এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 0 | 132.163.15.93 | ০৬ জুন ২০১৫ ১৫:৪৯680254
  • ...অতি বিশ্বস্ততার সঙ্গে তাঁদের দোসর ও দোহারের ভূমিকা পালন করে থাকে সকল রাজনৈতিক দল, বিশেষ করে বামপন্থী দলগুলি। পুঁজিবাদের সংকট দেখিয়ে এরা সর্বদা কোরাস গায় যে বিশ্বজুড়ে ইসলামি সন্ত্রাসের জন্মদাতা হলো পশ্চিমি দেশগুলি, বিশেষ করে আমেরিকা। তারা নাকি তাদের সংকট লাঘব করার জন্যে ইসলামি সন্ত্রাসবাদীদের সৃষ্টি করেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি তার যুদ্ধশিল্প টিকিয়ে রাখতে এ সব করছে। তারাই নাকি মধ্যপ্রাচ্যে আল-কায়দা ও তালিবানকে সৃষ্টি করেছে, ইত্যাদি ইত্যাদি। বিশ্বের নানা প্রান্তে যে সব ইসলামি সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানো হচ্ছে সেগুলো তাঁদের মতে মুসলমানদের মুক্তি সংগ্রাম। তাঁদের অভিযোগ হলো সেই মুক্তি সংগ্রামকেই সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে অপপ্রচার চালাচ্ছে ইজরায়েল ও পশ্চিমি দেশগুলো।...

    পুরো লেখা - http://giasuddinonline.blogspot.in/2015/03/blog-post.html
  • aranya | 83.197.98.233 | ০৭ জুন ২০১৫ ০৬:৫১680255
  • ইসলামের কমিউনিটি ফিলিং একটা দারুণ প্রশংসনীয় ব্যাপার - শাক্য বলছিল, কদিন আগে। লোকায়ত হিন্দু ধর্ম, বৈষ্ণব ধর্ম - চৈতন্যদেবের ধর্ম অন্দোলন এসবের সাথে তুলনা আসছিল।

    একটা সমস্যা কিন্তু এই যে ইসলামের কমিউনিটি ফিলিং শুধু মুসলিম-দের জন্যই। অন্য কমিউনিটির (পড়ুন অন্য ধর্মের) মানুষ হল কাফের, মালাউন - তাদের খুন করা, ঘর বাড়ি পোড়ানো, সম্পত্তি লুঠ করা জায়েজ, মেয়েদের রেপ করা, যৌনদাসী বানান জায়েজ। শুধু অন্য ধর্মের মানুষ-ই নন,মুসলিম-দের মধ্যেও এই আমরা-ওরা ভাগাভাগি, এবং 'ওরা' মানেই বলিপ্রদত্ত। আমি শিয়া কমিউনিটির, আমার ইসলাম-ই সহি ইসলাম, অতএব সুন্নীদের মারা যেতে পারে, খুন করা যেতে পারে আহমদীয়া-দের, সুফি ভাবধারার মানুষ-দের -এইতো চলছে।

    ইসলামের কমিউনিটি ফিলিং -কে গ্লোরিফাই করার সময় এটা মাথায় রাখলে ভাল হয়। লোকায়ত হিন্দুধর্ম বা বৈষ্ণব ধর্মে অন্য কমিউনিটির মানুষ-কে খুন করার নির্দেশ দেওয়া হত না।
  • dc | 132.164.36.117 | ০৭ জুন ২০১৫ ০৭:৫২680256
  • ছি ছি অরণ্যবাবু তো দেখছি ঘোর সাম্রাজ্যবাদী! সুযোগ পেয়েই নিওকন আর হোআইট সুপ্রিমেসিস্টদের হয়ে প্রচার করে দিলেন?
  • পদ্মনাভস্বামী | 24.139.190.82 | ০৭ জুন ২০১৫ ০৮:১৬680257
  • একটি অ্যাসপেক্টের সাদৃশ্য থাকলেই সব অ্যাসপেক্টে নাই থাকতে পারে।
  • sswarnendu | 198.154.74.31 | ০৭ জুন ২০১৫ ১২:২০680258
  • aranya
    নির্দেশ না থাকলেও বৈষ্ণব মঠ মানুষও মেরেছে, লাঠালাঠি খুনোখুনি কিছুই হয়নি এমন নয়...
    ধর্মের পলিটিকাল অ্যাজেন্ডা ধর্মগ্রন্থে কি নির্দেশ আছের জন্য বসে থাকে না কোনকালেই ...

    আর লোকায়ত হিন্দু ধর্ম একটা খিচুড়ি ... যে যে সময়গুলোয় হিন্দুধর্ম ও political hinduism হয়েছে তখন ধর্ম শাস্ত্রে কি লেখা আছে নিয়ে কবে মাথা ঘামিয়েছে? বা কোন ধর্মই বা ঘামিয়েছে? inquisition থেকে শঙ্করাচার্যের মঠের বাহিনী কিম্বা গৌড়ীয় মঠের মোহান্তদের বাহিনী..... ?
  • sswarnendu | 198.154.74.31 | ০৭ জুন ২০১৫ ১২:২২680259
  • প্রসঙ্গত, আমি শাক্য র কম্যুনিটি র মতের ও সমর্থক নই...
  • ranjan roy | 192.69.154.221 | ০৭ জুন ২০১৫ ২১:১১680261
  • স্বর্ণেন্দু,
    আপনার পোস্টটি ধর্ম ও ধার্মিকদের প্রায়োগিক হিংসার ব্যাপারে জেনেরিক কমেন্ট-- একমত।সত্যিই যখন ধার্মিক বা রাজনৈতিক ইস্যুতে হিংসা ঝলসে ওঠে তখন কেউ তাদের ঘোষিত শাস্ত্রগ্রন্থ ( মার্ক্স/মাও সমেত) দেখে না।

    ১) কিন্তু যদি কোন মান্য গ্রন্থে খোলাখুলি অবিশ্বাসী/বিরোধীদের গলা কাটার নির্দেশ থাকে তাহলে নির্বিচারে হিংসা/হত্যা একটা ইমোশনাল বৈধতা পায়।
    এই পুরো টইটাতে বার বার একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে ইসলামের শাস্ত্রগ্রন্থে এমন কোন নির্দেশ আছে কি না যার ধুয়ো তুলে অল্পবয়সের আবেগপ্রবণ তরুণদের গলা কাটতে উদ্বুদ্ধ করা যায়?
    আমি জানি না, জানতে চাইছি।
    ২) যদি এমন কোন ধর তক্তা মার পেরেক গোছের কিছু না বলা থাকে, বা অন্য ধর্মের বইয়ে ঘুরিয়ে ফিরিয়ে যতটুকু বলা আছে তাই থাকে, তাহলে বলব ইস্লামোফোবিয়া বলে কিছু আছে, নইলে নয়।
    এর পেছনে জাতীয় বা অন্তর্জাতিক রাজনীতি শুধু এইটুকুই ব্যাখ্যা করতে পারে যে অমুক ঘটনা অমুক সময়ে অমুক দেশে কেন ঘটছে--তার বেশি নয়।
  • sswarnendu | 198.154.74.31 | ০৭ জুন ২০১৫ ২৩:৪৫680262
  • রঞ্জনদা,
    যতদূর জানি ( আমার জ্ঞান খুবই সীমিত ) অমন নির্দেশ আছে, উল্টো কোথাও আছে... ( যেকোনো রিলিজিয়াস টেক্সটই স্ববিরোধী বক্তব্যে ভর্তি ) ... হ্যাঁ উলটোটার চেয়ে কল্লা কাটার কথা বলা আছের রেফারেন্সই বেশী... প্লাস আগে অন্য একটা টই তে লিখছিলাম ও যে অন্য একটা সমস্যা ও আছে... ইসলাম ধর্মের প্রেমিসের একটা সমস্যা যে তাদের শেষ মেসিহা এসে গেছেন অলরেডি...

    ফলত ম্যানিপুলেট করার মত উপাদান এর আধিক্য যে আছে সেটা আমার মনে হয়... কিন্তু সেটা আমার মত, শাক্য র মত কেউ বলতেই পারেন সেটা আমার ইসলামফোবিয়া...

    আবার এটাও সত্যি যে এইসব উপাদান শেষ ১২- ১৩ টা শতাব্দী ধরেই আছে, কিন্তু পলিটিকাল ইসলাম এর আজকের রূপটা হালের ঘটনাই... ফলত এর পিছনে আন্তর্জাতিক রাজনীতির রোলটাকে অতটা সীমিত ও আমার মনে হয় না ...
  • h | 127.194.236.187 | ০৮ জুন ২০১৫ ০৮:৩১680265
  • ওটা আমি ধুর, h হবে।
  • ranjan roy | 192.69.154.221 | ০৮ জুন ২০১৫ ০৮:৫৬680266
  • পড়লাম।
    But terrorism is now squarely in the eye of the beholder. And nowhere is that more so than in the Middle East, where today’s terrorists are tomorrow’s fighters against tyranny – and allies are enemies – often at the bewildering whim of a western policymaker’s conference call.
    এর থেকে সিদ্ধান্ত হতে পারে যে দুটো ফ্রন্টে লড়তে হবে।
    এক, অ্যাংলো-মার্কিন পুঁজির হোলিয়ার দ্যান দাউ ইমেজের ফর্দাফাশ করা, ওদের গণতন্ত্রের ধ্বজাধারী বা রক্ষাকারী লিডারশিপের রোল নিতে না দেওয়া।
    দুই, কল্লাকাটাদের বৈধতা না দেওয়া; কোনমতেই।

    মধ্যপ্রাচ্যে অ্যাংলো-মার্কিন পুঁজির নোংরা ভূমিকা কোনমতেই বাংলাদেশের কল্লাকাটাদের 'আদিম হিংস্র মানবিকতার' প্রতিনিধি করে তোলে না।
  • h | 213.99.211.133 | ০৮ জুন ২০১৫ ১১:২২680267
  • তিনটে, কারণ শিয়া দের হয়ে গলা ফাটাবে না সুন্নী দের হয়ে ফাটাবে এটা ভাবতে হবে ;-)
  • 0 | 132.163.68.98 | ০৮ জুন ২০১৫ ১১:২৬680268
  • "...দুঃখজনক ঘটনা হলো এই যে, যখন মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দ ও তাঁদের সাম্প্রদায়িক সংগঠনগুলি খারিজি মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার দাবিতে সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করে , তখন মুসলিম বুদ্ধিজীবী ও বিদ্বজনরা তার প্রতিবাদ করেন না এবং সরকারের কাছে মাদ্রাসা শিক্ষার অপকারিতার কথা বাখ্যা করে আধুনিক শিক্ষার জন্যে হাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোচ্চার হন না। ধর্মীয় নেতৃবৃন্দ সমগ্র মুসলিম সমাজকে যখন প্রাণপণে পেছন দিকে টেনে নিয়ে যেতে চাইছেন তখন কলেজ-ইয়ুনিভার্সিটির ডিগ্রীধারী উচ্চ শিক্ষিত এই মানুষগুলো পুতুলবৎ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।..."

    পুরো লেখা - http://giasuddinonline.blogspot.in/2015/05/blog-post_29.html
  • lcm | 118.91.116.131 | ০৮ জুন ২০১৫ ১২:০৭680270
  • তাত্ত্বিকভাবে কমুনিস্টরা ধর্মীয় গ্রুপের সাথে খাপ খায় না। রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে মিলমিশ হয়েছিল বলে দাবী করা হচ্ছে, সেগুলো তেমন জোরালো কোনো প্যাক্ট নয়। মিড্‌ল ইস্ট, উত্তর-মধ্য আফ্রিকা, পুর্ব ইউরোপে সব জায়গাতেই ঐ ওরকম দুবলা প্যাক্ট হয়েছিল, সলিড কিছু হয় নি - ঐ যেমন মাঝে মধ্যে খবর আসে, বর্ধমানে গ্রামে সিপিএম-বিজেপি আঁতাত হয়েছে।
  • h | 213.132.214.155 | ০৮ জুন ২০১৫ ১৬:৩৫680271
  • ক্যাটিগোরি গুলো যখন বদলায়, তখন ই সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস গুলো ঘটে, বাই দ্য ওয়ে।
  • h | 213.99.211.132 | ০৯ জুন ২০১৫ ১১:২৪680272
  • কি হল বাকিটার কি হল? ঠিকাছে এখানে না লেখো কোথায় লিখলে জানিয়ো।
  • pi | 233.176.0.224 | ০৯ জুন ২০১৫ ১৮:৩২680273
  • দেখেছো !
    Date:04 Jun 2015 -- 01:55 PM এ হানুদার দেওয়া খবরটা কোট করেই লোকজনকে একটা প্রশ্ন করলুম, অন্ততঃ হানুদার থেকে সে নিয়ে একটা প্রবন্ধমতন পোস্ট আশা করেছিলুম, তা না দু'দিন বাদে হানুদাই সেটা কোট করে বল ছেড়ে চলে গেল।
  • pi | 233.176.0.224 | ০৯ জুন ২০১৫ ১৮:৩৭680275
  • আর ওদিকে রঞ্জনদার প্রশ্নটা আগে অনেকবার করেও সদুত্তর পাইনি। স্বর্ণেন্দু কিছুটা বলেছে এবার। তবে ঐ কল্লা কাটতে বলার রেফারেন্স গুলো একটু পেতে চাই, আর এগুলো একজন ধার্মিক মুসলিম মাত্রেই পড়েন কিনা তাও জানতে চাই।
  • sswarnendu | 138.178.69.138 | ০৯ জুন ২০১৫ ২১:৩০680276
  • পাই,
    পড়েন কিনা প্রশ্নই না... কোন ধর্মে আবার ধার্মিক লোকেদের বেশীরভাগ নিজেদের ধর্মগ্রন্থ পড়েন? এমন কোন ধর্ম আছে নাকি? প্রশ্নটা হল যারা পড়েন তারা কিভাবে পড়েন? এইখানেই জিগিয়েছিলুম তাহমিনা কে যে এই পুরুষানুক্রমে ইসলামিক থিওলজি যারা চর্চা করতেন তাদের এই অপ্রাসঙ্গিক হয়ে পরার কারণ কি... সেইটার উত্তর পেলেই জিগাতুম যে এইগুলোকে কিভাবে ইন্টারপ্রেট করা হত...
  • h | 127.248.137.54 | ১০ জুন ২০১৫ ০৭:৫৯680278
  • ঃ-)) কিন্তু এটা তো শাক্য র লেখার কথা ঃ-))))
  • কল্লোল | 135.16.17.194 | ১০ জুন ২০১৫ ১০:১৩680279
  • উপরের লিংকটা থেকে বিপ'র লেখাটা পড়লাম।
    সোভিয়েৎ রাশিয়া কিভাবে ইসলামকে কাউন্টার করেছিলো দেখাতে গিয়ে যা লিখেছে তাতে তো মনেই হয় প্রথম যুগের ইসলাম আর সেদিনের কমিউনিস্ট চিন্তার প্রচুর মিল।
    আসলে ইসলামী চিন্তা যখন তৈরী হচ্ছে তখনকার ইসলাম ও আজকের ইসলাম এক নয়। কমিউনিস্ট চিন্তার নিয়েও একই কথা সত্য।
    ফলে সেদিনের ইসলাম আর আজকের ইসলামের, সেদিনের কমিউনিস্ট চিন্তার আর আজকের কমিউনিস্ট চিন্তার পার্থক্য করতে না পারলে গোটাটাই পন্ডশ্রম হয়।
    আজকের ইসলামী চিন্তার মতো আজকের কমিউনিস্ট চিন্তাও কোন মনোলিথিক বর্গ নয়, সেটাও মাথায় রাখা দরকার।
  • re: | 125.108.129.16 | ১১ জুন ২০১৫ ১৬:১১680280
  • 0 | 132.163.49.4 | ১৪ জুন ২০১৫ ১১:৫৪680281
  • "... সমাজকে বদলাতে হলে, ধর্মান্ধদের ধর্মানুভূতিতে আঘাত করাটা খুব জরুরি। অন্য কোনও অনুভূতিতে আঘাত লাগলে মানুষ এত বীভৎস-বর্বর হয়ে ওঠে না, কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলেই হিতাহিত জ্ঞান হারায়। যাঁরা বাংলাদেশের ব্লগার-হত্যার বিরুদ্ধে, তাঁরা অনেকেই ব্লগারদের পক্ষ নিতে গিয়ে বলছেনঃ ‘ব্লগাররা কারও ধর্মানুভূতিতে আঘাত দেননি।’ তা হলে কি ধর্মান্ধদের মতোই, তাঁরাও মনে করেন— ধর্মানুভূতিতে আঘাত দেওয়া অন্যায়? মুশকিলটা ঠিক এই জায়গায়। লক্ষ করেছি, এটা মেনে নিতে গণ্যমান্য মনীষীদেরও অসুবিধে হচ্ছে যে, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াটা অন্যায় নয়। অনুভূতিতে কোনও রকম আঘাত ছাড়াই পুরো জীবনটা কাটিয়ে দিতে চাওয়ার দাবিই বরং অত্যন্ত অন্যায় দাবি।..."
    "...যে কোনও একটি পক্ষ আমাদের নিতেই হবে। আমরা ধর্মানূভুতি রক্ষা করতে চাই, না কি গণতন্ত্র, শুভবুদ্ধি, জ্ঞান, বিজ্ঞান, নারীর অধিকার, মানবাধিকার, সমানাধিকার রক্ষা করতে চাই?..."
    "...যাদের থাকার কথা আমার পাশে, যে বামপন্থী সেকিউলার দলের— তারা আমার বই নিষিদ্ধ করে, আমাকে রাজ্য থেকে তাড়ায়, আমার বিরুদ্ধে কুৎসা রটায়। তারা মিথ্যে দোষ দেয়, তাদের সরল সমীকরণঃ আমি যেহেতু ইসলামি মৌলবাদের বিরুদ্ধে লড়াই করি, আমি তবে নিশ্চয়ই হিন্দুত্ববাদীদের বন্ধু, নিশ্চয়ই খ্রিস্টান অথবা ইহুদি মৌলবাদীদের বন্ধু। ভারতের উদারপন্থী সেকিউলারদের মধ্যে একটা বড় অংশই ভণ্ড। শুধু ভারতবর্ষে বধূহত্যা হলেই নয়, সোমালিয়ার মেয়েদের যৌনাঙ্গ ছেদন হলেও, ইতালির মেয়েদের গর্ভপাতে বাধা দেওয়া হলেও, সৌদি আরবে মেয়েদের বোরখা পরতে বাধ্য করা হলেও আমি প্রতিবাদ করি। বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হলেই নয়, গুজরাতে বা প্যালেস্টাইনে মুসলমানরা, পাকিস্তানে খ্রিস্টানরা অত্যাচারিত হলেও প্রতিবাদ করি। এ কথা সেকিউলার লোকদের অজানা নয়।..."

    পুরো লেখা - 'কেন আমেরিকায় এলাম', তসলিমা নাসরিন, আনন্দবাজার রবিবাসরীয়,14/06/2015
  • ranjan roy | 192.69.53.140 | ১৪ জুন ২০১৫ ১২:২০680282
  • তসলিমার বক্তব্যের সঙ্গে সহমত।
  • কল্লোল | 111.63.210.30 | ১৬ জুন ২০১৫ ১৭:৪০680283
  • তহমিনা কোই গেলেন............
  • PT | 213.110.246.25 | ১৬ জুন ২০১৫ ২২:৫৯680284
  • "তাদের সরল সমীকরণঃ আমি যেহেতু ইসলামি মৌলবাদের বিরুদ্ধে লড়াই করি, আমি তবে নিশ্চয়ই হিন্দুত্ববাদীদের বন্ধু, নিশ্চয়ই খ্রিস্টান অথবা ইহুদি মৌলবাদীদের বন্ধু। "

    এই "সরল সমীকরণ" ঠিক কারা করেছিল? তা "বামপন্থী সেকিউলার"-রা ক্ষমতায় থেকে যাওয়ার পরে পব-তে তিনি ফিরে এলেন না কেন?
  • ranjan roy | 132.162.173.207 | ১৮ জুন ২০১৫ ১৬:৫৬680286
  • সত্যি কথাটা বলেই ফেলি!

    তিনি আসেন নি আপনার ভয়ে পিটিবাবু, শুধু আপনার ভয়ে।
    জানতেন আপনি ঠিক ওনাকে ক্লাসরুমের কোণে কান ধরে নিল ডাউন করিয়ে রাখবেন!ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন