দিরে অত বড় মাঠ ছিলনা । বাচ্চাদের ও প্রেফারেন্স থাকে ,শুধু বড়রাই যে এডমিশন টেস্ট এর জন্যে ঠেলেন এমন না :)
  • SS | 160.148.14.8 | ০৫ জুন ২০১৫ ১৯:২৬679144
  • ওরে বাবা, দুজন S এ অনেক কনফিউশন হচ্ছে দেখছি। আমি কিন্তু ফাইন্যান্স S নই। তা আমি নাহয় SS নামে লিখব।
    প্রথমে রিদ্ধি আর সোমনাথ,
    আমি পিএইচডি করেছি বিগ টেনের একটা স্কুলে, যেটাকে টিয়ার টু ইউনিভার্সিটি বলতে পারেন। এদেশে আসার আগে ভারতে একটা প্রথম সারির রিসার্চ ইন্সটিটিউশনে কয়েক মাস কাজ করেছিলাম। আমার মনে হয়েছে মেটেরিয়াল দিক থেকে সেটা খুব একটা খারাপ নয়। মানে ল্যাবে যা জিনিসপত্র লাগত সেটা মোটামুটি পাওয়া যেত কিন্তু স্টুডেন্ট টিচার ইন্টার‌্যাক্শান , কোলাবোরেশান ইত্যাদি কনসিডার করলে ভারতের রিসার্চের পরিবেশ আর আমেরিকার টিয়ার টু স্কুলের পরিবেশের (রিদ্ধির ভাষা ধার করে) তুলনা একটা জোক।
    আর অ্যানেকডোটাল এভিডেন্সের মধ্যে না গিয়ে ইন্ডিপেন্ডেন্ট র‌্যান্কিং দেখলেই তো হয়। সোমনাথের দাবী অনুযায়ী ভারতের আইআইটির আগে আমেরিকার আমেরিকার মোটে গোটা পঁচিশেক স্কুল থাকা উচিৎ। অন্তত এরকম একটা র‌্যান্কিং দেখালেও চলবে।
    আর স্টুডেন্ট কোয়ালিটি ? রিদ্ধি কি প্রিমিয়ার ইন্সটিটিউশন যেমন হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এমাইটি এসব জায়গার আন্ডারগ্র্যাডদের কথা বলছেন ? এদের সাথে আইআইটির আন্ডারগ্র্যাডদের তুলনা 'জোক'? কোনো পরিসংখ্যান আছে ?
    এরপর স্কুলের পরিবেশ ইত্যাদি নিয়ে কিছু লেখার ছিল। পরে সময় করে লিখব।
  • | 183.17.193.253 | ০৫ জুন ২০১৫ ১৯:২৮679145
  • হ্যাঁ, হয় তো। আমি আমার ছেলেকে বলি, খুব ভালো কিন্তু রংটা নীল আর এইটা দেখো কিরম উজ্জ্বল লাল -খুব বেশি ভালো লাগছে।
    দোকান থেকে লাল জামাটা কিনে আনা ৫-৭ বছর বয়েস পর্যন্ত ওরই জিত ছিলো,আমার মুচকি হাসি পেতো। এইটা উইনউইন সিচুয়েশান।
  • Somnath Roy | ০৫ জুন ২০১৫ ২০:০০679146
  • কিন্তু একা একটা স্টুডিও নিয়ে থাকতাম, দেশে হলে সম্ভবই হতনা। যে ইনডিপেন্ডেন্স পেয়েছি, সেসবও না

    আমার ব্যাক্তিগত ভাবে মনে হয়েছে এর থেকে হস্টেলে থাকা বেটার- কন্ফোর্টের দিক থেকে
  • a x | 138.249.1.202 | ০৫ জুন ২০১৫ ২০:১৯679149
  • দেশের কিছু কিছু প্রিমিয়ার হোস্টেলের খবর রাখি। একেক জায়গায় তো নরকের দশা। খাবারের স্ট্যান্ডার্ড, জলের ব্যবস্থা, বাথরুমের অবস্থা এগুলো দিয়ে মনে হয়েছে কম্ফর্টের দিক দিয়ে বেটার? ইনফ্যাক্ট এতকাল শুনে এসেছি, অন্য সব ব্যাপারে যতই ঝাঁ চকচকে করার চেষ্টা করুক, হোস্টেলের অবস্থা ভালো করার ব্যপারে কোনোরকম উদ্যোগ নেই।
  • Somnath Roy | ০৫ জুন ২০১৫ ২০:২১679150
  • আমি নিজের অভিজ্ঞতা থেকেই লিখলাম। তাও এগারো বছর আগেকার।
  • pi | 233.176.5.175 | ০৫ জুন ২০১৫ ২০:৪৪679151
  • দেশে তিনটে ইন্স্টিতে হোস্টেল লাইফ কাটিয়েছি। প্রচণ্ড এনজয়েবল লাইফ। এবং জীবনের এটা একটা আলাদা অঙ্গ ছিল। অন্য নানা স্ট্রীমের সাথে ইন্টার‌্যাকশন তো বটেই। তাছাড়াও। আর কমফর্টের দিক দিয়ে প্রথমটা বাদ দিলে পরের দুটো নিয়ে খুচরোখাচরা ছাড়া তেমন কোন অভিযোগই নাই।
  • pi | 116.218.145.251 | ০৫ জুন ২০১৫ ২১:৪২679152
  • sm, ভারতে আর টি ই মানলে ইউকে নিয়ে কী অসুবিধে বুঝলাম না। এখানে আর টি ই র ফলে অনেক (২৫%) নিম্ন আর্থসামাজিক স্তরের ছেলেমেয়ে কিন্তু স্কুলে পড়তে পারে এখন। আর সেটা নিয়েই বহু অভিভাবকের আপত্তি, শিক্ষক শিক্ষিকাদের ও। মূলতঃ প্রাইভেট স্কুলগুলোতে। ডিসি কিছু লিখেছেন এই নিয়ে।

    আর বাবা মা কী করেছিলেন সে প্রসঙ্গ কেন এল বুঝলাম না, বাবা মা ইন্ডিভিজ্যুয়াল, তাঁরা এখানে লিখলে সে প্রশ্ন করা যেত। তাঁরা যা করেছেন, তা আমার মত হবে, এমনও তো নয়।

    তবে পাড়ার স্কুল আর পাড়ার বাইরের তথাকথিত ভাল স্কুল এর ভাগ কোথা থেকে এল সেটা একটু গুলিয়ে গেল। পাড়ারও তো তথাকথিত ভাল স্কুল হয়,মিঠুদি নিজেই তো সেরকম স্কুলে পড়েছিলে লিখেছিলে।
    আর ভাল স্কুলের সংজ্ঞা ই বা কী। আমাদের দেশে তো নেইবারহুড স্কুলের ব্যাপর নেই, আর আমাদের সময়ে যেসব স্কুল ছিল, তার বেশিরভাগেরই মাইনেপত্তরের তেমন বালাই ছিল না, অন্য নানা আর্থিক স্তরের লোকজন পড়াতে পারতেন। ভাল স্কুল মানে সিন্সিয়ার, যত্ন নেবে, পড়ানোর মান ভালো, বইয়ের পড়ার পাশাপাশি আরো অনেক কিছু শেখাবে ( এটা আমার চাহিদা), এরকম চাহিদা নিয়ে তো কোন প্রশ্নই ওঠেনি। সব স্কুলই সেরকম হোক, সেটাও চাহিদা।

    ও হ্যাঁ, মিক্সিং আর মেধা বিষয়ে আর যা দু কথা বলার ছিল। ছোট ক্লাসে অ্যাডমিশন দিয়ে মেধার বিচার করা যায়না বলেই আমার মনে হয়। স্কুলে ঠিকমত ট্রেইন করলে, যত্ন নিলে বেশিরভাগ বাচ্চাই কোন না কোন ভাবে ঠিকঠাক করতে পারে বলেও মনে হয়। শুধু মনে হওয়া না, কিছু জিনিস অভিজ্ঞতা থেকেও বলছি।
    ও হ্যাঁ, মনে পড়লো, আমাদের স্কুলে কয়েকজন ক্লাস টিচার সবচেয়ে ভাল রেজাল্ট আর খারাপ রেজাল্ট করা মেয়েদের পাশাপাশি বসাতেন।বছর শেষে খারাপ রেজাল্ট ভালো হতেই দেখেছি, উল্টোটা নয়। এছাড়াও অনেকে সারাবছর সবার জায়গা রোটেট করাতেন, যাতে সবাই সবার পাশে বসতে পারে। এই ব্যবস্থাগুলো ভাল মনে হত। এসবের পরেও আমাদের স্কুলে, আমাদের সময়ে, এইট থেকে নাইনে একটা বড় ছাঁটাই হত, একটা সেকশন কমে যেত বলে, তার পিছনে হয়তো কিছু পরিকাঠামোর অসুবিধাজনিত কারণ ছিল , মাধ্যমিকে একেবারে ফিল্টার করা লোকজন নিয়ে ওভারল রেজাল্ট খুব ভাল হবে এরকম বাসনাও হয়তো ছিল, কিন্তু এই সিস্টেমটা কোনোদিনই ভাল লাগেনি। এখন শুনেছি উঠে গেছে, ভাল। আর ইন্টারেস্টিং জিনিস হল, সেদিন ভাটে লিখেছিলাম, এই ছাঁটাই হওয়া মেয়েরা অনেকেই অন্য অনেক স্কুল থেকে মাধ্যমিকে খুব ভাল রেজাল্ট করে বেরোত।
    আর সেদিনও তো কথা হল, স্কুলের এইসব রেজাল্ট দিয়ে কতটা কী এসেও যায়। স্কুলে ভাল করেনি এরকম প্রচুর লোকজন পরে খুবই ভালো কাজকম্ম করেছে, পরে ভাল রেজাল্টও করেছে বা অন্য কিছুতে খুব ভাল করেছে।
    তো কথা হল, ঐ ছোট বয়স থেকে মেধা ও অন্য নানা প্রকার মিক্সিং নিয়ে এত ছুঁৎমার্গ কচকচানির কোন অর্থ অন্তত আমার কাছে আর নেই। কারো কাছে থাকতে পারে।
  • A | 24.99.121.13 | ০৫ জুন ২০১৫ ২২:০৬679153
  • দে
  • A | 24.99.121.13 | ০৫ জুন ২০১৫ ২২:১৪679154
  • মিশন গুলো ভালো স্কুল। এছাড়াও আগে ছিল, যেমন সাউথ পয়েন্ট , নবনালন্দা, হিন্দু, পাঠভবন। এরকম আরো কিছু পরিচিত নাম আছে।
    নামকরা স্কুল এ পড়ানোর বেশ কয়েকটা সুবিধা, প্রথমত - ভালো শিক্ষক। একটা ভালো স্কুল চেনা যে তাদের শিক্ষকদের অভিজ্ঞতা দিয়ে। ভালো একটা স্কুলে আপনি দেখবেন শিক্ষকরা অনেক বছর ধরে আছেন, তার মানে তাদের অভিজ্ঞতা শুধু অনেক নয়, সেই অভিজ্ঞতা হলো এই একটা স্কুলে। তারপর হলো স্কুলের শিক্ষা ও দীক্ষা। একটা ভালো স্কুল তাদের ছাত্র/ছাত্রীদের শুধু শিক্ষা দেয় না, তার সাথে শিখায় কি ভাবে মানুষদেরকে মানুষের মত দেখবে। এর মধ্যেই পরে রুটিন মেনে চলা, ভদ্রতা ও অন্যান্য সব। তার পর, সাধারণত একটা ভালো স্কুলের ছাত্ররা ভবিষ্যতে দেশ/বিদেশের বিভিন্ন ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয় এবং তখন তাদের Alumni value অনেক - এক কথায় ছোটবেলা থেকে "Social/Professional Networking" এর হাতেখড়ি হয়। ভালো স্কুলে পড়লে কোচিং ক্লাসে যে যেতে হয় না তা নয়, কিন্তু তাদের ক্লাসে অন্তত পড়াশুনা হয়। যদিও দিনের শেষে ছাত্রর নিজের রেজাল্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্ত ভালো একটা স্কুলের অন্যান্য 'Added Value' আছে যা ভবিষ্যতে সাহায্য করতে পারে।
  • পদ্মনাভস্বামী | 24.139.190.82 | ০৫ জুন ২০১৫ ২২:১৭679155
  • আর্থসামাজিক বৈষম্য বজায় রেখে নাককুচ্কানো (আইপ্যাডে চন্দ্রবিন্দু দিতে পারছিনা) দূর করা অসম্ভব। অন্যের ঘামের গন্ধ যার অভ্যেস নেই তার অসহ্য লাগতেই পারে। তার জন্য দোষ দিইনা। এটা উদাহরণ এরকম বহু বহু বহু উদাহরণ সম্ভব। বড়লোক আর গরীব লোক আলাদা প্রজাতির জীব ও ভাবে এক করা যাবেনা।
  • pi | 116.196.146.182 | ০৫ জুন ২০১৫ ২২:২১679156
  • গরীব প্রজাতির জীবের সাথে ওঠাবসা মেলামেশা করতে যাদের অসুবিধে , ভাবছেন কেন, গরীব প্রজাতির বিলুপ্তি ঘটাতে চাইলে তাদের অসুবিধে নেই ? ঃ)
  • rabaahuta | 215.174.22.27 | ০৫ জুন ২০১৫ ২২:২২679159
  • ত্রিপুরায় নেবারহুড স্কুলের ব্যাপারটা চালু হয়েছে কবছর হলো। নতুন ইংরেজী মাধ্যম সরকারী স্কুল তৈরী হয়েছে কিছু। গ্রামে কিরকম তা অবশ্য জানিনা।
  • Atoz | 161.141.84.175 | ০৫ জুন ২০১৫ ২২:২২679157
  • চন্দ্রবিন্দু এইভাবে দেয়। কুঁচকানো ku`nchakaano
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন